
টি-টোয়েন্টি ক্রিকেটের প্রসারের পর থেকেই স্পেশালিস্ট ব্যাটারদের এখন প্রায়ই দেখা যায় হাত ঘুরাতে। তাতে এক ম্যাচে দলের সাত থেকে নয়জন বোলিং করার নজির দেখা যাচ্ছে অহরহই। তবে তাই বলে দলের সবাই বল করবেন? ২০ ওভারের স্বীকৃত ক্রিকেটের ইতিহাসে যা আগে হয়নি, সেটাই এবার দেখা গেছে প্রথমবারের মত ভারতে। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে দিল্লি গড়েছে ইতিহাস, বল করিয়েছে একাদশের সবাইকে দিয়েই।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুক্রবারের ম্যাচে মণিপুর টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। দিল্লির অধিনায়ক আয়ুশ বাদোনি যিনি মূলত একজন উইকেটরক্ষক, তিনি বল হাতে তুলে নেন। দুই ওভার বোলিং করে এক মেডেন সহ নেন একটি উইকেটও।
বাদোনি আক্রমণে আসেন ছয় নম্বর বোলার হিসেবে। এরপর পাড়ার ক্রিকেটের মত সবাইকে বোলিং করানোর ধারণা যেন পেয়ে বসে তারা। ফলে একে একে আসেন আরও পাঁচজন।
সবাই মিলে বোলিং করার ফলে কেউই পারেননি কোটার চার ওভার পূর্ণ করতে। তিন জন করেন ৩ ওভার করে। তিন জন করেন ২ ওভার। আর বাকিরা এক ওভার করে। ৭ রানে ২ উইকেট নিয়ে সফল বোলার ছিলেন আইয়ুশ সিং।
দিল্লির ১১ বোলারের সম্মিলিত আক্রমণের সামনে ২০ ওভারে মণিপুর করতে পারে মাত্র ৮ উইকেটে ১২০ রান। রান তাড়ায় কিছুটা সংগ্রাম করতে ম্যাচটি তারা জেতে ৪ উইকেটে।
টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এর আগে সর্বোচ্চ এক ইনিংসে বোলারের ব্যবহার দেখে গেছে ৯ জনের। ৩২ বার হয়েছে এই ঘটনা। দিল্লির এই সবাইকে বোলিং করানোর ঘটনা অনেকেকেই মনে করিয়ে দিচ্ছে ভারত জাতীয় দলের একটি ম্যাচের কথা। ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে নিজে সহ মোট ১১ জন বোলার ব্যবহার করেছিলেন সেই সময়ের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
No posts available.
২৩ ডিসেম্বর ২০২৫, ৭:৩৮ পিএম
২৩ ডিসেম্বর ২০২৫, ৬:২৯ পিএম

বাংলাদেশ ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। নতুন মৌসুমে প্রতিযোগিতার গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই ড্র করে বসে ফর্টিস এফসির সঙ্গে। সুবিধাজনক অবস্থানে ফিরতে একটা জয় খুব বেশি দরকার ছিল লাল-সাদা শিবিরের। কিন্তু 'বি' গ্রুপ থেকে নিজেদের দ্বিতীয় ম্যাচে তাদেরকে আজ রুখে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
মঙ্গলবার কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গোলশূন্য ড্র করে দুই দল। এক পয়েন্ট পেয়ে খুশি মোহামেডানের হেড কোচ আলফাজ আহমেদ। এদিকে জিততে না পারলেও নিজেদের খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট বসুন্ধরা কিংস কোচ মারিও গোমেজ।
খেলা শেষে নিজেদের ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে গোমেজ বলেন, 'আমার খেলোয়াড়েরা ভালো খেলেছে, সেটা নিয়ে আমি খুশি। তবে ড্র হওয়ায় পুরোপুরি খুশি নই। তবুও ঠিক আছে— একটি পয়েন্ট যোগ হয়েছে।'
