দুই দলই মাঠে নেমেছিল বাছাইয়ে অপরাজিত থেকে। আর্জেন্টিনা অবশ্য ছিল শতভাগ জয়ের রেকর্ড নিয়ে। তবে লাতিন ফুটবলে প্রতিপক্ষ হিসেবে কলম্বিয়া যে এখন কতোটা কঠিন প্রতিপক্ষ, সেটা আরও একবার দলটি প্রমাণ করেছে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথম হারের স্বাদ উপহার দিয়ে। প্রতিপক্ষের প্রতি সম্মান থাকলেও এই পরাজয়ে ক্ষিপ্ত প্রতিক্রিয়াই জানিয়েছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচ স্পষ্ট বলেছেন, রেফারির একতরফা সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে আর সেটাই ম্যাচের পার্থক্য গড়েছে।
১-১ সমতা থাকা অবস্থায় ৬০তম মিনিটে বক্সের ভেতর দানিয়েল মুনোজকে ফাউল করে বসেন নিকোলাস ওতামেন্দি। প্রথমে রেফারি সেটি এড়িয়ে গেলেও এরপর সময় নিয়ে ভিএআরে চেকে সিদ্ধান্ত বদলে পেনাল্টি দেন। আর সেখান থেকেই জয়সূচক গোলটি করে হামেস রদ্রিগেজ আর্জেন্টিনাকে প্রায় ভুলতে বসা হারের তেতো স্বাদ দেয়।
আরও পড়ুন: ‘দরিভাল সেরা ফুটবলের সন্ধানে আছেন, ফলাফলে এর প্রভাব পড়ছে’
ম্যাচের পর রেফারির ওই সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ করেছেন স্কালোনি। তার মতে, কোনোভাবেই এটা পেনাল্টি ছিল না। “একটি ম্যাচে যখন খুব কাছাকাছি প্রতিদ্বন্দ্বিতা হয়, তখন মাঝে মাঝে এই ধরণের সিদ্ধান্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয় এবং সেটাই হয়েছে। সেই পেনাল্টিটাই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দিয়েছে। শুধু তিনি (রেফারি) ও পাঁচজন ভিএআর কর্মকর্তাই পেনাল্টিটি দেখেছেন, বাকিরা নয়। তবে ফুটবল এমন একটি খেলা, যেখানে আপনাকে আপনার চারপাশে যা যা হচ্ছে তা দেখতে হবে। আর মুনোজ যা করেছে, সেটাই তো আপনাকে সব বলে দেয়। তিনি কোনো রকম প্রতিবাদও করেননি। মনস্তাত্ত্বিক জায়গায় এটি তাদের এগিয়ে দিয়েছে এবং আমাদের নার্ভাস করেছে।”
যে পেনাল্টি নিয়ে স্কালোনির এত ক্ষোভ, সেটার প্রেক্ষাপটে তিনি যা বলেছেন, তা অবশ্য ভুল বলেননি। ভিএআর চেকে রেফারি যেসব পজিশন থেকে ফাউলটি দেখেছেন, সেখান থেকে স্পষ্টভাবে পেনাল্টি পাওয়ার মত ফাউল ছিল কিনা, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তাছাড়া ওতামেন্দির ফাউলের শিকার হওয়ার পর মুনোজ রেফারির কাছে পেনাল্টির আবেদনই জানাননি। এছাড়া
স্কালোনির হতাশাও ঠিক এখানেই। “আমি তাকে (রেফারি) আর মুনোজকে একটাই কথা বলেছিলাম যে, পুরো মাঠে সেই ছিল একমাত্র খেলোয়াড়, যে ফাউলের বিরুদ্ধে প্রতিবাদ করেননি। যারা পেনাল্টি দিয়েছেন, তাদের স্বাগত জানাই এবং এটা নিয়ে আর কিছু বলার নেই। হতাশাজনক ব্যাপার এবং পরিতাপের বিষয় হল যে, সেই পেনাল্টির পরে খেলাটি কার্যত শেষ হয়ে যায়, এটিই আমাকে বিরক্ত করেছে।”
এই হারের পরও লাতিন অঞ্চলের বাছাইয়ে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে আছে আর্জেন্টিনা।
No posts available.
