ফুটবল

২ মাস পর মাঠে নেমেই গোল, নতুন রেকর্ডও গড়লেন মেসি

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৫ সেপ্টেম্বর ২০২৪, ১:৪১ এম

news-details
একেবারেই হতাশ করেননি ইন্টার মায়ামি অধিনায়ক লিওনেল মেসি | ছবি সংগৃহীত

চোটের কারণে একটা লম্বা সময় মাঠের বাইরে কাটানোর পর ফিরে লিওনেল মেসি কেমন করেন, সেটা নিয়ে সবার আগ্রহ ছিল বেশ। তাদের একেবারেই হতাশ করেননি ইন্টার মায়ামি অধিনায়ক। জোড়া গোলে দলের জয়ের নায়ক হয়েছেন এই আর্জেন্টাইন তারকা। পাশাপাশি নাম লিখিয়েছেন নতুন একটি রেকর্ডেও। 


কোপা আমেরিকার ফাইনালে গোড়ালিতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন মেসি। এরপর সেরে ওঠার প্রক্রিয়ায় মিস করেন ক্লাবের পাশাপাশি আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচও। এরপর বাংলাদেশ সময় রবিবার ভোরে মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরেছেন সাবেক বার্সেলোনার ফরোয়ার্ড। ছিলেন শুরুর একাদশেই।


তবে তার দলকে চমকে দিয়ে মাত্র ৫৯ সেকেন্ডেই লিড নেয় ফিলাডেলফিয়া। ২৬তম মিনিটে বক্সের বাইরে থেকে লুইস সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে বক্সে প্রবেশ করে ডান পায়ের শটে জাল খুঁজে নেন মেসি। ছয় মিনিট বাদে বাঁদিক থেকে জর্দি আলবার ক্রস থেকে বাঁ পায়ের কোনাকুনি শটে দ্বিতীয় গোলটি করেন রেকর্ড ৮ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। 


এর মধ্য দিয়ে এমএলএসে এই মৌসুমে ১৯ ম্যাচে মেসির নামের পাশে রয়েছে ১৫টি গোল ও ১৫টি অ্যাসিস্ট। যুক্তরাষ্ট্রের শীর্ষ লিগে ১৯ ম্যাচের পর ৩০টি গোলের সাথে যুক্ত থাকার তালিকায় এখন মেসিই সবচেয়ে দ্রুততম। দ্বিতীয় গোলটি ছিল তার ক্যারিয়ারের ৮৪০তম গোল। ম্যাচে শেষ পর্যন্ত মায়ামি জেতে ৩-১ গোলে, ইনজুরি টাইমে অন্য গোলটি করেন সুয়ারেজ।


এই জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে শীর্ষস্থান আরও মজবুত হয়েছে মায়ামির। ২৮ ম‍্যাচে ১৯ জয়ে মেসিদের পয়েন্ট এখন ৬২।

bottom-logo

ফুটবল

৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২১ এপ্রিল ২০২৫, ৩:২১ পিএম

news-details

৩২ থেকে ফুটবল বিশ্বকাপে দলের সংখ্যা ৪৮-এ নিয়ে যাওয়া নিয়েই দেখা দিয়েছিল মতানৈক্য। সেটা শেষ পর্যন্ত বাস্তবায়িত হওয়ার পথে। এবার ফিফার ইচ্ছা সংখ্যাটা আরও বাড়ানোর, যা নিয়ে দেখা দিয়েছে তীব্র বিরোধিতা। তবে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরবে ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, ৬৪ দলের বিশ্বকাপের প্রস্তাবে তারা ইতিবাচক।


৩২ দল নিয়েই চলমান বিশ্বকাপের ফরম্যাটের পরিবর্তন আনা হয়েছে ২০২৬ আসর থেকে, যেখানে প্রথমবারের মত অংশ নেবে ৪৮টি দল। তবে স্পেন, পর্তুগাল এবং মরক্কোতে হতে যাওয়া বিশ্বকাপের শতবর্ষ পূর্তির ২০৩০ আসরে দক্ষিণ আমেরিকার কনমেবল আনুষ্ঠানিকভাবে ৬৪ দল নিয়ে আয়োজনে প্রস্তাব করেছে, যার সরাসরি বিরোধিতা করেছে অন্যান্য মহাদেশীয় কনফেডারেশন।


