ম্যানচেস্টার সিটিতে লম্বা ও সফল এক অধ্যায় কাটানোর পর ঠিকানা বদল করলেন এদারসন। তুরস্কের ক্লাব ফেনেরবাচেতে স্থায়ীভাবে যোগ দিয়েছেন এই ব্রাজিলিয়ান গোলরক্ষক, মঙ্গলবার নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।
২০১৭ সালে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে সিটিতে যোগ দেন এদারসন। খুব দ্রুতই নিজেকে পেপ গার্দিওলার দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে তুলে ধরেন। সব মিলিয়ে ৮ বছরে ক্লাবটির হয়ে জিতেছেন ১৮টি শিরোপা, যার মধ্যে রয়েছে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা ও একটি চ্যাম্পিয়ন্স লিগও। এছাড়াও এই সময়ে অভিজ্ঞ এই গোলকিপার তিনবার প্রিমিয়ার লিগ গোল্ডেন গ্লাভ পুরস্কারও জিতেছেন।
এদারসনের সিটি ছাড়ার বিষয়টি নিশ্চিত হয়ে যায় ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মার আগমনের খবরে। মঙ্গলবারই তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ইংলিশ ক্লাবটিতে। তাকে জায়গা করে দিতেই নতুন ঠিকানা বেঁছে নিতে হয়েছে ৩২ বছর বয়সী এদারসনকে।
আরও পড়ুন
বুবলিককে উড়িয়ে কোয়ার্টারে সিনার |
![]() |
ফেনারবাহচে এক বিবৃতিতে এদারসনকে দলে টানার ঘোষণা দিলেও সেখানে চুক্তির মেয়াদ সম্পর্কে কিছু জানানো হয়নি। আর ব্রিটিশ মিডিয়ার খবরে বলা হয়েছে, প্রায় ১৬.২ মিলিয়ন ডলারের বিনিময়ে সিটি থেকে ফেনেরবাচে নাম লিখিয়েছেন তিনি।
সিটিকে বিদায় বার্তায় এদারসন জানিয়েছেন আবেগঘন প্রতিক্রিয়া।
“ম্যানচেস্টার সিটির হয়ে আমরা যেসব সাফল্য অর্জন করেছি, সেটা নিয়ে আমি অত্যন্ত গর্বিত। এই ক্লাবের জার্সি গায়ে দেওয়াটা আমার জীবনের সেরা সময় ছিল। আমি আমার স্ত্রী ও সন্তানদের নিয়ে চলে যাচ্ছি বটে, কিন্তু আমি এখানে একটি বড় পরিবার রেখে যাচ্ছি সিটিজেনদের মাঝে।”
No posts available.
২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৩ এম
২ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪৯ এম
১ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৯ পিএম
দলবদলের মৌসুমে এবার অর্থ খরচের রেকর্ড গড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলো। ডেডলাইনের দিনে নিউক্যাসল ইউনাইটেড থেকে ১২৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে অ্যালেকজান্ডার ইসাককে দলে নিয়ে এই অঙ্ক ৩ বিলিয়ন পার করিয়েছে লিভারপুল।
সব মিলিয়ে গ্রীষ্মের এই দলবদলের উইন্ডোতে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো ফুটবলার কেনাবেচায় খরচ করেছে ৩.০৮৭ বিলিয়ন পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা ৫০ হাজার কোটি টাকার বেশি।
