শেষবার কোনো প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদ ফাইনাল হেরেছিল কবে? উত্তর খুঁজতে কিছুটা বিপাকেই পড়ার কথা। গুগল বলছে শেষবার রিয়াল ফাইনালে হেরেছে ২০২৩ সালে। লস ব্লাঙ্কোদের হারার তেতো স্বাদটা দিয়েছিল এই বার্সেলোনাই। তাও সেই একই প্রতিযোগিতায়। ঠিক দুই বছর বাদে সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি করলো বার্সেলোনা। এবার অবশ্য জয়ের ব্যবধানে রয়েছে বড় ফারাক।
জেদ্দার কিংস আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে রবিবার রাতে রিয়ালকে নিয়ে ছেলে খেলায় মেতেছিল বার্সেলোনা। মরুর বুকে তপ্ত গরমে রিয়ালকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে হান্সি ফ্লিকের দল। তাতে কোচ হিসেবে বার্সেলোনার ডাগআউটে প্রথম শিরোপার দেখা পেয়েছেন এই জার্মান কোচ। স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনা ফিরে পেয়েছে তাদের হারানো মুকুট। রেকর্ড ১৫তম বারের মত শিরোপাটা ঘরে তুলেছে তারা।
ম্যাচটা রিয়ালের জন্য ছিল প্রতিশোধের মঞ্চ। শেষ এল ক্লাসিকোতে ঘরের মাঠে রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা। অবশ্য মাঠে দেখা মিলেছে উল্টো চিত্রের। প্রতিশোধের জায়গায় রিয়ালকে আরও এক দুঃস্বপ্নের রাতই উপহার দিয়েছে বার্সেলোনা।
আরও পড়ুন
রিয়ালকে উড়িয়ে দেওয়া বার্সাকে নিয়ে গর্বিত ফ্লিক |
![]() |
যার দায়টা রিয়াল সমর্থকরা দিতে পারে জোড়া তালি দিয়ে চলা তাদের রক্ষণকে। লুকাস ভাসকেজ, চুয়েমেনি কিংবা রুডিগারদের একের পর এক ভুল রিয়ালকে বিপাকে ফেলেছে। বার্সেলোনার প্রেসিং আর হাই লাইন ডিফেন্সে আরও একবার খাবি খেয়েছে কার্লো আনচেলত্তির দল।
তারকা নির্ভর রিয়ালকে প্রথমআর্ধেই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে তারুণ্য নির্ভর বার্সেলোনা। এমন চিত্র রিয়াল সমর্থকদের জন্য বেশ হৃদয়বিদারকই। বলের দখল কিংবা সুযোগ তৈরি সব দিক থেকেই এগিয়ে ছিল কাতালান ক্লাবটি।
ম্যাচের প্রথম মিনিট থেকেই রিয়ালকে চেপে ধরে বার্সেলোনা। তবে চাপ সামলে ম্যাচের প্রথম গোলের দেখা পায় রিয়ালই। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। গেল এল ক্লাসিকোতে দুইবার গোল করলেও অফ সাইডে বাতিল হয়েছিল এমবাপের গোল। তবে এদিন আর বার্সেলোনা ডিফেন্ডাররা আটকাতে পারেননি এমবাপেকে।
প্রতিআক্রমণ থেকে ম্যাচের পাঁচ মিনিটের মাথায় রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। নিজেদের আর্ধ থেকে প্রায় একাই বার্সেলোনা ডিফেন্ডার খাবি খাইয়ে বল জালে জড়ান ফরাসি অধিনায়ক। এই একটা মুহূর্তই রিয়াল মাদ্রিদ সমর্থকরা প্রথমআর্ধে উদযাপনের সুযোগ পেয়েছিল। এরপরের গল্প পুরটাই বার্সেলোনার।
আরও পড়ুন
ফোরেন্তিনো পেরেজকে নকশীকাঁথা, জার্সি উপহার দিয়ে এলেন বাংলাদেশ সমর্থকেরা |
![]() |
