৭ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫৬ পিএম
আগামী বুধবার বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ একুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচে আলবিসেলেস্তেদের শুরুর একাদশে দেখা যেতে পারে তিন পরিবর্তন।
কোচ লিওনেল স্কালোনি ইঙ্গিত দিয়েছেন ভেনেজুয়েলার বিপক্ষে শুরুর একাদশে না থাকা কয়েকজন সুযোগ পেতে পারেন একুয়েডরের বিপক্ষে। আগের ম্যাচে বদলি নামা লাউতারো মার্তিনেজকে দেখা যেতে পারে শুরু থেকে। লিভারপুল মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ফিটনেসের কারণে প্রথম ম্যাচে ছিলে না। একুয়েডরের বিপক্ষে শুরুর একাদশে থাকতে পারেন তিনি।
লিওনেল মেসি না থাকায় আক্রমণভাগে পরবির্তন আসবে, এটা আর বলার অপেক্ষা রাখে না। ভেনেজুয়েলার বিপক্ষে নিকোলাস পাজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুনো, তবে একুয়েডর ম্যাচে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে একাদশ নাও দেখা যেতে পারে।
আরও পড়ুন
নভেম্বরে পাকিস্তানের মাঠে প্রথম ত্রিদেশীয় সিরিজ |
![]() |
আক্রমণভাগে লাউতারোর সঙ্গে হুলিয়ান আলভারেজকে দেখা যেতে পারে। ভেনেজুয়েলার বিপক্ষে বদলি হিসেবে নামার পর গোল করেছিলেন এল তোরো। চোট কাটিয়ে ফিরলেও ভ্রমণজনিত কারণে আগের ম্যাচে মাঠে নামেননি ম্যাক অ্যালিস্টার।
রক্ষণভাগে একটি পরিবর্তন নিশ্চিত আর্জেন্টিনার। টানা দুই ম্যাচে দুটি হলুদ কার্ডের কারণে নিষেধাজ্ঞায় আছেন ক্রিস্টিয়ান রোমেরো। তাঁর জায়গায় মাঠে নামার সম্ভাবনা সবচেয়ে বেশি লিওনার্দো বালের্দি।
নিকোলাস গঞ্জালেসকেও শুরুর একাদশে দেখা যেতে পারে। স্কালোনির ভরসার খেলোয়াড় তিনি, তাই বাছাইপর্বের শেষ ম্যাচে শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে।
কাল একুয়েডরের উদ্দেশে রওনা হওয়ার কথা আলভিসেলেস্তেরা। বুধবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় মাঠে নামবে আর্জেন্টিনা।
No posts available.
৯ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫২ পিএম
পেশাদার ফুটবলকে বিদায় জানিয়ে বনে গেছেন পুরোদস্তুর গলফার। এবার দীর্ঘ দুই বছর পর ফের ফুটবল মাঠে ফিরতে যাচ্ছেন ওয়েলশ কিংবদন্তি গ্যারেথ বেল। সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড চলতি মাসে অংশ নিবেন একটি চ্যারিটি ম্যাচে, যেখানে তার সাথে থাকবেন কাকা-রোনালদিনিয়োর মত কিংবদন্তিরাও।
২০২৩ সালের জানুয়ারিতে ৩৬ বছর বয়সে বেল পেশাদার ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেন। এরপর থেকে তিনি অবসর জীবন বেশ ভালোভাবেই উপভোগ করছেন এবং বেশিরভাগ সময় পার করছেন প্রিয় গলফ খেলেই। পাশাপাশি ফুটবল পন্ডিত হিসেবেও কাজ করছেন টিএনটি স্পোর্টসে।
আরও পড়ুন
নেপাল থেকে বিশেষ ফ্লাইটে ফিরবেন ফুটবলার-সাংবাদিকরা |
![]() |
সেখান থেকে এক ম্যাচের জন্য আবারও মাঠে নামতে যাচ্ছেন বেল। আগামী শনিবার দক্ষিণ কোরিয়াত সিউলে হবে চ্যারিটি ম্যাচটি। তিনি খেলবেন এফসি স্পেয়ার দলের হয়ে। বেলের শেষ আন্তর্জাতিক ম্যাচটি ছিল ২০২২ কাতার বিশ্বকাপে।
বেল, কাকা, রোনালদিনিয়ো ছাড়াও এই দলকে প্রতিনিধিত্ব করবেন থিয়েরি হেনরি ও ওয়েইন রুনির মত তারকারাও। আর প্রতিপক্ষ শিবিরে শেইল্ড ইউনাইটেড দলে থাকবেন রিও ফার্ডিনান্ড, আলেসান্দ্রো নেস্তা, কার্লোস পুয়োল ও নেমানিয়া ভিদিচরা।
এফসি স্পেয়ারের কোচের দায়িত্ব পালন করবেন আর্সেনালের কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গার। শেইল্ড ইউনাইটেডের কোচ হিসেবে থাকবেন লিভারপুল ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ রাফায়েল বেনিতেজ।
নেপালে সরকার বিরোধী আন্দোলনে কার্যত অচল হয়ে পড়েছে কাঠমান্ডু। কারফিউ ভেঙে ছাত্র-জনতা নেমে এসেছে রাস্তায়। কাঠমান্ডু আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সব ফ্লাইট আপাতত বাতিল ঘোষণা করা হয়েছে। তবে আগামীকাল বিশেষ ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের।
জানা গেছে, নেপালে ম্যাচ কাভার করতে যাওয়া সংবাদিকেরাও জামাল ভূঁইয়াদের সঙ্গে একই ফ্লাইটে দেশে ফিরবেন।
আরও পড়ুন
২৪ ঘণ্টা না যেতেই নতুন কোচ নিয়োগ নটিংহ্যামের |
![]() |
তার আগে আজ বিকাল ৩টায় ছিল জাতীয় দলের ফ্লাইট। কিন্তু দুপুরের পর পরিস্থিতি আরো উত্তপ্ত হওয়ায় ফ্লাইটটি স্থগিত করা হয়। সেখানে থাকা টি-স্পোর্টসের রিপোর্টার মমিন রোহনের বরাতে জানা যায়, আন্দোলনকারীরা টিম হোটেল গেট ভাঙচুরের চেষ্টা চালায়।
আন্দোলনকারীদের ধারণা ছিল সরকারপন্থীরা ওই হোটেলে অবস্থান করছে। পরে হোটেল কর্তৃপক্ষ তাদেরকে বুঝিয়ে ফেরত পাঠায়। তার কিছুক্ষণ পর হোটেলের পাশের এক রাজনীতিবিদের ভবনে আগুন লাগায় তারা। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার ভিডিও থেকেও বিষয়টি জানা যায়।
রোহন বলেছেন,
'আমিসহ আরো দুজন সাংবাদিক টিম হোটেলে উঠেছি। এখানকার পরিস্থিতি ভালো নয়। ফেরার ব্যাপারে বাফুফে থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়। আমাদের পাসপোর্টের কপি তাদের কাছে জমা দিয়েছি।'
এ বিষয় জানতে কথা হয় নেপালে খেলা কাভার করতে যাওয়া মানবজমিন পত্রিকার সিনিয়র রিপোর্টার ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) সাধারণ সম্পাদক সামন হোসেনের সঙ্গে।
আরও পড়ুন
৭ ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ |
![]() |
তিনি বলেন,
'বাফুফের সাধারণ সম্পাদক (ইমরান হোসেন তুষার) আমাদের পাসপোর্টের কপি নিয়েছেন। দলের সঙ্গে কালকের ফ্লাইটে ফেরানোর চেষ্টা করছেন বলে জানিয়েছেন। তবে বাংলাদেশ দল যে কালকেই ফিরতে পারবে তার কোনো নিশ্চয়তা এখনও পায়নি। কারণ ত্রিভুবন বিমানবন্দর সচলের কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। সময় যত গড়িয়েছে পরিস্থিতি ততই খারাপ হচ্ছে। হামলা, ভাঙচুর চলছেই। ১১৪জন যাত্রী বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট আজ কাঠমান্ডুতে অবতরণ করতে পারেনি। কাল সকালে আরেকটি বিমান দলকে নিতে আসার কথা রয়েছে। ওই ফ্লাইটে আমাদের নেওয়ার জন্য চেস্টা করা হচ্ছে।'
নেপাল ও বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের প্রীতি সিরিজ কাভার করতে কাঠমান্ডু যান সিনিয়র রিপোর্টার ওমর ফারুক রুবেল। যোগাযোগ করা হলে তিনি বলেন,
'ফুটবলারদের মত এখানে আমরা সাংবাদিকরাও হোটেল বন্দী। একটু পরপর এখানে অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ শোনা যায়। গুমোট পরিস্থিতি চলমান।'
আরও পড়ুন
এশিয়া কাপ শুরুর আগে সূচি নিয়ে অসন্তোষ |
![]() |
দেশে ফেরার ব্যাপারে সাংবাদিক ওমর ফারুক বলেন,
'আগামীকাল সকাল ৯টার ফ্লাইটে জাতীয় দলকে নেওয়ার চেষ্টা চলছে। ফেডারেশন থেকে বলা হয়েছে বিমানে নেওয়ার সুযোগ হলে আমাদেরও দেওয়া হবে এবং আমাদের সব ধরনের সাপোর্ট দেবে।'
সামগ্রিক পরিস্থিতি জানতে যোগাযোগ করলে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার টি-স্পোর্টসকে বলেন,
'আমরা সবাইকে (সাংবাদিক-ফুটবলার) নিরাপদে দেশে ফেরাতে চেষ্টা করছি। কিন্তু নেপালের অথরিটি থেকে কোন ক্লিয়ারেন্স এখনো পায়নি। তবে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমরা।'
নটিংহ্যাম ফরেস্টের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক টটেনহ্যাম কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলু। নুনো এস্পিরিতো সান্তোর জায়গায় দায়িত্ব নিচ্ছেন তিনি। ক্লাব মালিকের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় গতকাল বরখাস্ত হন নুনো।
ইএসপিএনের প্রতিবেদন, পোস্তেকোগলু ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন। অর্থাৎ দুই বছর চুক্তির মেয়াদ।
ফরেস্টের স্বত্বাধিকারী ইভানজেলোস মারিনাকিস এক বিবৃতিতে বলেন,
‘আমরা এমন একজন কোচকে এনেছি যিনি ধারাবাহিকভাবে শিরোপা জেতার প্রমাণ রেখেছেন। তার অভিজ্ঞতা এবং ফরেস্টের সঙ্গে বিশেষ কিছু গড়ে তোলার ইচ্ছা আমাদের যাত্রায় নতুন মাত্রা যোগ করবে।'
আরও পড়ুন
৭ ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ |
![]() |
দুই মৌসুম দায়িত্ব পালন করে টটেনহ্যামের পোস্টেকোগলুর অধীনে একটি শিরোপা জেতে। গত মে মাসে ক্লাবটির ১৭ বছরের মধ্যে প্রথম শিরোপা- উয়েফা ইউরোপা লিগ জিতেছিল তার অধীনে।
স্পার্সদের সঙ্গে বিদায় নেওয়ার পর পোস্টেকোগলুর এটি প্রথম দায়িত্ব। আগামী শনিবার এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে প্রথমবারের মতো ফরেস্টের ডাগআউটে দেখা যাবে এই অস্ট্রেলিয়ান কোচকে।
ইয়েমেনের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে অপ্রীতিকর আচরণের জন্য বেশ সমালোচনা শুনতে হয় ফাহামিদুল ইসলামকে। আজ সিঙ্গাপুরের বিপক্ষে দারুণ এক গোলে সেটি ছাপিয়ে গেছেন তিনি। তবে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেও সন্তুষ্ট নন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
বাংলাদেশ সিনিয়র ও অনূর্ধ্ব-২৩ দলের হয়ে প্রথম তিনটি ম্যাচে গোল পাননি ফাহামিদুল। আজ সেই গেরোও কাটলেন। ভিয়েতনামে তিন ম্যাচের প্রথম দুটিতে হেরে বাছাইপর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ।
শেষ ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারায় বাংলাদেশ। ৭০ মিনিটে ডেডলক ভাঙ্গেন ফাহামিদুল। ম্যাচ শেষে বলেছেন,
'ভালো লাগছে, তবে আমি খুশি নই, কারণ আমরা কোয়ালিফাই করতে পারিনি। এটা আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই দলের সেটা (মূল পর্বে খেলা) প্রাপ্য ছিল। আমরা সত্যিই কঠোর পরিশ্রম করেছি।'
আরও পড়ুন
এশিয়া কাপ শুরুর আগে সূচি নিয়ে অসন্তোষ |
![]() |
এ প্রতিযোগিতা সামনে রেখে ১ আগস্ট থেকে ঢাকায় ক্যাম্প শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। বাহারাইনেও ১২ দিনের ক্যাম্পের পাশাপাশি দেশটির অনূর্ধ-২৩ দলের সঙ্গে দুটি ম্যাচ খেলে তারা। ফাহমিদুল বলেন,
'এই দল ৪০ দিন আগে থেকে অনুশীলন শুরু করেছে, তাই জয়টা প্রাপ্য ছিল। দুর্ভাগ্যবশত আমরা কোয়ালিফাই করতে পারিনি, তবে এটা খেলারই অংশ, তাই ইনশাআল্লাহ পরের বার হবে।’
আগের দুই ম্যাচে হারের কারণ হিসেবে ফাহামিদুল বলেন,
'প্রথম ম্যাচে আমাদের পরিকল্পনা সফল হয়নি। তাই ভিয়েতনামের বিপক্ষে আমাদের ভুগতে হয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে ইয়েমেনের বিপক্ষে জয় আমাদের প্রাপ্য ছিল। দুর্ভাগ্যবশত আমরা পাইনি। আর এই ম্যাচে আমরা দেখিয়েছি যে আমরা উন্নতি করেছি।’
বাছাই টুর্নামেন্টে 'সি' গ্রুপ থেকে ৩ ম্যাচ খেলে ৩ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। টেবিলের তিন থেকে আরও একটি হতাশাজনক প্রতিযোগিতার ইতি টানলো অনূর্ধ্ব-২৩ দল। এশিয়ান কাপ বাছাইয়ে এই গ্রুপ থেকে কোয়ালিফাই করেছে স্বাগতিক ভিয়েতনাম। সুযোগ আছে ইয়েমেনের সামনেও।
আন্তর্জাতিক বিরতিতে চোট পেয়ে উসমান দেম্বেলের ছিটকে যাওয়াকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে আছে পিএসজি ও ফ্রান্স জাতীয় দল। ফরাসি ক্লাবটির দাবি, জাতীয় দলের অসাবধানতার কারণেই চোটের শিকার হয়েছেন এই তারকা ফরোয়ার্ড। তবে সেটা নাকচ করে দিয়েছেন দিদিয়ে দেশম। তার মতে, দেম্বেলে আঘাত পাওয়ায় তাদের কোনো দায় নেই।
ইউক্রেনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে ফ্রান্সের ২-০ গোলে জয়ের ম্যাচে হামস্ট্রিংয়ে চোট নিয়ে মাঠ ছাড়েন দেম্বেলে। একই ম্যাচে তার পিএসজি সতীর্থ দেজিয়ে দুয়ে পায়ের চোটে ছিটকে যান। এরপর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে পিএসজি ফরাসি ফুটবল ফেডারেশন-এর (এফএফএফ) বিরুদ্ধে এই দুজনের ব্যাপারে তাদের মেডিকেল সতর্কতা উপেক্ষা করার অভিযোগ আনে।
আরও পড়ুন
নিয়মরক্ষার ম্যাচে ফাহমিদুল-মোরছালিনদের বড় জয় |
![]() |
সোমবার সংবাদ সম্মেলনে দেশম অবশ্য পিএসজি এবং ফ্রান্স জাতীয় দলের মধ্যে দ্বন্দ্বের খবরটি প্রত্যাখ্যান করেন
“এটা দুজন পিএসজি খেলোয়াড়ের ব্যাপার। পিএসজি কিন্তু আমাদের প্রতিপক্ষ নয়, কোনো ক্লাব কখনো আমাদের প্রতিপক্ষও হয়নি। আমি নিজেও সেই অভিজ্ঞতা পার করে এসেছি। আগামীকাল আমাদের একমাত্র প্রতিপক্ষ আইসল্যান্ড, আর কেউ নয়।”
চোট থেকে সেরে উঠতে দেম্বেলের কমপক্ষে ছয় সপ্তাহ বিশ্রাম দরকার হবে বলেই খবর ফরাসি সংবাদমাধ্যমে। আর দুয়েকে প্রায় চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। ফলে দুজনেরই আগামী ১ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে খেলার সম্ভাবনা নেই বললেই চলে।