৩০ জুন ২০২৪, ৮:০৬ পিএম
আগের দুইবারই ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বাদ পড়েছিল শেষ ষোলোতে। ইতালির সামনে সুযোগ ছিল এই ধারা ঘোচানোর। তবে সেটা তারাও পারেনি। আসর থেকে নিয়েছে ভীষণ বাজে পারফরম্যান্স দেখিয়ে। এমন ব্যর্থতায় দলটির গোলরক্ষক দোনারুম্মা করেছেন দুঃখ প্রকাশ, আর কোচ লুসিয়ানো স্পালেত্তি পুরো দায়টাই নিয়েছেন নিজের কাঁধে।
ক্রোয়েশিয়ার সাথে একদম শেষ মূহর্তে মাত্তিয়া জাকাগনির গোলে রক্ষা হয়েছিল ইতালির। তাতেই মিলেছিল শেষ ষোলোর টিকেট। তবে সুইজারল্যান্ডের সাথে তেমন কিছু হয়নি। ইউরোর এই আসরজুড়ে বাজে ফুটবল প্রদর্শনীর ধারা অব্যহত রেখে বিদায় নিয়েছে শেষ ষোলো থেকেই।
পুরো ম্যাচে সুইজারল্যান্ডের কাছে পাত্তাই পায়নি ইতালি। আশার আলো হয়ে একাই লড়ে গেছেন দোনারুম্মা। নিজে ভালো করলেও ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি। “এটা খুবই যন্ত্রণাদায়ক। আমরা সবাইকে নিজেদের পারফরম্যান্সের জন্য দুঃখ প্রকাশ করতে পারি। তারা যোগ্য দল হিসেবেই জিতেছে। পুরো ম্যাচ জুড়েই আমরা ভুগেছি।”
প্রথমার্ধে তো কোনো অন টার্গেট শটও নিতে পারেনি জার্মানি। চার ম্যাচ খেলে তারা হজম করেছে পাঁচ গোল আর প্রতিপক্ষের জালে দিয়েছে দুই গোল। রক্ষণের জন্য ইতালির যে চিরায়ত সুনাম, এই আসরে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা সেটাও ধরে রাখতে পারেনি। আর আক্রমণে দুর্বলতা চলছিল বেশ কিছুটা সময় ধরেই। দুইয়ের মেলবন্ধনই ঘটেছে সুইজারল্যান্ডের বিপক্ষে।
দলের এমন ছন্নছাড়া ফুটবলে চরম হতাশ স্পালেত্তি। “আমরা ব্যর্থ হয়েছি। আমার দল নির্বাচনের কারণে আমরা ব্যর্থ হয়েছি। যেভাবে আমি দল পরিচালনা করেছি তাতে সব দায় আমার।”