
টেন হাগের বিদায়ের পর বুধবার রাতে প্রথম ম্যাচে মাঠে নেমেছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগ কাপে তারা লেস্টার সিটিকে উড়িয়ে দিয়েছে ৫-২ গোলের ব্যবধানে। তাতে নতুন এক রেকর্ডও গড়েছে দলটা। গেল তিন বছরে টেন হাগের অধীনে প্রিমিয়ার লিগের কোনো ক্লাবকে ৫ গোল দিতে পারেনি রেড ডেভিলরা। সেটা অন্তর্বর্তীকালনীন কোচ রুড ফন নিস্টলরয়ের অধীনে প্রথম ম্যাচেই করে দেখিয়েছে তারা।
এদিন ইউনাইটেড বেশ দাপট দেখিয়েই খেলেছে। জোড়া গোল করেন ব্রুনো ফার্নান্দেজ ও কাসেমিরো। অন্য গোলটি করেন আলেহান্দ্রো গারনাচো। তাতে লিগ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইউনাইটেড। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে টটেনহামকে।
দলের এমন পারফরম্যান্সে বেশ খুশি নিস্টলরয়, “এর থেকে বেশি আমি চাইতে পারতাম না। প্রথম গোলটা অবিশ্বাস্য ছিল। সেই সাথে আমাদের ভাগ্যের সহয়তা লাগতো সেটাও পেয়েছি। তবে প্রথম গোলটাই আমাদের আরও গোল পেতে সাহায্য করেছে। ব্রুনো,গারনাচোরাও দারুণ খেলেছে। সব মিলিয়ে রাতটা ভালো গিয়েছে আমাদের জন্য।”
এই কাজটা অবশ্য নিস্টলরয়কে করে যেতে হবে আরও কিছু দিন। ইউনাইটেডের নতুন কোচ হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে পর্তুগিজ কোচ রুবেন আমোরিমের নাম। তবে স্পোর্টিং সিপির এই কোচ নভেম্বরের মাঝামাঝিতে দায়িত্ব নেবেন বলে জানাচ্ছে বিবিসিসহ আরও বেশ কিছু ইংলিশ গণমাধ্যম। সেক্ষেত্রে কমপক্ষে আরও তিন ম্যাচ অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব সামলাতে হতে পারে নিস্টলরয়ের।
সাবেক ক্লাবের বিপদের সময়ে সেটা করতে আপত্তি নেই তার। ম্যাচ শেষে জানিয়েছেন সে কথাই, “ক্লাবকে সাহায্য করতে আমি এখানে সহকারী হিসেবে এসেছিলাম। যত দিন আমাকে প্রয়োজন হবে, তত দিনই সাহায্য করব। যেকোনো অবস্থায় ভবিষ্যৎ নির্মাণে ক্লাবকে সাহায্য করতে চাই।”
No posts available.

