ফুটবল

ব্যালন ডি’অর : সেরা গোলকিপারের তালিকায় মার্তিনেজ-সিমন

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৫ সেপ্টেম্বর ২০২৪, ৫:৫১ এম

news-details

ব্যালন ডি’অর  ২০২৪ এর ইয়াসিন ট্রফির জন্য  ১০ গোলকিপারের মনোনয়ন চূড়ান্ত করেছে ফ্রান্স ফুটবল। কিংবদন্তী গোলকিপার লেভ ইয়াসিনের নামে প্রতি বছর দেওয়া হয় এই পুরস্কার। গেলবার এই পুরস্কার জেতা আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ আবারও আছেন এই তালিকায়। আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানোর ক্ষেত্রে বড় অবদান রেখেছেন সঙ্গে ক্লাব অ্যাস্টন ভিলাকে নিয়েও গত মৌসুমে শীর্ষ চারে শেষ করেছেন। মার্তিনেজের থাকাটা তাই অনুমিতই ছিল। 

মার্তিনেজের মতো জাতীয় দলে সফল স্পেন গোলকিপার উনাই সিমনও। স্পেনের ইউরো জেতার পেছনে তারও আছে বড় অবদান। ইউরোতে দারুণ পারফর্ম করা জর্জিয়ার গোলকিপার জিওর্জি মামারদাসভিলিও আছেন সেরাদের কাতারে। ইন্তার মিলানের হয়ে সিরি আ জেতা সুইস গোলকিপার ইয়ান সমার, ইতালি ও পিএসজির জিয়ানলুইজি দনারুম্মাকেও রাখা হয়েছে মনোনয়নে। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে না খেললেও পুরো মৌসুম দারুণ ধারাবাহিকতা দেখানোয় প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন রিয়াল মাদ্রিদের আদ্রেই লুনিনও। 

তবে এই তালিকায় তুলনামূলক কম পরিচিত নাম দক্ষিণ আফ্রিকার রনওয়েন উইলিয়ামস। আফ্রিকান কাপ অফ নেশনসের কোয়ার্টার ফাইনালে কেপ ভার্দের বিপক্ষে টাইব্রেকারে ৪ পেনাল্টি ঠেকিয়ে রেকর্ড গড়েছিলেন তিনি। পরে হয়েছিলেন টুর্নামেন্টের সেরা গোলকিপারও। 

এমিলিয়ানো মার্তিনেজ  (আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলা) 

উনাই সিমন (স্পেন ও অ্যাথলেটিক বিলবাও) 

জিয়ানলুইজি দনারুম্মা (ইতালি ও পিএসজি) 

দিয়েগো কস্তা (পর্তুগাল ও পোর্তো) 

ইয়ান সমার (ইন্তার মিলান ও সুইজারল্যান্ড) 

জিওর্জি মামারদাসভিলি (ভ্যালেন্সিয়া ও জর্জিয়া) 

আন্দ্রেই লুনিন (ইউক্রেন ও রিয়াল মাদ্রিদ) 

রনওয়েন উইলিয়ামস (দক্ষিণ আফ্রিকা ও মামেলদি সানডাউনস) 

গ্রেগর কোবেল (সুইজারল্যান্ড ও বরুশিয়া ডর্টমুন্ড) 

মাইক মানিঁয় (ফ্রান্স ও এসি মিলান) 

ফুটবল থেকে আরও পড়ুন

No posts available.

bottom-logo