ফুটবল

স্লট চুপচাপ, লড়াইয়ে প্রস্তুত ব্রাইটন কোচ

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১২ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ পিএম

news-details

ম্যাচ শুরু হতে ৪৮ ঘণ্টার কম সময় বাকি। এরই মধ্যে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ আর্নে স্লটের কাছে এক সাংবাদিকের প্রশ্ন—মোহাম্মদ সালাহ যদি দলের প্রতি আরও আনুগত্যশীল হন, অতীত ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন, তবে কি তিনি দলে সুযোগ পাবেন?


প্রশ্নের উত্তরে রেডস ম্যানেজার সামান্য হাসলেও, ব্যাপারটা যে মোটেও মজার নয়—তা সবারই জানা। প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নরা এবার ধুঁকছে। প্রত্যাশার তুলনায় খারাপ খেলছে অ্যানফিল্ডের ক্লাব। এর পেছনে অনেক কারণ থাকলেও সবচেয়ে সহজ এবং দিবালোকের মতো স্পষ্ট—শৃঙ্খলাভঙ্গ ও অভিজ্ঞদের অফফর্ম।

অনাকাঙ্ক্ষিত এই দুই সমস্যার মধ্যেই আগামীকাল প্রিমিয়ার লিগে ঘরের মাঠ অ্যানফিল্ডে ব্রাইটনকে আতিথ্য দেবে লিভারপুল। লিগে শেষ দুই ম্যাচে ড্র করা দলটির লক্ষ্য জয়। অভিন্ন লক্ষ্য ব্রাইটনেরও। পয়েন্ট টেবিলে নিজেদের আরও উচ্চতায় নিয়ে পূর্ণ তিন পয়েন্টের বিকল্প নেই ফ্যাবিয়ান হুর্জেলারদের।


ইংল্যান্ডভিত্তিক ক্লাব ব্রাইটনকে স্লটের দলের তুলনায় অপেক্ষাকৃত দুর্বল মনে করা হলেও, পয়েন্ট টেবিলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের উপরে অবস্থান তাদের। হুর্জেলারের দল এখন পর্যন্ত লিগে ১৫টি ম্যাচ খেলেছে—৬ জয় ও ৫ ড্র; পয়েন্ট ২৩। সমান ২৩ পয়েন্ট লিভারপুলের, তবে একটি জয় বেশি অ্যানফিল্ডের দলের। আবার ব্রাইটনের তুলনায় লিভারপুলের হার দুইটি বেশি।


যদিও প্রিমিয়ার লিগে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে লিভারপুল। এখন পর্যন্ত দুই দল ২০ বার মুখোমুখি হয়েছে—১২টি ম্যাচ জিতেছে অল রেডস, ৪টি জিতেছে ব্রাইটন, বাকি ৪টি ড্র।


অবশ্য ঘরের মাঠে সবসময় দাপট দেখিয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে দুই দলের ৯ ম্যাচের মধ্যে ৬ বার জিতেছে স্বাগতিকরা। ব্রাইটন জিতেছে মাত্র ১ বার; বাকি ২টি ড্র। অবশ্য গত মৌসুমের শেষ দেখায় অ্যানফিল্ডের ম্যাচটি ড্র হয়েছিল। তার আগের ম্যাচে ব্রাইটনের মাঠে ৩-১ ব্যবধানে হেরেছিল সালাহরা।


ঘরের মাঠ, পরিচিত পরিবেশ—সবই লিভারপুলের পক্ষে। ব্রাইটনের জন্য বড় হুমকি হতে পারেন ডমিনিক সোবস্লাই। চ্যাম্পিয়নস লিগ এবং প্রিমিয়ার লিগের শেষ দুই ম্যাচে গোল পেয়েছেন হাঙ্গেরির এই রাইট উইঙ্গার। সালাহর অনুপস্থিতি দারুণভাবে কাজে লাগাচ্ছেন তিনি। হুগো একিতিকে লিগের শেষ ম্যাচে করেছেন জোড়া গোল; ফরাসি ফরোয়ার্ড আরও ভালো কিছু করতে মুখিয়ে আছেন। ফ্লোরিয়ান ভির্টজ এবং ম্যাক অ্যালিস্টারের জন্যও এটি গোলখরা কাটানোর দারুণ সুযোগ হতে পারে।


ব্রাইটন যে সহজ প্রতিপক্ষ নয় তা নিশ্চিত। লিগে গোলস্কোরারদের দৌড়ে এগিয়ে থাকা ড্যানি ওয়েলব্যাক খুব চাইবেন গোলের অ্যানফিল্ডে ডেডলক ভাঙতে। এখন পর্যন্ত ১৬ ম্যাচে ৭ গোল করা এই ইংলিশ স্ট্রাইকার হয়ে উঠতে পারেন ব্রাইটনের উৎসবের কেন্দ্রবিন্দু।

রাইট উইঙ্গার ইয়ানকুবা মিনতেহ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু গোল মুখ খুলতে পারছেন না। গাম্বিয়ান এই ফরোয়ার্ডের ওপর দলের যে আস্থা, সেটির প্রতিদান দেওয়ার চেষ্টা থাকবে তাঁর।


ইনজুরি আপডেট: 

ছোটখাটো “হাসপাতাল” বলা যায় লিভারপুলকে। কনর ব্রাডলি লাল কার্ডের কারণে থাকতে পারবেন না আগামীকাল। আলেক্সান্ডার ইসাককে পাওয়া যাবে না—এটা নিশ্চিত। ফেদেরিকো চিয়েসা অসুস্থ। জেরেমি ফ্রিংপং কিংবা কোডি গাকপোকে পাওয়ার সম্ভাবনা নেই। এর মধ্যে মোহাম্মদ সালাহর ব্যাপারটি স্পষ্ট—ব্রাইটনের বিপক্ষে তাকে দেখা যাবে না।


ইতোমধ্যে স্লট জানিয়েছেন, সালাহর ব্যাপারে দল এখনো সিদ্ধান্ত নেয়নি। আগামীকাল, অর্থাৎ ম্যাচের আগে মিশরীয় ফরোয়ার্ডের সঙ্গে বসবেন তিনি। এরপরেই চূড়ান্ত সিদ্ধান্ত।


ব্রাইটনের ডিফেন্সিভ মিডফিল্ডার জেমস মিলনার চোটের সঙ্গে লড়ছেন। তবে সমর্থকদের জন্য সুখবর—কাওরু মিতোমা, জেমস মিলনার এবং টম ওয়াটসন পুরোপুরি ফিট।


দুই কোচের মন্তব্য: 


বিভিন্ন সমস্যায় কিছুটা বিরক্ত স্লট। দলকে কীভাবে এগিয়ে নেওয়া যায়—সেটিই এখন তাঁর মূল লক্ষ্য। ব্রাইটনের বিপক্ষে শুরুর একাদশ কেমন হবে তা নিয়ে এখনো কিছু জানাননি নেদারল্যান্ডস কোচ। 


শুধু বলেছেন,

“আমি সবসময় তাদের (লিভারপুলের স্পোর্টিং ডিরেক্টর রিচার্ড হিউজেস ও প্রধান নির্বাহী মাইকেল এডওয়ার্ডস) সঙ্গে যোগাযোগ রাখি। কিন্তু দলের একাদশ বা স্কোয়াড নির্বাচন করার সিদ্ধান্তের বিষয়টি সম্পূর্ণ আমার ওপরই ছেড়ে দেওয়া হয়।”


ব্রাইটন ম্যানেজারের চাওয়া—সালাহ যেন তাদের বিপক্ষে মাঠে থাকেন। তিনি বলেন,

“আমরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আমরা চাইবো সালাহ আগামীকাল মাঠে থাকুন। আমরা সেরা খেলোয়াড়ের মুখোমুখি হতে ভালোবাসি।”


দলের অবস্থা সম্পর্কে হুর্জেলার বলেন,

“আমরা এই মৌসুমে উত্থান-পতনের মধ্যে দিয়ে গেছি। আমার মনে হয়, এই মুহূর্তে লিগে হয়তো মাত্র দুইটি ক্লাবই ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছে।”


ব্রাইটন নিজেদের সবশেষ ম্যাচে ড্র করেছে ওয়েস্ট হ্যামের বিপক্ষে। লিভারপুল টানা দুই ম্যাচ ড্র করেছে। দুই দলের সমান লক্ষ্য—জয়ে ফেরা। অ্যানফিল্ডে বাংলাদেশ সময় রাত দুইটার মহারণে নিশ্চিত হবে কাদের কপাল খুলছে।

No posts available.

bottom-logo

ফুটবল

জাবির ভবিষ্যৎ অনিশ্চিত, ব্রাজিল তারকা রিয়াল ছাড়ছেন নিশ্চিত

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৩ ডিসেম্বর ২০২৫, ৪:১২ পিএম

news-details

জাবি আলোনসোকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড এন্ড্রিকের ভবিষ্যৎ নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই। চলতি মৌসুমের মাঝপথেই জানুয়ারিতে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ব্রাজিলিয়ান এই ফুটবলার। ধারে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁতে যোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে।


স্প্যানিশ দৈনিক এএসের প্রতিবেদন, কোচ পরিবর্তন হলেও এন্ড্রিকের পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসবে না। রিয়াল মাদ্রিদ, লিওঁ ও খেলোয়াড়—তিন পক্ষের মধ্যেই ধারে যাওয়ার চুক্তি সম্পন্ন হয়েছে।


রিয়ালে প্রথম মৌসুমে কার্লো আনচেলত্তির অধীনে খুব বেশি সুযোগ না পাওয়া এন্ড্রিকের জন্য চলতি মৌসুমটিকে গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছিল। তবে মৌসুমের শুরুতেই চোটের কারণে প্রথম কয়েক মাস মাঠের বাইরে ছিলেন তিনি। পুরোপুরি সুস্থ হয়ে ফেরার পরও জাবি আলোনসোর পরিকল্পনায় নিয়মিত জায়গা পাননি এই তরুণ স্ট্রাইকার।


ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে অল্প সময় মাঠে নেমে দারুণ লড়াই ও মানসিকতা দেখান এন্ড্রিক। সান্তিয়াগো বার্নাব্যুতে দর্শকদের কাছ থেকেও প্রশংসা কুড়ান তিনি। সেই পারফরম্যান্স নতুন করে আলোচনার জন্ম দেয়—এন্ড্রিক কি আদৌ যথেষ্ট সুযোগ পাচ্ছেন?


আরও পড়ুন

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা


তবে ক্লাবের সিদ্ধান্ত বদলায়নি। রিয়াল মাদ্রিদের দৃষ্টিতে জানুয়ারিতে এন্ড্রিককে ধারে পাঠানোই সেরা সমাধান। দলে ইতিমধ্যেই কিলিয়ান এমবাপে প্রথম পছন্দের স্ট্রাইকার হিসেবে আছেন। পাশাপাশি ক্লাব বিশ্বকাপে গনসালো গার্সিয়ার উত্থানের পর আলোনসো একাডেমির এই ফুটবলারকেও ভরসার জায়গায় দেখছেন। আলোনসোর চোখে গার্সিয়া একজন খাঁটি নম্বর নাইন, যেখানে এন্ড্রিক তুলনামূলকভাবে বেশি গতিশীল খেলোয়াড়।


এই অবস্থায় সীমিত সময়ের জন্য একাধিক ফরোয়ার্ডের মধ্যে প্রতিযোগিতা বাস্তবসম্মত নয় বলেই মনে করছে ক্লাব।


লিওঁতে ধারে যাওয়ার ফলে তিন পক্ষই লাভবান হবে বলে ধারণা করা হচ্ছে। এন্ড্রিক এমন একটি ক্লাবে যেতে পারছেন, যারা ইউরোপীয় প্রতিযোগিতায় অংশ নেয় এবং যেখানে তিনি নিয়মিত একাদশে খেলার বাস্তব সুযোগ পাবেন। এতে করে ব্রাজিল জাতীয় দলে জায়গা করে নেওয়ার লক্ষ্যে নিজেকে আরও ভালোভাবে মেলে ধরার সুযোগ পাবেন তিনি।

