১২ ডিসেম্বর ২০২৫, ৯:১৩ পিএম

বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) পুরোনো দ্বৈরথ মোহামেডান-আবাহনীর মধ্যে। দুই দলের সেই লড়াইয়ের ঝাঁঝ কিছুটা কমলেও ফুরিয়ে যায়নি। সেখানে নতুন করে যোগ হয়েছে বসুন্ধরা কিংস-মোহামেডান দ্বৈরথ। গত কয়েক বছর ধরেই এই দুই দলের লড়াই পৌঁছেছে অন্য মাত্রায়। সেটি সমর্থকেরা যেমন উপভোগ করেন তেমনি বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানও উপভোগ করেন। এই দ্বৈরথ আরও যত বেশি বাড়বে ততই ফুটবলের জন্য ইতিবাচক হবে, জানান পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান।
শুক্রবার কিংস অ্যারেনায় লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে মাঠে নামে মোহামেডান স্পোর্টিং ক্লাব। খেলায় ২-০ গোলে জেতে পাঁচবারের লিগ চ্যাম্পিয়নরা। এই ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইমরুল হাসান। সেখানে প্রশ্ন রাখা হয় বসুন্ধরা কিংস-মোহামেডান দ্বৈরথ কতটা উপভোগ করেন। উত্তরে ইমরুল হাসান বলেন, ‘বসুন্ধরা কিংস এর বাইরে আমি আসলে মোহামেডানের সমর্থক। ছোটবেলা থেকে মোহামেডানকে সমর্থন করতাম। এই যে আবাহনী-মোহামেডানের দ্বৈরথ এখন কিছুটা বসুন্ধরা-মোহামেডানের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং এ রকম দ্বৈরথ যত বেশি বাড়বে আমাদের ফুটবলের জন্য সেটা ততবেশি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আমি এটা খুব উপভোগ করি। মাঠের বাইরেও অনেক আলোচনা হয়। সব কিছুই আসলে আমি খুব উপভোগ করি।’

এই ম্যাচের আগে আলোচনায় ছিল কিংসের মোহামেডানকে মাঠ না দেওয়া নিয়ে। মোহামেডান অভিযোগ করে বসে ম্যাচের আগের তারা মাঠ চেয়ে পায়নি। আজ সেটির ব্যাখ্যা দিয়েছেন বসুন্ধরা কিংস সভাপতি, ‘আসলে গতকাল (বৃহস্পতিবার) আপনারা জানেন আমাদের এখানে বাংলাদেশের সবচাইতে বড় একটা ইভেন্ট হয়েছে মুক্তিযুদ্ধ এবং একাত্তর নিয়ে। একটা চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, যেখানে প্রায় ২০ হাজার লোকের সমাগম ছিল। সে কারণে মাঠ দেওয়ার মতো অবস্থা ছিল না। সেজন্য মাঠ দেওয়া হয়নি। এর বাইরে এখানে আর কিছু নেই।’
বসুন্ধরা কিংস এদিন মোহামেডানকে হারিয়ে মোট ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পোক্ত করেছে। দুইয়ে থাকা ফর্টিস এফসির সঙ্গে পয়েন্টের ব্যবধান ৫। প্রথম ম্যাচে পিডব্লিউডির বিপক্ষে ২-২ গোলে ড্রয়ে শুরুর পর টানা ৫ ম্যাচ জিতেছে মারিও গোমেজের দল। দলের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট ক্লাব সভাপতি, ‘গতবছর আপনারা জানেন প্রত্যাশা অনুযায়ী আমরা ফলাফল পাইনি। তো চেষ্টা করেছি এ বছর দলটাকে গুছিয়ে নেয়ার জন্য এবং এখন পর্যন্ত যা হচ্ছে আমরা আমাদের প্রত্যাশামাফিক রেজাল্ট দেখতে পাচ্ছি। আসলে মাত্র ৬টা ম্যাচ গিয়েছে। এখনই কোনো কিছু বলা যাবে না, আপাতদৃষ্টিতে ভালো একটা অবস্থানে আছি। দল যেভাবে খেলছে এতে এখন পর্যন্ত আমরা তাদের পারফরম্যান্সে সন্তুষ্ট।’
চার দিন পর মাঠে গড়াবে আরও একটি কিংস-মোহামেডান বিগ ম্যাচ। আগামী ১৬ ডিসেম্বর ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপের খেলায় পল্টনের জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। সংস্কারের পর এই প্রথম ঘরোয়া ফুটবলের কোনো ম্যাচ ফিরছে জাতীয় স্টেডিয়ামে। সামনে এই মাঠে আরও বেশি ঘরোয়া ফুটবল ম্যাচ আয়োজনের পক্ষে ইমরুল হাসান, ‘ব্যক্তিগতভাবে মনে করি লিগের ম্যাচ না হোক অন্তত টুর্নামেন্টের কিছু বড় বড় খেলা জাতীয় স্টেডিয়ামে আমি ব্যক্তিগতভাবে দেয়ার পক্ষে।’
No posts available.