এসবের মাঝেই রোববার জেদ্দায় সৌদি আরবের ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় ৬৪ দলের বিশ্বকাপ নিয়ে নিজেদের আগ্রহের কথা বলেছেন সৌদি যুবরাজ আব্দুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল। 

“আমরা প্রস্তুত আছি, বা বলা যায় আমরা প্রস্তুত থাকব, ইনশাআল্লাহ। ফিফা যদি এমন একটা সিদ্ধান্ত নেয় এবং মনে করে যে সেটা সবার জন্য একটি ভালো সিদ্ধান্ত, তাহলে আমরা তা বাস্তবায়ন করতে পারলে খুশিই হব।”

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো আয়োজিত বিশ্বকাপে ৪৮টি দেশের অংশগ্রহণ করার বিষয়টি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার কারণেই ফিফা আগ্রহী হয়েছে সংখ্যাটা ৬৪ দলে উন্নীত করার। তবে গত মাসে ইউয়েফা সভাপতি চেফেরিন সরাসরি এটি প্রত্যাখ্যান করে বলেছেন, এমন প্রস্তাবের কোনো ভিত্তিই নেই।


তবে সৌদি আরবের এই প্রস্তাবে আগ্রহী হওয়ার পেছনে থাকতে পারে কয়েকটি কারণ। একটি অবশ্যই বেশি ম্যাচ, যার অর্থ টুর্নামেন্ট আরও লম্বা হয়ে যাওয়ার। আর দ্বিতীয়টি অবশ্যই ট্যুরিস্টদের আগমন, যা ৬৪ দল হলে বেড়ে যাবে অনেক। প্রথমবারের মত বিশ্বকাপ আয়োজন করতে যাওয়া একটি দেশের জন্য তাই বেশি দলের অংশগ্রহণ ইতিবাচক খবরই।


উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ফিফা আনুষ্ঠানিকভাবে সৌদি আরবকে ২০৩৪ সালের ছেলেদের বিশ্বকাপের আয়োজক হিসেবে ঘোষণা করে। স্বাগতিক হওয়ার জন্য আর কোনো দেশই বিড করেনি। সৌদি আরবের হোস্ট হওয়া নিয়ে এরই মধ্যে আপত্তি জানিয়েছে কয়েকটি মানবাধিকার সংস্থা।


bottom-logo

ফুটবল

টেনেটুনে জয়ের পর ভালভের্দের প্রশংসায় আনচেলত্তি

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২১ এপ্রিল ২০২৫, ২:২৩ পিএম

news-details

আর্সেনালের কাছে বাজেভাবে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের শোক ছিল। সাথে যোগ হয়েছিল বার্সেলোনার চেয়ে পয়েন্ট টেবিলে পিছিয়ে যাওয়ার চাপ। সাথে কিলিয়ান এমবাপের না থাকার কারণেই কিনা, আতলেতিক বিলবাওয়ের বিপক্ষে জয় তুলে নিতে ঘাম ছুটে গেছে রিয়াল মাদ্রিদের। ফরোয়ার্ডদের হতাশার দিনে দুর্দান্ত এক গোল করা মিডফিল্ডার ফেদেরিকো ভালভের্দের প্রশংসায় তাই পঞ্চমুখ কোচ কার্লো আনচেলত্তি।

গত সপ্তাহে আর্সেনালের কাছে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে হেরে যাওয়া রিয়াল নিষেধাজ্ঞার কারণে লা লিগার ম্যাচে পায়নি তারকা ফরোয়ার্ড এমবাপেকে। ‘ফলস নাইন’ হিসেবে মিডফিল্ডার জুড বেলিংহাম ভালো করলেও গোলের দেখা আর মিলছিল না। নিশ্চিত ড্রয়ের দিকে এগিয়ে যাওয়া ম্যাচে রিয়ালের ত্রাতা হিসেবে হাজির হন ভালভের্দে, ইনজুরি টাইমে দূরপাল্লার শটে গোল করে রিয়ালকে এনে দেন জয়।


কষ্টার্জিত জয়ের পর সংবাদ সম্মেলনে আনচেলত্তি অবশ্য প্রশংসাই করলেন দলের। 

“গোলটি করা ছাড়াও ভালভের্দে দুর্দান্ত ছিল, এজন্য তার প্রশংসা করতেই হবে। আমরা প্রথমার্ধে কিছুটা ধীরগতির ছিলাম, তবে দ্বিতীয়ার্ধে আমরা সব বিভাগেই খুব ভালো করেছি। এটা একটা দারুণ ম্যাচ ছিল। আমরা ইতিবাচক ছিলাম এবং গোল হজম করিনি। আমরা আরও দৃড় ছিলাম, দল হিসেবে আরও ভালো খেলেছি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পর এই ম্যাচটা আমরা জিততে চেয়েছিলাম।”

এই জয়ে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রইল রিয়াল। চার পয়েন্টের লিডে সবার ওপরে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। এই দুই দলই আবার আগামী ২৬ এপ্রিল মুখোমুখি হবে কোপা দেল রের ফাইনালে।


আর এই কারণেই এমবাপের পজিশন বাদে এই ম্যাচে যারা খেলেছেন, তাদেরকে সেই ফাইনালের দলেও দেখছেন অনেকে। সংবাদ সম্মেলনে আনচেলত্তির কাছে এই প্রশ্ন করা হলে তিনি সেটা নাকচ করে জানান, ফাইনালের জন্য তার ভিন্ন পরিকল্পনা থাকবে।


bottom-logo

ফুটবল

চলতি বছরে ম্যাচ ফি খাতে বিসিবির বরাদ্দ ৮ কোটি ৫২ লাখ টাকা

 
শামীম চৌধুরী
শামীম চৌধুরী
ঢাকা

২০ এপ্রিল ২০২৫, ৫:১০ পিএম

news-details

গত্ মার্চের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের ১৮তম সভায় জাতীয় দলের ক্রিকেটারদের বেতন এবং ম্যাচ ফি উল্লেখযোগ্য হারে বেড়েছে। ক্রিকেটারদের টেস্ট খেলতে উৎসাহিত করতে ম্যাচ ফি ৬ লাখ টাকা থেকে ৮ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। ওয়ানডে ম্যাচে ম্যাচ ফি ৩ লাখ টাকা থেকে ৪ লাখ টাকা এবং টি-টোয়েন্টি ম্যাচের ম্যাচ ফি ২ লাখ টাকা থেকে ২ লাখ ৫০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। 


বাংলাদেশ ক্রিকেটারদের বর্তমান ম্যাচ ফি পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার চেয়ে বেশি।


বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফি বেশ কয়েক বছর একই অঙ্কে আটকে ছিল। সেই জটটা কাটিয়ে ম্যাচ ফি বাড়িয়ে প্রশংসিত হয়েছেন বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদ। বর্ধিত ম্যাচ ফি কার্যকর হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ থেকেই। 


তবে এই বছর তুলনামূলক কম আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ থাকায় ম্যাচ ফি থেকে বড় অঙ্ক আয়ের তেমন সম্ভাবনা নেই খেলোয়াড়দের। চলতি বছর যে ক্রিকেটার তিন ফরম্যাটের সব কটি ম্যাচ খেলবেন, ম্যাচ ফি থেকে তার অ্যাকাউন্টে জমা পড়বে ৩৫ লাখ ৫০ হাজার টাকা। 


আইসিসির চলমান এফটিপিতে আগামী বছরে দ্বিপাক্ষিক সফসূচিতে আছে ৮ টেস্ট, ২০ ওয়ানডে এবং ১২টি টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচে প্লেয়ার্স লিস্টে একাদশে থাকলে ম্যাচ ফি খাত থেকে ১ কোটি ৭৪ লাখ টাকা পাবেন একজন ক্রিকেটার! সব ম্যাচ না খেললেও ম্যাচ ফি থেকে কারো কারো আয় কোটি টাকা স্পর্শ করবে।   


ক্রিকেটারদের বর্ধিত ম্যাচ ফি কার্যকর হলে এই বছর ৪ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি থেকে বিসিবিকে খরচ করতে হবে ৮ কোটি ৫২ লাখ টাকা। বিগত বছরে ম্যাচ ফি'র অঙ্কে এই খাতে খরচ হওয়ার কথা ছিল ৬ কোটি ৪৮ লাখ টাকা। অর্থাৎ এই খাতে বিসিবিকে ২ কোটি ৪ লাখ টাকা বাড়তি খরচ করতে হচ্ছে। বিসিবির পরিচালনা পরিষদের সর্বশেষ সভায় এই হিসাবটাই অনুমোদিত হয়েছে।


আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য ম্যাচ ফি প্রবর্তনের অতীত খুব বেশি দিনের নয়। ২০০০ সালে টেস্ট মর্যাদার পর টিম স্পন্সর কোকা কোলা ১ কোটি টাকা অর্থায়ন করায় পরের বছর থেকে বিসিবি প্রবর্তন করেছে ম্যাচ ফি। 


শুরুতে টেস্ট ম্যাচের ম্যাচ ফি ১ হাজার মার্কিন ডলার, ওয়ানডে ৫০০ মার্কিন ডলার ধার্য করেছে বিসিবি। ক্রিকেটারদের ম্যাচ ফি বেড়েছে শম্বুক গতিতে। ২০১৩ সালে শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে টেস্টের ম্যাচ ফি এক লাফে ৩ লাখ টাকায় উন্নীত করে দীর্ঘ পরিসরের ফরমেটে সুফল পেয়েছে বিসিবি। 


২০১৯ সালের অক্টোবরে ক্রিকেটারদের ম্যাচ ফি বৃদ্ধিসহ সুযোগ সুবিধা উন্নীত করতে সাকিব আল হাসানের নেতৃত্বে আন্দোলনে টনক নড়ে বিসিবির। সেই থেকে ক্রিকেটারদের বেতন এবং ম্যাচ ফি বেড়েছে জ্যামিতিক হারে। সাকিবের ওই আন্দোলনে ক্রিকেটারদের ম্যাচ ফি টেস্টে ৬ লাখ, ওয়ানডে ম্যাচে ৩ লাখ এবং টি-টোয়েন্টিতে ২ লাখ টাকা নির্ধারিত হয়েছে। 


২০২০ থেকে ২০২৪-এই চার বছর ম্যাচ ফি এই অঙ্কে ছিল আটকে। ম্যাচ ফি বর্ধিত করার দাবিতে এবার আর আন্দোলন করতে হয়নি ক্রিকেটারদের। ক্রিকেটারদের সুরক্ষা দিতে বিসিবি নিজ থেকেই উদ্যোগী হয়ে টেস্ট এবং ওয়ানদের ম্যাচ ফি ৩৩% এবং টোয়েন্টি-২০-তে ২৫% বৃদ্ধি করেছে। 


বর্ধিত ম্যাচ ফি-তে ক্রিকেটারদের সুরক্ষা করা হয়েছে বলে গণমাধ্যমকে ইতোমধ্যে বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। 

“পারিশ্রমিক বেড়েছে, ম্যাচ ফিও বেড়েছে। টেস্ট ক্রিকেটারদের ম্যাচ বৃদ্ধির পরিমাণটা একটু বেশি। এর মধ্য দিয়ে ওদের আগ্রহটা আমরা ধরে রাখতে চাই।“


বর্ধিত ম্যাচ ফি-তে ক্রিকেটারদের পারফরমেন্সের গ্রাফটা উর্ধ্বমূখী হলে স্বস্তির নিশ্বাস ফেলবে বিসিবি।

bottom-logo

ফুটবল

কোপা দেল রের ফাইনালে ‘অনিশ্চিত’ লেভানদভস্কি

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২০ এপ্রিল ২০২৫, ৪:২৭ পিএম

news-details

সেল্টা ভিগোর বিপক্ষে জয়ের ম্যাচে বার্সেলোনার জন্য বড় দুঃসংবাদ হয়ে আসে রবার্ট লেভানদভস্কির চোট। যেভাবে মাঠ ছেড়েছেন, তাতে মনে হচ্ছিল গুরুতর চোটই পেয়েছেন পোলিশ স্ট্রাইকার। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোও দিচ্ছে একই আভাস। সেখানে বলা হচ্ছে, সহসাই তার মাঠে ফেরার সম্ভাবনা কমই।


শনিবার লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ৪-৩ গোলে জয়ের ম্যাচে শুরুর একাদশেই ছিলেন লেভানদভস্কি। ৭৮তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন সাবেক বায়ার্ন মিউনিখ তারকা। 


আরও পড়ুন

৭ গোলের থ্রিলারে জিতে উচ্ছ্বসিত বার্সেলোনা কোচ ৭ গোলের থ্রিলারে জিতে উচ্ছ্বসিত বার্সেলোনা কোচ


স্পেনের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, প্রাথমিকভাবে যে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, সেখানে ধারণা করা হ্যামস্ট্রিংয়ে স্ট্রেনের কারণে হচ্ছে কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ মিস করবেন লেভানদভস্কি।


ফলে আগামী ২৬ এপ্রিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রে ফাইনালে লেভানদভস্কির খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শুধু তাই নয়, ঝুঁকিতে পড়ে গেছে ইন্তার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দুটি ম্যাচও।


ডায়ারিও এএসের সাংবাদিক জাভি মিগুয়েল তো আগ বাড়িয়ে এও বলেছেন, ইন্তারের বিপক্ষে সেমিফাইনালের এক লেগ খেলাও হয়ত সম্ভব হবে না লেভানদভস্কির।


শেষ পর্যন্ত যদি লেভানদভস্কি ছিটকে যান কয়েক সপ্তাহের জন্য, তাহলে সেটা হবে বার্সেলোনার জন্য বড় ধাক্কা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ গোল করে এই মৌসুমে কাতালান ক্লাবটির সর্বোচ্চ গোলস্কোরার তিনিই। ফলে মহাগুরুত্বপূর্ণ তিন ম্যাচে তিনি না খেললে হান্সি ফ্লিকের কপালে ভাজ বাড়বে অনেকটাই।


আরও পড়ুন

রিয়াল অধ্যায় শেষে সেই ব্রাজিলই হচ্ছে আনচেলত্তির গন্তব্য? রিয়াল অধ্যায় শেষে সেই ব্রাজিলই হচ্ছে আনচেলত্তির গন্তব্য?


যদিও সেল্টা ম্যাচের পর বার্সেলোনা কোচ বলেন ইতিবাচক কথাই। 

“লেভানদভস্কির আগামীকাল এমআরআই করা হবে। ফলাফলের জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে, আমরা তার চোটের ব্যাপার আরও জানতে পারব।”

bottom-logo

ফুটবল

৭ গোলের থ্রিলারে জিতে উচ্ছ্বসিত বার্সেলোনা কোচ

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২০ এপ্রিল ২০২৫, ২:৩৫ পিএম

news-details

লা লিগার শিরোপার লড়াইয়ে এগিয়ে থাকাফ জন্য জয়টা ভীষণ দরকার ছিল। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে বার্সেলোনাকে প্রায় রুখেই দিয়েছিল সেল্টা ভিগো। সেই চাপ সরিয়ে শেষ সময়ের গোলে জয় ধরা দেয় কাতালান ক্লাবটির। দলের এই হাল না ছেড়ে দেওয়া মানসিকতায় মুগ্ধ কোচ হান্সি ফ্লিক।


শনিবার রাতের ম্যাচে একটা পর্যায়ে মনে হচ্ছিল এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হবে বার্সেলোনাকে। তবে ইনজুরি টাইমে রাফিনিয়ার গোল নিশ্চিত করে জয়। এতে ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত হয়েছে তাদের। ৬৬ পয়েন্টে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ ম্যাচ খেলেছে একটি কম। 


আরও পড়ুন

৩৯ বছর বয়সে না ফেরার দেশে ক্রোয়েশিয়ান ফুটবলার ৩৯ বছর বয়সে না ফেরার দেশে ক্রোয়েশিয়ান ফুটবলার


সেল্টার বিপক্ষে বার্সেলোনা যেভাবে শেষ পর্যন্ত লড়ে গেছে, সেটা বেশ মনে ধরেছে ফ্লিকের। 

“৩-১ গোলে পিছিয়ে যাওয়ার পর আমরা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছি, তাতে আমি খুব খুশি। দল কখনই হাল ছেড়ে দেয়নি এবং এটাই তাদের মানসিকতা। আমরা যে দ্বিতীয় গোলটি হজম করেছি, সেখানে আসলেই আমাদের ভুল ছিল। তবে আমার কাছে যা গুরুত্বপূর্ণ তা হল খেলার একেবারে শেষ অবধি খেলোয়াড়দের প্রতিক্রিয়াটা।”

ম্যাচের ৬২তম মিনিটে তৃতীয় গোল হজম করে বার্সেলোনা। দানি ওলমো ব্যবধান কমানোর পর সমতা টানেন রাফিনিয়া। মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এরপর ৯৮তম মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে নিশ্চিত করেন রোমাঞ্চকর এক জয়।


কোচের বাড়তি প্রশংসা তাই পেয়েছেন অভিজ্ঞ এই ফুটবলার। 

“রাফিনিয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে দলের অন্যান্য সব খেলোয়াড়ের মতোই দুর্দান্ত খেলেছে। তবে সে একজন নেতা, সবসময়ই তার মাঝে একটা ইতিবাচক মানসিকতা রয়েছে, যা সে দলের বাকিদের মাঝেও ছড়িয়ে দেয়।”
bottom-logo