
সেল্টা ভিগোর বিপক্ষে জয়ের ম্যাচে বার্সেলোনার জন্য বড় দুঃসংবাদ হয়ে আসে রবার্ট লেভানদভস্কির চোট। যেভাবে মাঠ ছেড়েছেন, তাতে মনে হচ্ছিল গুরুতর চোটই পেয়েছেন পোলিশ স্ট্রাইকার। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোও দিচ্ছে একই আভাস। সেখানে বলা হচ্ছে, সহসাই তার মাঠে ফেরার সম্ভাবনা কমই।
শনিবার লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ৪-৩ গোলে জয়ের ম্যাচে শুরুর একাদশেই ছিলেন লেভানদভস্কি। ৭৮তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন সাবেক বায়ার্ন মিউনিখ তারকা।
আরও পড়ুন
| ৭ গোলের থ্রিলারে জিতে উচ্ছ্বসিত বার্সেলোনা কোচ |
|
স্পেনের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, প্রাথমিকভাবে যে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, সেখানে ধারণা করা হ্যামস্ট্রিংয়ে স্ট্রেনের কারণে হচ্ছে কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ মিস করবেন লেভানদভস্কি।
ফলে আগামী ২৬ এপ্রিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রে ফাইনালে লেভানদভস্কির খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শুধু তাই নয়, ঝুঁকিতে পড়ে গেছে ইন্তার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দুটি ম্যাচও।
ডায়ারিও এএসের সাংবাদিক জাভি মিগুয়েল তো আগ বাড়িয়ে এও বলেছেন, ইন্তারের বিপক্ষে সেমিফাইনালের এক লেগ খেলাও হয়ত সম্ভব হবে না লেভানদভস্কির।
শেষ পর্যন্ত যদি লেভানদভস্কি ছিটকে যান কয়েক সপ্তাহের জন্য, তাহলে সেটা হবে বার্সেলোনার জন্য বড় ধাক্কা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ গোল করে এই মৌসুমে কাতালান ক্লাবটির সর্বোচ্চ গোলস্কোরার তিনিই। ফলে মহাগুরুত্বপূর্ণ তিন ম্যাচে তিনি না খেললে হান্সি ফ্লিকের কপালে ভাজ বাড়বে অনেকটাই।
আরও পড়ুন
| রিয়াল অধ্যায় শেষে সেই ব্রাজিলই হচ্ছে আনচেলত্তির গন্তব্য? |
|
যদিও সেল্টা ম্যাচের পর বার্সেলোনা কোচ বলেন ইতিবাচক কথাই।
“লেভানদভস্কির আগামীকাল এমআরআই করা হবে। ফলাফলের জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে, আমরা তার চোটের ব্যাপার আরও জানতে পারব।”
No posts available.
৮ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ এম
৮ জানুয়ারি ২০২৬, ৯:১৭ এম

মাঠে না খেললেও বাংলাদেশের ফুটবলে খুবই পরিচিত মুখ মো. আতাউর রহমান (আতা ভাই)। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্তঃপ্রাণ সমর্থক সেই আতা আর নেই। বুধবার রাতে তিনি ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর জামাতা মিতুল।
মিতুল বলেন, 'গতরাত আনুমানিক ১১টার সময় উনি আমাদের ছেড়ে চলে যান। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। কাল হাসপাতালে নেওয়ার পর কিংবা নেওয়ার পথেই উনি ইন্তেকাল করেন।' মৃত্যুকালে এক মেয়ে আছরা, দুই নাতনিকে রেখে গেছেন আতা।
