৯ নভেম্বর ২০২৪, ৯:০৮ পিএম
ওসাসুনার বিপক্ষে প্রথমার্ধটা রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য কাটল অম্লমধুর এক অভিজ্ঞতার মধ্য দিয়ে। এক দিকে গোল করছে দল, আর অন্যদিকে একের পর এক চোটে মাঠ ছাড়তে বাধ্য হচ্ছেন গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা। তাতে শক্তি অনেকটাই কমে গেলেও বিরতির পরও দাপুটে ফুটবলই খেলল কার্লো আনচেলত্তির দল। হ্যাটট্রিক করলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তাতে শেষ দুই ম্যাচে বিশাল দুটি পরাজয়ের পর রিয়াল পেল স্বস্তির এক জয়।
লা লিগার শনিবাররে ম্যাচে রিয়াল জিতেছে ৪-০ গোলে। ভিনিসিয়ুস বাদে জালের দেখা পেয়েছেন মিডফিল্ডার জুড বেলিংহাম। এর মধ্য দিয়ে ঘরের মাঠে শেষ দুই ম্যাচে বার্সেলোনা ও এসি মিলানের কাছে শেষ দুই ম্যাচে যথাক্রমে ৪-০ ও ৩-১ ব্যবধানে হারের ধাক্কা কিছুটা হলেও কাটিয়ে উঠেছে স্প্যানিশ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
আরও পড়ুন
রিয়ালের রেকর্ড নাকি বার্সার চমক? |
![]() |
পুরো ম্যাচেই বজায় ছিল একতরফা আধিপাত্য। ম্যাচে গোলের জন্য ১৮টি শট নিয়ে আনচেলত্তির দল লক্ষ্যে রাখতে পারে ৮টি। বিপরীতে গোলের জন্য ওসাসুনা নিতে পারে মাত্র দুটি শট, সেগুলোও থাকেনি লক্ষ্যে।
এই মৌসুমে রিয়ালে যোগ দেওয়া কিলিয়ান এমবাপে কয়েক ম্যাচ ধরেই আছেন নিজের ছায়া হয়ে। এই ম্যাচেও তার ব্যতিক্রম দেখা যায়নি। ১৩তম মিনিটে ম্যাচের প্রথম বলার মত আক্রমণ শানিয়েছিলেন তিনিই। তবে ফরাসি তারকার বক্সের ভেতর থেকে নেওয়া শট ব্লক করে দেন ওসাসুনার এক ডিফেন্ডার।
সাত মিনিট পর রিয়ালকে চিন্তায় ফেলে মুখ ঢেকে চোট পেয়ে মাঠ ছাড়েন উইঙ্গার রদ্রিগো। ৩০তম মিনিটে ফের চোটের হানা। এবার হাঁটুতে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় ডিফেন্ডার এদের মিলিতাওকে। এর চার মিনিট পর লিড পায় মাদ্রিদের ক্লাবটি। বক্সের ভেতর বেলিংহামের পাস থেকে ডান পায়ের শটে বাঁদিক থেকে ঠিকানা খুঁজে নেন ভিনিসিয়ুস।
আরও পড়ুন
আনচেলত্তির ‘ভয়ে’ রিয়ালের ট্রেনিং-এ যাচ্ছেন না ক্রুস |
![]() |
৪২তম মিনিটে ব্যবধান বাড়ান বেলিংহাম। অভিষিক্ত রাউল আসেনসিওর কাছ থেকে বক্সের মাঝামাঝি জায়গা থেকে বল জালে পাঠিয়ে উল্লাসে মেতে ওঠেন ইংলিশ তারকা। এই মৌসুমে এটি তার প্রথম গোল। বিরতির পর চোটের শিকার ডিফেন্ডার লুকাস ভাসকেসের বদলি হিসেবে নামেন মিডফিল্ডার লুকা মদ্রিচ।
৬১তম মিনিটে দ্রুততার সাথে পাল্টা আক্রমণে ওসাসুনাকে চমকে দেয় রিয়াল। গোলরক্ষক আন্দ্রি লুনিনের লম্বা করে বাড়ানো বল পেয়ে এগিয়ে যান ভিনিসিয়ুস। গতিতে ডিফেন্ডারদের পেছনে ফেলে ছয় গজ থেকে নেওয়া শটে স্কোরলাইন ৪-০ করে ফেলেন ব্যালন ডি’অরের এবারের রানার্সআপ। এই মৌসুমে লা লিগায় ১২ ম্যাচে ৮ গোল করেছেন ভিনিসিয়ুস।
