চলতি বছরের জানুয়ারির কথা। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা কিছুটা আক্ষেপ করেই বলেছিলেন, ‘ইউরোপিয়ান প্রতিযোগিতায় বরাবরই অসুবিধায় থাকে ইংলিশ ক্লাবগুলো।’ কারণ হিসেবে ব্যস্ত সূচিকেই দায়ী করেন স্প্যানিশ কোচ, ‘গুরুত্বপূর্ণ ধাপে ইউরোপিয়ান দলগুলির জন্য কঠিন হয়ে দাঁড়ায় সূচি।’
গত রোববার রাতে লিগে ম্যানচেস্টার ডার্বি জেতার পর বৃহস্পতিবার রাতেই ম্যানসিটিকে মাঠে নামতে হয় চ্যাম্পিয়নস লিগের খেলায়। ইতিহাদে ১০ জনের নাপোলির বিপক্ষে ম্যাচটা ২-০ গোলে জেতে পেপ গার্দিওলার দল। বলাই যায় দারুণ একটা সপ্তাহ পার করছে সিটিজেনরা।
তবে আসল পরীক্ষা তো আগামীকাল রাতে। এমিরেটসে ম্যানসিটিকে আতিথেয়তা দেবে শিরোপা প্রতিদ্বন্দ্বী আর্সেনাল। ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিজেদের শেষ ম্যাচের পর এবং গানারদের মোকাবিলার আগে কার্যত ৬৬ ঘন্টা সময় পেয়েছে ম্যানসিটি।
টানা ম্যাচ এবং উত্তর লন্ডনে ভ্রমণের আগে গতকাল শুক্রবার মজার ছলেই সংবাদমাধ্যমকে গার্দিওলা বললেন, ‘আমরা পাহাড় হাইকিংয়ে যাচ্ছি। সত্যি বলতে এই দুই দিনে এটিই করতে যাচ্ছি।’
গার্দিওলা যোগ করেন, ‘আমি জানি না, শুক্রবার রিকভারি। দলে অনেক চোট আছে। যে কারণে বিশ্রাম এবং বিশ্রামই হতে পারে রোববার ম্যাচের আগে শক্তি পুনুরুদ্ধারের একমাত্র পথ।’
ব্যস্ত সূচীতে ইউরোপের প্রতিযোগিতায় কিছুটা অসুবিধায় থাকে ইংলিশ ক্লাব এমন প্রসঙ্গে অবশ্য যেতেই চাইলেন না গার্দিওলা। সাংবাদিকদের থামিয়ে বলেন, ‘সেদিক যাবেন না, এটার দরকার নেই।’
ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ হয়েছে চতুর্থ রাউন্ডের খেলা। দুটি করে জয় ও পরাজয়ে ৬ পয়েন্ট ম্যানচেস্টার সিটির। ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকা আর্সেনালের সঙ্গে দূরত্ব ৬ ধাপ। শতভাগ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে লিভারপুল।
No posts available.
২২ সেপ্টেম্বর ২০২৫, ৫:৫৩ পিএম
চোটের মিছিল দীর্ঘ হচ্ছে বার্সেলোনার। লামিনে ইয়ামাল, আলেক্সান্দ্রো বালদে ও গাভির পর এবার কাতালান ক্লাবটির চোটের তালিকায় যোগ হলো ফারমিন লোপেজ। বাঁ পায়ের পেশির চোটে পড়েছেন স্প্যানিশ মিডফিল্ডার । লা লিগায় গতকাল রাতে হেতাফের বিপক্ষে ৩-০ গোলে জয় পাওয়া ম্যাচের শেষ দিকে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন তিনি।
বার্সেলোনা সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, ‘খেলোয়াড় ফারমিন লোপেজের বাঁ পায়ের পেশীতে চোট রয়েছে। তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।’
হেতাফের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে ব্যাথা কোঁকড়াতে দেখা যায় ফারমিনকে। কান্না করতে করতে তাকে মাঠ ছাড়তে দেখে মনে হচ্ছিল বড় কোনো চোটেই পড়েছেন হয়তো। আজ সকালে পরীক্ষা নিরীক্ষার পর, বার্সেলোনা তার চোটের ধরন এবং খেলার বাইরে থাকার সময় নিশ্চিত করল।
