২ নভেম্বর ২০২৪, ৬:২৫ পিএম

ক্লাবের পাশাপাশি জাতীয় দলের হয়েও গত মৌসুমে লাউতারো মার্তিনেজের যে অর্জন, তাতে অনেকেই তাকে রেখেছিলেন ব্যালন ডি’অরের বিবেচনায়। তবে শেষ পর্যন্ত শীর্ষ পাঁচেও জায়গা হয়নি আর্জেন্টিনা স্ট্রাইকারের। তিনি নিজেও বিষয়টি নিয়ে প্রকাশ করেছেন খানিকটা হতাশা। তবে ইতালির বিশ্বকাপ জয়ী সাবেক ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জি মনে করেন, মেসির প্রশংসার চেয়ে এই খেতাবের মাহাত্ব বেশি হতে পারে না।
‘এল তোরো’ খ্যাত লাউতারো ইন্তার মিলানের হয়ে জেতেন সেরি আর শিরোপা। আর আর্জেন্টিনার হয়ে জেতেন কোপা আমেরিকা। এই দুই প্রতিযোগিতাতেই তিনি হন সর্বোচ্চ গোলদাতা। এরপরও ব্যালন ডি’অরের ভোটে সাত নম্বর স্থান পান লাউতারো। এরপর তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, শীর্ষ পাঁচের মধ্যে অন্তত থাকার আশা ছিল তার।
আরও পড়ুন
| লোকেরাই ঠিক করবে তারা আমাকে কীভাবে মনে রাখবে : মেসি |
|
এই প্রসঙ্গে ‘গাজ্জেতা’-এর সাথা সম্প্রতি কথা বলেছেন ইতালির হয়ে ২০০৬ বিশ্বকাপ জেতা মাতেরাজ্জি। আর সেখানে উত্তরসূরির প্রতি বলেন ইতিবাচক কথা। “লাউতিকে (লাউতারো মার্তিনেজ) অবশ্যই স্রেফ মেসির কথায় মনোযোগ দিতে হবে, কারণ তার রায় ব্যালন ডি'অর জুরির চেয়েও গুরুত্বপূর্ণ।”
ব্যালন ডি’অর অনুষ্ঠানের কয়েকদিন আগে মেসি বলেছিলেন যে, লাউতারো ২০২৩-২৪ মৌসুমে তার অর্জনের বিবেচনায় অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে এই পুরস্কারের বেশি প্রাপ্য।
আরও পড়ুন
| ‘রোনালদোই শুধু মেসিকে হারাতে পেরেছে , ২০ বছরে তাদের অর্জন অবিশ্বাস্য’ |
|
সব জায়গাতেই লাউতারো সফল একটা মৌসুম কাটালেও তার হাতে ব্যালন ডি’অর বলতে গেলে কেউই দেখেননি সেভাবে। কয়েক মাস আগে থেকেই মূল লড়াইটা হয়ে আসছিল রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রদ্রির মধ্যে। শেষ পর্যন্ত এটি উঠেছে তারই হাতে।
বিজয়ী নিয়ে আপত্তি না থাকলেও লাউতারোর অবস্থান নিয়ে হতাশ মাতেরাজ্জিও। “চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কারভাহাল ও ইউরো জয়ী রদ্রিকে নিয়ে অভিযোগ করতে পারি না। কিন্তু লাউতারো ইন্তার ও আর্জেন্টিনার হয়েও ট্রফিও জিতেছেন। তাই যখন সে বলল যে সে আরও ভালো কিছু আশা করেছিল, সেটা ঠিকই ছিল”
No posts available.

প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ইতিহাস বদলে দেওয়া কোচ লুইস এনরিকে। কাড়িকাড়ি টাকা ঢেলেও যে স্বপ্ন অধরাই থেকে যাচ্ছিল ফরাসি ক্লাবটির, সেখানে সেই স্বপ্নের রূপকার হিসেবে হাজির হন স্প্যানিশ এই কোচ। এনরিকের কোচিংয়ে পিএসজি পেয়েছে তাদের আরাধ্য ইউরোপ শ্রেষ্ঠত্যের শিরোপা। স্বাভাবিকভাবেই এই কোচকে এখন মাথায় তুলে রাখার কথা পিএসজির।
এনরিকের ওপর পিএসজির সন্তুষ্টির মাত্রা কতটা, সেটা হয়তো কদিন পরে স্বাক্ষী হতে পারে ফুটবলবিশ্ব। ৫৫ বছর বয়সী এই কোচের সঙ্গে নাকি নজিরবিহীন এক চুক্তির কথা ভাবছে পিএসজি। ইউরোপ চ্যাম্পিয়নরা এনরিকের সঙ্গে ঐতিহাসিক আজীবন চুক্তির পরিকল্পনা করছে। স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও এএস-এর একটি প্রতিবেদন এমনটাই বলছে।
পিএসজির সঙ্গে এনরিকের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালে। তবে তার আগেই নতুন প্রস্তাব দিতে চায় ক্লাবটি। দিয়ারিও- এর প্রতিবেদনে বলা হয়েছে, পিএসজি কর্তৃপক্ষ ‘গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে’ এমন একটি দীর্ঘমেয়াদি চুক্তি, যাকে বলা হচ্ছে ‘আজীবন চুক্তি’।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্যারিসের ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে এনরিকের পারফরম্যান্সে ভীষণ সন্তুষ্ট ক্লাবের শীর্ষ কর্মকর্তারা। তারা চান, যতদিন সম্ভব তিনিই ফরাসি জায়ান্টদের নেতৃত্ব দিন। পিএসজির ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও দেখা হচ্ছে এনরিককে।
২০২৩ সালে ক্রিস্তোফ গালতিয়েরকে ছাঁটাই করে লুইস এনরিককে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় পিএসজি। এরপর থেকেই স্প্যানিশ কোচের হাত ধরে নতুন উচ্চতায় উঠেছে প্যারিসের ক্লাবটি। গত মৌসুমে এনরিকের নেতৃত্বেই ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতে পিএসজি। ২০২৪-২৫ মৌসুমে ক্লাবটি তাদের ইতিহাসে প্রথম ‘ট্রেবল’ জয়েরও কীর্তি গড়ে।
পিএসজির এ বছরের সবশেষ শিরোপা ছিল ফিফা ইন্টারকন্টিনেন্টাল ট্রফি। ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোকে হারিয়ে ২০২৫ সালে মোট ছয়টি শিরোপা ঘরে তুলে তারা। ইউরোপের ফুটবল ইতিহাসে এর আগে যে কীর্তিতে নাম লিখিয়েছিল শুধু বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ।
এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪৩ ম্যাচে পিএসজির ডাগ-আউটে ছিলেন এনরিকে। এর মধ্যে—৯৮টি জয়, ২৬টি ড্র ও ১৯টি হার। জয়ের হার ৬৮.৫৩ শতাংশ।
পিএসজির স্বপ্ন জয়ের সারথি হওয়া এনরিকে তাই অনেকটা চোখের মণি এখন ক্লাবটির। ক্লাবের ইতিহাসে সবচেয়ে সফল কোচকে কি হাতছাড়া করার কোনো ঝুঁকি নিতে পারে ফরাসি চ্যাম্পিয়নরা?

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আর্জেন্টিনা ফুটবল তারকা লিওনেল মেসির বোন মারিয়া সোল মেসি। দুর্ঘটনার পর শারীরিক অবস্থার কারণে আগামী মাসে তাঁর বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টিনা ও আন্তর্জাতিক সংবাদধ্যম।
মারিয়া সোল মায়ামিতে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তাঁর মেরুদণ্ড,
গোড়ালি ও কবজির হাড় ফেটেছে,
একাধিক জায়গায়
জখম হয়েছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা।
আর্জেন্টিনার টেলিভিশন সাংবাদিক ও উপস্থাপক অ্যাঞ্জেল দে ব্রিতো জানান, লিওনেল মেসির মা সেলিয়া কুচিত্তিনি তাঁর সঙ্গে কথা বলে জানিয়েছেন,
মারিয়া সোল এখন বিপদমুক্ত হলেও তাঁকে দীর্ঘ সময় পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হবে। এ কারণেই তাঁর বিয়ের অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ৩ জানুয়ারি আর্জেন্টিনার রোজারিও শহরে ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৯ দলের কোচিং স্টাফের সদস্য হুলিয়ান
‘তুলি’ আরেয়ানোকে বিয়ে করার কথা ছিল মারিয়া সোলের। ওই অনুষ্ঠানে মেসি পরিবারের সব সদস্য, এমনকি লিওনেল মেসিও উপস্থিত থাকার কথা ছিল।
দে ব্রিতো বলেন, ‘মেসির বোন এখন ভালো আছে, তিনি আশঙ্কামুক্ত। কিন্তু তাঁর শরীরে দগ্ধ হওয়ার চিহ্ন রয়েছে, যেগুলোর চিকিৎসা বেশ জটিল। এ ছাড়া তাঁর মেরুদণ্ডের দুটি কশেরুকা ভেঙে গেছে। তিনি ইতিমধ্যে রোজারিওতে পুনর্বাসন শুরু করেছেন।’
তিনি আরও জানান, মারিয়া সোলের গোড়ালি ও কবজিতেও ফাটল ধরা পড়েছে। দুর্ঘটনার সময় তিনি অজ্ঞান হয়ে একটি দেয়ালে আঘাত পান বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মারিয়া সোল মেসি পেশাগতভাবে একজন ডিজাইনার ও উদ্যোক্তা। তিনি নিজের ব্র্যান্ড গড়ে তুলেছেন এবং বিভিন্ন সময়ে ভাই লিওনেল মেসির বিভিন্ন প্রকল্পের সঙ্গেও যুক্ত ছিলেন। ব্যক্তিগত জীবন নিয়ে তিনি সাধারণত গণমাধ্যমের আলোচনার বাইরে থাকতে পছন্দ করেন।
দুর্ঘটনার পর মেসি পরিবারের পক্ষ থেকে ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে এবং মারিয়া সোলের দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া কামনা করা হয়েছে।

আশঙ্কাই সত্যি হলো! পা ভেঙে গেছে
লিভারপুল স্ট্রাইকার আলেকজান্ডার ইসাকের। শনিবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে
ম্যাচে আঘাত পেয়েছিলেন এই সুইডিশ তারকা।
এক বিবৃতিতে লিভারপুল জানিয়েছে,
ইসাকের পায়ে সফল অস্ত্রোপচার করা হয়েছে। তবে তার মাঠে ফেরার নির্দিষ্ট সময় এখনও জানানো
হয়নি। ধারণা করা হচ্ছে, কমপক্ষে ৩ থেকে ৪ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ইসাকের।
প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার
টটেনহ্যামকে ২-১ গোলে হারায় লিভারপুল। ম্যাচের ৪৬ মিনিটে কনর ব্রাডলির বদলি হিসেবে
নামেন সুইডিশ স্ট্রাইকার ইসাক। দশ মিনিটের মধ্যে তিনি দলকে গোল উপহার দেন।
তবে গোল করার সময় স্পার্স ডিফেন্ডার
মিকি ফন ডে ভেনের চ্যালেঞ্জে ইসাকের পা অস্বস্তিকরভাবে আটকে যায়। পরে খুড়িয়ে
খুড়িয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
গত সেপ্টেম্বরে ব্রিটিশ ট্রান্সফার
রেকর্ড ভেঙে নিউক্যাসল থেকে ১২৫ মিলিয়ন পাউন্ডে ইসাককে দলে নেয় লিভারপুল।
নিউক্যাসলের হয়ে প্রিমিয়ার লিগে ৮৬ ম্যাচে ৫৪ গোল করেন এই সুইডিশ ট্রাইকার।
লিভারপুলে এসে এখনও নিজের ছন্দ খুঁজে
পাননি ২৬ বছর বয়সী ইসাক। লিগে ১০ ম্যাচে করেছেন মাত্র দুই গোল। চ্যাম্পিয়নস লিগের
পাঁচ ম্যাচে এখনও গোলের দেখা পাননি ইসাক।

গত বছর রিয়াল মাদ্রিদে যোগ দেন ব্রাজিলিয়ান তরুণ ফিলিপে এনদ্রিক। ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও কিলিয়ান এমবাপের মতো ফরোয়ার্ড থাকায় সুযোগ কম পাচ্ছিলেন। তরুণ এই ফরোয়ার্ডকে তাই ধারে ফরাসি ক্লাব অলিম্পিক লিওতে পাঠানোর চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ।
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদে তিন ম্যাচে ৯৯ মিনিট খেলার সুযোগ পান এনদ্রিক। নিয়মিত না খেলতে পারায় ২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিল দলে জায়গা পাওয়ার সম্ভাবনা বাড়াতে এই ধারে যেতে আগ্রহী ছিলেন তিনি।
চুক্তি অনুযায়ী, আগামী জুন পর্যন্ত লিওর হয়ে খেলবেন এনদ্রিক। চুক্তিতে ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে স্থায়ীভাবে কেনার সুযোগ নেই। তবে এনদ্রিকের বেতনের অর্ধেক দিতে হবে লিও’কে।
ফরাসি ক্লাবটিতে এনদ্রিক ৯ নম্বর জার্সি পরে খেলবেন। শীতকালীন বিরতির পর আগামী ৩ জানুয়ারি মোনাকোর বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে অভিষেক হতে পারে এনদ্রিকের।
চলতি মৌসুমে ১৬ ম্যাচে ৮ জয় নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে লিও।

গত বছর ইতালিয়ান সুপার কাপে ইন্টার মিলানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল নাপোলির। তবে এবার শিরোপা ঘরে তুলল আন্তোনিও কন্তের দল।
সোমবার রাতে সৌদি আরবের রিয়াদে হওয়া ফাইনালে বোলোনাকে ২-০ গোলে হারায় বর্তমান সিরি'আ চ্যাম্পিয়নরা। দুটি গোলই করেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার ডেভিড নেরেস।
এই জয়ের ফলে তৃতীয়বারের মতো ইতালিয়ান সুপার কাপ জিতল নাপোলি। এর আগে ১৯৯০ ও ২০১৪ সালে শিরোপা জিতেছিল তারা।
আল-আওয়াল পার্কে ম্যাচের ৩৯ মিনিটে দুর্দান্ত এক গোল করেন নেরেস। প্রায় ২৫ মিটার দূর থেকে তাঁর বাঁকানো বাঁ পায়ের শট সরাসরি জালের কোণে ঢুকে যায়।
দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে গোল করে ব্যাবধান বাড়ান নেরেস। বোলোনার গোলকিপার ফেদেরিকো রাভালিয়ার দুর্বল পাসের সুযোগ নেন তিনি। জন লুকুমিকে দেওয়া বল কেড়ে নিয়ে ঠান্ডা মাথায় জালে পাঠান নেরেস।
বেনফিকা থেকে ২০২৪ সালের আগস্টে নাপোলিতে যোগ দেওয়ার পর দ্বিতীয়বার জোড়া গোল করলেন নেরেস। এই সুপার কাপে তিন গোল করেছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।
শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে শিরোপা ঘরে তোলে নাপোলি। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৯ ম্যাচের মধ্যে সাতটিতে জিতল নেপলসের ক্লাবটি।
২০২৩ সাল থেকে সৌদি আরবে ৪ দল নিয়ে হচ্ছে ইতালিয়ান সুপার কাপ। ২০২৯ সাল পর্যন্ত এই টুর্নামেন্ট সৌদি আরবে আয়োজনের চুক্তি রয়েছে।