আট মিনিট পর ফের ওসাসুনার জালে বল। আরও একবার গোলদাতা সেই ভিনিসিয়ুস। অ্যাসিস্ট করেন মরোক্কান অ্যাটাকিং মিডফিল্ডার ব্রাহিম দিয়াস।
বাকি সময়ে আরও কিছু আক্রমণ শানালেও ব্যবধান আর বাড়াতে পারেনি রিয়াল।
আরও পড়ুন
‘ভিনিসিয়ুসের উদযাপনে বিব্রত রিয়ালের সমর্থকরাও’ |
![]() |
এই জয়ের মাধ্যমে লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনার সাথে ব্যবধান কমিয়ে এনেছে ভিনিসিয়ুস-এমবাপেরা। ১২ ম্যাচে রিয়ালের পয়েন্ট ২৭, আর শীর্ষে থাকা বার্সেলোনার ৩৩।
৮ জুলাই ২০২৫, ৬:১১ পিএম
সব ঠিক থাকলে একদিন আগে নতুন মৌসুমের প্রস্তুতি শুরু হত, যেখানে যোগ দিতেন দিয়াগো জতা। তবে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় পর্তুগাল উইঙ্গারের মৃত্যুর কারণে ভেস্তে যায় লিভারপুলের পরিকল্পনা। মঙ্গলবার শোকাবহ আবহেই অনুশীলনে ফিরেছেন লিভারপুলের খেলোয়াড়রা।
জতা ও তার ভাই আন্দ্রে সিলভা গত বৃহস্পতিবার ভোরে স্পেনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। ধারণা করা হচ্ছে, লিভারপুলের প্রাক-মৌসুমের ক্যাম্পে যোগ দিতেই দুই ভাই মিলে গাড়ি চালিয়ে যুক্তরাজ্যে যাওয়ার ফেরি ধরতে যাচ্ছিলেন। তবে মাঝপথে তাদের ল্যাম্বরগিনি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে যায় এবং সেখানে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই নিহত হন দুই ভাই।
লিভারপুল স্কোয়াডের কয়েকজন খেলোয়াড়ের গত শুক্রবার থেকেই অনুশীলন শুরুর কথা ছিল। তবে জতার মৃত্যুর পর লিভারপুল সাথে সাথে সব অনুশীলনের পরিকল্পনা স্থগিত করে। এরপর গত শনিবার পর্তুগালে জতার অন্ত্যেষ্টিক্রিয়া লিভারপুল কোচ আর্নে স্লটসহ দলের অনেক খেলোয়াড়ই হাজির হন।
মঙ্গলবার দিনের শুরুতে লিভারপুলের খেলোয়াড়রা ক্লাবের ট্রেনিং সেন্টারে উপস্থিত হন। সেখানে ক্লাবটির অ্যান্থেম ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’ লেখা সংবলিত ফুলের তোড়া সহ জতার প্রতি শ্রদ্ধা জানিয়ে নানা আয়োজন করা হয়। গত কয়েক দিনে লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে হাজার হাজার ফুল ও বার্তা রেখে জতা ও তার ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানান ক্লাবটির সমর্থকরা।
নতুন মৌসুমকে সামনে রেখে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের প্রথম প্রস্তুতি ম্যাচ আগামী ১৩ জুলাই, প্রেস্টন নর্থ এন্ডের বিপক্ষে। তবে জতার প্রয়াণের পর এই ম্যাচটি নির্ধারিত দিনে অনুষ্ঠিত হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।
ক্লাব বিশ্বকাপ শুরুর আগেই স্পেনের দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ জানিয়েছিল দাবিটি। এই টুর্নামেন্টে শেষ চার বা এরপর যেতে পারলে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচ পিছিয়ে দেওয়ার দাবি ছিল দল দুটির। আতলেতিকো বাদ পড়লেও শেষ চারে চলে যাওয়া রিয়াল এবার আনুষ্ঠানিকভাবে লা লিগার প্রথম ম্যাচটি পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে, একাধিক সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করেছে ইএসপিএন।
পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী নতুন মৌসুমে আগামী ১৯ আগস্ট সান্তিয়াগো বার্নাবেউয়ে ওসাসুনার বিপক্ষে লি লিগায় প্রথম ম্যাচ খেলার কথা রিয়ালের। ফলে আগামী বুধবার ক্লাব বিশ্বকাপের সেমিফানালে পিএসজির সাথে খেলতে যাওয়া জবি আলোনসোর দলের জন্য এই টুর্নামেন্ট শেষে নির্ধারিত ছয় সপ্তাহের বিশ্রাম ও প্রস্তুতির সময় পাবে না।
ফলে সেটা বাঁধা হয়ে দাঁড়াচ্ছে ক্লাব বিশ্বকাপ শুরুর আগে রিয়াল ও আতলেতিকোর সাথে স্প্যানিশ ফুটবল খেলোয়াড়দের ইউনিয়ন, লা লিগার মধ্যকার চুক্তি, যেখানে খেলোয়াড়দের জন্য তিন সপ্তাহের বিশ্রাম এবং অন্তত তিন সপ্তাহের প্রাক-মৌসুম প্রস্তুতির সময় থাকা আবশ্যক রাখা হয়েছিল।
তবে চলমান ক্লাব বিশ্বকাপের সূচির কারণে লা লিগার জন্য এই শর্ত ধরে রাখাটা সমস্যার কারণ হতে যাচ্ছে। লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস এই বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, এই সময়ে ক্লাব বিশ্বকাপ যাতে আর না হয় আগামীতে, তিনি সেটা নিশ্চিত করতে লড়াই করবেন।
অন্যদিকে ১৯ আগস্টের ম্যাচটিকে সামনে রেখে খেলোয়াড়দের স্বার্থ রক্ষায় কাজ করা স্প্যানিশ ফুটবল ইউনিয়ন গত সোমবার একটি চিঠি পাঠিয়েছে স্পেনের ফুটবল ফেডারেশন, লা লিগা, রিয়াল ও ওসাসুনাকে। সেখানে সব পক্ষকে তারা খেলোয়াড়দের বিশ্রাম ও পর্যাপ্ত প্রস্তুতির গুরুত্ব স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষায় সঠিক পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছে।
ইউরোপে ১৮ বছরের দীর্ঘ এক ক্যারিয়ারের ইতি টেনে আনহেল দি মারিয়া ফিরেছেন শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালে, যেখানে শুরু হয়েছিল তার পেশাদার ফুটবলার হওয়ার যাত্রা। অনেকবারই বলেছেন, চেনা ঠিকানায় ফেরাটাই তার স্বপ্ন। তার প্রিয় বন্ধু লিওনেল মেসিও কি তাকে অনুসরণ করবেন? আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা দি মারিয়া অকপটে বলেছেন, মেসিও তার শৈশবের ক্লাবে ফিরলে সেটা তিনি স্বাগতই জানাবেন।
উল্লেখ্য, মেসির ভবিষ্যৎ নিয়ে এখনো স্পষ্ট কোনো কিছুই জানা যায়নি। মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে তার চুক্তি ২০২৫ সালের শেষ পর্যন্ত। ক্লাবের পক্ষ থেকে চুক্তি নবায়নের জোর চেষ্টার মধ্যেই সম্প্রতি গুঞ্জন বাতাসে ভাসছে, সৌদি ক্লাব আল আহলি সাবেক বার্সা তারকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। দি মারিয়ার আর্জেন্টিনায় প্রত্যাবর্তনের সময় মেসিরও শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে ফেরার সম্ভাবনা নিয়ে হচ্ছে ফিসফাস।