অন্তত ২১ দিনের জন্য ছিটকে পড়ায় লা লিগার তিনটি ম্যাচ খেলা হবে না লোপেজের। ২৬ ও ২৮ সেপ্টেম্বর রিয়াল ওভিয়েদো, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ এবং ৫ অক্টোবর সেভিয়ার বিপক্ষে ম্যাচেও দর্শক হয়ে থাকতে হবে তাকে। এ ছাড়া লোপেজকে ছাড়াই আগামী ১ অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে পিএসজির মুখোমুখি হবে বার্সা।
এদিকে হাঁটুর চোটে পড়া গাভির ছোটখাটো অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলে। যদিও এই মিডফিল্ডারকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে সেটা আনুষ্ঠানিকভাবে জানায়নি বার্সা । ইএনপিএনের সংবাদ অনুযায়ী কমপক্ষে নভেম্বর পর্যন্ত খেলতে পারবে না তিনি।
দুই দল সেমিফাইনালে পা দিয়ে রাখলেও ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে থাকে বাড়তি উন্মাদনা। ক্রিকেটের বাইরেও এর মাহাত্ম্য কোনো অংশেই কম নয়। খেলা ছাপিয়ে লড়াই হয় মর্যাদার। সেখানে পাকিস্তানকে হারিয়ে দিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।
সোমবার সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে ভারত। একদিন আগে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূণ ম্যাচে প্রতিবেশিদের সামনে দাঁড়াতেই পারেননি সালমান আলি আগারা। বয়সভিত্তিক ফুটবলেও তা দৃশ্যমান হয়েছে।
এই দুই দলের লড়াইয়ের প্রভাব রয়েছে বাংলাদেশেও। 'বি' গ্রুপ রানার্সআপ দলকে সাফের শেষ চারে মোকাবিলা করতে হবে 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশকে। গ্রুপের তিন খেলায় ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েই সেমিফাইনালে উঠেছে পাকিস্তান।
আগামী ২৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় কলোম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম সেমিফাইনালে মাঠে নামবে পাকিস্তান।
ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় আরেক সেমিতে ভারতের প্রতিপক্ষ 'এ' গ্রুপ রানার্সআপ নেপাল। এই প্রতিযোগিতার ফাইনাল হবে ২৭ সেপ্টেম্বর।
আগের মৌসুমে অনেকেই ধরে নিয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়রের হাতেই উঠছে ব্যালন ডি’অর। তবে শেষ পর্যন্ত সবাইকে চমকে দিয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতে নেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি। তাতে বিজয়ী ফুটবলার নির্বাচনের প্রক্রিয়ায় অসন্তুষ্টি প্রকাশ করে ব্যালন ডি'অর অনুষ্ঠান বর্জন করে রিয়াল মাদ্রিদ। ভিনির ক্লাবের কোনো খেলোয়াড় বা কর্মকর্তাও অনুষ্ঠানে যাননি।
গতবারের মতো আজ রাতের ব্যালন ডি’অর অনুষ্ঠানেও নাকি দেখা যাবে না ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদকে। স্প্যানিশ ক্লাবটি এবারও বয়কটের সিদ্ধান্তেই অনড় রইল। ফ্রান্স ফুটবলের পক্ষ থেকে মীমাংসার চেষ্টা করা হলেও, মন গলেনি রিয়াল মাদ্রিদের।
ফ্রান্স ফুটবল থেকে একটি প্রতিনিধি দল মাদ্রিদে যায় রিয়ালের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিল। কিন্তু তাতে কোনো উল্লেখযোগ্য ফল পাওয়া যায়নি। লস ব্লাঙ্কোসরা এখনও মেনে নিতে পারছে না যে, ভিনিসিয়াস জুনিয়রকে হারিয়ে, রদ্রি গত বছর বালন ডি’অর জিতেছে ।
ব্যালন আয়োজনকারীদের ওপর ক্ষোভ থাকার পাশপাশি রিয়ালের অনুপস্থিত থাকার অন্য কারণও আছে। প্যারিসের এই অনুষ্ঠান শেষে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই লেভান্তের বিপক্ষে মাঠে নামতে হবে কিলিয়ান এমবাপেদের। ফলে খেলোয়াড়দের ভ্রমণ ঝক্কি থেকে দূরে রাখতেও প্যারিসের টিকিট না কাটার সিদ্ধান্ত নিতে পারে রিয়াল।
অবশ্য এবারের ব্যালন ডি’অর জেতার লড়াইয়ে নেই রিয়ালের কোনো ফুটবলারই। অভিষেক মৌসুমেই ক্লাবটির হয়ে ৪৪ গোল করে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছে এমবাপে। তবে তার দল শিরোপাহীন থেকে মৌসুম শেষ করায় এই স্বীকৃতি পাওয়ার দৌঁড়ে পিছিয়ে পড়ে ফরাসি তারকা ফরোয়ার্ড।
প্যারিসের থিয়েটার দু শাতলেতে মঞ্চ প্রস্তুত। শীতল আবহাওয়ার মধ্যেই ছড়াবে উষ্ণতা। ঘুম ভেঙেই ব্যালন ডি'অরের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট, ‘হ্যালো, শুভ সকাল। প্যারিস থেকে বলছি। তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।’
প্যারিসে এই আর নতুন কি, তাপমাত্রা ‘১১’ জানাতেইবা হবে কেন? কোনো ‘যদি-কিন্তু’ নেই তো? ব্যালন ডি’অর ঘোষণার আগমুহূর্তে এমন সব প্রশ্ন ভক্ত-সমর্থকদের মস্তিষ্কে ঘুরপাক খেতেই পারে।
তবে এমন প্রশ্ন অমূলক বলার সুযোগও নেই। ফ্রান্সে উসমান দেম্বেলে, বার্সেলোনা ও ব্রাজিলে রাফিনিয়া, মিশর ও লিভারপুলে মোহাম্মদ সালহ ১১ নম্বর জার্সি পরেই খেলেন। ভক্তদের ধাঁধার মধ্যেই যেন ফেলে দিল এই এক পোস্ট। ১০ নম্বর জার্সি পরেন লামিন ইয়ামাল, আর্লিং হালান্ডের ৯। এ নামগুলোই এবারের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে।
গত মৌসুমে পারফরম্যান্স বিবেচনায় বেশি উজ্জ্বল ছিলেন ১১ নম্বর জার্সির খেলোয়াড়েরাই! তাঁদের মধ্যে উসমান দেম্বেলে ছিলেন সবাইকে ছাড়িয়ে যাওয়ার মতো। বিশ্লেষক ও সাবেক-বর্তমান ফুটবলারদের অনেকে বিভিন্ন সময় জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৫ ব্যালন ডি’অর এই ফরাসি উইঙ্গারের হাতেই দেখা যেতে পারে।
পিএসজি নিজেদের ইতিহাসে সবচেয়ে সেরা মৌসুম কাটিয়েছে গতবার। ঘরোয়া সব শিরোপা তুলেছে নিজেদের ক্যাবিনেটে। লুইস এনরিকের অধীনে প্রথমবারের মতো জেতে চ্যাম্পিয়নস লিগ। ক্লাব বিশ্বকাপে হয়েছে রানার্সআপ।
পিএসজির এত সব অর্জন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দেম্বেলে। ব্যালন ডি’অরের জন্য বিবেচনা করা হচ্ছে ২০২৪ সালের ১ আগস্ট থেকে এই বছরের ১৩ জুলাই পর্যন্ত পারফরম্যান্স। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে দেম্বেলে ৩৫ গোলের পাশাপাশি সহায়তা করেছেন ১৬ গোলে।
চ্যাম্পিয়নস লিগে ১৪ গোলে অবদান ছিল দেম্বেলের। একটি হ্যাটট্রিকসহ নিজে করেছেন ৮ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন ৬ গোল। পুরো মৌসুমে ৪৮টি গোলের সঙ্গে জড়িয়ে আছেন দেম্বেলে।
দেম্বেলে যদি ব্যালন ডি’অর জেতেন, তাহলে জিনেদিন জিদান ও করিম বেনজামের পর ফ্রান্সের তৃতীয় ফুটবলার হিসেবে এই অর্জন হবে তাঁর। পারফরম্যান্স বিবেচনায় ব্যালন ডি’অর যেন ফরাসি তারকারেই প্রাপ্য! এক্সে তারা যেন সে ইঙ্গিতই দিল ‘তাপমাত্রা ১১’।