১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম
১৩ ডিসেম্বর ২০২৫, ৯:৩৪ পিএম
১৩ ডিসেম্বর ২০২৫, ৯:১৪ পিএম
১৩ ডিসেম্বর ২০২৫, ৮:০০ পিএম

বিশ্বকাপের আগে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ অনেকটাই নিশ্চিত। আগামী মার্চে ফিনালিসিমাতে দেখা যাবে লিওনেল মেসি বনাম লামিনে ইয়ামালের লড়াই। এই ম্যাচটি ছাড়াও ২০২৬ বিশ্বকাপের আগে একাধিক প্রীতি ম্যাচ খেলতে পারে আলবিসেলেস্তারা।
আর্জেন্টিনার সংবাদমাদ্যম মুন্ডো আলবিসেলেস্তা জানিয়েছে আগামী মার্চে আফ্রিকার দেশ সেনেগালের মুখোমুখি হতে পারে লিওনেল স্কালোনির দল।
সেনেগালের একটি সংবাদমাধ্যম ‘ইকুইপ দু সেনেগাল’-এর বরাত দিয়ে আলবিসেলেস্তা জানিয়েছে, সেনেগালের ফুটবল ফেডারেশন আর্জেন্টিনা জাতীয় দল ও সৌদি আরব জাতীয় দলের সঙ্গে খেলার প্রস্তাব পেয়েছে।
আগামী মার্চে আর্জেন্টিনা ফাইনালিসিমা-তে স্পেনের বিপক্ষে খেলবে। লা রোজাদের বিপক্ষে ম্যাচের দিনক্ষণ যদিও এখনো চূড়ান্ত হয়নি। তবে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে পারে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এর আগে অ্যাঙ্গোলা ও পুয়ের্তো রিকো ও ভেনেজুয়েলার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। তিনটি ম্যাচেই জয় পেয়েছে মেসিরা।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা আছে গ্রুপ জে-তে। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান।
অপরদিকে, সেনেগাল গ্রুপ আই-এ রয়েছে। এই গ্রুপে সাদিও মানেদের প্রতিপক্ষ ফ্রান্স, নরওয়ে এবং একটি প্লে-অফ বিজয়ী দল।

ম্যাক্স-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়া সাংবাদিকের মনোনয়ন তালিকায় ছিলেন তিন সিনিয়র ক্রীড়া সাংবাদিক— বদিউজ্জামান মিলন, আরাফাত জোবায়ের ও রিফাত মাসুদ। শেষ পর্যন্ত পুরস্কারটি জিতেছেন টি-স্পোর্টসের সিনিয়র রিপোর্টার ও ফুটবল ধারাভাষ্যকার রিফাত মাসুদ।
পল্টনের ফার্স হোটেলে শনিবার সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্যে আটটি ক্যাটাগরিতে ক্রীড়া সাংবাদিকদের পুরস্কার প্রদান করে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ)।
পুরস্কার জেতার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে রিফাত মাসুদ বলেন,
'আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে। টি-স্পোর্টসকে বিশেষ করে ধন্যবাদ। টি স্পোর্টসে আমি কাজের যে পরিবেশ পেয়েছি আমাকে সেটা অনেক বেশি সাহায্য করেছে। আমার সহকর্মী যারা আছেন, আমার বস যারা আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি সামনের দিনগুলোতে তাঁরা আমার উপরে যে আস্থা রেখেছেন, যে বিশ্বাস রেখেছেন সেগুলো আগামী দিনে রাখতে পারবেন এবং আমিও ইনশাল্লাহ কাজে আরও বেশি উন্নতি করতে পারবো।'
বর্ষসেরা সাংবাদিকের পুরস্কার ছাড়াও রিফাত মাসুদ আরও দুই ক্যাটাগরিতে চ্যাম্পিয়নের পুরস্কার পেয়েছেন। টিভি রিপোর্টিংয়ে সেরা ইন্টারভিউ ক্যাটাগরিতে জিতেছেন 'আতাউল হক মল্লিক' ট্রফি। এছাড়া ডকুমেন্টারি বিভাগেও সেরা হয়েছেন রিফাত। এই ক্যাটাগরিতে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ফুটবল নিয়ে টি-স্পোর্টসের জনপ্রিয় অনুষ্ঠান 'দ্য ফুটবল শো'-এর নাভিল খান।
'রনজিৎ বিশ্বাস ট্রফি' জেতাকে বিশেষ উল্লেখ করেছেন জনপ্রিয় এই ক্রীড়া সাংবাদিক,
'এই পুরস্কার সব সময় অনুপ্রেরণার। বিএসপি'র এই এই স্বীকৃতির জন্য অনেকেই অপেক্ষা করে থাকেন। আমিও তাঁদের মধ্যে একজন। বেশ ভালো লাগছে। আমার সঙ্গে নাভিল খান একই বিভাগে অ্যাওয়ার্ড পেয়েছেন, ওটা একটা বিশেষ মুহূর্ত ছিল। আমি আর নাভিল খান একই ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছি। তাঁর কাছে আমার বিশেষ কৃতজ্ঞতা আছে। তিনি থাকেন বলেই আমরা দু'জন মিলে একটা টিম। এই টিম গেমটা চালিয়ে নিয়ে যেতে চাই ভবিষ্যতে, ইনশাল্লাহ।'
টিভি ডকুমেন্টারি বিভাগে প্রথম রানার্সআপ হয়েছেন নাভিল খান। তবে প্রিয় সহকর্মীর মধ্যে কার কাছে প্রথম পুরস্কার, আর কার কাছে দ্বিতীয় পুরস্কার গেছে এটা মুখ্য নয় বাংলাদেশের ফুটবলের কন্ঠস্বরজুটির একজন রিফাতের কাছে। প্রিয় সহকর্মীর কাছ থেকে এমন কিছু শুনে নাভিল খানও উচ্ছ্বসিত,
'আমি আর রিফাত তো আসলে নিজেদেরকে একই মনে করি। সুতরাং ফার্স্ট, সেকেন্ড যেইটাই হইছে ওইটা টি-স্পোর্টসের কাছে গেছে, মানে হচ্ছে যে আমাদের কাছে গেছে, দ্য ফুটবল শো'র কাছে গেছে। এইটাই হচ্ছে বিশেষ ভালো লাগা।'
'এইটা অবশ্যই অনুপ্রেরণা হয়ে থাকবে আমাদের জন্য, দুইজনের জন্যই। আর সেইটা হচ্ছে যে ফুটবলটা এভাবেই আসলে ছড়িয়ে যাক, কারণ ফুটবল এভাবেই যদি ছড়ায় আমাদের কাজ করার ইন্সপারেশনটাও আসলে বাড়বে।' যোগ করেন নাভিল খান।
ধানমন্ডি স্পোর্টস ক্লাবের মাঠে গোল্ডেন ফিউচার একাডেমি নিয়ে 'সুবিধাবঞ্চিতদের স্বপ্নের বাহন ফিউচার একাডেমি' শিরোনামে রিপোর্ট করে পুরস্কার জেতেন নাভিল খান। সেটা নিয়ে তিনি বলেন,
'আমার রিপোর্টটা আসলে ছিল সমাজের সুবিধাবঞ্চিত শিশু যারা আছে তাঁদের নিয়ে। ধানমন্ডিতে একটা ফুটবল একাডেমি আছে— গোল্ডেন ফিউচার ফুটবল একাডেমি। মানে ওদের বিষয়টা আসলে খুব আকর্ষণ করেছিল, যে একটা একাডেমি যারা সুবিধাবঞ্চিত শিশুদের ফুটবল খেলার সুযোগ করে দিচ্ছে। রিপোর্ট হওয়ার পর প্রভাব হচ্ছে তাঁদের পড়াশোনার দায়িত্বটাও নিয়েছে একাডেমি।'
এই ক্যাটাগরিতে 'গোল করো না, গোল করো না' শিরোনামের রিপোর্ট করে চ্যাম্পিয়নের পুরস্কার জেতেন রিফাত মাসুদ।

ফুটবলে ইতিহাসে অনেক আগেই নিজেকে সেরাদের কাতারে নিয়ে গেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। মাঠ কাঁপানোর পর এবার কী ভিন্ন এক জগতে মাতাতে আসছেন পর্তুগিজ মহাতারকা? ফুটবল ক্যারিয়ারের গৌধূলিলগ্নে থাকা ‘সিআর সেভেনকে’ এবার দেখা যেতে পারে চলচ্চিত্রে।
সম্প্রতি জনপ্রিয় সুপারস্টার ভিন ডিজেলের সঙ্গে দেখা গেছে রোনালদোকে। হলিউডের বিখ্যাত মুভি সিরিজ ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ এর অভিনেতা রোনালদোর সঙ্গে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লিখেন, ‘সবার প্রশ্ন, সে কি ফাস্টের কিংবদন্তিতে থাকবে… বলতে হচ্ছে, সে আসলেই দারুণ। আমরা তার জন্য একটি চরিত্র লিখেছি..।’ এরপর রোনালদোকে পোস্টে ম্যানশনও করেন তিনি।
এর আগেও চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন রোনালদো। আল নাসরের এই ফরোয়ার্ড হলিউডের খ্যাতিমান পরিচালক ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠা করেছেন প্রোডাকশন হাউস যার নাম ইউআরমার্ভ। ভন এর আগে 'লক, স্টক অ্যান্ড টু স্মোকিং বেরেলস', 'এক্স-ম্যান: ফার্স্ট ক্লাস' এবং 'কিংসম্যান' সিরিজের মতো বহু জনপ্রিয় সিনেমা পরিচালনা করে দর্শকদের উপহার দিয়েছেন।
সামাজিক মাধ্যমে দেয়া এক বিবৃতিতে রোনালদো নিজেই এই নতুন উদ্যোগের কথা জানিয়ে রোনালদো লিখেছিলেন,
'এটি আমার জন্য এক রোমাঞ্চকর অধ্যায়, কারণ আমি ব্যবসায় নতুন ভেঞ্চারের দিকে এগিয়ে যাচ্ছি।'
এবার ফাস্ট এন্ড ফিউরিয়াসের তারকা ভিন ডিজেল কি মজার ছলে রোনালদোকে নিয়ে পোস্ট করেছেন কিনা সেটা স্পষ্ট নয়।তবে যদি রোনালদো সত্যিই উপস্থিত হন, তবে তিনি প্রথম ফুটবলার হবেন না যিনি সিনেমা জগতে পা রেখেছেন।
ইংলিশ প্রিমিয়ার লিগ সাবেক ফুটবলার ভিনি জোন্স একাধিক সিনেমায় অভিনয় করেছেন। যার মধ্যে আছে ‘স্ল্যাচ’, ‘লক এন্ড স্টক’ এবং ‘টু স্মোকিং ব্যারেলস’। রোনালদোর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি এরিক ক্যান্টোনাও অভিনয় জগতে পা রেখেছেন। এমনকি রোনালদো নিজেও ২০১৮ সালের অ্যানিমেটেড সিরিজ ‘স্ট্রাইকার ফোর্স ৭’-এ প্রযোজক এবং ভয়েস কনট্রিবিউটরের ভূমিকায় ছিলেন।
অবসরের পর নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মাঝেমধ্যেই কথা বলেন রোনালদো। ফুটবলের পাশাপাশি পর্তুগালের এই মহাতারকা এরমধ্যেই একাধিক ব্যবসায়ের সঙ্গে নিজেকে জড়িয়েছেন। বর্তমানে ফুটবলারদের মধ্যে সবচেয়ে ধনীও ৪০ বছর বয়সী। ভবিষ্যতে কোচিং নয়, বরং কোনো ক্লাবের মালিক হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

২০২৪ সালের ম্যাক্স-বিএসপিএ ‘জার্নালিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন টি-স্পোর্টসের সিনিয়র ক্রীড়া সাংবাদিক রিফাত আল মাসুদ।
আজ শনিবার ১৩ ডিসেম্বর পল্টনের ফারস হোটেলের সিন্দুরপুর হলে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজন করে ক্রীড়া সাংবাদিকদের স্বীকৃতি প্রদানের অনুষ্ঠান ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড। বরাবরের মতো স্বাধীন বিচারক প্যানেলের মার্কিংয়ে সর্বোচ্চ নাম্বার পেয়ে তওফিক আজিজ খান ট্রফি এবং ১ লক্ষ টাকার চেক জিতে নেন রিফাত আল মাসুদ।
এই বিভাগে প্রথম রানার-আপ হয়েছেন ঢাকা পোস্ট ডটকমের সিনিয়র রিপোর্টার আরাফাত জোবায়ের এবং এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার বদিউজ্জামান মিলন।
বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান’এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় বিএসপিএ টানা দশম বারের মতো আয়োজন করে ক্রীড়া সাংবাদিকদের স্বীকৃতি প্রদানের অনুষ্ঠান।
এবারও আটটি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়েছে। ২০২৪ সালে এক্সক্লুসিভ রিপোর্টে বদি-উজ-জামান ট্রফি জিতেছেন সময় টিভির সিনিয়র রিপোর্টার এসএম ইকবাল। এই বিভাগে রানার-আপ হয়েছেন একাত্তর টিভির ফয়সাল হাবীব ও প্রথম আলোর স্পোর্টস এডিটর তারেক মাহমুদ। সিরিজ রিপোর্টে আব্দুল হামিদ ট্রফি জিতেছেন ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার আরাফাত জোবায়ের। এই বিভাগে রানার-আপ হয়েছেন এটিএন নিউজের বদিউজ্জামান মিলন ও ঢাকা ট্রিবিউনের শিশির হক।
সাক্ষাৎকারে প্রিন্ট ও অনলাইন বিভাগে আতাউল হক মল্লিক ট্রফি জিতেছেন সমকালের স্পোর্টসন এডিটর সঞ্জয় সাহা পিয়াল। এই বিভাগে রানার-আপ হয়েছেন ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম ও ঢাকা পোস্টেও সিনিয়র রিপোর্টার আরাফাত জোবায়ের।
ইলেকট্রনিক মিডিয়ায় সাক্ষাৎকার বিভাগে আতাউল হক মল্লিক ট্রফি জিতেছেন চ্যানেল টি- স্পোর্টসের সিনিয়র রিপোর্টার রিফাত আল মাসুদ। এই বিভাগে রানার-আপ হয়েছেন সময় টিভির তাজিন খন্দকার পান্না ও চ্যানেল ২৪-এর একেএম ফায়জুল ইসলাম।
ফিচার/ডকুমেন্টরি বিভাগে প্রিন্ট ও অনলাইন রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন ডেইলি স্টার’এর সাব এডিটর আশফাক উল আলম। রানার-আপ হয়েছেন এটিএননিউজের বদিউজ্জামান মিলন ও প্রথম আলোর জহির উদ্দিন মিশু।
ফিচার/ডকুমেন্টরিতে ইলেকট্রনিক মিডিয়া বিভাগে রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন টি-স্পোর্টসের সিনিয়র রিপোর্টার রিফাত আল মাসুদ। এই বিভাগে রানার-আপ হয়েছেন একই প্রতিষ্ঠানের নাবিল এলাহী খান ও চ্যানেল ২৪-এর এসকে শাওন।
স্পোর্টস ফটোগ্রাফি ২০২২ ক্যাটাগরিতে সেরা হয়ে বদরুল হুদা ট্রফি জিতেছেন দৈনিক দেশ রূপান্তরের স্পোর্টস ফটো জার্নালিস্ট মোশারফ হোসেন ভুবন। রানার-আপ হয়েছেন ডেইলি স্টারের সাব এডিটর মুহাম্মদ সাজ্জাদ হোসেন মুকুল ও একই প্রতিষ্ঠানের স্টাফ ফটো জার্নালিস্ট ফিরোজ আহমেদ।
এই অনুষ্ঠানে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে দুই জন ক্রীড়ালেখক ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক জনাব মো. আনোয়ার উল্লাহ ও পারভীন নাছিমা নাহার পুতুলকে সম্মাননা দেওয়া হয়েছে।
স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার জয়ী রিফাত মাসুদ বলেন,
“বিএসপিএকে ধন্যবাদ। এ ধরণের স্বীকৃতি পেতে সবসময় ভালো লাগে। স্বীকৃতি সবসময় ভালো কাজের অনুপ্রেরণা জোগায়। যারা এই পথচলায় সহযোগিতা করেছেন নানা উপদেশ, পরামর্শ, নির্দেশনা দিয়েছেন, আমার পরিবার, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আগামীতে সবার প্রত্যাশা পূরণে চেষ্টার ত্রুটি থাকবে না; সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।”
গেস্ট অব অনার ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর বলেন,
‘ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড-২০২৪ এর আয়োজনের জন্য, ক্রীড়াসাংবাদিকদের অনুপ্রাণিত করার জন্য বিএসপিএকে এবং সবচেয়ে কঠিন কাজ করা বিচারকদেরকে ধন্যবাদ জানাতে চাই। খেলাধুলার প্রতি ভালোবাসার কারণে আমি ক্রীড়াঙ্গণের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করি। যারা পুরস্কার জিতেছেন, এটা তাদের অর্জন; তবে আমি তাদের মনে করিয়ে দিতে চাই, এই পুরষ্কার তাদের জন্য দায়বদ্ধতাও তৈরি করবে। আমরা বিএসপিএর এই অনুষ্ঠানের দশ বছর সংযুক্ত আছি। আমি যতদিন বাঁচি, ১০ বা ১৫ বছর, সৃষ্টিকর্তাই ভালো জানেন, ম্যাক্স গ্রুপ বিএসপিএর সাথে ততদিন থাকবে।’
বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান বলেন,
‘এটা আমাদের দাবি ম্যাক্স গ্রুপ আগামীতেও আমাদের সাথে থাকবে। ক্রীড়াসাংবাদিকদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করার কথা ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর বলেছেন, আমরাও বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে ক্রীড়াসাংবাদিকদের মানোন্নয়নের চেষ্টা করছি। আমরা স্পোর্টস জার্নালিস্ট ইনিস্টিটিউট করার কথাও ভাবছি। আমার মনে হয়, আমরা কারো ভুল না ধরে যদি নিজেদের কাজটুকু ঠিকঠাক করে করি, তাহলে দেশ এগিয়ে যাবে। যারা আজ পুরস্কার জিতেছেন, যারা পাননি, সবাইকে আন্তরিক ধন্যবাদ।’
বিএসপিএ সাধারণ সম্পাদক সামন হোসেন বলেন,
‘এ নিয়ে দশমবারের মতো আমরা ম্যাক্স-বিএসপিএ অ্যাওয়ার্ডের আয়োজন করছি। নানা প্রতিকূলতার মধ্যেও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ম্যাক্স বিএসপিএর সাথে আছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই। বিশেষ কৃতজ্ঞতা বিচারকদের এবং যারা এই আয়োজনে প্রতিবেদন জমা দিয়েছে, তাদের সবাইকে।’

জাবি আলোনসোর চাকরি এখন যায় যায় অবস্থা। বায়ার লেভারকুজেনে দারুণ সাফল্য পেয়ে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়া এই কোচ এখন বেশ চাপে আছেন। আগামীকাল লা লিগায় দিপোর্তিভো আলাভেসের বিপক্ষে আশানুরূপ ফল না এলেই বিদায় ঘণ্টা বাজতে পারে জাবির।
মহাগুরুত্বপূর্ণ হয়ে পড়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সবার আগের নিজের চাকরি নিয়েই প্রশ্ন শুনতে হলো জাবি আলোনসোকে। আলাভেসের বিপক্ষে ম্যাচের আগে, সাম্প্রতিক ব্যর্থতা, চোট-আঘাত এবং বাড়তে থাকা সমালোচনার চাপে এক উত্তেজনাপূর্ণ সংবাদ সম্মেলনেরই মুখোমুখি হন রিয়াল কোচ।
চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারের পর চাপ দ্বিগুন হয় জাবির ওপর। গুঞাজন উঠে সেই ম্যাচের পর ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নাকি স্প্যানিশ কোচের ভবিষ্যত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। সভাপতির সঙ্গে সম্পর্ক নিয়ে জাবি বলেছেন,
‘আমরা সবসময় সভাপতি, জোসে অ্যাঞ্জেল এবং ক্লাবের বাকিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখি। এখানে আমরা সবাই সাধারণ যুক্তির ভিত্তিতে একসঙ্গে কাজ করি।’
জাবি যদি বহিষ্কার হয় তবে রিয়ালের হার ধরবেন কে? রিয়াল কোচ নিজেই বা কি ভাবছেন এই বিষয়ে? গুঞ্জন আছে স্প্যানিশ জায়ান্টদের একাডেমির কোচ আলভারো আর্ভেলোয়াকে আপতত ডাগ আউট সামলানোর দায়িত্ব দিতে পারে রিয়াল মাদ্রিদ।
জাবি নিজেও আলভারোকে রিয়ারের সম্ভাব্য ভবিষ্যত কোচ হিসেবে দেখছেন,
‘আমি মনে করি আর্ভেলোয়া মাদ্রিদের কোচ হতে পারেন, তিনি ভালো কাজ করছেন, তবে আমরা এখন পর্যন্ত এই প্রসঙ্গে কথা বলিনি।’
জাবির জন্য মরার ওপর খাাঁজার ঘা হয়ে আসে চোটের মিছিল। দুঃসময়ের লস ব্লাঙ্কোসদের গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় মাঠের বাইরে আছেন। তবে আলাভেসের বিপক্ষে রিয়াল মাদ্রিদ হেরে বসলে চোটের অজুহাত দেবেন না জাবি,
‘চোট থাকা সত্ত্বেও আমাদের জেতার মতো যথেষ্ট শক্তি রয়েছে। কালকের ম্যাচটি আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।’
লা লিগায় পয়েন্ট টেবিলে এখন শীর্ষে আছে বার্সেলোনা। পয়েন্ট টেবিলে দুই নম্বরে থাকা রিয়াল থেকে চার পয়েন্ট বেশি কাতালান ক্লাবটির। ব্যবধান কমাতে প্রতিপক্ষের মাঠে কাল জয় ভিন্ন অন্যকিছু ভাবার সুযোগ নেই সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটির।
আলাভেসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়ালের আক্রমণভাগের প্রাণভোমরা কিলিয়ান এমবাপের ফেরা নিয়ে অনিশ্চয়তা আছে। ফরাসি তারকা ফরোয়ার্ডের মাঠে ফেরা নিয়ে জাবি বলেছেন,
‘সে খেলতে সক্ষম, অনুশীলনে ফিরেছে সে। আমরা কাল সিদ্ধান্ত নেব। এটা অবশ্যই ভালো খবর।’