৬ অক্টোবর ২০২৫, ৫:০৩ পিএম
হারলে বা বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে নিশ্চিত বিদায়। বিপরীতে শুধু জিতলেই চলবে না, মেলাতে হবে নেট রান রেটের সমীকরণ। বৃষ্টির চোখরাঙানি এড়িয়ে নানান নাটকীয়তা পেরিয়ে সেই কঠিন কাজটিই করে দেখাল রংপুর বিভাগ।
এনসিএল টি-টোয়েন্টিতে প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা মেট্রোকে ৩ উইকেটে হারিয়ে প্লে-অফ পর্ব নিশ্চিত করল আকবর আলির নেতৃত্বাধীন দল।
সাত ম্যাচে মেট্রোর সমান ৭ পয়েন্ট এনসিএলের বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের। দুই দলই জিতেছে সমান ৩টি করে ম্যাচ। তাই বিবেচনায় আনা হয় নেট রান রেট। মেট্রোর (-০.০০১) চেয়ে এগিয়ে থাকায় পরের পর্বে উঠেছে রংপুর (+০.৪৪৫)।
রংপুরের প্লে-অফ নিশ্চিত হওয়ায় এখন জানা গেল প্লে-অফের চার দলের নাম। ছয় ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে চট্টগ্রাম। সমান ৯ পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় দুইয়ে খুলনা। আর ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ঢাকা।
বৃষ্টির শঙ্কা থাকা ম্যাচে টস হেরে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৯০ রান করে মেট্রো। এই টুর্নামেন্টে পুরো ২০ ওভার খেলে এটিই সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড। আগেরটিও মেট্রোর। গত বছর রংপুরের বিপক্ষেই ৯ উইকেটে ১০৭ রান করেছিল তারা।
পরে রান তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ফেলে রংপুর। তবে জিততে বেশি সময় লাগেনি। মাত্র ১১ ওভারে ম্যাচ জিতে নেট রান রেটে মেট্রোকে পেছনে ফেলে দেয় তারা।
রংপুরের জয়ের নায়ক জাহিদ জাভেদ। প্রথমে ৪ ওভারে মাত্র ৮ রান খরচ করে ২ উইকেট নেন বাঁহাতি স্পিনার। পরে ছয় নম্বরে নেমে ৩ চারে খেলেন ২২ বলে ২৬ রানের মহা গুরুত্বপূর্ণ ইনিংস। তাই তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার।
জাহিদ ছাড়াও ২টি করে উইকেট নেন রংপুরের অন্য দুই বাঁহাতি স্পিনার আবু হাশিম ও রাফিউজ্জামান রাফি।
মেট্রোর পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন মাহফিজুল ইসলাম রবিন। মাত্র ৬৩ রানে ৭ উইকেট হারানোর পর রকিবুল হাসান ১৪ ও শহিদুল ইসলাম অপরাজিত ১১ রান করে দলকে অলআউট হওয়া থেকে বাঁচান। তবে পরাজয় এড়াতে পারেনি মেট্রো।
No posts available.
৮ অক্টোবর ২০২৫, ৭:২৩ পিএম
পাকিস্তানকে প্রথম ধাক্কাটা দেয় বাংলাদেশ। প্রতিবেশী ভারতের কাছ থেকে আসে দ্বিতীয়টা। বিশ্বকাপ নিয়ে যে স্বপ্ন বুনেছিলেন ফাতিমা সানারা, তা অঙ্কুরেই বিনষ্ট হয়েছে। সেমিফাইনালের রেসে নিজেদের জিইয়ে রাখতে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। সে কাজের কিছুটা এগিয়ে রেখেছে তারা।
নারী বিশ্বকাপের নবম ম্যাচে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় পাকিস্তান। নাশরা সান্ধু-রামিন শামীমারা ২২১ রানে আটকে দেন অ্যালিসা হিলিদের। যদিও শত রানের মধ্যে গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। সেখান থেকে দলকে উদ্ধার করেন বেথ মুনি। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে অবিশ্বাস্য সেঞ্চুরি উপহার দেন এই অজি উইকেটকিপার ব্যাটার।
কলম্বোতে নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ফাতিমা। ২২১ রানে গুটিয়ে যাওয়ার আগের ম্যাচেও নিউজিল্যান্ডের বিপক্ষে ৩২৬ রান করেছিল অজি নন্দিনীরা। অ্যাশলি গার্ডনারের সেঞ্চুরিতে ভর করে রান পাহাড়ে চড়েছিল তারা। আজ হতাশ করেছেন টপ-মিডল অর্ডারের বেশিরভাগ ব্যাটার।
পাকিস্তানের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে বেথ মুনি ও অ্যালানা কিংয়ের ব্যাটেই কেবল সুরে ওঠে। বাকিরা ছিলেন আশা যাওয়ার মিছিলে। পার্থ স্কর্চার্স ও আইপিএলে গুজরাট টাইটান্সে খেলা এই ব্যাটার স্কোরবোর্ডে যোগ করেন ১০৯ রান। ৫১ রানে অপরাজিত থাকেন অ্যালানা।
এদিন অস্ট্রেলিয়ার শুরুটা হয়েছিল প্রত্যাশামাফিক। অধিনায়ক হিলি ও লিচফিল্ড মিলে বেশ সাবধানেই শুরুর পথ পাড়ি দেন। সাদিয়া ইকবাল তাদের সে পথে বাগড়া দেন। হিলিকে ক্যাচ আউট বানিয়ে ফেরান সাজঘরে।
হিলি যখন ফেরেন অজিদের দলীয় রান ৩০। একই অঙ্কের ঘরে লিচফিল্ডকে শিকার বানান পাকিস্তান অধিনায়ক। দুই ওপেনারদের মধ্যে প্রথমে ফেরা হিলির ব্যক্তিগত সংগ্রহ ২০, লিচফিল্ডের ১০।
শুরুর ধাক্কা সামাল দিতে পারেনি সাতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বেথ মুনি একপ্রান্তে দাঁড়িয়ে দলের পতন দেখতে থাকেন। একবার রামিন শামীম আক্রমণে আসেন তো আরেকবার নাশিরা সিন্ধু। কার্যত অকেজো হয়ে পড়ে অস্ট্রেলিয়া।
এলিস পেরি, অ্যানাবেল সাদারল্যান্ড, অ্যাশলি গার্ডনার, টালিয়া ম্যাকগ্রা, জর্জিয়া ওয়ারহ্যাম- অজিদের এই ব্যাটাররা দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি। মাত্র ৭৬ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। পরে কিম গার্থও আউট হলে ৮ উইকেটে ১১৫ রানে পরিণত হয় তারা।
এরপর দৃঢ়তা দেখান মুনি-অ্যালানা। ওয়ানডে ক্যারিয়ারের নিজের পঞ্চম সেঞ্চুরি কালে অ্যালানা কিংয়ের সঙ্গে জুড়ি গড়েন তিনি।
দু’জনের জুটিতে যোগ হয় ১০৬ রান। যা দলের সর্বোচ্চ রানের জুটি। নবম উইকেটে সর্বোচ্চ জুটির বিশ্ব রেকর্ডও এটি।
ইনিংসের শেষ বলে ফাহিমা সানার বলে আউট হন মুনি। মোট ১১৪ বল মোকাবিলা করেন মুনি। যাতে ছিল ১১ বাউন্ডারি।
১০ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৫১ রানের ইনিংস খেলেন অ্যালানা। ১০ নম্বরে নেমে এই ইনিংসটি নারী ওয়ানডেতে সর্বোচ্চ। এর আগে ১০ নম্বরে ব্যাটিংয়ে নেমে কোনো নারী ব্যাটার অর্ধশতক পাননি।
পাকিস্তানের হয়ে নিশরা সান্ধু তিনটি এবং রামিন শামীম ও ফাতিমা সানা দুটি করে উইকেট নেন।
টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশের পর এবার ওয়ানডের মিশনে বাংলাদেশ। আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় ৬টায় প্রথম ওয়ানডেতে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।
