
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মুখে কুলুপ এঁটে রাখলেন ভারতের কোচ খালিদ জামিল এবং সঙ্গে আসা তৃতীয় গোলকিপার সাহিল পুনিয়া। সাংবাদিকদের সব প্রশ্নে দুই-এক লাইনে উত্তর দেবেন—এটাই যেন তাঁদের পণ।
সেখানে ব্যাতিক্রম বাংলাদেশ দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া। প্রায় ৩০ মিনিট দৈর্ঘ্যের সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তর দিলেন মন খুলে।
দুই দলের প্র্যাকটিসেও ভিন্নতা। আগামীকাল ম্যাচ শুরু রাত ৮টায়। ভেন্যু পল্টনের জাতীয় স্টেডিয়ামে এদিন স্বাগতিক দল ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করেছে। সূর্য উদয়ের কিছু সময় পর অতিথিরা শেষ মুহূর্তের অনুশীলন করেছে, যা ম্যাচ শুরুর প্রায় ৩৬ ঘন্টা আগে।
হোটেল সোনারগাঁও-এ সংবাদ সম্মেলনে ভারতের হেড কোচ খালিদ জামিল জানান, এটি তাদের রীতি। তিনি বলেন,
‘ম্যাচের আগের দিন এটা আমাদের রীতি। সকালেই আমরা অনুশীলন করি।’
দুই দলের দুই রীতি হলেও লক্ষ্য এক—আগামীকাল ম্যাচ জিততে মরিয়া বাংলাদেশ ও ভারত। মঙ্গলবারের ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের। চার ম্যাচ খেলে দুই দলের পয়েন্টই সমান—২। ‘সি’ গ্রুপ থেকে দুই দলের হাতে দুটি করে ম্যাচ। শেষ দুই ম্যাচ জিতলে পরের রাউন্ডে যাওয়া না হলেও, পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ী প্রতিযোগিতা শেষ করার সুযোগ থাকবে।
বাংলাদেশের জন্য সুযোগটা দুই দলের হেড-টু-হেড ব্যবধানে কিছুটা বেশি। কারণ প্রতিবেশী দেশের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ জয় পেয়েছিল ২০০৩ সালের সাফে। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর মতিউর মুন্নার গোল্ডেন গোলে জিতেছিল দলটি।
এরপর ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলেছে আরও ১০টি ম্যাচ। ১৪ ম্যাচে হেরেছে তারা, বাকি ৪ ম্যাচে আছে ড্রয়ের ফল। এবার জয়ের লক্ষ্য নিয়েই ডার্বি খেলতে চায় বাংলাদেশ। কোচ হাভিয়ের কাবরেরা বলেন,
‘আমাদের সামর্থ্য আছে, আমরা আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। তাই ভারতের বিপক্ষে জয়ের সুযোগটা নিতে হবে। আমরা আত্মবিশ্বাসী যে কাল তিন পয়েন্ট নিতে পারব।’
ভারত ম্যাচ নিয়ে কোচ কাবরেরা বলেন,
‘এই ম্যাচে অনেক আবেগ জড়িত। ডার্বির আবহটা সবার জন্যই বিশেষ। দলের আবেগ কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেটাই মূল বিষয়। এই ম্যাচের গুরুত্ব আমাদের প্রেরণা দিচ্ছে।’
ভারত ম্যাচ নিয়ে অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন,
‘এটা ইমোশনাল ও হাই-ভোল্টেজ ম্যাচ। জাতীয় দলের জন্য এর পর দীর্ঘ গ্যাপ আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও সাংবাদিকদের জন্যও ইতিবাচক হবে। তাই আমার জন্য ম্যাচটি আবেগপূর্ণ, একই সঙ্গে মস্তিষ্ক ব্যবহার করে খেলতে হবে।’
তিনি যোগ করেন,
‘কালকের ম্যাচে অনেক ফ্রি কিক হবে, হলুদ কার্ড হবে, গালাগালি হবে। তবে আমি এটিকে স্বাভাবিক ম্যাচ হিসেবে ধরব, কারণ আমি এর তাৎপর্য বুঝি।’
বাংলাদেশের উত্তাপ ভালোভাবেই জানেন ভারতের হেড কোচ খালিদ জামিল। তিনি বলেন,
‘এ ম্যাচের গুরুত্ব দুই দলই বোঝে। খেলোয়াড়রা স্বাভাবিকের চেয়ে বেশি মনোযোগী থাকে। বাংলাদেশ দলের একাধিক দুর্দান্ত খেলোয়াড় আছে। আমরা কোনো একজনকে নিয়ে ভাবছি না, ম্যাচ জয়ে ফোকাস করছি।’
ভারত দলের সঙ্গে সফরে রয়েছেন অস্ট্রেলিয়ান প্রবাসী ফুটবলার রায়ান উইলিয়ামস। যদিও তিনি ফিফা ও অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশনের অনুমোদন পাননি। কোচ জামিল বলেন,
‘আমরা দুটো সম্ভাবনার জন্যই প্রস্তুত। যদি সে থাকে—খুব ভালো। না থাকলেও একইভাবে কাজ করব। আমরা এখনও অপেক্ষা করছি।’
No posts available.
