শেষ মুহূর্তে এসে জমে উঠেছে ইউরোপিয়ান লিগের গ্রীষ্মকালীন দলবদল। শেষ দিকে বড় চমক দিল এসি মিলান। চেলসি ফরোয়ার্ড ক্রিস্টোফার এনকুকুকে দলে ভেড়াল তারা। দুটি ক্লাবই আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে।
২০২৩ সালে জার্মান ক্লাব আরবি লাইপজিগ থেকে চেলসিতে যোগ দেন এনকুকু। তবে ইংলিশ ক্লাবটিতে নিজেকে সেভাবে মানিয়ে নিতে পারেননি ফরাসি তারকা। চোটের কারণে অভিষেক মৌসুমে খেলেছেন শুধু ১৪ ম্যাচে, করেছিলেন তিন গোল।
আরও পড়ুন
তীব্র গরমে বদলে গেল এশিয়া কাপের সময় |
![]() |
এনকুকুকে দলে ভেড়াতে কত খরচতে হয়েছে মিলানকে, সেটি অবশ্য জানায়নি কোনো ক্লাব। ইংলিশ ও ইউরোপিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদন, ৪২ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে সান সিরোর ক্লাবটিকে। ৫ মৌসুমের জন্য তাঁকে দলে ভিড়িয়েছে তারা। ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তির মেয়াদ।
স্ট্যামফোর্ড ব্রিজে এনকুকুর দ্বিতীয় মৌসুম অবশ্য বেশ ভালো ছিল। সব মিলিয়ে ৪৮ ম্যাচে খেলেছেন তিনি, গোল করেছেন ১৫টি। এর মধ্যে পাঁচটি গোল ছিল কনফারেন্স লিগে। ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড সবশেষ চেলসির হয়ে গোল করেছেন ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে বেনফিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে।
দুই মৌসুমে সব মিলিয়ে ব্লুদের হয়ে ৬২ ম্যাচে ১৮ গোল করেছেন এনকুকু। তাঁকে ধন্যবাদ জানিয়ে বিবৃতিতে বলেছে, ক্লাবে থাকা সময়ের জন্য ক্রিস্টোকে ধন্যবাদ জানাই। তার ভবিষ্যৎ নতুন অধ্যায়ের পথে শুভ কামনা জানাই।
No posts available.
১ সেপ্টেম্বর ২০২৫, ২:৩১ পিএম
এর আগে একবার আলোচনা চূড়ান্ত হয়েও প্রায় ভেস্তে যেতে বসেছিল। তবে গ্রীষ্মের দলবদলের শেষ দিনে এসে আন্তোনির রিয়াল বেতিসে যোগ দেওয়া প্রায় নিশ্চিত হওয়ার পথে। ব্রাজিলিয়ান উইঙ্গারকে স্থায়ীভাবে দলে নেওয়ার জন্য স্প্যানিশ ক্লাবের সাথে চুক্তিতে সম্মত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, এমনটাই খবর বিবিসির।
গত শুক্রবারেই বেতিসের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে চেয়েছিল ইউনাইটেড। তবে বেতিস এক বিবৃতিতে জানায়, তারা ইউনাইটেডকে দেওয়া প্রস্তাবটি প্রত্যাহার করছে। সেই সময়ে চুক্তি ভেঙে যায় মূলত ২৫ বছর বয়সী আন্তোনির একটি শর্তে, যেখানে তার চাওয়া ছিল তার ইউনাইটেডের বাকি থাকা কিছু বেতন যেন বেতিস পরিশোধ করে।
তবে রুবেন আমোরিমের পরিকল্পনায় না থাকায় আন্তোনিকে আর ধরে রাখার চেষ্টা করেনি ইউনাইটেড। তাই বেতিসের সাথে তারা আলোচনা চালিয়ে যায় গত কয়েকদিন ধরে। বিবিসি তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দুই পক্ষ এখন চুক্তি নিয়ে সমস্যার সমাধানে পৌঁছেছে। ফলে আন্তোনি এখন বেতিসে পাড়ি জমানোর উদ্দেশ্যে মেডিকেলের জন্য প্রস্তুত।
আর লা লিগার দল বেতিসের একটি সূত্র জানিয়েছে, মৌখিকভাবে তারা ইউনাইটেডের সাথে সম্মতিতে গেছেন। চূড়ান্ত চুক্তি সাক্ষরের আগে আর মাত্র একটি বিষয় চূড়ান্ত করতে বাকি, যা দলবদলে শেষ দিন, অর্থাৎ ১ সেপ্টেম্বর সম্পন্ন হবে।
