আলোচনা হচ্ছিল অনেক দিন ধরেই। তবে সমঝোতায় পৌঁছাতে নিউক্যাসল ও লিভারপুলের সময় লেগেছে গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিন পর্যন্ত। শেষ মুহূর্তে হলেও সফল হয়েছে রেডরা। রেকর্ড দামে নিউক্যাসল স্ট্রাইকার অ্যালেকজান্ডার ইসাককে দল ভিড়িয়েছে অ্যানফিল্ডের ক্লাবটি।
এটি অবশ্য সাধারণ দলবদল বলার সুযোগ নেই। প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি ফুটবলার এখন ইসাক। সুইডিশ তারকাকে দলে ভেড়াতে ১২৫ পাউন্ড ট্রান্সফার ফি গুনতে হচ্ছে লিভারপুলকে। সব মিলিয়ে পুরো চুক্তির মূল্য দাঁড়াবে ১৩০ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১৩৫ কোটি টাকা। ইউরোপীয় মুদ্রায় ১৫০ মিলিয়নের মতো।
ইংলিশ ও স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন, আজই মেডিকেল পরীক্ষা দেবেন ইসাক। সমঝোতা হয়ে যাওয়ায় এবারের গ্রীষ্মের সবচেয়ে আলোচিত ট্রান্সফার কাহিনির ইতি ঘটতে যাচ্ছে। টাকার অঙ্ক না মেলায় নিজেদের সেরা তারকাকে এত দিন ছাড়তে চায়নি নিউক্যাসল।
আরও পড়ুন
বিশ্বকাপের প্রাইজমানি ৪ গুণ বাড়াল আইসিসি |
![]() |
ছয় বছর বয়সে সুইডিশ ক্লাব অয়কোর একাডেমিতে যাত্রা শুরু হয় ইসাকের। ২০১৬ সালে এই ক্লাবের হয়েই শুরু পেশাদার ক্যারিয়ার। পরের বছরই যোগ দেন বরুশিয়া ডর্টমুন্ডে। সেখান থেকে ধারে কিছুদিন খেলেন নেদারল্যান্ডসের ক্লাব ভিলেমে। ২০১৯ সালে পাড়ি জমান স্পেনে রিয়াল সোসিয়েদাদে।
২০২২ সালে নিউক্যাসলের ট্রান্সফার ফির রেকর্ড গড়ে ছয় বছরের চুক্তিতে আসেন ইংলিশ প্রিমিয়ার লিগে। অভিষেকেই লিভারপুলের বিপক্ষে অ্যানফিল্ডে গোল করে হন ম্যাচসেরা। গত মৌসুমে তো ক্যারিয়ারের সেরা সময় কাটান তিনি। প্রিমিয়ার লিগে করেন ২৩ গোল। বড় ভূমিকা রাখেন নিউক্যাসলকে চ্যাম্পিয়নস লিগে পৌঁছাতে। সব মিলিয়ে লিগে ৮৬ ম্যাচে করেছেন ৫৪ গোল।
প্রিমিয়ার লিগে ইসাকের আগে এবারের দলবদলে ফ্লোরিয়ান ভিয়ের্তসের জন্য ১১৬ মিলিয়ন পাউন্ড খরচ করে লিভারপুল। ‘বিগ ট্রান্সফার ফি’র রেকর্ড তালিকায় এখন সেটি দুই নম্বরে। ২০২৩ সালে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের জন্য ১০৬.৮ মিলিয়ন পাউন্ড করেছিল চেলসি।
No posts available.
