হামজা চৌধুরীকে নিয়ে অবাক করার মতো মন্তব্য ; মাঠের বাইরে কথার লড়াইয়ে কিছুটা যেন এগিয়ে থাকতে চাইলেন হংকং, চায়নার কোচ অ্যাশলে ওয়েস্টউড। বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা মনোযোগী নিজেদের দল নিয়ে। সেখানেও দুই দলের ভেতর আছে আরেক লড়াইয়ের উত্তাপ।
হংকং দলে ব্রাজিল, ক্যামেরুন, জার্মানি, বলিভিয়া, নিউজিল্যান্ডের বংশোদ্ভূত খেলোয়াড়ই ১০জনের মতো। লাল সবুজের দলেও সংখ্যাটা নেহাৎ কম নয়— ইংল্যান্ড, ইতালি, কানাডা, যুক্তরাষ্ট্রের মিলিয়ে ৬ প্রবাসী ফুটবলার। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আজ সেখানে এগিয়ে যাবেন কারা? হামজা, শমিত, ফাহামিদুলরা; নাকি ফার্নান্দো আগুস্তো, পেরেইরা, কামারগোকেরা— সেটিই দেখার অপেক্ষা।
বাংলাদেশ-হংকং ম্যাচটি গড়াবে পল্টনের জাতীয় স্টেডিয়ামে। রাত ৮টায় সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
বাছাইপর্বে সি’ গ্রুপের টেবিলের শীর্ষে থাকা সিঙ্গাপুর ও হংকংয়ের পয়েন্ট সমান ৪ করে। এখন পর্যন্ত টেবিলের চূড়ায় থাকার লড়াইটাও চলছে এই দুই দলের মধ্যে। ভারত ও বাংলাদেশের পয়েন্ট ১ করে। তালিকায় তলানিতে থাকা দলের একটি জয়ই বদলে দিতে পারে অনেক কিছু।
আরও পড়ুন
শিকাগোতে বিক্ষোভ, পাল্টে গেল আর্জেন্টিনা ম্যাচের ভেন্যু |
![]() |
হংকং, চায়নার বিপক্ষে জয় পাওয়াট সহজ হবে না বাংলাদেশের জন্য। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৩৮ ধাপ এগিয়ে তারা। র্যাঙ্কিংয়ে হংকং আছে ১৪৬তম অবস্থান, বাংলাদেশ ১৮৪। তবে মাঠের লড়াইয়ে দিনের সেরা পারফর্ম করা দলটাই জয়ী হয়।
বাংলাদেশ চাইলে প্রেরণা বা আত্মবিশ্বাস খুজে পেতে পারে হংকং কোচের কথা থেকেই। গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মলেন ব্রিটিশ এই কোচ বলেন, 'র্যাঙ্কিং নিয়ে ভাবছি না। দুই দলই উন্নতি করছে। এটা আমাদের কাছে মুখ্য বিষয় না। ২০৩ র্যাঙ্কিংয়ে থাকা লিচেনস্টাইনের বিপক্ষেও কিন্তু আমরা হেরেছি।'
গতবছর মার্চে হংকং জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেন ওয়েস্টউড। তার ঠিক ৭ মাসের মাথায় ইউরোপের দল লিচেনস্টাইনের কাছে ১-০ গোলে হারে হংকং। তারপর অশ্য টানা ১০ ম্যাচে অপরাজিত ছিল হংকং।
যদিও এ বছরের আগস্টে পূর্ব এশিয়া চ্যাম্পিয়নশিপে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে তিন ম্যাচেই হেরেছে হংকং। সেপ্টেম্বরে কিংস কাপে ফিজির সঙ্গে জিতলেও আবার হারতে হয় তাদের ইরাকের বিপক্ষে। বলা যায় বাংলাদেশকে মোকাবিলার আগে মিশ্র অভিজ্ঞতা নিয়ে এসেছে দলটি।
বাংলাদেশ অবশ্য এ সময় খুব বেশি ম্যাচ খেলেনি। ২৫ মার্চ ভারতের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর ঘরের মাঠে ৪জুন ভুটানের বিপক্ষে জয় পায় ২-০ ব্যবধানে। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ১-২ গোলের হার। সেপ্টেম্বর উইন্ডোতে নেপাল গিয়ে গোলশূন্য ড্র।
বাংলাদেশ-হংকং এখন পর্যন্ত একে অপরের বিপক্ষে ম্যাচ খেলেছে ৪টি। তিনটিতে হারের বিপরীতে একবার ড্র করে লাল সবুজেরা। ১৯৭৫ সালের ১০ আগস্ট কুয়ালালামপুরে হওয়া মারদেকার কাপে হংকং ৯-১ গোলে হারায় বাংলাদেশকে।
২০০৩ সালের ২৭ মার্চ এশিয়ান কাপের বাছাইপর্বে ২-২ ড্র করেছিল দু'দল। হংকংয়ের মাটিতে হওয়া ওই ম্যাচে বাংলাদেশের হয়ে গোল করেছিলেন মনোয়ার হোসেন ও ফিরোজ মাহমুদ টিটো।
এরপর ২০০৬ সালের ১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম পর্বের ম্যাচটি ছিল ঢাকায়। বাংলাদেশকে ১-০ গোলে হারায় হংকং। সে বছর ১৫ নভেম্বর ফিরতি দেখায় বাংলাদেশের হারে ২-০ ব্যবধানে।
তারপরও বাংলাদেশ কোচ কাবরেরা প্রেরণা খুঁজে নিচ্ছেন ঘরের মাঠে দর্শকের সামনে খেলার সুবিধা এবং প্রবাসী হামজা চৌধুরী, শমিত সোম, জায়ান আহমেদের দিকে তাকিয়ে। বুধবার সংবাদ সম্মেলনে বলেন, 'প্রস্তুতি খুবই ভালো হয়েছে। আমরা প্রায় ১০ দিনের মতো প্রস্তুতি নিয়েছি। আমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। সম্পূর্ণ আত্মবিশ্বাসী, দল আগামীকালের (আজ) জন্য পুরোপুরি প্রস্তুত এবং সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হচ্ছে, পুরো স্টেডিয়াম ভর্তি দর্শকের সামনে খেলার সুযোগ পাব।'
আরও পড়ুন
আমার দলে খেললে হামজাকে বেঞ্চে বসিয়ে রাখতাম : হংকং কোচ |
![]() |
এশিয়ান কাপ বাছাইয়ের রেসে টিকে থাকতে জিততে হবে বাংলাদেশকে। জামাল ভূইয়া তো শুরু থেকেই বলে আসছে এটি তাদের জন্য বাঁচা-মরার লড়াই। হারলে বিপদ, সেক্ষেত্রে বাছাই পরুনোর সুযোগ কার্যত শেষ হয়ে যাবে। ড্র করলেও সম্ভাবনার দুয়ার খোলা থাকবে। তবে সে পথে না হেটে এই ম্যাচ থেকে পূর্ণ তিন পয়েন্টেই চোখ বাংলাদেশের।
জামাল ভুঁইয়া বলেছেন, 'ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। তবে আমরা শেষ পর্যন্ত লড়াই করতে চাই। আর এজন্য কাল (আজ) ইতিবাচক ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডু অর ডাই হলেও, যাই হোক না কেন, আমরা লড়াই চালিয়ে যাব। আমাদের লক্ষ্য তিন পয়েন্ট অর্জন করা।'
No posts available.
ছন্দের তুঙ্গে থাকা কিলিয়ান এমবাপে জাতীয় দল কিংবা ক্লাবের জার্সিতে মাঠে নামলেই গোল পাচ্ছিলেন। একক নৈপুণ্যে দলের জয়ের অবদান রাখছেন নিয়মিতই। এবার ফরাসি তারকা ফরোয়ার্ডকে ছাড়া মাঠে নেমে ধাক্কা খেল ফ্রান্স।
ইউরোপিয়ান বিশ্বকাপ বাছাইপর্বে ফ্রান্সকে রুখে দিয়েছে আইসল্যান্ড। গতকাল রাতে নিজেদের মাঠে দিদিয়ের দেশঁমের দলের বিপক্ষে ২-২ গোলে ড্র করে স্বাগতিকরা।
রোমাঞ্চ ছড়ানো ম্যাচে আইসল্যান্ডের ভিক্টর পলসনের গোলে পিছিয়ে পড়ার পর ফ্রান্সকে সমতায় ফেরান ক্রিস্টোফার এনকুনকু। এরপর জঁ-ফিলিপ মাতেতা সফরকারীদের হয়ে তার দ্বিতীয় ম্যাচে নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি করে দলকে লিড এনে দেন। তবে দুই মিনিট পরই ক্রিস্টিয়ান হ্লিনসন লক্ষ্যভেদ করে আইসল্যান্ডকে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এনে দেন।
এই ড্রয়ের পরও অবশ্য সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে এক ধাপ এগিয়ে গেল ফ্রান্স। গ্রুপ ‘ডি’ থেকে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা। একই দিনে আজারবাইজানকে ২-১ গোলে হারানো ইউক্রেন তিন পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে। আর চার পয়েন্ট নিয়ে তিনে আইল্যান্ড।
আগামী ১৩ নভেম্বর ঘরের মাঠ প্যারিসে ইউক্রেনের মুখোমুখি হবে ফ্রান্স। এই ম্যাচটি হতে পারে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য আগামী বছরের বিশ্বকাপে জায়গা পাওয়ার দৌড়ের নির্ধারক।
