
দক্ষিণ আমেরিকার দেশগুলোয় ফুটবলের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এই অঞ্চলে লোকেদের জীবনে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে ফুটবল। খেলার এই জগতে কত রথী-মহারথীর জন্ম দিয়েছে ব্রাজিল-আর্জেন্টিনার মতো দেশ।
ফুটবল পাগল জাতিদের এই খেলা নিয়ে আবেগের যে কোনো সীমা নেই। প্রিয় ফুটবলারদের নিয়ে কত রকম অদ্ভুত কাজই তো করে তারা। এই যেমন কিংবদন্তি পেলে-রোনালদো-রোনালদিনহোর ব্রাজিলের কথাই ধরুন। বিশ্বকাপের সবচেয়ে সফল দেশটির মানুষরা প্রিয় কোনো ফুটবলারকে ভালোবেসে নামের সঙ্গে মিল রেখে প্রায়ই সন্তানের নাম রাখে। তা বর্তমানে সেলেসাওদের কাছে ঠিক কোন ফুটবলারের নাম বেশি পছন্দ ?
সম্প্রতি একটি একটি সমীক্ষা প্রকাশ করেছে ব্রাজিলের ভূগোল ও পরিসংখ্যান সংস্থা (আইবিজিই) । সমীক্ষার ফলটা খানিকটা চমকপ্রদই। ব্রাজিলের মানুষদের কাছে সবচেয়ে জনপ্রিয় নামগুলোর শীর্ষ আছে জুয়ান রোমান রিকেলমে। পরিসংখ্যান অনুযায়ী, আর্জেন্টিনার সাবেক এই ফুটবলারের নামের সঙ্গে মিল রেখে নাম রেখেছে ব্রাজিলে প্রায় ২৫,৯৪২ জন।
বোকা জুনিয়রসের কিংবদন্তি রিকেলমে বর্তমানে আর্জেন্টিনার ক্লাবটির সভাপতি। আর্জেন্টাইন তারকা ব্রাজিলের জনসংখ্যার ০.০১ শতাংশ মানুষকে নামে মিশে আছে। এই নামধারীদের গড় বয়স ১২ বছর।
১৯৯০-এর দশকের শুরু ও শেষের মধ্যে ব্রাজিলে মাত্র ২২৫ জনের নাম রিকেলমে ছিল। কিন্তু ২০০০ থেকে ২০০৯ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২,২২০ জনে। এই সময়টায় রিকেলমে বোকা জুনিয়রসের হয়ে তিনবার কোপা লিবার্তাদোরেস জিতেছেন।
রিকেলমের এই প্রভাব বর্তমানে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমারেরও চেয়ে বেশি। সান্তোসের ‘রাজপুত্রের’ নাম ২,৪৪৩ জনের, যার মধ্যে ৫০ জন নারী। সাম্বা তারকা যখন ২০০৯ সালে সান্তোস ক্লাবে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন, তখন এই সংখ্যা ১০০-এর কম ছিল। ব্রাজিলে নেইমার নামে মানুষের গড় বয়স ১১ বছর।
ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির নামেও মানুষ আছে। এই সংখ্যা অবশ্য মাত্র ৩৬৩ জন । আলবিসেলেস্তাদের আরেক কিংবদন্তি দিয়োগো ম্যারাডোনা নামে আছেন ১২৮ জন।
No posts available.
৬ নভেম্বর ২০২৫, ১:২৫ পিএম

চোট নামক অভিশাপ থেকে যেন মুক্তি মিলছে না বার্সেলোনার। প্রায় প্রতি ম্যাচেই কাতালান ক্লাবটির কোনো ফুটবলার চোটে পড়ছেনই। এই মিছিলের সবশেষ সংযোজন স্প্যানিশ ক্লাবটির ডিফেন্ডার এরিক গার্সিয়া।
চ্যাম্পিয়ন্স লিগে গতকাল রাতে ক্লাব ব্রুজের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করা ম্যাচে নাক ভাঙে গার্সিয়ার। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্ডো দেপোরতিভো’ জানিয়েছে, চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুজের বিপক্ষে ম্যাচের নাটকীয় শেষ মুহূর্তে নাক ভেঙে যাওয়ার পর গার্সিয়াকে নিয়ে ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ হান্সি ফ্লিক।
উত্থান-পতনের ম্যাচের একেবারে শেষ দিকে স্বাগতিক দল ব্রুজের রোমিও ভারম্যান্টের সঙ্গে সংঘর্ষে মাথা লাগিয়ে চোট পান গার্সিয়া। এরপরই সতীর্থ ও চিকিৎসক দলকে নিজের অবস্থার কথা জানান বার্সার ২৪ বছর বয়সী ডিফেন্ডার। মাঠ ছাড়ার সময় ব্যথায় কাতর গার্সিয়া নাকি বলেন, ‘আমার মনে হয় নাকটা ভেঙে গেছে।’
প্রাথমিক মেডিকেল পরীক্ষার পর গার্সিয়ার নাক ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। ধারণা করা হচ্ছে আগামী রোববার লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে তাকে। বেঞ্চে থেকে বদলি হয়ে নামতে পারেন গার্সিয়া, তাতে সুরক্ষামূলক মুখোশ পরে খেলতে হবে স্প্যানিশ ডিফেন্ডারকে।
বার্সার ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন এখনো মাঠের বাইরে আছেন। ডান পায়ের কাফ পেশিতে অস্বস্তি থাকায় আগেই ছিটকে পড়েছিলেন তিনি। তাতে ক্লাবটির রক্ষণের দায়িত্ব সামলাতে হবে রোনাল্ড আরাউহো ও পাও কুবার্সিকে।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল এখন নতুন পরিচয় পেয়েছেন। আয়ারল্যান্ড সিরিজে মেহেদী হাসান মিরাজদের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। অভিজ্ঞতার দিক বিবেচনায় দেশের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের ওপর আস্থা রেখেছে দেশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।
আশরাফুলের প্রথম অ্যাসাইনমেন্ট হবে আয়ারল্যান্ড সিরিজ। অতিথিদের বিপক্ষে দুইটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সিরিজের আগে আজ মিরপুরে নিজের ইচ্ছা, আগ্রহ ও নতুন দায়িত্ব নিয়ে কথা বলেছেন আশরাফুল।
তিনি বলেন, “প্রত্যেক মানুষেরই একটা স্বপ্ন থাকে। ক্রিকেট খেলা শেষ হওয়ার পর আমি সেকেন্ড লাইফ হিসেবে কোচিং করার কথা ভাবেছিলাম। যেহেতু আমার ক্রিকেট জীবনে অনেক ভালো ইনিংস আছে এবং খারাপ ইনিংসও আছে, সেই অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এ কারণেই কোচিংয়ে আসতে চেয়েছি।”
আশরাফুল আরও যোগ করেন, “তিন বছর আগে একটা সুযোগ আসে। আবুধাবিতে লেভেল থ্রি কোচিং কোর্স হচ্ছিল। তখন বুলবুল ভাই আমাকে ফোন দিয়ে বলেন, লেভেল থ্রি কোর্স হবে, তুই চলে আয়। আমি নিজের খরচে গিয়েছিলাম এবং কোর্স সম্পন্ন করেছি।”
নিজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “শেষ দুই বছর রংপুর রাইডার্স আমাকে বড় ব্রেক দিয়েছে গ্লোবাল টি-২০ টুর্নামেন্টে কাজ করার জন্য। সেখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তারপর বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ—এমনকি মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান ইয়ুথের হয়ে কাজ করেছি। পাশাপাশি কয়েকটি একাডেমিতেও কোচিং করেছি।”
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আরও বলেন, “মাঝে মাঝে আবার আমি ক্রিকেটও খেলতাম, আসলে খেলাটা এত ভালো করি যে ছাড়তে পারছিলাম না। ইংল্যান্ডে শেষ দুই বছর ক্রিকেটও খেলেছি। সবার একটা স্বপ্ন থাকে দেশের হয়ে কাজ করার। যেহেতু আমি ক্রিকেটের মানুষ, আজ বিসিবি আমাকে আয়ারল্যান্ড সিরিজে কাজ করার সুযোগ দিয়েছে। তাই টিমটাকে দেখতে চাই।”
আশরাফুল বলেন, “যখন খেলতাম তখনও স্বপ্ন দেখতাম, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হব, ভালো কিছু করব। এখন কোচিং লাইনে থাকায়, আমার ইচ্ছা আমাদের ব্যাটসম্যানরা প্রত্যেক সেকেন্ড ইনিংসে বড় বড় রান করবে। এটাই আমার লক্ষ্য।”

বার্সেলোনার আঁতুড় ঘর লা মাসিয়া থেকে গড়ে ওঠা মেসি বিশ্ব ফুটবলে অনন্য রত্ন । লা লিগা, ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ, কোপা দেল রে—সবই জিতেছেন বার্সার জার্সিতে। সর্বোচ্চ ব্যালন ডি’অর জয়েও আর্শিবাদ বার্সেলোনা।
মেসির মতোই লা মাসিয়ার সৃষ্টি লামিন ইয়ামাল। বার্সেলোনার ইতিহাসে সর্বনিম্ন বয়সে অভিষেক, গোল—সবক্ষেত্রেই জড়িয়ে আছে স্পেন তরুণের নাম। ক্লাবের জার্সিতে লা লিগা ও কোপা দেল রে জয়ী ইয়ামাল ২০২৫ ব্যালন ডি’অরের তালিকায় দুই নম্বরে ছিলেন।
এই পজিশনে খেলা কিংবা অগ্রগতি—বলা চলে মেসির ছায়া ধরে হাঁটছেন ইয়ামাল। ফুটবল বিশ্লেষকরা মনে করেন, একসময় আর্জেন্টাইন ফরোয়ার্ডের পর্যায়ে চলে যাবেন ইয়ামাল। যদিও স্পেনের ১৮ বছর বয়সী তারকা মনে করেন, তিনি নিজেকে মেসির সঙ্গে তুলনা করতে চান না।
গতকার ক্লাব ব্রুগের বিপক্ষে ম্যাচ শেষে মেসির প্রতি সম্মান রেখে ইয়ামাল বলেন,
“আমি নিজেকে মেসির সঙ্গে তুলনা করতে চাই না। তার স্কোর হাজারের কাছাকাছি। আমি আমার পথ ধরেই ছুটবো। আশা করি অনেক গোল পাবো।”
নিজের গোল নিয়ে তিনি বলেন,
“আমি চেষ্টা করি সর্বোচ্চটা দেওয়ার। আক্রমণটা খুব দ্রুত ঘটলো, আর ফেরমিন আমাকে সুন্দর একটি ফ্লিকে বল হাতে দিল। আমি সেটি নিয়ন্ত্রণ করেছি এবং শেষ করেছি।”

ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের বুধবার রাত বার্সেলোনার জন্য মোটেও সুখকর হয়নি। ক্লাব ব্রুগের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচে হারলেও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন লামিন ইয়ামাল। লা লিগায় এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল না পেলেও পরের দুই ম্যাচে সক্ষমতা দেখান স্পেন ফরোয়ার্ড।
গতকাল ব্রুগের বিপক্ষে ম্যাচ শেষে সম্প্রচার চ্যানেলকে ইয়ামাল জানিয়েছেন, তার ইনজুরি নিয়ে অনেক মিথ্যাচার হচ্ছে। তিনি একদমই ঠিক আছেন। বরং ওসব মিথ্যাচারে কষ্ট পেয়েছেন তিনি।
হ্যান্সি ফ্লিক ১৮ বছর বয়সী স্প্যানিশ এই খেলোয়াড়কে নিয়ে বলেছিলেন,
“ইয়ামাল এখনো পুরোপুরি ঠিক হয়নি। তবে ব্রুগের বিপক্ষে সহজাত খেলা উপহার দিয়েছেন।”
এ বিষয়ে ইয়ামাল মন্তব্য করেন,