যার শুরু ২২ মিনিটে লামিন ইয়ামালের হাত ধরে। এমবাপের করা চোখ ধাঁধানো গোলকে ভুলিয়ে দিতে ২০ মিনিটও সময় নেননি ১৭ বছর বয়সী এই তরুণ। রুডিগার, চুয়েমেনির মতো অভিজ্ঞ ডিফেন্ডার দর্শক বানিয়ে কোর্তোয়াকে ফাঁকি দিয়ে ডি বক্সের ভেতর থেকে আড়াআড়ি এক শটে বার্সাকে সমতায় ফেরান ইয়ামাল।
এই একটা গোল বদলে দেয় পুরো ম্যাচের চিত্র। এরপর রিয়ালকে নিয়ে রীতিমত ছেলেখেলায় মাতে বার্সেলোনা। ৩৬ মিনিটে ডি বক্সের ভেতর বল ক্লিয়ার করতে গিয়ে গাভিকে ফাউল করে বসেন রিয়াল মিডফিল্ডার কামাভিঙ্গা। ভিএআরের সাহয্য নিয়ে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে বার্সেলোনাকে এগিয়ে দেন রবার্ট লেভানডফস্কি। তিন মিনিটে বাদে বার্সেলোনা আবারও পায় গোলের দেখা। তিন নম্বর গোলটা আসে রাফিনিয়ার কাছ থেকে।
দুই রিয়াল ডিফেন্ডার লুকাস ভাস্কেজ ও চুয়েমেনির মাঝখানে বিরাট ফাঁকা জায়গা কাজে লাগাতে ভুল করেননি রাফিনিয়া। কুন্দের বাড়ানো বল থেকে জোরালো হেডে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। যোগ করা সময়ে আরও একবার গোলের দেখা মেলে বার্সেলোনার। এবার প্রতিআক্রমণে রাফিনিয়ার বাড়ানো বল থেকে ব্যবধান বাড়ান বালদে। তাতে প্রথমআর্ধেই ম্যাচ হেলে পড়ে বার্সেলোনার দিকে।
দ্বিতীয়ার্ধেও বার্সেলোনা শুরু করে একই তালে। বিরতি থেকে ফেরার তিন মিনিটের মাথায় মেলে গোলের দেখা। প্রতিআক্রমণ থেকে আরও একবার গোলের দেখা পান রাফিনিয়া। তবে ম্যাচ জমে উঠে ৫৭ মিনিটে সেজনির লাল কার্ডে। কিলিয়ান এমবাপেকে ডি বক্সের বাইরে ফাউল করে লাল কার্ড দেখেন বার্সা গোলকিপার। সেই ফাউল থেকে গোল করে রিয়ালের হয়ে ব্যবধান কমান রদ্রিগো।
আরও পড়ুন
ভিনিসিয়ুস হয়ে বাঁচা সহজ নয় : আনচেলত্তি |
![]() |
দশ জনের বার্সেলোনা অবশ্য এরপর আক্রমণের ধারা কমায়। তাতে গতি কমে খেলারও। রিয়ালের সামনে ম্যাচে ফেরার সুযোগ থাকলেও বার্সেলোনার দারুণ ডিফেন্ডিংয়ে সেটা আর হয়ে উঠেনি। বদলি হিসেবে নামা ইনাকি পেনিয়ার দারুণ কিছু সেইভে রিয়ালও আর পারেনি গোলের ব্যবধান কমাতে। তাতে ৫-২ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।
১৭ জুন ২০২৫, ২:৪১ পিএম
১৬ জুন ২০২৫, ৩:২৭ পিএম
৩২ দলের ক্লাব বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই আলোচনায় দর্শকদের কাছে এটির আবেদন নিয়ে। তবে একটা আশা ছিল যে বড় ও জনপ্রিয় দলগুলোর ম্যাচে দেখা মিলবে অধিক সংখ্যক সমর্থকদের। তবে চেলসির প্রথম ম্যাচের চিত্রটা ছিল একেবারেই ভিন্ন। এতে হতাশ কোচ এনজো মারেস্কা। তার মতে, অভিজ্ঞতাটা ভালো হয়নি তাদের।
যুক্তরাষ্ট্রের ক্লাব লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে আটলান্টায় মার্সেডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলের জয় পায় চেলসি। ম্যাচটি দেখতে ৭১ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে মাত্র ২২ হাজার ১৩৭ জন দর্শক উপস্থিত ছিলেন। অনেক অংশেই দেখা গেছে ১০০ জনেরও কম সমর্থক। বিশ্লেষকরা মনে করছেন, এই ম্যাচটা সাপ্তাহিক কাজের দিন সোমবার দিনের বেলায় হওয়ায় এমন দৃশ্য তৈরি হতে পারে।
আরও পড়ুন
ভিনিসিয়ুস বিরুদ্ধে বর্ণবাদী আচরণ : কারাদণ্ড পেলেন ৪ জন |
![]() |
আর ম্যাচ শেষে মারেস্কা প্রকাশ করেন হতাশা।
“বলতেই হবে পরিবেশটা আমাদের জন্য একটু অদ্ভুত ছল। স্টেডিয়ামটা প্রায় ফাঁকাই ছিল। আমরা পেশাদার, আমাদের যেকোনো পরিবেশে মানিয়ে নিতে হয়। তবে মানতেই হবে হবে, এটা স্বাভাবিক অভিজ্ঞতা ছিল না।”
এবারের ক্লাব বিশ্বকাপে দর্শকদের আগ্রহ নিয়ে নিয়ে প্রশ্ন ছিল একপম শুরু থেকেই। টিকিটের মূল্য কয়েক গুণ কমিয়ে সাধারণ প্রবেশ মূল্য ৫১ ডলার নির্ধারণ করা হলেও শেষ মুহূর্তে তাতেও আগ্রহ বাড়েনি দর্শকদের। অথচ আটলান্টায় শহরের এমএলএস ক্লাব আটলান্টা ইউনাইটেডের প্রতি ম্যাচে গড়ে প্রায় ৪৭ হাজার দর্শক স্টেড়িয়ামে উপস্থিত হন। এটাই বলে দিচ্ছে, ক্লাব বিশ্বকাপ নিয়ে এখনও যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীদের মাঝে তেমন আগ্রহ তৈরি হয়নি।
ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা ক্রিস্তিয়ানো রোনালদো বরাবরই শান্তির পক্ষে বার্তা দিয়ে আসছেন৷ অংশ নিয়েছেন বিভিন্ন চ্যারিটি কার্যক্রমেও। তারই ধারায় সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তির বার্তা দিয়ে একটি বিশেষ উপহার দিয়েছেন পর্তুগাল কিংবদন্তি। আর সেটা হাতে পেয়ে তাকে প্রশংসায় ভাসিয়েছেন ট্রাম্প।
চলতি সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প যখন কানাডার ক্যালগেরি শহরে পৌঁছান জিসেভেন নেতাদের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য, তখন তার হাতে রোনালদোর সাক্ষরিত পর্তুগালের জার্সি তুলে দেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। তিনি ট্রাম্পকে জানান, জার্সিতে একটি বিশেষ বার্তা রয়েছে। এরপর বার্তাটি ট্রাম্পকে পড়ে শোনানো হয়,
“প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য উপহার, শান্তির জন্য খেলছি, সিআর৭।”
বার্তাটি শুনে ট্রাম্প বলেন, “দুর্দান্ত, আমি এটাই পছন্দ করি। শান্তির জন্য খেলা।
”জার্সিটি উঁচিয়ে ধরে ট্রাম্প আরও বলেন,“তারা বলে যে তিনিই সর্বকালের সেরা।”
ট্রাম্পকে পাঠানো রোনালদোর স্বাক্ষরিত জার্সি গ্রহণের মুহূর্তের ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন মার্গো মার্টিন, যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ সহকারী ও যোগাযোগ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ ও হুমকির ঘটনায় বড় শাস্তিই পেলেন অভিযুক্ত ব্যক্তিরা। স্পেনের একটি আদালত এসব ঘটনায় চার ব্যক্তিকে ১৪ থেকে ২২ মাস পর্যন্ত কারাদণ্ড ও আর্থিক জরিমানাও দিয়েছে।
আলোচিত ঘটনাটি ঘটে ২০২৩ সালের জানুয়ারিতে কোপা দেল রে-তে ম্যাচে রিয়াল ও আতলেতিকো মাদ্রিদের ম্যাচের আগে। রিয়াল মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ডের বাইরে ভিনিসিয়ুসের নামে একটি রিয়াল মাদ্রিদের জার্সি পরা একটি পুতুলকে একটি সেতুর সঙ্গে ঝুলিয়ে দেন একদল আতলেতিকো সমর্থক। সেই পুতুলের পাশে লেখা হয়, “মাদ্রিদ ভিনিসিয়ুসকে ঘৃণা করে।”
