২৭ নভেম্বর ২০২৪, ৫:০৫ পিএম
লিওনেল মেসির জন্ম এখানে, বেড়ে ওঠা বা ফুটবলে হাতেখড়ি সবই রোসারিওতে। বহু পথ পাড়ি দিয়ে আর্জেন্টিনার কিংবদন্তি এখন ইতিহাসের সেরাদের একজন। বাবার পথ ধরে ফুটবল জগতে চলে এসেছেন বড় ছেলে থিয়াগো মেসিরও। রোসারিওর ‘নিউয়েলস কাপ’ টুর্নামেন্টে প্রথমবারের মত মাঠে নেমে মনে করিয়ে দিয়েছেন বিখ্যাত বাবার স্মৃতি।
মেসি এখন খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। ছেলেও আছেন ক্লাবের একাডেমী। রোসারিওর হয়ে ম্যাচ খেলতে নামলেও থিয়াগো নেমেছিলেম মায়ামির জার্সিতে। পেছনে ছিল বাবার মতই ১০ নম্বর জার্সি। ম্যাচে তার দল অবশ্য হেরে গেছে ১-০ গোলে।
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের উত্তর-পশ্চিমে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত রোসারিওর জার্সিতেই ফুটবলার হিসেবে প্রথম পদক্ষেপ নিয়েছিলেন মেসি। অনেক বছর পর ক্লাবটির হয়ে খেললেন জুনিয়র মেসি।
ছেলের খেলা দেখতে অবশ্য মাসে মাঠে উপস্থিত হতে পারেননি। তবে গ্যালারিতে থিয়াগোকে সমর্থন যোগাতে হাজির মা আন্তোনেলা রোকুজ্জো সহ পরিবারের কয়েকজন সদস্য।
বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে নামেন থিয়াগো। একসাথে খেলেন তার বন্ধু বেঞ্জামিন সুয়ারেজের সাথে। বলার অপেক্ষা রাখে না, তিনি আবার মেসির ঘনিষ্ঠ বন্ধু উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজের ছেলে। দুজনই এখন খেলছেন মায়ামির হয়ে।
No posts available.
১৬ অক্টোবর ২০২৫, ৭:৪১ পিএম
১৬ অক্টোবর ২০২৫, ৪:৪৬ পিএম
প্যারিস সেন্ট–জার্মেইর সোনালি সময়ের সাক্ষী ছিলেন জিয়ানলুইজি দোনারুম্মা। ২০২৪–২৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জয়ে বড় ভূমিকা ছিল ইতালিয়ান গোলকিপারের। দীর্ঘ ক্যারিয়ারে বিশ্বের সেরা পাঁচ লিগের তিনটিতেই খেলার সুযোগ হয়েছে দেশটির নাম্বার ওয়ান গোলকিপারের।
২০১৫ সালে সিরি’আ লিগের জায়ান্ট ক্লাব এসি মিলানের হয়ে যাত্রা শুরু হয় দোনারুম্মার। মিলানে খেলেন সাত বছর। ইতালির ক্লাব থেকে যোগ দেন পিএসজিতে। লিগ আঁয়ে দারুণ সাফল্যের পর পা রাখেন তাঁর স্বপ্নের ক্লাব ম্যানচেস্টার সিটিতে। নতুন মৌসুমে ম্যানসিটির হয়ে এখন পর্যন্ত ৬টি ম্যাচে জার্সি জড়িয়েছেন দোনারুম্মা।
আরও পড়ুন
লিভারপুলের বিপক্ষে ফেরার অপেক্ষায় আর্নল্ড |
![]() |
প্রস্থান–প্রত্যাবর্তনের এই বাঁকে দোনারুম্মার জানা, কোন লিগ কেমন, কী প্রকৃতি–ধরণ। প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে চার ম্যাচের দুটিতে ক্লিনশিট রাখা এই তারকা গোলকিপার বলেছেন, সিরি’আ লিগ অন্য লিগগুলোর চেয়ে কোনো অংশে কম নয়।
চলতি মৌসুমের শুরুতে পিএসজি থেকে ম্যানসিটিতে যোগ দেওয়া দোনারুম্মা বলেন, ‘আমি বিভিন্ন লিগ থেকে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছি—লিগ আঁ থেকে প্রিমিয়ার লিগ পর্যন্ত। আমি মনে করি, অভিজ্ঞতা নেওয়ার দিক থেকে কোনো লিগই পিছিয়ে নেই।’