“আমি ভালো আছি। একদমই ঠিক আছি। অনেকেই আমার ইনজুরি নিয়ে কথা বলেছে। বিষয়টি আমাকে দুঃখ দিয়েছে। আমি বলবো, এ সবই মিথ্যা। নিজেকে একটি লেভেলে আনা পর্যন্ত আমি অনেক পরিশ্রম করে যেতে চাই।”
ইয়ামালের ধারাবাহিক পারফরম্যান্সে খুশি ফ্লিক। সবশেষ টানা দুই ম্যাচে গোল পেয়েছেন বার্সা তরুণ ফরোয়ার্ড। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন,
“ইয়ামাল তাঁর লেভেলে ফিরেছে। এ নিয়ে আমি খুশি। তবে যেমন আমি বলেছি, আমরা জানি না আগামীকাল কি হবে; আমরা জানি না পরের রবিবারে কী ঘটবে।”
ফ্লিক মনে করেন, সবচেয়ে জরুরি হলো নিজেকে মানিয়ে নেওয়া। তিনি বলেন,
“যদি সে (ইয়ামাল) এটি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে, আশা করা যায় সমস্যা কমে যাবে। তবে এই পরিস্থিতিতে কখন তা ঠিক হবে বলা সহজ নয়।”

আগামী বছর জুনে বসছে বিশ্বফুটবলের সবচেয়ে বড় মহারণ। ৪৮ দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে ফিফা বিশ্বকাপের ২৬তম আসর। তার আগে, আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে ‘ড্র’ অনুষ্ঠিত হবে। যেখানে সমাজে শান্তি প্রতিষ্ঠা ও বিশেষ অবদানের জন্য পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে। পুরস্কারের নামকরণ করা হয়েছে ফিফা শান্তি পুরস্কার।
বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও সমাজে বিশেষ অবদানের জন্য এই পুরস্কারের ঘোষণা করেছে ফিফা। এখন থেকে প্রতি বছরই ফিফা শান্তি পুরস্কার দেওয়া হবে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যমগুলোর দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে উঠতে যাচ্ছে ফিফার বিশেষ এই পুরস্কার।
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর। এছাড়া, ২৬তম বিশ্বকাপের প্রধান আয়োজক যুক্তরাষ্ট্র হওয়ায় এই বিষয়টি আরও আলোচনার জন্ম দিয়েছে। তবে ইনফান্তিনো স্পষ্ট করেছেন, কে প্রথম পুরস্কারপ্রাপ্ত হবেন তা ৫ ডিসেম্বরই জানা যাবে।
মিয়ামিতে বুধবার আমেরিকা বিজনেস ফোরামে বক্তব্য দেওয়ার সময় ইনফান্তিনো বলেন,
“বিশ্ব বর্তমানে বিভক্ত। যারা সমাজের জন্য কাজ করছে, তাদের স্বীকৃতি দেওয়া খুবই দরকার। এমন চিন্তাভাবনায় আমাদের এই উদ্যোগ।”
ড্র অনুষ্ঠানে পুরস্কার দেওয়ার প্রসঙ্গে তিনি আরও বলেন,
“এটাই সঠিক প্ল্যাটফর্ম যেখানে শান্তির জন্য কাজ করা কাউকে পুরস্কৃত করা যেতে পারে। শান্তি প্রতিষ্ঠায় ফুটবল কিছুটা সাহায্য করে, কিন্তু সত্যিকারের শান্তি প্রতিষ্ঠার জন্য দরকার যোগ্য নেতৃত্ব।”
এ সময় ট্রাম্পের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে ইনফান্তিনো বলেন,
“প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে, যাকে আমি সত্যিই ঘনিষ্ঠ বন্ধু মনে করি। তবে অবশ্যই তিনি বিশ্বকাপ সম্পর্কিত আমাদের প্রতিটি কাজে খুব সাহায্য করেছেন।”
ফিফা সম্প্রতি ট্রাম্পের সঙ্গে আরও একটি সম্পর্ক জুড়েছে। তাঁর কন্যা ইভাঙ্কাকে ১০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি শিক্ষা প্রকল্পের বোর্ডে নিযুক্ত করা হয়েছে। এই প্রকল্পের কিছু অর্থ ২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রির তহবিল থেকে নেওয়া হয়েছে।