ফুটবল

বর্ণবাদে থেমে গেল খেলা, গালির জবাব গোলে দিলেন সেমেনিও

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৬ আগস্ট ২০২৫, ৩:১৯ পিএম

news-details

প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম ম্যাচেই বর্ণবাদের অভিযোগ উঠেছে। গতকাল রাতে আনফিল্ডে লিভারপুলের বিপক্ষে খেলা চলাকালীন গ্যালারি থেকে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন বোর্নমাউথের ঘানাইয়ান ফরোয়ার্ড অঁতোয়ান সেমেনিও, এমন অভিযোগ তোলেন তিনি নিজেই। 


২-০ গোলে পিছিয়ে ছিল বোর্নমাউথ। ২৫ বছর বয়সী সেমেনিও দ্বিতীয়ার্ধে ১২ মিনিটের মধ্যে দুটি গোল করেন, যার সৌজন্যে বোর্নমাউথ অল্প সময়ের জন্য সমতায় ফেরে। যদিও শেষ দিকে লিভারপুল দুই গোল করে ৪-২ ব্যবধানে জয় তুলে নেয়।


মার্সিসাইড পুলিশ জানায়, ৪৭ বছর বয়সী এক দর্শককে মাঠ থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাঁর বিরুদ্ধে সেমেনিওকে উদ্দেশ করে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগে তদন্ত চলছে।


পুলিশ কর্মকর্তা কেভ চ্যাটারটন বলেন, ‘এ ধরনের ঘটনা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ক্লাবের সঙ্গে সমন্বয় করে ফুটবল ব্যানিং অর্ডার জারির চেষ্টা করা হবে।’


ম্যাচের পর ইনস্টাগ্রামে সেমেনিও বর্ণবাদ বিরোধী বার্তায় লিখেছেন, ‘এটা বন্ধ হবে কবে?’


প্রথমার্ধের ২৯তম মিনিটে লিভারপুল কর্নার নেওয়ার আগে সেমেনিও বিষয়টি রেফারি অ্যান্থনি টেইলরকে জানান। খেলা থেমে যায় চার মিনিটের জন্য। এরপর দুই দলের কোচ ও অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক ও অ্যাডাম স্মিথকে ডেকে জানান রেফারিকে।


বোর্নমাউথ অধিনায়ক স্মিথ ঘটনাটিকে ‘চমকে দেওয়ার মতো’ বলে প্রতিক্রিয়া জানান। তিনি স্কাই স্পোর্টসকে বলেন, ‘পুরোপুরি অগ্রহণযোগ্য। আজকের দিনে দাঁড়িয়ে এমন ঘটনা ঘটে-বিশ্বাস করতে কষ্ট হয়। আমি জানি না অঁতোয়ান কীভাবে খেলা চালিয়ে গেছে এবং এর পরও গোল করেছে। ওর মন খারাপ, কিন্তু কিছু একটা অবশ্যই করতে হবে। হাঁটু গেড়ে প্রতিবাদে কোনো কাজ হয়নি। আমরা ওর পাশে আছি।’


সতীর্থের প্রশংসা করে স্মিথ আরও বলেন, ‘আমি হলে গোল করার পর সরাসরি ওই জায়গায় প্রতিক্রিয়া জানাতাম। কিন্তু ও রেফারিকে জানিয়েছে, তারপর খেলায় মন দিয়েছে। সত্যিই প্রশংসনীয়। আমার ভেতরে এখন কেবল রাগ।’


স্মিথ দাবি করেন, দোষী দর্শককে দ্রুত সরানোর অনুরোধ করেন রেফারিকে। পুলিশ পরে তা করেছে। তিনি বলেন, ‘লিভারপুলের খেলোয়াড়েরা আমাদের সমর্থন দিয়েছে। প্রিমিয়ার লিগও এ নিয়ে সিরিয়াস আলোচনা করেছে। কিন্তু এরপরও বারবার হচ্ছে। পুরো দেশ দেখছে—লজ্জাজনক।’


