১৪ সেপ্টেম্বর ২০২৪, ৫:৫৩ এম
কোপা আমেরিকা জয়ের পর বর্ণবাদী গান গেয়ে এবং সেটি পোস্ট করে বিতর্কের মুখে পড়া এনজো ফার্নান্দেজকে শাস্তি দেওয়ার পরিকল্পনা নেই ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। চেলসি মিডফিল্ডারের বিরুদ্ধে তদন্ত না করার সিদ্ধান্ত নিয়েছে তারা, সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন ইএসপিএন।
গত জুলাইয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। তবে দলটির উদযাপনের একটি ভিডিও এনজো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর বাঁধে বিপত্তি। সেখানে মেসিদের দেখা যায় ফ্রান্স জাতীয় দলের আফ্রিকান খেলোয়াড়দের নিয়ে ব্যঙ্গ করে গান গাইতে। ফ্রান্স ফুটবল ফেডারেশনের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পর ফিফার পাশাপাশি চেলসি ও এফএ এই বিষয়টি নিয়ে তদন্ত করবে বলে খবর এসেছিল।
তবে সূত্রের বরাত দিয়ে ইএসপিএন তাদের প্রতিবেদনে বলছে, এনজো যখন সেই বর্ণবাদী গান গাইছিলেন, তখন তিনি চেলসি দলের অংশ ছিলেন না। যেহেতু তিনি জাতীয় দলের জার্সিতে থাকা অবস্থায় এই ঘটনাটি ঘটিয়েছেন, তাই এই বিষয়টি ফিফার এখতিয়ারের অধীনে পড়ে।
আর ফিফা আগে জানিয়েছিল, তারা সেই ভিডিওটি খতিয়ে দেখবে এবং এর তদন্ত করবে। এখন পর্যন্ত এরপর এই ব্যাপারে আর কিছু বলা হয়নি তাদের পক্ষ থেকে।
এনজো বেঁচে গেলেও ভিন্ন এক ঘটনায় বর্ণবাদী মন্তব্য করে ঠিকই এফএ-এর শাস্তির মুখোমুখি হতে হয় টটেনহ্যাম হটস্পারের রদ্রিগো বেন্টানকুরকে। সতীর্থ দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং-মিনকে নিয়ে বর্ণবাদী শ্লোগান দেওয়ার জন্য বেন্টানকুরকে অভিযুক্ত করা হয়। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে তিনি দক্ষিণ কোরিয়ানরা ‘সবাই একই রকম’ বলে মন্তব্য করেছিলেন।
৬ অক্টোবর ২০২৪, ৭:২৭ পিএম
৬ অক্টোবর ২০২৪, ৬:৪৪ পিএম
দানি কারভাহালের ইনজুরি নিয়ে যে ভয়টা রিয়াল মাদ্রিদ পেয়েছিল, হয়েছে তাঁর চেয়েও বাজে কিছু। দানি কারভাহালের যে মেডিকেল রিপোর্ট বেরিয়েছে, সে রিপোর্টে কারভাহালের ডান হাঁটুতে তিনটি জায়গায় লিগামেন্ট ছিঁড়ে গেছে। কারভাহালের এই ‘ভয়াবহ’ ইনজুরির কারণে যে কাজটা গত ছয় বছরে রিয়াল মাদ্রিদ করেনি, সেটাই করতে যাচ্ছে।
ভিয়ারিয়ালের সঙ্গে ম্যাচের একদম শেষ মুহূর্তে ইয়েরেমি পিনোর কাছ থেকে বলের দখল নিতে গিয়ে হাঁটুতে ব্যথা পেয়ে তীব্র চিৎকারে মাঠে পড়ে যান কারভাহাল। তাঁকে ঘিরে ধরেন মাদ্রিদ সতীর্থরা, পরে স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। কারভাহালের ইনজুরির কারণে মাদ্রিদের ব্যাকলাইনের ইনজুরি লিস্টে যোগ হলো আরেকটি নাম। ডিফেন্সে ঘাটতির ব্যাপারে কোচ কার্লো আনচেলত্তির দাবি-দাওয়া ছিল গত মৌসুমেও। তবে সেবার ইনজুরিময় একটা মৌসুম কাটানোর পরও ব্যাকলাইনে নতুন কাউকে সাইন করায়নি মাদ্রিদ, উল্টো সে স্কোয়াড নিয়েই জিতেছে লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগ।
কারভাহালের ইনজুরি এবং ডিফেন্সে ঘাটতির বিষয়কে এবার গুরুত্বের সঙ্গে নিচ্ছে মাদ্রিদ বোর্ড। শীতকালীন দলবদলের মৌসুমে ছয় বছরে প্রথমবারের মতো কোনো খেলোয়াড় সাইন করানোর উদ্যোগ নিতে যাচ্ছেন মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ, জানাচ্ছে মার্কা। একজন সেন্ট্রাল ডিফেন্ডার এবং ফুল ব্যাক সাইন করানোর ব্যাপারে প্রাথমিক পরিকল্পনা করেছে তারা। সর্বশেষ ছয় বছর আগে শীতকালীন দলবদলের মৌসুমে মরক্কোন মিডফিল্ডার ব্রাহিম দিয়াজকে সাইন করিয়েছিল রিয়াল মাদ্রিদ
আর খেলোয়াড় সাইন না করালে ডিফেন্সের ঘাটতিটা থেকেই যেত মাদ্রিদের, কারণ কারভাহালের ইনজুরির যে ধরন– তিনি মাঠের বাইরে থাকবেন অন্তত পক্ষে এক বছর, স্প্যানিশ ডিফেন্ডারের মেডিকেল রিপোর্ট দেখে মার্কাকে তেমনটাই জানিয়েছেন রিপল অ্যান্ড দে প্রাদো ক্লিনিক, ফিফা সেন্টার অব এক্সেলেন্সের ডাক্তার পেদ্রো লুই রিপোল। শুধু এসিএল (অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট) নয়, সঙ্গে ধরা পড়েছে ইসিএল (এক্সটার্নাল ক্রুশিয়েট লিগামেন্ট) এবং ডান পায়ে পপলিটেয়াল টেন্ডনে চিঁড়।
তবে কারভাহালের ইনজুরি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর চুক্তি নবায়ন করেছে মাদ্রিদ বোর্ড। কারভাহালের সঙ্গে মাদ্রিদের চুক্তি ছিল ২০২৫ এর গ্রীষ্ম পর্যন্ত। তাঁর ইনজুরি থেকে সেরে ওঠা এবং ট্রেনিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করার জন্য তাঁর চুক্তি আরও এক বছর বাড়িয়েছে মাদ্রিদ বোর্ড। চুক্তি নবায়নের কৃতজ্ঞতায় মাদ্রিদকে আলাদা করে ধন্যবাদ এবং ক্লাবের প্রতি তাঁর ভালোবাসা ব্যক্ত করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ক্লাবের হয়ে ২৬টি ট্রফি জেতা দানি কারভাহাল।
লম্বা মৌসুম, অনেকেই এই দীর্ঘ রেসে পড়তে পারেন ইনজুরিতে। ধরা পড়েছে ভিনিসিয়ুস জুনিয়রের সার্ভাইকাল ইনজুরিও। আপাতত ডিফেন্স লাইনকে শক্তপোক্ত করার জন্য ফ্লোরেন্তিনো পেরেজ অ্যান্ড কোংকে খুঁজতে হবে সম্ভাব্য নতুন খেলোয়াড়।
১৯ ঘণ্টা আগে
৪ দিন আগে
১০ দিন আগে
১৮ দিন আগে
২১ দিন আগে
২১ দিন আগে
২১ দিন আগে
২২ দিন আগে
২৩ দিন আগে
২৬ দিন আগে
২৫ দিন আগে
২৫ দিন আগে
২৬ দিন আগে