ইংলিশ ফুটবল নিয়ে তিনি বলেন, ‘এখানে প্রথম মিনিট থেকে শেষ পর্যন্ত দৌড়ের ওপর থাকতে হয়। সেখানে (সিরি’আয়) সেটা নেই। তবে এটাকে ভালো বা খারাপ বলে মূল্যায়ন করা যাবে না।’
ইংলিশ প্রিমিয়ার লিগ বা লা লিগার তুলনায় সিরি’আ কিছুটা ধীর গতির। তবে পাসিং, পজিশনিং ও রক্ষণ থেকে আক্রমণে রূপান্তর এখানে হয় অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে। সিরি’আ লিগের দর্শনটা হলো— ‘জেতাই আসল, গোল কতটা সুন্দর হলো সেটা নয়।’
২৬ বছর বয়সী দোনারুম্মা সিটির হয়ে এখন পর্যন্ত ৬টি ম্যাচে গোলপোস্টের নিচে দাঁড়িয়েছেন। এর মধ্যে চারটি প্রিমিয়ার লিগে, যেখানে দুটি গোল হজমের বিপরীতে দুটি ম্যাচে রেখেছেন ক্লিনশিট। এমনকি জাতীয় দলের হয়েও সর্বশেষ ম্যাচে ক্লিনশিট রেখেছেন তিনি।
এই মুহূর্তে দোনারুম্মার লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ। ২০১৬ সালে দেশের জার্সিতে বিশ্বমঞ্চে অভিষেক হয়েছিল তাঁর। আগামী বিশ্বকাপে টিকিট নিশ্চিত করতে গ্রুপ পর্ব পেরোতে হবে আজ্জুরিদের। বাছাই পর্বে এখন পর্যন্ত ইতালি ভালোভাবেই এগোচ্ছে। প্রথম ম্যাচে নরওয়েকে ৩–০ ব্যবধানে হারিয়েছে তারা।
আরও পড়ুন
বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার স্পন্সর ওয়ালটন |
![]() |
দোনারুম্মা বলেন, ‘জাতীয় দল পরের বিশ্বকাপে খেলবেই—এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই।’
তিনি আরও যোগ করেন, ‘অতীতের শিক্ষা তখনই অর্থবহ, যখন তুমি তা গ্রহণ করো। আমরা কাউকে হালকাভাবে নেব না, কাউকে ছোট করে দেখব না—ওটা অর্থহীন হবে।’ তবে দোনারুম্মার বিশ্বাস, ‘প্লে–অফ’ শব্দটা ইতালিকে ভয় দেখায় না। তাঁর ভাষায়, ‘নতুন ইতালি দলটা ঐক্যবদ্ধ। এটা কাজে লাগিয়ে আমরা সফল হব—এ ব্যাপারে আমি নিশ্চিত।’
এল ক্লাসিকোর আগে চিন্তা বাড়ল রিয়াল মাদ্রিদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ডিফেন্ডার ডিন হুইসেনের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ গণমাধ্যম এএস।
৪ অক্টোবর ভিয়ারিয়াল ম্যাচে বাঁ পায়ের পেশিতে চোট পান হুইসেন। প্রাথমিকভাবে গুরুতর মনে না হলেও পরে ধরা পড়ে, তাঁর বাঁ-পায়ের মাংসপেশিতে হালকা ছিঁড় ধরেছে। চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে বুলগেরিয়া ও জর্জিয়ার বিপক্ষে খেলতে পারেননি এই তারকা।
আগামী রোববার গেতাফের বিপক্ষে ম্যাচেও মাঠে নামতে পারবেন না হুইসেন। এল ক্লাসিকোর বাকি আর ৯ দিন, তার আগে এই ডিফেন্ডারকে নিয়ে ঝুঁকি নিতে চায় না মাদ্রিদের ক্লাবটি।
আরও পড়ুন
লিভারপুলের বিপক্ষে ফেরার অপেক্ষায় আর্নল্ড |
![]() |
হুইসেন যদি সময়মতো ফিট না হতে পারেন, তাহলে কোচ জাবি আলোনসো সেন্টার ব্যাকে এদার মিলিতাওয়ের সঙ্গে খেলাতে পারেন আসেনসিওকে। বর্তমানে একাদশে জায়গা পাওয়ার দৌড়ে তিনি ডেভিড আলাবার চেয়ে এগিয়ে আছেন।
চলতি মৌসুমে রিয়ালের হয়ে এখন পর্যন্ত ১২ ম্যাচে মাঠে নেমেছেন হুইসেন। এর মধ্যে লা লিগায় সাত চ্যাম্পিয়নস লিগে দুটি ম্যাচ খেলেছেন, মাঠে ছিলেন ৭৫১ মিনিট। ফলে এল ক্লাসিকোর মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর অনুপস্থিতি রিয়ালের জন্য বড় ক্ষতি হতে পারে।