প্রথমার্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আনফিল্ডে দর্শকদের উদ্দেশে বর্ণবাদবিরোধী বার্তা পাঠ করা হয়। ম্যাচ শেষে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, লিভারপুল ও বোর্নমাউথের ম্যাচ চলাকালে দর্শক গ্যালারির দিক থেকে বৈষম্যমূলক আচরণের অভিযোগে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এ ধরনের ঘটনার কোনো স্থান নেই ফুটবলে। ঘটনার সত্যতা যাচাই করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’


লিভারপুল ক্লাবও বিবৃতিতে জানায়, আমাদের খেলায় বর্ণবাদ বা বৈষম্যের কোনো স্থান নেই। চলমান পুলিশের তদন্তে আমরা পূর্ণ সমর্থন দেব।


লিভারপুল কোচ আরনে স্লট বলেন, ‘এটা আমরা একেবারেই চাই না। বিশেষ করে আনফিল্ডে যেন এমন কিছু না ঘটে। সমর্থকেরা দারুণ পরিবেশ সৃষ্টি করেছিল, বিশেষ করে দিয়োগোকে ঘিরে শ্রদ্ধাজ্ঞাপনে। কিন্তু এ ঘটনা ম্যাচের আনন্দ কিছুটা নষ্ট করেছে।’


প্রিমিয়ার লিগ ম্যাচ সেন্টার সামাজিক মাধ্যমে জানায়, অঁতোয়ান সেমেনিওর উদ্দেশে দর্শক গ্যালারি থেকে বৈষম্যমূলক মন্তব্য আসার কারণে খেলা কিছু সময়ের জন্য থেমে যায়। ঘটনাটি লিগের মাঠের ভেতরে বৈষম্যবিরোধী প্রটোকল অনুযায়ী হয়েছে। বিষয়টি এখন তদন্তাধীন।


বর্ণবাদবিরোধী দাতব্য সংস্থা ‘কিক ইট আউট’ বিবৃতিতে জানায়, মৌসুমের প্রথম প্রিমিয়ার লিগ ম্যাচেই বোর্নমাউথের অঁতোয়ান সেমেনিও বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন। মাত্র দুই দিন আগে টটেনহামের মাথিস টেল অনলাইনে বর্ণবাদী হামলার শিকার হয়েছিলেন। প্রতি সপ্তাহেই কালো বর্ণের খেলোয়াড়দের এভাবে আক্রমণের শিকার হতে হচ্ছে। আমরা অঁতোয়ানের পাশে আছি এবং এ অবস্থায় খেলে গোল করায় তাঁর সাহসের প্রশংসা করছি।


তাদের মতে, রেফারি অ্যান্থনি টেইলর ও তাঁর সহকারীরা দ্রুত ব্যবস্থা নিয়ে প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু ফুটবল থেকে এই জঘন্য আচরণ পুরোপুরি তাড়াতে এখনো অনেক পথ বাকি।

bottom-logo

ফুটবল

ঈশিতারাও সাফ চ্যাম্পিয়ন হতে চান

 
ফুটবল করেসপন্ডেন্ট
ফুটবল করেসপন্ডেন্ট
ঢাকা

১৮ আগস্ট ২০২৫, ৬:৫৪ পিএম

news-details

একদিন পরই আরেকটি সাফের মঞ্চে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। নেপালে বড়দের সাফের পর ঘরের মাঠে অনূর্ধ্ব-২০ সাফেও চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে এবার মুকুট পরতে চায় অনূর্ধ্ব-১৭ দল। 


আগামী পরশু সাফের মঞ্চে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভুটান। এই ম্যাচকে সামনে রেখে সেখানে নিবিড় অনুশীলন করছে মেয়েরা।


আজ ম্যাচ ভেন্যু চাংলিমিথাং স্টেডিয়ামে অনুশীলন সেরেছে মাহবুবুর রহমান লিটুর দল। সেখান থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় দলের গোলরক্ষক ঈশিতা ত্রিপুরা বলেছেন লক্ষ্যের কথা, 'খুব ভালো অনুশীলন হচ্ছে, এখানকার আবহাওয়ার সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নিয়েছি। আমরা চ্যাম্পিয়ন হতে চাই এটাই লক্ষ্য।'


আরও পড়ুন

জাতীয় নারী হ্যান্ডবলের সেমিফাইনালে আনসার-পুলিশ জাতীয় নারী হ্যান্ডবলের সেমিফাইনালে আনসার-পুলিশ


গোলকিপার কোচ ইমনের কণ্ঠেও আত্মবিশ্বাসী সুর, 'আমার দল একটা ভালো অবস্থায় আছে এবং গোলরক্ষকরা খুবই আত্মবিশ্বাসী। অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে আমরা ভালো কিছু করতে চাই।'


ভুটানে এখন বেশ ঠান্ডা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দলকে একটু আগে পাঠানোয় বাফুফেকে ধন্যবাদ দিয়ে ইমন বললেন, 'খেলোয়াড়দের মানিয়ে নিতে সুবিধা হয়েছে। ইতিমধ্যে আমরা দারুণভাবে মানিয়েও নিয়েছি, চেষ্টা করব এর প্রতিফলন ম্যাচে দেখাতে। দলের ট্রেনিং ভালো হয়েছে, যেখানে খেলোয়াড়দের সমস্যা ছিল সেখানে কাজ করেছি এবং খেলোয়াড়েরাও দ্রুত সংশোধন করতে পেরেছে।'

bottom-logo

ফুটবল

ইউনাইটেডের সাথে জয়েও সন্তুষ্ট নন আর্সেনালের খেলোয়াড়রা

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৮ আগস্ট ২০২৫, ৪:২৫ পিএম

news-details

মৌসুমের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে জয় যেকোনো দলের জন্যই দারুণ ব্যাপার। আর্সেনাল ঠিক সেই কাজটাই করলেও পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না কোচ মিকেল আর্তেতা। তার দাবি, ইউনাইটেডের সাথে জয় সহজলভ্য হয়ে যাওয়ার কারণে এখন তারা স্রেফ তিন পয়েন্টেই সন্তুষ্ট হন না।


প্রিমিয়ার লিগের গত রোববার রাতের ম্যাচে  ১-০ গোলের জয় পায় আর্সেনাল, যেখানে গোলটি আসে রিকার্ডো কালাফিওরির কাছ থেকে ১৩তম মিনিটে। এই জয়ের মধ্য দিয়ে বড় দলের বিপক্ষে নিজেদের রেকর্ড আরও সুসংহত করেছে দলটি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, ইউনাইটেডের মাঠে জেতার অভ্যাসটা নিয়মিত করে ফেলেছে আর্তেতার দল।


আরও পড়ুন

ঈশিতারাও সাফ চ্যাম্পিয়ন হতে চান ঈশিতারাও সাফ চ্যাম্পিয়ন হতে চান


এই কারণেই আর্তেতা ম্যাচের পর বলেছেন, আরও প্রাধান্য দেখিয়ে জয় না পাওয়ার আক্ষেপ আছে তাদের। 

“আগে আমাদের একটা সমস্যা ছিল, সেটা মানতেই হবে। আমি দায়িত্ব নেওয়ার আগে এখানে (ওল্ড ট্র্যাফোর্ডে) প্রায় ১৮ বা ২২ বছর আমাদের কোনো জয় ছিল না। আর এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে, আমরা এখানে জয় পেলেও খেলোয়াড়রা সম্পূর্ণ খুশি হতে পারে না। এটা দারুণ কিছুর আভাস দেয়।”


২০২০ সালের সেপ্টেম্বরের আগে বিগ সিক্স (লিভারপুল, ম্যানচেস্টার সিটি, চেলসি, টটেনহ্যাম, ম্যানচেস্টার ইউনাইটেড) ক্লাবের বিপক্ষে আর্সেনাল তাদের শেষ ৪০টি অ্যাওয়ে ম্যাচের মাত্র দুটিতে জয় পেয়েছিল। কিন্তু এখন চিত্রটা একেবারে ভিন্ন। গত দুই মৌসুমে আর্সেনাল এই দলগুলোর বিপক্ষে ২০টি লিগ ম্যাচে অপরাজিত ছিল। রোববারের জয় দিয়ে সেটিকে ২১ ম্যাচে নিয়ে গেছে।


আর্তেতা অবশ্য মনে করেন, এখনও উন্নতির সুযোগ আছে বেশ। 

“মৌসুমের প্রথম ম্যাচেই আমাদের জন্য এটা একটা বড় একটি ফলাফল। ইউনাইটেড তাদের নতুন দল গঠনের প্রাথমিক পর্যায়ে ছিল, তারা ভালো সূচনা পেয়েছিল। তাই এখানে এসে জয় তুলে নেওয়া আমাদের জন্য বিশাল এক প্রাপ্তি।”

ফুটবল থেকে আরও পড়ুন

bottom-logo

ফুটবল

আর্জেন্টিনার জার্সিতে ২০ বছর, অমরত্বে মেসি

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৮ আগস্ট ২০২৫, ২:৫৫ পিএম

news-details

২০০৫ সালের ১৭ আগস্ট, হাঙ্গেরির বিপক্ষে এক প্রীতি ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন ঝাঁকড়া চুলের এক কিশোর। সে দিনের রোজারিওর ছোট্ট ছেলে লিওনেল মেসির সঙ্গে ২০ বছর পর এখন পার্থক্যটা আকাশ-পাতাল। রূপকথার মতো শুরুর বদলে ঘটেছিল অপ্রত্যাশিত ঘটনা। অভিষেক ম্যাচে নামার মাত্র ৪৭ সেকেন্ডের মাথায় প্রতিপক্ষের খেলোয়াড়কে কনুই মেরে দেখেছিলেন লাল কার্ড!


এর পরের দুই দশক মেসিকে নিয়ে গেছে হতাশা থেকে মহিমায়, বিতর্ক থেকে অধিনায়কত্বে, অবসর ঘোষণার পথ থেকে ফুটবলের সর্বোচ্চ সাফল্যে। বলা হয়, ‘গ্রেটেস্ট অব অল টাইম’। 


আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের দুই দশক। ছিল কত উত্থান-পতন। আন্তর্জাতিক ফুবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ফিরে দেখল মেসির অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারের মাইলফলক ও গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো।


ভবিষ্যতের আভাস

সিনিয়র দলে নামার এক মাস আগেই, মেসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেদারল্যান্ডসে ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে। ৬টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন, ফাইনালে নাইজেরিয়ার বিপক্ষে দুটি গোলও করেছিলেন। টুর্নামেন্টের গোল্ডেন বুট ও গোল্ডেন বল দুটি পুরস্কারই উঠেছিল তাঁর হাতে।


অভিষেকের হতাশা

২০০৫ সালের আগস্টে হাঙ্গেরির বিপক্ষ প্রীতি ম্যাচের দলে ডাক পান মেসি। ১৯৭৭ সালে দিয়েগো ম্যারাডোনার অভিষেকও হয়েছিল হাঙ্গেরির বিপক্ষে। বেশ ঢিলেঢালা জার্সি-শর্ট পরে ১৮ বছর বয়সী মেসি মাঠে নামেন, ৬৩তম মিনিটে লিসান্দ্রো লোপেজের বদলি হিসেবে। অপ্রত্যাশিত অভিষেক। বল পেয়ে হাঙ্গেরির ভিলমস ভানচজাককে কাটিয়ে ঘুরে দাঁড়ান। প্রতিপক্ষের ফুটবলার জার্সি টেনে ধরায় মেসি হাত চালিয়ে দেন, আর সোজা লাল কার্ড! মাত্র ৪৭ সেকেন্ডে খেলেই মাঠ ছাড়তে হয় তাঁকে।


ভানচজাক পরে (২০২২ সালে) বলেছিলেন, ‘আমরা জানতাম আর্জেন্টিনা অনেক শক্তিশালী দল, তবে আমরা এই খেলোয়াড়কে দেখতে চেয়েছিলাম কারণ সবাই বলছিলেন সে একদিন বড় তারকা হবে। হয়তো আমিই তার ক্যারিয়ার শুরু করেছিলাম!’


প্রথম গোল

প্রথম গোল পেতে ছয় অপেক্ষ করতে হয় মেসিকে। ২০০৬ সালের মার্চে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ, আর নিজের ষষ্ঠ ম্যাচেই প্রথম গোল পান মেসি। কার্লোস তেভেজের সমতাসূচক গোলে সহায়তা করার পর স্টজেপান তোমাসের ভুল পাস কেটে নিয়ে বাঁ পায়ে দুর্দান্ত শটে করেন নিজের প্রথম আন্তর্জাতিক গোল। সেই ম্যাচেই অভিষেক হয়েছিল ২০ বছর বয়সী লুকা মদ্রিচেরও।


বিশ্বমঞ্চে প্রথমবার

২০০৬ জার্মানি বিশ্বকাপে মেসিকে দলে নেন হোসে পেকেরমান। তারকা ঠাসা আক্রমণভাগে ছিলেন তেভেজ, সাভিওলা, ক্রেসপো। প্রথম ম্যাচে (আইভরি কোস্টের বিপক্ষে) মেসির সুযোগ হয়নি খেলার। কিন্তু সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে নামেন ৭৪তম মিনিটে, দল তখন ৩-০ গোলে এগিয়ে। নেমে প্রথমেই অ্যাসিস্ট দেন ক্রেসপোকে। তারপর নিজেও করেন বিশ্বকাপে প্রথম গোল।


প্রথম ফাইনালের ব্যথা

২০০৭ সালের কোপা আমেরিকায় দুর্দান্ত খেলেন মেসি, আর্জেন্টিনা ফাইনালে ওঠে। কিন্তু ফাইনালে ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে যান।


সোনালী মুহূর্ত–অলিম্পিক ২০০৮

পরের বছর বেইজিং অলিম্পিকে সোনা জেতেন। ফাইনালে অ্যাঞ্জেল ডি মারিয়ার একমাত্র গোলে নাইজেরিয়াকে হারায় আর্জেন্টিনা। সেই গোলের পেছনে ছিল মেসির সাহায়তা।


১০ নম্বর জার্সি

২০০৯ সালে হুয়ান রোমান রিকেলমে অবসর নিলে মেসিকে দেওয়া হয় আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি। আর সেই দায়িত্ব দেন নিজে দিয়েগো ম্যারাডোনা। সে জার্সি পরে ভেনেজুয়েলার বিপক্ষে ৪-০ জয়ের ম্যাচেই গোল ও অ্যাসিস্ট দেন মেসি।


অধিনায়কত্ব

২০১০ বিশ্বকাপে (দক্ষিণ আফ্রিকা), গ্রিসের বিপক্ষে ম্যাচে প্রথমবার আর্জেন্টিনার অধিনায়কত্ব পান। এক বছর পর কোপা আমেরিকায় হতাশাজনক বিদায়ের পর নতুন কোচ আলেহান্দ্রো সাবেলা তাঁকে স্থায়ী অধিনায়ক করেন—মাত্র ২৪ বছর বয়সে।


ব্রাজিল ২০১৪ বিশ্বকাপে হৃদয়ভাঙা

অধিনায়ক হিসেবে প্রথম বিশ্বকাপ ছিল ব্রাজিলে। দুর্দান্ত সব গোল ও পারফরম্যান্সে দলকে তুলেছিলেন ফাইনালে। তবে অতিরিক্ত সময়ে মারিও গোটজের গোলে হেরে যায় আর্জেন্টিনা। মেসি পান টুর্নামেন্টের গোল্ডেন বল।


চিলির কাছে টানা দুইবার হার

২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকারে চিলির কাছে হারে আর্জেন্টিনা। ২০১৬ সালে অবসর ঘোষণা দেন, তবে মাসখানেক পর ফিরে আসেন আবারও।


রাশিয়া ২০১৮

আর্জেন্টিনাকে বিশ্বকাপে তুলেছিলেন একাই! ইকুয়েডরের বিপক্ষে বাছাইপর্বে হ্যাটট্রিক করেছিলেন। বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে গোল ও ফ্রান্সের বিপক্ষে শেষ ষোলোতে দুটো অ্যাসিস্ট করলেও ৪-৩ ব্যবধানে বিদায় নিতে হয়।


আবার হতাশা, আবার লড়াই

রাশিয়ার পর প্রায় নয় মাস দলে ছিলেন না। ২০১৯ কোপা আমেরিকায় ফেরেন, তবে তৃতীয় স্থান নির্ধারণীতে চিলির বিপক্ষে দেখেন দ্বিতীয় আন্তর্জাতিক লাল কার্ড।


অবশেষে ট্রফি– ২০২১ কোপা আমেরিকা 

করোনায় মহামারিতে পিছিয়ে যাওয়া টুর্নামেন্ট বসে ব্রাজিলে। এবার আর ব্যর্থ হননি। চার গোল ও পাঁচ অ্যাসিস্ট দিয়ে দলকে ফাইনালে তুলেন। ফাইনালে ডি মারিয়ার গোলে ব্রাজিলকে হারিয়ে অবশেষে বড় ট্রফি জেতেন। টুর্নামেন্টসেরা হন মেসি।


ওয়েম্বলির জাদু–ফাইনালিসিমা ২০২২

কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা ও ইউরো জয়ী ইতালির লড়াইয়ে ৩-০ জিতে মেসিরা। দুটি অ্যাসিস্ট করেন এই মহাতারকা।


লুসাইলের মহাকাব্য–বিশ্বকাপ ২০২২

‘শেষ বিশ্বকাপ’ বলে মাঠে নেমেছিলেন। গ্রুপ পর্বে সৌদি আরবের কাছে হেরে শুরু হলেও, তারপর একাই দলকে টেনে নেন। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে করেন দুটি গোল, টাইব্রেকারে করেন প্রথম শট। তারপর হাতে তোলেন সেই অধরা ট্রফি।


শততম গোল– ২০২৩

কুরাসাওয়ের বিপক্ষে হ্যাটট্রিক করে ১০০ আন্তর্জাতিক গোল পূর্ণ করেন। এর আগে পানামার বিপক্ষে করেছিলেন ৯৯তম গোল।


কোপা আমেরিকা ২০২৪

ইন্টার মায়ামিতে খেলার প্রায় এক বছর পর নিজের শহরেই আর্জেন্টিনাকে কোপা আমেরিকার ১৬তম শিরোপা এনে দেন, যদিও ফাইনালে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে।


মেসির আর্জেন্টিনা রেকর্ড

সর্বোচ্চ ম্যাচ: ১৯৩

সর্বোচ্চ গোল: ১১২

বিশ্বকাপে সর্বোচ্চ গোল: ১৩

এক বছরে সর্বোচ্চ গোল: ১৮ (২০২২ সালে ১৪ ম্যাচে)

সর্বোচ্চ হ্যাটট্রিক: ১০


সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ অধিনায়ক: ২২ বছর ৩৬৩ দিন


মেসির বিশ্বকাপ রেকর্ড

সর্বোচ্চ ম্যাচ: ২৬

অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ: ১৯

সর্বোচ্চ মিনিট খেলা: ২,৩১৪

নকআউট পর্বে সর্বোচ্চ অ্যাসিস্ট: ৬ (পেলের সঙ্গে যৌথ)

পাঁচটি বিশ্বকাপে অ্যাসিস্ট

সর্বোচ্চ ম্যাচসেরা: ১১

এক বিশ্বকাপের প্রতিটি নকআউট ধাপে গোল (কাতার ২০২২)