প্রতিপক্ষের মাঠে বল দখল আর আক্রমণে এগিয়ে ছিল ফ্রান্স। ৭০ শতাংশ বল দখলে রেখে ২০টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখে সফরকারী দল। আর চারটি শট নেওয়া আইল্যান্ডের গোলমুখের দুটি শটই জাল কাঁপায়।
কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে, দেজিরে দোয়ে ও ব্র্যাডলি বারকোলার মতো নিয়মিত তারকাদের ছাড়া মাঠে নামে ফ্রান্স। গোঁড়ালির চোটে ছিটকে পড়া এমবাপে এর মধ্যে ফিরে গেছেন মাদ্রিদে। ৩৯ মিনিটে সেট-পিস থেকে বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় ফ্রান্স। আর সেই সুযোগ কাজে লাগিয়ে আইসল্যান্ডকে এগিয়ে দেন ভিক্টর পলসন। এরপর কাছাকাছি দূরত্ব থেকে সুযোগ নষ্ট করেন ক্রিস্টোফার এনকুনকু। তবে ৬৩ মিনিটে দুর্দান্ত এক গোল করে সেই ভুল শোধরে দেন এসি মিলানের উইঙ্গার।
৬৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা মাগনেস আকলিউশের অসাধারণ ক্রস থেকে থেকে গোল করে ব্যবধান ২-১ করেন মাতেতা। তবে এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্রুত পাল্টা আক্রমণে ক্রিস্টিয়ান হ্লিনসন ফরাসি গোলকিপার মাইক মাইগনকে ঠান্ডা মাথায় পরাস্ত করে আইসল্যান্ডকে সমতা ফেরান।
বিশ্বকাপ বাছাইপর্বের আরেক ম্যাচে নর্দান আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে জার্মানি। ম্যাচের ৩১ মিনিটে ভল্টমেডের একমাত্র গোলে প্রতিপক্ষের মাঠ থেকে তিন পয়েন্ট নিয়ে ফেরে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। তবে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধোনে পিছিয়ে থেকে জার্মানির ঘাড়ের ওপরই নিঃশ্বাস ফেলচে স্লোভেকিয়া। ৬ পয়েন্ট নিয়ে দিনে নর্দান আয়ারল্যান্ড।
ওয়েলসের বিপক্ষে ৪-২ গোলে জয় পেয়েছে বেলজিয়াম। পেনাল্টি থেকে জোড়া করেন নাপোলির তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। এই জয়ে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জে’ থেকে এক নম্বরে আছে রেড ডেভিলরা। এক ম্যাচ বেশি খেলে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নর্থ মেসিডোনিয়া।
কাগজে-কলমে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে জর্ডান। তার ওপর চেনা আঙিনায় অর্পিতা বিশ্বাসদের আতিথেয়তা দেয় তারা। এমন অনেক কিছুতেই পিছিয়ে থাকার ম্যাচে লাল-সবুজের মেয়েরা দেখাল ভিন্ন কিছু। ছন্দ, গতি আর নান্দনিকতার মিশেলে নজর কাড়লেন, লিড আদায় করলেন শুরুতেই। যদিও শেষ সময়ে সমতায় ফেরে স্বাগতিকরা।
এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইয়ে জর্ডানের আকাবা স্টেডিয়ামে ম্যাচটি ড্র হয়েছে ১-১ ব্যবধানে। সুরভী আকন্দ প্রীতি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পর জর্ডানকে সমতায় ফেরান মিরা জাররা।
গোলের পর সুরভী আকন্দ প্রীতির উদযাপন
বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া ম্যাচের তৃতীয় মিনিটেই প্রীতির গোলে লিড নেয় সফরকারীরা। বক্সের সামনে ফ্রি কিক নেন মামুনি চাকমা। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে আসে গোলমুখে, সেখান থেকে হেডে জালে পাঠান জাতীয় দলের এই ফরোয়ার্ড। জর্ডানের গোলকিপার রিনাতা আল বাদায়নিকে সহজেই পরাস্ত করেন তিনি।
ক’দিন আগে সংযুক্ত আরব আমিরাতে সিরিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জেতা ম্যাচেও গোল করেছিলেন প্রীতি।
এগিয়ে যাওয়ার পর প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখে বাংলাদেশের মেয়েরা। ষষ্ঠ মিনিটে ম্যাচের প্রথম কর্নার আদায় করে তারা। মামুনির কর্নার কিক মনে হচ্ছিল দূরের পোস্ট দিয়ে জালেই ঢুকে যাবে, কিন্তু শেষ মুহূর্তে ফের কর্নারের বিনিময়ে বল ক্লিয়ার করেন জর্ডান গোলকিপার।
দ্বিতীয় কর্নার থেকেও সুযোগ আসে। প্রতিপক্ষের বক্সে জটলার মধ্যে বল পেয়ে যান আনমার্ক থাকা থুইনুইয়ে মারমা। তবে শট নিতে কিছুটা দেরি করে ফেলেন এই মিডফিল্ডার।
১৭ মিনিটে জর্ডানের হায়া আবু আলীর দূরপাল্লার ফ্রি কিক সহজেই রুখে দেন বাংলাদেশের গোলকিপার মেঘলা রানী রায়। খানিক বাদে আবারও সুযোগ পান প্রীতি, তবে পোস্টের বাইরে বল মারেন তিনি।
বিরতির এক মিনিট আগে প্রীতির দূরপাল্লার শট অনায়াসে গ্লাভসবন্দি করেন জর্ডানের গোলকিপার। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
আরও পড়ুন
বিশ্বকাপে প্রথমবার পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে |
![]() |
বিরতির পরও আধিপত্য ধরে রাখে বাংলাদেশের মেয়েরা। তবে নিঁখুত আক্রমণ সেভাবে দেখা যায়নি। বল দখল ও পাসিং ফুটবলে প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ছিলেন প্রীতি, আলপি ও মামুনি চাকমারা।
৭০ মিনিটে আবারও প্রতিপক্ষের বক্সের সামনে ফ্রি কিক পায় বাংলাদেশ। মামুনি চাকমার শট এবার পোস্টের ওপর দিয়ে চলে যায়। প্রথম গোলটিও এসেছিল এখান থেকেই।
৭৭ মিনিটে জর্ডানের ফরোয়ার্ড মিরা জাররার দূরপাল্লার শট তালুবন্দি করেন বাংলাদেশের গোলকিপার মেঘলা রানী।
নির্ধারিত সময়ের এক মিনিট আগে নিজেদের ভুলেই গোল হজম করে বাংলাদেশ। মাঝমাঠ থেকে উড়ে আসা বল রিসিভ করতে গিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডার লিন আবুহেলের পায়ে বল তুলে দেন অর্পিতা বিশ্বাস। বাংলাদেশ অধিনায়ককে কাটিয়ে লিন বল বাড়ান বক্সে। লটির ফরোয়ার্ড মিরা জাররা দৌড়ে এসে দারুণ ভলিতে মেঘলা রানীর মাথার ওপর দিয়ে জালে বল পাঠান। ১-১ গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।
আগামী ১৭ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে প্রতিযোগিতার শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। তার দুই দিন আগে মুখোমুখি হবে জর্ডান ও চাইনিজ তাইপে
আফ্রিকার অঞ্চল থেকে প্রথমবারের মতো ২০২৬ সালের বিশ্বকাপের টিকিট কাটলো প্রায় পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে। নিজেদের মাঠ, কাবো ভার্দে জাতীয় স্টেডিয়ামে আজ অতিথি এসোয়াতিনিকে ৩-০ গোলে হারিয়েছে তারা।
এর আগে আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট কেটেছিল মিসর, আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া ও ঘানা। ষষ্ঠ দল হিসেবে ইতিহাস গড়লো কেপ ভার্দে।
‘ডি’ গ্রুপে থাকা কেপ ভার্দে ১০ ম্যাচের মধ্যে সাতটিতে জয় পেয়েছে, দুইটি ম্যাচ ড্র এবং মাত্র একটি ম্যাচে হার স্বীকার করেছে। তাদের পয়েন্ট ২৩। দ্বিতীয়স্থানে থাকা ক্যামেরুণ থেকে কেপ ভার্দে ৪ পয়েন্ট এগিয়ে।
প্রথমার্ধে উভয় দলই গোলশূন্য রয়ে যায়। ডেডলক ভাঙে ম্যাচের ৪৯তম মিনিটে, যখন ডেইলন লিভ্রামেন্টোর পাস থেকে কেপ ভার্দে ১-০ এগিয়ে যায়। ছয় মিনিট পর উইলি সেমেদো লিড দ্বিগুণ করে দেন।
এরপর ডিনে বোর্জেস গোলের পথ প্রশস্ত করেন। বক্সের মধ্যে থাকা সেমেদোকে পাস দেন তিনি, যার ফলে স্বাগতিক দলের বাঁ-ফ্ল্যাংক থেকে গোলটি আসে।
কেপ ভার্দের শেষ গোলটি আসে পুরো ম্যাচের অতিরিক্ত সময়ে, ৯১ মিনিটে। স্টোপিরা ডেরয় ডুয়ার্টের পাস কাজে লাগিয়ে এসোয়াতিনির জালে শেষ পেরেক ঠুকেন।
এই জয়ে কেপ ভার্দে বিশ্বকাপের আসল টুর্নামেন্টে জায়গা করে নিল এবং ইতিহাসের পাতায় নাম লিখিয়ে দিলেন ডেইলন, ডেরয় ও স্টোপিরাদের মতো খেলোয়াড়রা।
ঘরের মাঠে হংকং-চায়না ম্যাচের আগে বেশ আলোচনায় ছিলেন অতিথি দলের হেড কোচ অ্যাশলে ওয়েস্টউড। হামজা চৌধুরীকে নিয়ে তার এক মন্তব্য বেশ সমালোচনা জন্ম দেয়। তিনি বলেছিলেন, নিজ দলের খেলোয়াড় হলে হামজাকে বেঞ্চে বসিয়ে রাখতেন।
জাতীয় স্টেডিয়ামে গত বৃহস্পতিবার ম্যাচ ঘড়ির ১৩ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে হংকং-চায়নাকে পেছনে ফেলেন হামজা। গোলের পর সেই আলোচিত মন্তব্য নতুন করে সামনে আসে।
চারদিন পেরিয়ে গেলেও বিতর্কের রেশ কাটেনি। ফিরতি ম্যাচের আগে আজ অনুষ্ঠিত হয় দুই দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। সেখানে আবারও উঠে হামজা প্রসঙ্গ।
এবার ওয়েস্টউড বলেন,
‘না, আমি আমার মত পাল্টাইনি। আমি যখন কথাটা বলেছিলাম, তখন হাসছিলাম। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে কথাটা মজার ছলেই বলা হয়েছিল।’
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকং-চায়নার বিপক্ষে আগামীকাল ফিরতি লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে এই ম্যাচ ।
মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল বার্সেলোনা। প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন দানি ওলমো। এমন হলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাকে পাবে না বার্সেলোনা।
পায়ের পেশির চোটে পড়ায় স্পেন জাতীয় দলের হয়ে জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে খেলতে পারেননি ওলমো। তখন জাতীয় দল ছেড়ে বার্সেলোনায় ফিরে পরীক্ষানিরীক্ষা করান তিনি।
পরে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, গুরুতর কোনো সমস্যায় পড়েননি ওলমো। কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারবেন, সেটি তার সেরে ওঠার ওপর নির্ভর করবে।
তবে সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, মাঠে ফিরতে অন্তত ৩ সপ্তাহ লেগে যাবে ওলমোর। যার ফলে আগামী সপ্তাহের শনিবার লা লিগায় জিরোনা ও ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে খেলতে পারবেন না স্প্যানিশ স্ট্রাইকার।
এরপর মৌসুমের এল ক্লাসিকো খেলতে খেলতে সান্তিয়াগোতে যাবে বার্সেলোনা। আগামী ২৬ অক্টোবর হতে যাওয়া ওই ম্যাচের আগে ওলমোর সেরে ওঠার সম্ভাবনা খুবই কম। তাই তাকে ছাড়াই হয়তো পরিকল্পনা সাজাতে হবে হানসি ফ্লিকের।
ওলমোর এই চোট সমস্যার কারণে গত মৌসুমেও ভুগেছে বার্সেলোনা। নানান সমস্যায় গত মৌসুমে সব মিলিয়ে ২০ ম্যাচ বাইরে ছিলেন ওলমো। তবে বার্সেলোনার হয়ে নিজের প্রথম মৌসুমটিতে ৩৯ ম্যাচ খেলে ১২ গোল করেন তিনি।
বার্সেলোনার জন্য অবশ্য স্বস্তির খবরও আছে। এরই মধ্যে চোট থেকে সেরে উঠে অনুশীলনে ফিরেছেন লামিন ইয়ামাল ও ফার্মিন লোপেস। এছাড়া শনিবারের ম্যাচের আগে ফেররানের তোরেসেরও দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।