২১ নভেম্বর ২০২৫, ৭:১৫ পিএম
২১ নভেম্বর ২০২৫, ১২:১১ পিএম

৩০ আগস্ট মুন্সীগঞ্জ ও মাদারীপুর জেলা ফুটবল দলের ম্যাচ দিয়ে শুরু হয় জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। আগামীকাল শনিবার সিরাজগঞ্জ ও দিনাজপুর জেলা ফুটবল দলের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে প্রতিযোগিতার। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় উঠেছে দল দুটি। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে গড়াবে ফাইনাল। শুরু হবে বেলা ২টা ৪৫ মিনিটে।
১১ নভেম্বর প্রথম সেমিফাইনালে দিনাজপুর ৩-২ গোলে চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে ওঠে। পরের দিন দ্বিতীয় সেমিফাইনালে যশোরকে ২-০ গোলে হারায় সিরাজগঞ্জ। এবার ফাইনালে মুখোমুখি দেশের উত্তরের দুটি জেলা।
আরও পড়ুন
| স্পেনের হয়ে খেলার দ্বারপ্রান্তে ছিলেন মেসি |
|
ফাইনাল উপলক্ষে আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে হয় সংবাদ সম্মেলন। যেখানে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। এছাড়াও ছিলেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য কামরুল হাসান হিল্টন ও শাখাওয়াত হোসেন ভূইয়া শাহিন এবং ফাইনালিস্ট দুই দলে কোচ, অধিনায়ক।
নিজের প্রাথমিক বক্তব্যে দিনাজপুর দলের কোচ শামিম আহমেদ বলেন,
'আমার লক্ষ্য ছিল শুধু সদর না, গ্রাম থেকেও খেলোয়াড় বাছাই করা এবং তাদের নিয়ে দল গঠন করা। আমরা সেই দল নিয়ে ফাইনালে উঠেছি। অবশ্যই সিরাজগঞ্জ আমাদের সামনে শক্ত প্রতিপক্ষ। তবে আমরা শিরোপা জিততে আশাবাদী।'
আরও পড়ুন
| ফুটবলকে বিদায় বললেন ব্রাজিলিয়ান তারকা ফার্নান্দিনহো |
|
এবার জাতীয় চ্যাম্পিয়নশিপের শেষ আট পর্যন্ত খেলাগুলো হয়েছে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। তাতে সুফল দেখেন দিনাজপুর কোচ,
'এটি খুব ভাল দিক ছিল। স্বাগতিক হলে সুবিধা পাওয়া যায়। আবার অ্যাওয়ে গেলে চাপে পড়ে যাই। সেটা ওভারকাম করতে কি করতে হয় তা আমরা শিখেছি। যাইহোক হোম অ্যাওয়ে ভিত্তিতে খেলা হলে ভাল হয়।'
দিনাজপুর দলের অধিনায়ক মাসুদ রানা বলেন,
'আলহামদুলিল্লাহ অনেক ভাল আয়োজন ছিল। বিশেষকরে হোম-অ্যাওয়ে ভিত্তিতে খেলায় আমরা অনেক কিছু শিখেছি।'
নিজ দলের শক্তিমত্তা জানাতে গিয়ে মাসুদ,
'টার্ফে খেলার অভিজ্ঞতা আছে আমাদের দলের। আর ফাইনাল হবে টার্ফে, এটা আমাদের এগিয়ে দেবে।'
আরও পড়ুন
| মেসির ম্যাচ দিয়েই খুলছে ইন্টার মায়ামির স্বপ্নের স্টেডিয়াম |
|
আবার এতদূর এসে শিরোপা ছাড়া ঘরে ফিরতে চায় না সিরাজগঞ্জ। দলের কোচ মাহবুব আলম পিয়াল এদিন সংবাদ সম্মেলনে বলেন,
'৩৯ বছর পর এই প্রথম আমাদের জেলা ফাইনালে উঠেছে। আপনারা জানেন যমুনাঘেষা জেলা আমরা। অনেক কাঠখোড় পুড়িয়ে এসেছি। এখান থেকে শিরোপা হাতে ফিরতে চাই।'
সিরাজগঞ্জ দলে সিনিয়র প্লেয়ার কম। বেশিরভাগই তরুণ। তবে যারা আছে তাঁরা ৯০ মিনিট খেলতে পারবে এবং লড়াই করতে পারবে বিশ্বাস মাহবুব আলমের।
