১৮ জানুয়ারি ২০২৫, ১:১৪ পিএম
সেরা ছন্দে থেকে চোটের কারণে ম্যাচটা দেখতে হয়েছিল বেঞ্চে বসে। ২০১৪ বিশ্বকাপে ঘরের মাঠে সেমিফাইনালে নেইমারকে ছাড়া মাঠে নামা ব্রাজিল স্বাদ পায় তাদের ইতিহাসের অন্যতম বাজে এক হারের। জার্মানি তাদের নিয়ে রীতিমত ছেলেখেলা করে উড়িয়ে দেয় ৭-১ গোলে। ১১ বছর কেটে গেলেও সেই ক্ষত এখন এখনও ভুলতে পারছেন না বলেই জানিয়েছেন নেইমার।
সেই বিশ্বকাপে নেইমার ছিলেন ক্যারিয়ারের অন্যতম সেরা ছন্দে। ব্রাজিলও খেলছিল দারুণ। তবে জার্মানির সাথে লড়াইয়ের আগেই বড় ধাক্কা হয়ে আসে শেষ আটে নেইমারে চোটে ছিটকে যাওয়াটা। দলের সেরা খেলোয়াড়কে হারানোর শোকেই কিনা, ব্রাজিল সেমিতে দাঁড়াতেই পারেননি প্রতিপক্ষের সামনে। দ্বিতীয়ার্ধে জার্মানি কিছু সুযোগ মিস করলে অনায়াসেই হতে পারত আরও কিছু গোল। সেদিন চোখের জলে বিশ্বকাপকে বিদায় জানায় ব্রাজিলের খেলোয়াড়, দর্শকরা।
সাবেক ব্রাজিল গ্রেট রোমারিওর সাথে এক পডকাস্টে ২০১৪ প্রসঙ্গে নেইমার তুলে ধরেন তার কষ্টের গল্প।
“আমি আসলেই ৭-১ গোলের সেই হার নিয়ে অনেক হতাশ ছিলাম। এটা অনেক কষ্ট দিয়েছিল। একটা প্রজন্মের এমন কিছু খেলোয়াড়কে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে, যারা সেটার প্রাপ্য ছিল। পরাজয় নিয়ে আমার হতাশা নেই। হারজিত থাকবেই। তবে ৭-১ গোলে হেরে যায়, তাও ঘরের মাঠে বিশ্বকাপে… এটা অনেক কষ্টের।”
অনেকেই মনে করেন, নেইমারের না থাকাটা সেমিতে মানসিকভাবে ব্রাজিল দলকে গুঁড়িয়ে দিয়েছিল। সেই আক্ষেপটা এখনও সাবেক বার্সেলোনা তারকাকে পোড়ায় বেশ।
“চোট পাওয়ার পাঁচ মিনিট আগে কোচ আমাকে বলেছিল তুলে নেওয়ার কথা। আমি বললাম, ‘না, কেনো? ২-০ গোলে এগিয়ে আছি, আমি আরও একটা গোল করতে চাই। এর পাঁচ মিনিট পরই চোট পেলাম। তাই মনে হয়, আমার তখনই মাঠ ছাড়া উচিত ছিল।”
তিনটি বিশ্বকাপ খেললেও এখনও সেরার স্বাদ পাওয়া হয়নি নেইমারের। ২০২২ বিশ্বকাপে ব্রাজিল দল দুর্দান্ত খেলেও শেষ আট থেকে বিদায় নেয় ক্রোয়েশিয়ার কাছে হেরে। ম্যাচের পর অঝোরে কাঁদা নেইমারের কাছে এটাই তার সবচেয়ে হতাশাজনক বিশ্বকাপ অভিযান মনে হয়।
“আমার খেলা ব্রাজিলের সেরা বিশ্বকাপ দল ছিল ২০২২ সালে। আর যে বিদায়টা আমাকে সবচেয়ে বেশি তাড়িয়ে বেড়ায়? এটাও ২০২২ বিশ্বকাপই।”
চোটের কারণে এখন মাঠের বাইরে আছেন নেইমার। আল হিলালের সাথে চুক্তি বাতিলের আছেন বেশ কাছাকাছি। আর জাতীয় দলে শেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালে।
৮ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৫১ পিএম
৭ ফেব্রুয়ারি ২০২৫, ৯:২৩ পিএম
৭ ফেব্রুয়ারি ২০২৫, ৮:১১ পিএম
৭ ফেব্রুয়ারি ২০২৫, ৬:১৬ পিএম
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে ময়মনসিংহ মহাবিদ্যালয় ৫-১ গোলে হারিয়ে দিয়েছে আলতাফ গোলন্দাজ ডিগ্রী কলেজকে। ফাইনালে অংশ নেওয়া দুই দলই উঠে গেছে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়।
ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকে ময়মনসিংহ মহাবিদ্যালয়। একতরফা প্রাধান্য দেখিয়ে ম্যাচটা জিতে নেয় তারা। চ্যাম্পিয়ন দলের পক্ষে হ্যাটট্রিক করেন জুয়েল। একটি করে গোল করেন আসাদ ও সাগর। আলতাফ গোলন্দাজ ডিক্রি কলেজের পক্ষে সান্তনা সূচক একমাত্র গোলটি করেন মোক্তাদির।
শনিবার নগরীর রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ, বিশেষ অতিথি ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মোঃ মোস্তফা জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ইউসুফ আলী, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান।
ফাইনালে ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সর্বোচ্চ গোলদাতা আরাফাত, ফাইনালসেরা হন জুয়েল রানা এবং টুর্নামেন্টসেরা হন সাগর সরকার।
ফাইনাল ম্যাচ উপভোগ করতে জড়ো হন অসংখ্য দর্শক। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আল-আমিনসহ টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত অনেকেই।
"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" স্লোগানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে, প্রধান উপদেষ্টা কার্যালয়ের সার্বিক তত্বাবধানে, বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহের বাস্তবায়নে জেলা পর্যায়ে ময়মনসিংহ বিভাগের ৪ টি জেলার চ্যাম্পিয়ন এবং রানার্সআপ মোট ৮টি দল নিয়ে অনুষ্ঠিত হলো বিভাগীয় পর্যায়ের এই টুর্নামেন্ট।
রিয়াল মাদ্রিদের রেফারিং বিতর্ক আর হাভিয়ের তেবাসের তির্যক মন্তব্য - দুটি বিষয় এই মৌসুমে একসাথে উচ্চারিত হচ্ছে বারবারই। সবশেষ বেশ কিছু রেফারিং নিয়ে মাদ্রিদের ক্লাবটির অভিযোগ জানিয়ে লিখেছে চিঠি, যা দেখে বেজায় চটেছেন হাভিয়ের তেবাস। তবে কার্লো আনচেলত্তির আহ্বান, অযথা মাথা যেন গরম না করেন লা লিগা সভাপতি।
চলতি মৌসুমে এখন পর্যন্ত অনেকবারই প্রকাশ্যে লা লিগার রেফারিং নিয়ে আপত্তি জানিয়েছে রিয়াল। সবশেষ গত শনিবার এস্পানিওলের কাছে ১-০ গোলে হারের পর স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে একটি চিঠি দেয় রিয়াল। তাতে স্পেনের রেফারিংকে ‘কারচুপি’ এবং ‘সম্পূর্ণভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করা হয়।
এর প্রেক্ষিতে ক্ষুব্ধ তেবাস সরাসরি আক্রমণ করে বসেন।
“রিয়াল মাদ্রিদ শুধু রেফারিদেরই নয়, লা লিগারও ক্ষতি করতে চায়। তারা ভিকটিম সাজার একটা গল্প তৈরি করেছে। আমি মনে করি তাদের সেই চিঠিটি এর ষোলকলা পূর্ণ করেছে। তারা চায় সবাই যেন তাদের সামনে মাথা নত করে থাকে। তাদের মাথা খারাপ হয়ে গেছে।”
স্বাভাবিকভাবেই মাদ্রিদ ডার্বির আগে আনচেলত্তির সংবাদ সম্মেলনে চলে আসে প্রসঙ্গটি। চুপচাপ স্বভাবের ইতালিয়ান কোচ এদিন বিরক্তি প্রকাশ করছেন তেবাসকে নিয়ে।
