বাহরাইনে ১২ দিনের ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল এশিয়ান কাপ বাছাইয়ের আগে মাঠের প্রস্তুতি নেওয়া। সেখানে বাড়তি সংযোজন বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ। যার প্রথমটি মাঠে গড়াচ্ছে সোমবার।
বাংলাদেশ দলের মূল ফোকাস এশিয়ান কাপ বাছাই। মূল টুর্নামেন্টটি হবে সৌদি আরবে। আগামী মাসে ভিয়েতনামে অনুষ্ঠিত হবে বাছাইপর্ব। টুর্নামেন্টে যোগ দিতে বাহরাইন থেকে ফিরেই রওনা হবে সাইফুল বারী টিটুর দল।
বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভিয়েতনাম ছাড়াও আছে সিঙ্গাপুর ও ইয়েমেন। মেয়েদের দুটি দল এখন এশিয়ান মঞ্চে, এবার পুরুষ দলও চায় সেই গৌরব বয়ে আনতে। যে কারণে বাহরাইনে কঠোর অনুশীলনে দল।
আরও পড়ুন
দুটি এশিয়ান কাপের চাপ, তারপরও অবিচল বাটলার |
![]() |
তবে আপাতত বাহরাইনে প্রচন্ড গরমের সঙ্গে মানিয়ে নেওয়াটাই যেন বড় চ্যালেঞ্জ। যাওয়ার পর দলের প্রায় প্রতিটি দিনের বাফুফের পাঠানো ভিডিও বার্তায় আবহাওয়ার বিষয়টি উল্লেখ করেছেন একেকজন ফুটবলার বা দলের সদস্য।
রোববার পাঠানো এক ভিডিও বার্তায় ডিফেন্ডার রিমন হোসেনও বলেছেন সেই একই কথা।
“আমাদের দেশের আবহাওয়া এবং বাহরাইনের আবহাওয়া মোটামুটি কাছাকাছি হলেও, এখানে গরম একটু বেশি। এই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে।”
পাশাপাশি নিজেদের দলটাও যে মন্দ হয়নি সেটিও বলেছেন বসুন্ধরা কিংসের এই ফুটবলার।
“আমাদের দলটাও ভালো। কারণ দলে যারা আছে সবাই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবং জাতীয় দলের। মনে করি, বাহরাইনে ভালো একটি ম্যাচ খেলতে পারব।”
বাহরাইনের বিপক্ষে ভালো ম্যাচ উপহার দেওয়ার প্রত্যয় দলের সহকারী কোচ আতিকুর রহমান মিশুর কণ্ঠেও, “খেলোয়াড়রা মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। ইনশাআল্লাহ ভালো কিছু হবে।”
বাহরাইনে ভালো কিছু করার আশায়ই একটু আগেভাগে দেশটিতে ক্যাম্প করছেন কোচ সাইফুল বারী টিটু। গত ১৪ আগস্ট বাহরাইনে গিয়ে আগামী ২৬ আগস্ট পর্যন্ত সেখানে থাকবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
রোববারের প্র্যাকটিস সেশন নিয়ে সহকারী কোচ মিশু আরও বলেছেন, “শুরুতে আমরা বিল্ডআপ নিয়ে কাজ করেছি... নিচ থেকে আমরা কিভাবে বিল্ডআপ করব। এরপর আরেকটা সেশন ছিল ফাইনাল থার্ডে আমরা কিভাবে অ্যাটাকগুলো ফিনিশিং করব।”
“বাহরাইনের দুইটা ম্যাচ নিয়ে অ্যানালাইসিস করেছি, খেলোয়াড়দের ভিডিও দেখিয়েছি, কীভাবে ওরা হাই প্রেস করে, মিডফিল্ডে ব্লক করে এবং ব্লক থেকে কীভাবে প্রেসটা শুরু করে, এগুলোর ওপর সেশনটা সাজানো হয়েছিল। আর আমরা ফিনিশিং দিয়ে শেষ করেছি। সবাই সুস্থ আছে, ভালো একটা সেশন হয়েছে, যদিও গরম অনেক বেশি।”
আরও পড়ুন
শিরোপা জিতেই নতুন মৌসুম শুরু বায়ার্নের |
![]() |
আগামী ২২ আগস্ট দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাহরাইনের বিপক্ষে লড়বে দল। বাহরাইন থেকে দেশে ফিরে আগামী ২৯ আগস্ট ভিয়েতনামের উদ্দেশে রওনা হবে লাল সবুজের প্রতিনিধিরা।
এদিকে, সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ভুটানের নিবিড় অনুশীলনে ব্যস্ত বাংলাদেশের মেয়েরা। সেখানকার মাঠ এবং আবাহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ তাদের জন্যও। এই কথা বলেছেন দলের সহকারী কোচ আবুল হোসেন।
