
প্যারাগুয়ের সাথে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র দাবি করেছিলেন তাঁর দল পরের বিশ্বকাপের ফাইনালে খেলবে। তার সেই কথার ২৪ ঘণ্টা না পেরুতেই সেলেসাঁওরা প্যারাগুয়ের সাথে হার দেখেছে, তাও ১৬ বছর পর। তাতে দরিভাল যেমন সমালোচনার মুখে, তেমনি ব্রাজিল দলও। একের পর এক হারে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা অনাকাঙ্ক্ষিত সব রেকর্ড গড়েই চলছে!
এখন পর্যন্ত ব্রাজিল চলতি বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচ খেলেছে ৮টি। যেখানে জয়ের চেয়ে তাদের হারের সংখ্যা বেশি। ৪ হারের বিপরীতে সেলেসাঁওরা ম্যাচ জিতেছে মোটে তিনটা। বিশ্বকাপ বাছাইপর্বে যেখানে ব্রাজিলকে হারানোই দায় ছিল এতদিন, সেখানে এবার ব্রাজিলের জন্য ম্যাচ জেতাই যেন সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে।
২০০২ থেকে ২০২২ পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল ম্যাচ খেলেছিল ৭১ টি। ২০ বছর আর পাঁচ বিশ্বকাপ বাছাই মিলিয়ে তারা হার দেখেছিল মোটে পাঁচটি, আর ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম আট ম্যাচেই তারা দেখেছে চার হার। যা যে কোনো ব্রাজিল সমর্থকের জন্য হজম করা কঠিনই বটে।
পরিসংখ্যান ব্রাজিলের অবস্থান যতটা জানান দিচ্ছে মাঠের ফুটবলে তাদের অবস্থা আরও নাজেহাল। খেলায় নেই ছন্দ, গোল করা যেন সবচেয়ে দুর্বিসহ কাজ দলটার জন্য। আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো কিংবা তরুণ এন্দ্রিকদের মত তারকা থাকা সত্ত্বেও ব্রাজিল বিশ্বকাপ বাছিয়ের ৮ ম্যাচে করেছে মোটে ৯ গোল। হজম করেছে তার থেকে একটা কম। এর মাঝে ৩ ম্যাচে কোনো গোলই করতে পারেনি তারা।
এমন পরিস্থিতিতে ব্রাজিল শেষ কবে পড়েছে সেটা খুঁজে বের করা মুশকিল কাজই। তবে এই মুশকিল কাজের সমাধান খুঁজতেই দায়িত্বটা দেওয়া হয়েছে দরিভালকে। এখন পর্যন্ত সেই দায়িত্বে মোটা দাগে তাকে ব্যর্থই বলা যায়।এভাবে চলতে থাকলে খুব বেশি দিন যে ব্রাজিলের ডাগআউটে তাকে দেখা যাবে না তা না বললেই চলে।
No posts available.

অনলাইন জুয়ায় রেফারিদের সম্পৃক্ততা নিয়ে গত সোমবার চোখ কপালে তোলার মতো তথ্য জানায় তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ)। তদন্তে বেরিয়ে আসে, শত শত রেফারি বেটিংয়ে (অনলাইন জুয়া) জড়িত ছিলেন। সেই তথ্যের ভিত্তিতে ১৪৯ জন রেফারিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে টিএফএফ।
ফেডারেশনের শৃঙ্খলা কমিটি তাদের বিরুদ্ধে ৮ থেকে ১২ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে। আরও তিনজন রেফারির বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে বলে গতকাল শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে টিএফএফ।
ফেডারেশনের তদন্তে দেখা যায়, তুরস্কের পেশাদার লিগের ৫৭১ জন রেফারির মধ্যে ৩৭১ জনেরই বিভিন্ন বেটিং সাইটে অ্যাকাউন্ট রয়েছে, যার মধ্যে ১৫২ জন নিয়মিত বাজি ধরতেন। ১০ জন রেফারি গত পাঁচ বছরে ১০,০০০ এর বেশি ম্যাচে বাজি ধরেছেন, আর একজন রেফারি একাই ১৮,২২৭টি ম্যাচে বাজি রেখেছেন।
এছাড়া ৪২ জন রেফারি ১ হাজারেরও বেশি ম্যাচে বাজি ধরেছেন। তুরস্কের ফুটবল ফেডারেশন জানায়, অভিযুক্তদের মধ্যে ২২ জন কর্মকর্তা (৭ জন ম্যাচ রেফারি ও ১৫ জন সহকারী) তুরস্কের শীর্ষ লিগে দায়িত্ব পালন করতেন।
টিএফএফ সভাপতি ইব্রাহিম হাজিওসমানোগলু বলেন,
'রেফারিং একটি সম্মানের পেশা। যে এই সম্মান নষ্ট করবে, সে আর কখনও তুর্কি ফুটবলে জড়িত থাকতে পারবে না।'
তবে কর্মকর্তারা জানাননি, অভিযুক্তদের কেউ নিজেদের পরিচালিত ম্যাচে বাজি ধরেছিলেন কি না।
ঘটনার তদন্তে ইস্তানবুল পাবলিক প্রসিকিউটর অফিস ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তুর্কি সংবাদমাধ্যম হাবেরতুর্ক জানিয়েছে, শুধু রেফারিরাই নয়, কিছু ক্লাব ও খেলোয়াড়ের বিরুদ্ধেও তদন্ত চলছে। প্রতিবেদনে বলা হয়, প্রায় ৩,৭০০ খেলোয়াড় বর্তমানে তদন্তের আওতায় রয়েছেন।

প্রথমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন কিলিয়ান এমবাপে। ২০২৪-২৫ মৌসুমের জন্য এই পুরুষ্কার পেয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি এই তারকা। এর আগে ২০১৪-১৫ মৌসুমে রিয়ালের হয়ে সবশেষ এই পুরস্কার জিতেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলদাতাকে গোল্ডেন বুট দিয়ে থাকে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া। গত মৌসুমে রিয়ালে যোগ দিয়ে লা লিগায় ৩১ গোল করেন এমবাপ্পে। শুক্র সান্তিয়াগো বার্নাব্যুয়ে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়াল কোচ জাবি আলোনসো, সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এবং দলের অন্যান্য খেলোয়াড়েরা।
পুরস্কার হাতে নিয়ে উচ্ছ্বসিত এমবাপে বলেন,
'গোল্ডেন বুট জেতা আমার জন্য দারুণ মুহূর্ত। প্রথমবারের মতো পেলাম, একজন ফরোয়ার্ড হিসেবে সত্যিই বিশেষ কিছু।'
৩১ গোল করে ৬২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ছিলেন এমবাপ্পে। দ্বিতীয় স্থানে ছিলেন স্পোর্টিং লিসবনের হয়ে খেলা ভিক্টর ইয়োকেরেস (৫৮.৫ পয়েন্ট) এবং তৃতীয়- লিভারপুলের মোহাম্মদ সালাহ (৫৮ পয়েন্ট)।
পুনস্কার জিতেছেন আগের মৌসুমের ধারাবাহিক পারফরম্যান্সে; চলতি মৌসুমেও দুর্দান্ত ফর্মে আছেন এমবাপে। নতুন কোচ আলোনসোর অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল জিতেছে ১৩ ম্যাচের মধ্যে ১২টিতে। ক্লাবটিতে দীর্ঘদিন থাকার ইচ্ছাও প্রকাশ করেছেন এই ফরাসি তারকা,
'আমাদের দলে দারুণ একতা আছে। আমি চাই, এই মৌসুমে বড় কিছু জিতি। দলীয় সাফল্যই আসল বিষয়। রিয়ালে অনেক বছর থাকতে চাই এবং এমন পুরস্কার আরও অনেকবার জিততে চাই।'
লা লিগায় ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রিয়াল। দুইয়ে থাকা বার্সেলোনার চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে আছে মাদ্রিদের ক্লাবটি। আজ শনিবার রাত ২টায় লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলবে তারা।

এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২-০ গোলে হেরেছে বসুন্ধরা কিংস। প্রথম ম্যাচে আল সিবের কাছে ২-৩ ব্যবধানে হারার পর দ্বিতীয় ম্যাচে আল আনসারের বিপক্ষে ৩-০ গোলে পরাজিত হয়েছিল তারা।
কুয়েতের জাবের আল-মুবারক আল-হামাদ স্টেডিয়ামে আজ ম্যাচ খেলতে স্টেডিয়ামে যাওয়ার পথে বিড়ম্বনায় পড়ে বসুন্ধরা কিংস। রাস্তায় আকস্মিক বিস্ফোরণে টিম বাসের একটি চাকা নষ্ট হয়ে যায়। ফলে দলটি স্টেডিয়ামে পৌঁছায় রাত ৯টায়। মাত্র এক ঘণ্টা আগে পৌঁছানোয় ম্যাচ কমিশনারকে খেলা ১৫ থেকে ৩০ মিনিট পিছিয়ে দেওয়ার অনুরোধ করে বসুন্ধরা কিংস। তবে কিরগিজস্তানের ম্যাচ কমিশনার নির্ধারিত সময়েই খেলা শুরু করার ব্যাপারে অনড় ছিলেন। বাধ্য হয়ে হালকা ওয়ার্ম-আপ করেই মাঠে নামতে হয় কিংসকে।
বসুন্ধরা কিংসের বিপক্ষে ম্যাচের গোল দুটি হয় প্রধামার্ধে। আল কুয়েতের হয়ে গোল করেন ইউসুফ আল সুলাইমান ও তাহা ইয়াসিন।
কিক-অফের পর দ্বিতীয় আক্রমণেই লিড নেয় আল কুয়েত। কর্নার থেকে সামি আল সানের ক্রসে হেডে জালে বল জড়ান ইউসুফ আল সুলাইমান। গোলরক্ষক আনিসুর রহমান জিকো পোস্ট ছেড়ে সামনে এগিয়ে আসায় তার মাথার উপর দিয়ে বল জালে জড়ায়।
১৩ মিনিটে কর্নার থেকে ফিরতি বলে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন সাদ, তবে সেটি হেডে ফিরিয়ে দেন মেহেদি বারেহমা।
তিন মিনিট পর বাঁ দিক থেকে মোহাম্মদ দাহাদের দারুণ ক্রসে পা ছোঁয়াতে গিয়ে বলটি আকাশে উড়িয়ে মারেন তাহা ইয়াসিন খেনিসি।
১৯ মিনিটে বসুন্ধরা কিংসের বিপক্ষে ফ্রি-কিক থেকে প্রায় গোল পেয়ে যাচ্ছিল আল কুয়েত। ফয়সাল জায়েদ আল হারবির জোরালো শট পোস্ট কাঁপিয়ে বেরিয়ে যায়।
৩৯ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে উঠেছিলেন ইমানুয়েল সানডে। কর্নারের পাসে প্রতিপক্ষ ডিফেন্সের বাধায় ব্যাকপাস দেন তিনি। পোস্টের সামনে সেই বলে জোরালো শট নেন সোহেল রানা, তবে তার কোনাকুনি শটটি বক্সের ডান পাশ ঘেঁষে বাইরে চলে যায়।
প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লিড দ্বিগুণ করে আল কুয়েত। মাঝমাঠে আক্রমণের সূচনা করেন আহমেদ আল দেফিরি। তার পাস ধরে কর্নারের দিক থেকে ক্রস দেন দাহাম, গোলমুখের সামনে বলটিকে হালকা ছোঁয়ায় জালে পাঠান তাহা ইয়াসিন। ওই গোলের পর ০-২ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশের ক্লাবটি।
বিরতির পরও কুয়েতি ক্লাবের আক্রমণের চাপ সামলাতে হয় বসুন্ধরা কিংসকে। তবে দ্বিতীয়ার্ধে রক্ষণে দৃঢ়তা বাড়ায় তারা। পোস্ট অক্ষত রাখতে প্রাণপণ চেষ্টা চালান গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তার নৈপুণ্যে আর কোনো গোল হজম করতে হয়নি কিংসকে; ফলে ম্যাচ শেষ হয় ২-০ ব্যবধানেই।

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বদলি হয়ে যাওয়াকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন ভিনিসিয়ুস জুনিয়র। সাইড বেঞ্চে বসার সময় কিংবা মাঠ ছাড়ার মুহূর্তে কোচ জাবি আলোনসোকে উদ্দেশ করে তীর্যক মন্তব্য করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। এ ঘটনায় বহু জল গড়িয়েছে। ভিনি নিজেও প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।
ম্যাচ শেষে ‘রাইভাল’ নিয়ে কথা বলা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে নিজের আচরণের জন্য তিনি অনুতপ্ত। এ জন্য সমর্থক, সতীর্থ ও ক্লাব মালিকের কাছে ক্ষমা চান তিনি।
এ সময় ভিনি জানান, রিয়ালের প্রতি ভালোবাসা থেকেই মাঝেমধ্যে এমন কাণ্ড ঘটিয়ে ফেলেন তিনি। তবে জীবনের শেষ সময় পর্যন্ত লস ব্লাঙ্কোসের হয়েই খেলতে চান।
ভিনি তার বিবৃতিতে একবারও কোচের নাম উল্লেখ করেননি। বিষয়টি নিয়ে আজ সংবাদ সম্মেলনে কথা বলেন আলোনসো। ভিনির ক্ষমা প্রার্থনা নিয়ে রিয়াল কোচ বলেন,
‘দুই দিনের বিরতির পর বুধবার আমরা সবাই একসঙ্গে বসেছিলাম। ভিনি দুর্দান্ত ছিল, একদম নির্ভুল। যা অনুভব করেছে, সে সত্যই বলেছে। আমি খুব সন্তুষ্ট। আমার কাছে ওই মুহূর্ত থেকেই বিষয়টি সমাপ্ত।’
ভিনিসিয়ুসের ক্ষমা প্রার্থনায় নিজের নাম বাদ যাওয়া নিয়ে আলোনসো মোটেও বিস্মিত বা হতাশ নন। তিনি বলেন,
‘এটাকে আমি ইতিবাচক বিবৃতি হিসেবে দেখছি। ভিনি তার সততা দেখিয়েছে, হৃদয় থেকে বলেছে এই ক্লাব তার কাছে কী অর্থ বহন করে।’
ভিনিসিয়ুসের জন্য কোনো শাস্তি নেই বলেও উল্লেখ করেন তিনি। আলোনসোর ভাষায়,
‘আমি সন্তুষ্ট। বুধবার থেকেই সব শেষ। আমরা ভালো অনুশীলন করেছি। ভিনি ভালো আছে। কোনো শাস্তি নয়।’

রদ্রি কখন ফিরবেন, তা নিয়ে এতদিন সুনির্দিষ্ট উত্তর দিতে পারতেন না ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। তবে প্রিমিয়ার লিগে এএফসি বোর্নমাউথের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর ম্যাচের আগে তিনি সুখবর দিয়েছেন।
ইতিহাদে রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় জার্মান জায়ান্টদের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। তার আগে আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্পেন কোচ জানিয়েছেন, ঘুরে দাঁড়ানোর ম্যাচে দেখা যাবে ২০২৪ ব্যালন ডি’অর জয়ী রদ্রিকে। এদিন আরও একটি সুখবর দিয়েছেন গার্দিওলা। কারাবাও কাপে বিশ্রামে থাকা নরওয়েজিয়ান স্ট্রাইকারও পরশু ফিরছেন।
প্রিমিয়ার লিগে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে রয়েছেন হলান্ড। এখন পর্যন্ত লিগে ৯ ম্যাচে ১১ গোল করেছেন তিনি। তাঁর দল যেখানে ১৭ গোল পেয়েছে, সেখানে একাই ১১ গোল হলান্ডের। অর্থাৎ চলতি আসরে ৬৭ শতাংশ গোল এসেছে ম্যানসিটি তারকার পা থেকে।
রদ্রি সবশেষ চারটি ম্যাচ মিস করেছেন হ্যামস্ট্রিং চোটের কারণে। আগে থেকেই তিনি চোটে ছিলেন। রিকভারের পরও নতুন চোট বাঁধায় বাদ পড়েন স্পেন মিডফিল্ডার। তার সে ইঁদুর-বিড়াল দৌড় শেষ হচ্ছে অবশেষে।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গার্দিওলাকে প্রশ্ন করা হয়, ইতিহাদের ম্যাচে হলান্ড ফিরছেন কিনা। তিনি উত্তর দেন,
“হ্যাঁ।” রদ্রি প্রসঙ্গে বলেন, “আমি মনে করি সে প্রস্তুত আমাদের সাহায্য করতে। আমি জানি না সে শুরুর একাদশে থাকবেন কিনা। তবে সে খেলবে এটা নিশ্চিত।”
ভিলা পার্কে প্রিমিয়ার লিগের সবশেষ ম্যাচে অ্যাস্টন ভিলারের কাছে ১-০ গোলে হেরেছে ম্যানসিটি। তবে কারাবাও কাপে ঘুরে দাঁড়িয়েছে দলটি। গার্দিওলা মনে করেন, গত ম্যাচের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে বোর্নমাউথের বিপক্ষে জয় পাবে তাঁর শিষ্যরা।
তিনি বলেন,
“সবাই মুখিয়ে পরবর্তী ম্যাচের জন্য। বিশেষ করে রদ্রি কয়েকটি ম্যাচ থেকে দূরে ছিল। তাছাড়া সবাই জানে ম্যাচটি তাঁদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।”
প্রিমিয়ার লিগে পঞ্চম স্থানে রয়েছে সিটিজেনরা। ৯ ম্যাচে ৫ জয়ের বিপরীতে দলটির হার ৩টি, একটি ম্যাচ ড্র। লিস্টের নম্বর ওয়ান আর্সেনাল থেকে তাদের পয়েন্টের দূরত্ব ৮। দ্বিতীয় স্থানে থাকা বোর্নমাউথ থেকে ২। তৃতীয় ও চতুর্থ টটেনহ্যাম ও সান্ডারল্যান্ড থেকে ১।