ঘরোয়া ফুটবল লিগে একটা সময় মোহামেডান ২২ বছর ধরে চ্যাম্পিয়ন হতে পারেনি। এতে অনেক সমর্থক মুখ ফিরিয়ে নিলেও আতা ছিলেন ব্যতিক্রম। মোহামেডানের ম্যাচে জাতীয় স্টেডিয়ামে তিনি সব সময় থাকতেন। বয়সের ভারে নুয়ে পড়লেও মোহামেডানের গ্যালারিতে তরুণদের মতো চিৎকার করতেন।
ফুটবল ছাড়াও মোহামেডানের হকি, ক্রিকেট ম্যাচও উপস্থিত নিয়মিত থাকতেন আতা। তবে ফুটবলই ছিল তার গভীর ভালোবাসা। আতার জীবন বলতেই ছিল মোহামেডান। খেলার দিন থাকতেন স্টেডিয়ামের গ্যালারিতে, অন্য দিনগুলোতে ক্লাব প্রাঙ্গণে।
বছর চারেক জাতীয় স্টেডিয়াম সংস্কার হওয়ায় খেলা ঢাকার বাইরে হচ্ছে। আবার আতার শরীরও দিনকে দিন নাজুক হয়ে পড়ে। মাঠে না আসতে পারলেও মোহামেডানের খোঁজ-খবর রাখতেন সব সময়। আবার মোহামেডানের সমর্থকরাও তার বাসায় গিয়ে দেখে আসতেন।
সবার প্রিয় আতা ভাই এর প্রয়াণে মোহামেডানসহ ফুটবলাঙ্গনে গভীর শোক চলছে। আজ বৃহস্পতিবার বাদ জোহর তার নামাজে জানাজা হবে টিকাটুলি মসজিদের প্রাঙ্গণে।

কোচ পরিবর্তনেও ভাগ্য সুপ্রসন্ন হল না চেলসির। ফুলহামের কাছে হেরে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচে জয়হীন থাকল পশ্চিম লন্ডনের ক্লাবটি।
ফুলহামের ঘরের মাঠ ক্র্যাভেন কটেজে বুধবার রাতে লন্ডন ডার্বিতে চেলসির হার ২-১ গোলের।
রসেনিয়র দায়িত্ব নেওয়ার আগেই ম্যাচটি হওয়ায় দলের ডাগআউটে ছিলেন অন্তর্বর্তীকালীন কোচ ক্যালাম ম্যাকফারলেন। গ্যালারিতে বসেই চেলসির হার দেখেছেন নতুন কোচ লিয়াম রসেনিয়র।
ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় চেলসি। ২২ মিনিটে হ্যারি উইলসনকে ফেলে দেওয়ায় সরাসরি লাল কার্ড দেখেন মার্ক কুকুরেয়া। এতে ১০ জনের দলে পরিণত হয় অতিথিরা। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে চেলসির অষ্টম লাল কার্ড এটি।
আরও পড়ুন
| রেকর্ড গড়ে সুপার কাপ ফাইনালে বার্সেলোনা |
|
দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে রাউল হিমেনেজের হেডে এগিয়ে যায় ফুলহাম। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা।
৭২ মিনিটে কর্নার থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে কাছ থেকে গোল করে কিছুটা স্বস্তি ফেরান লিয়াম ডেলাপ।
ম্যাচের শেষ ভাগে আবার হতাশা নামে চেলসি শিবিরে। ৮১ মিনিটে বক্সের ভেতর থেকে হাফ-ভলিতে গোল করেন হ্যারি উইলসন। সেটিই শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।
এই হারে প্রিমিয়ার লিগে অষ্টম স্থানে নেমে গেল চেলসি। ২১ ম্যাচে তাঁদের পয়েন্ট ৩১, সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে গোলব্যাবধানে টেবিলের ৯ নম্বরে ফুলহাম।
সবার ওপরে আর্সেনাল। গানারদের ঝুলিতে ৪৮ পয়েন্ট। দুই ও তিনে থাকা ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের পয়েন্ট সমান ৪৩ করে। তবে এই দুই দল আর্সেনালের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে।

রেকর্ড গড়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। বুধবার রাতে স্প্যানিশ সুপার কাপের ইতিহাসে প্রথম দল হিসেবে সেমিফাইনালের প্রথমার্ধেই চার গোল করার রেকর্ড গড়েছে কাতালান ক্লাবটি।