“আমাদের মেয়েরো আল্লাহর রহমতে খুব ভালো করছে, অনুশীলনও ভালো হচ্ছে। আগামী ২০ আগস্ট ভুটানের বিপক্ষে খেলা। দলে ইনজুরি নেই, তবে টুকটাক ইনজুরি যেটা আছে সেটি চিন্তার কোনো বিষয় নয়।”
“আমরা আজ (রোববার) দুটি সেশন করলাম। এখানের মাঠ আর ঢাকার মাঠ অনেক পার্থক্য। এখানকার মাঠ ঢাকার চেয়ে গতিময় বেশি। যে কারণে মানিয়ে নিতে কিছু সময় লাগে। তবে বাফুফেকে ধন্যবাদ যে টুর্নামেন্ট শুরুর ৫ দিন আগে এসেছি। তাতে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারছি।”
১৯ আগস্ট ২০২৫, ৩:০৬ পিএম
রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তি নবায়ন নিয়ে আলোচনা কয়েক সপ্তাহ ধরে স্থগিত হয়ে আছে। ইএসপিএনের প্রতিবেদন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রতিনিধিরা মনে করছেন ক্লাবের সর্বশেষ প্রস্তাব গ্রহণযোগ্য নয়।
২৫ বছর বয়সী ভিনিসিয়ুসের বর্তমান চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত। তিনি মৌসুমপ্রতি প্রায় ১ কোটি ৭০ লাখ ইউরো বোনাসসহ আয় করেন। গত মে মাসে এক বৈঠকে উভয় পক্ষ সমঝোতার কাছাকাছি পৌঁছেছিল। ভিনিসিয়ুসের পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল, মৌসুমপ্রতি স্থায়ী বেতন ২ কোটি ইউরো এবং বোনাসসহ সর্বোচ্চ ৩ কোটি ইউরো পর্যন্ত।
তবে মাদ্রিদের চূড়ান্ত প্রস্তাব ছিল কেবল ২ কোটি ইউরো, অতিরিক্ত কোনো বোনাস ছাড়াই। ফলে ভিনির প্রতিনিধিদের কাছে ২০৩০ পর্যন্ত তিন মৌসুমের চুক্তি নবায়নের এ প্রস্তাব যথেষ্ট মনে হয়নি। তাই এজেন্ট ফ্রেড পেনা ও থাসিলো সোয়ারেস আপাতত সিদ্ধান্ত স্থগিত করেছেন। তাঁরা দেখতে চান নতুন কোচ জাবি আলোনসোর পরিকল্পনায় ২০২৫-২৬ মৌসুমে ভিনিসিয়ুস কীভাবে জায়গা পান।
আরও পড়ুন
দি মারিয়ার সেরা পাঁচে মেসি-ম্যারাডোনার সঙ্গে ডি পল |
![]() |
সূত্র জানায়, গত জুলাইয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজির বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুসকে বেঞ্চে বসানোর কথা ভেবেছিলেন আলোনসো। কিন্তু ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় ফেদেরিকো ভালভার্দেকে রক্ষণে খেলানো হয় এবং ভিনি শুরুর একাদশে থেকে যান গঞ্জালো গার্সিয়া ও কিলিয়ান এমবাপের সঙ্গে।
চুক্তি নবায়নের উদ্যোগ নেয় রিয়াল মাদ্রিদ চলতি বছরের ফেব্রুয়ারিতেই, যদিও তখনো দুই বছর বাকি ছিল বর্তমান চুক্তি শেষ হতে। সৌদি প্রো লিগের আগ্রহের খবর সামনে আসার পরই আলোচনা এগোতে থাকে। তবে ইএসপিএনের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের পর থেকে সৌদিদের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। ভিনির প্রতিনিধিরা এখন সেই সম্ভাবনাকে একেবারেই বাতিল করেছেন।
রিয়াল মাদ্রিদ কিছুটা চিন্তায় রয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমের চাপ নিয়ে। তাদের আশঙ্কা, চলমান আলোচনার অতিরিক্ত প্রচার খেলোয়াড়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।