লা লিগায় জয়ের ধারা অব্যাহত রাখল বার্সেলোনা। রোববার রাতে ১০ জনে পরিণত হওয়া ভিলারিয়ালকে তাদের ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। লা লিগায় বার্সার এটি টানা সপ্তম জয়।
১৮ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান আরও মজবুত করল বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৮ ম্যাচে ৪২।
ভিয়ারিয়ালের মাঠ এস্তাদিও লা সেরামিকায় ম্যাচের ১২ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। সান্তি কোমেসানার পেছন দিকের ধাক্কায় রাফিনিয়া ফাউলের শিকার হলে পেনাল্টির বাশি বাজান রেফারি। সফল স্পট কিকে নিজেই গোল করে দলকে লিড এনে দেন রাফিনিয়া।
১৭ মিনিটে অতিথিদের জালে বল পাঠায় ভিয়ারিয়াল। তবে অফসাইডের কারণে গোল বাতিল হয়ে যায়। ৩৯ মিনিটে ভিলারিয়াল ১০ জনে পরিণত হয়। লামিনে ইয়ামালকে পেছন থেকে দুই পা দিয়ে স্লাইডিং ট্যাকলে ফেলে দেন রেনাতো ভেইগা। রেফারি সঙ্গে সঙ্গেই তাকে সরাসরি লাল কার্ড দেখান। সিদ্বান্ত চ্যালেঞ্জ করলেও ভিএআরে লাল কার্ড বহাল থাকে।
৬৩ মিনিটে গোল করেন ইয়ামাল। ভিলারিয়ালের পেনাল্টি বক্সের ভেতরে জটলা তৈরি হলে ফ্রেংকি ডি ইয়ংয়ের পাস থেকে সুযোগ পান তিনি। ঠান্ডা মাথায় বল জালে পাঠান ইয়ামাল। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হান্সি ফ্লিকের দল।
এর আগে জিরোনার মাঠে সহজ জয় তুলে লা লিগার পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে আতলেতিকো মাদ্রিদ। মন্টিলিভি স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-০ গোলে হারিয়েছে দিয়েগো সিমিওনের দল।
আতলেতিকোর হয়ে গোল করেন অধিনায়ক কোকে, কনর গ্যালাগার ও আঁতোয়ান গ্রিজমান। এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচ জিতল আতলেতিকো।

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ময়মনসিংহে শুরু হয়েছে বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট। জেলা স্টেডিয়ামে আজ সকালে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল।
ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে বিভাগের ৪ জেলার চ্যাম্পিয়ন ও রানার্সআপসহ মোট ৮টি দল অংশগ্রহণ করছে।
রোববার দিনের প্রথম ম্যাচে শেরপুর জেলার ডা. সেকান্দর আলী কলেজ ও জামালপুরের শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করে। পরে টাইব্রেকারে ৩-১ গোলে জয় পায় ডা. সেকান্দর আলী কলেজ।
সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া ম্যাচে ময়মনসিংহ মহাবিদ্যালয় ৭-০ গোলে নেত্রকোনা জেলার পূর্বধলা সরকারি কলেজকে পরাজিত করে।
বিকেলে নেত্রকোনা সরকারি কলেজকে ২-০ গোলে হারায় আনন্দ মোহন কলেজ। অপর ম্যাচে জামালপুরের বকশিগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ টাইব্রেকারে শেরপুরের নিজাম উদ্দিন আহম্মদ মডেল কলেজকে ৫-৩ গোলে পরাজিত করে।
আগামীকাল সোমবার সেমিফাইনালে মাঠে নামবে শেরপুরের ডা. সেকান্দর আলী কলেজ, ময়মনসিংহ মহাবিদ্যালয়, আনন্দ মোহন কলেজ ও জামালপুরের বকশিগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ।
মঙ্গলবার বিকেল ৩টায় জেলা স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের ফাইনাল। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল পরবর্তীতে ঢাকায় জাতীয় পর্যায়ে ময়মনসিংহ বিভাগের প্রতিনিধিত্ব করবে।

