
নিজেকে এর আগেও নানা সময়ে সেরাদের কাতারে সবার ওপরেই রেখেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। কখনও যুগের সেরা, কখনও আবার শেষ ২০ বছরের সেরা। সবশেষ নিজেকেই সর্বকালের সেরা ফুটবলার হিসেবে দাবি করেছে পর্তুগাল কিংবদন্তি। খেলোয়াড় ও কোচ হিসেবে অনেক সেরা খেলোয়াড়দের কাছ থেকে দেখার অভিজ্ঞতা আছে যার, সেই কার্লো আনচেলত্তিও এতে একমত।
সর্বকালের সেরা খেলোয়াড় কে, যুগে যুগে এই বিতর্কে এসেছে অনেক নামই। তবে সবচেয়ে বেশি উচ্চারিত হয় দুই কিংবন্তি পেলে ও ম্যারাডোনার নাম। আর এই যুগে এসে সেই তালিকায় জোরেশোরেই নিয়ে যুক্ত হয়েছে লিওনেল মেসির নাম। তিনজনই জিতেছেন বিশ্বকাপ। রোনালদো বিশ্বকাপের স্বাদ না পেলেও, জিতেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলস্কোরার হওয়ার পাশাপাশি অফিশিয়ালি ছেলেদের ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিকও সাবেক রিয়াল মাদ্রিদ ফুটবলার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেকে রোনালদো তাই নিজেকে স্বীকৃতি দিয়েছেন সর্বকালের সেরা হিসেবে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে জানতে চাইলে আনলচেলত্তি জানান তার মতামত। “ক্রিস্তিয়ানো রোনালদোই কি সর্বকালের সেরা? আমাকে যদি জিজ্ঞাসা করেন, হ্যাঁ, তিনিই সেরা। কারণ, আমার কাছে মনে হয় তিনি একটু যুগকে নিজের করে নিয়েছেন।”
সম্প্রতি স্প্যানিশ সাংবাদিক এদু এগুরেইরার সাথে সাক্ষাৎকারে নিজেকে সর্বকালের সেরা মানার কারণ তুলে ধরেন রোনালদো। “একদম মন থেকেই বলছি। আমি আমার থেকে ভালো কাউকে দেখিনি ফুটবলে। আপনি মেসি, পেলে কিংবা ম্যারাডোনাকে এগিয়ে রাখতে পারেন আমি সেটাকে সম্মান করি। তবে পরিসংখ্যান মিথ্যা বলে না। তাই আমার মনে হয় না অহংকার করার দরকার আছে। তবে এটা মেনে নেওয়ার মধ্যে লজ্জা নেই। আমি ফুটবল ইতিহাসের সেরা গোল স্কোরার।”
সর্বকালের বিতর্কের পাশাপাশি রোনালদোর নাম আসলেই সেখানে চলে আসে মেসির নাম। আর্জেন্টিনার এই তারকার বিপক্ষে একটা লম্বা সময়ে স্প্যানিশ ফুটবলে লড়েছেন সরাসরি। গোলের পাশাপাশি নানা রেকর্ডে দুজন দীর্ঘ সময় ধরেই সমান সমান্ন লড়াই করে গেছেন। ফলে নানা সময়ে এসেছে তাদের মাঝে বৈরিতার খবর।
তবে এদু এগুরেইরাকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছেন ভিন্ন কিছুই। “লিও মেসির সাথে আমার একটা ভালো সম্পর্ক রয়েছে। আমি একবার পুরষ্কার অনুষ্ঠানে তাকে ইংরেজিতে অনুবাদও করে দিয়েছিলাম। আমাদের সময়টা দারুণ ছিল। এটা একটা স্বাস্থ্যকর প্রতিদ্বন্দ্বিতা ছিল, আমরা ভালোভাবেই মিশতে পারতাম। মনে হয় না সামনে আর এমন প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে।”
রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষে ইতালি, ইংল্যান্ড ঘুরে রোনালদো এখন আছেন সৌদি আরবে। খেলছেন আল নাসরের হয়ে। আর বার্সেলোনা থেকে পিএসজিতে গিয়ে দুই বছর খেলার পর মেসি এখন আছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে।
No posts available.
৬ জানুয়ারি ২০২৬, ১১:২১ পিএম
৬ জানুয়ারি ২০২৬, ৮:৩৭ পিএম

দিয়াগো ম্যারাডোনা, জিনেদিন জিদান বা ফুটবল ইতিহাসের অনেক কিংবদন্তিই বুট জোড়া তুলে রাখার পর কোচ হিসেবে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির অবশ্য তেমন ইচ্ছা নেই।
মেসির অবসর পরবর্তী জীবন নিয়ে ভক্ত-সমর্থকদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি নিজেই জানিয়েছেন ভবিষ্যৎ ভাবনার কথা।
আর্জেন্টিনার স্ট্রিমিং চ্যানেল লুজু টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘কোচ হওয়ার বিষয়টি আমার পছন্দ, তবে আমি মালিক হতে চাই। নিজের একটি ক্লাব থাকবে, নিচের স্তর থেকে শুরু করব এবং সেটাকে বড় করব- এই ভাবনাটাই আমাকে বেশি আকর্ষণ করে।’
২০২৮ মৌসুম পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন মেসি। মাঠে খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি ক্লাব মালিকানার দিকেও ধীরে ধীরে পা বাড়াচ্ছেন।
আরও পড়ুন
| এনজো ও আমোরিম শীর্ষ মানের কোচ, বললেন গার্দিওলা |
|
দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে মিলে গতবছর উরুগুয়ের চতুর্থ বিভাগের ক্লাব ডিপোর্তিভো এলএসএম চালু করেছেন মেসি। ক্লাবটির নাম দেওয়া হয়েছে লুইস সুয়ারেজ ও মেসির আদ্যক্ষর থেকে।
বর্তমানে ক্লাবটির সদস্য সংখ্যা ৩ হাজারের বেশি, যুক্ত আছেন প্রায় ৮০ জন পেশাদার কর্মী।
এ ছাড়া তরুণদের জন্য ‘মেসি কাপ’ নামে অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টও চালু করেছেন মেসি। বিশ্বের বিভিন্ন একাডেমির দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার প্রথম টুর্নামেন্ট জিতেছে আর্জেন্টিনার রিভার প্লেট।
তবে এখনও মাঠের ফুটবলেই মনোযোগী মেসি। বর্তমান এমএলএস চ্যাম্পিয়ন ইন্টার মায়ামির হয়ে আগামী ২১ ফেব্রুয়ারি এলএএফসির বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ মৌসুম শুরু করবেন। জুনে ২০২৬ ফুটবল বিশ্বকাপেও দেখা যেতে পারে মেসিকে।

সর্বশেষ ম্যাচে রেকর্ড ২৩-০ গোলে জয়ের পরও স্বস্তিতে নেই ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। চলমান নারী ফুটবল লিগে কাচারিপাড়া একাদশকে মাঠে উড়িয়ে দিলেও মাঠের বাইরের ঘটনায় চাপে রয়েছে পুরাণ ঢাকার ক্লাবটি। দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন দলটির তারকা দুই ফুটবলার তহুরা খাতুন ও মনিকা চাকমা। এছাড়া দুই ম্যাচে নিষিদ্ধ হয়েছেন কাচারিপাড়ার সাবিত্রী ত্রিপুরাও।
গত ৪ জানুয়ারি লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে ফরাশগঞ্জ। ম্যাচের ২১তম মিনিটে হাতাহাতির ঘটনায় তখন লাল কার্ড দেখেন ফরাশগঞ্জের মনিকা চাকমা ও কাচারিপাড়ার সাবিত্রী ত্রিপুরা। হলুদ কার্ড দেখেন ফরাশগঞ্জ অধিনায়ক মারিয়া মান্দা।
আজ মঙ্গলবার বাফুফের ডিসিপ্লিনারি কমিটি ভিডিও ফুটেজ দেখে মনিকা, তহুরা এবং সাবিত্রীকে দুই ম্যাচ করে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত দিয়েছে।
নিজেদের দুই ফুটবলার হারানোর পাশাপাশি আরও বড় ধাক্কা জুটেছে ফরাশগঞ্জের। ওই ম্যাচেই পায়ের গোড়ালিতে ব্যাথা পান দলটির নেপালি ডিফেন্ডার পূজা রানা। ক্লাবের ম্যানেজার জানিয়েছেন ১৫ দিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। ক্লাবটি থেকে দাবি করা হচ্ছে ইচ্ছে করেই তাদের বিদেশি ফুটবলারকে ফাউল করা হয়।

ম্যানচেস্টার ডার্বিতে একাধিকবার একে অপরের মুখোমুখি হয়েছেন পেপ গার্দিওলা ও রুবেন আমোরিম। তবে সেই অধ্যায় আপাতত শেষ। কারণ, ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে আর দেখা যাবে না পর্তুগিজ কোচ আমোরিমকে।
ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার মাত্র ১৪ মাসের মাথায় বরখাস্ত হয়েছেন আমোরিম। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ক্লাবের ঘরের ছেলে ড্যারেন ফ্লেচার। বুধবার বার্নলির বিপক্ষে লিগ ম্যাচে ইউনাইটেডের ডাগআউটে প্রথমবারের মতো দেখা যাবে তাঁকে।
আমোরিমের বিদায়ের পর ফুটবল অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। শিষ্যরা স্মৃতিচারণ করেছেন, বিশ্লেষক ও কোচরা আলোচনা করেছেন তাঁর কাজ ও প্রভাব নিয়ে। সেই তালিকায় সর্বশেষ যুক্ত হলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।
আগামীকাল বাংলাদেশ সময় রাত দেড়টায় ব্রাইটনের মুখোমুখি হবে ম্যানসিটি। ঘরের মাঠের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আমোরিম প্রসঙ্গে কথা বলেন গার্দিওলা। কোচিং পেশার অনিশ্চয়তার কথা তুলে ধরে তিনি বলেন,
‘এই পেশায় সময় খুবই সীমিত—যেমনটা এনজো মারেস্কার ক্ষেত্রেও হয়েছিল। চেলসি ও ম্যান ইউনাইটেডের খেলোয়াড় এবং প্রতিষ্ঠানগুলোর প্রতি সম্মান রেখে আমি এর বেশি কিছু বলতে চাই না।’
গার্দিওলার ভাষায়, এনজোর মতো আমোরিমও একজন শীর্ষ মানের কোচ। সিদ্ধান্তটি ইউনাইটেড কর্তৃপক্ষই নিয়েছে এবং ভবিষ্যতের জন্য তিনি আমোরিমের মঙ্গল কামনা করেছেন।

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল বেতিসকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচ গ্যালারিতে বসে দেখেছেন কিলিয়ান এমবাপে। হাঁটুর চোটের কারণে মাঠে নামেননি ফরাসি ফরোয়ার্ড। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, স্প্যানিশ সুপার কাপেও পাওয়া যাবে না লা লিগার সর্বোচ্চ (১৮ গোল) স্কোরারকে।
আজ এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, আগামী ৯ জানুয়ারি শুরু হতে যাওয়া স্প্যানিশ সুপার কাপে দেখা যাবে না এমবাপেকে। সুখবর হচ্ছে, এই ম্যাচে ফিরছেন চোটে থাকা ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড।
এমবাপেকে নিয়ে জিরো রিস্ক নীতি অনুসরণ করেছেন জাবি আলোনসো। যে কারণে তাঁকে সৌদি আরব সফর থেকে বিরত রেখেছেন তিনি। আর্নল্ডকে নিয়ে গ্রীন সিগনাল দিয়েছেন চিকিৎসক। ইংলিশ ফুলব্যাকের সফরে যেতে বাধা থাকলো না।
আগামী ২০ দিনে মোট সাতটি ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। এরমধ্যে উল্লেখযোগ্য স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে এবং ভিয়ারিয়াল ও বেনফিকা ম্যাচ। ২০ জানুয়ারির মধ্যে এমবাপে ফিরতে না পারলে ম্যাচগুলো মিস হতে পারে তাঁর। যা প্রভাব ফেলতে পারে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে গোল স্কোরিংয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রেও।
এমবাপের অনুপস্থিতি বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন গঞ্জালো গার্সিয়া। সবশেষ বেতিসের বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করেছেন স্প্যানিশ ফরোয়ার্ড।

বড় দিনের ছুটি কাটাতে গত ২০ ডিসেম্বর ইংল্যান্ডে যান বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার। এরপর ঢাকায় আসেন গত ৪ জানুয়ারি। রোববার ছিল নারী ফুটবল লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ; তবে সেদিন ভ্রমণক্লান্তি শেষে খেলা দেখতে পারেননি। আগামীকাল মাঠে গিয়েই ম্যাচ দেখবেন বলে জানান,
‘কয়েক দিন হলো ঢাকায় এসেছি। এখন ম্যাচ (নারী ফুটবল লিগ) দেখা শুরু করব।’
দুই দিনের বিরতি শেষে আগামীকাল বুধবার কমলাপুর স্টেডিয়ামের টার্ফে গড়াবে লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচ। এদিন ম্যাচ আছে মোট ৫টি। সকাল থেকে রাত পর্যন্ত খেলা। মাঠে বসে আগামীকাল মেয়েদের ম্যাচ দেখবেন বলে জানিয়েছেন বাটলার নিজেই।
এবারের নারী লিগের দ্বিতীয় রাউন্ডে মাত্র একটি ম্যাচ ড্র হয়েছে। বেশিরভাগ ম্যাচেই দেখা গেছে একপেশে। জামালপুর কাচারিপাড়া একাদশের বিপক্ষে তো রোববার ২৩-০ গোলের রেকর্ড জয়ই তুলে নিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।
ভুটানের লিগ নিয়ে এর আগে সমালোচনা করেছিলেন বাটলার। ওই লিগে খেলা মেয়েদের ফিটনেস নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।
এবার বাংলাদেশ নারী লিগ তড়িঘড়ি করে আয়োজনের উদ্দেশ্যই হচ্ছে এশিয়ান কাপের আগে ঋতুপর্ণাদের মাঠের প্রস্তুতিতে রাখা। অনেকে এরই মধ্যে লিগের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। যে কারণে প্রশ্ন উঠছে এই লিগ খেলে সত্যিকার অর্থেই কতটুকু প্রস্তুতি নিতে পারবেন আফঈদা, মারিয়া, মনিকারা। বাটলার এবার কি বলবেন?