প্রথম ও সবশেষ গোলের ব্যবধান: ১৬ বছর ১৮৪ দিন

দুবার গোল্ডেন বল জয়ী একমাত্র খেলোয়াড়

কনমেবল বাছাইপর্বে সর্বোচ্চ গোল: ৩৪

তিন ভিন্ন দশকে বিশ্বকাপে গোল

মেসির কোপা আমেরিকা রেকর্ড

সর্বোচ্চ ম্যাচ: ৩৯

সর্বোচ্চ জয়: ২৫

সর্বোচ্চ অ্যাসিস্ট: ১৮

সাত টুর্নামেন্টে গোল করা প্রথম আর্জেন্টাইন

পাঁচটি ফাইনালে খেলা একমাত্র খেলোয়াড়

bottom-logo

ফুটবল

পরাজয়ে শুরুর পর ইউনাইটেড কোচ বললেন, ‘যে কোনো ম্যাচ জিততে পারি’

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৮ আগস্ট ২০২৫, ১২:৪৯ পিএম

news-details

ঘরের মাঠে আর্সেনালের কাছে হেরে হতাশায় নতুন মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবু পরাজয়ের মাঝেও আশার আলো দেখছেন দলের কোচ রুবেন আমোরি। তার মতে, ইংলিশ প্রিমিয়ার লিগে যে কোনো দলকে হারানোর মতো খেলোয়াড় আছে দলে।


ওল্ড ট্র্যাফোর্ডে রোববার রাতের ম্যাচে ইউনাইটেডের পরাজয়ের ব্যবধান অবশ্য বেশি বড় ছিল না। ১৩ মিনিটে রিকার্ডো কালাফিওরির করা একমাত্র গোলে জয় পায় আর্সেনাল। যার সুবাদে প্রিমিয়ার লিগে ইউনাইটেডের বিপক্ষে টানা ৬ ম্যাচে অপরাজিত থাকে তারা।


ম্যাচ না জিতলেও পুরো ম্যাচে দাপট দেখায় ইউনাইটেড। ম্যাচে ৬২ শতাংশ বল দখলে রাখে তারা। গোলের জন্য ২২টি শট করে ৭টিই লক্ষ্য বরাবর রাখে তারা। কিন্তু জালে প্রবেশ করেনি একটিও।


আরও পড়ুন

মাইলফলকের ম্যাচে বড় পরাজয়, কাঁদলেন নেইমার মাইলফলকের ম্যাচে বড় পরাজয়, কাঁদলেন নেইমার


অন্য দিকে গোলের জন্য ৯টি শট করে ৩টি লক্ষ্যে রাখে আর্সেনাল। এতেই একটি লক্ষ্যভেদ করে জয় তুলে নেয় সফরকারীরা। ম্যাচে তাদের ৪ ফুটবলার দেখেন হলুদ কার্ড। বিপরীতে ইউনাইটেডের হলুদ কার্ড দেখেন ১ জন।


এমন পারফরম্যান্সের পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আশার কথাই শোনান ইউনাইটেড কোচ।


“প্রিমিয়ার লিগে যে কোনো ম্যাচ জেতার মতো ফুটবলার আছে আমাদের। ম্যাচে আমরা গত মৌসুমের চেয়ে বেশি আক্রমণাত্মক ছিলাম। পুরো ম্যাচে আমরা ওয়ান-অন-ওয়ান খেলেছি, হাই-প্রেস করেছি। বল ধরে রাখার দিকেও আমাদের কার্যকারিতা ছিল।”


আগামী রোববার রাতে ফুলহ্যামের মাঠে নিজেদের পরের ম্যাচ খেলবে ইউনাইটেড। 

bottom-logo

ফুটবল

বাহরাইনে ‘ক্লোজ ডোর’ ম্যাচ, ‘বড় সুযোগ’ দেখছেন কোচ

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৮ আগস্ট ২০২৫, ১২:১৭ পিএম

news-details

বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে সোমবার মাঠে নামবে বাংলাদেশ। বাহরাইনের বিএফএ ফুটবল ফিল্ডে রুদ্ধদ্বার (ক্লোজ ডোর) ম্যাচটি হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। 


মূলত আগামী মাসে অনূর্ধ্ব-২৩ দলের এশিয়ান কাপ বাছাইয়ের আগে বাহরাইনে দুটি প্রস্তুতি ম্যাচ এবং ক্যাম্প করতে দেশ ছাড়ে সাইফুল বারী টিটুর দল। এই প্রস্তুতি ম্যাচ দুটিকে বড় সুযোগের মঞ্চ হিসেবে দেখছেন কোচ সাইফুল বারী টিটু।


বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলটি গড়া জাতীয় দলেরও বেশ কিছু খেলোয়াড় নিয়ে। বেশিরভাগ খেলোয়াড়ই বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিয়মিত তারকা। তাই দলের কম্বিবেনশন, শক্তিমত্তা কেমন, তা যাচাইয়ের জন্য ম্যাচ খেলা আবশ্যক। 


আরও পড়ুন

মাইলফলকের ম্যাচে বড় পরাজয়, কাঁদলেন নেইমার মাইলফলকের ম্যাচে বড় পরাজয়, কাঁদলেন নেইমার


সেটিই দুই প্রস্তুতি ম্যাচে পরখ করবেন টিটু। বাফুফের (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) পাঠানো ভিডিও বার্তায় এই কথা বলেছেন তিনি। 


“কালকের (সোমবার) যে ম্যাচ সেটা আমাদের বড় সুযোগ মনে করি। সম্ভবত বাহারাইনও ভিয়েতনামের মতো শক্তিশালী। তাদের সঙ্গে খেলা আমদের জন্য বড় সুযোগ। এ দুটো ম্যাচের মাধ্যমে দলের শক্তি, ফুটবলারদের মধ্যে রসায়ন ও সমন্বয় তৈরি করতে চাচ্ছি।”


প্রস্তুতিমূলক এই ম্যাচে আবাহনীর খেলোয়াড় শেখ মোরসালিনকে পাচ্ছে না দল। এএফসি চ্যালেঞ্জ লিগে আবাহনীর ম্যাচ থেকেই ছোটখাটো ইনজুরিতে জাতীয় দলের তারকা এই স্ট্রাইকার। 


“(মোরসালিন ছাড়া) দলের অন্যান্যরা থাকবে। দলের শক্তি ও প্রতিটি বিভাগের সম্ভাব্যতা যাচাইয়ের চেষ্টা থাকবে। যাতে ভালোভাবে পরীক্ষিত হই আমরা। তা হলে আমাদের ফলাফল ভালো হবে। এখান থেকে নেওয়া অভিজ্ঞতা আমাদের সাহায্য করবে বাছাইপর্বে। আমরা সেটার ওপর গুরুত্ব দিচ্ছি।”


বাছাইপর্বকে গুরুত্ব দিয়েই একটু আগেভাগে বাহরাইনে গিয়েছে দল। সেখানে ১২ দিনের ক্যাম্প করবে বাংলাদেশ। আবহাওয়ার সঙ্গে দল ভালোই মানিয়ে নিয়েছে বলে জানান দলের ডিফেন্ডার শাকিল আহাদ তপু। 


আরও পড়ুন

জয়ে শুরু আর্সেনালের, সেঞ্চুরির অপেক্ষা বাড়ল ইউনাইটেডের জয়ে শুরু আর্সেনালের, সেঞ্চুরির অপেক্ষা বাড়ল ইউনাইটেডের


“প্রথমত, আমাদের সবচেয়ে বড় পাওয়া, দলের সবাই সুস্থ আছি। কালকে (সোমবার) প্রথম ফ্রেন্ডলি ম্যাচ বাহরাইনের সঙ্গে। দলের প্রস্তুতি অনেক ভালো। আবহাওয়ার অনেক সমস্যা ছিল। তিন-চার দিনের অনুশীলনে আমরা মানিয়ে নিয়েছি। আশা করি একটা ভালো ফল হবে।”

 

আগামী ২৬ আগস্ট বাহরাইন থেকে দেশে ফিরে ২৯ আগস্ট ভিয়েতনামের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। আগামী মাসের বাছাই প্রতিযোগিতায় বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভিয়েতনাম ছাড়াও আছে সিঙ্গাপুর ও ইয়েমেন।


ফুটবল থেকে আরও পড়ুন

bottom-logo