আগামী ২৫ অক্টোবর রিয়াল নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।
এএফসি বিশ্বকাপ বাছাইপর্বের চতুর্থ রাউন্ডে সৌদি আরব ও ইরাকের কাছে হেরে শেষ হয় ইন্দোনেশিয়ার বিশ্বকাপে ওঠার স্বপ্ন। দলকে বিশ্বকাপে তুলতে ব্যর্থ হয়ে চাকরি ছাড়লেন কোচ প্যাট্রিক ক্লুয়িভার্ট। মাত্র নয় মাস আগেই জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর শেষ হলো নেদারল্যান্ডস ও বার্সেলোনার সাবেক ফরোয়ার্ডের ইন্দোনেশিয়ার কোচিং অধ্যায়।
ইন্দোনেশিয়া ফুটবল ফেডারেশনের (পেএসএসআই) সঙ্গে পারস্পরিক সমঝতায় দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। এক বিবৃতিতে জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘ ক্লুয়িভার্টের বিদায় নিয়েছেন পারস্পরিক সমঝোতায় সম্পর্ক ছিন্ন করার মাধ্যমে।’
ইন্দোনেশিয়ার ডাগ-আউটের দায়িত্ব ছাড়ার পর আবেগঘন এক বার্তায় ক্লুয়িভার্ট ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেন, ‘এক অবিস্মরণীয় যাত্রা ছিল এটি। যদিও আমরা বিশ্বকাপে জায়গা করে নিতে পারিনি, তবুও আমরা একসাথে যা করেছি, আমি তার জন্য গর্বিত।’
দল বিশ্বকাপের টিকেট কাটতে না পারার দায়ভার কাঁধে নিয়ে তিনি আরও বলেন, ‘সৌদি আরব ও ইরাকের বিপক্ষে হার আমাদের জন্য তিক্ত শিক্ষা ছিল। কিন্তু একইসঙ্গে আমাদের স্বপ্ন কত বড়, সেটাও স্মরণ করিয়ে দেয় এটি। প্রধান কোচ হিসেবে আমি পুরো দায় নিচ্ছি।’
দুই বছরের চুক্তিতে চলতি বছরের জানুয়ারিতে ইন্দোনেশিয়ার দায়িত্ব নেন ক্লুয়িভার্ট। দক্ষিণ কোরিয়ান কোচ শিন তায়ে-ইয়ং-এর স্থলাভিষিক্ত হন তিনি। তার কোচিংয়ে মোট ৮ ম্যাচের ৩টি জয় পায় এশিয়ার দেশটি। হার ৪টিতে এবং একটি ম্যাচ ড্র হয়।
খেলোয়াড়ী জীবনে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর হয়ে খেলেছেন ক্লুয়িভার্ট। আয়াক্সের হয়ে ১৯৯৫ সালে মাত্র ১৮ বছর বয়সে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জয়সূচক গোল করে রাতারাতি তারকাখ্যাতি লাভ করেন তিনি। এরপর খেলেন এসি মিলান, বার্সেলোনা, নিউক্যাসল ইউনাইটেড, ভ্যালেন্সিয়া ও পিএসভি আইন্দহোভেনের মতো ক্লাবে খেলেছেন সাবেক ফরোয়ার্ড। জাতীয় দলের হয়েও তিনি ছিলেন দুর্দান্ত। ডাচদের হয়ে ৭৯ ম্যাচে ৪০ গোল করে দীর্ঘদিন দেশটির সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে ছিলেন।
ক্লুয়িভার্টের কোচিং ক্যারিয়ার খেলোয়াড়ি জীবনের মতো উজ্জ্বল না হলেও ছিল বৈচিত্র্যময়। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত নেদারল্যান্ডস জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেন লুই ফন হালের অধীনে ২০১৬-১৭ সালে ক্যামেরুন জাতীয় দলের সহকারী কোচ হিসেবে আফ্রিকান নেশন্স কাপ (আফকন) জয়ে অবদান রাখেন। একই সময়ে তিনি প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) ফুটবল ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০২০ ও ২০২১ সালে নিজ জন্মস্থান কিউরাকাও জাতীয় দলের অস্থায়ী কোচ হিসেবে দায়িত্ব নেন। এরপর ২০২৩ সালে তুরস্কের ক্লাব আদানা দেমিরস্পোরের প্রধান কোচ হন, তবে মাত্র পাঁচ মাসেই সে অধ্যায় শেষ হয়। সর্বশেষ ২০২৫ সালের জানুয়ারিতে তিনি ইন্দোনেশিয়ার জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন।
