ফুটবল

৫ মাসের জন্য ছিটকে গেলেন গাভি

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২৪ সেপ্টেম্বর ২০২৫, ৬:২৭ পিএম

news-details

মৌসুমের শুরুতেই বড় ধাক্কা খেল বার্সেলোনা। হাঁটুর অস্ত্রোপচার করায় প্রায় ৫ মাসের জন্য ছিটকে গেলেন দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার গাভি। 


চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে মাত্র ২টি ম্যাচ খেলতে পেরেছেন গাভি। এরপর গত মাসে ক্লাবের হয়ে অনুশীলনের সময় ডান হাঁটুতে চোট পান ২১ বছর বয়সী মিডফিল্ডার।


আরও পড়ুন

'আমি বেঁচে আছি', মৃত্যুর গুজবের জবাবে আবিদাল 'আমি বেঁচে আছি', মৃত্যুর গুজবের জবাবে আবিদাল


প্রাথমিকভাবে শঙ্কা ছিল, ২০২৩ সালের মতো আবারও এসিএলের চোটে পড়েছেন হয়তো গাভি। তবে স্ক্যান করে জানা গেছেন, এসিএল সমস্যা হয়নি তার।


তাই ক্ষতিগ্রস্ত কার্টিলেজের অস্ত্রোপচার করাতে হয় গাভির। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ৪-৫ মাস সময় লাগবে তার সুস্থ হতে। 


“গাভির হাঁটুর মিডিয়াল মেনিসকাস ইনজুরি সারাতে তার আর্থ্রোস্কোপি করা হয়েছে। যেখানে মেনিসকাস অক্ষুণ্ণ রাখতে সেটি সেলাই করা হয়েছে। তার সুস্থ হতে ৪-৫ মাসের কাছাকাছি সময় লেগে যাবে।”


আরও পড়ুন

৪০০ টাকায় হংকং ম্যাচের টিকেট, সার্ভার ক্র্যাশে জরিমানা ১০ লাখ ৪০০ টাকায় হংকং ম্যাচের টিকেট, সার্ভার ক্র্যাশে জরিমানা ১০ লাখ


২০২১ সালে ক্লাবের ইতিহাসের চতুর্থ কনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেক হয় গাভির। এখন পর্যন্ত ১৫৫ ম্যাচ খেলে ১০ গোল করেছেন তিনি। ক্লাবের হয়ে জিতেছেন ৫টি শিরোপা।


এর আগে ২০২৩ সালের নভেম্বরে স্পেন জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে এসিএলের চোটে পড়ায় ১১ মাস মাঠের বাইরে ছিলেন গাভি।

No posts available.

bottom-logo

ফুটবল

ইসরায়েলকে বহিষ্কারের দিকে এগোচ্ছে ইউয়েফা

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২৬ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩৬ পিএম

news-details

গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে সাময়িক বহিষ্কারের বিষয়ে ভোটের দিকে এগোচ্ছে ইউরোপীয় ফুটবল সংস্থা (ইউয়েফা)। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইউয়েফার একাধিক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে।


২০ সদস্যের ইউয়েফা নির্বাহী কমিটির অধিকাংশ সদস্যই ইসরায়েলকে বহিষ্কারের প্রস্তাবের পক্ষে থাকতে পারেন বলে জানানো হয়েছে। প্রস্তাব পাস হলে ইউরোপিয়ান প্রতিযোগিতা এবং বিশ্বকাপে ইসরায়েলের জাতীয় ও ক্লাব দলগুলোর অংশগ্রহণ বন্ধ হয়ে যাবে। এ অবস্থায় বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েল পুরুষ দল আগামী সপ্তাহে নরওয়ে ও ইতালির বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে। 


আরও পড়ুন

রিয়াল ছাড়বেন রুডিগার-আলাবা রিয়াল ছাড়বেন রুডিগার-আলাবা


এ ব্যাপারে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশ্বকাপ আয়োজনে মার্কিন সহায়তার বিষয়টি সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এরই মধ্যে জানিয়েছে, তারা ইসরায়েলকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার যেকোনো উদ্যোগের বিরোধিতা করবে।


সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার পরিষদের তদন্তে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তোলা হয়েছে। এ প্রেক্ষিতে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজসহ ইউরোপের বিভিন্ন দেশের রাজনীতিক ও ফুটবল কর্মকর্তারা ইসরায়েলকে আন্তর্জাতিক ক্রীড়া থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধীনে কাজ করা সাতজন স্বাধীন বিশেষজ্ঞ ফিফা ও ইউয়েফাকে ইসরায়েলকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন।


আরও পড়ুন

অবসরের ঘোষণা দিলেন বুসকেটস অবসরের ঘোষণা দিলেন বুসকেটস


২০২২ সালে ইউক্রেন আক্রমণের কারণে রাশিয়াকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে নিষিদ্ধ করা হয়েছিল। তখন ইউরোপের একাধিক দেশ রুশ দলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়। তবে এখন পর্যন্ত কোনো দেশ ইসরায়েলের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেয়নি।


তবে নরওয়ে ও ইতালির ফুটবল ফেডারেশন এই ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছে। নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, ১১ অক্টোবর ইসরায়েলের বিপক্ষে ম্যাচ থেকে আয়কৃত অর্থ গাজায় মানবিক সহায়তার জন্য দান করা হবে 'ডক্টরস উইদাউট বর্ডারস' সংস্থাকে।


আরও পড়ুন

পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় বার্সেলোনার পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় বার্সেলোনার


ইসরায়েলের ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী মিকি জোহার, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ইসরায়েল ফুটবল ফেডারেশনের প্রধান মোশে জুয়ারেস ইউয়েফা থেকে বহিষ্কার ঠেকাতে সক্রিয়ভাবে কাজ করছেন বলে জানিয়েছে এপি।


আগামী সপ্তাহেই ফিফার ৩৭ সদস্যবিশিষ্ট কাউন্সিলের বৈঠক বসছে সুইজারল্যান্ডের জুরিখে। সেখানে ইউয়েফার আটজন প্রতিনিধি রয়েছেন। বৈঠকে ইসরায়েল ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

bottom-logo

ফুটবল

রিয়াল ছাড়বেন রুডিগার-আলাবা

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২৬ সেপ্টেম্বর ২০২৫, ২:৫৪ পিএম

news-details

আন্তেনিও রুডিগার ও ডেভিড আলাবা আগামী গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন বলে জানিয়েছে ইএসপিএন। চলতি মৌসুম শেষেই তাঁদের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। 


৩২ বছর বয়সী জার্মান ডিফেন্ডার রুডিগারের নাম সৌদি প্রো লিগের সঙ্গে জড়িয়েছে, আর মাদ্রিদ যদি তাঁর চুক্তি নবায়ন না করে তবে তিনি ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়তে পারবেন। চোটপ্রবণ ও বয়স বিবেচনায় নতুন চুক্তি না হওয়ার সম্ভাবানাই বেশি বলে ধারণা করা হচ্ছে।


রুডিগারের তারকার মতো মৌসুম শেষে আলাবাও বিদায় নিতে পারেন। রুডিগার ও আলাবার ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ায়, রিয়াল মাদ্রিদ তাদের রক্ষণভাগ পুনর্গঠনের পরিকল্পনা নতুন করে ভাবছে। লস ব্লাঙ্কোস দীর্ঘমেয়াদি বিকল্প খুঁজছে এই দুই অভিজ্ঞ ডিফেন্ডারের জায়গায়।


আরও পড়ুন

অবসরের ঘোষণা দিলেন বুসকেটস অবসরের ঘোষণা দিলেন বুসকেটস


আর্সেনালের সেন্টার-ব্যাক উইলিয়াম সালিবার প্রতি মাদ্রিদের দীর্ঘদিনের আগ্রহ ছিল, তারা সর্বোচ্চ চেষ্টা করেছিল তাঁকে এমিরেটসে নতুন চুক্তি সই করতে দেরি করানোর জন্য। তবে এখন ধারণা করা হচ্ছে, এই ফরাসি ডিফেন্ডার গানারদের সঙ্গে দীর্ঘমেয়াদি নতুন চুক্তি করবেন, ফলে তাঁর ভবিষ্যৎ নিয়ে সব ধরনের জল্পনার ইতি ঘটছে।


সালিবা থেকে সরে গিয়ে মাদ্রিদের নজর এখন ইব্রাহিমা কনাতের দিকে। লিভারপুলের এই ডিফেন্ডার অনেক দিন ধরেই মাদ্রিদের রাডারে আছেন, তবে ক্লাবের ভেতরে তাঁকে নিয়ে মতবিরোধ আছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।


কনাতে প্রিমিয়ার লিগে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছেন, আর ফ্রি ট্রান্সফারে তাঁকে দলে টানা গেলে সেটি হবে রিয়ালের বড় সাফল্য। তবে মাদ্রিদের ব্যবস্থাপনায় কেউ কেউ সতর্ক, তিনি আসলেই ক্লাবের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় মানানসই কি না। অন্যদিকে লিভারপুল কনাতেকে অ্যানফিল্ডে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে।