অধিনায়ক মিলন জানান,
'আমাদের টিমে অনেক জুনিয়র খেলোয়াড়। হোম-অ্যাওয়ে ম্যাচ ছিল, জানতাম চ্যালেঞ্জ থাকবে। এখন আমরা ফাইনালে। সবার কাছে দোয়া প্রার্থী। ৮-১০ টা বাস আসবে খেলা দেখার জন্য, সিরাজগঞ্জকে সাপোর্ট দেয়ার জন্য।'
এই ম্যাচের উন্মাদনায় সিরাজগঞ্জে বড় পর্দায় খেলা দেখাবে বলে জানা গেছে।
আরও পড়ুন
| ২৬ মাস পর ফিরছেন পল পগবা |
|
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হ্যাপি বলেছেন,
'দীর্ঘ তিন মাসের জার্নি শেষে আগামীকাল শুরু হচ্ছে ফাইনাল। খেলাটার উদ্দেশ্য ছিল তৃনমুল থেকে খেলোয়াড় সংগ্রহ করা। সুপার সিক্সটিন থেকে এখন পর্যন্ত ৪৩ জন ফুটবলার নজরে রেখেছি। কাল ফাইনাল, এখান থেকে হয়ত আরও কয়েকজন পাবো। এলিট একাডেমির মাধ্যমে তাদের পরিচর্যা করব। দেশের জন্য প্রস্তুত করব।’
ফাইনালে প্রধান অতিথি আসিফ মাহমুদ সজীব ভূইয়া, বিশেষ অতিধি থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম এবং সভাপতিত্ব করবেন বাফুফে প্রেসিডেন্ট তাবিথ আউয়াল।

মেসির জন্ম আর্জেন্টিনায়। তবে ১১ বছর বয়সে স্পেনের নাগরিকত্ব গ্রহণ করেন ফুটবলের এই মহাতারকা। বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায় বেড়ে উঠে কাতালান ক্লাবটির ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ক্যারিয়ারের সেরা সময়ে মেসির বার্সা সতীর্থদের অনেকেই স্পেন দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। চাইলেই তো স্পেন জাতীয় দলের জার্সি বেছে নিতে পারতেন। সুযোগও এসেছিল, এমনকি ‘লা রোজাদের’ হয়ে খেলার দ্বারপ্রান্তেই নাকি ছিলেন বিশ্বচ্যাম্পিয়ন মেসি।
আর্জেন্টিনার হয়ে সবধরনের শিরোপা জয়ের স্বাদই পেয়েছেন মেসি। কোপা আমেরিকা-বিশ্বকাপ-কোপা আমেরিকা, এভাবেই সিরিজ পূর্ণ করেন ইন্টার মায়ামির তারকা। তবে এই গল্পের শুরু তো ২০২১ সাল থেকে। এর আগে আর্জেন্টিনার জার্সিতে কঠিন থেকে কঠিনতর সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে মেসিকে। বিশ্বকাপের ফাইনাল হারের পর টানা দুই কোপা আমেরিকার ফাইনাল থেকে খালি হাতে ফেরার যন্ত্রণা বয়ে বেড়াতে হয়েছে অনেকদিন।
অবশ্য এসব অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়াই হতো না মেসির। যদি স্পেন জাতীয় দলের হয়ে খেলতেন রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী। বার্সেলোনায় পাড়ি জমানোর পর মেসির মতো অনন্য প্রতিভাকে ছিনিয়ে নেওয়ার দারুণ সুযোগ এসেছিল স্পেনের।
সম্প্রতি আর্জেন্টিনায় ‘ওলে সামিট-২০২৫’-এ মেসিকে নিয়ে স্মৃতিচারণ করেন আর্জেন্টিনার সাবেক কোচ হোসে পেকারমান। তিনি বলেন, ‘আমরা ফিনল্যান্ডে একটি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট থেকে মেসি সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিলাম। সেখানে স্প্যানিশ কোচরা স্পষ্টভাবে বলেছিলেন—যদি এই প্রতিভা তাদের পুরোপুরি হাতে থাকত, তারা টুর্নামেন্ট জিতত।’
২০০৩ সালের সেই ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আর্জেন্টিনা সেমিফাইনালে স্পেনের কাছে হেরে যায়। তবে স্প্যানিশ কোচের এই কথা আর্জেন্টাইন কোচদের মনে গেঁথে যায়। কিছুদিন পর, পেকারম্যান স্পেন সফরে গিয়ে লেগানেস বনাম আলকোরকন ম্যাচে মেসিকে সরাসরি দেখেন এবং নিশ্চিত হন—স্পেন যে কোনো সময় মেসিকে জাতীয় দলে ডাকতে পারে।
পেকারম্যান দ্রুত বুঝতে পারেন, ফিফার নিয়ম অনুযায়ী মেসিকে আর্জেন্টিনা না খেলালে তিনি স্পেনের হয়ে খেলার সুযোগ পেয়ে যাবেন। তাই ২০০৪ সালের ২৯ জুন আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে প্যারাগুয়ের বিপক্ষে এক প্রীতি ম্যাচে মেসিকে নামানো হয়।
পেকারম্যান যোগ করেন, ‘আমি তার বিশাল সম্ভাবনা বুঝতে পেরেছিলাম। সে আর্জেন্টাইন ফুটবলে বিপ্লব ঘটানোর মতো একজন, সত্যিকারের আশীর্বাদ। কিন্তু তখনই স্পেন তার জন্য অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলানোর নথি-পত্র তৈরি করে রেখেছিল। তখনকার ফিফা বিধিমালা অনুযায়ী, একজন খেলোয়াড় একবার কোনো দেশের যুব দলে খেললে, অন্য দেশের হয়ে সিনিয়র দলে খেলার যোগ্যতা হারাতেন। আমাদের দ্রুত ব্যবস্থা নিতে হতো।’
পেকারমান এরপর আর্জেন্টিনার জন্য একটি কৌশলগত পরিকল্পনা করেন। তিনি অনূর্ধ্ব-২০ দলের তখনকার কোচ হুগো টোকাল্লিকে ফোন করে পরিস্থিতি ব্যাখা করেন, ‘আমি তাকে নির্দেশ দিয়েছিলাম—যদি একান্ত বাধ্য না হও, তাহলে মেসিকে শুধু একটি প্রীতি ম্যাচে খেলাও। ম্যাচশিটে তার সই নাও এবং তা ফিফায় জমা দাও। এই একটি কাজই স্পেনকে স্থায়ীভাবে তাকে দাবি করা থেকে বিরত রাখবে।’
শেষ পর্যন্ত মেসির নিয়তি লিখ ছিল আর্জেন্টিনাতেই। আকাশি-সাদা জার্সিতে অনেক হৃদয়ভাঙ্গার গল্প লিখেছেন। তবে গল্পের শেষটা যে মধূরই হয়েছে।

ব্রাজিলের ক্লাব অ্যাটলেটিকো এমজির বিপক্ষে ম্যাচটি হয়ে থাকল ফার্নান্দিনহোর ফুটবল ক্যারিয়ারের শেষ অফিসিয়াল ম্যাচ। অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলিয়ান এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ৪০ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় বললেন ম্যানচেস্টার সিটির এই কিংবদন্তি।
ব্রাজিলের কুরিটিবাতে বুধবার সন্ধায় একটি চ্যারিটি ম্যাচ খেলার অবসরের ঘোষণা দেন ফার্নান্দিনহো। সিটির এই সাবেক ফুটবলার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবোকে’ বলেছেন, ‘আজ (বুধবার) ৩০ মিনিটের জন্য দৌড়ায়েই আমি ক্লান্ত হয়ে পড়েছি। ফুটবলে থেকে আর প্রেরণা খুঁজে পাচ্ছি না। যা চেয়েছিলাম তার সবই অর্জন করেছি আমি। এখন পরিবারের সঙ্গে মুহূর্তগুলো উপভোগ করার সময়।’
ফার্নান্দিনহো পেশাদার লিগ ক্যারিয়ারে সেরা সময় কাটিয়েছেন ম্যানচেস্টার সিটিতে। ২০১৩ সালে ইংলিশ ক্লাবটিতে যোগ দেন তিনি। এরপর এক দশক সিটির হয়ে খেলে অনেক সাফল্য কুড়িয়েছেন ফার্নান্দিনহো। সিটির মাঝমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাঁচটি প্রিমিয়ার লিগ জিতেছেন, যার মধ্যে চারটি ছিল পেপ গার্দিওলার কোচিংয়ে।
আরও পড়ুন
| ২৬ মাস পর ফিরছেন পল পগবা |
|
গার্দিওলার সিটির অবিচ্ছেদ্য অংশ ছিলেন ফার্নান্দিনহো। সিটির এই কোচ ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে বলেছিলেন, ‘সে সবসময় দলের পাশে থাকার চেষ্টা করে। যারা খেলছে না, আমার জন্য, এবং স্টাফদের জন্যেও। সে সত্যিই উদার। সে সবসময় শুধু দলের ভালো জন্যই ভাবে।’
ফার্নান্দিনহোর ২৩ বছরের পেশাদার ক্যারিয়ার শুরু হয় ২০০৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব আতলেতিকো প্যারানেনসে যোগ দিয়ে। এরপর ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্কতে আট মৌসুম খেলে ছয়টি শিরোপা জিতেছেন।
২০১৩ সালে সিটিতে নাম লেখান ফার্নান্দিনহো। ইংলিশ ক্লাবটিকে ৩৮৬ ম্যাচ খেলে ২৬ গোল করেছেন এই মিডফিল্ডার। সিটিতে নয় মৌসুমে ১২টি ট্রফি জিতেছেন। অনেকেই কাছেই ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সেরা ব্রাজিলিয়ান খেলোয়াড় ফার্নান্দিনহো।
২০২২ সালের জুনে ক্যারিয়ারের শুরু যেখান থেকে করেছিলেন, সেই আতলেতিকো প্যারানেনসে ফিরে যান ফার্নান্দিনহো। সবশেষ মৌসুমে ক্লাবটিতে ৪৬টি ম্যাচ খেলে, ৮টি গোল এবং ৭টি অ্যাসিস্ট করেন তিনি। ২০২৪ সালের ডিসেম্বরে ক্লাব ছাড়ার পর ফুটবল থেকে এতদিন দূরে থাকার পর অবসরের ঘোষণা দেন ফার্নান্দিনহো।
ব্রাজিল জাতীয় দলের হয়ে ২০০৩ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জেতেন ফার্নান্দিনহো। ফাইনালে গোলও করেছিলেন এই মিডফিল্ডার। সেলেসাওদের হয়ে ৫৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। ব্রাজিল সিনিয়র দলের হয়ে তাঁর সর্বোচ্চ অর্জন ২০১৯ সালে কোপা আমেরিকা জয়।

মেজর লিগ সকারে (এমএলএস) নতুন মৌসুমে নিজেদের নিজেদের মাঠেই নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। আগামী ৪ এপ্রিল অস্টিনের বিপক্ষে ম্যাচ দিয়ে উদ্বোধন হবে ক্লাবটির নতুন স্টেডিয়াম ‘মায়ামি ফ্রিডম পার্ক’। বৃহস্পতিবার ঘোষিত ২০২৬ এমএলএস সূচিতে নিশ্চিত করা হয়েছে বিষয়টি।
আগামী বছরের ২১ ফেব্রুয়ারি শুরু হবে ৫১০ ম্যাচের নিয়মিত এমএলএস মৌসুম। প্রতিটি দল খেলবে ৩৪টি করে ম্যাচ। সূচি অনুযায়ী, ৭ নভেম্বর শেষ হবে লিগ পর্ব। এর মাঝেই থাকবে ২৫ মে থেকে ১৬ জুলাই পর্যন্ত বিরতি। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপের জন্যই এ বিরতির সিদ্ধান্ত। বিশ্বকাপ ফাইনাল ১৯ জুলাই হওয়ার ঠিক আগে লিগ পুনরায় মাঠে গড়াবে।
প্রথম দিনের ম্যাচের সংখ্যা ১৩। উদ্বোধনী দিনেই মাঠে নামবে মেসির দল। সন হিউং-মিনের লস অ্যাঞ্জেলেস এফসির মুখোমুখি হবে ইন্টার মায়ামি, লস অ্যাঞ্জেলেস মেমোরিয়াল কলিজিয়ামে।
আরও পড়ুন
| শৈশবের ক্লাবে প্রথম ট্রফি জিতে ইতিহাস ডি মারিয়ার |
|
মার্চে ইন্টার মায়াম সফর করবে অরল্যান্ডো, ডিসি ইউনাইটেড, শার্লট ও নিউইয়র্ক সিটি। তারপরই নিজেদের মাঠে প্রথমবারের মতো ২৫ হাজার দর্শক ধারণক্ষমতার নতুন স্টেডিয়ামে খেলবে।
বিশ্বকাপ বিরতি শেষে ১৬ জুলাই চারটি ম্যাচ দিয়ে আবার মাঠে গড়াবে লিগ। সেদিন মন্ট্রিয়াল–টরন্টো, শিকাগো–ভ্যানকুভার, সেন্ট লুইস–কানসাস সিটি ও সিয়াটল–পোর্টল্যান্ড মুখোমুখি হবে। পরদিন ন্যাশভিল–আটলান্টা এবং লস অ্যাঞ্জেলেস এফসি–লস অ্যাঞ্জেলেস গ্যালাকির ম্যাচও রয়েছে সূচিতে।
২৯ জুলাই শার্লটে হবে এবারের এমএলএস অল-স্টার ম্যাচ। নিয়মিত মৌসুম শেষে নভেম্বরে ফিফা উইন্ডোর সময় কোনো ম্যাচ রাখা হয়নি। এর পরই শুরু হবে এমএলএস প্লে-অফ পর্ব।

৩ সেপ্টেম্বর, ২০২৩। জুভেন্টাসের হয়ে এম্পোলির বিপক্ষে ২৮ মিনিট খেললেন। এরপর দীর্ঘ বিরতি। ২৬ মাস পর শেষ পর্যন্ত আবার মাঠে ফিরছেন পল পগবা। আগামিকাল লিগ আঁ’তে রেন-এর বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে এএস মোনাকোর ফরাসি ফুটবলারকে।
ডোপ টেস্টে পজিটিভ হয়ে ২০২৩ সালের সেপ্টেম্বরে সব ধরনের ফুটবল থেক সাময়িক নিষিদ্ধ হন পল পগবা। সে সময় তিনি খেলতেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে। তদন্ত শেষে নিষিদ্ধ দ্রব্য সেবনের সত্যতা মেলায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাঁকে ৪ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। পগবা অবশ্য সবসময়ই দাবি করেছেন যে ডোপ টেস্টের ঘটনা একটি ভুল ছিল। তিনি দাবি করে এসেছেন, তাঁর খাবারে কোনো অবৈধ উপাদান মেশানো হয়।
আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিলের প্রেক্ষিতে পগবার নিষেধাজ্ঞা ৪ বছর থেকে নেমে আসে ১৮ মাসে। তাতে ফুটবল ক্যারিয়ার নিয়ে নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছেন ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার। কিন্তু গত নভেম্বরে পারস্পরিক সমঝোতায় পগবার সঙ্গে চুক্তি বাতিল করে জুভেন্টাস। পেশাদার ক্যারিয়ার ক্যারিয়ারে আবারও অনিশ্চতার মুখে পড়েন।
আরও পড়ুন
| এই তারকাদের দেখা যাবে না ২০২৬ বিশ্বকাপে |
|
শেষ পর্যন্ত এএস মোনাকো পগবাকে দুই বছরের জন্য নিজেদের করে নেওয়ায় নতুন পথচলা হয় তাঁর। ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তিতে সই করার সময়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় পগবাকে।
ফের ফুটবলে ফেরার মধ্য দিয়ে ফ্রান্স জাতীয় দলে যোগ দেওয়ার স্বপ্নও দেখেন পগবা। মাঠে নিয়মিতই অনুশীলন করছেন বিশ্বকাপ জয়ী এই ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার। ইএসপিএন জানিয়েছে, মোনাকোর পরের ম্যাচে শেষ সময়ে কয়েক মিনিট মাঠে নামার সুযোগ পেতে পারেন পগবা। তাকে আগামী কয়েক সপ্তাহে ধীরে ধীরে মাঠে সময় দেওয়াও পরিকল্পনা আছে।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্যারিয়ার শুরু করার পর ২০১২-১৩ মৌসুমে জুভেন্টাসে যোগ দেন পগবা। চার বছর পর আবার ইংলিশ ক্লাবটিতে ফেরেন তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় দফায় ফের জুভেন্টাসেই পাড়ি জমান ২০২২-২৩ মৌসুমে। ফ্রান্স জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচ খেলে ১১ গোল করেছেন তিনি।