অনলাইন ডেস্ক, ঢাকা
রিয়াল মাদ্রিদের ইংলিশ ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড চোট কাটিয়ে আবারও মাঠে ফেরার পথে। হ্যামস্ট্রিং চোটের কারণে গত মাসে মাঠের বাইরে যেতে হয়েছিল তাঁকে। এখন লক্ষ্য—চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগেই সম্পূর্ণ ফিট হয়ে ওঠা।
ডেইলি মিররের প্রতিবেদন অনুযায়ী, আলেকজান্ডার-আর্নল্ডের পুনর্বাসন প্রক্রিয়া ভালোভাবেই এগোচ্ছে। আগামী ৪ নভেম্বর অ্যানফিল্ডে লিভারপুল ম্যাচে তাঁকে দেখা যাওয়ার সম্ভাবনা আছে।
রিয়ালের সামনে লিভারপুল সফরের আগে আরও চারটি ম্যাচ আছে। ২৭ বছর বয়সী এই ইংলিশ ফুলব্যাক আশা করছেন, সেই সময়ের শেষ দিকেই তিনি মাঠে ফিরতে পারবেন। প্রথমে ছয় সপ্তাহের বিশ্রামের পরামর্শ দেওয়া হলেও চার সপ্তাহ পেরোনোর আগেই তিনি অনুশীলনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
গত মাসে মার্শেইয়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচের শুরুতেই চোটে পড়েছিলেন আর্নল্ড। সান্তিয়াগো বার্নাব্যুতে নতুন অধ্যায়টা তাই একেবারেই আশানুরূপ হয়নি তাঁর। রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই শুরুতে জায়গা করে নিয়েছিলেন একাদশে। কিন্তু অধিনায়ক দানি কারভাহাল হাঁটুর চোট থেকে ফিরলে কোচ জাবি আলোনসো আবার তাঁকেই দলে ফেরান। ফলে নিয়মিত খেলার সুযোগ কমে যায় আর্নল্ডের, আর সেটিই তাঁকে সেপ্টেম্বরের ইংল্যান্ড স্কোয়াডের বাইরে রাখে টমাস টুখেল।
এখন আর্নল্ডকে প্রমাণ করতে হবে—তিনি শুধু ফিট নন, ছন্দেও আছেন। কারণ রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ড—দুই দলে জায়গা পেতে হলে নতুন করে যোগ্যতা দেখাতে হবে তাঁকে। নিজ শহর লিভারপুলে ফিরে খেলতে নামা তাঁর জন্য সহজ হবে না। কারণ লিভারপুলের সঙ্গে নতুন চুক্তি না করে রিয়াল মাদ্রিদে যাওয়ার সিদ্ধান্তে অনেক সমর্থক ক্ষুব্ধ। মাত্র ১০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তাঁকে ছেড়ে দেয় লিভারপুল, যাতে তিনি ক্লাব বিশ্বকাপে রিয়ালের হয়ে খেলতে পারেন।
স্প্যানিশ ম্যাগাজিন জিকিউ ইস্পানাকে দেওয়া সাক্ষাৎকারে আর্নল্ড বলেছিলেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি ছিল। লিভারপুলই আমার ঘর—এই ক্লাবই আমাকে গড়ে তুলেছে। কিন্তু তখন মনে হয়েছিল রিয়াল মাদ্রিদই সঠিক পদক্ষেপ। এটা ছিল উচ্চাকাঙ্ক্ষা ও পরিবর্তনের আকাঙ্ক্ষা। নিজেকে নতুন পরিবেশে চ্যালেঞ্জ করতে চেয়েছিলাম। রিয়াল মাদ্রিদের ঐতিহ্য অনস্বীকার্য, তবে তার চেয়েও বেশি আমাকে টেনেছিল নতুন কিছু করার ইচ্ছে।’
অর্নল্ড বলেন, ‘বার্নাব্যুতে খেলা একধরনের পবিত্র অভিজ্ঞতা। এই জার্সির ওজন আপনি অনুভব করতে পারেন, আর সেটাই আপনাকে সর্বস্ব দেওয়ার প্রেরণা দেয়।’