সব ঠিক থাকলে ২৫ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফি-তে ইউনাইটেড থেকে স্থায়ীভাবে বেতিসে নাম লেখাবেন আন্তোনি। এখানে মূল ট্রান্সফার ফি ধরা হয়েছে ২২ মিলিয়ন ইউরো আর অ্যাড-অনস হিসেবে যোগ হবে ৩ মিলিয়ন ইউরো।
চুক্তিতে ৫০ শতাংশ নেট সেল-অন ক্লজ থাকবে। ফলে ভবিষ্যতে আন্তোনিকে বেতিস অন্য ক্লাবে বিক্রি করলে, সেখান থেকে অর্ধেক যাবে ইউনাইটেডের পকেটে।
২০২২ সালে আন্তোনি আয়াক্স থেকে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন ৮১.৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে। প্রিমিয়ার লিগে ক্লাবটির হয়ে তিনি ৬২ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৫টি,আর অ্যাসিস্ট ৩টি।
গত মৌসুমে কোচ আমোরিমের পরিকল্পনা থেকে ছিটকে যাওয়া আন্তোনি গত জানুয়ারিতে বেতিসে যোগ দেন ধারের চুক্তিতে। সব মিলিয়ে ২৬ ম্যাচে করেন ৯ গোল।
অতীতে বিতর্কিত সব ঘটনার জন্ম দেওয়া লুইস সুয়ারেজের বিরুদ্ধে এবার এসেছে নতুন অভিযোগ। সিয়াটল সাউন্ডার্সের কোচিং স্টাফের একজন সদস্যের দিকে থুতু ছুঁড়েছেন ইন্টার মায়ামি স্ট্রাইকার, এমনটাই দাবি করা হচ্ছে।
ঘটনাটি ঘটে গত রোববার লিগস কাপ ফাইনালে, যেখানে ৩-০ গোলে হেরে যায় মায়ামি। শেষ বাঁশি বাজার সাথে সাথেই সুয়ারেজের উসকানিতে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হয়।
এক পর্যায়ে ৩৮ বছর বয়সী সুয়ারেজ প্রতিপক্ষ দলের মিডফিল্ডার ওবেড ভারগাসকে গলা ধরে টেনে ধরেন। অন্যদিকে তার সতীর্থ সার্জিও বুসকেতস একই খেলোয়াড়ের থুতনিতে ঘুষি মেরে বসেন।
এই ঘটনার কিছুক্ষণ বাদে সুয়ারেজ সাউন্ডার্সের এক কোচিং স্টাফের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। সতীর্থদের হস্তক্ষেপে তাকে থামানো হলেও সাবেক বার্সেলোনা তারকাকে সেই কোচের দিকে থুতু ছুড়তে দেখা গেছে বলে দাবি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের।
সিয়াটলের কোচ ব্রায়ান শমেটজার অবশ্য ম্যাচের পর বিষয়টি এড়িয়ে গেছেন। “দুর্ভাগ্যবশত এই ধরণের একটা ঘটনা আমাদের দুর্দান্ত পারফরম্যান্সের দিক থেকে সবার মনোযোগ সরিয়ে নেবে। হেরে গিয়ে তাদের খেলোয়াড়রা হতাশ ছিল, আর সেজন্য মাঠে এমন কিছু হয়েছে, যা আসলে হওয়া উচিত হয়নি। আমি এই বিষয়ে আর কিছু বলতে চাই না, কারণ এটাই কিন্তু মূল ঘটনা নয়। আসল ঘটনা হলো মাঠে যা হয়েছে, সেটাই।”
অন্যদিকে মেসি-সুয়ারেজদের কোচ হাভিয়ের মাশচেরানোও স্পষ্ট করে কিছু বলতে চাননি। “এই ব্যাপারে আমি কিছু বলতে পারব না, কারণ সেই সময়ে আমি অনেক দূরে ছিলাম। তামি আমি কিছু দেখিনি। এই ধরনের ঘটনা কেউই পছন্দ করে না। হয়তো প্রতিপক্ষের দিক থেকে উসকানি ছিল। কিন্তু সেখানে আসলে কী ঘটেছে, তা আমি জানি না।”
সুয়ারেজের ক্যারিয়ারে বিতর্কিত ঘটনা নতুন নয়। ২০১১ সালে লিভারপুলের হয়ে খেলার সময় তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের প্যাট্রিস এভরাকে বর্ণবাদমূলক গালি দিয়ে পান ৮ ম্যাচের নিষেধাজ্ঞা। এছাড়া আয়াক্স, লিভারপুল ও উরুগুয়ে জাতীয় দলের হয়ে খেলার সময় প্রতিপক্ষ খেলোয়াড়কে কামড় দিয়েও নিষেধাজ্ঞার শিকার হয়েছেন অভিজ্ঞ এই ফুটবলার।
মৌসুমের শুরুতেই চাকরি হারালেন এরিক টেন হাগ। তাঁকে বরখাস্তের ব্যাপারটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে ক্লাব বায়ার লেভারকুসেন। ম্যানচেস্টার ইউনাইটেডে চাকরি হারানোর পর জার্মান ক্লাবটিতে জাবি আলোনসোর স্থলাভিষিক্ত হয়েছিলেন টেন হাগ।
তিন ম্যাচে দায়িত্ব পালন করার পরই টেন হাগের ওপর আস্থা রাখতে পারেনি বায়ার লেভারকুসেন। এই ডাচ কোচের অধীনে বুন্দেসলিগায় ক্লাবটির নতুন মৌসুম শুরু হয় হতাশাজনক।
আরও পড়ুন
এক ওভারে ৪৩ রান নিলো সাকিবের দল |
![]() |
প্রথম ম্যাচে হফেনহাইমের বিপক্ষে ১–২ গোলের হারে লেভারকুসেন। পরের ম্যাচে ভের্ডার ব্রেমেনের সঙ্গে ৩–৩ গোলে ড্র করে তারা। প্রথম দুই ম্যাচে অর্জন করতে পেরেছে মাত্র এক পয়েন্ট।
গত গ্রীষ্মে জাবি আলোনসোর জায়গায় টেন হাগকে আনা হয়েছিল দুই বছরের চুক্তিতে। মৌসুমের শুরুতেই এবার নতুন কোচ খুঁজতে হবে জার্মান ক্লাবটিকে। এই মুহূর্তে দলের দায়িত্ব সামলাবেন সহকারী কোচরা।
আলোচনা হচ্ছিল অনেক দিন ধরেই। তবে সমঝোতায় পৌঁছাতে নিউক্যাসল ও লিভারপুলের সময় লেগেছে গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিন পর্যন্ত। শেষ মুহূর্তে হলেও সফল হয়েছে রেডরা। রেকর্ড দামে নিউক্যাসল স্ট্রাইকার অ্যালেকজান্ডার ইসাককে দল ভিড়িয়েছে অ্যানফিল্ডের ক্লাবটি।
এটি অবশ্য সাধারণ দলবদল বলার সুযোগ নেই। প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি ফুটবলার এখন ইসাক। সুইডিশ তারকাকে দলে ভেড়াতে ১২৫ পাউন্ড ট্রান্সফার ফি গুনতে হচ্ছে লিভারপুলকে। সব মিলিয়ে পুরো চুক্তির মূল্য দাঁড়াবে ১৩০ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১৩৫ কোটি টাকা। ইউরোপীয় মুদ্রায় ১৫০ মিলিয়নের মতো।
ইংলিশ ও স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন, আজই মেডিকেল পরীক্ষা দেবেন ইসাক। সমঝোতা হয়ে যাওয়ায় এবারের গ্রীষ্মের সবচেয়ে আলোচিত ট্রান্সফার কাহিনির ইতি ঘটতে যাচ্ছে। টাকার অঙ্ক না মেলায় নিজেদের সেরা তারকাকে এত দিন ছাড়তে চায়নি নিউক্যাসল।
আরও পড়ুন
বিশ্বকাপের প্রাইজমানি ৪ গুণ বাড়াল আইসিসি |
![]() |
ছয় বছর বয়সে সুইডিশ ক্লাব অয়কোর একাডেমিতে যাত্রা শুরু হয় ইসাকের। ২০১৬ সালে এই ক্লাবের হয়েই শুরু পেশাদার ক্যারিয়ার। পরের বছরই যোগ দেন বরুশিয়া ডর্টমুন্ডে। সেখান থেকে ধারে কিছুদিন খেলেন নেদারল্যান্ডসের ক্লাব ভিলেমে। ২০১৯ সালে পাড়ি জমান স্পেনে রিয়াল সোসিয়েদাদে।
২০২২ সালে নিউক্যাসলের ট্রান্সফার ফির রেকর্ড গড়ে ছয় বছরের চুক্তিতে আসেন ইংলিশ প্রিমিয়ার লিগে। অভিষেকেই লিভারপুলের বিপক্ষে অ্যানফিল্ডে গোল করে হন ম্যাচসেরা। গত মৌসুমে তো ক্যারিয়ারের সেরা সময় কাটান তিনি। প্রিমিয়ার লিগে করেন ২৩ গোল। বড় ভূমিকা রাখেন নিউক্যাসলকে চ্যাম্পিয়নস লিগে পৌঁছাতে। সব মিলিয়ে লিগে ৮৬ ম্যাচে করেছেন ৫৪ গোল।