প্রতিযোগিতায় প্রথম দুই ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে মারিও গোমেজের দল। তাদের ঝুলিতে স্রেফ দুই পয়েন্ট। আজ অবশ্য সুযোগ তৈরি করেও গোল পায়নি দুই দল। গোল না মেলায় কিছুটা আক্ষেপ আছে আর্জেন্টাইন এই কোচের, 'আমাদের কিছু ভালো সুযোগ ছিল, কিন্তু সেগুলো থেকে গোল করতে পারিনি। এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ আগের ম্যাচে হেরে এসেছিলাম (লিগের খেলায়)। তাই জয় ফেরাটা জরুরি ছিল। আমরা ভালো খেলেছি, শুধু গোলটাই দরকার ছিল— এইটুকুই।'
গ্রুপ পর্বে বসুন্ধরা কিংসের ম্যাচ বাকি আছে আরও দুটি। শেষ দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া সংঘ এবং বাংলাদেশ পুলিশ এফসি। দুই ম্যাচ জিতে পরের রাউন্ডে যেতে আশাবাদী গোমেজ, 'আমরা সব সময়ই জয়ের চেষ্টা করি। অবশ্যই কোয়ালিফাইয়ের সুযোগ এখনও আছে।'
এই গ্রুপ থেকে ভাল সুযোগ আছে মোহামেডানের। তিন খেলায় ৫ পয়েন্ট তাদের ঝুলিতে। শেষ ম্যাচে সাদা-কালোদের প্রতিপক্ষ আরামবাগ। ওই ম্যাচ জিতে কোয়ালিফাই করতে আত্মবিশ্বাসী আলফাজ আহমেদ, 'গ্রুপে আমাদের আরেকটি ম্যাচ আছে। ওই ম্যাচ যদি জিততে পারি তাহলে আমরা কোয়ালিফাই করব এবং সেই ম্যাচের প্রত্যাশায় আমরা থাকছি।'
আজকের ম্যাচে এক পয়েন্ট পাওয়ায় গ্রুপে সুবিধাজনক অবস্থানে রয়েছে মোহামেডান। দুই ড্র এবং পুলিশের বিপক্ষে এক জয়ে ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নদের সংগ্রহ ৫ পয়েন্ট।
আজকের ম্যাচে পাওয়া এক পয়েন্ট নিয়ে খুশি কি না জানতে চাইলে আলফাজ বলেন, 'খুশি তো অবশ্যই। তবে জিততে পারলে আরও বেশি খুশি হতাম। তারপরও বলব, খুব বেশি খুশি হওয়ার তেমন কিছু নেই। পরের ম্যাচে যদি আমরা জিততে পারি তাহলে বেশি খুশি হব।'
একই সঙ্গে মোজাফফর, শান্ত, রাহিম, তপুদের পারফরম্যান্সেও খুশি জাতীয় দলের সাবেক ফুটবলার আলফাজ। বসুন্ধরা কিংসকে সমীহ করেন জানালেন তিনি, 'সবমিলিয়ে দল ভালো খেলছে এবং আমরা জয়ের জন্যই মাঠে নেমেছিলাম। তারপরও এটা খেলা, প্রতিপক্ষ দল শক্তিশালী। অবশ্যই তাদেরকে সমীহ করতে হবে।'
এই গ্রুপ থেকে তিনটি করে ম্যাচ খেলেছে মোহামেডান ও ফর্টিস। দুই দলেরও পয়েন্টও সমান— ৫ করে। তিন ও চারে থাকা পুলিশ এবং বসুন্ধরা কিংসের পয়েন্ট ৪ ও ৩ করে। দুই দলই একটি করে ম্যাচ কম খেলেছে।

শেষ বাঁশি বাজার পর উল্লাসে ফেটে পড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের গ্যালারি। নিশ্চুপ বসুন্ধরা কিংসের সমর্থকেরা। চোখে-মুখে খুশির আভা ছিল সাদা-কালোদের কোচ আলফাজ আহমেদের। ফেডারেশন কাপের লড়াইয়ে তাঁর দল এক এক পয়েন্ট ছিনিয়ে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের থেকে।
মঙ্গলবার কুমিল্লার ভাষা সৈনিক শহীদ নীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বসুন্ধরা কিংস বনাম মোহামেডানের ম্যাচটি ড্র হয়েছে গোলশূন্য ব্যবধানে। কদিন আগে বসুন্ধরা কিংস অ্যারেনায় লিগের ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে ৪-১ ব্যবধানে হেরেছিল মতিঝিল পাড়ার ক্লাবটি। কুমিল্লায় সেই হারের শোধ না নেওয়া গেলেও মিলেছে স্বস্তির এক পয়েন্ট।