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম
নতুন মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়নের মতোই শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। একপেশে ম্যাচে ইতালির ক্লাব আটালান্টাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি ক্লাবটি।
দাপুটে জয়ের ম্যাচে প্রথমার্ধে দুটি গোল আসে অধিনায়ক মার্কিনিউস ও খাভিচা কাভারস্কেলিয়ার নৈপুণ্য। আর দ্বিতীয়ার্ধে বাকি দুই গোল করেন নুনো মেন্ডেস ও গঞ্জালো রামোস।
ঘরের মাঠ পার্ক দি প্রিন্সিসে পিএসজির আধিপত্য ছিল দেখার মতো। ৬৭ শতাংশ বল দখলে রেখে ২২টি শট নেয় লুইস এনরিকের দল, লক্ষ্যে ছিল ১৩টি। অন্যদিকে পুরো ম্যাচে ৭টি শট নিয়ে মাত্র দুটি গোলমুখে রাখতে পেরেছে আটালান্টা।
ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই গোল করে পিএসজিকে এগিয়ে দেন মার্কিনিউস। বাঁ দিক থেকে পাঠানো ফাবিয়ান রুইজের ক্রসে পা লাগিয়ে বল জালে জড়ান তিনি।
এরপর আরও বেশ কিছু সুযোগ তৈরি করে পিএসজি। তবে সুযোগ হাতছাড়া করেন মেন্ডেস। সেনি মায়ুলুর শট আটকে দেন আটালান্টার গোলকিপার মার্কো কারনেসকি। ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ এসেছিল ব্র্যাডলি বারকোলা ও আশরাফ হাকিমিরও। তবে দারুণ সেভে আটালান্টাকে আপাতত বাঁচিয়ে দেন তাদের গোলরক্ষক।
অবশ্য প্রতিপক্ষকে নিয়ে যেভাবে ছেলেখেলা করছিল পিএসজি, তাতে দ্বিতীয় গোল আসা ছিল কেবল সময়ের ব্যাপার । ৩৯ মিনিটে একক নৈপুণ্যে অসাধারণ এক গোল করেন কাভারেস্কেলিয়া। আটালান্তার রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ১৮ মিটার দূর থেকে জোরালো শটে বল জাল কাঁপান জর্জিয়ার এই উইঙ্গার।
প্রথামার্ধে ব্যবধান ৩-০ করার আরেকটি সুযোগ পায় পিএসজি। আটালান্টার বক্সে ক্লাবটির মিডফিল্ডার ইউনুস মুসা ফাউল করেন মার্কিনিউসকে, ফলে পেনাল্টি পায় স্বাগতিকরা। ওসমান দেম্বেলে ও দেজিরে দুয়ে চোটের কারণে না থাকায় পেনাল্টি নেন বারকোলা। তবে তার দুর্বল শটটি ধরে ফেলতে একেবারেই বেগ পেতে হয়নি সফরকারী দলের গোলরক্ষককে।
দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমনে আটালান্টার রক্ষণভাগে ত্রাস ছড়ায় এনরিকের দল। বিরতির পর পাঁচ মিনিটের মাথায় তৃতীয় গোলটিও পেয়ে যায় পিএসজি। নুনো মেন্ডেস কাছাকাছি কোণ থেকে জোরালো শটে বল পাঠান জালে।
অন্যদিকে পিএসজির হয়ে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ খেলতে নামা গোলকিপার লুকাস শেভালিয়েরেরতেমন পরীক্ষাই নিতে পারেনি আটালান্টা। নির্ধারিত সময়ের পর যেগ করা সময়ে হালি পূরণ করা গোলটি আসে গঞ্জালেজের পা থেকে। আটালান্টার রাউল বেল্লানোভার ভুল ব্যাকপাস কেড়ে নিয়ে ঠান্ডা মাথায় ব্যবধান ৪-০ করেন পর্তুগিজ ফরোয়ার্ড।
শিরোপা ধরে রাখার অভিযানে চ্যাম্পিয়নস লিগে পিএসজির পরের ম্যাচ বার্সেলোনার বিপক্ষে। আগামী ২ অক্টোবর কাতালান ক্লাবটির মাঠে আতিথেয়তা নেবে ফরাসি চ্যাম্পিয়নরা।
অন্যদিকে ৩০ সেপ্টেম্বর ঘরের মাঠে ক্লাব ব্রুগের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াই আটালান্টার।
চ্যালেঞ্জ কাপের প্রথম মৌসুমে বসুন্ধরা কিংসের কাছে ২-১ গোলে হেরেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই মৌসুমে শিরোপার লক্ষ্যে নামছে তারা। এবারও শক্তিশালী কিংসকেই পাচ্ছে সাদা-কালো জার্সিধারীরা।
