ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে শতভাগ জয়ের ধারা অব্যাহত রাখল ইংল্যান্ড। ফিফা র্যাঙ্কিংয়ের ১৭৪ নম্বরে থাকা অ্যান্ডোরাকে ২-০ গোলে হারাল ১৯৬৬ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।
এনিয়ে বিশ্বকাপ বাছাইয়ে টানা ৩৫ ম্যাচে অপরাজিত রইল ইংল্যান্ড। ২০০৯ সালের অক্টোবরে সবশেষ ১-০ গোলে হেরেছিল তারা। এরপর ১৬ বছর ও ৩৫ ম্যাচে তাদের জয় ২৭টি আর ড্র বাকি ৮টি।
ঘরের মাঠ ভিলা পার্কে দুই দলের র্যাংকিং বা শক্তি-সামর্থ্যের পার্থক্য বেশ ভালোভাবেই বুঝিয়ে দেয় ইংল্যান্ড। ম্যাচে প্রায় ৮৩ শতাংশ সময় বলের দখল ছিল তাদের কাছে।
গোলের জন্য সব মিলিয়ে ১১টি শট করে টমাস টুখেলের দল। এর মধ্যে জাল বরাবর ছিল ৭টি। বিপরীতে অ্যান্ডোরার দুই শটের একটিও লক্ষ্যে ছিল না। তাই বেকার সময়ই কাটে ইংলিশ গোলরক্ষকের।
তবে মাঠের পারফরম্যান্সের দাপট ঠিক প্রতিফলিত হয়নি ম্যাচের স্কোরলাইনে। প্রথমার্ধে তো নিজেরা গোলই করতে পারেনি ইংল্যান্ড।
এই ম্যাচের আগে প্রথমবার ইংল্যান্ড জাতীয় দলের স্কোয়াডে ডাক পান জেড স্পেন্স। প্রথম মুসলিম ফুটবলার হিসেবে ইংল্যান্ডের হয়ে অভিষেকের অপেক্ষায় ছিলেন তিনি।
তবে ম্যাচের শুরুর একাদশ বা বদলি হিসেবেও নামার সুযোগ পাননি স্পেন্স। তাই অপেক্ষা বাড়ল ২৫ বছর বয়সী এই ফুল ব্যাকের। সার্বিয়ার বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে তাকিয়ে স্পেন্স।
অ্যান্ডোরার বিপক্ষে ইংল্যান্ড লিড পায় নিজেদের সৌভাগ্যের সুবাদে। ম্যাচের ২৫ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন অ্যান্ডোরার ডিফেন্ডার গার্সিয়া।
পরে দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন ডেক্লান রাইস। এর আগে-পরে অনেক চেষ্টা করেও জালের দেখা পাননি হ্যারি কেইন, মার্কাস র্যাশফোর্ডরা। তবে জিততে কোনো অসুবিধা হয়নি।
বাছাইয়ের ‘কে’ গ্রুপে ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই ইংল্যান্ড। পাঁচ ম্যাচে জয়হীন অ্যান্ডোরার অবস্থান পাঁচ দলের মধ্যে তলানিতে।
আগামী মঙ্গলবার রাতে সার্বিয়ার মাঠে খেলতে যাবে ইংল্যান্ড।
No posts available.
ইয়েমেনের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে অপ্রীতিকর আচরণের জন্য বেশ সমালোচনা শুনতে হয় ফাহামিদুল ইসলামকে। আজ সিঙ্গাপুরের বিপক্ষে দারুণ এক গোলে সেটি ছাপিয়ে গেছেন তিনি। তবে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেও সন্তুষ্ট নন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
বাংলাদেশ সিনিয়র ও অনূর্ধ্ব-২৩ দলের হয়ে প্রথম তিনটি ম্যাচে গোল পাননি ফাহামিদুল। আজ সেই গেরোও কাটলেন। ভিয়েতনামে তিন ম্যাচের প্রথম দুটিতে হেরে বাছাইপর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ।
শেষ ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারায় বাংলাদেশ। ৭০ মিনিটে ডেডলক ভাঙ্গেন ফাহামিদুল। ম্যাচ শেষে বলেছেন,
'ভালো লাগছে, তবে আমি খুশি নই, কারণ আমরা কোয়ালিফাই করতে পারিনি। এটা আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই দলের সেটা (মূল পর্বে খেলা) প্রাপ্য ছিল। আমরা সত্যিই কঠোর পরিশ্রম করেছি।'
আরও পড়ুন
এশিয়া কাপ শুরুর আগে সূচি নিয়ে অসন্তোষ |
![]() |
এ প্রতিযোগিতা সামনে রেখে ১ আগস্ট থেকে ঢাকায় ক্যাম্প শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। বাহারাইনেও ১২ দিনের ক্যাম্পের পাশাপাশি দেশটির অনূর্ধ-২৩ দলের সঙ্গে দুটি ম্যাচ খেলে তারা। ফাহমিদুল বলেন,
'এই দল ৪০ দিন আগে থেকে অনুশীলন শুরু করেছে, তাই জয়টা প্রাপ্য ছিল। দুর্ভাগ্যবশত আমরা কোয়ালিফাই করতে পারিনি, তবে এটা খেলারই অংশ, তাই ইনশাআল্লাহ পরের বার হবে।’
আগের দুই ম্যাচে হারের কারণ হিসেবে ফাহামিদুল বলেন,
'প্রথম ম্যাচে আমাদের পরিকল্পনা সফল হয়নি। তাই ভিয়েতনামের বিপক্ষে আমাদের ভুগতে হয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে ইয়েমেনের বিপক্ষে জয় আমাদের প্রাপ্য ছিল। দুর্ভাগ্যবশত আমরা পাইনি। আর এই ম্যাচে আমরা দেখিয়েছি যে আমরা উন্নতি করেছি।’
বাছাই টুর্নামেন্টে 'সি' গ্রুপ থেকে ৩ ম্যাচ খেলে ৩ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। টেবিলের তিন থেকে আরও একটি হতাশাজনক প্রতিযোগিতার ইতি টানলো অনূর্ধ্ব-২৩ দল। এশিয়ান কাপ বাছাইয়ে এই গ্রুপ থেকে কোয়ালিফাই করেছে স্বাগতিক ভিয়েতনাম। সুযোগ আছে ইয়েমেনের সামনেও।
আন্তর্জাতিক বিরতিতে চোট পেয়ে উসমান দেম্বেলের ছিটকে যাওয়াকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে আছে পিএসজি ও ফ্রান্স জাতীয় দল। ফরাসি ক্লাবটির দাবি, জাতীয় দলের অসাবধানতার কারণেই চোটের শিকার হয়েছেন এই তারকা ফরোয়ার্ড। তবে সেটা নাকচ করে দিয়েছেন দিদিয়ে দেশম। তার মতে, দেম্বেলে আঘাত পাওয়ায় তাদের কোনো দায় নেই।
ইউক্রেনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে ফ্রান্সের ২-০ গোলে জয়ের ম্যাচে হামস্ট্রিংয়ে চোট নিয়ে মাঠ ছাড়েন দেম্বেলে। একই ম্যাচে তার পিএসজি সতীর্থ দেজিয়ে দুয়ে পায়ের চোটে ছিটকে যান। এরপর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে পিএসজি ফরাসি ফুটবল ফেডারেশন-এর (এফএফএফ) বিরুদ্ধে এই দুজনের ব্যাপারে তাদের মেডিকেল সতর্কতা উপেক্ষা করার অভিযোগ আনে।
আরও পড়ুন
নিয়মরক্ষার ম্যাচে ফাহমিদুল-মোরছালিনদের বড় জয় |
![]() |
সোমবার সংবাদ সম্মেলনে দেশম অবশ্য পিএসজি এবং ফ্রান্স জাতীয় দলের মধ্যে দ্বন্দ্বের খবরটি প্রত্যাখ্যান করেন
“এটা দুজন পিএসজি খেলোয়াড়ের ব্যাপার। পিএসজি কিন্তু আমাদের প্রতিপক্ষ নয়, কোনো ক্লাব কখনো আমাদের প্রতিপক্ষও হয়নি। আমি নিজেও সেই অভিজ্ঞতা পার করে এসেছি। আগামীকাল আমাদের একমাত্র প্রতিপক্ষ আইসল্যান্ড, আর কেউ নয়।”
চোট থেকে সেরে উঠতে দেম্বেলের কমপক্ষে ছয় সপ্তাহ বিশ্রাম দরকার হবে বলেই খবর ফরাসি সংবাদমাধ্যমে। আর দুয়েকে প্রায় চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। ফলে দুজনেরই আগামী ১ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
৯ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪৭ পিএম
দুই দলের জন্যই ম্যাচটা ছিল নিয়মরক্ষার; তারপরও শেষটা জয়ে রাঙানোর প্রত্যয় ছিল বাংলাদেশ ও সিঙ্গাপুরের। নিরুত্তাপ ম্যাচের শুরুটাও হলো ম্যাড়মেড়ে। না ছিল প্রতিদ্বন্দ্বিতা, না ছিল জশ। তবে বাংলাদেশ সব আকর্ষণ জমিয়ে রাখে শেষের জন্য। মোরছালিন ও ফাহামিদুল ইসলামদের ঝলকে জয় দিয়ে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে শেষটা সুন্দর করল লাল-সবুজ দলের প্রতিনিধিরা।
বাছাইয়ের শেষ ম্যাচে আজ ভিয়েতনামের ভিয়েত ট্রাই স্টেডিয়ামে বাংলাদেশকে মোকাবিলা করে সিঙ্গাপুর। খেলায় ৪-১ গোলে জয় পেয়েছে কোচ সাইফুল বারী টিটুর দল। তিন খেলায় তিন পয়েন্ট নিয়ে প্রতিযোগিতা শেষ করল বাংলাদেশ।
প্রথম ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে ২-০ এবং পরের ম্যাচে ইয়েমেনের কাছে ১-০ গোলে হারে বাংলাদেশ। আজকের জয়ে একটা খরা কাটায় লাল সবুজ জার্সিধারীরা। সাত ম্যাচ পর জয়ের দেখা পেল অনূর্ধ্ব-২৩ দল।
এই ম্যাচের আগে খেলা ২০ ম্যাচের ১৮টিতে হার এবং একটিতে জয়, একটিতে ড্র ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের। সর্বশেষ জয় ছিল ২০২০ সালের এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে, শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ গোলে।
৭০ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। শেখ মোরছালিনের কাছ থেকে বল পেয়ে সামনে আরেকটু এগিয়ে বক্সের সামনে থেকে নিচু শটে জাল কাঁপান ফাহামিদুল ইসলাম। বাঁদিকে ঝাঁপিয়ে বলের নাগাল পাননি সিঙ্গাপুরের গোলকিপার আইজিল ইয়াজিদ। ডান কোনা দিয়ে বল গড়িয়ে খুঁজে নেয় জাল।
গেল জুনে ঘরের মাঠে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে অভিষেক ফাহামিদুলের। এরপর ১০ জুন জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে খেলেন সিঙ্গাপুরের বিপক্ষে। সেই সিঙ্গাপুরের বিপক্ষেই আজ লাল সবুজের জার্সিতে প্রথম গোলের দেখা পেলেন ইতালির সিরি'ডি-তে খেলা ১৯ বছর বয়সি ফুটবলার।
আগের ম্যাচে মাঠে অপ্রীতিকর আচরণের জন্য সমালোচনা হয় ফাহামিদুলকে নিয়ে। পরের ম্যাচে গোল করে তারই জবাব দিলেন তিনি। এই ম্যাচে তাকে শুরুতে নামানিন কোচ, দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেই খেলায় ছন্দ ফেরাতে অবদান রাখেন, আর শেষে তো দলের জয়েই বড় অবদান রাখলেন এই তরুণ ফরোয়ার্ড। এই ম্যাচে শেষ দিকে বদলি হিসেবে নামানো হয় কিউবা মিচেলকে।
৭২ মিনিটে লিড দ্বিগুণ করেন আল আমিন। নিজেদের অর্ধ থেকে লং পাস দেন জাহিদ হাসান শান্ত। পায়ে বল নিয়ে প্রতিপক্ষকে কোনো সুযোগ দেননি জাতীয় দলের ফরোয়ার্ড আল আমিন; ডানপ্রান্ত দিয়ে বক্সে ঢুকেই আড়াআড়ি শটে দূরের পোস্ট কাঁপান তিনি। প্রতিপক্ষের দুই ডিফেন্ডার চেষ্টা করেও আটকাতে পারেননি আল আমিনের শট।
৮০ মিনিটে দলের লিড ৩-০ করেন মহসিন আহমেদ। দুই মিনিট পর দৃষ্টিনন্দন গোল করেন মোরছালিন। মাঝ মাঠ থেকে বল নিয়ে সামনে কয়েকজনকে কাটান আবাহনী তারকা, এরপর দারুণ শটে লক্ষ্যভেদ করেন। ইনজুরি সময়ের প্রথম মিনিটে এক গোল পরিশোধ করে সিঙ্গাপুর।
লাতিন অঞ্চলের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল বুধবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ইস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামের ম্যাচটিতে আলবিসেলেস্তাদের একাদশে থাকবেন না লিওনেল মেসি। টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় ক্রিস্টিয়ান রোমেরোও পড়েছেন ছিটকে।
মেসির অনুপস্থিতির ব্যাপারটা অনুমেয় ছিল। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন জাদুকর নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, ঘরের মাঠে এখানেই পথ চলা শেষ তার। এখন প্রয়োজন একটু বিশ্রাম। তাই ক্যাম্পে অংশ না নিয়েই ইন্টার মিয়ামিতে ছুটে গেছেন তিনি।
কোচ লিওনেল স্কালোনির সঙ্গে কথা বলেই বিশ্রামের সিদ্ধান্ত নেন মেসি। একুয়েডর গিয়ে খেলার ঝক্কি থেকে মুক্তি পেতেও এমন সিদ্ধান্ত নিতে পারেন তিনি। তাছাড়া মেজর লিগ সকারে শেষ মুহূর্তের সব ধরণের শঙ্কা এড়াতে চেয়েছিলেন মেসি। আর টটেনহাম হটস্পারের ডিফেন্ডার রোমেরোর ব্যাপারটি টানা দুই হলুদ কার্ড।
আরও পড়ুন
বিশাল হারের পর চাকরি হারালেন রোনালদোদের সাবেক কোচ |
![]() |
মেসি ও রোমেরোর অনুপস্থিতে ইকুয়েডরের বিপক্ষে শুরুর একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে। লাউতারো মার্টিনেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও লিওনার্দো বালেরদির খেলা অনেকাংশে নিশ্চিত। লাউতারো ভেনেজুয়েলার বিপক্ষে বেঞ্চ থেকে নেমেই গোলের দেখা পান। আর লিভারপুলের মিডফিল্ডার অ্যালিস্টার ম্যাচটিতে মাঠে নামার সুযোগ পাননি। ইংল্যান্ড থেকে দেরিতে দলের সঙ্গে যোগ দেয়ায় এবং সদ্যই পেশির চোট থেকে সেরে ওঠায় তাকে মাঠে নামানোর ঝুঁকি নেননি স্কালোনি।