প্রিমিয়ার লিগে ইসাকের আগে এবারের দলবদলে ফ্লোরিয়ান ভিয়ের্তসের জন্য ১১৬ মিলিয়ন পাউন্ড খরচ করে লিভারপুল। ‘বিগ ট্রান্সফার ফি’র রেকর্ড তালিকায় এখন সেটি দুই নম্বরে। ২০২৩ সালে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের জন্য ১০৬.৮ মিলিয়ন পাউন্ড করেছিল চেলসি।
ভারতের বিপক্ষে জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ শেষ করেছে বাংলাদেশ। রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। প্রতিযোগিতায শেষ হওয়ার পর দিনই আজ ঢাকায় ফিরেছে দলের একাংশ। নেপালে বিরতি নিয়ে বাকি অংশ ফিরবে শিগগিরই।
ভুটানে রাউন্ড রবিন লিগে ৬ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় বাংলাদেশের মেয়েরা। ১৫ পয়েন্ট পেয়ে এই প্রতিযোগিতায় প্রথমবার চ্যাম্পিয়ন হয় ভারত। গতকাল তাদেরকেই ৪-৩ গোলে হারান অর্পিতা বিশ্বাস-সুরভী আকন্দ প্রীতিরা।
এদিকে ভুটান নারী লিগে এবার যোগ দিলেন বাংলাদেশের আরও এক ফুটবলার। ২০২৪ সালে সাফজয়ী দলের অন্যতম সদস্য নিলুফা ইয়াসমিন নীলা সকালে পৌঁছেছেন ভুটানে। দেশটির নারী লিগের ক্লাব পারো এফসির হয়ে খেলবেন এই ডিফেন্ডার।
আরও পড়ুন
রেকর্ড গড়ে শেষ আটে ‘সর্বকনিষ্ঠ’ আলকারাজ |
![]() |
পারো এফসি নীলাকে স্বাগত জানিয়ে নিজেদের ফেসবুক পেজে লিখেছে,
'বাংলাদেশ জাতীয় ফুটবল দলের উজ্জ্বল তারকা নীলুফা ইয়াসমিন নীলাকে অত্যন্ত গর্বের সঙ্গে আমাদের দলে এবং ভুটানের সুন্দর ভূমিতে স্বাগত জানাচ্ছি। মাঠ এবং মাঠের বাইরে তার মতো প্রতিভা আমাদের সঙ্গে যোগ দেওয়ায় আমরা আনন্দিত। একসঙ্গে একটি দল, একটি পরিবার হিসাবে নতুন উচ্চতা অর্জনের জন্য উন্মুখ হয়ে আছি। পারো এবং ভুটানে স্বাগতম, নীলুফা।'
নীলাকে নিয়ে ভুটান লিগে খেলতে যাওয়া বাংলাদেশী ফুটবলারের সংখ্যা দাঁড়াল ১৮। পারো এফসির হয়ে আগেই খেলতে যান সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া। নীলার আগে গত সপ্তাহে গিয়েছেন শিউলি আজিম ও নারী দলের সাবেক ফুটবলার লিপি আক্তার। পারো ক্লাবে মোট বাংলাদেশি হলো সাতজন।
আরও পড়ুন
অবিশ্বাস্য ইমাম, চার সেঞ্চুরিতে নির্বাচকদের দিলেন বার্তা |
![]() |
এর আগে ভুটান লিগে নাম লেখান— মারিয়া মান্দা, সানজিদা খাতুন, মাসুরা পারভীন, রুপনা চাকমা ও শামসুন্নাহার সিনিয়র।
সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার সিনিয়র খেলছেন থিম্পু সিটির হয়ে এবং মাসুরা, রুপনা ও কৃষ্ণা খেলছেন ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে। পরে আরও যোগ দেন— তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও শাহেদা আক্তার রিপা। এই তিনজন ভুটান লিগের দল রয়েল থিম্পু কলেজ এফসির (আরটিসি) হয়ে খেলছেন।
পরে তাদের সঙ্গে যোগ দেন জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার, শাহেদা আক্তার রিপা ও মিডফিল্ডার স্বপ্না। তাঁদের ক্লাব রয়েল থিম্পু কলেজ। তবে ক্লাবটির সঙ্গে আফঈদা চুক্তিবদ্ধ হয়েছেন কেবল এএফসি নারী চ্যাম্পিয়নস লিগ ম্যাচ খেলার জন্য।