আরও পড়ুন
ইউরোপীয় দল নয় নেপালের সাথে হামজাদের ম্যাচ |
![]() |
রোসারিও সেন্ট্রালে আনুষ্ঠানিক চুক্তির পর সংবাদ সম্মেলনে মেসির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নে দি মারিয়া জানিয়েছেন তার অবস্থান।
“এটা একান্তই তার (মেসির) ব্যক্তিগত সিদ্ধান্ত। সবাই নিজের ও পরিবারের জন্য সেরা সিদ্ধান্তটাই নেয়। যদি তার (মেসির) সামনে সুযোগ থাকে নিজের স্বপ্ন পূরণ করার, তাহলে আমি তাকে স্বাগত জানাব। সে আমার বন্ধু, আমি তাকে অনেক ভালোবাসি।”
এই মৌসুম থেকে দি মারিয়া খেলবেন রোসারিও সেন্ট্রালে, যাদের ডার্বি প্রতিদ্বন্দ্বী মেসির সাবেক ক্লাব ওল্ড বয়েজ। ফলে আগামীতে যদি আর্জেন্টিনা অধিনায়কও ফেরেন পুরনো ঠিকানায়, তাহলে ঐতিহাসিক রোসারিও ডার্বিতে মুখোমুখি হতে পারেন দুই বন্ধু।
তবে আপাতত আলোচনায় দি মারিয়ার রোসারিও সেন্ট্রালে ফেরাটা আর্জেন্টাইন ফুটবলের এক আবেগঘন মুহূর্ত হয়ে উঠেছে। মাঠের বাইরের বিষয়ও এখানে যুক্ত রয়েছে। কারণ, আর্জেন্টিনায় ফেরাকে কেন্দ্র করে দি মারিয়া ও তার পরিবারকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। তবে সেসব পাশ কাটিয়ে, বেতন কমিয়েই ফিরেছেন তিনি।
আরও পড়ুন
ইউরোপীয় দল নয় নেপালের সাথে হামজাদের ম্যাচ |
![]() |
দি মারিয়ার এই সিদ্ধান্তে অন্যদের মত খুশি হয়েছেন মেসিও, জানিয়েছেন দি মারিয়া।
“আমি মেসি সহ আরও অনেকের সাথেই কথা বলেছি। (মেসি) একটু সময় নিয়ে পরদিন টেক্সট দিয়েছে। সে আমাকে অভিনন্দন জানিয়েছে। বলেছে, আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি এজন্য সে খুব খুশি।”
চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ‘অশোভন আচরণ’ করার দায়ে বহাল রইল আন্টোনিও রুডিগার, কিলিয়ান এমবাপে ও দানি সেবায়োসের শাস্তি। মঙ্গলবার এর বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের করা আপিল খারিজ করে দিয়েছে ইউয়েফা।
ফলে রিয়ালের এই তিন খেলোয়াড়কে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থার দেওয়া আর্থিক জরিমানা দিতে হবে। আর শর্তসাপেক্ষ কার্যকর হবে তাদের দুজনের নিষেধাজ্ঞাও।
আরও পড়ুন
মায়ামিতে মেসির সঙ্গী হচ্ছেন দি পল? |
![]() |
ডিফেন্ডার রুডিগারকে ৪০ হাজার ইউরো, ফরোয়ার্ড এমবাপেকে ৩০ হাজার ইউরো আর মিডফিল্ডার সেবায়োসকে ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। আর এমবাপে ও রুডিগারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে, তবে তা এখনই কার্যকর হবে না। ভবিষ্যতে এই দুজন একই ধরনের অপরাধ আবার করলে তখন এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-তে আতলেতিকোর বিপক্ষে পেনাল্টি শুটআউট জয় উদযাপনের সময় প্রতিপক্ষকে উদ্দেশ্য করে ভিন্ন ভিন্ন অঙ্গভঙ্গি করেন এমবাপে, রুডিগার ও সেবায়োসরা। আতলেতিকো বিষয়টি নিয়ে অভিযোগ জানায় ইউয়েফার কাছে।
এরপর ইউয়েফার কন্ট্রোল এথিকস অ্যান্ড ডিসিপ্লিনারি বডি গত ৪ এপ্রিল এই তিনজনের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করে, যা আবার রিয়াল সাথে সাথেই চ্যালেঞ্জ করে। কিন্তু ইউয়ফেয়ার আপিল কমিটি জানিয়েছে, শাস্তি বাতিল করা যায় এমন কোনো যুক্তিসঙ্গত কারণ তারা খুঁজে পাননি।
আরও পড়ুন
ইউরোপীয় দল নয় নেপালের সাথে হামজাদের ম্যাচ |
![]() |
ইউয়েফার যে তদন্ত করে, সেখানে ফুটেজে দেখা যায়, রুডিগার আতলেতিকোর সমর্থকদের উদ্দেশ্য করে গলা কাটার মত অঙ্গভঙ্গি করেন। অন্যদিকে ফরাসি তারকা এমবাপে ক্রটচ গ্র্যাবের মতো অশোভন ভঙ্গিতে উদযাপন করেছেন। আর সেবায়োসকে দোষী সাব্যস্ত করা হয় মাঠে উপস্থিত আতলেতিকোর সমর্থকদের উসকানি।
আসছে ডিসেম্বরে লিওনেল মেসির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ইন্টার মায়ামির। দুই পক্ষের মাঝে এরই মধ্যে নতুন চুক্তি নিয়ে চলছে আলোচনা। আর্জেন্টাইন অধিনায়ককে ধরে রাখতে মায়ামি চেষ্টার কমতি রাখছে না। বেইন স্পোর্টস, মার্কা সহ বেশ কিছু গণমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্রের ক্লাবটি নাকি মেসিকে নতুন চুক্তিতে রাজি করতে তার জাতীয় দলের সতীর্থ রদ্রিগো দি পলকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে।
যদিও দি পলকে পাওয়া মায়ামির জন্য বেশ কঠিন কাজই হবে। ২০২৬ সাল পর্যন্ত আতলেতিকো মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ আর্জেন্টাইন এই মিডফিল্ডার। তার মাঝে মেজর লিগ সকারের নিয়মের বেড়া জালে দি পলের মত তারকা ফুটবলারকে দলে টানা বেশ মুশকিল কাজই হবে মায়ামির জন্য।
আরও পড়ুন
ইউরোপীয় দল নয় নেপালের সাথে হামজাদের ম্যাচ |
![]() |
তবে আশার খবর দিচ্ছে ইএসপিএন। সংবাদমাধ্যমটির সূত্র মতে, মায়ামির মালিকানায় থাকা জর্জ মাস এরই মধ্যে মাদ্রিদে গিয়েছেন দুই পক্ষের মাঝে আলোচনা চালিয়ে নিতে। তবে আলোচনার আলোর মুখ দেখলেও মায়ামিকে মেসি, জর্ডি আলবা, লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটসদের মধ্যে যে কোনো একজনকে ছাড়তে হবে।
ইএসপিএন বলছে, সব বিবেচনায় দি পল রাজি হলে বুসকেটসের সঙ্গে নতুন চুক্তি করবে না মায়ামি। যদিও এরই মধ্যে দি পলের জন্য আতলেতিকো মাদ্রিদ নতুন চুক্তি প্রস্তুত করেছে। এছাড়া দলটির কোচ দিয়েগো সিমিওনের পরিকল্পনায় দি পল বেশ গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে যে তাকে মায়ামি পাচ্ছে না তা নিশ্চিত।
তবে ইএসপিএন বলছে মেসির সঙ্গে দি পলের সম্পর্কটাকে মায়ামি সুযোগ হিসেবে দেখছে। সেই সুযোগটাই তারা কাজে লাগাতে চাচ্ছে। তবে দি পল ছাড়াও আরও বেশ কয়েকজন ফুটবলার দলে ভেড়ানোর দিকে নজর দিচ্ছে মায়ামি।