লিভারপুলের কাছে কনাতে এমন একটি বেতন প্যাকেজ চান, যা দলে তাঁর গুরুত্বকে প্রতিফলিত করবে। কিন্তু অ্যানফিল্ডের ক্লাবটি চায় তাঁর পুরস্কার পারফরম্যান্সের ওপর ভিত্তি করে হোক। এই অচলাবস্থার সুযোগ নিয়ে মাদ্রিদ ঝাঁপিয়ে পড়তে পারে, তবে তারা সব দিক বিবেচনা করছে।


এ ছাড়া কাস্তেলো লুকেবাও মাদ্রিদের নজরে আছেন, যদিও তাঁকে পেতে খরচ হবে অনেক, কারণ আরবি লাইপজিগের সঙ্গে তাঁর চুক্তি শেষ হতে এখনো চার বছর বাকি।

bottom-logo

ফুটবল

অবসরের ঘোষণা দিলেন বুসকেটস

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ পিএম

news-details

অবসরের ঘোষণা দিলেন ইন্টার মায়ামির মিডফিল্ডার সার্জিও বুসকেটস। মেজর লিগ সকারের চলতি মৌসুম শেষে পেশাদার ফুটবলকে বিদয় বলবেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার।


সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় অবসর প্রসঙ্গে বুসকেটস বলেন, ‘আমি মনে করি সময় হয়েছে পেশাদার ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানানোর। এটা ছিল প্রায় ২০ বছরের এক অসাধারণ যাত্রা, যা আমি সব সময় স্বপ্ন দেখতাম। ফুটবল আমাকে এমন কিছু অভিজ্ঞতা দিয়েছে, যা ছিল অনন্য এবং চমৎকার সব জায়গায়, সেরা সঙ্গীদের সঙ্গে।'


স্পেন জাতীয় দলের সোনালি যুগের অন্যতম সদস্য ছিলেন বুসকেটস। ২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপজয়ী দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি। স্পেনের হয়ে মোট ১৪৩টি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার।


জাতীয় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বুসকেটস বলেন, 'ধন্যবাদ স্পেন জাতীয় দলকে। এতবার প্রতিনিধিত্ব করতে পারা ছিল গর্বের, আর এমন সব অর্জন উপভোগ করতে পেরেছি, যা আমার হৃদয়ে চিরদিন থাকবে।'


২০০৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে ৪৮১টি ম্যাচ খেলেছেন বুসকেটস। কাতালান ক্লাবটির হয়ে জিতেছেন ৩২টি ট্রফি। বার্সেলোনাকে ধন্যবাদ জানিয়ে বুসকেটস বলেন, 'ধন্যবাদ বার্সেলোনা ফুটবল ক্লাবকে। আমার জীবনের ক্লাব। এখানে আমি আমার শৈশবের স্বপ্ন পূরণ করেছি, শত শত ম্যাচে প্রিয় জার্সি পরে খেলেছি। ক্যাম্প ন্যু তে এমন সব মুহূর্ত কাটিয়েছি যা আমি কখনও ভুলব না।'



বার্সেলোনায় দীর্ঘ ক্যারিয়ার শেষে লিওনেল মেসি ও জর্দি আলবার সঙ্গে ইন্টার মায়ামিতে যোগ দেন বুসকেটস। ক্লাবটিতে অল্প সময়েই রেখেছেন দারুণ প্রভাব। ইন্টার মায়ামির হয়ে ২০২৩ সালে প্রথম লিগস কাপ জয়, ২০২৪ সালের সাপোর্টার্স শিল্ড এবং এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।


নতুন ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেb বুসকেটস, 'ধন্যবাদ ইন্টার মায়ামিকে। একটি নতুন ও বেড়ে ওঠা ক্লাবের অংশ হতে পারা আমার জন্য সম্মানের। আমি এখানে নতুন এক অভিজ্ঞতা নিতে চেয়েছিলাম এবং নিজের অবদান রাখতে চেয়েছিলাম।'


সতীর্থ, কোচিং স্টাফ ও ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে বুসকেটস বলেন, 'ধন্যবাদ আমার সব সতীর্থ, কোচিং স্টাফ এবং যারা আমার সঙ্গে এত সুন্দর ও স্মরণীয় মুহূর্ত ভাগ করে নিয়েছেন। আমি যা সবচেয়ে বেশি নিয়ে যাচ্ছি, তা হলো তোমরা সবাই। বিশ্বের সব ভক্তদের ধন্যবাদ তাদের ভালোবাসা ও সম্মানের জন্য। আমি আশা করি আমি কিছুটা হলেও তোমাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে পেরেছি। এগুলোই আমার মাঠের শেষ কয়েকটি মাস। আমি অবসর নিচ্ছি আনন্দিত, গর্বিত, তৃপ্ত এবং সবচেয়ে বড় কথা, কৃতজ্ঞ মন নিয়ে। অনেক ধন্যবাদ, আবার দেখা হবে, প্রতিটি শেষই একটি নতুন সূচনা।'