এদিন খেলা শুরুর প্রথম ২০ মিনিট কার্যকরী কোনো আক্রমণ শানাতে পারেনি কোনো দল। বল দখলের লড়াইয়ে অবশ্য এগিয়ে ছিল বসুন্ধরা কিংস। তৃতীয় মিনিটে রাকিবের আড়াআড়ি শট কর্নারের বিনিময়ে ফিস্ট করেন মোহামেডান গোলকিপার সুজন হোসেন। সাদা-কালোরা চেষ্টা করেছে আক্রমণে ওঠার, তবে তপু বর্মণ, সাদ উদ্দিনদের নিয়ে গড়া রক্ষণ দেয়াল টপকাতে পারেননি বার্নার্ড মরিসন, রাফায়েল টুডুরা।
২৯ মিনিটে বক্সের সামনে ইমানুয়েল সানডেকে এলি কেকে ট্যাকল করলে মাটিতে লুটিয়ে পড়েন কিংস ফরোয়ার্ড। এরপর রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন কেকে। পরে ফাহিমের ফ্রি কিক বেরিয়ে যায় পোস্টের অনেকটা দূর দিয়ে। পরের মিনিটে রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে বল গ্যালারিতে উড়িয়ে মেরে এবার হলুদ কার্ড দেখেন মরিসন।
খানিক পর ডান কর্নারের কাছ থেকে রাকিবের চমৎকার ক্রসে মাথা ছোঁয়াতে পারেননি তাঁর কোনো সতীর্থ। ৩৯ মিনিটে প্রতিপক্ষের ভুলে বক্সের একটু উপরে অনেকটা ফাকায় বল পেয়ে যান জীবন। তবে জাতীয় দলের সাবেক ফরোয়ার্ডের জোরালো শট কাঁপায় পাশের জাল।
এই সময় মোহামেডানের রক্ষণে চাপ ধরে রাখে বসুন্ধরা কিংস। একের পর এক আক্রমণে সাদা-কালোদের ব্যতিব্যস্ত করে রাখেন রাকিব, ফাহিমরা। ৩৭ মিনিটে মোহামেডানের হাফিজুর আর শাকিল তপুর সঙ্গে বল দখলের লড়াইয়ে শেষ পর্যন্ত জিতে যান রাকিব। ডান কর্নারের কাছ থেকে ক্রস দেন পোস্টের সামনে থাকা সানডেকে। নাইজেরিয়ান ফরোয়ার্ড লাফিয়ে হেড নিলেও তা লক্ষ্যে রাখতে পারেননি।
এই অর্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে মোহামেডানের জালে বল ঠেলে দিলেও অফসাইডের কারণে গোল পায়নি বসুন্ধরা কিংস। গোলশূন্য বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতে উত্তপ্ত হয়ে ওঠে মোহামেডান গ্যালারি। মাঠে বোতল ছুঁড়ে মারেন দলটির সমর্থকেরা। ঘটনা মাঠের ভেতরের পাশে লাগানো একটি ব্যানার সাটানোকে কেন্দ্র করে। ম্যাচ কমিশনার সেটি সরিয়ে নিতে বললে তাঁর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সাদা-কালো সমর্থকেরা। পরে ব্যানারটি উঠিয়ে নেয় তারা।
৫৭ মিনিটে সুমন রেজার থ্রু পাস ঠিকঠাক নিয়ন্ত্রণে নিয়ে পারেননি মোজাফ্ফর মোজাফ্ফরভ। তাতে বিপদে পড়তে হয়নি কিংস গোলকিপার আনিসুর রহমান জিকোকে। ৬১ মিনিটে মোজাফ্ফরভের বাঁকানো ফ্রি কিক অনেকটা লাফিয়ে ফেরান জিকো।
৭৮ মিনিটে ফাহিমের কর্নারে ইমানুয়েল টনির দুর্বল হেড ফেরান সুজন। একটু পর বক্সের ভেতরে ভালো জায়গায় বল পেয়ে সানডে বাইরে মেরে হতাশ করেন।
নিরুত্তাপ ম্যাচে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোলের সুযোগ হারায় মোহামেডান। ডান দিক থেকে রাহিম উদ্দিনের আড়াআড়ি ক্রসে স্যামুয়েল বোয়াটেং পা ছোঁয়ানোর আগেই দারুণ ক্ষিপ্রতায় কর্নার করে দেন তপু বর্মন। সে কর্নার থেকেও ম্যাচেও ডেডলক খুলতে পারেনি মোহামেডান। তাতে গত ১২ ডিসেম্বর লিগ ম্যাচে কিংসের কাছে হারের ক্ষতে প্রলেপও দেওয়া হয়নি আলফাজ আহমেদের দলের। তবে এক পয়েন্ট নিয়ে নিশ্চিতভাবেই সন্তুষ্ট থাকবে সাদা-কালো শিবির।