সৌদি আরবের জেদ্দায় সেমিফাইনালে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ৫-০ গোলে জিতেছে বার্সেলোনা। জোড়া গোল করে জয়ের বড় কারিগর রাফিনহা। একটি করে গোল করেন ফেরান তোরেস, ফেরমিন লোপেজ, রুনি বার্দজি।
কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় বার্সেলোনা। ২২ মিনিটে কাছ থেকে বল জালে পাঠিয়ে দলের হয়ে গোলের সূচনা করেন ফেরান তোরেস। ৩০ মিনিটে ফেরমিন লোপেজের শক্তিশালী শটে ব্যবধান বাড়ায় বার্সা।
আরও পড়ুন
| বার্সেলোনার মুখোমুখির আগেই আত্মসমর্পন আথলেটিক কোচের |
|
এরপর ৩৪ মিনিটে রুনি বার্দজির শট অ্যাথলেটিক গোলকিপার উনাই সিমনের হাত ফসকে জালে ঢুকে পড়ে। ৩৮ মিনিটে রাফিনহার বা পায়ের জোরালো শটে চতুর্থ গোল হজম করে অ্যাথলেটিক।
বিরতির পরও আক্রমণাত্মক খেলা চালিয়ে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধ শুরুর ৭ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৫-০ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা।
এরপর আর কোনো গোল না হলেও পুরো ম্যাচে নিয়ন্ত্রণে ছিল বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি হানসি ফ্লিকের দলের টানা নবম জয়।
ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ হবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের মধ্যে সেমিফাইনালে জয়ী দল। ফাইনালে ওঠার লড়াইয়ে বৃহস্পতিবার মুখোমুখি হবে মাদ্রিদের দুই ক্লাব।
আগামী রোববার সৌদি আরবের জেদ্দায় হবে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল। সৌদি আরব ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের চুক্তি অনুযায়ী ২০২৯ সাল পর্যন্ত সৌদিতে সুপার কাপের আয়োজন হবে।

গত বছর বয়সভিত্তিক পর্যায়ের (অনূর্ধ্ব-১৭) সাফে ভাল খেলে নজরে আসেন আলপি আক্তার। এবার নারী লিগে ঠাই পেয়েছেন তারকাসমৃদ্ধ দল রাজশাহী স্টার্সে। বুধবার দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে ক্লাবের আস্থার প্রতিদান দিলেন তরুণ এই ফরোয়ার্ড।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেএসপির বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচে হ্যাটট্রিক করেছেন আলপি। অথচ এই দলেই খেলেন ঋতুপর্ণা চাকমা, স্বপ্না রানী, শিউলি আজিমের মতো ফুটবলার।
এছাড়া রাজশাহী স্টার্স নেপাল থেকেও উড়িয়ে এনেছে দুজন তারকা ফুটবলারকে (ফরোয়ার্ড দিপা শাহী ও ডিফেন্ডার বিমলা)। এত এত তারকার ভিড়েও আলোটা নিজের দিকে কেড়ে নিলেন আলপি।
সিনিয়রদের সামনে পারফর্ম করতে পেরে আরও বেশি তৃপ্ত আলপি বলেন, 'আমি যেহেতু বয়সভিত্তিকে খেলি এবং এবার এক দলে শিউলি আপু, ঋতু আপুদের (ঋতুপর্ণা চাকমা) সঙ্গে খেলছি, আশা ছিল ওনাদের সামনে ভাল কিছু করব। সেই আশা এবারই প্রথম পূর্ণ হলো ক্লাব ফুটবলে। অনেক ভাল লাগছে তাঁদের সঙ্গে খেলতে পেরে এবং গোল করতে পেরে।'
রাজশাহী স্টার্সের কোচ মাহমুদা শরীফা অদিতি। এর আগে ছিলেন বসুন্ধরা কিংস নারী দলের কোচ। আলপির পারফরম্যান্স তাঁকে অবাক করেনি, বরং তিনি মনে করেন এমনটাই তাঁর কাছ থেকে আশা করেছিলেন। খেলা শেষে অদিতি বলেন, 'ওর (আলপি) মধ্যে সম্ভাবনা আছে বলেই কিন্তু মূল একাদশে খেলছে। যদিও একটা নিয়ম আছে বয়সভিত্তিকের দুজন খেলানোর। তবে ওকে আমি যে দায়িত্ব দিয়েছি সেটা মাঠে পালন করেছে, যে কারণে হ্যাটট্রিক পেল আজ (বুধবার)।'
রাজশাহী স্টার্সের পরের ম্যাচ আগামী শনিবার, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে।

খেলা শুরুর খানিক পরই বিকেএসপি গোলকিপার মেঘলা রানী রয়ের ভুলে এগিয়ে যায় রাজশাহী স্টার্স। এরপর তারকাসমৃদ্ধ দলের বিপক্ষে দাঁতে দাঁত চেপে লড়েন বিএসপির আইরিন, ইতি আক্তার, মিশু রানীরা। রক্ষণ দেয়াল গড়ার পাশাপাশি সুযোগ বুঝে আক্রমণেও উঠেছেন অয়ন্ত বালা, প্রতিমা মুন্দারা। তবে শেষ রক্ষা হয়নি। লড়াই বিফলে যায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির। তাদের প্রতিরোধ ভেঙে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে মাহমুদা শরীফা অদিতির দল।
নারী ফুটবল লিগে বুধবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ৪-০ গোলের জয় পেয়েছে রাজশাহী। হ্যাটট্রিক করেছেন আলপি আক্তার। অন্য গোলটি স্টার্সের জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকারের।
এ নিয়ে টানা দুই ম্যাচে জিতল বাংলাদেশ নারী ফুটবল লিগের নবাগত দল রাজশাহী স্টার্স। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমিকে ১২-০ গোলে হারিয়েছিল তারা।
এদিন তৃতীয় মিনিটে স্বপ্না রানীর লং বল ক্লিয়ার করতে একটু উপরে উঠে আসেন বিকেএসপির গোলকিপার মেঘলা রানী রয়। তবে গড়বড় পাকিয়ে ফেলেন তিনি। পেছনে থাকা আলপি দৌড়ে এসে প্লেসিং শটে জালে বল জড়ান। শুরুতেই লিড নেয় রাজশাহী।
গোল হজমের পর ঋতুপর্ণাদের চ্যালেঞ্জ জানান বিকেএসপির মেয়েরা। বেশ কয়েকবার আক্রমণেও ওঠে দলটি। প্রথমার্ধে ওই এক গোলে পিছিয়ে থেকেই বিরতিয়ে যায় বিকেএসপি।
দ্বিতীয়ার্ধেও প্রতিরোধ ধরে রাখে বিকেএসপি। প্রতিপক্ষের রক্ষণ দেয়াল টপকাতে পারছিলেন না আলপি, রিপা, ঋতুপর্ণারা। তবে ৬২ থেকে ৭১, এই ৯ মিনিটে তিন গোল দিয়ে প্রতিপক্ষের সব প্রতিরোধ ভেঙে দেন আলপি, আফঈদারা।
৬২ মিনিটে মাঝ মাঠ থেকে কয়েকজনের মাথার ওপর দিয়ে বল উড়িয়ে মারেন রিপা। পেছন থেকে লাইনে গিয়ে মাথার স্পর্শে বল মাটিতে নামান আলপি। এরপর গোলকিপারকে পরাস্ত করে তার ডান দিক দিয়ে দারুণ দক্ষতায় জালে বল ঠেলে দেন বাফুফের বয়সভিত্তিক দলে আলো কাড়া এই ফরোয়ার্ড।
৬৯ মিনিটে প্রায় ৩৫ গজ দূর থেকে পোস্টে শট নেন আফঈদা। বিকেএসপির গোলকিপার মেঘলা রানী লাফিয়ে বলে স্পর্শ করেও গ্লাভসে জমাতে পারেননি। আরেকটি গোলের উল্লাসে ফেটে পড়ে রাজশাহীর মেয়েরা।
৭১ মিনিটে বদলি খেলোয়াড় মুনকির থ্রু বলে পা টোকা দেন সৌরভী আকন্দ প্রীতি। টার্ফে পরে পা দিয়ে ঠেকান মেঘলা। তবে বিপদ কাটেনি তখনও, ফিরতে শটে মাটি কামড়ানো শটে গোলকিপারের বা পাস দিয়ে জাল কাঁপান আলপি। তরুণ এই ফরোয়ার্ডের হ্যাটট্রিকে ৪-০ গোলে এগিয়ে যায় রাজশাহী স্টার্স। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী।