পরপর দুই জয়ে উড়ন্ত শুরুর পর বাংলাদেশের সামনে এবার শক্তিশালী দক্ষিণ কোরিয়া। ফিফা র্যাঙ্কিংয়ের বিচারে অনেক পিছিয়ে থাকলেও, শেষ ম্যাচটিও ভালো খেলে দেশবাসীর জন্য হাসি নিয়ে ফিরতে চান সাগরিকা, তৃষ্ণা রাণী সরকাররা।
লাওসে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে ‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে রোববার দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা।
প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। পরের ম্যাচে তিমুর লেস্তেকে তারা উড়িয়ে দেয় ৮-০ গোলের ব্যবধানে। তবে শেষ ম্যাচটি মোটেও সহজ হবে না বাংলাদেশের জন্য।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১০৪) চেয়ে অনেক এগিয়ে দক্ষিণ কোরিয়া (১০)। তারাও প্রথম দুই ম্যাচে উড়িয়ে দিয়েছে লাওস ও তিমুর লেস্তেরকে। এখন শেষ ম্যাচে দুই দলের লড়াইয়ে যারা জিতবে, তারাই পাবে মূল পর্বের টিকেট।
এমন ম্যাচের আগের দিন বেশ নির্ভার বাংলাদেশ দল। শনিবার অনুশীলন করেনি তারা। রিকভারি সেশনে কাটিয়েছে পুরো দল। বাফুফের পাঠানো ভিডিও বার্তায় সহকারী কোচ মাহমুদা আক্তার অনন্যা জানিয়েছেন দলের অবস্থা।
“দলের সবাই ভালো আছে। ছোটখাটো যে ইনজুরিগুলো আছে, আমরা কাটিয়ে উঠেছি। টেকনিক, ট্যাকটিকের ব্যাপারে কোচদের মিটিং আছে। আজকে আমাদের রিকভারি সেশনে সুইমিং, স্ট্রেচিং ছিল। যারা ম্যাচ খেলেনি তাদের সাময়িক জিম ছিল। সব মিলিয়ে আজকের দিনটা ভালো উপভোগ করেছি।”
দক্ষিণ কোরিয়াকে শক্ত প্রতিপক্ষ মেনে সম্মান নিয়ে মাঠ ছাড়ার কথা আগেই বলেছেন দলের প্রধান কোচ পিটার বাটলার। তবে অনন্যার ভাবনা একটু ভিন্ন। ভালো খেলে আরেকবার হাসি নিয়ে দেশে ফিরতে চান সহকারী কোচ।
“লাওসে এখন পর্যন্ত দুটি ম্যাচে ভালো খেলে ভালোভাবে মাঠ থেকে ফিরে এসেছি। আরেকটা ম্যাচ বাকি। দক্ষিণ কোরিয়া যদিও শক্তিশালী দল, আশা করছি ভালো একটা ম্যাচ উপহার দিতে পারব। সবাই আমাদের জন্য দোয়া করবে, আরেকটা ম্যাচে ভালো খেলে সবার জন্য আরেকটা হাসি নিয়ে যেন দেশে যেতে পারি।”
ম্যাচটি জিততে পারলে সরাসরি আগামী বছরের এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ খেলার টিকেট পেয়ে যাবে বাংলাদেশ। এমনকি হারলেও থাকবে সুযোগ। সেক্ষেত্রে পরাজয়ের ব্যবধান কম রাখলে আট গ্রুপের চ্যাম্পিয়নদের সঙ্গে সেরা তিন রানার্স আপের একটি হয়ে মূল পর্বে খেলবে বাংলাদেশ।
১০ আগস্ট ২০২৫, ৭:৪৬ পিএম
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করলেই নিশ্চিত হতো অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের টিকিট। শক্তিশালী দলটির বিপক্ষে এ সমীকরণ অবশ্য মেলাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরে যায় তারা। তাতে অবশ্য আশা শেষ হয়ে যায়নি আফঈদা-সাগরিকাদের। বাকি ছিল ‘যদি-কিন্তু’।
দিনের আরেক ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে লোবানন হারলেই শুধু এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করতে পারবে বাংলাদেশ। চাইনিজদের দুর্দান্ত জয় আর লেবাননের হারের সৌজন্যে সেই সমীকরণই মিলল।
ইঞ্চুয়ানের হেলান মাউন্টেন স্টেডিয়ামে লেবাননকে রীতিমতো ৮-০ গোলে বিধ্বস্ত করেছে চাইনিজ তাইপ। তাতে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত হলো বাংলাদেশের মেয়েদের। বড় ব্যবধানের হারে স্বপ্নভঙ্গ হলো লেবাননের।
৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপ চ্যাম্পয়িন হয়ে মূল পর্বে জায়গা করেছে চাইনিজ তাইপ। গ্রুপের রানার্সআপ হয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় টিকিট নিশ্চিত করতে পারেনি লেবানন।
বাছাইপর্বের ৮টি গ্রুপ থেকে নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করবে গ্রুপের চ্যাম্পিয়ন আট দল। তাদের সঙ্গে পয়েন্ট ও গোল ব্যবধানের ভিত্তিতে গ্রুপের সেরা তিন রানার্সআপ দলও জায়গা করেছে।
এরই মধ্যে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, ভারত, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, বাংলাদেশ, চাইনিজ তাইপ, জর্ডান ও উজবেকিস্তানের এশিয়ান কাপে জায়গা নিশ্চিত।
আগামী বছরের এপ্রিলে থাইল্যান্ডে হবে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বের লড়াই।
শেষ ম্যাচে আর পারল না বাংলাদেশ দল। শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরুতে গোল দিয়ে এগিয়ে গেলেও জিততে পারল না বাংলাদেশের মেয়েরা। উল্টো একের পর এক গোল হজম করে ৬-১ ব্যবধানে হেরে গেল তারা।
লাওসের জাতীয় স্টেডিয়ামে রোববার এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের 'এইচ' গ্রুপের ম্যাচে বাংলাদেশের জালের গোলের এই উৎসব করে দক্ষিণ কোরিয়া। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই মূল পর্বে খেলার টিকেট পেল তারা।
আর বাংলাদেশকে থাকতে হবে অপেক্ষায়। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ শেষ হওয়ার পর জানা যাবে মূল পর্বে যেতে পারবে কিনা তারা।
বাছাইয়ের ৮ গ্রুপে ভাগ হয়ে খেলছে ৩২টি দল। আট গ্রুপের চ্যাম্পিয়নের সঙ্গে সেরা তিন রানার্স আপ আগামী বছর থাইল্যান্ডে হতে যাওয়া এই টুর্নামেন্টের মূল পর্বে খেলবে।
নিজেদের তিন ম্যাচের মধ্যে দুই জয়ে ৬ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচ হারের পর (+৫) গোল ব্যবধান নিয়ে গ্রুপ রানার্সআপদের তালিকায় তিন নম্বরে রয়েছে বাংলাদেশ। সব গ্রুপের ম্যাচ শেষ হওয়ার পরও বাংলাদেশ তিন নম্বরের মধ্যে থাকতে পারলেই মিলবে মূল পর্বের টিকেট।
অথচ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে পৌঁছে যেত বাংলাদেশ। সেই অভিযানে ম্যাচের ১৫ মিনিটেই তৃষ্ণা রাণী সরকারের গোলে এগিয়ে যায় তারা। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ।
পাঁচ মিনিটের মধ্যেই সমতায় ফেরে বাংলাদেশের চেয়ে ৮৩ ধাপ এগিয়ে থাকা কোরিয়া। প্রথমার্ধে আর গোল করতে পারেনি দুই দল।
দ্বিতীয়ার্ধে ফিরে ৪৮ মিনিটে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। ৬০ মিনিটে স্কোরলাইন ৩-১ করে তারা। ওই ব্যবধানে হারলেও সম্ভাবনা উজ্জ্বল থাকত বাংলাদেশের। কিন্তু শেষ দিকে দ্রুততম সময়ে আরও তিন গোল করে বাংলাদেশকে চাপে ফেলে দেয় দক্ষিণ কোরিয়া।
১০ আগস্ট ২০২৫, ৪:০৭ পিএম
গাজার দক্ষিণে ইসরায়েলের নৃশংস হামলায় নিহত হয়েছেন সুলাইমান আল-ওবেইদ। গত বুধবার গাজার দক্ষিণাঞ্চলে মানবিক সহায়তা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন বেসামরিক লোকজন। হঠাৎ তাঁদের ওপর ইসরাইলের বর্বর হামলা। সেখানে ত্রাণের অপেক্ষায় ছিলেন ৪১ বছর বয়সী সুলেইমানও। ঘটনাস্থলে মারা যান ‘ফিলিস্তিনের পেলে’ নামে খ্যাত এই ফুটবলার।
সুলাইমান মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিল ইউরোপ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তবে সেখানে মৃত্যুর কারণ উল্লেখ করনি তারা। এ ইস্যুতে উয়েফার সমালোচনা ও ক্ষোভ ঝাড়লেন লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। সমালোচনা করলেন ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকারও।
গত শুক্রবার এক্স হ্যান্ডেলে উয়েফা পোস্ট করে লেখে,
‘বিদায় সুলাইমান আল-ওবেইদ, “ফিলিস্তিনের পেলে”। এক প্রতিভা, যিনি অন্ধকার সময়েও অগণিত শিশুকে আশা জুগিয়েছেন।’
গতকাল মিসরীয় তারকা সালাহ সেই পোস্টের প্রতি প্রশ্ন রেখে লেখেন,
‘আপনারা কি বলতে পারেন, তিনি কীভাবে, কোথায় এবং কেন মারা গেলেন?’
সালাহ এর আগেও গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন,
‘বিশ্ব নেতারা যেন একত্রিত হয়ে নিরীহ মানুষের ওপর হত্যাযজ্ঞ বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেন।’
গ্যারি লিনেকারও ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করলেন,
‘আমরা তোমার কোনো সাড়া পাচ্ছি না, উয়েফা। ইসরায়েলের হাতে নিহত ফিলিস্তিনি ফুটবলারের বিষয়ে কোনো মন্তব্য না করায় ইউরোপিয়ান ফুটবল সংস্থা উয়েফা সমালোচনার মুখে পড়েছে।’
গত বৃহস্পতিবার ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) জানায়, সুলেইমানকে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে মানবিক সহায়তার অপেক্ষায় থাকাকালে ইসরায়েলি হামলায় হত্যা করা হয়েছে। ‘ফিলিস্তিনের পেলে’ নামে ডাকা হতো। পেশাদার ফুটবল ক্যারিয়ারে ১০০-এর বেশি গোল করেছেন তিনি। ফিলিস্তিন জাতীয় দলের হয়ে ২৪ ম্যাচে করেছেন দুটি গোল।
প্রথমবারের মতো বসুন্ধরা কিংসের জার্সিতে খেলার জন্য দলের বাকিদের আগেই কাতারে পৌঁছে গেছেন কিউবা মিচেল। রোববার সকালে ইংল্যান্ড থেকে সরাসরি কাতারের দোহায় চলে যান ১৯ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার।
এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ খেলতে কিংসও এখন দল বেধে কাতারের পথে। রোববার বেলা ১১টার ফ্লাইটে বাংলাদেশ ছাড়েন তপু বর্মণ, সাদ উদ্দিন, রাকিব হোসেনরা। সেখানেই তাদের সঙ্গে দেখা হবে কিউবার।
গত মাসের শেষ দিকে বেশ চমক দিয়েই ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের ফুটবলার কিউবাকে দলে ভেড়ায় বসুন্ধরা কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য নিবন্ধনের শেষ দিনে তারা কিউবাকে নিজেদের দলে খেলানোর সব কিছু চূড়ান্ত করে ফেলে।
সব ঠিক থাকলে এই টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচটি দিয়েই কিংসের জার্সিতে অভিষেক হবে কিউবার। তাকে নিয়ে বড় আশা কিংসেরও।
অ্যাওয়ে ম্যাচটিতে দোহায় সুহেইম বিন হামাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে সিরিয়ান ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে গত মৌসুমে বাংলাদেশের ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে পশ্চিম অঞ্চল থেকে খেলছে ১০টি দল। নক আউট পর্বের ম্যাচে জয়ী ৫টি দল পাবে মূল পর্বে খেলার সুযোগ।
আল কারামাহর বিপক্ষে জিততে পারলে আগামী ২৫ অক্টোবর শুরু হতে যাওয়া এএফসি চ্যালেঞ্জ লিগ খেলার টিকেট পাবে বসুন্ধরা কিংস।
এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ খেলতে কাতারের উদ্দেশে উড়াল দিয়েছে বসুন্ধরা কিংস। রোববার বেলা ১১টার ফ্লাইটে দেশ ছেড়ে যায় তারা।
অ্যাওয়ে ম্যাচে কাতারের দোহায় সুহেইম বিন হামাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে সিরিয়ান ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে গত মৌসুমে বাংলাদেশের ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
সিরিয়ায় চলমান অস্থিরতার কারণে মূলত ম্যাচটি কাতারে আয়োজন করছে আল কারামাহ। দোহায় পৌছে রোববার সন্ধ্যায় প্রথম দিনের অনুশীলন করবে বসুন্ধরা কিংস।
এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে পশ্চিম অঞ্চল থেকে খেলছে ১০টি দল। নক আউট পর্বের ম্যাচে জয়ী ৫টি দল পাবে মূল পর্বে খেলার সুযোগ।
আল কারামাহর বিপক্ষে জিততে পারলে আগামী ২৫ অক্টোবর শুরু হতে যাওয়া এএফসি চ্যালেঞ্জ লিগ খেলার টিকেট পাবে বসুন্ধরা কিংস।
বাংলাদেশ থেকে কিংস ছাড়াও এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে খেলছে আবাহনী লিমিটেড। তারা হোম ম্যাচে স্বাগত জানাবে কিরগিজস্তানের ক্লাব এফসি মুরাস ইউনাইটেডকে।
জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার মুরাসের মুখোমুখি হবে আবাহনী।