৩ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৪ পিএম
৩ সেপ্টেম্বর ২০২৫, ৪:৪৪ পিএম
৩ সেপ্টেম্বর ২০২৫, ৩:২৭ পিএম
বাংলাদেশের জায়ান্ট ক্লাব বসুন্ধরা কিংসের জার্সিতে এরই মধ্যে অভিষেক হয়েছে কিউবা মিচেলের। এবার লাল সবুজের জার্সিতেও যাত্রা শুরু হলো ইংল্যান্ড প্রবাসী ফুটবলারের।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ভিয়েতনামের বিপক্ষে মাঠে নেমেছেন এই তরুণ মিডফিল্ডার। ৮ নাম্বার জার্সি পড়ে খেলছেন কিউবা। বাংলাদেশ সিনিয়র দলে ৮ নম্বর জার্সি পড়ে খেলেন হামজা চৌধুরী।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলে কিউবার অভিষেক দেখার অপেক্ষায় ছিলেন সমর্থকেরা। এর আগে গত ১২ আগস্ট সিরিয়ান ক্লাব আল কারামাহর বিপক্ষে বসুন্ধরা কিংসের জার্সিতে অভিষেক হয় কিউবার। ওই ম্যাচ জিতে বসুন্ধরা কিংস জায়গা করে নেয় এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে।
আরও পড়ুন
৮১ ইনিংস পর ওপেনিংয়ে দুই ডানহাতি |
![]() |
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে ভিয়েতনামকে মোকাবিলা করছে বাংলাদেশ। বাছাই টুর্নামেন্ট খেলার জন্য ইতালি থেকে দলের সঙ্গে একদিন আগে যোগ দেন ফাহামিদুল ইসলাম।
সিনিয়র জাতীয় দলের জার্সিতে এরই মধ্যে অভিষেক হয়েছে তার। তবে ১৮ ঘন্টার ভ্রমণক্লান্তি থাকায় তাকে এই ম্যাচে শুরুর একাদশে মাঠে নামানো হয়নি।
একাদশে সুযোগ পেয়েছেন আরেক প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। কদিন আগে বাহরাইনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেছিলেন তিনি। শক্তিশালী ভিয়েতমানের একের পর এক আক্রমণে এই মুহূর্তে মাঠে চাপে আছে বাংলাদেশ দল।
দেশের মাঠে লিওনেল মেসির বিদায় রাগিনী বেজে উঠেছে। পুরো আর্জেন্টিনায় যেন তৈরি হয়েছে আবেগঘন আবহ। ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে বিদায় দিতে দারুণ সব পরিকল্পনা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
বিশ্বকাপ বাছাইপর্বে আগামী পরশু ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি হতে পারে দেশের মাঠে মেসির শেষ খেলা। সে ম্যাচে উপস্থিত থাকবে তাঁর পুরো পরিবারও। তবে বিশেষ ম্যাচে মেসির কষ্ট বাড়িয়ে দিতে চায় ভেনেজুয়েলা। কোচ ফার্নান্দো বাতিস্তা বলেন,
‘আমি ইতিবাচকভাবে তাদের উদযাপন নষ্ট করতে আসছি। আমরা বাছাইপর্বেও বাঁধা উতরাতেই খেলছি।’
আরও পড়ুন
বন্ধুকে সারপ্রাইজ দিতে থিয়েটারে হাজির মেসি |
![]() |
৮৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এস্তাদিও মনুমেন্তালও শ্রদ্ধা-ভালোবাসায় মেসিকে বিদায় দিতে তৈরি হয়ে আছে। এএফএ জানিয়েছে, ম্যাচের আগে থাকবে সংগীত পরিবেশনা। এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা আর্জেন্টিনার জন্য ম্যাচটি কেবল বৈশ্বিক আসরে খেলার প্রস্তুতিই বলা যায়। ভেনেজুয়েলার জন্য ম্যাচটি অনেকটা বাঁচা-মরার লড়াই।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে পয়েন্ট তালিকায় ৭ নম্বরে আছে ভেনেজুয়েলা। ১৬ ম্যাচ খেলে তাদের অর্জন ১৮ পয়েন্ট। সরাসরি বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করতে পয়েন্ট টেবিলের ছয়ে থাকতে হবে। তালিকার ৬ নম্বরে থাকা কলম্বিয়া থেকে ৪ পয়েন্ট পিছিয়ে আছে তারা। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের পর তাদের প্রতিপক্ষ এই কলম্বিয়াই। তাতে মেসিদের বিপক্ষে ম্যাচটি ভেনেজুয়েলার জন্য মহাগুরুত্বপূর্ণও বলা যায়।
আর্জেন্টিনার জন্য ম্যাচটি উৎসব মুখর হলেও বাতিস্ত শিষ্যদের মনে করিয়ে দিলেন ম্যাচটা তাঁদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ভেনেজুয়েলা কোচ বলে, ‘আমি ছেলেদের বলেছি আমরা এখানে উৎসব করতে আসিনি। আমরা এসেছি গুরুত্বপূর্ণ কিছু অর্জন করতে।’ তবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারানো যে মোটেও সহজ হবেনা সেটা ভালো করেই জানেন তিনি। শিষ্যদের সুযোগের যথাযথ ব্যবহারের কথা বলেন তিনি, ‘এ ধরনের দলের বিপক্ষে সুযোগ হাতছাড়া করা চলবে না। হয়তো ১০টা সুযোগ মিলবে না, কিন্তু তিন-চারটা মিলবে।’ আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দেখায় ১-১ গোলে ড্র করে ভেনেজুয়েলা।
বন্ধুকে দেওয়া প্রতিশ্রুতি অবশেষে রাখতে পারলেন লিওনেল মেসি। সবাইকে চমকে দিয়ে তিনি হাজির হলেন বুয়েন্স আইরেসের এক থিয়েটারে। পরিবারের সদস্যদের নিয়ে উপভোগ করলেন বন্ধু নিকো ভাসকেজের অভিনীত ‘রকি’ নাটক।
বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ খেলতে এখন আর্জেন্টিনায় অবস্থান করছেন মেসি। এই সুযোগটিই তিনি বেছে নিয়েছেন বন্ধু ভাসকেজকে সারপ্রাইজ দেওয়ার জন্য।
মঙ্গলবার জাতীয় দলের অনুশীলন শেষে পরিবারের সবাইকে নিয়ে বুয়েন্স আইরেসের লোলা মেমব্রিভেস থিয়েটারে হাজির হন মেসি। স্বাভাবিকভাবেই মহাতারকার উপস্থিতিতে বিস্ময়ের সাগরে ভেসেছেন উপস্থিত দর্শকরা। দাঁড়িয়ে মেসিকে অভিবাদন জানিয়েছেন তারা।
আরও পড়ুন
দুই ওপেনারকে বিশ্রাম দিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ |
![]() |
পরে নাটক শেষে মেসিকে মঞ্চে ডেকে নেন তার বন্ধু ভাসকেজ। ছোট্ট প্রতিক্রিয়ায় ভালো লাগার কথা বলেন আর্জেন্টাইন জাদুকর।
“এটা সত্যিই দারুণ ছিল। সবাই অসাধারণ। আমার জন্য এটা এক বিশেষ মুহূর্ত। আমার পুরো পরিবারকে বুয়েনস আইরেসে একসাথে পাওয়ার ঘটনা খুব একটা ঘটে না। কারণ, তারা সাধারণত সবসময় রোসারিওতে থাকে।”
এসময় মেসি জানান, বন্ধুকে দেওয়া প্রতিশ্রুতি রাখতেই তার এমন আকস্মিক আগমন।
“তোমাকে (ভাসকেজ) প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আসব। সৌভাগ্যক্রমে আসতে পেরেছি, পরিবারের সঙ্গও পেয়েছি। এটা দুর্দান্ত রাত। তোমার পাশে থাকা আমার জন্য অনেক কিছু। তুমি দারুণ কাজ করেছ। উপস্থিত থাকতে পেরে, এই সন্ধ্যা সবার সঙ্গে উপভোগ করতে পেরে আমি আনন্দিত। অনেক ধন্যবাদ।”
আরও পড়ুন
ঝুঁকি নিয়ে হলেও অ্যাশেজে তোপ দাগতে চান কামিন্স |
![]() |
ভাসকেজের অভিনয় দেখতে মেসির থিয়েটারে যাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। ২০১৬ সালে ভাসকেজ অভিনীত 'এল ওত্রো লাদো দে লা কামা' দেখতে অ্যাপোলো থিয়েটারে গিয়েছিলেন মেসি। পরের বছর মেসির বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের একজন ছিলেন ভাসকেজ।
মেসির জন্য এবার আর্জেন্টিনায় ফেরার উপলক্ষ্যটা একইসঙ্গে বিশেষ ও আবেগঘন। বাংলাদেশ সময় আগামী শুক্রবার ভোরে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আগেই মেসি নিশ্চিত করেছেন, বাছাইপর্বে দেশের মাটিতে এটাই তার শেষ ম্যাচ।
সেদিন গ্যালারিতে উপস্থিত থাকবেন মেসির পরিবারের সদস্যরাও।
জাভি হার্নান্দেজ দায়িত্ব ছাড়ার পর বার্সেলোনা তখন হন্যে হয়ে একজন যোগ্য কোচ খুঁজছিল। ইউরোপের অন্যতম সেরা ক্লাবটির পথপ্রদর্শক হতে হওয়ার মতো কে আছেন এমন? শেষ পর্যন্ত এক জার্মান ফুটবল ‘দার্শনিকের’ শরণাপন্ন হয় কাতালান ক্লাবটি। বার্সায় যোগ দেওয়ার প্রথম মৌসুমে রীতিমতো বাজিমাতই করেন হ্যান্সি ফ্লিক। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটিকে ঘরোয়া ট্রেবল এনে দেওয়ার পাশাপাশি ইউরোপীয় সেরার মঞ্চে ফেরান আধিপত্য।
গত মৌসুমে ফ্লিকের টনিকে হাই লাইন ডিফেন্স, হাই প্রেসিংয়ের সঙ্গে দ্রুত আক্রমণে উঠে প্রতিপক্ষকে ঘায়েল করেছে বার্সেলোনা। এই কাজগুলো বার্সা করতো দলগতভাবে। ব্যাক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যই ছিল ফ্লিকের মূলমন্ত্র। দারুণ ফলও পেয়েছে হাতেনাতে। তবে নিজের দ্বিতীয় মৌসুমেই বার্সাকে কেমন যেন খাপছাড়া দেখছেন ফ্লিক।
এরইমধ্যে ২০২৫-২৬ মৌসুমের তিন ম্যাচ খেলেছে বার্সেলোনা। লা লিগার এই তিন ম্যাচের মধ্যে প্রথম দুটিতে জয় পেলেও শেষ ম্যাচটি হতশ্রী পারফরম্যান্সে ড্র করেছে লামিন ইয়ামাল-রাফিনহারা। রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র করে হাঁফ ছেড়ে বাঁচে। প্রতিপক্ষের মাঠে গোলকিপার হোয়ান গার্সিয়া দেয়াল হয়ে না দাঁড়ালে খালি হাতেই ফিরতে হতো লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের।
আরও পড়ুন
আর্জেন্টিনায় মেসির শেষ ম্যাচের একাদশ ও অনিশ্চয়তা |
![]() |
আগের মৌসুমের সেই দুর্ধর্ষ বার্সেলোনাকে তবে কি এই মৌসুমে দেখা যাবে না? ক্লাবটির কোচ ফ্লিকের ভয়টা সেখানেই। এই প্রসঙ্গে ফ্লিক বলেন, ‘গত মৌসুমে আমরা দল হয়ে খেলেছি, দল হয়ে কাজ করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, দলে যেন কোনোভাবেই অহংকার না আসে। কারণ অহংকার পুরো দলের সাফল্যের পথে বড় বাধা।’ভায়েকানোর বিপক্ষে ড্রয়ের পর ড্রেসিংরুমে নাকি অন্তত ২০ মিনিট শিষ্যদের কড়া ভাষায় শাসন করেন ফ্লিক।
