৯ নভেম্বর ২০২৪, ৯:০৮ পিএম

ওসাসুনার বিপক্ষে প্রথমার্ধটা রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য কাটল অম্লমধুর এক অভিজ্ঞতার মধ্য দিয়ে। এক দিকে গোল করছে দল, আর অন্যদিকে একের পর এক চোটে মাঠ ছাড়তে বাধ্য হচ্ছেন গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা। তাতে শক্তি অনেকটাই কমে গেলেও বিরতির পরও দাপুটে ফুটবলই খেলল কার্লো আনচেলত্তির দল। হ্যাটট্রিক করলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তাতে শেষ দুই ম্যাচে বিশাল দুটি পরাজয়ের পর রিয়াল পেল স্বস্তির এক জয়।
লা লিগার শনিবাররে ম্যাচে রিয়াল জিতেছে ৪-০ গোলে। ভিনিসিয়ুস বাদে জালের দেখা পেয়েছেন মিডফিল্ডার জুড বেলিংহাম। এর মধ্য দিয়ে ঘরের মাঠে শেষ দুই ম্যাচে বার্সেলোনা ও এসি মিলানের কাছে শেষ দুই ম্যাচে যথাক্রমে ৪-০ ও ৩-১ ব্যবধানে হারের ধাক্কা কিছুটা হলেও কাটিয়ে উঠেছে স্প্যানিশ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
আরও পড়ুন
| রিয়ালের রেকর্ড নাকি বার্সার চমক? |
|
পুরো ম্যাচেই বজায় ছিল একতরফা আধিপাত্য। ম্যাচে গোলের জন্য ১৮টি শট নিয়ে আনচেলত্তির দল লক্ষ্যে রাখতে পারে ৮টি। বিপরীতে গোলের জন্য ওসাসুনা নিতে পারে মাত্র দুটি শট, সেগুলোও থাকেনি লক্ষ্যে।
এই মৌসুমে রিয়ালে যোগ দেওয়া কিলিয়ান এমবাপে কয়েক ম্যাচ ধরেই আছেন নিজের ছায়া হয়ে। এই ম্যাচেও তার ব্যতিক্রম দেখা যায়নি। ১৩তম মিনিটে ম্যাচের প্রথম বলার মত আক্রমণ শানিয়েছিলেন তিনিই। তবে ফরাসি তারকার বক্সের ভেতর থেকে নেওয়া শট ব্লক করে দেন ওসাসুনার এক ডিফেন্ডার।
সাত মিনিট পর রিয়ালকে চিন্তায় ফেলে মুখ ঢেকে চোট পেয়ে মাঠ ছাড়েন উইঙ্গার রদ্রিগো। ৩০তম মিনিটে ফের চোটের হানা। এবার হাঁটুতে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় ডিফেন্ডার এদের মিলিতাওকে। এর চার মিনিট পর লিড পায় মাদ্রিদের ক্লাবটি। বক্সের ভেতর বেলিংহামের পাস থেকে ডান পায়ের শটে বাঁদিক থেকে ঠিকানা খুঁজে নেন ভিনিসিয়ুস।
আরও পড়ুন
| আনচেলত্তির ‘ভয়ে’ রিয়ালের ট্রেনিং-এ যাচ্ছেন না ক্রুস |
|
৪২তম মিনিটে ব্যবধান বাড়ান বেলিংহাম। অভিষিক্ত রাউল আসেনসিওর কাছ থেকে বক্সের মাঝামাঝি জায়গা থেকে বল জালে পাঠিয়ে উল্লাসে মেতে ওঠেন ইংলিশ তারকা। এই মৌসুমে এটি তার প্রথম গোল। বিরতির পর চোটের শিকার ডিফেন্ডার লুকাস ভাসকেসের বদলি হিসেবে নামেন মিডফিল্ডার লুকা মদ্রিচ।
৬১তম মিনিটে দ্রুততার সাথে পাল্টা আক্রমণে ওসাসুনাকে চমকে দেয় রিয়াল। গোলরক্ষক আন্দ্রি লুনিনের লম্বা করে বাড়ানো বল পেয়ে এগিয়ে যান ভিনিসিয়ুস। গতিতে ডিফেন্ডারদের পেছনে ফেলে ছয় গজ থেকে নেওয়া শটে স্কোরলাইন ৪-০ করে ফেলেন ব্যালন ডি’অরের এবারের রানার্সআপ। এই মৌসুমে লা লিগায় ১২ ম্যাচে ৮ গোল করেছেন ভিনিসিয়ুস।
আট মিনিট পর ফের ওসাসুনার জালে বল। আরও একবার গোলদাতা সেই ভিনিসিয়ুস। অ্যাসিস্ট করেন মরোক্কান অ্যাটাকিং মিডফিল্ডার ব্রাহিম দিয়াস।
বাকি সময়ে আরও কিছু আক্রমণ শানালেও ব্যবধান আর বাড়াতে পারেনি রিয়াল।
আরও পড়ুন
| ‘ভিনিসিয়ুসের উদযাপনে বিব্রত রিয়ালের সমর্থকরাও’ |
|
এই জয়ের মাধ্যমে লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনার সাথে ব্যবধান কমিয়ে এনেছে ভিনিসিয়ুস-এমবাপেরা। ১২ ম্যাচে রিয়ালের পয়েন্ট ২৭, আর শীর্ষে থাকা বার্সেলোনার ৩৩।
No posts available.
৪ নভেম্বর ২০২৫, ১০:২১ পিএম
৪ নভেম্বর ২০২৫, ৯:২২ পিএম
৪ নভেম্বর ২০২৫, ৭:৩৪ পিএম

বিখ্যাত সাংবাদিক পিয়ার্স মর্গ্যানকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সাক্ষাৎকারে ‘কে সেরা’ প্রশ্ন টানা হয়। লিওনেল মেসির সঙ্গে নিজের তুলনা প্রসঙ্গে পর্তুগিজ ফরোয়ার্ড স্পষ্ট জানালেন,
‘মেসি আমার চেয়ে ভালো, এই মতের সঙ্গে আমি একমত নই। এখানে আমি বিনয়ী হতে চাই না।’
প্রায় একই সময়ে মেসি-রোনালদোর সঙ্গে তুলনা করে প্রশ্ন করা হয়েছিল নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ডকে। ম্যানচেস্টার সিটি তারকা জানালেন, ফুটবল বিশ্বের দুই তারকার রেকর্ডের ধারে কেউ যেতে পারবে না। তার মতে, মেসি-রোনালদো কিংবদন্তিতুল্য।
চলতি মৌসুমের (নভেম্বর থেকে) এখন পর্যন্ত ম্যানচেস্টার সিটি ও নরওয়ের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ২৬ গোল করেছেন হলান্ড। এ নিয়ে তার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা ৩২৭। এতসবের পরও মেসি-রোনালদোর চেয়ে অনেক পিছিয়ে তিনি।
৩৮ বছর বয়সি মেসির জাতীয় ও ক্লাবের হয়ে গোল সংখ্যা ৮৯২। ৪০ বছর বয়সী রোনালদোর ৯৫২। অর্থাৎ ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে খুব বেশি দূরে নেই দুজনই।
হলান্ডকে প্রশ্ন করা হয়, তিনি আদৌ নিজেকে দুই কিংবদন্তীর কাতারে দেখেন কিনা। উত্তরে হলান্ড বলেন,
‘আমি তাদের চেয়ে অনেক পিছিয়ে। কেউই তাদের কাছাকাছি যেতে পারবে না।’

ফুটবলে বিশেষ অবদান ও ব্রিটিশ সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ নাইট উপাধিতে ভূষিত হয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম। বার্কশায়ারে আজ রাজা তৃতীয় চার্লসের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন এই ফুটবল কিংবদন্তি।
ইংল্যান্ডের সর্বোচ্চ গর্বের উপাধি ‘নাইটহুড’। চলতি বছরের শুরুর দিকে রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উপলক্ষে প্রকাশিত সম্মাননা তালিকায় বেকহ্যামের নাম ছিল। পুরস্কার গ্রহণের পর থেকে তাঁর নামের আগে যুক্ত হয়েছে ‘স্যার’।
পুরস্কার গ্রহণের পর বেকহ্যাম বলেন,
‘আমি এর চেয়ে বেশি গর্বিত হতে পারতাম না। সবাই জানে, আমি দেশকে কতটা ভালোবাসি। সব সময়ই বলেছি, রাজপরিবার আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।’
১৯৯৬ সালে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হয় বেকহ্যামের। দেশের হয়ে মোট ১১৫ ম্যাচ খেলেছেন এই কিংবদন্তি ফুটবলার। ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত ছয় বছর ছিলেন ‘থ্রি লায়ন্স’-এর অধিনায়ক। ইংল্যান্ডের হয়ে তিনটি বিশ্বকাপ ও দুটি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি থেকে উঠে আসা বেকহ্যাম ১৯৯২ সালে প্রথম দলে সুযোগ পান। ক্লাবটির হয়ে ১১ বছর খেলার পর ২০০৩ সালে ২৫ মিলিয়ন পাউন্ডে যোগ দেন রিয়াল মাদ্রিদে। চার বছর স্পেনে খেলার পর ২০০৭ সালে যোগ দেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে। ক্লাবটিতে থাকার সময় দুই দফা ধারে খেলেছিলেন এসি মিলানে। ২০১৩ সালে প্যারিস সেন্ট জার্মেইনে খেলা শেষ করে বিদায় নেন পেশাদার ফুটবল থেকে।
বাইরেও বেকহ্যামের প্রভাব বিশাল। পূর্ব লন্ডনে জন্ম নেওয়া এই তারকা ২০১২ সালের লন্ডন অলিম্পিক আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০০৫ সাল থেকে ইউনিসেফের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ২০১৫ সালে তাঁর নামে একটি তহবিলও গঠন করা হয়।
২০২৪ সালে রাজা তৃতীয় চার্লসের শিক্ষা কর্মসূচি ও তরুণ প্রজন্মের মধ্যে প্রকৃতি সম্পর্কে সচেতনতা বাড়াতে কিংস ফাউন্ডেশনের দূত হন বেকহ্যাম। বর্তমানে ৫০ বছর বয়সী বেকহ্যাম ইংল্যান্ডের লিগ টু ক্লাব স্যালফোর্ড সিটির সহ-মালিক এবং যুক্তরাষ্ট্রের এমএলএস ক্লাব ইন্টার মায়ামির সহ-মালিক।

২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর নারীদের খেলাধুলায় নিষেধাজ্ঞা জারি করে তালেবান সরকার। নিরাপত্তাহীনতায় অনেক নারী ফুটবলার দেশান্তরী হয়েছেন। ফিফার উদ্যোগে চলতি বছর তাঁদের নিয়ে গঠিত হয়েছে শরণার্থী দল।
চলতি মাসে চার জাতির ফিফা ইউনাইটস সিরিজে প্রথম জয় পায় আফগান শরণার্থী দলটি। এই দলের খেলোয়াড় মানুজ নুরি সম্প্রতি এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ২০২১ সালে তালেবান ক্ষমতা নেওয়ার পর তিনি ‘আত্মহত্যা করতে চেয়েছিলেন’।
আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের আগে দেশটিতে চুক্তিবদ্ধ নারী ফুটবলারের সংখ্যা ছিল ২৫। তাঁদের অধিকাংশই বর্তমানে অস্ট্রেলিয়ায় বাস করছেন। শরণার্থী নারী দল গঠনে সিডনি, লন্ডনসহ বিভিন্ন দেশে প্রতিভা অন্বেষণের ক্যাম্প আয়োজন করে ফিফা। এসব ক্যাম্প থেকে বাছাই করে গঠন করা হয়েছিল ২৩ সদস্যের দল। সেখান থেকে ফিফা ইউনাইটস সিরিজে অংশ নেন ফুটবলাররা।
মরক্কোতে হওয়া ফিফা ইউনাইটসে আফগান শরণার্থী দলের হয়ে প্রথম গোল করেন নুরি। তাঁদের প্রথম আন্তর্জাতিক ম্যাচে চাদের বিপক্ষে গোলটি করেন তিনি। যদিও চাদ ও তিউনিসিয়ার কাছে হেরেছিল তারা, তবে লিবিয়ার বিপক্ষে ৭–০ গোলের বড় জয় পায় আফগান শরণার্থী দল।
তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর ১২ বছরের ঊর্ধ্ব মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করা হয়। নারীদের খেলাধুলাতেও আরোপ করা হয় নিষেধাজ্ঞা। এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে নুরি প্রশ্ন তুলেছেন আফগানিস্তানে মেয়েদের পড়াশোনা ও খেলাধুলায় নিষেধাজ্ঞার পরও দেশে থাকার বিষয়টি নিয়ে—
‘নিজেকে প্রশ্ন করেছিলাম, আমি কি এমন দেশে থাকতে চাই, যেখানে মানুষ চায় মেয়েদের পড়াশোনা, ফুটবল খেলা বা কোনো কিছুই করতে নিষেধ করুক,’
প্রশ্ন করেন তিনি।
পারিবারিক চাপ থাকা সত্ত্বেও নুরি আফগানিস্তান জাতীয় নারী ফুটবল দলে খেলেছিলেন। তবে তালেবান আবার ক্ষমতায় আসার পর তিনি ট্রফি ও মেডেলগুলো বাড়ির পেছনের উঠোনে পুঁতে রেখে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। দলের আরেক খেলোয়াড় নিলাব মোহাম্মাদি বলেন,
‘ফুটবল শুধু একটি খেলা নয়, এটা জীবন আর আশার প্রতীক।’
আফগান শরণার্থী দলকে এখনো সরকারি প্রতিনিধিত্বকারী দল হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়নি ফিফা। তবে দলের খেলোয়াড়রা সেই স্বপ্ন দেখছেন।

অবসর ভেঙে জাতীয় দলে ফেরাটা সুখকর কিছু হয়নি ভারতীয় কিংবদন্তী ফুটবলার সুনীল ছেত্রীর জন্য। দুই ম্যাচ বাকি থাকতে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে বিদায় নিয়েছে তাঁর দল। যে কারণে বাংলাদেশের বিপক্ষে ১৮ নভেম্বর নিয়মরক্ষার ম্যাচ খেলতে ছেত্রী আসবেন না। এমন খবরই প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পাওয়ার কিছু নেই ভারতের। তবে লাল সবুজের বিপক্ষে মর্যাদার লড়াইয়ে হারতে চায় না প্রতিবেশি দেশটি। সে কারণেই শক্তিশালী স্কোয়াড নিয়ে বাংলাদেশে আসার ইঙ্গিত দেন দলটির হেড কোচ খালিদ জামিল। কেননা একই সময়ে তাদের অনূর্ধ্ব-২৩ দলের খেলা রয়েছে। যে কারণে নতুন খেলোয়াড় নিয়ে বাংলাদেশের আসার সম্ভাবনাও ক্ষীণ। শেষ পর্যন্ত খালিদ জামিলের সিদ্ধান্ত কেমন হয় সেটিই দেখার অপেক্ষা।
সিদ্ধান্ত আসার অপেক্ষা সুনীল ছেত্রীর কাছ থেকেও। কেননা গত মার্চে তিনি অবসর ভেঙে দলে ফিরেছিলেন কেবল এএফসি বাছাইয়ে ভারতে সম্ভাবনার দুয়ার খুলে দিতে। সেটি হয়নি। যে কারণে ভারতীয় ফুটবলে নিজের জায়গা ছেড়ে দিতে পারেন আন্তর্জাতিক ক্যারিয়ারে ৯৫ গোল করা ছেত্রী।
ভারতীয় মিডিয়ার গুঞ্জন- নিজের জায়গায় ভবিষ্যতের জন্য ফুটবলার খোজার পক্ষে ছেত্রী। এই পরামর্শ তিনি খালিদ জামিলকে দেবেন বলেও শোনা যায়। বর্তমানে সুপার কাপের ম্যাচ খেলা নিয়ে ব্যস্ত ৪১ বছর বয়সি ফুটবলার।

আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। পল্টনের জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি গড়াবে রাত ৮ টায়। আগামীকাল থেকে অনলাইন প্লাটফর্ম কুইকেটে পাওয়া যাবে এই ম্যাচের টিকিট। দুপুরে ২টা থেকে কুইকেটের ওয়েবসাইটে গিয়ে টিকিট সংগ্রহ করতে পারবেন সমর্থকেরা।
আজ মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের ফেসবুক পেজে পোস্ট করে এই তথ্য দিয়েছে। সাধারণ দর্শকদের জন্য টিকেটের দাম রাখা হয়েছে ৩০০ টাকা। ভিআইপি টিকিটের জন্য (ক্লাব হাউস ২) গুনতে হবে ১০০০ টাকা।
এই ম্যাচের পর এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে ১৮ নভেম্বর মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচে টিকিট নিয়ে এখনো কিছু জানায়নি ফেডারেশন।
এর আগে ঘরের মাঠে হংকং, চায়নার বিপক্ষে বাংলাদেশের ম্যাচের টিকিট বিক্রি করেছিল কুইকেট।