সাম্প্রতিক সময়ে এই ফরম্যাটে তেমন ভালো অবস্থায় নেই বাংলাদেশ। টি-টোয়েন্টিতে পাওয়া সাফল্যের ধারাবাহিকতা ধরে পাশাপাশি তাই নিজেদের পুরো ছন্দ ফিরে পাওয়ার চ্যালেঞ্জও তাই নিতে হবে মিরাজ, নাজমুল হোসেন শান্তদের।
ওয়ানডে সিরিজ শুরুর আগে ব্যাটিং নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তায় বাংলাদেশ। কারণ এই ফরম্যাটে গত বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স আশানুরুপ নয়।
গত বিশ্বকাপের পর থেকে খেলা ১৬টি পূর্ণাঙ্গ ম্যাচের ১০টিতেই আড়াইশ করতে পারেনি বাংলাদেশ। এমনকি যে ৬ ম্যাচে আড়াইশ ছাড়িয়েছে, তার ৪টিতেই আবার জিততে পারেনি।
ফলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সব ম্যাচ জিততে হলে ব্যাটিংয়ের দিকে বাড়তি মনোযোগই দিতে হবে তাদের।
দেশের সব পর্যায়ের ঘরোয়া ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছেন বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ানো বিদ্রোহী ক্লাবগুলো। ঢাকা ক্রিকেট ক্লাব অরগ্যানাইজার্স অ্যাসোসিয়েশন কর্তৃক এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা।
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, বিসিবির সাবেক পরিচালক রফিকুল ইসলাম বাবু, মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান মাসুদসহ আরও ক্লাব সংগঠকরা এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
ক্লাবগুলোর পক্ষ থেকে দেওয়া বক্তব্যে মাসুদুজ্জামান জানিয়েছেন, সামনের কোনো লিগ খেলবেন না তারা।
“আমরা খেলব না। শুধু ঢাকার ক্লাব ক্রিকেট নয়, জেলাভিত্তিক পর্যায়ের খেলাগুলোতেও আমরা থাকব না। আমরা বয়কট করছি।”
এসময় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হওয়া আমিনুল ইসলাম বুলবুলকে অবৈধ উল্লেখ করেন তিনি।
“আমাদের আর আলোচনার কিছু নেই। আমরা (বিসিবি) নির্বাচনের অনুমোদন দিচ্ছি না। তিনি (বুলবুল) একজন অবৈধ প্রেসিডেন্ট। তিনি কীভাবে ক্লাব অথবা সংগঠকদের অস্বীকার করতে পাড়েন।”
পরে তামিমও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। নির্বাচনের আগে নিজের নাম তুলে নিয়েছিলেন তিনি। সাবেক ওপেনার বলেন, নির্বাচন করলে ঠিকই জিততেন তিনি।
“আমরা শুধু একটি স্বচ্ছ নির্বাচন চেয়েছিলাম। আমি যদি আলাদাভাবে নির্বাচন করতাম, তাহলে ঠিকই জিততাম। ব্যালটে আমার নাম থাকলে অনেকেই আমাকে ভোট দিতেন।”
ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেল ভারতের ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ইনিংস ও ১৪০ রানের জয়ে ভারতীয় ব্যাটার ও বোলাররা র্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি করেছেন। আজ আইসিসির সবশেষ হালনাগাদে উইন্ডিজের বিপক্ষে ভারতের ক্রিকেটারদের পারফরম্যান্সের ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে।
ভারতের ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ ইংল্যান্ড সফর থেকেই আছেন দারুণ ছন্দে। সেই ছন্দ তিনি ধরে রাখেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টেও। ঘরের মাঠ আহমেদাবাদ টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট শিকার করেন সিরাজ। আর এই পারফরম্যান্সই তাকে ক্যারিয়ার সেরা ১২তম অবস্থানে তুলে এনেছে। ভারতীয় পেসার এগিয়েছেন তিন ধাপ। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ৭০০ পয়েন্টে অর্জন করলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলে টেস্টে ব্যাটিং র্যাংঙ্কিয়ে ক্যারিয়ার সেরা ২৫ নম্বরে উঠে এসেছেন রবীন্দ্র জাদেজা। ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার জুলাইয়ে ২৯ নম্বরে উঠে এসেছিলেন, যা তাঁর ক্যারিয়ারে সেরা অবস্থান ছিল।