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলের সঙ্গে যুক্ত হলো ইলেকট্রনিক্স ও প্রযুক্তি খাতের ব্র্যান্ড ওয়ালটন। আর্জেন্টিনা দলের অফিশিয়াল আঞ্চলিক পৃষ্ঠপোষক হলো ওয়ালটন। ফলে লিওনেল মেসির দলের সব ধরনের ব্র্যান্ডিং স্বত্ত্ব পেল টেক জায়ান্ট ওয়ালটন।
এখন থেকে ওয়ালটন পণ্যের বিভিন্ন ধরনের ব্র্যান্ডিং কার্যক্রমে দেখা যাবে মেসি-মার্তিনেজদের। শীর্ষ গ্লোবাল ব্র্যান্ড হয়ে ওঠার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রতিষ্ঠানটির।
ওয়ালটন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং ওয়ালটনের মধ্যে পৃষ্ঠপোষক হওয়ার অফিশিয়াল চুক্তি স্বাক্ষর হয়েছে। আগামী এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে তারা।
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ফেসবুক পেজে ওয়ালটনের সঙ্গে এই পার্টনারশিপের ঘোষণা দিয়ে পোস্ট করেছে এএফএ। যেখানে ওয়ালটনের কারখানা ও বিভিন্ন পণ্যের সঙ্গে দেখা গেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারদের। এর আগে অফিশিয়াল ওয়েসবাইটেও অন্যান্য স্পন্সরদের সঙ্গে ওয়ালটনের নাম ও লোগো প্রকাশ করেছে এএফএ।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মাঝে অন্যরকম এক আবেগ কাজ করে। ফলে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে বাংলাদেশের একটি ব্র্যান্ডের সম্পৃক্ততা দেশের ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। আগামী ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার সঙ্গে থাকছে ওয়ালটন।
এএফএ’র সঙ্গে প্রসঙ্গে ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেন,
‘বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ এক উন্মাদনার নাম। বিশ্বকাপ ঘিরে সমর্থকদের মধ্যে দেখা যায় বিপুল উৎসাহ ও উদ্দীপনা। বিশেষ করে বাংলাদেশে লাতিন আমেরিকার ফুটবলের অগণিত ভক্ত-সমর্থক রয়েছেন। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে ওয়ালটনের এই পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশের ফুটবলভক্তদের কাছে আরো সহজে পৌঁছানো সহজ হবে। এর মাধ্যমে আর্জেন্টিনা ফুটবল দলের সঙ্গে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করবে ওয়ালটন।’
ওয়ালটনের লক্ষ্য নিয়ে জোহেব বলেন,
‘আমাদের লক্ষ্য বিশ্ববাসীর কাছে ওয়ালটন তথা বাংলাদেশকে ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্যের হাব হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি ব্র্যান্ডকে বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করা। সেজন্য বিশ্বের শতাধিক দেশে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের লক্ষ্য নিয়ে বৈশ্বিক বাজারে কাজ করছি আমরা। এরই মধ্যে ৫০টিরও বেশি দেশে পরিচালিত হচ্ছে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে শতাধিক দেশে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের লক্ষ্য অর্জনের পথ আরো সুগম হবে। কেননা বিশ্বব্যাপী আর্জেন্টিনা ফুটবল দলের অগণিত ভক্ত রয়েছে।’