এই ড্রয়ে ফেডারেশন কাপের 'বি' গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকল মোহামেডান। তাদের সমান ৫ পয়েন্টে পেয়ে শীর্ষে ফর্টিস এফসি। দুই খেলায় দুই পয়েন্ট নিয়ে এই তালিকার চারে বর্তমান চ্যাম্পিয়নরা। তিনে থাকা পুলিশের পয়েন্ট তিন।

প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ইতিহাস বদলে দেওয়া কোচ লুইস এনরিকে। কাড়িকাড়ি টাকা ঢেলেও যে স্বপ্ন অধরাই থেকে যাচ্ছিল ফরাসি ক্লাবটির, সেখানে সেই স্বপ্নের রূপকার হিসেবে হাজির হন স্প্যানিশ এই কোচ। এনরিকের কোচিংয়ে পিএসজি পেয়েছে তাদের আরাধ্য ইউরোপ শ্রেষ্ঠত্যের শিরোপা। স্বাভাবিকভাবেই এই কোচকে এখন মাথায় তুলে রাখার কথা পিএসজির।
এনরিকের ওপর পিএসজির সন্তুষ্টির মাত্রা কতটা, সেটা হয়তো কদিন পরে স্বাক্ষী হতে পারে ফুটবলবিশ্ব। ৫৫ বছর বয়সী এই কোচের সঙ্গে নাকি নজিরবিহীন এক চুক্তির কথা ভাবছে পিএসজি। ইউরোপ চ্যাম্পিয়নরা এনরিকের সঙ্গে ঐতিহাসিক আজীবন চুক্তির পরিকল্পনা করছে। স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও এএস-এর একটি প্রতিবেদন এমনটাই বলছে।
পিএসজির সঙ্গে এনরিকের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালে। তবে তার আগেই নতুন প্রস্তাব দিতে চায় ক্লাবটি। দিয়ারিও- এর প্রতিবেদনে বলা হয়েছে, পিএসজি কর্তৃপক্ষ ‘গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে’ এমন একটি দীর্ঘমেয়াদি চুক্তি, যাকে বলা হচ্ছে ‘আজীবন চুক্তি’।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্যারিসের ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে এনরিকের পারফরম্যান্সে ভীষণ সন্তুষ্ট ক্লাবের শীর্ষ কর্মকর্তারা। তারা চান, যতদিন সম্ভব তিনিই ফরাসি জায়ান্টদের নেতৃত্ব দিন। পিএসজির ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও দেখা হচ্ছে এনরিককে।
২০২৩ সালে ক্রিস্তোফ গালতিয়েরকে ছাঁটাই করে লুইস এনরিককে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় পিএসজি। এরপর থেকেই স্প্যানিশ কোচের হাত ধরে নতুন উচ্চতায় উঠেছে প্যারিসের ক্লাবটি। গত মৌসুমে এনরিকের নেতৃত্বেই ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতে পিএসজি। ২০২৪-২৫ মৌসুমে ক্লাবটি তাদের ইতিহাসে প্রথম ‘ট্রেবল’ জয়েরও কীর্তি গড়ে।
পিএসজির এ বছরের সবশেষ শিরোপা ছিল ফিফা ইন্টারকন্টিনেন্টাল ট্রফি। ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোকে হারিয়ে ২০২৫ সালে মোট ছয়টি শিরোপা ঘরে তুলে তারা। ইউরোপের ফুটবল ইতিহাসে এর আগে যে কীর্তিতে নাম লিখিয়েছিল শুধু বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ।
এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪৩ ম্যাচে পিএসজির ডাগ-আউটে ছিলেন এনরিকে। এর মধ্যে—৯৮টি জয়, ২৬টি ড্র ও ১৯টি হার। জয়ের হার ৬৮.৫৩ শতাংশ।
পিএসজির স্বপ্ন জয়ের সারথি হওয়া এনরিকে তাই অনেকটা চোখের মণি এখন ক্লাবটির। ক্লাবের ইতিহাসে সবচেয়ে সফল কোচকে কি হাতছাড়া করার কোনো ঝুঁকি নিতে পারে ফরাসি চ্যাম্পিয়নরা?

