গত মৌসুমের পরই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল, আসছে মৌসুমে হান্সি ফ্লিকের পরিকল্পনায় জায়গা হবে না আনসু ফাতির। শেষ পর্যন্ত সেটাই হল। ২০২৫-২৬ মৌসুমের জন্য ধারে ফরাসি ক্লাব মোনাকোতে যোগ দিয়েছেন তরুণ এই ফরোয়ার্ড।
মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। সাথে এটাও জানানো হয়েছে, ২২ বছর বয়সী এই ফুটবলারের চুক্তির মেয়াদ ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত নবায়ন করা হয়েছে।
ইএসপিএন তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ফাতি ফ্রেঞ্চ লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণের সম্ভাবনায় মোনাকোকে বেঁছে নিয়েছেন। গত মৌসুমে বার্সেলোনায় খুব অল্প সময় খেলার সুযোগ পেয়েছেন তিনি। আর তাই ক্যারিয়ার নতুন করে গড়ার লক্ষ্য নিয়ে এগোতে চান নতুন থিকানায়া।
আরও পড়ুন
আলজেরিয়ায় স্টেডিয়ামে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ |
![]() |
ফ্লিকের কোচিংয়ে ফিট থাকার পরও ফাতি গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ১১টি ম্যাচ খেলার সুযোগ পান। এর মধ্যে মধ্যে মাত্র তিন ম্যাচে ছিলেন শুরুর একাদশে। গোটা মৌসুমে মাঠে ছিলেন মোটে ২৯৭ মিনিট।
অথচ ২০১৯ সালে অমিত প্রতিভা নিয়ে মাত্র ১৬ বছর বয়সে বার্সেলোনার জার্সিতে আলোড়ন সৃষ্টি করে অভিষেক হয় ফাতির। মাত্র ১৭ বছর ৪০ দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগে গোল করে তিনি হয়ে যান টুর্নামেন্টের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা।
তবে পরবর্তী কয়েক বছর চোটের কারণে থেমে যায় তার অগ্রগতি। ২০২৩ সালে তিনি ধারে নাম লেখান ব্রাইটনে। তবে সেখানেও সেভাবে আলো ছড়াতে পারেননি। ২৭ ম্যাচে গোল করেন চারটি।
এরপর গত গ্রীষ্মে বার্সেলোনায় ফিরলেও পারেননি ফ্লিকের মন জয় করতে। কাতালান ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১২৩ ম্যাচে ২৯টি গোল করেছেন ফাতি। আর স্পেনের জাতীয় দলের হয়ে খেলেছেন ১০টি ম্যাচ, করেছেন দুই গোল। ২০২৩ সালের পর আর জাতীয় দলে ডাক পাননি ফাতি।
২ জুলাই ২০২৫, ৯:৩৭ পিএম
২ জুলাই ২০২৫, ৯:০৫ পিএম
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পর্তুগাল ফরোয়ার্ড দিয়াগো জতা ও তার ভাই আন্দ্রে। দুজনের এমন অকাল মৃত্যুতে শোক নেমেছে পুরো ফুটবল দুনিয়ায়। সতীর্থ থেকে কোচ, প্রতিপক্ষ খেলোয়াড় কিংবা ক্লাব সবাইকেই ছুঁয়ে গেছে জতার মৃত্যু। সামাজিক যোগোযোগ মাধ্যমে অনেকেই জতাকে নিয়ে দিয়েছেন আবেগি পোস্ট।
যেই তালিকায় আছেন জতার লম্বা সময়ের পর্তুগিজ সতীর্থ ক্রিস্তিয়ানো রোনালদো। সামাজিক যোগোযোগ মাধ্যমে জতার ছবি দিয়ে রোনালদো লিখেছেন,
“অবিশ্বাস্য লাগছে! এইতো সেদিনই তো তুমি জাতীয় দলের জার্সি গায়ে খেললে, দিন কয়েক আগে বিয়ে করলে, তোমার পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আমি জানি তুমি সবসময় তাদের সাথে থাকবে। শান্তিতে থাকো, জতা ও আন্দ্রে। আমরা তোমাকে মিস করব!”
২০২০ সালে ইয়ুর্গেন ক্লপের অধীনে লিভারপুলে যোগ দেন জতা। তার এমন মৃত্যু শোকাহত ক্লপও,
“জতা এবং তার ভাই আন্দ্রের মৃত্যুর খবর শুনে আমি শোকাহত। সে কেবল একজন দুর্দান্ত খেলোয়াড়ই ছিলেন না, একজন দুর্দান্ত বন্ধু, একজন স্নেহশীল এবং যত্নশীল স্বামী এবং বাবাও ছিলেন! আমরা তাকে অনেক মিস করব! বাচ্চারা, পরিবার, বন্ধুবান্ধব এবং তাদের যারা ভালোবাসতেন তাদের সকলের জন্য আমার প্রার্থনা, শান্তিতে বিশ্রাম নিন।”
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে লিভারপুলও। এছাড়াও রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনোইটেড, ম্যানচেস্টার সিটি সহ প্রায় সব ক্লাবই জতার মৃত্যুতে জানিয়েছে সমবেদনা।
২২ জুন বিয়ে করেন শৈশবের প্রেমিকাকে। তাদের কোল জুড়ে রয়েছে তিনটে ফুটফুটে সন্তানও। বিয়ের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়োগো জতা পোস্ট করেন মাত্র দিন পাঁচেক আগে। পাঁচ দিন পর আজ তিনি নিজেই হয়ে রইলেন ছবি। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জতা।
বুধবার রাত থেকেই অনেক ইউরোপিয়ান সংবাদ মাধ্যমে চাওর হয় জতার দুর্ঘটনার খবর। দুর্ঘটনাটি ঘটে স্পেনের জামোরা প্রদেশের এ–৫২ মহাসড়কে। ২৮ বছর বয়সী পর্তুগিজ ফুটবলার তাঁর ভাই আন্দ্রেকে নিয়ে ল্যম্বরগিনি চালাচ্ছিলেন। অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে।
দুর্ঘটনায় জতার ভাই আন্দ্রে সিলভাও মারা যান। যিনি নিজেও একজন ফুটবলার ছিলেন। পর্তুগালের ২য় বিভাগের ক্লাব পেনাফিয়েলে খেলতেন ২৬ বছর বয়সী সিলভা। দুই ভাইয়ের এই মর্মান্তিক মৃত্যুতে শোকে আচ্ছন্ন গোটা ফুটবল দুনিয়া।
২০১৯ এ আরেক স্প্যানিশ ফুটবলার হোসে আন্তেনিও রেয়েসও একইভাবে ওভারস্পিডের কারণে গাড়ি দুর্ঘটনায় মারা যান। যেখানেও তার সঙ্গে তার এক ভাই নিহত হন। আবারও স্পেনেই আরো এক ফুটবলারের গাড়ি দুর্ঘনায় মৃত্যুর সাক্ষী হলো বিশ্ব।
দিয়োগো জতা বিয়ের পিড়িতে বসেছিলেন দারুণ এক সময়েই। মে মাসে লিভারপুলের হয়ে জিতলেন প্রিমিয়ার লিগ। এই মৌসুমে ৬ টি গোলও ছিল তার। পর্তুগালের হয়ে জিতলেন নেশনস লিগও। এর পরেই বিয়ের পিড়িতে। জীবনের এত মধুর সময় পার করা জতা মিলিয়ে গেলেন হঠাৎই।
২০১৪ সালে পর্তুগালের ক্লাব পাকোস দে ফেরেইরায় পেশাদার ক্যারিয়ার শুরু করেন জতা। দুই বছর পর লা লিগার ক্লাব আতলেতিকো মাদ্রিদে যোগ দিলেও ক্লাবটির হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। ধারে খেলেছেন পোর্তো ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডার্সে। ২০১৮ সালে ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটনে যোগ দিয়ে দুই বছর কাটিয়ে যোগ দেন লিভারপুলে। ২০১৭–১৮ মৌসুমে উলভারহ্যাম্পটনের হয়ে জেতেন লিগ কাপ। লিভারপুলের হয়ে গত মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের সঙ্গে জেতেন ২১–২২ মৌসুমের এফএ কাপও। পর্তুগালের হয়ে নেশনস লিগ জিতেছেন দুবার ২০১৯ সালে এবং গেল জুনে।