“আমি বলব তেবাস নিশ্চিন্ত থাকতে পারেন, কারণ আমাদের এখানে কারোর মাথা খারাপ হয়নি। আমরা কেবল এমন একটি ব্যবস্থার উন্নতি করার জন্য একটি ব্যাখ্যা চেয়েছি, যা নিয়ে আমার জানামতে কেউই খুশি নয়।”
লা লিগায় রিয়াল এখন আছে সবার ওপরে। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৪৯। আর আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৪৮। ডার্বিকে সামনে রেখে রিয়ালের রেফারিং নিয়ে অভিযোগকে খোঁচা দিতে ছাড়েননি আতলেতিকোর কোচ দিয়েগো সিমিওনেও।
গত সেপ্টেম্বরে এসিএল চোটে পড়ে ছিটকে গিয়েছিলেন ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার রদ্রি। ধারণা করা হচ্ছিল এই মৌসুমে আর ফেরা হচ্ছে না তার। অবশ্য মৌসুমের মাঝপথে এসে সিটি ইঙ্গিত দিচ্ছে ভিন্ন কিছুর। চ্যাম্পিয়নস লিগের পরবর্তী পর্বের জন্য তাকে রেজিস্টার করা হয়েছে। এছাড়াও শীতকালীন দলবদলের চার সাইনিংয়ের তিনজনকেই যুক্ত করা হয়েছে স্কোয়াডে। তবে জায়গা হয়নি ব্রাজিলিয়ান ডিফেন্ডার ভিতর রেইসের।
মূলত নকআউটের শেষ দিকের কথা মাথায় রেখেই রদ্রিকে যুক্ত করা হয়েছে দলের সাথে। সিটি সেমিফাইনাল কিংবা ফাইনাল পর্যন্ত যেতে পারলে তৈরি হতে পারে স্প্যানিশ এই ডিফেন্ডারের খেলার সম্ভাবনা। সে কথা মাথায় রেখেই তাকে স্কোয়াডে যুক্ত করেছে সিটিজেনরা।
অন্যদিকে জানুয়ারিতে ১৮০ মিলিয়ন ইউরো খরচা করে সিটি দলে যুক্ত করেছে চার নতুন ফুটবলার। ইউয়েফার নিয়ম অনুযায়ী তারা কেবল তিনজনকেই চ্যাম্পিয়নস লিগের পরবর্তী পর্বের জন্য যুক্ত করতে পারবে। তিনজনের সেই তালিকায় সিটি বেছে নিয়েছে ডিফেন্ডার খুশানভ, ফরোয়ার্ড হিসেবে সিটি দলে অন্তর্ভুক্ত করেছে ওমর মারমুশকে, আর মিডফিল্ডার হিসেবে জায়গা পেয়েছেন শেষ মুহূর্তে পোর্তো থেকে উড়িয়ে আনা নিকো গঞ্জালেজ।
বেশ কাঠ-খড় পুড়িয়ে সিটি এবার জায়গা করে নিয়েছে নকআউটে। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াল মাদ্রিদকে। মঙ্গলবার রাতে ঘরের মাঠ ইতিহাদে প্রথম লেগে তারা আতিথিয়তা দেবে লস ব্লাঙ্কোসদের। আর ১৮ তারিখ দ্বিতীয় লেগ খেলতে তারা যাবে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।
দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ক্লাবহীন ছিলেন সের্হিও রামোস। বেশ কিছু গুঞ্জন চারদিকে ছড়ালেও চমক জাগিয়ে যোগ দিয়েছেন মেক্সিকান ক্লাব মোন্টেরেরিতে। নতুন ক্লাবে যোগ দিয়ে রামোস দেখালেন আরও এক চমক। ক্যারিয়ারের লম্বা সময় খেলেছেন ৪ নম্বর জার্সি গায়ে। তবে মোন্টেরেরিতে যোগ দিয়ে বেছে নিয়েছেন ৯৩ নম্বর জার্সি। তাও সেটা রিয়াল মাদ্রিদের প্রতি ভালোবাসা প্রকাশ করে, আর বিশেষ করে বিশেষ একটি ম্যাচের একটি গোলকে স্মরণ করে।