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আর্জেন্টিনা ফুটবল তারকা লিওনেল মেসির বোন মারিয়া সোল মেসি। দুর্ঘটনার পর শারীরিক অবস্থার কারণে আগামী মাসে তাঁর বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টিনা ও আন্তর্জাতিক সংবাদধ্যম।
মারিয়া সোল মায়ামিতে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তাঁর মেরুদণ্ড,
গোড়ালি ও কবজির হাড় ফেটেছে,
একাধিক জায়গায়
জখম হয়েছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা।
আর্জেন্টিনার টেলিভিশন সাংবাদিক ও উপস্থাপক অ্যাঞ্জেল দে ব্রিতো জানান, লিওনেল মেসির মা সেলিয়া কুচিত্তিনি তাঁর সঙ্গে কথা বলে জানিয়েছেন,
মারিয়া সোল এখন বিপদমুক্ত হলেও তাঁকে দীর্ঘ সময় পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হবে। এ কারণেই তাঁর বিয়ের অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ৩ জানুয়ারি আর্জেন্টিনার রোজারিও শহরে ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৯ দলের কোচিং স্টাফের সদস্য হুলিয়ান
‘তুলি’ আরেয়ানোকে বিয়ে করার কথা ছিল মারিয়া সোলের। ওই অনুষ্ঠানে মেসি পরিবারের সব সদস্য, এমনকি লিওনেল মেসিও উপস্থিত থাকার কথা ছিল।
দে ব্রিতো বলেন, ‘মেসির বোন এখন ভালো আছে, তিনি আশঙ্কামুক্ত। কিন্তু তাঁর শরীরে দগ্ধ হওয়ার চিহ্ন রয়েছে, যেগুলোর চিকিৎসা বেশ জটিল। এ ছাড়া তাঁর মেরুদণ্ডের দুটি কশেরুকা ভেঙে গেছে। তিনি ইতিমধ্যে রোজারিওতে পুনর্বাসন শুরু করেছেন।’
তিনি আরও জানান, মারিয়া সোলের গোড়ালি ও কবজিতেও ফাটল ধরা পড়েছে। দুর্ঘটনার সময় তিনি অজ্ঞান হয়ে একটি দেয়ালে আঘাত পান বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মারিয়া সোল মেসি পেশাগতভাবে একজন ডিজাইনার ও উদ্যোক্তা। তিনি নিজের ব্র্যান্ড গড়ে তুলেছেন এবং বিভিন্ন সময়ে ভাই লিওনেল মেসির বিভিন্ন প্রকল্পের সঙ্গেও যুক্ত ছিলেন। ব্যক্তিগত জীবন নিয়ে তিনি সাধারণত গণমাধ্যমের আলোচনার বাইরে থাকতে পছন্দ করেন।
দুর্ঘটনার পর মেসি পরিবারের পক্ষ থেকে ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে এবং মারিয়া সোলের দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া কামনা করা হয়েছে।

আশঙ্কাই সত্যি হলো! পা ভেঙে গেছে
লিভারপুল স্ট্রাইকার আলেকজান্ডার ইসাকের। শনিবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে
ম্যাচে আঘাত পেয়েছিলেন এই সুইডিশ তারকা।
এক বিবৃতিতে লিভারপুল জানিয়েছে,
ইসাকের পায়ে সফল অস্ত্রোপচার করা হয়েছে। তবে তার মাঠে ফেরার নির্দিষ্ট সময় এখনও জানানো
হয়নি। ধারণা করা হচ্ছে, কমপক্ষে ৩ থেকে ৪ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ইসাকের।
প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার
টটেনহ্যামকে ২-১ গোলে হারায় লিভারপুল। ম্যাচের ৪৬ মিনিটে কনর ব্রাডলির বদলি হিসেবে
নামেন সুইডিশ স্ট্রাইকার ইসাক। দশ মিনিটের মধ্যে তিনি দলকে গোল উপহার দেন।
তবে গোল করার সময় স্পার্স ডিফেন্ডার
মিকি ফন ডে ভেনের চ্যালেঞ্জে ইসাকের পা অস্বস্তিকরভাবে আটকে যায়। পরে খুড়িয়ে
খুড়িয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
গত সেপ্টেম্বরে ব্রিটিশ ট্রান্সফার
রেকর্ড ভেঙে নিউক্যাসল থেকে ১২৫ মিলিয়ন পাউন্ডে ইসাককে দলে নেয় লিভারপুল।
নিউক্যাসলের হয়ে প্রিমিয়ার লিগে ৮৬ ম্যাচে ৫৪ গোল করেন এই সুইডিশ ট্রাইকার।
লিভারপুলে এসে এখনও নিজের ছন্দ খুঁজে
পাননি ২৬ বছর বয়সী ইসাক। লিগে ১০ ম্যাচে করেছেন মাত্র দুই গোল। চ্যাম্পিয়নস লিগের
পাঁচ ম্যাচে এখনও গোলের দেখা পাননি ইসাক।