চোটের কারণে একটা লম্বা সময় মাঠের বাইরে কাটানোর পর ফিরে লিওনেল মেসি কেমন করেন, সেটা নিয়ে সবার আগ্রহ ছিল বেশ। তাদের একেবারেই হতাশ করেননি ইন্টার মায়ামি অধিনায়ক। জোড়া গোলে দলের জয়ের নায়ক হয়েছেন এই আর্জেন্টাইন তারকা। পাশাপাশি নাম লিখিয়েছেন নতুন একটি রেকর্ডেও।
কোপা আমেরিকার ফাইনালে গোড়ালিতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন মেসি। এরপর সেরে ওঠার প্রক্রিয়ায় মিস করেন ক্লাবের পাশাপাশি আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচও। এরপর বাংলাদেশ সময় রবিবার ভোরে মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরেছেন সাবেক বার্সেলোনার ফরোয়ার্ড। ছিলেন শুরুর একাদশেই।
তবে তার দলকে চমকে দিয়ে মাত্র ৫৯ সেকেন্ডেই লিড নেয় ফিলাডেলফিয়া। ২৬তম মিনিটে বক্সের বাইরে থেকে লুইস সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে বক্সে প্রবেশ করে ডান পায়ের শটে জাল খুঁজে নেন মেসি। ছয় মিনিট বাদে বাঁদিক থেকে জর্দি আলবার ক্রস থেকে বাঁ পায়ের কোনাকুনি শটে দ্বিতীয় গোলটি করেন রেকর্ড ৮ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।
😁🫂
— Inter Miami CF (@InterMiamiCF) September 15, 2024
Goal Celebration x @CaptainMorganUS pic.twitter.com/Q2VltNigbi
এর মধ্য দিয়ে এমএলএসে এই মৌসুমে ১৯ ম্যাচে মেসির নামের পাশে রয়েছে ১৫টি গোল ও ১৫টি অ্যাসিস্ট। যুক্তরাষ্ট্রের শীর্ষ লিগে ১৯ ম্যাচের পর ৩০টি গোলের সাথে যুক্ত থাকার তালিকায় এখন মেসিই সবচেয়ে দ্রুততম। দ্বিতীয় গোলটি ছিল তার ক্যারিয়ারের ৮৪০তম গোল। ম্যাচে শেষ পর্যন্ত মায়ামি জেতে ৩-১ গোলে, ইনজুরি টাইমে অন্য গোলটি করেন সুয়ারেজ।
এই জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে শীর্ষস্থান আরও মজবুত হয়েছে মায়ামির। ২৮ ম্যাচে ১৯ জয়ে মেসিদের পয়েন্ট এখন ৬২।
৬ অক্টোবর ২০২৪, ৭:২৭ পিএম
৬ অক্টোবর ২০২৪, ৬:৪৪ পিএম
দানি কারভাহালের ইনজুরি নিয়ে যে ভয়টা রিয়াল মাদ্রিদ পেয়েছিল, হয়েছে তাঁর চেয়েও বাজে কিছু। দানি কারভাহালের যে মেডিকেল রিপোর্ট বেরিয়েছে, সে রিপোর্টে কারভাহালের ডান হাঁটুতে তিনটি জায়গায় লিগামেন্ট ছিঁড়ে গেছে। কারভাহালের এই ‘ভয়াবহ’ ইনজুরির কারণে যে কাজটা গত ছয় বছরে রিয়াল মাদ্রিদ করেনি, সেটাই করতে যাচ্ছে।