আরও পড়ুন
ছক্কার বৃষ্টিতে র্যাংকিংয়ে সাইফের বড় লাফ |
![]() |
আহমেদাবাদ টেস্টের দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়ে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে আরও পোক্ত হলেন জাদেজা। দুইয়ে থাকা মেহেদি হাসানের মিরাজ থেকে ১২৫ পয়েন্টের বেশী তাঁর।
এ ছাড়া উইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি পাওয়া লোকেশ রাহুল ব্যাটারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে ৩৫ নম্বরে আছেন। ভারতের হয়ে সাদা জার্সিতে প্রথম সেঞ্চুরি করা ধ্রুব জুরেল ২০ ধাপ উন্নতি করে এখন ৬৫তম স্থানে আছেন। ম্যাচে মোট চার উইকেট নেওয়া কুলদীপ যাদব সাত ধাপ এগিয়ে ২১তম স্থানে পৌঁছেছেন।
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন আফগানিস্তানের লেগ-স্পিন অলরাউন্ডার রশিদ খান। বোলারদের র্যাঙ্কিংয়ে ছয়ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন রশিদ খান। এ ছাড়া বোলারদের র্যাঙ্কিয়ে আট ধাপ এগিয়ে ১৭তম স্থানে আছেন নূর আহমেদ।: ৬ ধাপ এগিয়ে ২৩ নম্বরে মুজিব উর রহমান।
আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ছক্কার বৃষ্টি ঝরিয়ে আইসিসি র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন সাইফ হাসান। ক্যারিয়ারে প্রথমবার সেরা বিশে ঢুকেছেন টপ-অর্ডার এই ব্যাটার।
ছেলেদের র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে আইসিসি। ব্যাটারদের র্যাংকিংয়ে ১৭ ধাপ লাফিয়ে ক্যারিয়ার সেরা ১৮ নম্বরে উঠেছেন সাইফ। আর বোলারদের র্যাঙ্কিংয়ে ৮৭ ধাপ এগিয়েছেন নাসুম আহমেদ।
এছাড়া ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে দুই বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের। ৬ ধাপ এগিয়ে এখন ৩৭ নম্বরে তামিম। আর ১৮ ধাপ লাফিয়ে ৫৩ নম্বরে ইমন।
গত রোববার আফগানদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ২ চার ও ৭ ছক্কায় মাত্র ৩৮ বলে ৬৪ রানের ইনিংস খেলেন সাইফ।
সব মিলিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তনের পর মাত্র ৯ ইনিংসে ২৪ ছক্কা মেরেছেন ২৭ ছুঁইছুঁই এই ব্যাটার। ছক্কার স্রোতেই সেরা বিশে জায়গা করে নিয়েছেন সাইফ। যেখানে বাংলাদেশের একমাত্র ব্যাটার তিনিই।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ মিস করা তাওহিদ হৃদয় ও লিটন কুমার দাস র্যাংকিংয়ে ২ ধাপ করে পিছিয়েছেন। ওই সিরিজে অধিনায়কত্ব করা জাকের আলি অনিক নেমে গেছেন ৩ ধাপ।
ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অভিষেক শর্মা। নিউ জিল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী দুটি ইনিংস খেলে ১৩ ধাপ লাফিয়ে ১০ নম্বরে উঠেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ।
বোলারদের র্যাংকিংয়ে ৮৭ ধাপ লাফিয়ে ৪৪ নম্বরে উঠেছেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজ সেরার পুরস্কার জেতা নাসুম আহমেদ। তরুণ পেসার তানজিম হাসান সাকিব এখন ৯ ধাপ এগিয়ে ৩৩ নম্বরে।
এছাড়া নিজের ১২ নম্বর স্থান ধরে রেখেছেন মোস্তাফিজুর রহমান। ৫ ধাপ পিছিয়ে ২৪ নম্বরে শেখ মেহেদি হাসান। ৪ ধাপ পিছিয়ে ২৫-এ রিশাদ হোসেন। আর ৪ ধাপ পিছিয়ে এখন ৩৭ নম্বরে নেমে গেছেন তাসকিন আহমেদ।
বোলারদের তালিকায় আগের মতোই শীর্ষে বরুণ চক্রবর্তী। আর ৬ ধাপ লাফিয়ে ২ নম্বরে উঠেছেন আফগানিস্তানের অধিনায়ক ও বিশ্ব সেরা লেগ স্পিনার রশিদ খান।
অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের সাইম আইয়ুব।