২০২৪ সালে ভিনিসিয়ুস ব্যালন ডি’অরের রানার্স-আপ হয়েছিলেন এবং জিতেছিলেন ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। তবে পরের মৌসুমে তাঁর পারফরম্যান্স ছিল উত্থান-পতনের মতো। লা লিগায় ৩০ ম্যাচে করেন ১১ গোল। মৌসুম শেষে রিয়াল মাদ্রিদও বড় কোনো শিরোপা জিততে পারেনি।
আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের গুরুত্বপূর্ণ পাঁচ ফুটবলার কারা? এমন প্রশ্নের উত্তরে দুটি নাম থাকবে অবধারিত- দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা ও লিওনেল মেসি। বাকি তিন জন বেছে নিতে গিয়ে বেশ চমকই দিয়েছে অ্যাঞ্জেল দি মারিয়া।
সাফল্যমণ্ডিত ক্যারিয়ার শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো এই ফরোয়ার্ডের চোখে, দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচ জন ফুটবলারের তালিকায় থাকবেন ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রিগো ডি পল।
আরও পড়ুন
দি মারিয়ার সেরা পাঁচে মেসি-ম্যারাডোনার সঙ্গে ডি পল |
![]() |
সম্প্রতি আর্জেন্টাইন দৈনিক লা নাসিওকে দেওয়া সাক্ষাৎকারে দি মারিয়ার কাছে জানতে চাওয়া হয় এই প্রশ্ন। তিনটি নাম নিয়ে একদমই ভাবতে হয়নি দি মারিয়ার। ম্যারাডোনা ও মেসির সঙ্গে মারিও কেম্পেসকে রাখেন তিনি।
বাকি দুজন কে হবেন তা ভাবতে ভাবতে সাবেক ডিফেন্ডার দানিয়েল পাসারেল্লা ও ডি পলের কথা বলেন দি মারিয়া।
“জানি না, আমার মনে হয়, পাসারেল্লা তাদের একজন হবেন। বর্তমান প্রজন্মের খেলোয়াড়দেরও কি এখানে অন্তর্ভুক্ত করতে পারি? কারণ রদ্রি (ডি পল) আমাদের সাফল্যের একটি মৌলিক অংশ ছিল। জাতীয় দলে যে জীবন সে ফিরিয়ে এনেছে! সে শুধু মাঠের ‘লিটল ইঞ্জিন’ নয়, বরং দলীয় বন্ধুত্বের বন্ধনেও গুরুত্বপূর্ণ। অধিনায়কের আর্মব্যান্ড না পরেও, সে একজন প্রকৃত অধিনায়ক।”
আর্জেন্টিনার ইতিহাসে দি মারিয়ার নিজের অবদানও কম নয়। অবসর নেওয়ার আগে জাতীয় দলের হয়ে ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা, ২০২২ সালের ফিফা বিশ্বকাপ ও ২০২৪ সালের কোপা আমেরিকাও জেতেন তিনি। এছাড়া অলিম্পিক স্বর্ণপদক, যুব বিশ্বকাপের শিরোপাও আছে তার।
আরও পড়ুন
ব্রাজিল দলে ফিরছেন নেইমার, বাদ পড়ছেন ভিনিসিয়ুস |
![]() |
তবে নিজেই নিজেকে সেরার তালিকায় রাখতে চান না দি মারিয়া।
“যা কিছু আমি অর্জন করেছি, সেটাই আমার জন্য পুরস্কার। আমি ইতিমধ্যেই তৃপ্ত, এটি আমাকে খুব আনন্দ দেয়। মানুষ চাইলে আমাকে সেরা তিনে, পাঁচে, দশে কিংবা যেকোনো জায়গায় রাখতে পারে। যতক্ষণ পর্যন্ত তাদের ভালোবাসা আমার সঙ্গে আছে, অবস্থান আমার কাছে কোনো ব্যাপার নয়।”
প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরতে চলেছেন নেইমার জুনিয়র। একইসঙ্গে জায়গা হারাতে পারেন ভিনিসিয়ুস জুনিয়র। বেশ কয়েকজনকে ফিরিয়ে ও কয়েকজনকে বাদ দিয়ে সামনের দুই ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াড ঘোষণা করবেন কার্লো আনচেলত্তি।
আগামী মাসের শুরুতে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। ওই দুই ম্যাচের জন্য সোমবার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন দলের প্রধান কোচ। তবে ব্রাজিলের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম 'গ্লোবো' এরই মধ্যে জানিয়েছে কারা থাকতে পারে স্কোয়াডে।
গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে ফিফার নিয়ম মেনে ফুটবল ক্লাবগুলোর কাছে প্রাথমিক দল পাঠিয়েছেন আনচেলত্তি। যেখানে সিদ্ধান্ত হয়েছে, ভিনিসিয়ুসকে বিশ্রাম দেওয়া হবে। আর রিয়াল মাদ্রিদে তার সতীর্থ রদ্রিগো ও এডের মিলিটাওকে ফেরানো হবে দলে।
ভিনিসিয়ুস অবশ্য এমনিতেই এক ম্যাচ নিষিদ্ধ। গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে লাল কার্ড দেখায় সামনে চিলির বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না তিনি। তাকে বিশ্রাম দিয়ে বলিভিয়ার বিপক্ষে দলেও রাখবেন না ব্রাজিলের ইতালিয়ান কোচ।
রদ্রিগো আর মিলিটাও ছাড়াও, গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, গোলরক্ষক গ্যাব্রিয়েল বারা, ফুলব্যাক ভিতিনহা ও পাউলো হেনরিখ, মিডফিল্ডার দানিলো ও মার্কোস আন্তোনিও (সাও পাওলো), ফরোয়ার্ড কাইও হোর্হে ও নেইমারকে দলে রাখছেন আনচেলত্তি।
গ্লোবোর প্রতিবেদন সত্যি হলে, প্রায় ২২ মাস পর ব্রাজিলের জার্সিতে দেখা যাবে নেইমারকে। ২০২৩ সালের অক্টোবরের পর আর জাতীয় দলের হয়ে খেলা হয়নি নেইমারের। বেশ কয়েকবার ফেরার কাছাকাছি থাকলেও ফিরতে পারেননি।
নিজেদের ঘরের মাঠ মারাকানা স্টেডিয়ামে আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় চিলির মুখোমুখি হবে ব্রাজিল। পরে ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে তাদের মাঠে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে এরই মধ্যে মূল পর্বের টিকেট নিশ্চিত করেছে ব্রাজিল। সামনের দুই ম্যাচ দিয়ে শেষ হবে বাছাইয়ে তাদের যাত্রা।
বাহরাইনে ক্লোজ-ডোর ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের লক্ষ্যটা ছিল যতটা সম্ভব নিজেদের ঝালিয়ে নেওয়া। সে লক্ষ্যেই সোমবারের প্রথম প্রস্তুতি ম্যাচে কিনা দলের প্রায় সব খেলোয়াড়কে বাহরাইনের বিপক্ষে খেলিয়েছেন কোচ সাইফুল বারী টিটু।
যদিও শেষ পর্যন্ত ম্যাচটা ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। তবে প্রস্তুতিমূলক ম্যাচে জয়-পরাজয় মুখ্য নয়, ম্যাচ থেকে খেলোয়াড়েরা কতটুকু শিখতে পারলেন সেটাই দেখার বিষয়।
ম্যাচ শেষে দলের ফরোয়ার্ড মিরাজুল ইসলাম ও সহকারী কোচ হাসান আল মামুন নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে ম্যাচের ফলাফল কি সেটি প্রেস রিলিজে উল্লেখ করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফের পাঠানো ভিডিও বার্তায় দুজনের কথাতেই উঠে এসেছে নিজেদের ভালো প্রস্তুতির কথা। একই সঙ্গে পরের ম্যাচটি (২২ আগস্ট) আরও ভালো হবে বলে মনে করেন তারা।
মিরাজুল বলেন, “দলের পারফরম্যান্স বলতে… আলহামদুলিল্লাহ সবাই খেলছে এবং ভালো খেলেছে। আমাদের কিছু ভুল ছিল, সেগুলো পরের ম্যাচের আগে শুধরে নেবো। কোচ আমাদের বলল- সবাই আমরা ভালো প্রস্তুতি ম্যাচ খেলেছি।”
বাহরাইনে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার উদ্দেশ্য হলো ভিয়েতনামে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে ভালো করা। মেয়েদের দুটি দল বর্তমানে এশিয়ান কাপের মঞ্চে, সেই লক্ষ্য তাড়া করতে চান বলে দেশ ছাড়ার আগে জানিয়েছিলেন এই দলের কোচ সাইফুল বারী টিটু।
এবার মিরাজুলের কথাতেও উঠে এলো ওই আসরে দারুণ কিছু প্রত্যাশার কথা, “ভিয়েতনামে প্রস্তুতির আসরটা ভালো হবে। ওখানে আমাদের একটা লক্ষ্য আছে, সেটা পুরনের জন্য এখান থেকে ভালো একটা প্রস্তুতি নিয়ে যাবো।”
কোচদের কাছে এটা ছিল খেলোয়াড়দের পরখ করে দেখার ম্যাচ। সহকারী কোচ হাসান আল মামুন যেমনটা বললেন, “বাহরাইনে প্রথম ম্যাচ খেললাম, এখানে পুরো দলকে দেখার বিষয় ছিল। তাই আমরা পুরো দলকে খেলিয়েছি। সব মিলিয়ে ভাল প্রস্তুতি ম্যাচ ছিল। একটা প্রস্তুতি ম্যাচ হিসেবেও ছেলেরা সর্বোচ্চটা দিয়েছে।”
এদিকে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ (৬ ও ৯ সেপ্টেম্বর) সামনে রেখে ঢাকায় ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ক’দিনের মাঠের অনুশীলন শেষে গতকাল একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়ারা। বাংলাদেশ পুলিশ এএফসির বিপক্ষে ওই ম্যাচটি ড্র হয়েছে। ওয়ার্মআপ ম্যাচে জাতীয় দলের স্কোয়াডে ছিলেন ১৪ জন খেলোয়াড়।
সাফল্যমণ্ডিত ক্যারিয়ার কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন অ্যাঞ্জেল দি মারিয়া। তবে এখনও খেলছেন তার দীর্ঘ দিনের কাছের বন্ধু লিওনেল মেসি। দি মারিয়ার তাই সাফ কথা, আগামী বছরের বিশ্বকাপে খেলতেই হবে মেসির।
আর্জেন্টিনার জার্সিতে একসঙ্গে খেলে ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিফা বিশ্বকাপ, ২০২৪ সালের কোপা আমেরিকা জিতেছেন মেসি ও দি মারিয়া। গত বছরের কোপা আমেরিকা জয়ের পর জাতীয় দল থেকে অবসর নেন দি মারিয়া।
তবে স্ব-মহিমায় এখনও খেলে চলেছেন মেসি। সম্প্রতি বিশ্বকাপ বাছাইয়ের আর্জেন্টিনা জাতীয় দলেও রাখা হয়েছে আটবারের ব্যালন ডি অর জয়ী তারকা ফুটবলারকে। সব ঠিক থাকলে আগামী বছরের বিশ্বকাপের টিকেট পেয়ে যাবে আর্জেন্টিনা।
আরও পড়ুন
স্থগিত রিয়ালে ভিনির চুক্তি নবায়ন আলোচনা, প্রস্তাবে অসন্তুষ্ট |
![]() |
সেটি মাথায় রেখেই আর্জেন্টাইন দৈনিক লা নাসিওকে দেওয়া সাক্ষাৎকারে দি মারিয়া বলেছেন, সামনের বছরের বিশ্বকাপে খেলতেই হবে মেসির।
“হ্যাঁ! হ্যাঁ! অবশ্যই। যে অবস্থায়ই থাকুক আর যা খুশি হোক, মেসিকে অবশ্যই বিশ্বকাপ খেলতে হবে। এর বাইরে কথা নেই। এটা মেসি। আর সে জাতীয় দলকে সবসময় এগিয়ে নেয় এবং দর্শকরাও রোমাঞ্চিত হয়। সে এমনই। আগে দিয়েগো মারাদোনা থাকতে এমন হতো।”
“এক্ষেত্রে শুধু তারা (মারাদোনা ও মেসি) দুজনই। আর কেউ নেই। তারা যেন ভিন্ন গ্রহ থেকে আসা। তারা অবশ্যই এখানের নয়। আমাদের এটি উপভোগ করে যেতে হবে। আশা করি, সেটি সেরা অবস্থায়ই হবে।”
ইউরোপিয়ান ফুটবল ছেড়ে মেসির ঠিকানা এখন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। সেখানেও সপ্রতিভ আর্জেন্টাইন জাদুকর। মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৯ গোল করে যৌথভাবে সবার ওপরে তিনি।
আরও পড়ুন
দি মারিয়ার সেরা পাঁচে মেসি-ম্যারাডোনার সঙ্গে ডি পল |
![]() |
দি মারিয়া বললেন, শুধু মেসির জন্য এখন এমএলএসের খেলা দেখেন তিনি।
“লিও একজন এলিয়েন। সে ফেনোমেনন। তাকে দেখতে পাওয়ার সুযোগ নষ্ট করা উচিত নয়। আমি ইন্টার মায়ামির খেলা দেখি, কারণ আমি তাকে দেখতে চাই। আগে কখনও এমএলএস দেখি। আর এখন শুধু তার জন্য পুরো মৌসুমের টিকেট করে রেখেছি।”
১৫ ঘণ্টা আগে
১ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৮ দিন আগে
৮ দিন আগে
৮ দিন আগে