ভিয়ারিয়ালের সঙ্গে ম্যাচের একদম শেষ মুহূর্তে ইয়েরেমি পিনোর কাছ থেকে বলের দখল নিতে গিয়ে হাঁটুতে ব্যথা পেয়ে তীব্র চিৎকারে মাঠে পড়ে যান কারভাহাল। তাঁকে ঘিরে ধরেন মাদ্রিদ সতীর্থরা, পরে স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। কারভাহালের ইনজুরির কারণে মাদ্রিদের ব্যাকলাইনের ইনজুরি লিস্টে যোগ হলো আরেকটি নাম। ডিফেন্সে ঘাটতির ব্যাপারে কোচ কার্লো আনচেলত্তির দাবি-দাওয়া ছিল গত মৌসুমেও। তবে সেবার ইনজুরিময় একটা মৌসুম কাটানোর পরও ব্যাকলাইনে নতুন কাউকে সাইন করায়নি মাদ্রিদ, উল্টো সে স্কোয়াড নিয়েই জিতেছে লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগ।
কারভাহালের ইনজুরি এবং ডিফেন্সে ঘাটতির বিষয়কে এবার গুরুত্বের সঙ্গে নিচ্ছে মাদ্রিদ বোর্ড। শীতকালীন দলবদলের মৌসুমে ছয় বছরে প্রথমবারের মতো কোনো খেলোয়াড় সাইন করানোর উদ্যোগ নিতে যাচ্ছেন মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ, জানাচ্ছে মার্কা। একজন সেন্ট্রাল ডিফেন্ডার এবং ফুল ব্যাক সাইন করানোর ব্যাপারে প্রাথমিক পরিকল্পনা করেছে তারা। সর্বশেষ ছয় বছর আগে শীতকালীন দলবদলের মৌসুমে মরক্কোন মিডফিল্ডার ব্রাহিম দিয়াজকে সাইন করিয়েছিল রিয়াল মাদ্রিদ
আর খেলোয়াড় সাইন না করালে ডিফেন্সের ঘাটতিটা থেকেই যেত মাদ্রিদের, কারণ কারভাহালের ইনজুরির যে ধরন– তিনি মাঠের বাইরে থাকবেন অন্তত পক্ষে এক বছর, স্প্যানিশ ডিফেন্ডারের মেডিকেল রিপোর্ট দেখে মার্কাকে তেমনটাই জানিয়েছেন রিপল অ্যান্ড দে প্রাদো ক্লিনিক, ফিফা সেন্টার অব এক্সেলেন্সের ডাক্তার পেদ্রো লুই রিপোল। শুধু এসিএল (অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট) নয়, সঙ্গে ধরা পড়েছে ইসিএল (এক্সটার্নাল ক্রুশিয়েট লিগামেন্ট) এবং ডান পায়ে পপলিটেয়াল টেন্ডনে চিঁড়।
তবে কারভাহালের ইনজুরি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর চুক্তি নবায়ন করেছে মাদ্রিদ বোর্ড। কারভাহালের সঙ্গে মাদ্রিদের চুক্তি ছিল ২০২৫ এর গ্রীষ্ম পর্যন্ত। তাঁর ইনজুরি থেকে সেরে ওঠা এবং ট্রেনিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করার জন্য তাঁর চুক্তি আরও এক বছর বাড়িয়েছে মাদ্রিদ বোর্ড। চুক্তি নবায়নের কৃতজ্ঞতায় মাদ্রিদকে আলাদা করে ধন্যবাদ এবং ক্লাবের প্রতি তাঁর ভালোবাসা ব্যক্ত করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ক্লাবের হয়ে ২৬টি ট্রফি জেতা দানি কারভাহাল।
লম্বা মৌসুম, অনেকেই এই দীর্ঘ রেসে পড়তে পারেন ইনজুরিতে। ধরা পড়েছে ভিনিসিয়ুস জুনিয়রের সার্ভাইকাল ইনজুরিও। আপাতত ডিফেন্স লাইনকে শক্তপোক্ত করার জন্য ফ্লোরেন্তিনো পেরেজ অ্যান্ড কোংকে খুঁজতে হবে সম্ভাব্য নতুন খেলোয়াড়।
১৯ ঘণ্টা আগে
৪ দিন আগে
১০ দিন আগে
১৮ দিন আগে
২১ দিন আগে
২১ দিন আগে
২১ দিন আগে
২২ দিন আগে
২৩ দিন আগে
২৬ দিন আগে
২৫ দিন আগে
২৫ দিন আগে
২৬ দিন আগে