ক্লাব ফুটবলে ৩০২ ম্যাচে ১০২টি গোল ও ৪৮ টি অ্যাসিস্ট জতার। প্রিমিয়ার লিগে ১৯০ ম্যাচ খেলে করেছেন ৬৩ টি গোল ও ২৪ অ্যাসিস্ট। পর্তুগালের হয়ে ছিলেন ৫০ ম্যাচ খেলার দ্বারপ্রান্তে। ৪৯ ম্যাচ খেলে গোল করেন ১৪টি ও অ্যাসিস্টে অবদান ছিল তাঁর ১২ বার।
ফুটবলের ক্যারিয়ারটা তাঁর এখানেই সীমাবদ্ধ থাকলো। ক্লাবের জার্সি কিংবা পর্তুগালের হয়ে আর কোন ম্যাচে খেলা হবে না তার। ম্যাচ গোল আর অ্যাসিস্টের সংখ্যাগুলো আর বদলাবে না। তবে লিভারপুল যেমন সবসময় বলে থাকে ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’। ঠিক সেভাবে আপনাকেও আজ সবাই বলবে, ‘দিয়োগো জতা, ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’।
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জতা। বুধবার রাতে স্পেনের জামোরা শহরে একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান পর্তুগিজ এই ফুটবলার।
স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, স্পেনের জামোরা শহরে ঘটে এই দুর্ঘটনা। ট্রাফিক কন্ট্রোল রুম খবর পায় জামোরায় একটি গাড়ি দুঘটনা ঘটেছে। এরপরই জানা যায় সেখানে ফুটবলার দিয়োগো জতা ও তাঁর ভাই নিহত হয়েছেন।
বিস্তারিত আসছে…
গত মৌসুম শেষ না হতেই জোর গুঞ্জন ছিল বার্সেলোনার আগ্রহ নিয়ে। তবে শুরুতেই লুইস দিয়াজের ক্লাব ছাড়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে লিভারপুল। তারকা এই উইঙ্গারের দিকে এরপর নজর ছিল বায়ার্ন মিউনিখের। তবে ইএসপিএন একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, জার্মান ক্লাবের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
গত মৌসুমে লিভারপুলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন দিয়াজ। সব প্রতিযোগিতা মিলিয়ে এই কলম্বিয়ান উইঙ্গার ১৭টি গোল করে লিভারপুলের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। স্বাভাবিকভাবেই তাকে দলে টানার দিকে আগ্রহী হয় ইউরোপের শীর্ষ ক্লাবগুলো।
লিভারপুলে দিয়াজের বর্তমান চুক্তির মেয়াদ আরও দুই বছর বাকি রয়েছে। ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি দিয়াজকে নেওয়ার জন্য বায়ার্ন মিউনিখের ক্রীড়া পরিচালক ম্যাক্স এবার্ল লিভারপুলের সাথে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেন। আর তখনই তাকে জানিয়ে দেওয়া হয় যে, লিভারপুল তাকে নিয়ে কোনো দলবদলের আলোচনায় যেতে রাজি নয়।
২০২২ সালের জানুয়ারিতে পর্তুগিজ ক্লাব পোর্তো থেকে লিভারপুলে যোগ দেন দিয়াজ। প্রাথমিকভাবে ট্রান্সফার ফি ছিল ৩৭.৫ মিলিয়ন পাউন্ড, যা বিভিন্ন শর্ত পূরণ সাপেক্ষে বোনাস মিলিয়ে ৫০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত গড়াতে পারে।
এখন পর্যন্ত লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪৮টি ম্যাচ খেলেছেন দিয়াজ। নামের পাশে রয়েছে ৪১টি ও ২৩টি অ্যাসিস্ট। প্রিমিয়ার লিগ ছাড়াও জিতেছেন এফএ কাপ ও দুটি লিগ কাপ।