অবশ্য সদ্য ১৮তে পা রাখা ইয়ামাল কোচ ফ্লিকের মতো ভাবছেন না। বার্সা উইঙ্গার বলেন, ‘প্রত্যেকেরই নিজেস্ব মতামত আছে। ড্রয়ের পর স্বাভাবিকভাবে নিজেদের ওপরই রেগে যাই আমরা। কিন্তু আমি মনে করি না, এটা অহংকারের জন্য হয়েছে। আমরা তিনটা কঠিন মাঠ থেকে নয় পয়েন্টের মধ্যে ৭ পেয়েছি, যা অনেকেই খুব একটা লক্ষ করে না।’
ইয়ামাল আরও বলেন, ‘আমরা এখনো নিজেদের মাঠে খেলিনি, সব ম্যাচই বাইরে খেলেছি। আমি মনে করি না, এটা অহংকারের ব্যাপার, বরং এটা ছিল আমাদের দিন না। আমরা ম্যাচটা যেভাবে শেষ করেছি, সেভাবে শুরু করতে পারিনি।’
দ্রুতই দল চেনা ছন্দে ফিরবে বলে বিশ্বাস ইয়ামালের, ‘হ্যাঁ, আমরা অনেক ভুল করেছি, কিন্তু এমনটা হতেই পারে। আমাদের দ্রুত নিজের সেরা ফর্ম খুঁজে বের করতে হবে এবং পরের ম্যাচের জন্য প্রস্তুত থাকতে হবে।’ আত্মবিশ্বাসী ইয়ামালরা আগের মৌসুমের দুর্দান্ত ছন্দে ফিরতে পারবে কি না, সেটাই দেখার অপেক্ষা। আন্তর্জাতিক বিরতি শেষে আগামী ১৪ সেপ্টেম্বর নিজেদের মাঠে ইয়ামালদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া।
বাংলাদেশ বিমানের আজ দুপুর ১টা ৩০ মিনিটের ফ্লাইটে নেপালের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল জাতীয় ফুটবর দলের। তবে ফ্লাইটটি বাতিল করায় সন্ধ্যা ৭টায় উড়ানে চড়বেন জামাল ভূঁইয়ারা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৩৭১ এর ট্যাংক ফুটো হওয়ায় এই বিড়ম্বনায় পড়তে হয়েছে।
আরও পড়ুন
ফ্লাইট হয়নি জামালদের, পেছানো হলো সন্ধ্যায় |
![]() |
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুরের পরিবর্তে ফ্লাইট ছাড়ার সময় নির্ধারিত হয়েছে সন্ধ্যা ৭টায়। এর আগে জাতীয় দলের সকল ফুটবলার ও কোচিং স্টাফরা নির্ধারিত সময়ের আগেই ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে বিমানে ওঠার অপেক্ষায় ছিলেন। ফ্লাইট বাতিল হওয়ায় তারা পড়েছেন চরম ভোগান্তিতে। সাড়ে ৫ ঘণ্টা দলকে বিমানবন্দরে বসে থাকাতে হচ্ছে দলকে।
জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান সংবাদমাধ্যমকে বলেন, ‘যেহেতু আমাদের সব আগে থেকে সেট করা ছিল, তাই আমরা তাদেরকে (বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ) বলেছি, এমনটা তো হতে পারে না। এখানে বসার কোনো জায়গা নেই, খাওয়া-দাওয়ার ব্যবস্থা নাই, খেলোয়াড়েরা কী করবে? সবকিছু মিলে একটা দুর্ভোগের মধ্যে পড়েছি।’
সবশেষ ২০২২ সালে নেপালের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য নিজেদের তৈরি করে নিতে চান জামালরা।