
রিয়াল মাদ্রিদের রেফারিং বিতর্ক আর হাভিয়ের তেবাসের তির্যক মন্তব্য - দুটি বিষয় এই মৌসুমে একসাথে উচ্চারিত হচ্ছে বারবারই। সবশেষ বেশ কিছু রেফারিং নিয়ে মাদ্রিদের ক্লাবটির অভিযোগ জানিয়ে লিখেছে চিঠি, যা দেখে বেজায় চটেছেন হাভিয়ের তেবাস। তবে কার্লো আনচেলত্তির আহ্বান, অযথা মাথা যেন গরম না করেন লা লিগা সভাপতি।
চলতি মৌসুমে এখন পর্যন্ত অনেকবারই প্রকাশ্যে লা লিগার রেফারিং নিয়ে আপত্তি জানিয়েছে রিয়াল। সবশেষ গত শনিবার এস্পানিওলের কাছে ১-০ গোলে হারের পর স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে একটি চিঠি দেয় রিয়াল। তাতে স্পেনের রেফারিংকে ‘কারচুপি’ এবং ‘সম্পূর্ণভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করা হয়।
এর প্রেক্ষিতে ক্ষুব্ধ তেবাস সরাসরি আক্রমণ করে বসেন।
“রিয়াল মাদ্রিদ শুধু রেফারিদেরই নয়, লা লিগারও ক্ষতি করতে চায়। তারা ভিকটিম সাজার একটা গল্প তৈরি করেছে। আমি মনে করি তাদের সেই চিঠিটি এর ষোলকলা পূর্ণ করেছে। তারা চায় সবাই যেন তাদের সামনে মাথা নত করে থাকে। তাদের মাথা খারাপ হয়ে গেছে।”
স্বাভাবিকভাবেই মাদ্রিদ ডার্বির আগে আনচেলত্তির সংবাদ সম্মেলনে চলে আসে প্রসঙ্গটি। চুপচাপ স্বভাবের ইতালিয়ান কোচ এদিন বিরক্তি প্রকাশ করছেন তেবাসকে নিয়ে।
“আমি বলব তেবাস নিশ্চিন্ত থাকতে পারেন, কারণ আমাদের এখানে কারোর মাথা খারাপ হয়নি। আমরা কেবল এমন একটি ব্যবস্থার উন্নতি করার জন্য একটি ব্যাখ্যা চেয়েছি, যা নিয়ে আমার জানামতে কেউই খুশি নয়।”
লা লিগায় রিয়াল এখন আছে সবার ওপরে। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৪৯। আর আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৪৮। ডার্বিকে সামনে রেখে রিয়ালের রেফারিং নিয়ে অভিযোগকে খোঁচা দিতে ছাড়েননি আতলেতিকোর কোচ দিয়েগো সিমিওনেও।
No posts available.
২৫ জানুয়ারি ২০২৬, ৭:১৭ পিএম
২৫ জানুয়ারি ২০২৬, ৭:২৩ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগের টাইটেল রেসে বেশ ভালোভাবেই এগিয়ে ছিল আর্সেনাল। তবে শেষ দুই ম্যাচে লিভারপুল ও নটিংহাম ফরেস্টের বিপক্ষে ‘ড্র’ জাগিয়ে তুলেছে অন্যদের সম্ভবনা। শীর্ষে ফেরার সুর্বণ সুযোগ পেয়েছে গানারদের নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাস্টন ভিলা, চেলসি ও লিভারপুল।
রবিবার লিগে বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় মুখোমুখি হবে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। তার আগের সেন্ট জেমস পার্কে নিউ ক্যাসেলের আতিথ্য নেয় ভিলা পার্কের দল অ্যাস্টন ভিলা। অতিথিদের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতে টেবিলে ম্যানচেস্টার সিটির সমান পয়েন্ট এখন উনাই এমেরির দলের।
সেলহার্স্ট পার্কে লিগের আরেক ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছে চেলসি। ব্রেন্টফোর্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে নটিংহাম ফরেস্ট। এ জয়ে দ্য ব্লুজদের পয়েন্ট দাঁড়াল ৩৭। লিয়াম রসেনিয়রের দলের অবস্থান চতুর্থ।
লিগে ২৩টি করে ম্যাচ খেলেছে অধিকাংশ দল। শীর্ষ দশে থাকা দলগুলোর মধ্যে একমাত্র আর্সেনাল ও ম্যান ইউনাইটেড খেলেছে ২২টি করে ম্যাচ। রাত সাড়ে দশটার ম্যাচের পর আরও স্পষ্ট হবে পয়েন্ট টেবিল। তবে এখন পর্যন্ত ২২ ম্যাচে ১৫ জয়ের বিপরীতে ৫ ড্র এবং ২ হারে শীর্ষে মিকেল আরতেতার দল।
ম্যানচেস্টার সিটি ও ভিলা পার্কের দলের পয়েন্ট সমান-৪৬। তবে গোল পেপ গার্দিওলার সিটিজেনের গোল কনসিভ কম হওয়াতে দ্বিতীয়তে সিটি। তৃতীয় অ্যাস্টন ভিলা। চারে চেলসি এবং পাঁচে লিভারপুল (৩৬)।
সেন্ট জেমস পার্কের ম্যাচে দুই অর্ধে দুট গোল পায় অ্যাস্টন ভিলা। ম্যাচের ১৮ মিনিটে লিড নেয় অতিথিরা। বক্সের বাইর থেকে ডান পায়ে শট নেন ইমিলিয়ানো বুয়েন্দিয়া। আর্জেন্টাইন লেফট উইঙ্গারের সেই বুলেটগতির শট ঝাপ দিয়েও নাগালে পাননি নিউ ক্যাসেল গোলকিপার নিকো পোপে।
ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক মিনেট দুয়েক আগে ওয়াটকিন্সের শট থেকে পাওয়া কর্নার পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হয় প্রতিপক্ষ। সুযোগে ব্যাক পোস্টে ফাঁকায় থাকা লুকাস দিঙ্গে বল বাড়ান স্ট্রাইকারের দিকে। হেডে নেওয়া শটে পোপের গায়ে লেগে বল জালে ঢুকে যায়। এই গোলেই ম্যাচ কার্যত নিশ্চিত হয়ে যায়।
সেলহার্স্ট পার্কে লিয়াম রসেনিয়রের অধীনে লিগে আরেকটি জয় পেল চেলসি। ব্রেন্টফোর্ড হারানোর পর আজ ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে বাজিমাত করেছে দ্য ব্লুজরা।
তিনটি গোলের পর পর স্বাগতিকরা শেষ মুর্হূতে একটি শোধ করতে সক্ষম হয়। অতিথি দলের হয়ে এস্তেভাও, জোয়াও পেদ্রো ও এনজো ফার্নান্দেজ একটি করে গোল করেন।
গেটেচ কমিউনিটি স্টেডিয়ামে আধিপত্য ধরে রাখতে পারেনি ব্রেন্টফোর্ড। শক্তিশালী আর্সেনালের বিপক্ষে ড্রয়ের পর এবার ব্রেন্টফোর্ডের মাঠ থেকে পয়েন্ট ছিনিয়ে আনলেন শন ডাইচরা। ইগর জেসুস ও তাইও আওনিই একটি করে গোল করেন।

হোন্ডা ফুটসাল লিগের দ্বিতীয় মৌসুম সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার বসুন্ধরা স্পোর্টস সিটির বিএসসি ফুটসাল গ্রাউন্ডে দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ডিলারদের ৩২ দল।
হোন্ডা ফুটসালের দ্বিতীয় মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে নওগাঁর সরদার হোন্ডা সেন্টারের দল সরদার কিংস ইলেভেন। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন হোন্ডা প্রাইভেট লিমিটেডের ঊর্ধতন কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
ফুটসাল গ্রাউন্ডে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু মরিসাওয়া এবং প্রধান বিপণন কর্মকর্তা শাহ্ মোহাম্মদ আশিকুর রহমান।
হোন্ডার কর্মকর্তারা বলেন,
“আমাদের লক্ষ্য শুধু একটি সফল টুর্নামেন্ট আয়োজন নয়; বরং দীর্ঘমেয়াদে দেশের তরুণদের খেলাধুলা, বিশেষ করে ফুটবলের সঙ্গে যুক্ত রাখা এবং একটি সুস্থ, সক্রিয় ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা।”
হোন্ডা প্রাইভেট লিমিটেডের বিশ্বাস এমন ধারাবাহিক উদ্যোগই ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি গভীর আগ্রহ তৈরি করবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নেপাল-ভূটান ম্যাচ দিয়ে বিকেলে শেষ হয়েছে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ। রোববার দিনের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। শেষ ম্যাচের পর হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি কাজী মো. সালাউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে ট্রফি তুলে দেন। একই সঙ্গে তিনি সাবিনার গলায় পড়িয়ে দিয়েছেন স্বর্ণ পদক।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাফুফে সদস্য এবং নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ, সাফের অন্যান কর্মকর্তা এবং থাইল্যান্ড ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রথমবার হওয়া সাফের এই আসরে রানার্সআপ হয়ে রৌপ্য পদক পেয়েছে ভারত। তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছে নেপাল।
টুর্নামেন্টে ব্যক্তিগত পারফরম্যান্সের কোনো পুরস্কার ছিল না। বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন আসরে সর্বোচ্চ ১৪ গোল করেছেন।

পর্তুগিজ কাপ ও লিগ কাপ থেকে বিদায় নিয়েছে বেনফিকা। ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর আগেই বাদ পড়ার শঙ্কায় লিসবনের ক্লাব। এমন হতশ্রী পারফরম্যান্সের কারণে পর্তুগিজ ক্লাবটির ট্রেনিং সেন্টারে ঢুকে বিক্ষোভ করেছেন সমর্থকরা।
পর্তুগালের সেক্সালে অবস্থিত বেনফিকা ট্রেনিং সেন্টারে প্রায় দুশো জন সমর্থক বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের থেকে চারজনকে ট্রেনিং গ্রাউন্ডে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সেখানে তারা বেনফিকা কোচ হোসে মরিনহো, ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি ও টেকনিক্যাল ডিরেক্টর সিমাও সাব্রোসার সঙ্গে কথা আলোচনায় বসেন।
পর্তুগিজ লিগে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে বেনফিকা। ১৮ ম্যাচে ১২ জয় ও ৬ ড্রয়ে ৪২ পয়েন্ট তাদের। লিগ শীর্ষে থাকা পোর্তোর চেয়ে পিছিয়ে ১০ পয়েন্ট ব্যবধানে। ফলে লিগ শিরোপা জেতা কঠিন হয়ে দাঁড়িয়েছে লিসবনের ক্লাবটির জন্য। ২০২২ সালের পর এই প্রথমবার কোনো ট্রফি ছাড়াই মৌসুম শেষ হতে পারে বেনফিকার।
চ্যাম্পিয়নস লিগেও ভালো অবস্থানে নেই বেনফিকা। বৃহস্পতিবার জুভেন্তাসের কাছে ২-০ হেরে ২৯ নম্বরে নেমে গেছে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় ছাড়া নকআউট পর্বে ওঠার সম্ভাবনা নেই পর্তুগিজ ক্লাবটির।
গত বছরের সেপ্টেম্বরে দ্বিতীয়বারের মতো বেনফিকার দায়িত্ব নেন হোসে মরিনহো। ২০২৭ সাল পর্যন্ত পর্তুগিজ ক্লাবটির দায়িত্বে থাকার কথা রয়েছে তাঁর। মরিনহোর অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬ ম্যাচে ১৫ জয়, ৫ ড্র আর ৬টি ম্যাচ হেরেছে বেনফিকা।
এর আগে ২০০০ সালের সেপ্টেম্বরে মরিনহোকে খণ্ডকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বেনফিকা। ১০ ম্যাচের দায়িত্ব পালনের পর সেই অধ্যায় শেষ হয়ে যায় ডিসেম্বরে।
পর্তুগিজ প্রিমেইরা লিগাতে আজ এস্ট্রেলা আমাদোরার বিপক্ষে রাত ১২ টায় মাঠে নামবে বেনফিকা।

থাইল্যান্ডের ব্যাংককে হয়ে গেল প্রথমবারের মতো সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার সাত দেশের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা।
এবার একই সঙ্গে হয়েছে পুরুষদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপও। ৬ খেলায় দুটিতে জিতেছেন বাংলাদেশের রাহবার খানরা।
তবে নারী দল কেবল ভুটানের সঙ্গে ৩-৩ ব্যবধানে ড্র করেছে, বাকি ৫ ম্যাচেই জয় তুলে নিয়েছে। লিগ পর্বের শেষ খেলায় আজ মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে জেতে শিরোপা।
সাফ ফুটসালে অংশ নেওয়া বাংলাদেশের দুটি দলকেই অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল, 'বাংলাদেশ ইতিবাচকভাবে তাদের ফুটসাল যাত্রা শুরু করেছে। আমাদের পুরুষ ও নারী দল বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে, আমাদের দেশে প্রতিভা এবং জয়ের মানসিকতা রয়েছে।'
বিশেষভাবে তিনি শুভেচ্ছা জানিয়েছেন নারী দলকে, 'সাফ ফুটসালে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং দক্ষিণ এশিয়ায় নিজেদের আধিপত্য আরও বিস্তার করার জন্য নারী দলকে জানাই বিশেষ অভিনন্দন।'
২০২২ এবং ২০২৪ সালে নারী ফুটবল সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ। দুবারই দলের অধিনায়ক ছিলেন সাবিনা খাতুন। জাতীয় দলের বাইরে থাকা কিংবদন্তী এই ফুটবলারের কাঁধে দেওয়া হয় ফুটসালের দায়িত্ব।
প্রতিযোগিতায় সর্বোচ্চ ১৪ গোল করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ৩২ বছর বয়সী ফরোয়ার্ড সাবিনা। তাঁর প্রশংসা করে তাবিথ আউয়াল বলেন, 'বাংলাদেশের একমাত্র ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে খেলার দুটি ভিন্ন ফরম্যাটে (ফুটবল ও ফুটসাল) দলকে চ্যাম্পিয়ন করায় সাবিনাকে নিয়ে আমরা গর্বিত।'
নারী ফুটবল দলের পাশাপাশি সাবিনারা ফুটসাল কোর্টে নেমেও পাশে পেয়েছেন সমর্থকদের। তাদেরকেও আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন বাফুফে সভাপতি, 'সকল ভক্তদের তাদের সমর্থন এবং অনুপ্রেরণার জন্য অসংখ্য ধন্যবাদ।'