বুধবার মরক্কোর রাজধানী রাবাতে অবস্থিত রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন পরিদর্শন করেছেন মাননীয় যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এই সময় ফেডারেশনের সেক্রেটারি জেনারেল জনাব তারিক নাজেম ও ডিরেক্টর জনাব হাসান খারবোশ তাঁকে স্বাগত জানান এবং ফেডারেশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। সেখানে মরোক্কান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদশে কোচ, ফুটবলার, রেফারি তৈরিতে সাহায্য করত আগ্রহের কথা জানানো হয়েছে।
আলোচনা চলাকালে ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তাসহ সার্বিক সহযোগিতার প্রস্তাব দেওয়া হয় মরক্কোর পক্ষ থেকে। তারা ফুটবল ‘ইকোসিস্টেমে’ নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছে, যা দিয়ে তারা বিশ্ব ফুটবলে এখন নিজেদের অবস্থান তৈরি করতে সমর্থ হয়েছে।
বলার অপেক্ষা রাখে না, দেশটির ফুটবল ফেডারেশনের এই প্রস্তাব বাংলাদেশ ফুটবলের জন্য দারুণ এক আশার সঞ্চার হতে পারে। ২০২২ সালে কাতার বিশ্বকাপে চমকের পর চমক জাগিয়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে জায়গা করে নেয় সেমিফাইনালে। সেই পথচলায় বিদায় করে হারায় স্পেন-পর্তুগালের মত দুই পরাশক্তিকে।
আর মরক্কোর সেই দলটিতে ছিলেন বেশ কয়েকজন বিদেশী লিগে খেলা ফুটবলার, যারা দুটি দেশের নাগরিকত্ব থাকলেও শেষ পর্যন্ত জাতীয় দলে খেলার জন্য বেঁছে নেন মরক্কোকে। এই তালিকায় এখন পর্যন্ত উল্লেখযোগ্য নাম পিএসজির আশরাফ হাকিমি, রিয়াল মাদ্রিদের ব্রাহিম দিয়াজের মত খেলোয়াড়রা। বাংলাদেশ দলেও এই বছর শুরু হয়েছে সেই ধারা। এরই মধ্যে জাতীয় দলে খেলে ফেলেছেন ইংলিশ ফুটবলের হামজা চৌধুরী, ইতালিয়ান লিগে খেলা ফাহমিদুল ইসলাম, কানাডিয়ান লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন সামিত শোম।
পরিদর্শনের সময় মাননীয় উপদেষ্টাকে ফেডারেশনের ফুটবল কমপ্লেক্সের বিভিন্ন অবকাঠামো—প্রশিক্ষণ মাঠ, আধুনিক মেডিকেল ও রিহ্যাবিলিটেশন সেন্টার, ফিটনেস ইউনিটসহ অন্যান্য ক্রীড়া সুবিধাসমূহ ঘুরিয়ে দেখানো হয়। এসময় কর্মকর্তারা মরক্কোর ফুটবলের কাঠামো, খেলোয়াড় উন্নয়ন এবং ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
মরোক্কান ফুটবল ফেডারেশনের আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ মরক্কোর জাতীয় দলের সাম্প্রতিক অর্জন, বিশেষ করে সর্বশেষ ফিফা বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে মরক্কো জাতীয় দলের বিপুলসংখ্যক অনুরাগী রয়েছে।
এই প্রেক্ষাপটে তিনি দুই দেশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের প্রস্তাব করেন, যা ক্রীড়াক্ষেত্রে দুই দেশের পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে। এছাড়াও, আন্তর্জাতিক মানের একটি ফুটবল ইকোসিস্টেম গড়ে তুলতে মরোক্কোর পরামর্শ, দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা বিনিময়ের উপরও গুরুত্বা দেন উপদেষ্টা।
এই আলোচনায় উভয় পক্ষই আশা প্রকাশ করেন, যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মরক্কোর মধ্যে ফুটবল উন্নয়ন ও ক্রীড়াবিষয়ক সহযোগিতার একটি কার্যকর ও টেকসই ভিত্তি গড়ে উঠবে।