গত দুই বছরে চোট যেন পিছু ছাড়ছে না বার্সেলোনা ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের। শনিবার অনুশীলনের সময় হাঁটুতে চোট পান ডেনিশ এই ফুটবলার। যে কারণে রাত সোয়া ৯টায় শুরু হওয়া লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে স্কোয়াডে রাখা হয়নি তাঁকে।
সর্বশেষ মৌসুমে চোটের কারণে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ৬ ম্যাচে মাঠে নামেন ক্রিস্টেনসেন। চলতি মৌসুমে পায়ের পেশির চোটে কিছুদিন ছিলেন মাঠের বাইরে। আবারও সেই একই চোটের কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে যেতে হচ্ছে ২৯ বছর বয়সি ফুটবলারকে।
বার্সেলোনা জানিয়েছে অনুশীলনের সময় হঠাৎ হাঁটু মোচড় খাওয়ায় ক্রিস্টেনসেনের বাম হাঁটুর লিগামেন্টে আংশিক ছিঁড়ে গেছে। রোববার মেডিকেল পরীক্ষার পর ক্লাব এক বিবৃতিতে জানায়, এই চোটের জন্য এখনই অস্ত্রোপচারের প্রয়োজন নেই।
ক্রিস্টেনসেন কবে ফিরবেন, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানায়নি বার্সেলোনা। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর জানিয়েছে, তাঁর সুস্থ হতে তিন থেকে চার মাস সময় লাগতে পারে।
গত বুধবার রাতে কোপা দেল রে প্রতিযোগিতায় গুয়াদালাহারার বিপক্ষে শুরুর একাদশে ফিরেছিলেন ক্রিস্টেনসেন। ওই ম্যাচের ৭৬ মিনিটে একটি গোলও করেছিলেন তিনি। সেপ্টেম্বরের পর শুরুর একাদশে সেটি ছিল তাঁর প্রথম ম্যাচ।

বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরীর, সমিত সোমদের মতো তারকাদের আগমন এবং জাতীয় নারী ফুটবল দলের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করা ইতিবাচক প্রভাব ফেলেছে বিশ্ব অঙ্গনে। এবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের ফুটবলের সঙ্গী হতে এবং বাংলাদেশের ফুটবল উন্নয়নে পাশে থাকতে। তবে তার আগে সব ধরনের সুযোগ, সম্ভাবনা ও চ্যালেঞ্জ খতিয়ে দেখবে তারা।
আজ রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক্সিকিউটিভ কমিটি, নারী উইং এবং নারী রেফারিদের সঙ্গে একটি মতবিনিময় বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলার। সেখানে মূলত দুই পক্ষ একে অপরের সঙ্গে আইডিয়া শেয়ার করে। তবে সামনের দিনে ইইউকে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী প্রস্তাব দেবে বাফুফে।
আজ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন,
‘আমরা ভবিষ্যতে একটা প্রপোজাল দিব। এই প্রপোজালের উপরে ইউরোপীয় ইউনিয়নের কর্তৃপক্ষরা বিবেচনা করবে কীভাবে বাংলাদেশের সঙ্গে কাজ করা যায়। তবে আমরা চাই অতি দ্রুত একটা পার্টনারশিপে চলে আসতে।’
ইউরোপীয় ইউনিয়ন থেকে অনেক সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকে। যেমন সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেফটি প্রোগ্রাম, ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এবার তারা খেলাধুলায়, বিশেষ করে বাংলাদেশের ফুটবলকে উন্নয়নমূলক জায়গায় নিতে প্রাথমিভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
এ প্রসঙ্গে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন,
‘আমাদের ফুটবল ফেডারেশনের একটা ভিশন আছে, একটা চলমান কিছু ফর্মূলা আছে এবং কিছু কিছু সাফল্যের গল্পও আছে। এই সবগুলা কিন্তু সাহায্য করেছে ইউরোপীয় ইউনিয়নে যারা সিদ্ধান্ত নেন তাদের মন জয় করার জন্য এবং তাদের সহজ করে বুঝানোর জন্য। তারা বিশ্বাস করে স্পোর্টসে একটা অবদান রাখলে এর মাধ্যমেই বাংলাদেশের একটা গুডউইল ওনারাও তৈরি করতে পারবে।’
ইইউ কর্মকর্তা মিলার সাংবাদিকদের বলেছেন,
‘আমরা এখানে এসেছি কারণ বাংলাদেশের ফেডারেশনকে স্পন্সর করার সুযোগগুলো খতিয়ে দেখতে। আজকের আলোচনা ছিল প্রাথমিক। তবে বাংলাদেশ অত্যন্ত জটিল সময় পার করছে— নির্বাচনের দিকে এগোচ্ছে, নানা চ্যালেঞ্জ রয়েছে। একই সঙ্গে এই দেশের ইতিবাচক দিকগুলোর কথাও বলতে হবে— কীভাবে তরুণরা নিজেদের জন্য ক্যারিয়ার গড়ে তুলতে পারে, দেশ কীভাবে উন্নত ও এগিয়ে যেতে পারে, এবং কীভাবে বিশ্বমানের প্রতিযোগিতায় নিজেদের ক্রীড়া দলগুলোর পেছনে এক জাতি হিসেবে ঐক্যবদ্ধ সমর্থন গড়ে তুলতে পারে। এই ধরনের কাজই আমরা আপনাদের সঙ্গে করতে চাই, যাতে ভবিষ্যতে আপনারা এক জাতি হিসেবে একত্রিত হতে পারেন এবং এক দল হিসেবে খেলতে পারেন— নিজেদের প্রতিভার সর্বোচ্চ ব্যবহার করে।’

বয়স বাড়ছে, নাকি অন্য কিছু—কে জানে! পেপ গার্দিওলা ইদানিং ক্ষণে ক্ষণে হাসেন, কাঁদছেন, মেজাজও হারাচ্ছেন। যেমন, শনিবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচের আগে এক সাংবাদিকের কথায় চটে যান সিটি কোচ। ম্যাচের পর শিষ্যদের বড় দিনের শুভেচ্ছাও জানান।
এখানেই শেষ হলে চলতো। এরপরই স্প্যানিশ কোচ আবার তোপ দাগান, শিষ্যদের উন্নতি করার তাগাদা দেন। জানিয়ে দেন, তারা যদি উন্নতি না করে, তবে তিনি মোটেও খুশি হবেন না। পয়েন্ট তালিকায় ম্যানসিটিকে চূড়ায় রাখতে চান গার্দিওলা।
প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থানে ম্যানচেস্টার সিটি। ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট তাদের। শীর্ষে থাকা আর্সেনাল থেকে দুই পয়েন্ট পিছিয়ে তারা। আর তৃতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলা থেকে চার পয়েন্ট এগিয়ে। বলা চলে, এক এবং তিনের মধ্যে এক প্রকার শীতল যুদ্ধে সিটিজেনরা। সেই কারণে, শিষ্যদের থেকে আরও পয়েন্ট এবং জয় চান স্প্যানিশ কোচ।
আরও পড়ুন
| জন্মদিনে গোল-রেকর্ড উপহার পেলেন এমবাপ |
|
তিনি বলেছেন, ‘‘খেলোয়াড়দের আমি বলেছি, ‘শুভ বড়দিন’, একই সঙ্গে তাদের বলেছি—যদি তোমরা উন্নতি না করো তাহলে এটা যথেষ্ট হবে না। (পয়েন্ট তালিকার চূড়ায় থাকা) ভালো ব্যাপার তবে, তবে আমি তোমাদের বলছি, নিজেদের খেলায় আমাদের উন্নতি করতে হবে।’
ওয়েস্ট হ্যামের বিপক্ষে জয়ের প্রসঙ্গে তিনি বলেন, ‘জয় আমাদের খুশি করেছে। কিন্তু এটা যথেষ্ট নয়। আমাদের আরও উন্নতি করতে হবে। টাইটেলের জন্য এটা যথেষ্ট নয়।’
তিনি আরও বলেন, ‘‘দলে স্পিরিট আছে, গত মৌসুমে যেটা ছিল না। এই স্পিরিট, আগ্রাসন এবং ক্ষুধা—এই সব বৈশিষ্ট্য ওদের প্রয়োজন। এটা ভেতর থেকে আসে।’’
প্রিমিয়ার লিগে ১১৪ ম্যাচে ১০৪ গোল করেছেন হলান্ড। এভাবে তিনি ইংল্যান্ডের শীর্ষ লিগে ১০৩ গোল করা পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেলেন। অর্ধেকেরও কম ম্যাচ খেলে তাকে ছাড়িয়ে যাওয়ায় হলান্ডকে প্রশংসায় ভাসালেন কোচ।
“ধন্যবাদ আর্লিং। অবশ্যই সব সময় গোলের জন্য তাকে আমার ধন্যবাদ জানাতে হবে।”