১১ জানুয়ারি ২০২৫, ৪:২৩ পিএম

চলতি মৌসুমে চোট যেন পিছু ছাড়ছেই না ম্যানচেস্টার সিটিকে। এর সরাসরি প্রভাব পড়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের মাঠের পারফরম্যান্সে। তাতে শীতকালীন দলবদলে সিটি যে সরব থাকবে, তা অনেকটাই অনুমেয়ই ছিল। ইংলিশ গণমাধ্যমগুলোর দাবি অনুযায়ী, চলতি দলবদলে অন্তত তিন ফুটবলারদের দিকে নজর দিয়েছে পেপ গার্দিওলার দল, যার মধ্যে দুজনই আবার আরব ফুটবলার।
সিটির নজর মূলত এখন রক্ষণের দিকেই। কারণ, চলতি মৌসুমে এই বিভাগেই সবচেয়ে বেশি সংগ্রাম করতে হয়েছে তাদের। এছাড়া আর্লিং হলান্ডের সাথে স্ট্রাইকার হিসেবেও নতুন কাউকে দলে নানার দিকেও নজর দিয়েছে সিটি।
আরও পড়ুন
| ভিনিসিয়ুস হয়ে বাঁচা সহজ নয় : আনচেলত্তি |
|
সব ঠিক থাকলে, রক্ষণ ঢেলে সাঁজাতে সিটির শীতকালীন দলবদলের প্রথম সাইনিং হতে যাচ্ছেন লেন্সের আব্দুকদুর খুশানভ। বিবিসির দাবি, উজবেকিস্তান এই ডিফেন্ডারকে পেতে ৪০ মিলিয়ন ইউরো গুনতে এরই মধ্যে লেন্সের সাথে রাজি হয়েছে সিটি। মেডিকল নিশ্চিত হলে অফিসিয়ালি দুই পক্ষ থেকে জানানো হবে চুক্তির খবর।
এছাড়াও সিটি নজর রাখছে পালমাইরাসের ব্রাজিলিয়ান ১৭ বছর বয়সী ডিফেন্ডার ভিতর রেইসের ওপরও। তবে রেসিকে এখনি দলের সাথে যুক্ত করতে পারবে না তারা। এখন চুক্তি বদ্ধ করলেও রেইস ইংল্যান্ডে পাড়ি জমাতে পারবেন ২০২৫ সালের গ্রীষ্মে। যদিও ক্লাব প্রেসিডেন্ট এই দলবদলকে গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন।
গত গ্রীষ্মে সিটি ছাড়েন আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। এরপর নতুন কাউকে না নেওয়ায় আর্লিং হলান্ডের বিকল্প হিসেবে গার্দিওলার হাতে নেই আর কোনো স্ট্রাইকার। তাই সিটিজেনরা এবার নজর দিয়েছে মিশরীয় ফরোয়ার্ড ওমর মারমুশের দিকে। ফ্রাঙ্কফুটের হয়ে চলতি মৌসুম বেশ ভালোই কাটাচ্ছেন মারমুশ। এরই মধ্যে চলতি মৌসুমে ২৪ ম্যাচে ১৮ গোলের পাশাপাশি ১২ অ্যাসিস্ট করে ফেলেছেন তিনি।
আরও পড়ুন
| ‘ঢাকা ডার্বি’তে আবাহনীর জয়ে বাজছে মোহামেডানের বিদায়ঘণ্টা |
|
অবশ্য মারমুশের সাথে ব্যক্তিগত হিসেব নিকেশ এরই মধ্যে সিটি পাকপোক্ত করে ফেলেছে বলে জানাচ্ছে ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো। আগামী সপ্তাহের মধ্যে ফ্রাঙ্কফুটের কাছে সিটি অফিসিয়াল প্রস্তাব পাঠাবে বলেই জানাচ্ছেন দলবদল নিয়ে কাজ করা এই সাংবাদিক।
No posts available.
২২ ডিসেম্বর ২০২৫, ৬:২৫ পিএম
২২ ডিসেম্বর ২০২৫, ৫:৪৮ পিএম

ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন। আজ সোমবার ফিফার সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে তাদের পয়েন্ট ১৮৭৭.১৮। দুই, তিন, চার ও পাঁচে থাকা আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিলের পয়েন্ট ১৮৭৩.৩৩, ১৮৭০, ১৮৩৪.১২ ও ১৭৬০.৪৬। বাংলাদেশ আগের মতো ১৮০ নম্বরে অবস্থান করছে। তবে হাভিয়ের কাবরেরার দলের পয়েন্ট ৯১১.১৯ থেকে কমে হয়েছে ৯১১.১।
র্যাঙ্কিংয়ে প্রথম ৩৩ পর্যন্ত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। এক ধাপ এগিয়ে ৩৪ নম্বরে উঠে এসেছে আলজেরিয়া। মিশরের সঙ্গেই মূলত আলজেরিয়ার অবস্থান পরিবর্তন হয়েছে। এক ধাপ পিছিয়ে মিশর এখন ৩৫ নম্বরে।
আরব কাপে চ্যাম্পিয়ন হয়েও সেরা দশের আরও কাছাকাছি আছে মরক্কো। আফ্রিকা মহাদেশের এই দলটি ১৭১৬.৩৪ পয়েন্ট নিয়ে আগের মতোই আছে ১১ নম্বরে। তাদের পয়েন্ট বেড়েছে ৩.২২। এই টুর্নামেন্টে রানার্সআপ জর্ডান দুই ধাপ এগিয়ে ৬৪ নম্বরে উঠে এসেছে।
নতুন র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে ভিয়েতনামের। তিন ধাপ এগিয়ে এখন তারা ১০৭ নম্বরে অবস্থান করছে। পয়েন্ট ও অবস্থান দুই দিক থেকেই অবনতি হয়েছে মালয়েশিয়ার। পাঁচ ধাপ পিছিয়ে এশিয়া মহাদেশের দলটি অবস্থান করছে ১২১ নম্বরে। ২২.৫২ পয়েন্ট কমে এখন দলটির পয়েন্ট ১১৪৫.৮৯।
গত নভেম্বরে নেপালের বিপক্ষে ২-২ গোলে ড্র করলেও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

দিনক্ষণ চূড়ান্ত। বাঁ হাঁটুর ছেঁড়া মেনিস্কাসের চিকিৎসায় আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারের মধ্য দিয়ে যাচ্ছেন নেইমার। ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আগামীাকাল ছুরি-কাঁচির নিচে যাবেন সাম্বা তারকা।
আজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন নেইমার। ছবিতে ৩৩ বছর বয়সী সান্তোসের তারকাকে ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর বেলো হরিজন্তের একটি হাসপাতালের বেডে দেখা যায়। ধারণা করা হচ্ছে, সেটিই অস্ত্রোপচারের প্রস্তুতির ইঙ্গিত।
ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার এই অস্ত্রোপচারটি করবেন। অস্ত্রোপচারের কারণে তিনি প্রায় এক মাস মাঠের বাইরে থাকবেন। আগামী ১১ জানুয়ারি শুরু হতে যাওয়া পাউলিস্তা চ্যাম্পিয়নশিপ দিয়ে সান্তোসের মৌসুমের শুরুটাও মিস করবেন।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ায় এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল নেইমারকে। সেই দীর্ঘ ইনজুরির পর এটিই তার নতুন ধাক্কা।
আরও পড়ুন
| শীর্ষস্থান মজবুত বার্সেলোনার, তিনে আতলেতিকো |
|
চলতি মাসের শুরুতে নেইমার নিজেই জানিয়েছিলেন, চোট নিয়েই তিনি ২০২৫ মৌসুমের ব্রাজিলিয়ান লিগের শেষ অংশ খেলেছেন। সান্তোসকে অবনমন থেকে বাঁচাতে বড় ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বাকিটা তো ইতিহাস। গোল-অ্যাসিস্টে অনেকটা একাই সান্তোসের ত্রাতা হিসেবে দেখা যায় তাকে।
ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমারের লক্ষ্য এখন ২০২৬ ফিফা বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে ফেরা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য সেই বিশ্বকাপ শুরু হবে ১১ জুন এবং শেষ হবে ১৯ জুলাই।
গত দুই বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি নেইমারকে। ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি আগেই স্পষ্ট করে জানিয়েছেন, নিয়মিত ক্লাব ফুটবলে খেলা খেলোয়াড়দেরই কেবল জাতীয় দলে বিবেচনা করা হবে।
গত শনিবার একটি অনুষ্ঠানে নেইমার জাতীয় দলের কোচ আনচেলত্তির উদ্দেশে বার্তা পাঠান। সেখানে নাকি তিনি বলেছেন, ব্রাজিলের হয়ে ষষ্ঠ বিশ্বকাপ জিততে ‘অসম্ভবকেও সম্ভব’ করতে প্রস্তুত সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা।
এ বছর সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ২৮টি ম্যাচ খেলতে পেরেছেন। চোটের সঙ্গে লড়ে করেছেন ১১ গোল সঙ্গে ৪টি অ্যাসিস্ট।
অস্ত্রোপচারের পর সান্তোসের সঙ্গে চুক্তি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নেইমার। তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে এই মাসের ৩১ তারিখে। সান্তোস কর্তৃপক্ষ নেইমারের চুক্তি নবায়নের ব্যাপারে আশাবাদী। ক্লাবটির লক্ষ্য ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের ১০ নম্বর তারকাকে ধরে
রাখা।

আর্সেনালের মিডফিল্ডার ডেকলান রাইসকে ইংল্যান্ড জাতীয় দলের আগামী দিনের অধিনায়ক হিসেবে দেখছেন থ্রি লায়ন্সদের সাবেক স্ট্রাইকার ওয়েন রুনি। শনিবার রাতে এভারটনের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচের পারফরম্যান্স দেখে এমন মন্তব্য করেছেন রুনি। এই জয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষেই থাকল গানাররা।
২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন রুনি। শনিবার হিল ডিকিনসন স্টেডিয়ামে বসে দেখেছেন মিকেল আর্তেতার দলের লড়াই। এদিন জয়সূচক গোলটি অবশ্য করেন ভিতোর গয়কোরেস। গোল না পেলেও ম্যাচে অবিশ্বাস্য পারফরম্যান্স করেছেন রাইস।
নিয়মিত অধিনায়ক হ্যারি কেইনের অনুপস্থিতিতে দুবার ইংল্যান্ডের আর্মব্যান্ড পরেছেন ৭২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা রাইস। ২০২৪ সালের মার্চে বেলজিয়ামের বিপক্ষে ২–২ গোলে ড্র ম্যাচে এবং চলতি বছরের অক্টোবরে ওয়েলসের বিপক্ষে ৩–০ ব্যবধানে ইংল্যান্ডের জেতা ম্যাচে ম্যাচে অধিনায়ক ছিলেন রাইস। এবার কেইনের পর তাঁকে নিয়মিত অধিনায়ক হিসেবেই দেখতে চান রুনি।
বিবিসি স্পোর্টসকে ওয়েন রুনি বলেন, ‘আমার কাছে মনে হয়, হ্যারি (কেইন) যখন বুট জোড়া তুলে রাখবে তাঁর জায়গা নেওয়ার জন্য সে-ই (রাইস) অপেক্ষায় আছে।’ তিনি আরও বলেন,
‘(এভারটনের বিপক্ষে) সে পুরো মাঠজুড়ে ছিল। কখন পাস দেবে, কোথায় দেবে, কোন পায়ে দেবে— তাঁর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, পাসের সূক্ষ্মতা— সবকিছু দেখাটা ছিল আনন্দের। সে ছিল একেবারে অসাধারণ।’
বর্তমান অধিনায়ক কেইনের বয়স ৩২ পেরিয়েছে। আগামী বছরের বিশ্বকাপ পরবর্তী যে কোনো সময় অবসরে যেতে পারেন বায়ার্ন মিউনিখ তারকা। এরপর তাঁর জায়গায় সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ২৬ বছর বয়সি রাইসকে মনে করেন রুনি, ‘আমার মতে, (কেনের) জায়গা নেওয়ার জন্য সে-ই সঠিক মানুষ— বিশেষ করে তাঁর মানসিকতা ও ব্যক্তিত্বের কারণে। যারা তাকে চেনে, যারা তার কাছের মানুষ, সবাই তাঁকে পছন্দ করে। ইংল্যান্ডের জন্য সে অপরিহার্য।’

জার্মান বুন্দেসলিগায় একের পর এক রেকর্ড ভেঙ্গে চলেছেন হ্যারি কেইন। এ মাসের প্রথম সপ্তাহে সবচেয়ে কম ম্যাচে ১০টি হ্যাটট্রিক গড়ার অবিশ্বাস্য রেকর্ড গড়েন। রোববার রাতে বছরের শেষ ম্যাচে গোল করে দ্রুততম সময়ে গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে সেঞ্চুরির রেকর্ডটি নিজের নামে করলেন কেইন। এর আগে ১১৯ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন আরিয়েন রোবেন।
নতুন রেকর্ড গড়তে কেইন খেলেছেন ৭৮ ম্যাচ। তাঁর গোল সংখ্যা এখন ৮১টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৯টি। সব মিলিয়ে ১০০ গোলে অবদান রেখেছেন তিনি। ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে কেইন লেখেন, ’দারুণ একটি বছরের শেষ। দলের অধিনায়ক হিসেবে মাঠে নামা এবং বুন্দেসলিগায় ১০০ গোলে অবদান রাখতে পেরে খুবই আনন্দিত।’
কেইনের রেকর্ডের রাতে হেইডেনহেইমকে ৪-০ গোলে হারায় বায়ার্ন। ১৫ ম্যাচে ১৩ জয় এবং দুই ড্র নিয়ে শীর্ষে মিউনিখের ক্লাবটি। দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে থেকে শীতকালীন বিরতিতে গেল ভিনসেন্ট কোম্পানির দল।
চোট ও অসুস্থতার কারণে একাধিক নিয়মিত খেলোয়াড়কে না পেয়েও ম্যাচে আধিপত্য ধরে রাখে বায়ার্ন। নিয়মিত অধিনায়ক ম্যানুয়াল নয়্যার চোটের কারণে না থাকায় দায়িত্ব পালন করেন কেইন। ম্যাচের যোগ করা সময়ে গোল করেন এই ইংলিশ স্ট্রাইকার। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে ৩০তম গোল ইংল্যান্ড অধিনায়কের।
প্রথমার্ধে জোসিপ স্তানিসিচ ও মাইকেল ওলিসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন। শেষ দিকে লুইস দিয়াজ ও কেইনের গোলে বড় জয় পায় ভিনসেন্ট কোম্পানির দল।
শীতকালীন বিরতির পর ৬ জানুয়ারি সালজবুর্গের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বায়ার্ন। এরপর ১১ জানুয়ারি বুন্দেসলিগায় ভলফসবুর্গের মুখোমুখি হবে বাভারিয়ানরা।

ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য এ যেন মরার উপর খাঁড়ার ঘা। রোববার রাতে অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে হেরেছে দলটি। হারের সঙ্গে যোগ হয়েছে অধিনায়ক ব্রুনো ফের্নান্দেসের চোট।
ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় ভিলা পার্কে স্বাগতিকদের হয়ে দুই গোল করেন মর্গান রজার্স। ম্যান ইউনাইটেডের হয়ে একটি গোল শোধ করেন ম্যাথিউস কুনহা। ১৯৯০ সালের পর এদিন লিগে টানা সপ্তম জয় পায় অ্যাস্টন ভিলা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দশম জয়।
খেলার প্রথমার্ধের শেষ দিকে হঠাতই উরুতে ব্যথা অনুভব করেন ফের্নান্দেস। বিরতি পর্যন্ত মাঠে থাকলেও দ্বিতীয়ার্ধে আর নামেননি এই পর্তুগিজ মিডফিল্ডার।
ম্যাচ শেষে ইউনাইটেড কোচ রুবেন আমোরিম বলেন, ‘এটা সম্ভবত সফট টিস্যুর চোট (হ্যামস্ট্রিং)। কিছুদিন তাঁকে (ফের্নান্দেস) ছাড়াই খেলতে হতে পারে। কতদিন লাগবে এখনই বলা যাচ্ছে না। ও সাধারণত খুব ফিট থাকে, তাই আশা করছি দ্রুতই ফিরবে।’
ফের্নান্দেসের চোট রেড ডেভিলদের জন্য বড় ধাক্কা। এরই মধ্যে আফ্রিকা কাপ অব নেশন্সে থাকায় ব্রায়ান এমবেউমো, আমাদ দিয়ালো ও নুসাইর মাজরাউইকে পাচ্ছে না দলটি। চোটের কারণে বাইরে আছেন ম্যাথিয়াস ডি লিট ও হ্যারি ম্যাগুয়ার। শেষ মুহূর্তের অনুশীলনে পায়ের পেশির টানে অ্যাস্টন ভিলার বিপক্ষে দলে জায়গা পাননি কোবি মাইনু।
খেলোয়াড় সংকটে ভিলার বিপক্ষে ম্যাচে ১৮ বছর বয়সি জ্যাক ফ্লেচার ও শে লেসিকে অভিষেক করাতে বাধ্য হন আমোরিম।
২৬ ডিসেম্বর রাতে বক্সিং ডে ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। ওই ম্যাচে ব্রুনো খেলতে না পারলে ২০২০ সালে ক্লাবে যোগ দেওয়ার পর তৃতীয়বারের মতো চোটের কারণে খেলতে পারবেন না তিনি।
১৭ ম্যাচে ১১ জয় এবং তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে অ্যাস্টন ভিলা। এক পয়েন্ট বেশি নিয়ে দুই নম্বরে ম্যানচেস্টার সিটি। ৩৯ পয়েন্ট নিয়ে চূড়ায় আর্সেনাল। ২৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে ম্যান ইউনাইটেড।