একাদশে মেসি না থাকায় ফ্রাঙ্কো মাস্তানতুনোর শুরুর একাদশে সুযোগ না মিলতে পারে। এক্ষেত্রে হুলিয়ান আলভারেজ লাউতারোর সঙ্গে জুটি বাঁধবেন, নাকি স্কালোনি আবারও একক নাম্বার-৯ এর উপর নির্ভর করবেন-সে জন্য অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত। আর নিকোলাস গঞ্জালেস তো নতুন মৌসুমে দুর্দান্ত প্রতাপে উড়ছেন। ভালো সূচনা এনে দিচ্ছেন প্রায়ই। একই সঙ্গে স্কালোনির আস্থাভাজন হওয়ায় বাছাইপর্বে আর্জেন্টিনার বিদায়ী ম্যাচে তাকেও শুরুর একাদশে দেখা যেতে পারে।
তবে সব পথ মাড়িয়ে শেষ সুন্দরের ব্যাপারে মনোযোগ স্কালোনির। একুয়েডরের বিপক্ষে ম্যাচের আগে বলেছেন সে কথাও। একাদশ কিংবা প্রতিপক্ষ; এসব নিয়ে মোটেও ভাবতে চান না আর্জেন্টাইন কোচ। অতীতে ১৮ বার মুখোমুখি হওয়া একুয়েডরের বিপক্ষে জয় নিয়েই ভাবনা তার। বলেছেন, ‘আমি কেবল পরবর্তী পদক্ষেপেই মনোযোগ দিই, খুব বেশি আগাম ভাবার মানুষ আমি নই। ;
আরও পড়ুন
নাটকীয় জয়ে ইতালির লড়াকু মানসিকতায় খুশি গাত্তুসো |
![]() |
আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে মাঠে গড়াবে ফিফা বিশ্বকাপ। লাতিন আমেরিকা অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ১৭ ম্যাচে ১২ জয় ও ২ ড্রয়ের বিপরীতে মেসিদের হার ৩টি। ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ইকুয়েডর ২৬ পয়েন্ট নিয়ে চারে।
সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাউয়েল মোলিনা, লেওনার্দো বালাদির, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, লিয়ানদ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, ফ্রাংঙ্কো মাস্তানতুনো, লাওতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ ।
আইসল্যান্ডের কাছে ৫-০ গোলে পরাজয়ের বড় খেসারত দিতে হল ফার্নান্দো সান্তোসেকে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বড় হারের জের ধরে পর্তুগিজ এই কোচকে গত সোমবার ছাঁটাই করেছে আজারবাইজান ফুটবল ফেডারেশন (এএফএফএ)
এর মধ্য দিয়ে ১৭ মাসেই শেস হয় সান্তোসের আজারবাইজান জাতীয় দলের কোচ হিসেবে পথচলা। গত বছরের জুনে তিনি দলটির কোচ হয়েছিলেন। তার অধীনে ১১ ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি আজারবাইজান। সাবকে পর্তুগাল কোচের সময়ে তারা হেরেছে ৯ ম্যাচে।
এএফএফএ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সাথে সান্তোসের চুক্তি পারস্পরিক সম্মতির ভিত্তিতে বাতিল করা হয়েছে।
আজারবাইজানের ডাগআউটে হতাশাজনক অধ্যায়ের আগে পোল্যান্ড জাতীয় দলের কোচ হিসেবেও সময়টা ভালো যায়নি সান্তোসের। ২০২২ বিশ্বকাপে পর দায়িত্ব নেওয়ার আট মাসের মধ্যে বরখাস্ত হন তিনি।
তার আগে পর্তুগাল জাতীয় দলের কোচ হিসেবে তিনি কাটান ক্যারিয়ারের সেরা সময়। তার হাত ধরেই ২০১৬ সালে ক্রিস্তিয়ানো রোনালদোরা জেতেন ইউরো ২০১৬ শিরোপা। এছাড়াও স্বাদ পান ইউয়েফা নেশন্স লিগ জয়েরও।