প্যারাগুয়ের সাথে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র দাবি করেছিলেন তাঁর দল পরের বিশ্বকাপের ফাইনালে খেলবে। তার সেই কথার ২৪ ঘণ্টা না পেরুতেই সেলেসাঁওরা প্যারাগুয়ের সাথে হার দেখেছে, তাও ১৬ বছর পর। তাতে দরিভাল যেমন সমালোচনার মুখে, তেমনি ব্রাজিল দলও। একের পর এক হারে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা অনাকাঙ্ক্ষিত সব রেকর্ড গড়েই চলছে!
এখন পর্যন্ত ব্রাজিল চলতি বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচ খেলেছে ৮টি। যেখানে জয়ের চেয়ে তাদের হারের সংখ্যা বেশি। ৪ হারের বিপরীতে সেলেসাঁওরা ম্যাচ জিতেছে মোটে তিনটা। বিশ্বকাপ বাছাইপর্বে যেখানে ব্রাজিলকে হারানোই দায় ছিল এতদিন, সেখানে এবার ব্রাজিলের জন্য ম্যাচ জেতাই যেন সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে।
২০০২ থেকে ২০২২ পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল ম্যাচ খেলেছিল ৭১ টি। ২০ বছর আর পাঁচ বিশ্বকাপ বাছাই মিলিয়ে তারা হার দেখেছিল মোটে পাঁচটি, আর ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম আট ম্যাচেই তারা দেখেছে চার হার। যা যে কোনো ব্রাজিল সমর্থকের জন্য হজম করা কঠিনই বটে।
পরিসংখ্যান ব্রাজিলের অবস্থান যতটা জানান দিচ্ছে মাঠের ফুটবলে তাদের অবস্থা আরও নাজেহাল। খেলায় নেই ছন্দ, গোল করা যেন সবচেয়ে দুর্বিসহ কাজ দলটার জন্য। আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো কিংবা তরুণ এন্দ্রিকদের মত তারকা থাকা সত্ত্বেও ব্রাজিল বিশ্বকাপ বাছিয়ের ৮ ম্যাচে করেছে মোটে ৯ গোল। হজম করেছে তার থেকে একটা কম। এর মাঝে ৩ ম্যাচে কোনো গোলই করতে পারেনি তারা।
এমন পরিস্থিতিতে ব্রাজিল শেষ কবে পড়েছে সেটা খুঁজে বের করা মুশকিল কাজই। তবে এই মুশকিল কাজের সমাধান খুঁজতেই দায়িত্বটা দেওয়া হয়েছে দরিভালকে। এখন পর্যন্ত সেই দায়িত্বে মোটা দাগে তাকে ব্যর্থই বলা যায়।এভাবে চলতে থাকলে খুব বেশি দিন যে ব্রাজিলের ডাগআউটে তাকে দেখা যাবে না তা না বললেই চলে।
৬ অক্টোবর ২০২৪, ৭:২৭ পিএম
৬ অক্টোবর ২০২৪, ৬:৪৪ পিএম
দানি কারভাহালের ইনজুরি নিয়ে যে ভয়টা রিয়াল মাদ্রিদ পেয়েছিল, হয়েছে তাঁর চেয়েও বাজে কিছু। দানি কারভাহালের যে মেডিকেল রিপোর্ট বেরিয়েছে, সে রিপোর্টে কারভাহালের ডান হাঁটুতে তিনটি জায়গায় লিগামেন্ট ছিঁড়ে গেছে। কারভাহালের এই ‘ভয়াবহ’ ইনজুরির কারণে যে কাজটা গত ছয় বছরে রিয়াল মাদ্রিদ করেনি, সেটাই করতে যাচ্ছে।
ভিয়ারিয়ালের সঙ্গে ম্যাচের একদম শেষ মুহূর্তে ইয়েরেমি পিনোর কাছ থেকে বলের দখল নিতে গিয়ে হাঁটুতে ব্যথা পেয়ে তীব্র চিৎকারে মাঠে পড়ে যান কারভাহাল। তাঁকে ঘিরে ধরেন মাদ্রিদ সতীর্থরা, পরে স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। কারভাহালের ইনজুরির কারণে মাদ্রিদের ব্যাকলাইনের ইনজুরি লিস্টে যোগ হলো আরেকটি নাম। ডিফেন্সে ঘাটতির ব্যাপারে কোচ কার্লো আনচেলত্তির দাবি-দাওয়া ছিল গত মৌসুমেও। তবে সেবার ইনজুরিময় একটা মৌসুম কাটানোর পরও ব্যাকলাইনে নতুন কাউকে সাইন করায়নি মাদ্রিদ, উল্টো সে স্কোয়াড নিয়েই জিতেছে লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগ।
কারভাহালের ইনজুরি এবং ডিফেন্সে ঘাটতির বিষয়কে এবার গুরুত্বের সঙ্গে নিচ্ছে মাদ্রিদ বোর্ড। শীতকালীন দলবদলের মৌসুমে ছয় বছরে প্রথমবারের মতো কোনো খেলোয়াড় সাইন করানোর উদ্যোগ নিতে যাচ্ছেন মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ, জানাচ্ছে মার্কা। একজন সেন্ট্রাল ডিফেন্ডার এবং ফুল ব্যাক সাইন করানোর ব্যাপারে প্রাথমিক পরিকল্পনা করেছে তারা। সর্বশেষ ছয় বছর আগে শীতকালীন দলবদলের মৌসুমে মরক্কোন মিডফিল্ডার ব্রাহিম দিয়াজকে সাইন করিয়েছিল রিয়াল মাদ্রিদ
আর খেলোয়াড় সাইন না করালে ডিফেন্সের ঘাটতিটা থেকেই যেত মাদ্রিদের, কারণ কারভাহালের ইনজুরির যে ধরন– তিনি মাঠের বাইরে থাকবেন অন্তত পক্ষে এক বছর, স্প্যানিশ ডিফেন্ডারের মেডিকেল রিপোর্ট দেখে মার্কাকে তেমনটাই জানিয়েছেন রিপল অ্যান্ড দে প্রাদো ক্লিনিক, ফিফা সেন্টার অব এক্সেলেন্সের ডাক্তার পেদ্রো লুই রিপোল। শুধু এসিএল (অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট) নয়, সঙ্গে ধরা পড়েছে ইসিএল (এক্সটার্নাল ক্রুশিয়েট লিগামেন্ট) এবং ডান পায়ে পপলিটেয়াল টেন্ডনে চিঁড়।
তবে কারভাহালের ইনজুরি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর চুক্তি নবায়ন করেছে মাদ্রিদ বোর্ড। কারভাহালের সঙ্গে মাদ্রিদের চুক্তি ছিল ২০২৫ এর গ্রীষ্ম পর্যন্ত। তাঁর ইনজুরি থেকে সেরে ওঠা এবং ট্রেনিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করার জন্য তাঁর চুক্তি আরও এক বছর বাড়িয়েছে মাদ্রিদ বোর্ড। চুক্তি নবায়নের কৃতজ্ঞতায় মাদ্রিদকে আলাদা করে ধন্যবাদ এবং ক্লাবের প্রতি তাঁর ভালোবাসা ব্যক্ত করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ক্লাবের হয়ে ২৬টি ট্রফি জেতা দানি কারভাহাল।
লম্বা মৌসুম, অনেকেই এই দীর্ঘ রেসে পড়তে পারেন ইনজুরিতে। ধরা পড়েছে ভিনিসিয়ুস জুনিয়রের সার্ভাইকাল ইনজুরিও। আপাতত ডিফেন্স লাইনকে শক্তপোক্ত করার জন্য ফ্লোরেন্তিনো পেরেজ অ্যান্ড কোংকে খুঁজতে হবে সম্ভাব্য নতুন খেলোয়াড়।
১৭ ঘণ্টা আগে
৪ দিন আগে
১০ দিন আগে
১৮ দিন আগে
২১ দিন আগে
২১ দিন আগে
২১ দিন আগে
২২ দিন আগে
২৩ দিন আগে
২৬ দিন আগে
২৫ দিন আগে
২৫ দিন আগে
২৬ দিন আগে