সম্ভাব্য সব কিছু জিতেই রামোস ইতি টেনেছিলেন রিয়াল অধ্যায়। স্প্যানিশ ক্লাবটির সফেদ জার্সিতে তার সেরা মুহূর্ত বিবেচনা করলে নিশ্চিতভাবেই আসবে লিসবনে ২০১৪ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের সেই মুহূর্ত। আতলেতিকো মাদ্রিদের সাথে তখন তারা ১-০ গোলে পিছিয়ে। ঘড়ির কাটায় ৯৩ মিনিট। লুকা মদ্রিচের নেওয়া ভেসে আসা কর্নারে অনেকটা উড়ন্ত গতিতে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান রামোস, ঘড়ির কাটায় তখন ৯২:৪৮ মিনিট।
এরপরের গল্প তো সবারই জানা। রিয়াল ম্যাচটা জিতে নেয় ৪-১ গোলে। দীর্ঘ ১২ বছরের আক্ষেপ ঘুচিয়ে ঘরে তোলে চ্যাম্পিয়নস লিগের শিরোপা। এরপর এই মুহূর্তটা যেন রামোসের ক্যারিয়ার ডিফাইনিং মুহূর্ত হয়ে গেছে। রামোস তো এই ৯৩ মিনিটের হিসেবটা ট্যাটু করে নিজের শরীরেও রেখে দিয়েছেন। এবার জার্সি পছন্দের ক্ষেত্রেও সেই স্মৃতিটা ফিরিয়ে এনেছেন।
যা নিয়ে দ্য কোপের সাথে কথাও বলেছেন অভিজ্ঞ এই ডিফেন্ডার। “৯৩ মিনিটটা বেশ দারুণ এক মুহূর্ত। এটা মাদ্রিদ ও আমার পুরো ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা। আপনার দেশ ও নিজের সাথে শেয়ার করার জন্য এর চেয়ে ভালো মুহূর্ত হয়তো আর নেই।”
রিয়ালও তার কিংবদন্তীর এমন নিবেদনের অবিভুত হয়েছে। সামাজিক যোগযযোগ মাধ্যমে জানিয়েছে ধন্যবাদও।
চলতি মৌসুম থেকে নতুন ফরম্যাটে আয়োজিত হচ্ছে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ। তাতে বেড়েছে ম্যাচের সংখ্যা। এর মধ্যে ফিফা আবার ঘোষণা দিয়েছে ক্লাব বিশ্বকাপেরও। তাতে ম্যাচের সংখ্যা যেন হুর হুর করেই বেড়ে চলছে। ফুটবলাররা বনে যাচ্ছেন ‘মেশিন’। ম্যাচপ্রতি দিন তিনেকও বিশ্রামের সুযোগ মিলছে না। চোটও তাই ফুটবলারদের নিয়মিত বন্ধু বনে যাচ্ছে। যা নিয়ে হরহামেশাই অভিযোগ জানাচ্ছেন কোচ ফুটবলাররা। সেটা বিবেচনায় নিয়ে পরিবর্তনের পথে হাঁটতে চাচ্ছে ইউয়েফা।
নকআউট থেকে অতিরিক্ত সময়ের হিসেব নিকেশটা বদলের দিকেই নজর দিচ্ছে তারা। সেমিফাইনালের আগ পর্যন্ত অতিরিক্ত সময়ের বদলে সরাসরি টাইব্রেকারের কথা ভাবছে ইউয়েফা। সম্প্রতি এমন তথ্য দিয়েছে গার্ডিয়ান। যদিও এটা এখনো আলোচনা চলছে ইউয়েফার ভেতরে। এই নিয়ে এখনো পুরোপুরি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই তারা জানাচ্ছে।
তবে সিদ্ধান্তে বদল আনলেও অপেক্ষা করতে হবে আরও অন্তত দুই মৌসুমে। ২০২৭ পর্যন্ত ইউয়েফার মিডিয়া স্বত্ব বিক্রি করা হয়েছে বেশ আগেই। ফলে এই সময়ের মধ্যে চাইলেও তারা এই নিয়মে পরিবর্তন আনতে পারবে না। তাদের অপেক্ষা করতে হবে ২০২৭ পর্যন্ত।
এর আগে আমরা আন্তর্জাতিক বেশ কিছু টুর্নামেন্ট এমনটা দেখেছিলাম। বিশেষ করে কোপা আমেরিকায়। গেল কয়েক আসরেই কোপা আমেরিকার নকআউট পর্বে অতিরিক্ত সময়ের জায়গায় সরাসরি টাইব্রেকার দেখেছি। কেবল ফাইনালেই আমরা দেখেছি অতিরিক্ত সময়ের পর টাইব্রেকারের। সেই ধারা এবার দেখা যেতে পারে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগেও।