
বিতর্ক আর শাস্তির সঙ্গে যেন মিতালি গড়েছেন লুইস সুয়ারেজ। মাঠে অনাকাঙ্ক্ষিত কাণ্ড ঘটিয়ে আরও একবার শাস্তি পেলেন ইন্টার মায়ামির উরুগুইয়ান তারকা। এবার তার নিষেধাজ্ঞা এক ম্যাচের।
নতুন শাস্তির কারণে ন্যাশভিলের বিপক্ষে প্লে-অফের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না সুয়ারেজ। আগামী শনিবার ওই ম্যাচে মাঠে নামবে মায়ামি।
ন্যাশভিলের বিপক্ষেই গত রোববার প্লে-অফের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বল ছাড়াই প্রতিপক্ষের ডিফেন্ডার অ্যান্ডি নাজারকে লাথি মেরে বসেন সুয়ারেজ। ৭১তম মিনিটের ওই অফ দা বল ঘটনার পর্যালোচনা করে তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ম্যাচ চলাকালে অবশ্য কোনো কার্ড না দেখেই পার পেয়ে গিয়েছিলেন সুয়ারেজ। এমনকি ফাউলও ধরা হয়নি তখন। তবে ম্যাচ শেষে সব ঘটনা পর্যালোচনা করে শাস্তির ঘোষণা দিয়েছে মেজর লিগ সকারের ডিসিপ্লিনারি কমিটি।
সেদিন দ্বিতীয় রাউন্ডের ওই ম্যাচটি ২-১ ব্যবধানে জিতে প্লে-অফের সিরিজটি তৃতীয় ম্যাচে টেনে নিয়েছে ন্যাশভিল। প্রথম রাউন্দে ৩-১ গোলে জিতেছিল মায়ামি। এবার শনিবারের ম্যাচেই নির্ধারণ হবে দুই দলের ভাগ্য।
গত সেপ্টেম্বরে লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্স দলের এক স্টাফের গায়ে থুতু মেরে মেজর লিগ সকার কর্তৃপক্ষের কাছ থেকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পান সুয়ারেজ। পরে লিগস কাপ কমিটি তাকে দেয় ৬ ম্যাচের নিষেধাজ্ঞা।
No posts available.
৫ নভেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম

প্রায় দুই দশকের আলো ঝলমলে ক্যারিয়ার। মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড, তুরিনের জুভেন্টাস স্টেডিয়াম থেকে সৌদি আরবের আল-আউয়াল পার্ক , সবখানেই তাঁর গৌরব আর গর্জন। কালের পরিক্রমায় সেই ক্রিশ্চিয়ানো রোনালদোই বলছেন, সময় এসেছে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেওয়ার।
যুক্তরাজ্যের টেলিভিশন অনুষ্ঠান পিয়ার্স মরগ্যান আনসেন্সরডে ৪০ বছর বয়সী রোনালদো জানালেন, খুব শিগগিরই অবসর নেবেন তিনি। মূলত পরিবারকে সময় দেওয়ার জন্য অবসরের সিদ্ধান্ত নিচ্ছেন পর্তুগিজ মহাতারকা,
‘খুব শিগগিরই আমি অবসর নেব। এটা কঠিন হবে, কিন্তু আমি প্রস্তুত। ২৬-২৭ বছর বয়স থেকেই আমি অবসরের পরের জীবনের পরিকল্পনা করে আসছি।’
আল নাসরের হয়ে খেলা রোনালদো ফুটবলের ইতিহাসে সর্বাধিক গোলদাতা। ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট ৯৫২ গোল করেছেন তিনি। গত মাসেই জানিয়েছিলেন, নিজের ক্যারিয়ার শেষ করতে চান ১০০০ গোলের মাইলফলক ছুঁয়ে।
এবার পরিবারকেই প্রাধান্য দিচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো । তিনি বলেন,
‘সবকিছুরই একটা শুরু আছে, শেষও আছে। আমি এখন নিজেকে, আমার পরিবারকে, সন্তানদের বড় করার জন্য আরও সময় দিতে চাই। গোল করার যে রোমাঞ্চ, সেটার বিকল্প কিছু নেই, কিন্তু জীবনের অন্য অংশও গুরুত্বপূর্ণ।’
রোনালদোর দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম আবেগের জায়গা ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয় মেয়াদে সেই সম্পর্ক ভালোভাবে শেষ হয়নি। তবে এখনও দলটির খোঁজখবর রাখেন রোনালদো,
'ক্লাবটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাব। এখন তারা সঠিক পথে নেই। কাঠামোগত সমস্যা আছে, আশা করি পরিবর্তন আসবে। ম্যানেজার রুবেন আমোরিম নিজের সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু মিরাকল তো করা যায় না।'
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো জয় করেছেন অসংখ্য শিরোপা। পাঁচবার চ্যাম্পিয়নস লিগ, একবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, তিনবার ইংলিশ প্রিমিয়ার লিগ, দুটি লা লিগাসহ অসংখ্য ব্যক্তিগত পুরস্কার।

দুয়ারে কড়া নাড়ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। আগামী বছর জুনে বসছে বিশ্বফুটবলের সবচেয়ে বড় মহারণ। বিশ্বকাপে এ পর্যন্ত সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে ২৮টি দেশ। এর মধ্যে আজ একসাথে ২২টি দেশের জার্সি উন্মোচন করেছে অ্যাডিডাস। যেসব ফেডারেশনের সঙ্গে চুক্তি রয়েছে, তাদের জার্সি প্রকাশ করেছে বিশ্বের অন্যতম ক্রীড়া সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।
বিশ্বকাপের জন্য নতুন জার্সি উন্মোচনের তালিকায় রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, জার্মানি। অতীতের গৌরব আর আধুনিকতার ছোঁয়া মিলিয়ে ডিজাইন করা হয়েছে লিওনেল মেসিদের নতুন জার্সি।
নতুন এই জার্সিতে থাকছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি ও সাদা রঙের মিশ্রণ। ক্লাসিক নীল ডোরাকাটার উপর রাখা হয়েছে গ্রেডিয়েন্ট ইফেক্ট, অর্থাৎ মোটা নীল স্ট্রাইপের মাঝামাঝি থাকবে হালকা রঙের মিশ্রণ। নকশাটি ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালের তিনটি বিশ্বকাপজয়ী জার্সির রঙ থেকে অনুপ্রাণিত।
গলার পেছনে যোগ করা হয়েছে বিশেষ এক স্মারক চিহ্ন ‘১৮৯৬’। এটি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রতিষ্ঠাবর্ষের প্রতীক।
এএফএ জানিয়েছে, এই জার্সি কেবল পোশাক নয়, বরং আর্জেন্টাইন ফুটবলের ইতিহাস ও গর্বের প্রতিফলন।
আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপের ২৩তম আসর। তবে এখনও বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়নি। বাছাইপর্বের খেলা শেষে আগামী ৫ ডিসেম্বর ড্র অনুষ্ঠিত হবে ওয়াশিংটন ডিসিতে।

আগামী ১৫ ও ১৯ নভেম্বর বিশ্বকাপ বাছাইপর্বে সুইজারল্যান্ড ও স্লোভেনিয়ার মুখোমুখি হবে সুইডেন। গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচের জন্য আজ দল ঘোষণা করেছেন কোচ গ্রাহাম পটার।
পটারের ঘোষিত দলে জায়গা পেয়েছেন আলেকজান্ডার ইসাক। তবে বাদ পড়েছেন আর্সেনাল স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেস।
হ্যামস্ট্রিং চোটে ভুগছেন ইয়োকেরেস। গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে সেভিয়ার বিপক্ষে বেঞ্চে বসেই খেলা দেখেছেন তিনি। ধারণা করা হচ্ছে, বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। তাই ঝুঁকি নিতে চাননি কোচ পটার।
অন্যদিকে, কুঁচকির চোটের কারণে মাঠের বাইরে ছিলেন ইসাক। সবশেষ ২২ অক্টোবর অল রেডসের জার্সি গায়ে জড়িয়েছিলেন তিনি। তবে সুইজারল্যান্ড ও স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই ফিরছেন এই তারকা স্ট্রাইকার।
টটেনহ্যামের মিডফিল্ডার লুকাস বার্গভাল মাথায় আঘাত থেকে সেরে উঠছেন। নিউক্যাসলের উইঙ্গার অ্যান্থনি এলাঙ্গাও দারুণ ফর্মে আছেন। দুইজনকেই দলে ডেকেছেন সাবেক ব্রাইটন, চেলসি ও ওয়েস্ট হ্যাম কোচ গ্রাহাম পটার।
মাঠের পরিস্থিতি খুব একটা আশাব্যঞ্জক নয় সুইডেনের। গ্রুপ ‘বি’-এর সর্বনিম্ন স্থানে রয়েছে তারা। চার ম্যাচে মাত্র এক পয়েন্ট দলটির।
তবুও আশা একেবারে শেষ হয়ে যায়নি সুইডেনের। সর্বশেষ নেশনস লিগে ভালো পারফরম্যান্সের কারণে, এখনো বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে জায়গা পাওয়ার সম্ভাবনা ধরে রেখেছে সুইডেন।
গোলকিপার:
ভিক্টর জোহানসন, ক্রিস্টোফার নর্ডফেল্ট, নোয়েল টর্নকভিস্ট, জ্যাকব উইডেল জেটারস্ট্রম
ডিফেন্ডার:
গ্যাব্রিয়েল গুডমুন্ডসন, ইসাক হিয়েন, এমিল হোল্ম, গুস্তাফ লাগারবিয়েলকে, ভিক্টর লিন্ডেলফ, কেন সেমা, কার্ল স্টারফেল্ট, ড্যানিয়েল স্বেনসন
মিডফিল্ডার ও ফরোয়ার্ড:
তাহা আলী, ইয়াসিন আয়ারি, রুনি বার্দগজি, লুকাস বার্গভাল, আলেকজান্ডার বার্নহার্ডসন, অ্যান্থনি এলাঙ্গা, আলেকজান্ডার ইসাক, জেসপার কার্লস্ট্রম, হুগো লারসন, ইসাক লিডবার্গ, গুস্তাভ লুন্ডগ্রেন, বেনজামিন নিয়গ্রেন, ম্যাটিয়াস স্বানবার্গ, বেসফোর্ট জেনেলি

নভেম্বরে মাঝামাঝিতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। ১৩ তারিখ জাতীয় স্টেডিয়ামে হামজা চৌধুরীদের প্রীতি ম্যাচে অতিথি নেপাল। ৫ দিন পর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবেন তাঁরা।
এই দুই ম্যাচের জন্য আজ সন্ধ্যায় ২৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আগে থেকেই জানা ছিল, এশিয়ান কাপের ম্যাচে থাকছেন না ফাহামিদুল ইসলাম। দুই হলুদ কার্ডের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞায় রয়েছেন তিনি। নেপাল ম্যাচের জন্য ফাহামিদুলকে উড়িয়ে আনা প্রয়োজন মনে করেননি কোচ হাভিয়ের কাবরেরা।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারত গত অক্টোবরে সিঙ্গাপুরের কাছে ১–২ গোলে হেরে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলে সবার নিচে নেমে গেছে। চার ম্যাচে তাদের পয়েন্ট দুই। বাংলাদেশও দুই পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে। গ্রুপের শীর্ষে অবস্থান করছে হংকং ও সিঙ্গাপুর, যারা আট পয়েন্ট নিয়ে মূল পর্বের দৌড়ে দারুণভাবে টিকে আছে।
বাংলাদেশ দল
গোলকিপার:
মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন, মেহেদী হাসান।
ডিফেন্ডার:
তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মণ, তাজ উদ্দিন, সাদ উদ্দিন।
মিডফিল্ডার:
কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা (জুনিয়র), মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, সমিত সোম।
ফরোয়ার্ড:
মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, আরমান ফয়সাল, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, রাকিব হোসেন

সপ্তাহখানেক আগে সংবাদমাধ্যমে সয়লাভ লামিন ইয়ামাল আর নিকি নিকোলের প্রেমের বিচ্ছেদ। তবে সেই রেশ না কাটতেই নতুন করে আলোচনায় বার্সেলোনার তারকা ফরোয়ার্ডের বাবার বাগদান সম্পন্ন।
মার্কা, ডেইলি মেইল ও দ্য সানের প্রতিবেদন, ইয়ামালের ৩৫ বছর বয়সী বাবা মুনির নাসরাউই সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন ২৩ বছর বয়সী নারী ক্রিস্টিনার সঙ্গে। যিনি ১৮ বছর বয়সী ইয়ামালের চেয়ে পাঁচ বছরের বড়।
নাসরাউই সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় মুখ। বাগদানের খবর জানিয়েছেন এক আবেগঘন পোস্টে। বারান্দায় ক্রিস্টিনার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের একটি ছবি দিয়ে, ক্যাপশনে জুড়ে দিয়েছেন ‘ব্লাক লাভ ও আংটির’ ইমোজি—যা ভক্তদের মধ্যে বিয়ের সম্ভাবনা নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।
নাসরাউই ও ক্রিস্টিনার সম্পর্ক কবে শুরু হয়েছিল, তা স্পষ্ট নয়। তবে গত কয়েক মাসে ক্রিস্টিনাকে একাধিকবার নাসরাউইয়ের ইনস্টাগ্রাম পোস্টে দেখা গেছে।
অন্যদিকে ছেলে ইয়ামালের ব্যক্তিগত জীবনে চলছে উল্টো স্রোত। বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড সম্প্রতি বিচ্ছেদ ঘটিয়েছেন তাঁর আর্জেন্টাইন গায়িকা প্রেমিকা নিকি নিকোলের সঙ্গে। ২৫ বছর বয়সী নিকি নাসরাউইয়ের হবু স্ত্রীর চেয়েও দুই বছর বড়।
নাসরাউইয়ের জীবনে এটি নতুন সুখের অধ্যায় হলেও কয়েক মাস আগেই তিনি পেরিয়েছেন এক ভয়াবহ অভিজ্ঞতা। গত আগস্টে বার্সেলোনার উত্তরের শহর মাতারোতে নিজের কুকুর হাঁটাতে বেরিয়ে ছুরিকাহত হন তিনি। তর্কের জের ধরে কয়েকজনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন, এবং পরে তাঁকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। সেই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ।
ভাগ্য সহায় শেষ পর্যন্ত তিনি প্রাণে বেঁচে যান। পরবর্তীতে এক সাক্ষাৎকারে নাসরাউই বলেন,
‘সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এখন অনেকটা ভালো আছি। ভয় পেয়েছিলাম, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলাম, কিন্তু এখন শুধু চাই শান্তি আর ন্যায়বিচার।’
মুনির নাসরাউই দীর্ঘদিন ধরেই ছেলের সবচেয়ে বড় সমর্থক। ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডকে হারিয়ে যখন স্পেন শিরোপা জেতে, তখনও ছেলের পাশে ছিলেন তিনি। সেই টুর্নামেন্টেই ইয়ামাল ছিলেন দলের উজ্জ্বলতম তারকা।
বাবা নাসরাউই বরাবরই বিশ্বাস করেন, তাঁর ছেলে একদিন হবেন বিশ্বের সেরা ফুটবলার। ব্যালন ডি’অর অনুষ্ঠানে বলেন, ‘লামিন ইয়ামাল এখনই বিশ্বের সেরা ফুটবলার। আগামী বছর এই পুরস্কার ওরই হবে।’ব্যালন ডি’অর না পেলেও ইয়ামাল পেয়েছেন কোপা ট্রফি—বছরের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার।