মাত্র ৩৯ দিন আগেই অ্যাঞ্জো পোস্তেকোগলুকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছিল নটিংহ্যাম ফরেস্ট। গত মৌসুমে টটেনহ্যামকে ইউরোপা লিগ জেতানো এই কোচ শেষ পর্যন্ত এক মাস শেষ হতে না হতেই বহিষ্কার হলেন। ইংলিশ প্রিমিয়ার লিগে ফরেস্টের একের এক ব্যর্থতায় চাকরি হারালেন অস্ট্রেলিয়ান কোচ।
প্রিমিয়ার লিগে আজ চেলসির বিপক্ষে ০-৩ গোলে হারের পর আর অপেক্ষা করেনি নটিংহ্যাম ফরেস্ট। আনুষ্ঠানিক এক বিবৃতিতে তাকে বহিষ্কার করার ঘোষণা দিয়ে ক্লাবটি লিখে, ‘সাম্প্রতিক হতাশাজনক ফলাফল ও পারফরম্যান্সের পর, অ্যাঞ্জে পোস্তেকোগ্লুকে প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তাৎক্ষণিকভাবে সেটা কার্যকর করা হয়েছে।’
আরও পড়ুন
নটিংহ্যামের হতাশা বাড়িয়ে সহজ জয় চেলসির |
![]() |
প্রিমিয়ার লিগ ইতিহাসে দ্বিতীয় সংক্ষিপ্ততম কোচিং মেয়াদের অপ্রীতিকর রেকর্ড এখন পোস্তেকগ্লুর। এই রেকর্ডে এক নম্বরে আছেন স্যাম অ্যালারডাইস। ২০২৩ সালে লিডস ইউনাইটেডে মাত্র ৩০ দিন দায়িত্বে ছিলেন তিনি।
নতুন মৌসুমে হারতে হারতে বিপর্যস্ত ফরেস্ট এখন অবনমন অঞ্চল থেকে মাত্র একধাপ উপরে আছে। ৮ ম্যাচে মাত্র এক জয় নিয়ে ১৭ নম্বরে আছে ক্লাবটি।
নুনো সান্তোসকে বহিষ্কার করার পর গত ৯ সেপ্টেম্বর নটিংহ্যামে নিয়োগ পান পোস্তেকোগলু। তার অধীনে আটটি ম্যাচের একটিতেও জিততে পারেনি ফরেস্ট। ক্লাবটির ইতিহাসে গত ১০০ বছরে এতটা বাজে শুরু করেনি কোনো কোচ।
আজ চেলসির বিপক্ষে ম্যাচ চলাকালীনই মাঠ ছাড়েন ক্লাবটির মালিক ইভানগেলোস মারিনাকিস। ম্যাচ শেষ হওয়ার মাত্র ১৯ মিনিট পরেই ক্লাবের পক্ষ থেকে পোস্তেকগ্লুর বিদায়ের ঘোষণা আসে।
অথচ গতকালই সংবাদ সম্মেলনে নিজের কোচিং রেকর্ডের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেছিলেন ৬০ বছর বয়সী পোস্তেকোগলু। আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, ‘যদি সময় দেওয়া হয়, তাহলে গল্পটা সবসময় একইভাবে শেষ হয় – আমি ট্রফি নিয়ে থাকি।’
No posts available.
হ্যারি কেইন মাঠে নামবেন আর গোল পাবেন না, সেটাও কি হয়? চলতি মৌসুমে ছন্দের তুঙ্গে থাকা কেইন আরও একটি ম্যাচে গোল করলেন। আর নতুন মৌসুমে কেইন গোল করলে দলও যে হারে না।
বুন্দেসলিগায় আজ বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-০১ গোলে জিতেছে বায়ার্ন। কেইনের গোলের পর ব্যবধান বাড়ানো গোলটি করেন মাইকেল ওলিসে। ডর্টমুন্ডের হয়ে ব্যবধান কমানো গোলটি করেন জুলিয়ান ব্র্যান্ডেট।
লিগে শতভাগ জয়ের ধারা ধরে রেখে শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করল বায়ার্ন। ৭ ম্যাচে বাভারিয়ানদের পয়েন্ট ২১। ২০২৫-২৬ মৌসুমে লিগে প্রথম হার দেখা ডর্টমুন্ড সমান ম্যাচে ৪ জয়, ২ ড্র ও এক হারে ১৪ পয়েন্ট নিয়ে চারে আছে।
ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় দাপট ছিল বায়ার্নেরই। ম্যাচের ৬৪ ভাগ বল নিজেদের কাছে রেখে ১৫টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখে ভিনসেন্ট কোম্পানির দল। আর সফরকারী ডর্টমুন্ড ৮টি শট নিয়ে একটি লক্ষ্যে রাখে।
২২ মিনিটে কেইনের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন। জশুয়া কিমিচের নিখুঁত কর্নার থেকে লক্ষ্যভেদ করেন ইংলিশ ফরোয়ার্ড। চলতি মৌসুমে লিগে এ নিয়ে ১৩ গোল হলো তাঁর। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি কেইনের ১৯তম গোল। প্রথামার্ধে বাকি সময়ও্ গোলের জন্য আক্রমণে ডর্টমুন্ডের রক্ষণকে তটস্থ রাখে বায়ার্ন। সফরকারীদের বেশি ভুগিয়েছেন ওলিসে। বিরতির আগে গোলের একাধিক সুযোগ সৃষ্টি করেন ফরাসি উইঙ্গার।
৭৮ মিনিটে ব্যবধান দ্বিগুন করা গোলটি পায় বায়ার্ন। বাম প্রান্ত থেকে আক্রমণে ওঠা লুইজ দিয়াজ ডর্টমুন্ডের ডিফেন্ডার অ্যান্টনকে পেছনে ফেলে বল বক্সে পাঠান। জুভ বেলিংহাম বল ঠিকঠাক ক্লিয়ার করতে না পারায় স্লাইড বল জালে পাঠিয়ে দেন ওলিসে।
০-২ ব্যবধানে পিছিয়ে পড়া ডর্টমুন্ড ৮৪ মিনিটের বদলি নামা জুলিয়ান ব্র্যান্ডেটের গোলে ম্যাচে ফেরার স্বপ্ন দেখে। তবে শেষ পর্যন্ত খালি হাতেই মাঠ ছাড়তে হয় তাদের।
আন্তর্জাতিক বিরতির আগে সেভিয়ার বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর আবারও হোঁচট খাওয়ার পথে ছিল বার্সেলোনা। তবে কাতালান ক্লাবটির ত্রাতা হিসেবে হাজির হন রোনাল্ড আরাউহো। ড্রয়ে গড়ানো ম্যাচে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের তিন মিনিটে গোল করে জার্সি খুলে ছুটতে থাকেন বার্সা ডিফেন্ডার। তাঁর এই গোলেই যে পয়েন্ট টেবিলে রাজত্ব ফিরে পেয়েছে হ্যান্সি ফ্লিকের দল।
লা লিগায় আজ জিরোনার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে রুদ্ধশ্বাস এক জয়ই পেয়েছে বার্সেলোনা। পেদ্রির গোলের পর আরাউহোর গোলে জিরোনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। জিরোনার হয়ে গোল করেন এক্সেল উইটসেল।
দুর্দান্ত এই জয়ে রিয়াল মাদ্রিদকে হটিয়ে আপাতত পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে এল বার্সেলোনা। ৯ ম্যাচে ৭ জয়, এক ড্র ও এক হারে লামিনে ইয়ামালদের সংগ্রহ ২২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে জাবি আলোনসোর রিয়াল। আর চলতি মৌসুমে লিগে মাত্র একটি জয় পাওয়া জিরোনা ৬ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে আছে।
ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে বার্সার আক্রমণের ঢেউ ভালোভাবেই সামাল দিয়েছে জিরোনা। পুরো ম্যাচে ইয়ামাল-মার্কাস রাশফোর্ডরা ৬৮ শতাংশ বল দখলে রেখে ২৭টি শট নেয়, যার মধ্যে লক্ষ্যে ছিল ৯টি। বিপরীতে ১১টি শট নিয়ে চারটি লক্ষ্যে সফরকারী দল জিরোনা।
১৩ মিনিটে পেদ্রির দৃষ্টিনন্দন এক গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ডান দিক থেকে ইয়ামালের পাস বক্সে পান তিনি। পাশে থাকা প্রতিপক্ষের এক খেলোয়াড়ের বাধা এড়িয়ে জায়গা বানিয়ে কয়েকজনের মাঝ দিয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ মিডফিল্ডার।
অবশ্য এগিয়ে যাওয়ার আনন্দ খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি বার্সা। মিনিট সাতেক পরই সমতায় ফিরে জিরোনা। প্রতিপক্ষের কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হয় বার্সেলোনার খেলোয়াড়রা। সতীর্থের হেড পাসে ওভারহেড কিকে গোলটি করেন বেলজিয়ান মিডফিল্ডার উইটসেল।
পরের চার মিনিটে আরও দুটি আক্রমণে বার্সার রক্ষণের বড় পরীক্ষা নেয় জিরোনা। তবে দারুণ দুটি সেভ করে দলকে রক্ষা করেন মূল গোলকিপার জোয়ান গার্সিয়ার বিকল্প ভয়চেক সেজনি।
বিরতির আগে এগিয়ে যাওয়ার দুটি পরিষ্কার সুযোগ পায় জিরোনা। কিন্তু দুবারই গোলরক্ষককে একা পেয়ে বাইরে শট করেন ব্রায়ান হিল ও উইটসেল। সুযোগ এসেছিল বার্সারও। তবে শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে আক্রমণের বেগ বাড়ায় বার্সা। ফার্মিন লোপেসের দুটি শট ঠেকান গোলরক্ষক, তার আরেকটি শট লাগে পোস্টে। ইয়ামালের একটি প্রচেষ্টাও ফিরিয়ে দেন সফরকারী দলের গোলরক্ষক।
৬১তম মিনিটে জিরোনার জালে বল পাঠিয়েও কাজ হয়নি বার্সার। পাউ কুবার্সির সেই গোল বাতিল হয়ে যায় এরিক গার্সিয়া প্রতিপক্ষের একজনকে ফাউল করায়। জয়সূচক গোল পেতে চেষ্টার কোনো কমতি রাখেনি বার্সা।
শেষ বাঁশি বাজার এক মিনিট বাকি থাকতে আসে সেই মাহেন্দ্রক্ষণ। বক্সের ডান দিক থেকে ফ্রেংকি ডি ইংয়ের কাট-ব্যাক ছুটে গিয়ে স্লাইডে বল জিরোনার জালে পাঠিলে ভোঁ দৌড় দেন আরাউহো। তাঁর পেছনে ছুটতে থাকে আনন্দে আত্মহারা সতীর্থরা।
এর আগে যোগ করা সময় নিয়ে আপত্তি তুলে লাল কার্ড দেখেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। তবে এমন রোমাঞ্চকর জয়ের পর আর তা নিয়ে মন খারাপ করার কথা নয় বার্সা কোচের।
জাতীয় দল কিংবা ক্লাব আর্লিং হল্যান্ড যেন অপ্রতিরোধ্য। আগের ম্যাচে নরওয়ের হয়ে হ্যাটট্রিক করা ‘গোলমেশিন’ এবার আন্তর্জাতিক বিরতির পর ম্যানচেস্টার সিটিকে জেতালেন জোড়া গোল করে।
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ হল্যান্ডের জোড়া গোলে এভার্টানের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের দুটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে।
দারুণ এই জয়ে পয়েন্ট টেবিলে আপাতত শীর্ষে উঠে এল ম্যান সিটি। ৮ ম্যাচে ৫ জয়, ১ ড্র ও ২ হারে পেপ গার্দিওলার দলের অর্জন ১৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে আর্সেনাল। ১১ পয়েন্ট নিয়ে নয় নম্বরে এভার্টন।
ঘরের মাঠ ইতিহাদে প্রিমিয়ার লিগে শেষ আট ম্যাচের ৭টিতেই জয় পায় ম্যান সিটি। এভার্টনের বিপক্ষেও একচ্ছত্র আধিপত্য ছিল গার্দিওলার দলের। ম্যাচে ৭০ শতাংশ বল দখলে রেখে ১৯টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখে স্বাগতিকরা। যেখানে মোট পাঁচটি শট নিয়ে মাত্র একটি লক্ষ্যে রাখতে পেরেছে এভার্টন।
আরও পড়ুন
১০০ বছরের রেকর্ড ভেঙে বহিষ্কার হলেন নটিংহ্যাম কোচ |
![]() |
প্রথমার্ধে আক্রমণের পসরা সাজিয়েও গোল পায়নি ম্যান সিটি। দুই দলের গোলকিপার জর্ডান পিকফোর্ড ও জিয়ানলুইজি ডোনারুম্মা বেশ কয়েকটি দারুণ সেভ করেন। রক্ষণ সামলে দারুণ দুটি প্রতিআক্রমণে গোলের সুযোগ পেয়েছিল এভার্টন। তবে সফরকারী দলের ফরোয়ার্ড বেটো দলকে এগিয়ে নেওয়ার সুযোগ নষ্ট করেন। সুযোগ এসেছিল সিটিরও। তবে প্রথমার্ধে জাল খুঁজে নিতে ব্যর্থ হয় তারাও।
দ্বিতীয়ার্ধে দ্রুতই প্রথম গোল পেয়ে যায় সিটি। ও’রেইলির ক্রস থেকে হেড থেকে দারুণ এক গোল করে দলকে লিড এনে দেন হল্যান্ড। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এটি নরওয়েজিয়ান তারকা ফরোয়ার্ডের ১০ নম্বর গোল।
৬১ মিনিটে পেনাল্টি পেতে পারত এভার্টন। এভার্টনের মিডফিল্ডার জেমস গার্নারের একটি শট বার্নার্দো সিলভার হাতে লাগে। তবে ভার চেক করে রেফারি পেনাল্টি সিদ্ধান্ত না দিলে হাঁফ ছেড়ে সিটি।
দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুন করা গোলটি করে জোড়া গোল পূর্ণ করেন হল্যান্ড। সাবিনহোর নিঁখুত এক ব্যাক পাস এভার্টনের ডিফেন্ডার তারকোভস্কির পায়ের ফাঁক দিয়ে জালে পাঠান ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। চলতি মৌসুমে এ নিয়ে ১৩ ম্যাচে ২৩ গোল হলো তাঁর।
বাংলাদেশ ফুটবল লিগের নতুন মৌসুম শুরু হয় ঢাকা আবাহনী ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির মধ্যকার ম্যাচ দিয়ে। গত ২৬ ও ২৭ সেপ্টেম্বর প্রথম রাউন্ডের খেলা শেষে লম্বা বিরতি। ২২ দিন পর আবার মাঠে গড়াচ্ছে লিগের খেলা। কাল ভিন্ন ম্যাচে মাঠে নামছে আবাহনী এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব।
কুমিল্লার ভাষা শহীদ ধীনেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বেলা পৌনে ৩টায় আবাহনীকে মোকাবেলা করবে ব্রাদার্স ইউনিয়ন। একই সময়ে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ পুলিশ এফসি। আর মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবের প্রতিপক্ষ রহমতগঞ্জ।
আরও পড়ুন
ভাগ্যের কাছেই 'হেরেছে' বাংলাদেশ — হামজাদের ড্র নিয়ে ঋতুপর্ণা |
![]() |
পরের দিন মাঠে গড়াবে দুটি ম্যাচ। বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসি খেলবে বসুন্ধরা কিংসের বিপক্ষে। বেলা সাড়ে ৫টায় গড়াবে ম্যাচটি। দিনের অপর ম্যাচে মানিকগঞ্জে মুখোমুখি হবে পিডব্লিউডি ও আরামবাগ ক্রীড়া সংঘ। বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচ সরাসরি দেখা যাবে চ্যানেল টি-স্পোর্টস-এ।
কাল-পরশু লিগের দ্বিতীয় রাউন্ড খেলা শেষে আবার ৩৫ দিনের বিরতি। আগামী ২৪ নভেম্বর থেকে মাঠে গড়াবে তৃতীয় রাউন্ডের খেলা। ঘরোয়া লিগের খেলা সাধারণত শুক্রবার ও শনিবার হয়ে থাকে। এমনটাই হয়ে আসছিল বিগত বছরগুলোতে। তবে বিশেষ কারণে এবার লিগের খেলা হবে রোববার ও সোমবারে।
লিগের প্রথম রাউন্ড শেষ হয়েছে অঘটনে। বসুন্ধরা কিংস ২-২ গোলে ড্র করে লিগের নবাগত পিডব্লিউডির সঙ্গে। ফর্টিসের কাছে ০-২ ব্যবধানে হারে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। আর আবাহনী গোলশূন্য ড্র করে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জের সঙ্গে।
আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হবে এএফসি চ্যালেঞ্জ লিগের খেলা। গ্রুপস্টেজে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি বসুন্ধরা কিংস। 'বি' গ্রুপে বসুন্ধরা কিংস খেলবে কুয়েতে। ২৫ তারিখ তাদের প্রতিপক্ষ আল সিব। ২৮ অক্টোবর কিংস মাঠে নামবে আল আনসারের বিপক্ষে। শেষ দিনে বাংলাদেশের লিগের পাঁচবারের চ্যাস্পিয়নদের প্রতিপক্ষ আল কুয়েত।
এএফসি চ্যালেঞ্জ লিগের পর আগামী ১৮ নভেম্বর বাংলাদেশ জাতীয় ফুটবল দল খেলবে ভারতের বিপক্ষে। ঘরের মাঠে হতে যাওয়া সেই ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের। যে কারণে ঘরোয়া লিগের বিরতি পড়ছে।
লিভারপুলের বিপক্ষে রোমাঞ্চকর এক জয় দিয়ে আন্তর্জাতিক বিরতিতে যায় চেলসি। দু’সপ্তাহ পর ফিরে আবার জয় দিয়েই শুরু করল ব্লুজরা। বিপরীতে নটিহ্যাম ফরেস্টের দায়িত্ব নিয়ে এখনও দলকে জয়ের মুখ দেখাতে পারলেন না অ্যাঞ্জো পোস্তেকোগলু।
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে চেলসি। সবক’টি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। জশ আচেমপোংয়ের গোলের পর পেদ্রো নেতোর গোলে ব্যবধান দ্বিগুন করে এঞ্জো মারেস্কার দল। শেষদিকে চেলসির তৃতীয় গোলটি আসে রেসে জেমসের নৈপুণ্যে।
এ জয়ে প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে চেলসি। ৮ ম্যাচে ৪ জয়, ২ হার ও ২ ড্রয়ে ক্লাবটির সংগ্রহ ১৪ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। আর ৮ ম্যাচে মাত্র এক জয় নিয়ে ১৭ নম্বরে নটিংহ্যাম ফরেস্ট।
আরও পড়ুন
কারানের লড়াই ব্যর্থ, বৃষ্টিতে পরিত্যক্ত প্রথম টি-টোয়েন্টি |
![]() |
ফরেস্টের মাঠ সিটি গ্রাউন্ডে বল দখলে চেলসির সঙ্গে সমানে সামনেই লড়েছে স্বাগতিকরা। তবে আক্রমণেই পিছিয়ে ছিল তারা। ৫২ শতাংশ বল দখলে রেখে ১৪টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখে চেলসি। আর ৯টি শট নেওয়া ফরেস্টের গোলমুখে শট ছিল কেবল দুটি।
অবশ্য প্রথামার্ধে হতাশাজনক পারফরম্যান্সই ছিল চেলসির। ফরেস্টের হাই প্রেসিং চেলসিকে ভুল পাস খেলতে বাধ্য করে। প্রথামার্ধের শেষদিকে দলকে লিড এনে দেওয়ার সুযোগ পেয়েছিলেন আন্দ্রে সান্তোস। তবে ব্রাজিলিয়ান মিডফিল্ডারের হাফ-ভলি গোলপোস্টের নাগাল পায়নি।
বিরতির চার মিনিট পরই প্রথম গোল পেয়ে যায় চেলসি। বাঁ দিক থেকে আক্রমণে উঠে সফরকারীরা। নেতোর চমৎকার এক ক্রস থেকে হেডে জাল কাঁপান আচেমপোং। তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে চেলসি। প্রথম গোলের যোগানদাতা নেতো এবার গোলদাতার ভূমিকায়। ফ্রি-কিক থেকে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ উইঙ্গার।
দু’দফা পিছিয়ে পড়ার পর দারুণ কিছু গোলের সুযোগ তৈরি করে ফরেস্ট। তবে জালের দেখা আর পাওয়া হয়নি পোস্তেকোগলুর দলের। উল্টো ৮৪ মিনিটে ০-৩ ব্যবধানে পিছিয়ে পড়ে তারা। কর্নার থেকে আসা বল ঠিকঠাক ক্লিয়ার করতে ব্যর্থ হন ফরেস্ট গোলকিপার মাৎজ সেলস, বল পেয়ে যান জেমস। দারুণ এক ভলিতে বল জালে পাঠাতে কোনো ভুল করেননি ইংলিশ ফুল-ব্যাক।
৮৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসির ফরাসি মিডফিল্ডার মালো গুস্তো। তবে দিকে ১০ জনের দলের বিপক্ষেও গোল করতে ব্যর্থ হয় ফরেস্ট।
আরও পড়ুন
মিরপুরের স্পিন মঞ্চে ব্যাটারদের লড়াই |
![]() |
ফরেস্টের ডাগ-আউটের দায়িত্ব নিয়ে এ নিয়ে আট ম্যাচের একটিতেও জয় পেলেন না পোস্তেকোগলু। অধীনে। এটি ফরেস্টের শত বছরের বেশি সময়ের ইতিহাসে কোনো কোচের সবচেয়ে বাজে শুরু এটি।