আরও পড়ুন
রোনালদোর জার্সি উপহার, ট্রাম্প বললেন ‘সর্বকালের সেরা’ |
![]() |
এই ঘটনার প্রেক্ষিতে লা লিগার পক্ষ থেকে অভিযোগ দায়েরের পর তদন্ত শেষে চার জনকে গ্রেফতার করে স্প্যানিশ পুলিশ। সোমবার মাদ্রিদের একটি আদালত এই মামলার রায় ঘোষণা করে।
এরপর লা লিগা এক বিবৃতিতে জানায়,
“একজন অভিযুক্ত ব্যক্তিকে ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে ঘৃণামূলক আচরণের অপরাধে, আর অতিরিক্ত ৭ মাস হুমকির অপরাধে। তিনি এই ঘটনার ছবি অনলাইনে ছড়িয়ে দিয়েছেন, যার ফলে এই ঘটনার প্রভাব আরও বেড়ে যায়।”
বাকি তিন অভিযুক্তদের প্রত্যেকেই ৭ মাস বর্ণবাদের ঘৃণামূলক অপরাধে ও ৭ মাস হুমকির দায়ে কারাদণ্ড পেয়েছেন। সব অভিযুক্তই ভিনিসিয়ুস, রিয়াল মাদ্রিদ, লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে লিখিতভাবে ক্ষমা চেয়ে চিঠি দিয়েছেন, যার ফলে তাদের শাস্তি কিছুটা কমেছে।
কারাদণ্ড ছাড়াও তাদের বিরুদ্ধে রাখা হয়েছে অতিরিক্ত শাস্তিমূলক পদক্ষেপ। নিচে তা তুলে ধরা হল :
১. প্রথম অভিযুক্ত ব্যক্তিকে ১ হাজার ৮৪ ইউরো এবং অন্য তিনজনকে ৭২০ ইউরো জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন
সিটিতে যোগ দিয়ে ব্যালন ডি'অরের স্বপ্ন দেখছেন শেরকি |
![]() |
২. চার জনকেই ভিনিসিয়ুস, তার বাসস্থান অথবা রিয়াল মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ডের (ভালদেবাবাস) ১,০০০ মিটারের মধ্যে যেতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
৩. লা লিগা বা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আওতাভুক্ত যে কোনো ম্যাচের ৪ ঘণ্টা আগে থেকে ম্যাচ শেষের ৪ ঘণ্টা পর পর্যন্ত কোনো স্টেডিয়ামে প্রবেশে তাদের নিষিদ্ধ করা হয়েছে।
৪. অভিযুক্তদের ভিনিসিয়ুসের সাথে যেকোনোভাবে যোগাযোগ করা নিষিদ্ধ।
শাস্তির এই শর্তগুলো কারাদণ্ড শেষ হওয়ার চার বছর পর্যন্ত বহাল থাকবে।
ফরাসি ফুটবলে নিজের প্রতিভার জানান দিয়ে নাম লিখিয়েছেন ম্যানচেস্টার সিটিতে। পেপ গার্দিওলার দলে যোগ দিয়ে বড় স্বপ্নই দেখছেন ফ্রান্সের উদীয়মান মিডফিল্ডার রায়ান শেরকি। তার বিশ্বাস, সিটির জার্সিতেই পূরণ হবে তার ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন।
২১ বছর বয়সী শেরকি সম্প্রতি ফরাসি ক্লাব লিওঁ থেকে ৩৬.৬ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফিতে যোগ দিয়েছেন সিটিতে। স্বপ্নের মত কাটানো গত মৌসুমে তিনি জিতেছেন ইউরোপা লিগের মৌসুম সেরা উদীয়মান ফুটবলারের খেতাব। জায়গা করে নেন ইউরোপা লিগের মৌসুমের সেরা একাদশেও। ছিলেন লিগ ওয়ানের শীর্ষ অ্যাসিস্ট করা খেলোয়াড়।
আরও পড়ুন
৫৮ বছর বয়সে ফুটবল মাঠে দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের কাজুয়োশির |
![]() |