আজ বাফুফে ভবনে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মোহামেডানের কোচ আলফাজ আহমেদ জানিয়েছেন, সময় কম পেলেও তার দল শিরোপার জন্য লড়বে।
‘‘ ন্যাশনাল টিমের কারণে মাত্র ১০ জন খেলোয়াড় পেয়েছি তিনদিন। এ কারণে ট্রেনিং করাতে পারিনি। এই জায়গাটাতে আমরা পিছিয়ে। আমরা শিরোপার জন্যই খেলব।’’
আরও পড়ুন
চ্যালেঞ্জ কাপে ট্রফি জয়ে আত্মবিশ্বাসী কিংস |
![]() |
বসুন্ধরা কিংসকে এগিয়ে রাখছেন আলফাজ। বলেন,
‘‘তারা সবসময় আমাদের চেয়ে ভালো দল গড়ে। গত পাঁচ-ছয় মৌসুম তারা এগিয়ে আছে। বাংলাদেশে তারা উচ্চমানের কোচ আনে। বর্তমান কোচও হাই-প্রোফাইলের।’’
মোহামেডানের অধিনায়ক মেহেদী হাসান মিঠুর চোখ শিরোপায়।
‘‘আমাদের লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন হওয়া। গতবার বসুন্ধরার কাছে হেরেছিলাম। এবার শিরোপা ফিরে পেতে চাই। অধিনায়ক হলেও, সবাইকে বলেছি সবাই ক্যাপ্টেন। সবাই দায়িত্ব নিলে ইনশাল্লাহ আমরা জয়ী হবো।’’
চ্যালেঞ্জ কাপ ফুটবল দিয়ে ঘরোয়া মৌসুম শুরু হতে যাচ্ছে। আগামী শুক্রবার ট্রফির লড়াইয়ে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও প্রিমিয়ার লিগ সেরা মোহামেডান স্পোর্টিং ক্লাব। হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটা।
আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সংবাদ সম্মেলনে কিংসের অধিনায়ক তপু বর্মণ শিরোপা ধরে রাখার দিকে দৃষ্টি দিয়েছেন। জানালেন ট্রফি জয়ে তার দল সম্পূর্ণ প্রস্তুত।
আরও পড়ুন
চ্যাম্পিয়ন্স লিগে পেনাল্টির ‘রাজা’ এখন রিয়াল |
![]() |
‘‘গত বছর চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবার দলে কারও চোট নেই। সবাই ভালো আছে। কোচ যে নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী কাজ করছি।’’
তপু মনে করেন প্রস্তুতি ও ফিটনেসের দিক দিয়ে কিংস এগিয়ে।
‘‘আমাদের খেলোয়াড়রা জাতীয় দলে ও অনূর্ধ্ব-২৩ দলে খেলেছে। তাই ফিটনেস ও কম্বিনেশনের দিক থেকে আমরা ভালো অবস্থানে আছি। ম্যাচটি কঠিন হবে, তবে একটাই ফাইনাল, জিততেই হবে। সেই মানসিকতা নিয়ে খেলতে নামব।’’
আরও পড়ুন
অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেলেন আর্নল্ড |
![]() |
বসুন্ধরা কিংসের আর্জেন্টাইন কোচ মারিও গোমেজ জয়ের ব্যাপারে আশাবাদী।
‘‘প্রস্তুতি ভালো। কোনও সমস্যা নাই, কেননা আমাদের ছেলেরা জাতীয় দলে খেলার মধ্যে ছিল। রবিবার থেকে সবাইকে নিয়ে অনুশীলন করেছি। শুক্রবারের ম্যাচের জন্য প্রস্তুত।’’
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ইউরোপ শ্রেষ্ঠত্যের মঞ্চে ১৫বার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। এই প্রতিযোগিতায় শিরোপা ছাড়াও আরও অনেক রেকর্ডই রিয়ালের দখলে।
২০২৫-২৬ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে গতকাল মার্শেইয়ের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে আরও একটি পরিসংখ্যানে শীর্ষে ওঠে এসেছে লস ব্লাঙ্কোসরা। কিলিয়ান এমবাপের জোড়া পেনাল্টিতে এই প্রতিযোগিতায় স্পট কিক থেকে সবচেয়ে বেশি গোল করা ক্লাব এখন রিয়াল মাদ্রিদ।
আরও পড়ুন
অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেলেন আর্নল্ড |
![]() |
ফরাসি ক্লাব মার্শেইয়ের বিপক্ষে তাদের দুটি গোলই আসে স্পট কিক থেকে। আর তাতে বায়ার্ন মিউনিখকে টপকে চ্যাম্পিয়ন্স লিগে পেনাল্টি থেকে ৬৩ গোল করে সবার ওপরে ওঠে এলো রিয়াল।
স্পট কিক থেকে ৬২ গোল করে এতদিন এ তালিকায় সবার ওপরে ছিল জার্মান জায়ান্ট বায়ার্ন। চ্যাম্পিয়ন্স লিগে পেনাল্টি থেকে ৫৬ গোল করে তিনে আছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনা।
আরও পড়ুন
ইসরায়েল খেললে ২০২৬ বিশ্বকাপ বয়কটের হুমকি স্পেনের |
![]() |
অবশ্য সবচেয়ে বেশি পেনাল্টি থেকে গোল করা রিয়াল চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ম্যাচও খেলেছে। এখন পর্যন্ত তারা ৩০ বার এই প্রতিযোগিতায় অংশ নিয়ে, খেলেছে মোট ৩৩৪টি ম্যাচ।
মার্শেইকে হারিয়ে এই প্রতিযোগিতায় ২০০তম জয়ের মাইলফলক স্পর্শ করেছে রিয়াল। ১৯৯২-৯৩ মৌসুম থেকে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান সংস্করণ শুরু হওয়ার পর রিয়ালই প্রথম ক্লাব যারা এই অনন্য কীর্তি অর্জন করল। এছাড়া, এই ম্যাচে এমবাপ্পের জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগে ৭০০ গোলের মাইলফলকেও ছুঁয়েছে রিয়াল।
নতুন মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। মার্শেইয়ের বিপক্ষে গতকাল ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জয় পাওয়া ম্যাচে চোট পান রিয়ালের রাইট-ব্যাক ট্রেন্ট আলেজ্যান্ডার আর্নল্ড। রিয়ালের ইংলিশ এই ফুটবলারের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব।
এক বিবৃতিতে রিয়াল তাদের অফিশিয়াল সাইটে লিখেছে, ‘আজ রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম আমাদের খেলোয়াড় ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের উপর যে সকল পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে, তাতে তার বাঁ পায়ের 'বাইসেপস ফেমোরিস' মাংসপেশিতে চোট ধরা পড়েছে। তার সেরে ওঠার প্রক্রিয়া পর্যবেক্ষণে রাখা হবে।’
সান্তিয়াগো বার্নাবুতে খেলা শুরুর ৫ মিনিটেই ছাড়েন ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার আর্নল্ড। বদলি নামেন দানি কার্ভাহাল। অবশ্য হ্যামস্ট্রিংয়ের চোটে কত দিনের জন্য ছিটকে পড়েছেন আর্নল্ড সেটা নিশ্চিত করেনি রিয়াল। তবে ধারণ করা হচ্ছে কমপক্ষে ছয় থেকে আট সপ্তাহ এই ফুল-ব্যাককে মাঠে পাবে না লস ব্লাঙ্কোসরা।
আর্নল্ডের চোট রিয়ালের জন্য বড় মাথাব্যথার কারণ হতে পারে। চলতি মাসসহ আগামী মাসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে রিয়ালের। চলতি মাসের শেষ দিকেই আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে জাবি আলোনসোর দল। ছয় সপ্তাহের জন্য ছিটকে পড়লে ২৬ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতেও অনিশ্চিত থাকবেন আর্নল্ড।
সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো নভেম্বরের শুরুতে মাঠে ফিরতে পারেন আর্নল্ড। মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখায় রিয়ালের পরবর্তী তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে নিষিদ্ধ থাকতে পারেন আর্নল্ডের পজিশনের খেলা দানি কার্ভাহাল। তাতে আগামী ২৩ অক্টোবর জুভেন্টাসের বিপক্ষে ম্যাচে একাদশ নির্বাচন নিয়ে ঝামেলায় পড়তে পারেন রিয়াল কোচ।