লিভারপুলে যোগ দিয়েই আলোচনায় উঠে এসেছেন ফরাসি ফরোয়ার্ড হুগো একিতিকে। জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে ৬৯ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে নাম লেখান ২৩ বছর বয়সী এই তরুণ। অলরেডদের হয়ে ১০ ম্যাচে করেছেন ৫ গোল। বিশ্বকাপ বাছাইয়ে জন্য ফ্রান্সের ২৩ সদস্যের দলেও জায়গা পেয়েছেন তিনি।
রেইমস একাডেমিতে ফুটবলের হাতেখড়ি হয়েছিল একিতিকের। এরপর ডেনমার্কের ভেইলে বোল্ডক্লাবে অল্প সময় কাটিয়ে যোগ দেন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। তবে ফরাসি ক্লাবটিতে তেমন সাফল্য পাননি। পরবর্তীতে ফ্রাঙ্কফুর্টে যোগ দিয়েই বদলে যায় তার ক্যারিয়ারের গতি। গত মৌসুমে বুন্দেসলিগায় ১৫ গোলের পাশাপাশি করেন ৮টি অ্যাসিস্ট।
লিভারপুলের হয়ে দুর্দান্ত শুরুর পর বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে একিতিকে কথা বলেছেন নিজের শৈশব, ক্যারিয়ারের মোড় ঘোরানো মুহূর্ত, লিভারপুল ও সতীর্থ মোহাম্মদ সালাহ সম্পর্কে।
আরও পড়ুন
সৌদি ছেড়ে ইউরোপে ফিরতে পারেন বেনজেমা |
![]() |
ছোটবেলায় সব জায়গায় ফুটবল খেলতেন বলে জানান একিতিকে, 'ছোটবেলায় আমি খুব লাজুক ছিলাম। তবে ফুটবল ছিল আমার জীবনের সব কিছু। ভাইদের সঙ্গে, স্কুলে, রাস্তায়, সর্বত্রই ফুটবল খেলেছি। পরিবার ফুটবল ভালোবাসে, তারা আমার মাধ্যমে তাদের স্বপ্ন পূরণ হতে দেখছে।'
ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলতে গিয়ে একিতিকে বলেন, 'আমার বয়স যখন ১৪, রেইমস একাডেমিতে খুব খারাপ খেলতাম। স্বপ্ন দেখতাম, কিন্তু মাঠে ঘুমিয়ে থাকতাম যেন। তখন কোচরা বাবা-মাকে ডেকে বলেন, এভাবে চললে মৌসুম শেষে ক্লাব ছাড়তে হবে। সেই মুহূর্তটাই আমার জন্য টার্নিং পয়েন্ট। তখন থেকে ঠিক করি, এখন থেকে আমি সেরা হবো। তারপর অনেক পরিবর্তন আসে।'
ডেনমার্কে খেলতে গিয়ে বেঞ্চে বসে থাকাটাকে জীবনের আরেকটি টার্নিং পয়েন্ট বলে উল্লেখ করেন একিতিকে, 'ডেনমার্কে খেলতে গিয়েও বেঞ্চে বসে থাকতাম। তখন প্রমাণ করার তাগিদ জাগে। রেইমসে ফিরে এসে প্রি-সিজনে দারুণ খেলি, তখন থেকে প্রথম একাদশে সুযোগ পেতে শুরু করি।'
পিএসজিতে সময়টা কঠিন ছিলো জানিয়ে একিতিকে বলেন, 'পিএসজিতে সময়টা আমাকে বদলে দিয়েছে, ওটাই ছিল জীবনের প্রথম ব্যর্থতা। তবে সেটাই আমাকে মানসিকভাবে শক্ত করেছে। এখন আমি আরও ভালো খেলোয়াড় ও ভালো মানুষ।'
লিভারপুলে যোগ দেওয়ার অনুভূতি প্রসঙ্গে একিতিকে বলেন, 'প্রথম অনুভূতিটা ছিল গর্বের। জানি ফুটবলে সময়ের মূল্য অনেক, আজ শীর্ষে, কাল নিচে। তাই সব সময় প্রস্তুত থাকি, কঠোর পরিশ্রম করি, যেন দলকে সাফল্য এনে দিতে পারি।'
মোহাম্মদ সালাহর সঙ্গে খেলার অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, 'দারুণ, মো (সালাহ) খুবই বন্ধুসুলভ ও খোলামেলা। টিভিতে ওকে দেখতাম, এখন পাশে খেলছি। তার কাছ থেকে অনেক কিছু শেখা যায়। আশা করি একসঙ্গে অনেক গোল করব ও দলকে জেতাতে পারব।'
আরও পড়ুন
অনেক চমক নিয়ে মেসির আর্জেন্টিনার দল ঘোষণা |
![]() |
ব্যক্তিগত জীবন গোপন রাখতে চান একিতিকে, 'আমি চাই মানুষ আমাকে চিনুক, কিন্তু আমার ব্যক্তিগত জীবন যেন গোপন থাকে। বাড়িতে বা অবসরে আমি কী করি, সেটা সবাই জানুক এটা চাই না'
ক্যারিয়ারের সবচেয়ে বড় লক্ষ্য জানাতে গিয়ে একিতিকে বলেন, 'অনেক কিছু অর্জন করতে চাই, কিন্তু এখন সবচেয়ে বড় স্বপ্ন লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জেতা। আমি জানি এই শিরোপা ইংল্যান্ডে কতটা বিশেষ, বিশেষ করে লিভারপুলের জন্য।'
No posts available.
৬ অক্টোবর ২০২৫, ৫:১১ পিএম
শিশু যৌ*ন নির্যা*তনের সন্দেহে আটক করা হয়েছে মেক্সিকোর ফুটবল কিংবদন্তি ওমার ব্রাভো। ৪৫ বছর বয়সী ব্রাভো মেক্সিকোর হয়ে ৬৬টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ১৫টি। ক্লাব ক্যারিয়ারেও দেড়শ ওপরে গোল করেছেন এই স্ট্রাইকার। ২০০৬ সালের বিশ্বকাপে মেক্সিকো দলের সদস্য ছিলেন তিনি।
সম্প্রতি কয়েক মাসে এক কিশোরীর ওপর একাধিকবার যৌ*ন নির্যা*তনের অভিযোগ রয়েছে। জালিসকো রাজ্যের প্রসিকিউটররা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, তাঁরা আশঙ্কা করছেন ব্রাভোও এমন অপরাধ ঘটাতে পারেন।
সম্প্রতি জাপোপান শহরে, নিজের সাবেক ক্লাব গ্যাডালাহারার কাছে এক অভিযানের সময় গ্রেফতার হন ব্রাভো। শীঘ্রই আদালতে উপস্থিত হওয়ার কথা রয়েছে। প্রসিকিউটরের তদন্ত এখনও চলছে।
ব্রাভোকে তার প্রজন্মের অন্যতম সেরা মেক্সিকান স্ট্রাইকার হিসেবে মান্য করা হয় এবং তিনি গ্যাডালাহারার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
দুর্দান্ত ছন্দে রয়েছেন গোল আর্লিং হালান্ড। মাঠে নামলেই করছেন গোল। গতকাল তাঁর গোলেই ব্রেন্টফোর্ডকে ১-০ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। আর তাতেই দারুণ এক রেকর্ডের আরও কাছাকাছি নরওয়েজিয়ান স্ট্রাইকার।
ব্রেন্টফোর্ডের বিপক্ষে গোল করে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে গোল সংখ্যা ৯-এ নিয়ে গেছেন হালান্ড। এখন পর্যন্ত লিগে সর্বোচ্চ গোল তাঁরই। ওয়েস্ট লন্ডনে সেই গোলই ছিল ব্রেন্টফোর্ডের মাঠ জিটেক কমিউনিটি স্টেডিয়ামে তাঁর প্রথম গোল। যার সৌজন্যে প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে তাঁর দুর্দান্ত রেকর্ড আরও সমৃদ্ধ হলো।
আরও পড়ুন
হংকং ম্যাচ দেখতে কাল আসছেন হামজার বাবা-মা |
![]() |
২৫ বছর বয়সী হালান্ড প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত যে ২৩টি ভেন্যুতে খেলেছেন, তাঁর মধ্যে ২২টিতেই গোল করেছেন। ৯৬ শতাংশ স্টেডিয়ামে গোল করার রেকর্ড—যা প্রিমিয়ার লিগ ইতিহাসে সর্বোচ্চ।
হালান্ড লিগে একটি মাত্র স্টেডিয়ামে গোল করতে পারেননি এখানো। সেটি লিভারপুলের অ্যানফিল্ডই সেই মাঠ। এই বছর রেকর্ডটি আর হচ্ছে না তাঁর। অলরেডদের বিপক্ষে সিটির দেখা হবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি। সে ম্যাচে ফিট থাকলে অসাধারণ রেকর্ডটি গড়ার সুযোগ পাবেন হালান্ড।
যদিও এর আগে তিনি চ্যাম্পিয়নস লিগে তাঁর সাবেক ক্লাব রেড বুল সালজবুর্গের হয়ে অ্যানফিল্ডে গোল করেছিলেন, তবে প্রিমিয়ার লিগে এখনো লিভারপুলের ঘরে গোল পাওয়া বাকি। হালান্ডের গোল মানচিত্রে এই যেন একটি ফাঁকা দাগ!
সেভিয়ার বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে ২০২৫-২৬ মৌসুমে অপরাজিত ছিল বার্সেলোনা। আগের মৌসুমের মতো ‘খুনে’ মেজাজের বার্সাকে না দেখা গেলেও লিগের পয়েন্ট টেবিলে ঠিকই শীর্ষে উঠে আসে ক্লাবটি।
সবশেষ সেভিয়ার বিপক্ষে গতকাল কাতালান ক্লাবটির ম্যাচ দেখে হয়তো অনেকেই চোখ কচলেছেন। মাঠে এ কোন বার্সাকে দেখতে হচ্ছে। একের পর এক গোলের সুযোগ হাতছাড়া আর রক্ষণভাগে শিশুসুলভ ভুলে শেষ পর্যন্ত ৪-১ গোলে হেরেও যেন হাঁফ ছেড়ে বাঁচল বার্সা।
আরও পড়ুন
‘ভাল জার্নি কইরা আইছি, সবাই সাপোর্ট করতে আইবা’ |
![]() |
হ্যান্সি ফ্লিকের কোচিং অধ্যায়ে সবচেয়ে বাজে হারই ছিল এটি। শোচনীয় এই হারে স্বাভাবিকভাবেই কাটাছেঁড়া করবে বার্সা। ভুলটা কোথায় ছিল ? কোচের কৌশলে ? নাকি রক্ষণভাগ থেকে ফরোয়ার্ড কেউ নিজের কাজটা ঠিকঠাক করতে পারেনি ?
সেভিয়ার বিপক্ষে ভরাডুবির পর ম্যাচ শেষে পাউ কুবার্সি দুষলেন দলের আক্রমণভাগের সদস্যদের। বার্সা ডিফেন্ডারের মতে, গোলের সুযোগ হাতছাড়ার সঙ্গে ফরোয়ার্ডরা প্রেসিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখতে পারেনি। নিজেদের পারফরম্যান্সের হতাশ কুবার্সি বলেন, ‘গত মৌসুমের মতো আমাদের প্রেস করতে হবে। পরের ম্যাচগুলোতে যেন একই ভুলের পুনরাবৃত্তি না হয়।’
কুবার্সি আরো বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমাদের অনেক ভালো সুযোগ ছিল, কিন্তু ফুটবলে এমন হয়। শেষ মুহূর্তে আমরা যেভাবে মনোযোগ হারিয়েছি, সেটা চলতে পারে না। সামনের দিকে তাকিয়ে আমাদের এই ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে এবং আরও বেশি লড়াই করতে হবে।’
প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে সমতায় ফিরতে পারত বার্সা। তবে ক্লাবটির পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানদোভস্কির স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন। পেনাল্টি মিস ছাড়াও এই ম্যাচে ফরোয়ার্ডরাও বেশ কিছু সহজ সুযোগ হেলায় হারায়।
গত মৌসুমে তীব্র প্রেসিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখে বার্সা। সেই চাপ তৈরি করার কথাই বলেন বার্সেলোনার ১৮ বছর বয়সী ডিফেন্ডার, ‘আমাদের গত মৌসুমের মতোই প্রেস করতে হবে। প্রতিপক্ষের সুযোগগুলো আসলে আমাদের আক্রমণভাগ থেকেই শুরু হয়। তাই সামনে থেকেই চাপ তৈরি করতে হবে। আমি মনে করি আমরা কিছুটা আত্মতুষ্ট হয়ে পড়েছিলাম। এটা একদমই চলবে না। অবশ্য এটা কেবলই একটি ম্যাচ, বাড়াবাড়ির প্রয়োজন নেই, কিন্তু এটিই হতে পারে মৌসুমের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত।’
আরও পড়ুন
হংকং ম্যাচ দেখতে কাল আসছেন হামজার বাবা-মা |
![]() |
লিগে এই হারে শীর্ষে ফেরার সুযোগও হারায় বার্সেলোনা। ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নূ ক্যাম্পের ক্লাবটি। সমান ম্যাচে ২ পয়েন্ট বেশি নিয়ে এক নম্বরে রিয়াল মাদ্রিদ। আর বার্সাকে হারিয়ে পয়েন্ট তালিকার ছয় নম্বরে উঠে এসেছে সেভিয়া। ৮ ম্যাচে ক্লাবটির সংগ্রহ ১৩ পয়েন্ট।
আন্তর্জাতিক বিরতির পর আগামী ১৮ অক্টোবর লিগে জিরোনার বিপক্ষে মাঠে নামবে বার্সা।
১৬ ঘণ্টার ভ্রমণ শেষে আজ সকাল সাড়ে ১১টায় ঢাকায় পৌঁছান হামজা চৌধুরী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ওঠেন টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে বিকেলেই দলের সঙ্গে নেমে পড়ার কথা অনুশীলনে।
জাতীয় স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার হংকং চায়নার বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ হামজাদের। ছেলেকে সমর্থন দিতে আগামীকাল ইংল্যান্ড থেকে দেশের উদ্দেশে ফ্লাইট ধরবেন হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরীও।
আজ মুঠোফোনে টি-স্পোর্টসকে হামজার বাবা মোরশেদ দেওয়ান বলেন, ‘হংকং, চায়নার বিপক্ষে ম্যাচ দেখতে আগামীকাল আমরা রওনা করব। সবার সঙ্গে মাঠে দেখা হবে ইনশাআল্লাহ।’
আরও পড়ুন
‘ভাল জার্নি কইরা আইছি, সবাই সাপোর্ট করতে আইবা’ |
![]() |
ম্যাচ দেখতে হামজার মা-বাবা আসবেন, তবে হামজার স্ত্রী অলিভিয়া কিংবা আরও কেউ আসবেন কি-না সেটি জানা যায়নি।
গত ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে শিলংয়ে ভারতের বিপক্ষে অভিষেক হয় হামজার। সেই ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন হামজার মা-বাবা ও স্ত্রী সন্তানেরা।
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচটি হয় গত ১০ জুন। সেই ম্যাচেও জাতীয় স্টেডিয়ামে এসে খেলা দেখেন মোরশেদ দেওয়ান। এবার তিনি আসবেন হংকং ম্যাচে হামজা-জামালদের সমর্থন দিতে।
এর মাঝে ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ। সেই খেলায় লাল-সবুজের জার্সিতে প্রথম গোলের দেখা পান নম্বর এইট-হামজা।
হংকং, চায়নার বিপক্ষে ম্যাচ খেলতে ইংল্যান্ড থেকে আজ সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন হামজা চৌধুরী। সেখানে উপস্থিত সাংবাদিকদের দূর থেকে হাত নেড়ে অভিবাদন জানান ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা।
পুলিশ প্রোটোকলে ১২টার দিকে টিম হোটের ইন্টারকিন্টনেন্টালে পৌঁছান হামজা। হোটেল থেকে বাফুফের পাঠানো ভিডিও বার্তায় বলেন, 'ভাল জার্নি কইরা আইছি, সাকসেসফুল ক্যাম্প হইব। হংকংয়ের বিপক্ষে সবাই সাপোর্ট করতে আইবা। ইনশাআল্লাহ আমরা উইন করব।'
খানিক পর মিডিয়ার সামনে আসেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। তিনি জানান হামজা কিছুক্ষণ বিশ্রাম নিতে চান। এরপর নিজ থেকেই নাকি বলেন বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন সেশনে যোগ দেবেন তিনি।'
আরও পড়ুন
ঢাকায় পৌঁছেছেন হামজা |
![]() |
হামজা আসার পর এখন অপেক্ষা শমিত সোমের জন্য। আজ ভোরে কানাডা প্রিমিয়ার লিগে ম্যাচ ছিল তার। আগামীকাল দেশে আসবেন তিনি।
ইনজুরি নিয়ে ক্যাম্প ছেড়েছেন সুমন রেজা ও মোহাম্মদ ইবরাহীম। তপু বর্মনের হালকা চোট আছে। আমের খান আজ সাংবাদিকদের বলেছেন তপু রিকভারি করছে, 'তপু গতকার অনুশীলন করেছে, তবে পুরোদমে নয়। আজ বোঝা যাবে তার ইনজুররির প্রকৃত অবস্থা। আশা করছি সমস্যা হবে না।
আগামী ৯ অক্টোবর ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ম্যাচ
খেলবে বাংলাদেশ। দুই দলের মধ্যকার ফিরতি ম্যাচ ১৪ অক্টোবর, হংকংয়ের মাটিতে।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২৫ মার্চ প্রথম ম্যাচে শিলংয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র। এরপর ঘরের মাঠে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে পরাজয় ১-২ ব্যবধানে।
‘সি’ গ্রুপ থেকে শীর্ষ দুইয়ে থাকা হংকং ও সিঙ্গাপুরের পয়েন্ট সমান ৪ করে। আর একটি করে পয়েন্ট পেয়ে তালিকার তিন ও চারে বাংলাদেশ এবং ভারত।