
ফ্রি কিকে গোল করাটা যেন রুটিনই বানিয়ে ফেলেছেন লিওনেল মেসি। কলম্বাস ক্রু’র সাথে ইন্টার মায়ামির জার্সিতে ফ্রি কিক থেকে দারুণ এক গোল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তাতে ডেভিড বেকহামকে টপকে মেসি ঢুকে গেছেন ফ্রি কিক থেকে সেরা তিন গোলদাতার লিস্টে।
এখন পর্যন্ত ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মেসি ফ্রি কিক থেকে গোল করেছেন ৬৬টি। যার মধ্যে ৫৫ টি গোল মেসি করেছেন ক্লাবের জার্সিতে। বাকি ১১ গোল করেছেন আর্জেন্টিনার জার্সি গায়ে। গড় হিসাব টানলে প্রতি ১৬ ম্যাচ অন্তর অন্তর ফ্রি কিক থেকে একটি করে গোলের দেখা পেয়েছেন এলএমটেন।
অবশ্য ফ্রি কিকে সেরা গোলদাতার তিনে ঢুকলেও সর্বোচ্চ ফ্রি কিক গোলদাতা হওয়ার রাস্তাটা মেসির জন্য কঠিনই বটে। এই তালিকায় সবার ওপরে আছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার জুরিনিও পারনামবুকানো। মাঠের যে পাশেই হোক না কেন, ফ্রি কিক থেকে জালটা খুঁজে নিতে পটু ছিলেন জুরিনিও। সব মিলিয়ে নিজের ক্যারিয়ারে ৭৭ বার ফ্রি কিক থেকে গোল করেছিলেন তিনি।
তালিকার দুই নম্বরে আছেন আরেক ব্রাজিলিয়ান পেলে। রেকর্ড বলছে সব মিলিয়ে ফ্রি কিক থেকে ৭০ বার বল জালে জড়িয়েছেন পেলে। আর পরের তিনজনের গোল সংখ্যাই সমান ৬৬। যেখানে লিওনেল মেসির সাথে আছেন আর্জেন্টাইন মিডফিল্ডার ভিক্তর লেগরোতাইয়ে ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোনালদিনিয়ো।
এই তালিকায় ক্রিস্তিয়ানো রোনালদো আছেন পাঁচ নম্বরে। পর্তুগিজ অধিনায়কের গোল সংখ্যা ৬৪টি। বছর পাঁচেক আগেও ফ্রি কিকে মেসি থেকে বেশ এগিয়ে ছিলেন রোনালদো, তবে বয়সের সাথে সাথে ফ্রি কিকে গোলের করাটাও যেন সহজ কাজই বানিয়ে ফেলেছেন মেসি।
যেভাবে ছুটছেন তাতে সর্বোচ্চ ফ্রি কিকের রেকর্ডটাও নিজের করে নেওয়ার সুযোগ আছে মেসির সামনে। তবে এক্ষেত্রে মেসির জন্য সবচেয়ে বড় বাধা তার বয়স। এরই মধ্যে ৩৭ এ পা দিয়েছেন, জুরিনিয়োকে ছুঁতে আর ১১ টি ফ্রি কিক গোল মেসিকে করতে হবে। অসম্ভব মনে হলেও মেসি বলে হয়তা সেই আশা করতেই পারেন তার ভক্ত সমর্থকরা।
No posts available.
৪ নভেম্বর ২০২৫, ৭:৩৪ পিএম
৪ নভেম্বর ২০২৫, ৬:০৬ পিএম

অবসর ভেঙে জাতীয় দলে ফেরাটা সুখকর কিছু হয়নি ভারতীয় কিংবদন্তী ফুটবলার সুনীল ছেত্রীর জন্য। দুই ম্যাচ বাকি থাকতে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে বিদায় নিয়েছে তাঁর দল। যে কারণে বাংলাদেশের বিপক্ষে ১৮ নভেম্বর নিয়মরক্ষার ম্যাচ খেলতে ছেত্রী আসবেন না। এমন খবরই প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পাওয়ার কিছু নেই ভারতের। তবে লাল সবুজের বিপক্ষে মর্যাদার লড়াইয়ে হারতে চায় না প্রতিবেশি দেশটি। সে কারণেই শক্তিশালী স্কোয়াড নিয়ে বাংলাদেশে আসার ইঙ্গিত দেন দলটির হেড কোচ খালিদ জামিল। কেননা একই সময়ে তাদের অনূর্ধ্ব-২৩ দলের খেলা রয়েছে। যে কারণে নতুন খেলোয়াড় নিয়ে বাংলাদেশের আসার সম্ভাবনাও ক্ষীণ। শেষ পর্যন্ত খালিদ জামিলের সিদ্ধান্ত কেমন হয় সেটিই দেখার অপেক্ষা।
সিদ্ধান্ত আসার অপেক্ষা সুনীল ছেত্রীর কাছ থেকেও। কেননা গত মার্চে তিনি অবসর ভেঙে দলে ফিরেছিলেন কেবল এএফসি বাছাইয়ে ভারতে সম্ভাবনার দুয়ার খুলে দিতে। সেটি হয়নি। যে কারণে ভারতীয় ফুটবলে নিজের জায়গা ছেড়ে দিতে পারেন আন্তর্জাতিক ক্যারিয়ারে ৯৫ গোল করা ছেত্রী।
ভারতীয় মিডিয়ার গুঞ্জন- নিজের জায়গায় ভবিষ্যতের জন্য ফুটবলার খোজার পক্ষে ছেত্রী। এই পরামর্শ তিনি খালিদ জামিলকে দেবেন বলেও শোনা যায়। বর্তমানে সুপার কাপের ম্যাচ খেলা নিয়ে ব্যস্ত ৪১ বছর বয়সি ফুটবলার।

আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। পল্টনের জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি গড়াবে রাত ৮ টায়। আগামীকাল থেকে অনলাইন প্লাটফর্ম কুইকেটে পাওয়া যাবে এই ম্যাচের টিকিট। দুপুরে ২টা থেকে কুইকেটের ওয়েবসাইটে গিয়ে টিকিট সংগ্রহ করতে পারবেন সমর্থকেরা।
আজ মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের ফেসবুক পেজে পোস্ট করে এই তথ্য দিয়েছে। সাধারণ দর্শকদের জন্য টিকেটের দাম রাখা হয়েছে ৩০০ টাকা। ভিআইপি টিকিটের জন্য (ক্লাব হাউস ২) গুনতে হবে ১০০০ টাকা।
এই ম্যাচের পর এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে ১৮ নভেম্বর মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচে টিকিট নিয়ে এখনো কিছু জানায়নি ফেডারেশন।
এর আগে ঘরের মাঠে হংকং, চায়নার বিপক্ষে বাংলাদেশের ম্যাচের টিকিট বিক্রি করেছিল কুইকেট।

ঘরের মাঠে নেপাল ও ভারতের বিপক্ষে দুই ম্যাচের জন্য ২৬ জনের স্কোয়াড কোচ হাভিয়ের কাবরেরার। সেখানে বসুন্ধরা কিংসের ফুটবলার আছেন ১০ জন। তবে এই তালিকায় নেই কিউবা মিচেলের নাম। আরও একবার তাঁকে বিবেচনায় রাখেননি বাংলাদেশের স্প্যানিশ কোচ।
গত বৃহস্পতিবার জাতীয় দলের ক্যাম্প শুরুর পর আজ দেশে আসেন কাবরেরা। প্রথম দিনই দলকে অনুশীলন করিয়েছেন; তার আগে এসেছেন সাংবাদিকদের সামনে মিডিয়া সেশনে। সেখানেই ওঠে কিউবার প্রসঙ্গ। ইংল্যান্ড প্রবাসী ফুটবলারকে নিয়ে কোচের ভাষ্য,
‘একসঙ্গে খুব বেশি খেলোয়াড় নিলে প্রশিক্ষণের মান কমে যায়। ২৫-২৭ জনের বেশি হলে ট্রেনিংয়ের গুণগত মান ধরে রাখা যায় না। তাঁর মধ্যে প্রতিভা আছে, ভবিষ্যতে সে অবশ্যই জাতীয় দলে সুযোগ পাবে। তবে এখনই সে প্রস্তুত নয়।’
ভারত ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। বেশ কিছু কারণে তেমনটা হয়নি। যে কারণে অনেকটা বাধ্য হয়ে নেপালের বিপক্ষে ম্যাচ খেলার ব্যবস্থা করে বাফুফে। যাদের বিপক্ষে গত সেপ্টেম্বরেও ম্যাচ খেলে আসেন জামাল ভূইয়ারা। দুই ম্যাচের প্রীতি সিরিজের প্রথমটিতে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। এরপর ৯ তারিখের ম্যাচটি মাঠে গড়ায়নি দেশটির রাজনৈতিক অস্থিরতার কারণে।
এবার নেপালকে চ্যালেঞ্জিং প্রতিপক্ষ মনে করছেন কোচ কাবরেরা। দলটির সাম্প্রতিক পারফরম্যান্স সম্পর্কে কাবরেরা বলেন,
‘তারা শক্ত প্রতিপক্ষদের বিপক্ষেও ভালো লড়াই করছে। সেপ্টেম্বরে নেপালে গিয়ে খেলার অভিজ্ঞতা আছে আমাদের। আফগানিস্তানের সঙ্গে খেলার পরিকল্পনা ছিল, তবে কিছু কারণে তা হয়নি। তাই নেপালের ম্যাচ আমাদের জন্য ভালো চ্যালেঞ্জ।’
নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ছাড়া বাংলাদেশের এএফসি এশিয়ান কাপে ম্যাচ আছে ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে। নেপালিদের বিপক্ষে জয়ের পর ওই দুই ম্যাচেও জয় চান কাবরেরা,
‘লক্ষ্য খুব পরিষ্কার— নেপালের বিপক্ষে জিততে চাই। এরপর ভারতকে এবং সিঙ্গাপুরকে হারানোই মূল উদ্দেশ্য।’

নেপাল ও ভারতের বিপক্ষে দুই ম্যাচ সামনে রেখে জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয় গত বৃহস্পতিবার থেকে। সহকারী কোচ হাসান আল মামুনের নেতৃত্বে শুক্রবার মাঠের প্রস্তুতিতে নামেন জামাল ভূইয়ারা। ক্যাম্প শুরুর পাঁচ দিন পর আজ মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেন হেড কোচ হাভিয়ের কাবরেরা।
ঢাকায় নেমেই আজ দলের অনুশীলন সেশনে ছিলেন কাবরেরা। তার আগে মিডিয়া সেশনে এসেছিলেন স্প্যানিশ কোচ। প্রত্যাশিতভাবে কাবরেরার কাছে জানতে চাওয়া হয়- ক্যাম্প শুরুর আগে কেন ফুল স্কোয়াড ঘোষণা করা হল না। এমন প্রশ্নে দ্বায় বাফুফের কোর্টে ঠেলে দিলেন তিনি। জাতীয় স্টেডিয়ামে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাবরেরা বলেন,
‘আমার মনে হয় এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি যথারীতি ক্যাম্পের আগে তালিকা দিই। তাই আমি জানি না… আপনারা সাদমানের (বাফুফের মিডিয়া ম্যানেজার, সাদমান সাকিব) সঙ্গে কথা বলতে পারেন।’
এবারই নয়, এর আগেও বেশ কয়েকবার ক্যাম্পের আগে দেওয়া হয়নি স্কোয়াড লিস্ট। সেটি কোচের নির্দেশে কিনা জানতে চাইলে আবারও নিজের জায়গায় অটল থাকেন কাবরেরা,
‘না, না, এটা কোচদের নির্দেশ নয়। আমি সবসময় ক্যাম্পের আগে তালিকা দিয়ে থাকি, সবসময়।’
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার সাদমান সাকিবে বলেছেন, 'এখন পর্যন্ত মিডিয়া বিভাগের হাতে জাতীয় দলের তালিকা আসেনি।’
বাংলাদেশ ফুটবল ফেডারেশন স্কোয়াড না দিলেও বিভিন্ন মাধ্যমে স্কোয়াডের পূর্ণাঙ্গ তালিকা দেখা গেছে। ক্যাম্পে এই মুহূর্তে ১৪জন ফুটবলার নিয়ে অনুশীলন হচ্ছে। কাবরেরাই জানান বসুন্ধরা কিংস তাদের খেলোয়াড় ছাড়বে আগামী ৭ নভেম্বর। তবে ক্লাবটির এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন তিনি, ‘তাদের সিদ্ধান্তে আমার সম্মান আছে। ৭ তারিখের পর আমরা ২৪ জন নিয়ে অনুশীলন করতে পারব। আর হামজা খুব সম্ভবত ১০ তারিখ আসবে।
আগামী ১৩ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে বাংলাদেশকে মোকাবিলা করবে নেপাল। ১৮ তারিখ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবেন জামাল ভূইয়ারা।

ফুটবল মাঠে মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো ইউরোপিয়ান ফুটবল। ম্যাচ চলাকালে মাঠেই সাইডলাইনের পাশে হার্ট অ্যাটাক করে প্রাণ হারালেন সার্বিয়ার শীর্ষ লিগের দল এফকে রাদনিকি ১৯২৩ ক্লাবের কোচ ম্লাদেন জিজোভিচ।
সোমবার এফকে ম্লাদস্ত লুকানির বিপক্ষে ছিল এফকে রাদনিকির ম্যাচ। খেলা চলাকালে ২২তম মিনিটে হঠাৎ সাইডলাইনে লুটিয়ে পড়েন জিজোভিচ। প্রাথমিক শুশ্রূষা দেওয়ার পর কালক্ষেপণ না করে তাকে নেওয়া হয় হাসপাতালে।
কিন্তু সেখানে নিয়ে বাঁচানো যায়নি কোচকে। তখনও মাঠে চলছিল খেলা। কিন্তু ৪১তম মিনিটে কোচের মৃত্যুর খবর এলে নিস্তব্ধতা নেমে আসে মাঠে। স্থগিত ঘোষণা করা হয় ম্যাচ। তখনও ২-০ গোলে এগিয়ে ছিল জিজোভিচের দল।
পূর্ব ইউরোপে সাফল্যময় সময় কাটিয়ে সপ্তাহ দুয়েক আগে এফকে রাদনিকির দায়িত্ব নিয়েছিলেন ৪৪ বছর বয়সী জিজোভিচ। গত মৌসুমে তার কোচিংয়ে ইউয়েফা কনফারেন্স লিগে শেষ ১৬তে পৌঁছায় বসনিয়া ও হার্জেগোভিনার ক্লাব এফকে বোরাক।