রিয়াল মাদ্রিদও তাদের বড় বিনিয়োগ সুরক্ষিত রাখতে পারবে। এন্ড্রিককে দলে আনতে ক্লাব ইতিমধ্যে ৬ কোটি ইউরোর বেশি খরচ করেছে। ভবিষ্যতের জন্য তার ওপর আস্থা রাখলেও নিয়মিত না খেললে তার মূল্য কমে যাওয়ার ঝুঁকি ছিল।


কোচ জাবি আলোনসোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা চললেও এন্ড্রিকের লিওঁ যাত্রা এখন নিশ্চিত। সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতেই ফরাসি লিগ ওয়ানের ক্লাবটিতে যোগ দেবেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, ধারে থেকে মৌসুম শেষ করার লক্ষ্যে।

bottom-logo

ফুটবল

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৩ ডিসেম্বর ২০২৫, ৩:২৫ পিএম

news-details

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসির আগমন ঘিরে আয়োজিত অনুষ্ঠানে চরম অব্যবস্থাপনার ঘটনায় ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি মেসি ও তার ভক্ত-সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেন।


এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে মমতা লেখেন, “সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা হয়েছে, তাতে আমি গভীরভাবে মর্মাহত ও বিস্মিত।” 


“হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও সমর্থকের সঙ্গে আমিও আজ স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম, তাদের প্রিয় ফুটবলার লিওনেল মেসির এক ঝলক দেখার জন্য। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসি-সহ সমস্ত ক্রীড়াপ্রেমী ও তাঁর ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”

ঘটনার তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি আশিম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন মমতা।


‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-র অংশ হিসেবে ভারতে তিনদিনের জন্য এসেছেন মেসি। আজ ট্যুরের প্রথম দিনে সল্টলেক স্টেডিয়ামে যান আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি। তবে অতিরিক্ত ভিড়, দুর্বল ব্যবস্থাপনা ও নিরাপত্তাজনিত সমস্যার কারণে বিশৃঙ্খলায় রূপ নেয়। 


এক পর্যায়ে গ্যালারি থেকে বোতল ও চেয়ার ছোড়া শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তার স্বার্থে নির্ধারিত ল্যাপ অব অনার সংক্ষিপ্ত করে দ্রুত মাঠ ছাড়তে বাধ্য হন মেসি।


অনেক দর্শক ব্যানার ও আসন ভাঙচুর করেন। আবার অনেকে অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা ও রাজনীতিবিদদের উদ্দেশে দুয়ো দেন। পুরো ঘটনাটি ঘিরে নিরাপত্তা ও আয়োজনের ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে।


এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন সমর্থকেরা। এক মেসি-ভক্ত বলেন, ‘মেসির চারপাশে শুধু নেতা আর অভিনেতারাই ছিল। তাহলে আমাদের কেন ডাকা হলো? আমরা ১২ হাজার টাকার টিকিট কেটেছি, অথচ তার মুখটাই দেখতে পারিনি।’


কলকাতার পর হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লির একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে মেসির।

bottom-logo

ফুটবল

ভারতে মেসির অনুষ্ঠানে ভাঙচুর, মাঠ ছাড়লেন কিংবদন্তি

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৩ ডিসেম্বর ২০২৫, ১:৪১ পিএম

news-details

লিওনেল মেসির উপস্থিতি ঘিরে উৎসবের রঙে রাঙানোর কথা থাকলেও শেষ পর্যন্ত বিশৃঙ্খলা আর হতাশার ছবি দেখল কলকাতার সল্টলেক স্টেডিয়াম। ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’ এর অংশ হিসেবে শনিবার সল্টলেক স্টেডিয়ামে আসেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি। তবে অতিরিক্ত ভিড়, দুর্বল ব্যবস্থাপনা ও নিরাপত্তাজনিত সমস্যার কারণে নির্ধারিত ল্যাপ অব অনার সংক্ষিপ্ত করে দ্রুত মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।


এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন সমর্থকেরা। এক মেসি-ভক্ত বলেন, ‘মেসির চারপাশে শুধু নেতা আর অভিনেতারাই ছিল। তাহলে আমাদের কেন ডাকা হলো? আমরা ১২ হাজার টাকার টিকিট কেটেছি, অথচ তার মুখটাই দেখতে পারিনি।’


সমর্থকদের হতাশা দ্রুতই বিশৃঙ্খলায় রূপ নেয়। গ্যালারি থেকে বোতল ও চেয়ার ছোড়া শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তার স্বার্থে মেসিকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। অনেক দর্শক ব্যানার ও আসন ভাঙচুর করেন, আবার অনেকে অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা ও রাজনীতিবিদদের উদ্দেশে দুয়ো দেন। পুরো ঘটনাটি ঘিরে নিরাপত্তা ও আয়োজনের ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে।


সল্টলেক স্টেডিয়ামে এই উত্তেজনার মধ্যেই কলকাতা একদিকে দেখেছে উৎসবের আবহ, অন্যদিকে দেখেছে নজিরবিহীন বিশৃঙ্খলা। পরিস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে, ঘটনার তদন্ত শুরু হতে পারে।


আরও পড়ুন

কোথায় কখন কী করবেন মেসি, ভারত সফরের বিস্তারিত সূচি কোথায় কখন কী করবেন মেসি, ভারত সফরের বিস্তারিত সূচি


স্টেডিয়ামের ঘটনার আগে মেসির দিনটিতে অবশ্য ছিল আনন্দ ও আবেগের মুহূর্তও। শনিবার তিনি ভার্চুয়ালি উদ্বোধন করেন লেক টাউন, দক্ষিণ দমদমের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে স্থাপিত নিজের ৭০ ফুট উঁচু মূর্তি। ফিফা বিশ্বকাপ ট্রফি হাতে মেসির অবয়বে নির্মিত এই লোহার মূর্তিটি মাত্র ৪০ দিনে তৈরি করা হয়েছে, যা তার বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।


শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি ও পশ্চিমবঙ্গের মন্ত্রী সুজিত বোস বলেন, ‘আমরা তার ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, আজ মেসির সঙ্গেও কথা হবে। তিনি মূর্তির জন্য সম্মতি দিয়েছেন এবং মেসি ও তার দল এতে খুশি।’


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড তারকা শাহরুখ খান ও তার ছেলে আব্রাম খান। উরুগুয়ের ফুটবলার লুইস সুয়ারেজও ছিলেন সেখানে। মেসি, শাহরুখ খান ও আব্রামের পারস্পরিক মুহূর্তের ভিডিও পরে সংবাদ সংস্থা পিটিআই সামাজিক মাধ্যমে প্রকাশ করে।


শনিবার ভোরে কলকাতায় মেসির আগমন ঘিরে শহরের বিভিন্ন এলাকায় বিপুল ভিড় জমে। বিমানবন্দর থেকে শুরু করে অনুষ্ঠানস্থল—সবখানেই ছিল সমর্থকদের ঢল। এই উন্মাদনা ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, মেসির জনপ্রিয়তারই আরেকটি প্রমাণ। তবে সল্টলেক স্টেডিয়ামের ঘটনার পর সেই উচ্ছ্বাস অনেকটাই ম্লান হয়ে যায়।


বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের সফর ঘিরে যে উদযাপনের প্রত্যাশা ছিল, তা শেষ পর্যন্ত ছাপিয়ে যায় বিশৃঙ্খলা।

bottom-logo

ফুটবল

কোথায় কখন কী করবেন মেসি, ভারত সফরের বিস্তারিত সূচি

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ পিএম

news-details

শুক্রবার রাতে কলকাতায় পৌঁছেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ‘দ্য গোট ইন্ডিয়া ট্যুর’-র অংশ হিসেবে দেশটিতে ১৪ বছর পর পা রাখলেন তিনি। 


কলকাতা দিয়ে শুরু হয়ে হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লিতে একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন মেসি। বিভিন্ন ক্রীড়া ইভেন্ট, প্রীতি ম্যাচ, সামাজিক অনুষ্ঠান ও রাষ্ট্রীয় সাক্ষাতে দেখা যাবে তাকে।


কলকাতায় এরই মধ্যে ভার্চুয়ালি নিজের ভাস্কর্য উদ্বোধন করেছেন মেসি। যুব ভারতী স্টেডিয়ামে বলিউড অভিনেতা শাহরুখ খানের সঙ্গেও সাক্ষাত করেছেন সেখানে।

চলুন দেখে নেওয়া যাক ভারত সফরে কোথায় কখন কী করবেন মেসি (বাংলাদেশ সময় অনুযায়ী) 


১৩ ডিসেম্বর সকাল থেকে দুপুর- কলকাতা


সকাল ১০টা-১১টায় বিশেষ অতিথিদের সঙ্গে সাক্ষাৎ দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন মেসি।


এরপর সকাল ১১টা-১১.৪৫ টায় ভার্চুয়ালি নিজের ভাস্কর্য উদ্বোধন করেন তিনি। অল্প সময়ের মধ্যেই যুব ভারতী স্টেডিয়ামে পৌঁছেন একটি প্রীতি ম্যাচসহ বিভিন্ন আয়োজনে অংশ নেবেন তিনি।


আরও পড়ুন

মেসিকে দেখতে বিমানবন্দরে ভক্ত-সমর্থকদের ঢল মেসিকে দেখতে বিমানবন্দরে ভক্ত-সমর্থকদের ঢল


দুপুর ১২টায় স্টেডিয়ামে উপস্থিত থাকবেন বলিউড অভিনেতা শাহরুখ খান। পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। এসব আয়োজন শেষ করে দুপুরেই কলকাতা ছাড়বেন মেসি।


১৩ ডিসেম্বর সন্ধ্যা- হায়দরাবাদ

সন্ধ্যা সাড়ে সাতটায় হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সেভেন ভার্সেস সেভেন প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন মেসি। এই ম্যাচে উপস্থিত থাকার কথা রয়েছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীরও। ম্যাচ শেষে একটি মিউজিক্যাল কনসার্টে অংশ নেবেন তিনি।


১৪ ডিসেম্বর- মুম্বাই

বিকেল চারটায় মুম্বাইয়ে ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ায় আয়োজিত প্যাডেল কাপে অংশ নেবেন মেসি। এরপর একটি সেলিব্রেটি ফুটবল ম্যাচ খেলবেন তিনি। সাড়ে পাচটায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন মেসি, যেখানে চ্যারিটি ফ্যাশন শোরও আয়োজন রয়েছে।


১৫ ডিসেম্বর- নয়া দিল্লি

সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন লিওনেল মেসি। পরে অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে মিনার্ভা অ্যাকাডেমির তরুণ খেলোয়াড়দের পুরস্কার প্রদান করবেন মেসি। সন্ধ্যা ৭টায় ভারত ছাড়ার কথা রয়েছে এই মহাতারকার।

bottom-logo

ফুটবল

মেসিকে দেখতে বিমানবন্দরে ভক্ত-সমর্থকদের ঢল

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম

news-details

তিন দিনের সফরে ভারতে পৌঁছেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। শুক্রবার রাত আড়াইটার দিকে কলকাতা বিমানবন্দরে পা রাখেন তিনি। 


মেসির সঙ্গে এই সফরে সঙ্গী হিসেবে আছেন ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো দে পল।


এর আগে ২০১১ সালের ২ সেপ্টেম্বর কলকাতায় ভেনেজুয়েলার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা দলের সঙ্গে এসেছিলেন লিওনেল মেসি।


দীর্ঘ বিরতির পর এবার ‘দ্য গোট ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে ভারতে এসেছেন মেসি। তাকে দেখতে গভীর রাতেও বিমানবন্দরের বাইরে ভক্ত ও সমর্থকেরা অপেক্ষা করছিলেন। 


রাত ৩টা ৩২ মিনিটে বিমানবন্দর থেকে হোটেলের উদ্দেশ্যে বের হন মেসি। হোটেলের বাইরে বহু সমর্থক রাতভর অপেক্ষায় ছিলেন মেসিকে এক নজর দেখতে।


ভারতের সংবাদমাধ্যমের খবর, গত রাতে কলকাতায় গিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আজ মেসির সঙ্গে একই অনুষ্ঠানে দেখা যাবে তাকে।


তিন দিনের সফরে কলকাতা পর্ব শেষ করে মেসি হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি যাবেন। সেখান থেকে ভারত ত্যাগ করবেন মেসি।

bottom-logo