ফুটবল

নেপালে টিম হোটেলে অবরুদ্ধ জামালরা, ফ্লাইট বাতিল

 
ফুটবল করেসপন্ডেন্ট
ফুটবল করেসপন্ডেন্ট
ঢাকা

৯ সেপ্টেম্বর ২০২৫, ৩:১৫ পিএম

news-details

কাঠমান্ডুতে বিক্ষোভকারীরা অবরুদ্ধ করেছে জামাল ভূঁইয়ারা অবস্থানরত টিম হোটেল। বাংলাদেশ ফুটবল দল আজ দেশে ফেরার কথা থাকলেও বিরূপ পরিস্থিতিতে ফ্লাইটও বাতিল করা হয়েছে।


বিক্ষোভকারীদের ধারণা করেছিল, হোটেল ক্রাউন ইম্পেরিয়েল সরকারের লোকজন ও অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এনএনএফএ) কর্মকর্তাদের অবস্থান ছিল। প্রথমে হোটেল কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের বোঝাতে সক্ষম হয়েছিল, এনএনএফএ’র কর্মকর্তারা সেখানে নেই। পরবর্তীতে এক ফুটবলার উপর থেকে মোবাইলে বিক্ষোভের চিত্র ধারণ করলে, আন্দোলনকারীরা আবারও ফুঁসে ওঠে। তবে এখন পরিস্থিতি শান্ত আছে বরে জানা গেছে।


দুপুর ২টার কিছু সময় পর টিম হোটেল এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়। নেপালে থেকে টি-স্পোর্টসের প্রতিবেদক মোমিন রোহন জানিয়েছেন, টিম হোটেলের সামনে একদল আন্দোলনকারী এসে গেট ভাংচুরের চেষ্টা করে। তাঁদের ধারণা সরকারপন্থীরা এই হোটেলে লুকিয়ে আছে। পরে হোটেল কর্তৃপক্ষ তাঁদেরকে বোঝাতে সক্ষম হয়, তাঁরা এলাকা ছেড়ে চলে যায়। তবে থমথমে অবস্থা বিরাজ করছে এই এলাকা। তবে বাংলাদেশ দলের খেলোয়াড়েরা হোটেলে নিরাপদে আছেন।


আজ বাংলাদেশ সময় বেলা সোয়া ৩টায় ফ্লাইট ছিল জামালদের। হোটেলে আজ চেক-আউটও হয়েছিল তাঁদের। শেষ মূহূর্তে বদলে যায় দৃশ্যপট। নতুন করে হোটেল কর্তৃপক্ষ তাঁদের রুমের ব্যবস্থা করেছে।


বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, দলের ফেরার বিষয়ে পরবর্তী আপডেট দ্রুত জানানো হবে।


এর আগে অস্থিতিশীল পরিস্থিতির কারণে নেপাল-বাংলাদেশের দ্বিতীয় প্রীতি ম্যাচটি স্থগিত করা হয়। সামাজিক যোগযোগমাধ্যম বন্ধের প্রতিবাদ ও দুর্নীতির বিরোধী আন্দালনে উত্তপ্ত নেপালের রাজধানী কাঠমান্ডু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করে নেপাল সরকার। প্রথম প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

No posts available.

bottom-logo

ফুটবল

ফুটবলারদের ‘আতঙ্ক’ কাটাতে কাজ করবে বাফুফে

 
ফুটবল করেসপন্ডেন্ট
ফুটবল করেসপন্ডেন্ট
ঢাকা

১১ সেপ্টেম্বর ২০২৫, ৭:১২ পিএম

news-details

নেপালে তিন দিন অবরুদ্ধ থাকার পর আজ বিকেলে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন জাতীয় দলের ফুটবলাররা। দেশটিতে গত সোমবার রাত থেকে ছাত্র-জনতার বিক্ষোভে আতঙ্ক ছড়িয়ে পরে টিম হোটেল ও তার আশপাশের এলাকা। খেলোয়াড়দের মধ্যে কেউ কেউ মানসিকভাবে ভেঙে পড়েন। ফুটবলারদের ট্রমা কাটাতে কাজ করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 


বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে টিম কন্টিনজেন্টের সদস্যরা ছাড়াও ছিলেন বাংলাদেশ থেকে ম্যাচ কাভার করতে যাওয়া ক্রীড়া সাংবাদিকেরা। সবাইকে অভ্যর্থনা জানাতে  ঢাকা সেনানিবাসের এ কে খন্দকার ঘাঁটিতে আজ উপস্থিত ছিলেন বিমান বাহিনী, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। 


সেখানেই তাবিথ আউয়াল বলেন, ‘আমাদের চিকিৎসার প্রক্রিয়া রয়েছে। সেখানে অবশ্যই আমরা মানসিক কোচিং, সাইকোলজিক্যাল সাপোর্ট দেব- যাদের প্রয়োজন হয়। যাদের লাগবে না তাদেরও আমরা অ্যাসেসমেন্ট করব, কারণ অনেক সময় এ রকম পরিস্থিতিতে ফিজিক্যাল শক হয়। আমরা এই বিষয়ে সচেতন রয়েছি। পাশাপাশি বাংলাদেশ আর্মড ফোর্সের মেডিকেল টিম প্রস্তুত ছিল ফুটবলারদের বিশেষভাবে চিকিৎসাজনিত কিছু প্রয়োজন হলে।’


মঙ্গলবার টিম হোটেল থেকে একটি ভিডিও করেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। সেখানে দেখা যায় একটি ভবনে আগুন জ্বলছে। পরে জানা যায় সেটি ছিল হোটেলের পাসের ভবন। 


আন্দোলনকারীরা জামালদের হোটেল ক্রাউনেও ভাংচুরের চেষ্টা করে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ভিডিও ভাইরাল হলে আতঙ্ক ছড়ায় বাংলাদেশেও। ওই সময় তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে রাখে বাফুফে। তাবিথবলেন, 'আমাদের টিম হোটেলের পাশে আগুন লেগেছিল। আমরা কিন্তু আগেই আমাদের টিমের জন্য দ্বিতীয় ও তৃতীয় লোকেশন ঠিক করে রেখেছিলাম।’


গত ৯ সেপ্টেম্বর বাফুফে একটি বিমান পাঠানোর চেষ্টা করে। নেপাল থেকে সবুজ সংকেত না পাওয়ায় শেষ পর্যন্ত সেটি করা হয়নি। শেষ পর্যন্ত বিমান বাহিনী, সরকার ও সেনাবাহিনীর প্রচেষ্টায় নেপালে থাকা ফুটবলার, সাংবাদিকদের ফিরিয়ে আনা গেল। এ নিয়ে বাফুফে সভাপতি বলেন, 'সবাই মিলে আমরা ফুটবল ও ক্রীড়া পরিবার। শুধু ২৩ জন ফুটবলার নন, মিডিয়াসহ সবাইকে নিয়েই আমরা ফুটবলাঙ্গন। যখন আমরা রেসকিউ মিশনের পরিকল্পনা করেছি তখন কাঠমান্ডুতে থাকা মিডিয়ার ভাই-বোনদের নিয়েই কাজ করেছি।’


বাংলাদেশ ফুটবল দল দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। প্রথম প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। তবে সোমবার থেকে নেপালে আন্দোলন শুরু হলে ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) নির্ধারিত দ্বিতীয় ম্যাচটি আর মাঠে গড়ায়নি। 


গত মঙ্গলবার দলের দেশে ফেরার কথা থাকলেও ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয়। সেদিন হোটেল চেকআউটও হয়েছিল জামালদের। অবশেষে আজ নিরাপদে দেশে ফেরেন তাঁরা।

ফুটবল থেকে আরও পড়ুন

bottom-logo

ফুটবল

ভক্তকে ধাক্কা দিয়ে রোনালদোর গালি

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১১ সেপ্টেম্বর ২০২৫, ৫:২৯ পিএম

news-details

আন্তর্জাতিক বিরতি বেশ দারুণ কাটল ক্রিস্টিয়ানো রোনালদোর। বিশ্বকাপ বাছাইয়ে পর্তুগাল জিতেছে নিজেদের দুটি ম্যাচ। রোনালদো গোল করেছেন দুই ম্যাচেই। তবে আর্মেনিয়া থেকে পর্তুগিজ ফরোয়ার্ড ফিরছেন বিতর্ক সঙ্গে করে। 


গত ৬ সেপ্টেম্বর আর্মেনিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দেয় পর্তুগাল। জোড়া গোল করেন রোনালদো। সেখানেই ভক্তকে ধক্কা দিয়ে গালি দেন সিআর-সেভেন।


স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন, হোটেলের লবিতে সেলফি তুলতে আসা এক ভক্তকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন রোনালদো। ওই সময় তিনি ভক্তকে 'ফাক অফ' বলেছিলেন বলে দাবি করেছেন এক লিপ রিডার (ঠোঁট পাঠক)।


আরও পড়ুন

নেপাল থেকে ফুটবলারদের নিয়ে বিমান নামল ঢাকায় নেপাল থেকে ফুটবলারদের নিয়ে বিমান নামল ঢাকায়


ঘটনাটি ঘটে রোনালদোর হোটেল থেকে বের হওয়ার সময়। ভিডিও ফুটেজে দেখা যায়, মোবাইল ফোন হাতে এক সমর্থক দৌড়ে এসে তাঁর কাছাকাছি পৌঁছে যান। বিষয়টি রোনালদোর পছন্দ হয়নি। তিনি ওই ভক্তকে ধাক্কা দেন এবং কিছুটা বিরক্ত হয়ে সেখান থেকে সরে যান।


স্বনামধন্য লিপ রিডার নিকোলা হিকলিং ফুটেজ বিশ্লেষণ করে জানান, রোনালদো প্রথমে ভক্তকে বলেন, ‘আর নয়, সরে যাও!’ এরপর নিচু স্বরে বলেন, ‘ইচ্ছা হয় এরা সব ফা*ক অফ করুক।’


৪০ বছর বয়সী রোনালদো আর্মেনিয়ার বিপক্ষে করেছেন জোড়া গোল। এর ফলে আন্তর্জাতিক ম্যাচে তাঁর গোল সংখ্যা ১৪১। রোনালদোর এমন আচরণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তাঁর প্রতিক্রিয়াকে অপ্রয়োজনীয় ও কঠোর বলেও মন্তব্য করছেন।

bottom-logo

ফুটবল

নেপাল থেকে ফুটবলারদের নিয়ে বিমান নামল ঢাকায়

 
ফুটবল করেসপন্ডেন্ট
ফুটবল করেসপন্ডেন্ট
ঢাকা

১১ সেপ্টেম্বর ২০২৫, ৫:০১ পিএম

news-details

বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে নেপাল থেকে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। অস্থিতিশীল পরিস্থিতির কারণে কাঠমান্ডুতে আটকে পড়েন জামাল ভূঁইয়ারা। আজ বিকাল ৪টায় ৩৫ মিনিটে কুর্মিটোলা বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে। খেলা কাভার করতে যাওয়া সংবাদিকেরাও ফিরেছেন একই ফ্লাইটে। 


এর আগে স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ঢোকেন ফুটবলাররা। ইমিগ্রেশনে কাজ সেরে অপেক্ষা করতে হয় তাঁদের। বেলা ২টা ৫৫ মিনিটে অবশেষে দল নিয়ে কাঠমান্ডু ছাড়ে বিমান। 


দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল বাংলাদেশ। গত ৬ সেপ্টেম্বর প্রথম প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। তবে গত সোমবার থেকে নেপালে আন্দোলন শুরু হলে ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) নির্ধারিত দ্বিতীয় ম্যাচটি আর মাঠে গড়ায়নি।


গত মঙ্গলবার দলের দেশে ফেরার কথা থাকলেও ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয়। সেদিন হোটেল চেকআউটও হয়েছিল জামালদের। তবে নেপাল সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভে হোটেলে অবরুদ্ধ হয়ে পড়েন বাংলাদেশ দলের ফুটবলাররা।


পরের দিন বাংলাদেশ দলকে দেশে ফেরাতে চেস্টা চালায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে ত্রিভুবন এয়ারপোর্ট বন্ধ থাকায় সব চেষ্টাই বৃথা যায়। শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ ব্যস্থাপনায় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন জামাল-তপুরা।

bottom-logo

ফুটবল

ভার্ডির কাছে বয়স কেবল একটি সংখ্যা

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১১ সেপ্টেম্বর ২০২৫, ৪:০৫ পিএম

news-details

৩৮ বছর বয়সে ইতালির সিরি-আ তে যোগ দিয়েছেন ইংলিশ স্ট্রাইকার জেমি ভার্ডি।  বিশ্বের অন্যতম সেরা এই লিগে ক্রেমোনেজের হয়ে খেলবেন তিনি।  লেস্টার সিটির জার্সিতে ১৩ মৌসুম ৫০০ ম্যাচে ২০০ গোল করেছেন ভার্ডি। তবে ক্যারিয়ারের পড়ন্ত লগ্নে সামর্থ্য নিয়ে প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন ইংলিশ স্ট্রাইকার।  যদিও তার জবাব দিয়েছেন দৃঢ়চিত্তে।  সম্প্রতি এক সাংবাদিকের প্রশ্নের উত্তর দিয়েছেন ভার্ডি।


‘‘আপনি নিশ্চয়ই তাদের একজন যারা মনে সন্দেহ পুষে রাখে।  আমি আপনাকে ভুল প্রমাণ করব। কারণ, বয়স কেবল একটি সংখ্যা। যতক্ষণ আমার পা আগের মতোই চলছে ততক্ষণই খেলে যাব। এই ক্লাবের জন্য সর্বস্ব দিয়ে খেলব।’’


২০২৫-২৬ মৌসুমে ক্রেমোনেজের শুরুটা বেশ দুর্দান্ত। প্রথম দুই ম্যাচে সাসুয়োলো ও এসি মিলানকে হারিয়েছে তারা।  ছয় পয়েন্ট নিয়ে ক্রেমোনেজে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। তারপরও মাটিতে পা রাখছেন ভার্ডি। অলৌকিক কিছুই মাথায় আনছেন না।


‘‘আমাদের মূল কাজ  লিগে টিকে থাকা। লেস্টারে থাকাকালীনও একই লক্ষ্য ছিল। কখনোই ভাবা হয়নি বড় কিছু জিতব। প্রতিটি ম্যাচে একে একে লড়তে হবে, সর্বস্ব উজাড় করে দিতে হবে, এরপর যা হওয়ার তাই হবে।’’


২০১৫-১৬ মৌসুমে লেস্টার সিটির প্রিমিয়ার লিগ জয়ের অন্যতম নায়ক ছিলেন ভার্ডি। এবার ক্রেমোনেজের হয়ে একই রকম প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আগামী সোমবার ভেরোনার বিপক্ষে ম্যাচে দিয়ে সিরি-আ তে অভিষেক হতে পারে ভার্ডির।

bottom-logo

ফুটবল

বিশেষ ফ্লাইটে নেপাল ছেড়েছেন জামাল ভূঁইয়ারা

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১১ সেপ্টেম্বর ২০২৫, ৩:৪৮ পিএম

news-details

অস্থিতিশীল পরিস্থিতির কারণে নেপালে আটকে পড়ে বাংলাদেশ ফুটবল দল। অবশেষে বিশেষ ফ্লাইটে নেপাল ছেড়েছেন জামাল ভূঁইয়ারা। আজ স্থানীয় সময় বেলা আড়াইটায় বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে কাঠমান্ডু ছেড়েছেন তাঁরা।


বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। প্রথম প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। তবে সোমবার থেকে নেপালে আন্দোলন শুরু হলে ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) নির্ধারিত দ্বিতীয় ম্যাচটি আর মাঠে গড়ায়নি।


গত মঙ্গলবার দলের দেশে ফেরার কথা থাকলেও ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয়। সেদিন হোটেল চেকআউটও হয়েছিল জামালদের। 


কঠিন পরিস্থিতিতে খেলোয়াড়দের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য চেষ্টা করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তাদের অনুরোধে সশস্ত্র বাহিনী বিভাগ খেলোয়াড়দের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে।

bottom-logo