রিয়াল মাদ্রিদের রেফারিং বিতর্ক আর হাভিয়ের তেবাসের তির্যক মন্তব্য - দুটি বিষয় এই মৌসুমে একসাথে উচ্চারিত হচ্ছে বারবারই। সবশেষ বেশ কিছু রেফারিং নিয়ে মাদ্রিদের ক্লাবটির অভিযোগ জানিয়ে লিখেছে চিঠি, যা দেখে বেজায় চটেছেন হাভিয়ের তেবাস। তবে কার্লো আনচেলত্তির আহ্বান, অযথা মাথা যেন গরম না করেন লা লিগা সভাপতি।
চলতি মৌসুমে এখন পর্যন্ত অনেকবারই প্রকাশ্যে লা লিগার রেফারিং নিয়ে আপত্তি জানিয়েছে রিয়াল। সবশেষ গত শনিবার এস্পানিওলের কাছে ১-০ গোলে হারের পর স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে একটি চিঠি দেয় রিয়াল। তাতে স্পেনের রেফারিংকে ‘কারচুপি’ এবং ‘সম্পূর্ণভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করা হয়।
এর প্রেক্ষিতে ক্ষুব্ধ তেবাস সরাসরি আক্রমণ করে বসেন।
“রিয়াল মাদ্রিদ শুধু রেফারিদেরই নয়, লা লিগারও ক্ষতি করতে চায়। তারা ভিকটিম সাজার একটা গল্প তৈরি করেছে। আমি মনে করি তাদের সেই চিঠিটি এর ষোলকলা পূর্ণ করেছে। তারা চায় সবাই যেন তাদের সামনে মাথা নত করে থাকে। তাদের মাথা খারাপ হয়ে গেছে।”
স্বাভাবিকভাবেই মাদ্রিদ ডার্বির আগে আনচেলত্তির সংবাদ সম্মেলনে চলে আসে প্রসঙ্গটি। চুপচাপ স্বভাবের ইতালিয়ান কোচ এদিন বিরক্তি প্রকাশ করছেন তেবাসকে নিয়ে।
“আমি বলব তেবাস নিশ্চিন্ত থাকতে পারেন, কারণ আমাদের এখানে কারোর মাথা খারাপ হয়নি। আমরা কেবল এমন একটি ব্যবস্থার উন্নতি করার জন্য একটি ব্যাখ্যা চেয়েছি, যা নিয়ে আমার জানামতে কেউই খুশি নয়।”
লা লিগায় রিয়াল এখন আছে সবার ওপরে। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৪৯। আর আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৪৮। ডার্বিকে সামনে রেখে রিয়ালের রেফারিং নিয়ে অভিযোগকে খোঁচা দিতে ছাড়েননি আতলেতিকোর কোচ দিয়েগো সিমিওনেও।
No posts available.
১৩ সেপ্টেম্বর ২০২৫, ৫:০৬ পিএম
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১ এম
ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আর গতবার প্রিমিয়ার লিগ শিরোপা জেতে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমে বাংলাদেশ ফেডারেশন কাপের একই গ্রুপে পড়েছে ঢাকার দুই জায়ান্ট ক্লাব।
ফেডারেশন কাপের ২০২৫-২৬ মৌসুমের ড্র চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ১০দল অংশ নিচ্ছে ফেডারেশন কাপে। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে ১০ দল। ড্র-তে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপের অপর চার প্রতিপক্ষ- মোহামেডান, ফর্টিস এফসি, বাংলাদেশ পুলিশ এফসি ও আরামবাগ ক্রীড়া চক্র।
গ্রুপ ‘এ’-তে ফেডারেশন কাপের বর্তমান ফাইনালিস্ট ঢাকা আবাহনীর সঙ্গে আছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব ও পিডব্লিউডি।
আগামী ২৩ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে ফেডারেশন কাপের খেলা। সর্বশেষ ফেডারেশন কাপ ফাইনাল হয় ময়মনসিংহে। ঘটনাবহুল ফাইনালের টাইব্রেকারে ঢাকা আবাহনীকে হারিয়ে শিরোপা জেতে বসুন্ধরা কিংস।
এদিকে বিপিএল শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর। লিগের মাঝে হবে টুর্নামেন্টের খেলা। লিগের খেলাগুলো হবে শুক্রবার ও শনিবার। ফেডারেশন কাপের খেলা হবে মঙ্গলবার।
নতুন মৌসুমে হবে পাঁচটি টুর্নামেন্ট। লিগের মাঝেই ফেডারেশন কাপের পর হবে সুপার কাপ। লিগের শেষ হবে স্বাধীনতা কাপ। যে প্রতিযোগিতা হবে শুধু স্থানীয় ফুটবলার নিয়ে।
আগামী বছরের বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দলে নেইমারের অন্তর্ভুক্তি নিয়ে চলছে আলোচনা। তবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন— প্রতিভা নয়, জাতীয় দলে ফেরার জন্য নেইমারের সবচেয়ে বড় শর্ত হলো ফিটনেস।
৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডকে সাম্প্রতিক বিশ্বকাপ বাছাইপর্বের দলে রাখা হয়নি। আনচেলত্তি জানিয়েছিলেন, পায়ের পেশির হালকা চোটের কারণে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে নেইমারের দাবি ছিল, সিদ্ধান্তটি টেকনিক্যাল কারণে। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে সেলেসাওয়ের জার্সি গায়ে ওঠেনি তার। হাঁটুর লিগামেন্টের মারাত্মক চোটের পর থেকে জাতীয় দলে ফেরার প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়েছে।
ইএসপিএন ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘নেইমারের প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু আধুনিক ফুটবলে সেই প্রতিভাকে কাজে লাগাতে হলে শারীরিকভাবে ফিট থাকা জরুরি। যদি সে তার সেরা অবস্থায় ফিরতে পারে, তবে দলে ফেরাটা কোনো সমস্যাই হবে না।’
নেইমারের সঙ্গে বসেছেন আনচেলত্তি। ব্রাজিল কোচ বলেন, ‘আমি ওর সঙ্গে আলোচনা করেছি। বলেছি, বিশ্বকাপের আগে এখনও যথেষ্ট সময় আছে নিজেকে প্রস্তুত করার। ভালো অবস্থায় ফিরতে পারলে জাতীয় দলের হয়ে সর্বোচ্চটা দেওয়ার সুযোগ ও পাবে।’
আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পর মাঝেমধ্যে আলো ছড়ালেও ধারাবাহিক নন নেইমার। গত মাসে ভাস্কো দা গামার বিপক্ষে ৬-০ ব্যবধানের হারের দিনে কান্নাভেজা চোখে মাঠ ছাড়েন তিনি।
আনচেলত্তি জানালেন, নেইমারকে আর উইংয়ে দেখা যাবে না। তাঁকে মূলত খেলানো হবে আক্রমণভাগের কেন্দ্রে— ‘আধুনিক ফুটবলে উইঙ্গারদের প্রচুর দৌড়াতে হয়, শারীরিক সক্ষমতাও থাকতে হয়। নেইমার এখন সেই ভূমিকায় মানাবে না। তবে অ্যাটাকিং মিডফিল্ডার বা ফালস নাইন হিসেবে সে কোনো সমস্যা ছাড়াই খেলতে পারবে।’
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। আগামী অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং ১৪ অক্টোবর খেলবে টোকিওতে জাপানের বিপক্ষে।
বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। বাঁ পায়ের চোট প্রায় তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। চ্যাম্পিয়নস লিগ ও লা লিগার বেশ কিছু ম্যাচ মিস করতে পারেন এই জার্মান তারকা ফুটবলার।
রিয়াল মাদ্রিদের চিকিৎসা বিভাগ জানিয়েছে, রুডিগারের রেক্টাস ফেমোরিস মাংসপেশীতে চোট পাওয়ায় তাঁকে দীর্ঘ সময় বিশ্রামে থাকতে হবে।
স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হবে রুডিগারকে। এই মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছেন ৩২ বছ বয়সী এই ডিফেন্ডার। গত মৌসুমেও চোটের সঙ্গে লড়াই করতে হয়েছিল তাঁকে। জাবি আলোনসো রিয়াল কোচের দায়িত্ব নেওয়ার পর এটাই রিয়ালের প্রথম বড় ধরনের চোটের ঘটনা।
লা লিগায় আজ রিয়াল সোসিয়েদাদের সঙ্গে দেখা হবে রিয়াল মাদ্রিদের। এই ম্যাচে খেলার জন্য জাবির তালিকায় ছিলেন রুডিগার। তবে ম্যাচের আগে অনুশীলন শুরু করলেও শেষ পর্যায়ে অস্বস্তি বোধ করেন তিনি। আগামী মঙ্গলবার নিজেদের মাঠে মার্শেইয়ের ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করবে ১৫ বারের ইউরোপীয় চ্যাম্পিয়নরা।
২০২৬ বিশ্বকাপ ঘিরে শুরু হয়েছে টিকিট উন্মাদনা। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ফিফা পেয়েছে ১৫ লাখের মতো বেশি টিকিট আবেদন। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ২১০টি দেশের সমর্থকেরা এই আবেদন করেছেন।
সবচেয়ে বেশি চাহিদা এসেছে আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা থেকে। এরপর রয়েছে আর্জেন্টিনা, কলম্বিয়া, ব্রাজিল, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল ও জার্মানির সমর্থকেরা।
প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপ হবে, যেখানে ১৬ শহরে ১০৪টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। ফিফা বলেছে, এটি বিশ্বব্যাপী অভূতপূর্ব সাড়া ফেলেছে।
টিকিট প্রিসেল ড্র চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। তবে আগে আবেদন করলেই যে বেশি সুযোগ মিলবে, তেমন নয়। আবেদনের পর লটারির মাধ্যমে ভাগ্যবানদের ই-মেইলের মাধ্যমে জানানো হবে ২৯ সেপ্টেম্বর থেকে। এরপর ১ অক্টোবর থেকে নির্ধারিত সময় অনুযায়ী কেনার সুযোগ পাবেন তারা।
টিকিটের দাম শুরু হবে ৬০ ডলার থেকে। তবে ফিফা জানিয়েছে, প্রথম ধাপেই থাকবে ডায়নামিক প্রাইসিং—চাহিদা অনুযায়ী ভিন্ন ভিন্ন দামে বিক্রি হবে টিকিট। আগামী অক্টোবর থেকেই শুরু হবে পরবর্তী ধাপের বিক্রি।
একবার-দু’বার না, চারবার না পাওয়ার হতাশা গ্রাস করেছে নাজমুল হুদা ফয়সালকে। কখনও সাফের শিরোপার মঞ্চে ট্রফি জিততে না পারার আক্ষেপ, কখনও আবার এএফসির আসরে অল্পের জন্য কোয়ালিফাই করতে না পারার গ্লানি।
২০২২ সালে বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়ার পর অধিনায়ক হিসেবে এত এত দুঃখই তাড়িয়ে বেড়িয়েছে ফয়সালকে। আরেকটি সাফের মঞ্চে রওনা হওয়ার আগে এবার সেই দুঃখ ঘোচানোর আশা এই মিডফিল্ডারের।
আরও পড়ুন
ফেডারেশন কাপের ড্র আগামীকাল |
![]() |
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আগামীকাল ঢাকা ছাড়বে বাংলাদেশ। ১৫ সেপ্টেম্বর থেকে প্রতিযোগিতা গড়াবে শ্রীলঙ্কায়। এ উপলক্ষে আজ শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে হয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। সেখানেই ওঠে চারবার অধিনায়ক হয়েও ফয়সালের শিরোপা জিততে না পারার প্রসঙ্গ।
২০২৩ সালে ভুটানে হওয়া অনূর্ধ্ব-১৬ সাফে প্রথমবার অধিনায়কের দায়িত্ব পান ফয়সাল। প্রতিযোগিতায় ভারতের কাছে ২-০ গোলে হারে লাল সবুজের ছেলেরা।
একই ব্যবধানে পরের বছর অনূর্ধ্ব-১৭ সাফে প্রতিবেশী দেশটির কাছে হেরে হৃদয়ভাঙে বাংলাদেশের। এ বছর এক পয়েন্টের জন্য বাংলাদেশ দল কোয়ালিফাই করতে পারেনি এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে। ওই বাছাই টুর্নামেন্টেরও বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন ফয়সাল।
আরও পড়ুন
চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে সুখবর পেল বার্সা |
![]() |
২০২৪ সালে অনূর্ধ্ব-১৯ সাফের আসর বসে ভারতে অরুণাচল প্রদেশে। এবারও ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। খেলা শুরুর ২ মিনিট পরই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ফয়সালের ৬১ মিনিটের গোলে সমতা আনে দন ফয়সাল। তবে টাইব্রেকারে এগিয়ে থাকার পরও হার মানতে হয় ভারতের কাছে।
পেনাল্টিশুটে ৩-২ ব্যবধানে এগিয়ে থাকার পর পেনাল্টি মিস করেন সেই ফয়সালই। সেটি নিয়ে আজ বলেন,
'সর্বশেষ অনূর্ধ্ব-১৯ ফাইনালে পেনাল্টি মিস করি। যদিও এটা খেলার অংশ। যদিও দলগতভাবে আমরা ভাল করছি। ওই অভিজ্ঞতা কাজে লাগাবো। ওই টিমের পাঁচজন এবার আছি। আত্মবিশ্বাসী আমরা, আশা করি এবার চ্যাম্পিয়ন হয়েই ফিরব।'
আরও পড়ুন
শিরোপার স্বপ্ন নিয়ে কাল শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল |
![]() |
চারবারের পর এবারও শ্রীলঙ্কা সফরে ফয়সালের হাতেই উঠে আর্মব্যান্ড। এবার শিরোপা জেতরা প্রত্যয় ব্যক্ত করে বলেন,
'আমার জন্য এটা দুঃখজনক যে বারাবর কাছাকাছি গিয়েও ফাইনালে জিততে পারছি না। এটা ভাবলে আমারও খারাপ লাগে। আর এটা আমার শেষ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ, চেষ্টা করব এবার শিরোপা নিয়ে ফিরতে।'
সাফে বাংলাদেশ পড়েছে 'এ' গ্রুপে। স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়া গ্রুপের অন্য প্রতিপক্ষ নেপাল। লাল সবুজের প্রথম ম্যাচ ১৮ সেপ্টেম্বর, নেপালের বিপক্ষে।