দীর্ঘ পাঁচ মাস পর আবারও নিজেদের হোম ভেন্যুতে ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আগামী ১৩ ও ১৬ নভেম্বর মালদ্বীপের বিপক্ষে মাঠে নামছে মোরসালিন-রাকিবরা। রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনা থেকে সরাসরি টি স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচগুলো। দুটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।
আর যারা মাঠে এসে ম্যাচ দেখতে চান, তাদের টিকিট সংগ্রহ করতে হবে ব্যাংক থেকে। বসুন্ধরা আবাসিক এলাকার স্যোশাল ইসলামী ব্যাংক ও সাউথ ইষ্ট ব্যাংক থেকে পাওয়া যাবে বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচের টিকেট। স্টেডিয়াম থেকে টিকিট সংগ্রহের কোন সুযোগ থাকছে না।
আরও পড়ুন
তাবিথ আউয়ালের পরিকল্পনায় জামাল-তারিকের মতো প্রবাসী ফুটবলার |
![]() |
সাধারণ দর্শকদের জন্য টিকিট রাখা হয়েছে তিন ক্যাটাগরির। ভিআইপি টিকিটের জন্য গুনতে হবে ৮০০ টাকা, ক্যাটাগরি-১ টিকিটের দাম ৫০০, আর সর্বনিম্ন ৩০০ টাকায় পাওয়া যাবে ক্যাটাগরি-২ টিকিট।
গত সোমবার বাংলাদেশে পৌঁছেছে এক বছর ধরে আন্তর্জাতিক ফুটবলের বাইরে থাকা মালদ্বীপ। গেল বছরের অক্টোবরে বসুন্ধরা কিংস অ্যারেনাতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাই ছিলো মালদ্বীপ জাতীয় দলের সবশেষ ম্যাচ। সেই ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে বাংলাদেশ জায়গা করে নিয়েছিলো বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে।
আরও পড়ুন
বজ্রপাতে ম্যাচ চলাকালীন ফুটবলারের মৃত্যু |
![]() |
এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ড শুরু হচ্ছে আগামী বছরের মার্চ থেকে। বাছাইপর্বের আগে বাংলাদেশ-মালদ্বীপ দুই দলের জন্যই শেষ প্রস্তুতি ম্যাচও এটি। এই ম্যাচের ফল প্রভাব ফেলবে ফিফা র্যাঙ্কিংয়ে। মালদ্বীপের ফিফা র্যাঙ্কিং ১৬৩, বাংলাদেশের ১৮৫। এই দুই ম্যাচের জিতলে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে এগিয়ে যেয়ে উঠে যেতে পারবে এশিয়ান কাপ বাছাইপর্বের তিন নম্বর পটে। বাংলাদেশের লক্ষ্য থাকবে সেটা অর্জন করা।
No posts available.
১০ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫০ পিএম
১০ সেপ্টেম্বর ২০২৫, ২:৪৭ পিএম
তারকা ফুটবলারদের চাকচিক্যময় জীবন নিয়ে সমর্থকদের আগ্রহ থাকে সবসময়ই। ইউরোপীয় ফুটবল কিংবা বর্তমানে মধ্যপ্রাচ্যের ক্লাবগুলোয় ফুটবলারদের পেছনে কাড়িকাড়ি অর্থ ঢালছে। তাতে দ্রুতই জীবন বদলে যাচ্ছে তরুণ অনেক ফুটবলারদের। বিলাসী জীবনে অভ্যস্ত হতে শুরু করেন তারা।
তবে সবকিছুরই তো নেতিবাচকতা আছে। দূর থেকে ফুটবলারদের জীবন আর্কষণীয় মনে হলেও মুদ্রার উল্টো পিঠও নাকি আছে। রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে তেমনটাই বলছেন।
ফরাসি সংবাদমাধ্যম লে’কিপকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যাক্তিগত জীবনের পর্দার আড়ালের কথা বলেন তিনি। নিজের সন্তানদেরও নাকি কখনও ফুটবলকে বেছে নেওয়ার উপদেশ দেবেন না এমবাপে।
আরও পড়ুন
একটি নয়, অনেক ব্যালন ডি অর জেতার স্বপ্ন দেখি: ইয়ামাল |
![]() |
ফুটবলকে মনে প্রাণে ধারণ করেন বলেই সব নেতিবাচকতা ভুলে থাকছেন এমবাপে।
“খেলাটার প্রতি এই টানটা যদি না থাকত, তাহলে ফুটবলের দুনিয়ার অন্ধকার দিকগুলো আমাকে বহু আগেই দূরে সরিয়ে দিত।”
মাঠের খেলার বাইরেও অনেক দিক থাকে যা সমর্থকদের ধারণার মধ্যে থাকে না। দর্শকদের এসব বিষয় দেখতে হয় না বলে তাদের সৌভাগ্যবান বলে মনে করেন এমবাপে।
“আমি সবসময় বলি, যারা স্টেডিয়ামে এসে শুধু খেলা দেখতে পারে, তারা খুব সৌভাগ্যবান কারণ তারা জানে না এর পেছনে কী চলে, কোন গোপন জগৎ আছে।”
আরও পড়ুন
দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা, জিমে সময় কাটালেন ফুটবলাররা |
![]() |
যে অঢেল অর্থের হাতছানি ফুটবলারদের জীবনে বড় প্রভার রাখে, সেই টাকাই যত নষ্টের গোড়া বলে মনে করেন ফরাসি তারকা।
“যত বেশি টাকা, তত বেশি সমস্যা। আমি আমার সন্তানদের কখনও ফুটবলের সঙ্গে সম্পৃক্ত হতে বলব না।”
মূলত গত মৌসুমে পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দেওয়ার পরই যত ঝামেলায় পড়েন এমবাপে। গত জুলাইয়ে পিএসজির বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি অভিযোগ (যেখানে তিনি হয়রানি ও ব্ল্যাক মেইলের অভিযোগ এনেছিলেন) প্রত্যাহার করে নেন।
তবে এমবাপে এখনও দাবি করছেন তার ৫৫ মিলিয়ন ইউরো বেতন ও বোনাস ফরাসি ক্লাবটি বকেয়া রেকেছে। সেই অর্থ আদায়ের জন্য তিনি আইনি পদক্ষেপ নিচ্ছেন।
আরও পড়ুন
রেফারির সিদ্ধান্তে খুশি নন মার্তিনেজ |
![]() |
অবশ্য সাবেক ক্লাবের সঙ্গে কোনো বিদ্বেষ নয়, শুধু প্রাপ্য অর্থটাই ফেরত চান এমবাপে।
“পিএসজির প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। আমি ক্লাবটিকে ভালোবাসি, এখনও সেখানে আমার বন্ধুরা আছে। কিন্তু এই পথটাই একমাত্র উপায়, আমার প্রাপ্যটা ফেরত পাওয়ার জন্য।”
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আইসল্যান্ডের বিপক্ষে পরশু ২-১ গোলের জয়ে দারুণ এক মাইলফলক স্পর্শ করেন এমবাপে।
ম্যাচে পেনাল্টি থেকে গোল করে জাতীয় দলের হয়ে এখন দ্বিতীয় সর্বোচ্চ গোলের মালিক রিয়াল তারকা। থিয়েরি হেনরিকে ছাপিয়ে ফ্রান্সের হয়ে তার গোল এখন ৫২, শীর্ষে থাকা অলিভার জিরুর গোল ৫৭।
কথায় বলে, স্বপ্ন সবসময় বড় দেখতে হয়। সেই দলে আছেন লামিন ইয়ামাল। ফুটবল ক্যারিয়ারে দারুণ শুরু করা স্প্যানিশ এই ফরোয়ার্ডের স্বপ্ন তাই অনেকগুলো ব্যালন ডি'অর জেতা।
ফ্রান্সের প্যারিসে আগামী ২২ সেপ্টেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডিঅর পুরস্কার। পিএসজির ফরাসি তারকা ওসমান দেম্বেলের পাশাপাশি ইয়ামালও এবারের ব্যালন জয়ের অন্যতম দাবীদার।
সেই আলোচনা চলার মাঝেই এক পডকাস্টে ইয়ামাল জানিয়েছেন নিজের স্বপ্নের কথা।
আরও পড়ুন
প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে দুই ‘জুজু’ |
![]() |
“আমি আমার বন্ধুদের বলেছি, আমি একটি ব্যালন ডি অর জেতার স্বপ্ন দেখি না। আমি অনেকগুলো ব্যালন ডি অর জেতার স্বপ্ন দেখি।”
এখন পর্যন্ত বার্সেলোনা ও স্পেনের হয়ে ইয়ামালের যেমন পারফরম্যান্সে, তাতে এই স্বপ্ন দেখা অবশ্যই যৌক্তিক। মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনার হয়ে একশর বেশি ম্যাচ খেলে ফেলেছেন ইয়ামাল। গত মৌসুমে ১৮ গোলের সঙ্গে করেছেন ২৫টি অ্যাসিস্ট।
গোল-অ্যাসিস্টের বাইরেও স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কোপা জয়ে বড় অবদান রাখেন ইয়ামাল।
আরও পড়ুন
বাংলাদেশকে নিয়ে কথা বলার কিছু নেই: অশ্বিন |
![]() |
সেই একই ছন্দ ধরে রেখে নতুন মৌসুমের শুরুটাও করেছেন উড়ন্ত। লা লিগায় প্রথম তিন ম্যাচে দুই গোল করে ফেলেছেন ইয়ামাল। তার মতে, শেষ পর্যন্ত ব্যালন জিততে না পারলে, দায়টা থাকবে তার ওপরেই।
“আমার মতে, আমি এটি (ব্যালন ডি অর) জেতার মতো একজন ফুটবল। আর এটি যদি না হয়, তার মানে দাঁড়াবে আমি সব কিছু ঠিকভাবে করিনি অথবা আমি সব কিছু করতে চাইনি।”
“আমি অনেকগুলো ব্যালন ডি অর জিততে চাই এবং যখন এই দিন আসবে, আমি অনেক খুশি হবো।”
তবে ব্যক্তিগত সাফল্যের আগে দলকে অনেক কিছু জেতাতে চান ইয়ামাল।
“আমি শুধু জিততে থাকতে চাই। ক্লাব ও জাতীয় দলের হয়ে অনেক কিছু জিততে চাই।”
নেপালে সরকারবিরোধী আন্দোলনে একরকম অবরুদ্ধ অবস্থায় পড়ে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কাঠমান্ডুর বিমানবন্দর বন্ধ থাকায় তাদের দেশে ফেরা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে এর মাঝেও নিজেদের ফিটনেসের টুকটাক কাজ করেছেন ফুটবলাররা।
ফুটবলারদের সবশেষ অবস্থার তথ্য জানিয়ে ছোট্ট এক বার্তা দিয়েছেন বার্তা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব।
“বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ সকাল ১১টা থেকে টিম হোটেলে জিম সেশন সম্পন্ন করেছে। নেপালের বর্তমান পরিস্থিতিতেও পুরো দল নিরাপদে রয়েছে। টিম বাংলাদেশ শারীরিকভাবে সুস্থ এবং মানসিকভাবে ভালো আছে।”
আরও পড়ুন
রেফারির সিদ্ধান্তে খুশি নন মার্তিনেজ |
![]() |
শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার কথা বলা হলেও, দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই রয়েছেন জামাল ভূঁইয়া, রাকিব হোসেনরা। বাফুফের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে দেশে ফেরার ব্যবস্থা নিতে।
এছাড়া ফুটবলারদের নিরাপদে ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
নেপাল থেকে টি স্পোর্টসের প্রতিনিধি মোমিন রোহন জানিয়েছেন, অনেকটাই জনমানবশূন্য হয়ে পড়েছে কাঠমাণ্ডু। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। কেউ বের হলেও যথাযথ প্রমাণ দেখিয়ে তবেই মুভমেন্ট করতে পারছেন।
এমতাবস্থায় বুধবার বাংলাদেশ দলের ফুটবলার বা সেখানে উপস্থিত সাংবাদিকদের দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। বিমানবন্দরের কার্যক্রম শুরু হওয়া মাত্রই দ্রুততম সময়ের মধ্যে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
আরও পড়ুন
ব্রাজিল সঠিক পথেই আছে, দাবি আনচেলত্তির |
![]() |
এর আগে অস্থিতিশীল পরিস্থিতির কারণে নেপাল-বাংলাদেশের দ্বিতীয় প্রীতি ম্যাচটি স্থগিত করা হয়। সামাজিক যোগযোগমাধ্যম বন্ধের প্রতিবাদ ও দুর্নীতিবিরোধী আন্দালনে উত্তপ্ত নেপালের রাজধানী কাঠমান্ডু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করে নেপাল সরকার। প্রথম প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।
কনমেবল অঞ্চলের বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। প্রথমার্ধে যোগ করা সময়ের ১৩ মিনিটে পেনাল্টি থেকে স্বাগতিকদের লিড এনে দেন এনের ভ্যালেন্সিয়া। ৩৫ বর্ষী ফরোয়ার্ডের গোল এবং রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। এ নিয়ে কোচ লিওনেল স্কালোনিও কথা বলেছেন।
প্রথমার্ধে যোগ করা সময়ের ৫ মিনিটে ডান প্রান্ত থেকে ভেসে আসা বল লাফিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা চালান ইকুয়েডরের রাইটব্যাক অ্যাঞ্জেলো প্রিসিয়াদো। একই রকম চেষ্টা অব্যাহত রাখেন আর্জেন্টিনার লেফটব্যাক নিকোলাস তালিয়াফিকো। তখনই তালিয়াফিকোর ডান হাতের কনুই লাগে প্রিসিয়াদোর মুখে। মুহূর্তেই মাটিয়ে লুটিয়ে পড়ে কাতরাতে থাকেন প্রিসিয়াদো। প্রাথমিক চিকিৎসা নেওয়া হয়। তখনও রেফারি রোলদান ফাউলের বাঁশি বাজাননি।
প্রিসিয়াদো প্রাথমিক চিকিৎসাকালে ভিএআর মনিটরে মুহূর্তটি পর্যালোচনার ডাকা হয় রেফারি রোলদানকে। কিছুক্ষণ পর্যালোচনার পর তিনি বাঁশি বাজান আর্জেন্টিনার বিপক্ষে। আর সেখান থেকে গোল আদায় করেন ভ্যালেন্সিয়া।
ম্যাচ শেষে পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মার্তিনেজ। মিক্সড জোনে বলেন, ‘‘পেনাল্টির সিদ্ধান্ত অন্যায্য। রেফারির এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কের জায়গা আছে। এই পেনাল্টি ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। ঘরের বাইরে রেফারিরা আমাদের জন্য সবকিছু কঠিন করে তোলেন।’’
তবে মার্তিনেজ বলেন, ‘‘মিশ্র অনুভূতি হচ্ছে, কারণ আমরা দারুণ একটা বাছাইপর্ব পেরিয়েছি। আর অনেক আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছি। সার্বিক ফলাফলের জন্য গর্বিত।’’
প্রথমার্ধে পেনাল্টি ও ওতামেন্ডির লাল কার্ড দ্বিতীয়ার্ধে ভুগিয়েছে আর্জেন্টিনাকে। ম্যাচ শেষে সেটা স্বীকার করেছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন মাস্টারমাইন্ড বলেছেন, ‘‘আমরা দ্বিতীয়ার্ধে নেমেছিলাম আরেকটা লাল কার্ডের ভয়ে, আর তখনই খেলাটা এলোমেলো হয়ে যায়। আমার মনে হয়, দ্বিতীয়ার্ধটা আমাদেরই ছিল। আরও কিছু করা যেত, কিন্তু হয়নি, পারেনি আমরা। আমরা জিততে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আমরা তো জেতায় অভ্যস্ত, কিন্তু কখনো কখনো তা হয় না।’’
সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ১৫০ মিটার উঁচুতে ম্যাচ। একটু ভয়, একটু শঙ্কা থাকবেই; উঁচুস্থানে খেলতে গেলে একটু আধটু সব দলেরই মনে সংকোচ কাজ করে। তাই বলে বলিভিয়ার বিপক্ষে এতটাই খেই হারা হয়ে পড়বে ব্রাজিল, প্রশ্ন কিন্তু রয়েই যায়। আজ (বুধবার) বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় ঘরের মাঠ এল আলতো স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে বলিভিয়ার জয় তুলেছে ১-০ গোলে। এই জয়ে নিজেদের বিশ্বকাপ খেলার আশাও বাঁচিয়ে রাখল লস ভার্দেসরা। সে সঙ্গে ইন্টার-কনফেডারেশন প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি।
কনমেবল বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিলের খেলায় না ছিল চেনা ধার, গতি কিংবা ছন্দ। এল আলতোর উচ্চতার জন্য নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতে পারেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা। ৫৮ শতাংশ বল নিজেদের দখলে রাখলেও গোলের জন্য শট নিতে পেরেছে ৩টি। যেখানে বলিভিয়ার টার্গেট শট ছিল ১০টি। তারপরও ব্রাজিল কোচ জানিয়েছেন, তাদের দল সঠিক পথেই রয়েছে। ম্যাচ শেষে সম্প্রচার চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি তার।
রিয়াল মাদ্রিদ ছেড়ে পাঁচবারের বিশ্বকাপজয়ী দলে যোগ দেওয়া ইতালির এই কোচ জানালেন, ‘ব্রাজিল বিশ্বকাপে ভালো পারফর্ম করার সঠিক পথেই আছে। দল ও খেলোয়াড়দের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে।
আরও পড়ুন
বলিভিয়ার কাছে হারল ব্রাজিল |
![]() |
বিশ্বকাপ বাছাইয়ে ২৮ পয়েন্ট নিয়ে রেস শেষ করেছে ব্রাজিল। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান পঞ্চমে। নম্বর ওয়ানে তাদেরই প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। এছাড়া উরুগুয়ে ও কলম্বিয়াও তাদের উপরে। এ নিয়ে মোটেও ভীত নন আনচেলত্তি। বরং বিশ্বকাপ নিয়ে পূর্বাভাস দিয়ে রাখলেন, ‘আমরা বিশ্বকাপে সফল হবো, তার জন্য লড়াই করবো।’
এদিন প্রথমার্ধের যোগ করা সময়ে বলিভিয়াকে পেনাল্টি উপহার দিয়ে পিছিয়ে পড়ে হলুদ জার্সিধারীরা। বল দখলের লড়াইয়ে বক্সের ভেতর বলিভিয়ার ফার্নান্দেজকে ব্রুনো গিমারেস ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকেরা। শুরুতে অবশ্য রেফারি পেনাল্টি দেননি, কিন্তু ভিএআর যাচাইয়ের পর সিদ্ধান্ত বদলান। পেনাল্টিতে গোল করেন মিডফিল্ডার মিগুয়েল তেরকোরেস।
রেফারি ক্রিস্টিয়ান গারাইয়ের এমন সিদ্ধান্তের বিরোধিতা করেন আনচেলত্তি। বলেছেন, ‘এসব বিষয় স্পষ্টতই উন্নত করা যায়।’