ইন্টার মায়ামি ইতিমধ্যে ২০২৫ মেজর লিগ সকারে প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করেছে। ফলে বিদায়ের আগে আরেকটি শিরোপা জয়ের সুযোগ থাকছে এই অভিজ্ঞ মিডফিল্ডারের সামনে।


bottom-logo

ফুটবল

পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় বার্সেলোনার

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২৬ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩০ এম

news-details

পিছিয়ে পড়েও রিয়াল ওভিয়েদোর বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। লা লিগায় গত রাতে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়েছে কাতালানরা। এই জয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমাল হান্সি ফ্লিকের দল। 


কার্লোস তার্তিয়েরে স্টেডিয়ামে ম্যাচের ৩৩ মিনিটে গোলরক্ষক হোয়ান গার্সিয়ার ভুল ক্লিয়ারেন্সের সুযোগ নিয়ে দুর্দান্ত এক দূরপাল্লার শটে স্বাগতিকদের এগিয়ে দেন আলবার্তো রেইনা। দ্বিতীয়ার্ধে খেলায় ফিরতে শুরু করে বার্সেলোনা।  ৫৬ মিনিটে রোনাল্ড আরাউহোর ক্রসে ফেরান তোরেসের শট পোস্টে লেগে ফিরে আসে, ফিরতি বলে জালে পাঠান এরিক গার্সিয়া।


৬৫ মিনিটে রাফিনিয়ার বদলি হিসেবে নামেন রবার্ট লেভানদোভস্কি। নেমেই ২০ মিনিট বাকি থাকতে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের ক্রসে দারুণ এক হেডে গোল করে দলকে এগিয়ে দেন  অভিজ্ঞ পোলিশ স্ট্রাইকার। শেষ দিকে ৮৮ মিনিটে মার্কাস রাশফোর্ডের কর্নার থেকে হেডে গোল করেন রোনাল্ড আরাউহো।


চোটের কারণে এই ম্যাচেও ছিলেন না লামিনে ইয়ামাল। 


ছয় ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে বার্সেলোনা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান এখন দুই পয়েন্টের। অন্যদিকে ওভিয়েদো ছয় ম্যাচে মাত্র তিন পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে রয়েছে।

bottom-logo

ফুটবল

লিভারপুল থেকে রেকর্ড অর্থ পাচ্ছেন রিও

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২৬ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩০ এম

news-details

লিভারপুল জার্সিতে পেশাদার ক্যারিয়ারের প্রথম ম্যাচেই প্রতিভার স্বাক্ষর রাখেন রিও এনগুমোয়া।  গত মাসে নিউক্যাসেলের বিপক্ষে হাড্ডাহাড্ডি ম্যাচের শততম মিনিটে দারুণ এক গোলে দলকে জয় উপহার দেন এই ইংলিশ ফরোয়ার্ড। তারপরই অ্যানফিল্ডের ক্লাবের পক্ষ থেকে সুখবর পান তিনি। লিভারপুলের সঙ্গে রিও’র পেশাদার ক্যারিয়ারের প্রথম চুক্তিটি সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার।


রিও’র চুক্তি সম্পর্কিত কোনো তথ্য এখন পর্যন্ত প্রকাশ্যে আনেনি লিভারপুল।  ক্লাবের পক্ষ থেকে জানানো হয়নি কত বছর অল রেডস শিবিরে থাকবে তিনি।  তবে চুক্তি পরবর্তীতে ১৭ বর্ষী লেফট উইঙ্গার জানিয়েছেন, তিনি ২০২৮ সাল পর্যন্ত অ্যানফিল্ডের ক্লাবের হয়ে খেলতে প্রস্তুত। 


ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বছরে প্রায় ৫২,০০০ পাউন্ড (৬৯,০০০ ডলার) বেতন পাচ্ছেন রিও। যা লিভারপুলের প্রথম বছরের প্রফেশনালদের জন্য সর্বাধিক। বোনাস থেকেও আয়ের সুযোগ রয়েছে রিও’র।


আট বছর বয়সে চেলসির একাডেমিতে যোগ দেন রিও।  প্রায় এক দশক সেখানেই কাটান।  এরপর ২০২৪ সালের গ্রীষ্মের দলবদলে যোগ দেন লিভারপুলে। গত মৌসুমে ক্লাবটির অনূর্ধ্ব–১৮, ১৯ ও ২১ দলে খেলেছেন তিনি।  এরপর গত মাসে শুরু রিও’র স্বপ্নযাত্রা।

ফুটবল থেকে আরও পড়ুন

bottom-logo