বর্তমানে ক্লাব বিশ্বকাপ খেলতে সিটির সাথে ফ্লোরিডায় অবস্থান করছেন শেরকি। সেখানে এক সংবাদ সম্মেলনে শোনান ব্যালন ডি’অর জয়ের আশার কথা। “আপনি যদি রদ্রিকে দেখেন, সে এখানে খেলেই কিন্তু ব্যালন ডি’অর জিতেছে। তাই এটা তো পরিষ্কার যে, ম্যানচেস্টার সিটিতে খেলে এটা সম্ভব। আমি এখানে এসেছি জেতার জন্যই। আর আমি জানি ক্লাবও সবকিছু জিততে চায়। তাই এটাই আমার জন্য সবচেয়ে ভালো সুযোগ।”
গত মৌসুমে লিওঁর হয়ে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েই মূলত সিটি সহ অন্যান্য শীর্ষ ক্লাবের নজরে আসেন শেরকি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে গোল করেন ১২টি, আর অ্যাসিস্ট ২০টি।
আর এই কারণেই শেরকিকে বর্তমানে বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভাবনাময় তরুণ হিসেবে ধরা হচ্ছে। চলতি মাসেই স্পেনের বিপক্ষে হয়েছে ফ্রান্স জাতীয় দলের অভিষেক। আর সিটির হয়ে অভিষেক হয়ে যেতে পারে আগামী বুধবার ফিলাডেলফিয়ায় মরক্কোর ক্লাব উইদাদ এসির বিপক্ষে ক্লাব বিশ্বকাপের ম্যাচ দিয়ে।
পেশাদার ক্যারিয়ারের যে বয়স, সেই বয়সে অনেকেই চলে যান অবসরে। তবে জাপানের কিংবদন্তি ফুটবলার কাজুয়োশি 'কিং কাজু' মিওরা ৫৮ বছরেও যেন থামবার পাত্র নন। ৫৮ বছর বয়সে চোট কাটিয়ে ফিরেছেন পেশাদার ক্যারিয়ারের ৪০তম মৌসুমে।
সম্প্রতি আতলেতিকো সুজুকার হয়ে ওয়াইএসসিসি ইয়োকোহামার বিপক্ষে জাপান ফুটবল লিগ (চতুর্থ স্তর) ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে এই মৌসুমে প্রথমবার খেলেন কাজুয়োশি। ম্যাচের শেষের দিকে বদলি খেলোয়াড় হিসেবে নামেন তিনি। তার দল জেতে ২-১ গোলে।
২০২৪ সালের জুনে ১৮ মাসের ধারের চুক্তিতে সুজুকায় যোগ দেন কাজুয়োশি। তবে জানুয়ারিতে পাওয়া চোটের কারণে এই মৌসুমে গত সপ্তাহের আগ পর্যন্ত মাঠে নামতে পারেননি অভিজ্ঞ এই ফুটবলার। গত রবিবারের ম্যাচে অবশেষে হয়েছে তার প্রত্যাবর্তন।
আরও পড়ুন
গাড়ি বিক্রেতা-ছাত্র-শিক্ষকদের নিয়ে গড়া অকল্যান্ডের অদ্ভুত ক্লাব বিশ্বকাপ যাত্রা |
![]() |
ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কাজুয়োশি বলেন,
“আমি আবারও মাঠে নিজের সেরাটা দেখাতে চাই। সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যাদের সহায়তা পেয়ে আমি আবার ফিরতে পেরেছি। এখন এই জায়গা থেকে আমি আরও গতি বাড়াতে চাই।”
কাজুয়োশি সেই ১৯৮৬ সালে ব্রাজিলের সান্তোস ক্লাবের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। ১৯৯৩ ও ১৯৯৪ সালে জাপানের ভার্দি কাওয়াসাকির হয়ে জিতেছেন টানা দুটি জে-লিগ শিরোপা। লম্বা এক ক্যারিয়ারে খেলেছেন ব্রাজিল, ইতালি, ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া ও পর্তুগালের বিভিন্ন ক্লাবে। আর জাপান জাতীয় দলের হয়ে ৮৯ ম্যাচে করেছেন ৫৫ গোল।
৩ দিন আগে
৬ দিন আগে
১৬ দিন আগে
১৬ দিন আগে
১৬ দিন আগে
১৭ দিন আগে
১৭ দিন আগে
২১ দিন আগে
২৩ দিন আগে
২৮ দিন আগে
২৯ দিন আগে
৩০ দিন আগে
৩০ দিন আগে