২০২৩ সালের গ্রীষ্ম উইন্ডোতে করা ২.৩৬ বিলিয়ন পাউন্ড (প্রায় ৩৯ হাজার কোটি টাকা) খরচের রেকর্ড এবার ভেঙেছে তারা। গত বছরের গ্রীষ্ম উইন্ডোতে দলগুলোর খরচ ছিল ১.৯৬ বিলিয়ন পাউন্ড (প্রায় ৩২ হাজার কোটি টাকা)।
আরও পড়ুন
চোটের কারণে বাদ পড়িনি: নেইমার |
![]() |
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রিমিয়ার লিগের দলগুলোর খরচের এই অঙ্ক ইউরোপের বাকি শীর্ষ চার লিগ- লা লিগা, বুন্দেসলিগা, লিগ ওয়ান ও সিরি আ'র সম্মিলিত খরচের চেয়েও অনেক বেশি। যা প্রমাণ করে কত বেশি খরচ করেছে ইপিএলের দলগুলো।
এই রেকর্ডে সবচেয়ে বড় অবদান লিভারপুলের। প্রিমিয়ার লিগের ইতিহাসে রেকর্ড গড়ে ইসাককে দলে নিয়েছে জায়ান্ট ক্লাবটি। এর বাইরে সব মিলিয়ে এই দলবদলের উইন্ডোতে তারা খেলোয়াড় কিনতে খরচ করেছে ৪১৫ মিলিয়ন পাউন্ড।
এছাড়া দুইশ মিলিয়ন পাউন্ডের বেশি খরচ করেছে আরও পাঁচ ক্লাব- চেলসি (২৮৫), আর্সেনাল (২৫৫), নিউক্যাসল (২৫০), ম্যানচেস্টার ইউনাইটেড (২১৬) ও নটিংহ্যাম ফরেস্ট (২০৫)। খরুচে ক্লাব হিসেবে পরিচিত ম্যানচেস্টার সিটি এবার খেলোয়াড় কিনেছে ১৫২ মিলিয়ন পাউন্ডের।
শুধু যে খেলোয়াড় কিনেছে ক্লাবগুলো তা নয়, খেলোয়াড় বিক্রি করে আয়ও করেছে তারা। খেলোয়াড় বিক্রি থেকে সবচেয়ে বেশি ২৮৮ মিলিয়ন পাউন্ড আয় করেছে চেলসি। তাই সার্বিকভাবে ৩ মিলিয়ন লাভে রয়েছে লন্ডনের ক্লাবটি।
আরও পড়ুন
শেষের কাছে মেসি, কোচ বললেন ‘যত দিন আছে চলুন উপভোগ করি’ |
![]() |
খেলোয়াড় বেচা-কেনার পর সবচেয়ে বেশি লাভ করেছে বোর্নমাউথ। দলে নতুন ফুটবলার আনতে তারা খরচ করেছে ১২০ মিলিয়ন পাউন্ড। বিপরীতে খেলোয়াড় বিক্রি করে তারা আয় করেছে ২০৭ মিলিয়ন পাউন্ড। তাদের নেট লাভ ৮৭ মিলিয়ন পাউন্ড।
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের জন্য গত আগস্টের প্রথম দিন থেকে ক্যাম্প শুরু করেন কোচ সাইফুল বারী টিটু। এরপর বাহরাইনে ১২ দিনের ক্যাম্পের সঙ্গে ছিল দুটি প্রস্তুতি ম্যাচ। সব মিলিয়ে দলের প্রস্তুতিতে কোন ঘাটতি রাখেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বুধবার থেকে বাছাই শুরুর আগে এই প্রস্তুতিই প্রেরণা হবে বলে মনে করেন দলের গোলকিপিং কোচ মাসুদ হাসান উজ্জ্বল।
'সি' গ্রুপে বুধবার বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভিয়েতনাম। উজ্জ্বলের আশা, তাদের বিপক্ষে দারুণ কিছু করবে বাংলাদেশ।
“আপনারা জানেন ৩ তারিখ ভিয়েতনামের বিপক্ষে প্রথম ম্যাচ। তাদের বিপক্ষে টেকনিক, ট্যাকটিকসে কীভাবে এগিয়ে থাকব এখন ছেলেদের সঙ্গে তা নিয়েই কাজ করছি। আলহামদুলিল্লাহ! ওরা খুব ভাল একটা অবস্থানে আছে এই জায়গাটায়। আশার করছি প্রথম ম্যাচে ভালো ফল নিয়ে মাঠ ছাড়ব।”
আরও পড়ুন
হামজাকে পেতে চেষ্টা করছে বাফুফে, না পেলে কষ্ট হবে তপুদের |
![]() |
কোচের সুরে কথা বলেছেন গোলকিপার সাকিব আল হাসানও।
“আমরা খুব ভাল একটা সেশন করছি। ম্যাচের আগে এটা কাজে দেবে। ভাল কিছু করতে প্রতিজ্ঞাবদ্ধ।”
তবে ভিয়েতনামকে হারানো মোটেও সহজ হবে না বলেই মনে করছে দল। শক্তিমত্তা বা র্যাঙ্কিং, সব কিছুতেই এগিয়ে ভিয়েতনাম। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৪তম। বিপরীতে ভিয়েতনাম আছে ১১৩ নম্বরে।
৭১ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে অবশ্য নিজেদের ভাল প্রস্তুতিকে এগিয়ে রাখছেন গোলকিপিং কোচ।
“ভিয়েতনামকে নিয়ে অনেক আগে থেকে আমরা কাজ করছি, ওদের শক্তিমত্তা-দুর্বলতা নিয়ে কাজ করছি। র্যাঙ্কিংয়ে ভিয়েতনাম আমাদের থেকে অনেক এগিয়ে, টেকনিকালি তারা এগিয়ে। তবে সেই দিক থেকে বলব আমাদের ছেলেদের যে মনোভাব, আমাদের যে দীর্ঘ প্রস্তুতি, আমরা ভাল কিছু করতে পারব।”
বাংলাদেশের গ্রুপের বাকি দুই দল হচ্ছে- ইয়েমেন ও সিঙ্গাপুর। আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর তাদের বিপক্ষে খেলবে লাল সবুজের ছেলেরা।
ব্রাজিল দল থেকে বাদ পড়ার এক সপ্তাহ পর নতুন তথ্য দিলেন নেইমার জুনিয়র। তার মতে, চোটের জন্য নয় বরং টেকনিক্যাল কারণে তাকে সামনের দুই ম্যাচের দলে রাখেননি ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
গত সপ্তাহে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আনচেলত্তি। যেখানে জায়গা হয়নি নেইমারের। ফলে অপেক্ষা বেড়ে যায় তার জাতীয় দলে ফেরার। নেইমারকে বাইরে রাখার কারণ হিসেবে তখন চোটের কথা বলেছিলেন ব্রাজিল কোচ।
সংবাদ সম্মেলনে তখন নেইমারকে ফিট থাকার তাগিদও দিয়েছিলেন আনচেলত্তি।
আরও পড়ুন
শেষের কাছে মেসি, কোচ বললেন ‘যত দিন আছে চলুন উপভোগ করি’ |
![]() |
“নেইমারের একটু সমস্যা হয়েছে। তার মান যাচাই করার তো দরকার নেই। সবাই তার সামর্থ্য সম্পর্কে জানে। কিন্তু দলের অন্য সবার মতো তাকেও শারীরিকভাবে ফিট থাকতে হবে, যেন বিশ্বকাপে সেলেসাওদের সাহায্য করতে পারে।”
তবে প্রায় এক সপ্তাহ পর এবার ভিন্ন দাবি করলেন নেইমার। তার মতে, বাদ পড়ার কারণ চোট সমস্যা নয়। ব্রাজিলের ঘরোয়া ফুটবলে সান্তোসের হয়ে ফ্লুমিনেজের বিপক্ষে পূর্ণ ৯০ মিনিট খেলার পর এই কথা বলেছেন তিন।
“আমার পায়ের পেশিতে একটু ফোলা ছিল। যে কারণে অস্বস্তিতে ভুগছিলাম। তবে এটি গুরুতর কিছু নয়। আজকেও তো (ফ্লুমিনেজের বিপক্ষে) খেললাম। আর বাহিয়ার বিপক্ষে নিষেধাজ্ঞার কারণে আমি এমনিও খেলতে পারতাম না। তাই তারা আমাকে স্কোয়াডের বাইরে রেখেছিল।”
পরে ব্রাজিল দল থেকে বাদ পড়ার কারণ নিজেই বলেন নেইমার।
“আমাকে বাদ দেওয়ার কারণ ছিল সম্পূর্ণ টেকনিক্যাল। শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে এটা কোচের সিদ্ধান্ত, আর আমি তা সম্মান করি। আমি যেহেতু দলে নেই, এখন বাইরে বসে দলকে সমর্থন করতে হবে।”
২০২৩ সালের অক্টোবরের পর আর ব্রাজিল দলের হয়ে খেলতে পারেননি নেইমার। সেই ম্যাচে হাঁটুতে চোট পেয়ে এক বছরের জন্য ছিটকে যান মাঠের বাইরে।
গত মার্চে প্রায় ১৭ মাস পর জাতীয় দলে ফিরলেও, সান্তোসের হয়ে খেলার সময় চোট পাওয়ার আর কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামা হয়নি নেইমারের।
আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর গত মে মাসে প্রথম ব্রাজিল দল ঘোষণা করেন। তখন চোটমুক্ত ছিলেন নেইমার। কিন্তু ফিটনেস ঘাটতির কথা বলে তখনও তাকে নেননি বর্ষীয়ান কোচ।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোরে ঘরের মাঠে চিলির মুখোমুখি হবে ব্রাজিল। চার দিন পর বলিভিয়ার বিপক্ষে বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোরে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এটিই হতে চলেছে নিজের দেশে লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ। এই ম্যাচের আগে বিদায়ের বেদনায় না পুড়ে, বরং মুহূর্তটি উপভোগ করতে বললেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
গত জুনে ৩৮ বছর পূর্ণ হয়েছে মেসির। তাই অবসরের প্রসঙ্গ চলে আসছে প্রায় নিয়মিতই। সব ঠিক থাকলে আগামী বছরের ফিফা বিশ্বকাপ খেলেই হয়তো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন আর্জেন্টাইন মহাতারকা।
আরও পড়ুন
ইউনাইটেড ছাড়ছেন সানচো, ভিলাতেই ‘আটকে গেলেন’ এমিলিয়ানো |
![]() |
তবে এর আগে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি ঘরের মাঠে তার শেষ। এরই মধ্যে মেসি নিজেও দিয়েছেন সেই ঘোষণা। ভেনেজুয়েলা ম্যাচে তার পুরো পরিবার মাঠে থাকবে বলে জানিয়েছেন আটবারের ব্যালন ডি'অর জয়ী বিশ্ব তারকা।
ম্যাচের আগে টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেছেন, মেসি আর যতদিন আছেন, ততদিন তাকে উপভোগ করা উচিত।
“এই বিষয়টা (বিদায়ের বেদনা) পুরোপুরি আমাদের নিজেদের ভেতরের ব্যাপার। আমরা আনন্দের মধ্যেও বিষণ্ণতা খুঁজে বেড়াই। ফিদেও (অ্যাঞ্জেল ডি মারিয়া) যখন বিদায় নেয়, তখনও একই অবস্থা ছিল। তাই যতদিন (মেসি) আছে, চলুন উপভোগ করি।”
“সামনে যা হওয়ার হবে। এখন এই মুহূর্তটি উপভোগ করার সময়। তার অবসরের ঘোষণা বা তার চলে যাওয়া নিয়ে ভাবার সময় নয়।”
আর্জেন্টিনা কোচের মতে, বিশ্ব ফুটবলের জন্য অনেক বড় ঘটনা এটি।
“শুধু আর্জেন্টাইনদের জন্য নয়, বিশ্ব ফুটবলের জন্যই এটি গুরুত্বপূর্ণ। তাই আমি মনে করি, এখন এটি উপভোগ করার সময় এবং ভবিষ্যতে কী হবে তা নিয়ে চিন্তা করা দরকার নেই। কোচিং স্টাফ ও সতীর্থ হিসেবে আমরা সেটিই চেষ্টা করছি এবং আবেগের স্রোতে ভেসে যেতে চাচ্ছি না।”
আরও পড়ুন
ফের বিতর্কিত কাণ্ডে জড়ালেন সুয়ারেজ |
![]() |
অবসরের সিদ্ধান্ত নেওয়া যে খুব কঠিন, সেটিও বেশ ভালো করেই জানেন স্কালোনি।
“আমার জন্য খেলা ছেড়ে দেওয়া যেমন সহজ ছিল না, তেমনই এটি কঠিন সময়। সে নিজের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার অর্জন করেছে। আমাদের পক্ষ থেকে সে সবসময় পূর্ণ সমর্থন পাবে।”
ইউরোপিয়ান ট্রান্সফার ডেডলাইন ডে-তে শেষ সময়ে এসে বড় ক্লাবগুলো গুছিয়ে নিচ্ছে দল। খেলোয়াড়রাও করছেন ঠিকানা বদল। সেই আলোচনায় বড় নাম ছিলেন জ্যাডন সানচো ও এমিলিয়ানো মার্তিনেজের৷ এর মধ্যে সানচোর ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাওয়া নিশ্চিত হয়ে গেলেও আশাভঙ্গ হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষকের, যার সম্ভাবনা জেগেছিল ইংলিশ ক্লাবটিতে যোগ দেওয়ার।
ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইংল্যান্ডেই থাকছেন সানচো। তরুণ এই উইঙ্গারকে ধারের চুক্তিতে নেওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে অ্যাস্টন ভিলা। তবে এটি স্থায়ী নাকি অস্থায়ী চুক্তি হচ্ছে, তা এখনও নিশ্চিত নয়।
ইউনাইটেডে অনেকটা সময় ধরেই ব্রাত্য হয়ে পড়া সানচো গত ১৮ মাসে ধারে খেলেছেন যথাক্রমে বরুশিয়া ডর্টমুন্ড ও চেলসির হয়ে। তবে দুই ক্লাবের কেউই তাকে স্থায়ীভাবে দলে নেয়নি। এর মধ্যে চেলসি ইউনাইটেডকে ৫ মিলিয়ন পাউন্ডের জরিমানাও দিয়েছে। কারণ, তাদের সানচোকে স্থায়ীভাবে কিনে নেওয়ার বাধ্যবাধকতা ছিল।
সানচোকে নিয়ে দুই ক্লাব চুক্তিতে সম্মত হলেও উল্টোটা হয়েছে এমিলিয়ানোর ক্ষেত্রে। একদিন আগেও ভিলা থেকে আর্জেন্টাইন তারকাকে নেওয়ার লড়াইয়ে ভালোভাবেই ছিল ইউনাইটেড। তবে শেষ মূহুর্তে তা বাতিল করেছে তারা।
ইউনাইটেড এখন চেষ্টা চালিয়ে যাচ্ছে বেলজিয়ান ক্লাব রয়্যাল অ্যান্টওয়ার্পের গোলরক্ষক সেনে লামেন্সকে নেওয়ার জন্য। তার জন্য ১৮.২ মিলিয়ন পাউন্ড (অতিরিক্ত বোনাস সহ) দিতেও রাজি ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। ২৩ বছর বয়সী বেলজিয়ান পাঁচ বছরের চুক্তিতে স্বাক্ষর করবেন বলেই খবর।
বয়সের তরুণ হওয়ার পাশাপাশি আর্থিক কারণেই এমিলিয়ানোর প্রতি আগ্রহ হারিয়েছে ইউনাইটেড। ৩২ বছর বয়সী এই গোলকিপারের জন্য ইউনাইটেডকে ল্যামেন্সের তুলনায় দ্বিগুণ ট্রান্সফার ফি গুনতে হতো। সাথে দিতে গত সপ্তাহে প্রায় ২ লাখ পাউন্ড বেতনও।
২০২২ বিশ্বকাপজয়ী এমিলিয়ানো অবশ্য এখনো ভিলা ছাড়তে পারেন। কারণ, সৌদি আরব ও তুরস্কের ট্রান্সফার উইন্ডো এখনও খোলা থাকবে। এর পাশাপাশি তার ভিলাতেই থেকে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।