
মাদ্রিদ ডার্বি মানেই বাড়তি উত্তেজনা, সেটা খেলোয়াড় ও গ্যালারিতে সমর্থকদের মধ্যে দুই জায়গাতেই। রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের সবশেষ লড়াইয়ে থিবো কোর্তোয়ার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে তার দিকে বিভিন্ন বস্তু ছুড়ে মারে আতলেতিকোর সমর্থকরা। এই ঘটনার জেরে এক ব্যক্তিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার কথা জানিয়েছে আতলেতিকো।
৬৪তম মিনিটে রিয়াল লিড নেওয়ার পর উদযাপন শুরু করেন গোলরক্ষক কোর্তোয়া। সাথে সাথেই তাকে দুয়ো দেওয়া শুরু করে প্রতিপক্ষের সমর্থকরা। খানিক বাদেই শুরু হয়ে তাকে লক্ষ্য করে পানির বোতল, চাবির রিং থেকে শুরু করে লাইটার ছুড়ে মারার ঘটনা। এসব না থামায় ১০ মিনিট বন্ধও থাকে খেলা।
এরপরও পরিস্থিতি শান্ত না হওয়ায় মাঠে ঘোষণা দিয়ে বলা হয়, ম্যাচ পরিত্যক্ত হতে পারে৷ শেষ পর্যন্ত খেলা আবার শুরু হয় এবং ড্র হয় ১-১ গোলে।
ম্যাচের পর আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে ও দলটির অধিনায়ক কোকে দুজনেই এই ঘটনার জন্য কোর্তোয়ার সমালোচনা করেছিলেন। তাদের দাবি, কোর্তোয়ার মিলিতাওয়ের গোল উদযাপনই এই ঘটনা শুরুটা করেছে।
আতলেতিকো এক বিবৃতিতে জানিয়েছে যে, “ডার্বির সময় বস্তু নিক্ষেপের সাথে জড়িত থাকায়, আমাদের নিরাপত্তা বিভাগের সহযোগিতায় গতকাল পুলিশ দ্বারা চিহ্নিত এক ব্যক্তিকে স্থায়ীভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব।”
ঘটনাবহুল এই ম্যাচের আগে থেকেই কোর্তোয়ার সাথে আতলেতিকোর সমর্থকদের সম্পর্ক ভালো নয়। চেলসিতে থাকা অবস্থায় এই ক্লাবটিতেই ধারে খেলেছিলেন বেলজিয়ান গোলরক্ষক। ২০১৮ সালে তাই কোর্তোয়ার নগর প্রতিদ্বন্দ্বী রিয়ালে যোগ দেওয়ার ব্যাপারটি মোটেও ভালোভাবে নেয়নি তারা। তবে মাদ্রিদ ডার্বিতে যা করেছেন তারা, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেই মানছেন ফুটবল বিশ্লেষকরা।
No posts available.
৮ নভেম্বর ২০২৫, ৯:০১ পিএম
৮ নভেম্বর ২০২৫, ৬:২৬ পিএম

আরেকবার হাল না ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডকে দেখা গেল। উত্থান-পতনের রোমাঞ্চকর মূল্যবান এক পয়েন্ট পেল ক্লাবটি। পাশাপাশি সবশেষ পাঁচ ম্যাচে অপরাজিতও থাকল তারা।
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ‘ক্লাসিক’ এক ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ মুহূর্তের নাটকীয়তায় রুবেন আমোরিমের দলকে এক পয়েন্ট এনে দেন ডি লিট। এর আগে ব্রায়ান এমবেউমার গোলে এগিয়ে যাওয়ার পর দু’দফা গোল হজম করে তারা। টটেনহ্যামের হয়ে গোল করেন ম্যাথিস তেল ও রিচার্লিসন।
এই ড্রয়ের পর ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে ইউনাইটেড। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থেকে তিনে টটেনহ্যাম। শীর্ষে থাকা আর্সেনালের সংগ্রহ ১০ ম্যাচে ২৫ পয়েন্ট।
ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আক্রমণে এগিয়ে ছিল টটেনহ্যামই। ৫৫ শতাংশ বল দখলে রেখে ১০টি শট নেয় স্বাগতিকরা, লক্ষ্যে ছিল চারটি। যেখানে পাঁচটি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখে ইউনাইটেড।
একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। লেনি ইয়োরো, দিয়োগো দালোত এবং বেনজামিন সেস্কোকে বেঞ্চে রেখে হ্যারি ম্যাগুইর, নাউসির মাজারাউই এবং প্যাট্রিক ডর্গু শুরুর একাদশে ফেরান রুবেন আমোরিম।
তিন পরিবর্তন আনে চেলসিও। চ্যাম্পিয়ন্স লিগে কপেনহেগেনকে হারানো ম্যাচের একাদশ থেকে উইলসন ওডোবের্ট, ডেস্টিনি উডোগি এবং রদ্রিগো বেন্টানকুরকে বেঞ্চে রেখে রিচারলিসন, জোয়াও পাওলিনহা এবং জেদ স্পেন্স শুরুর একাদশে ফিরেন।
৩২ মিনিটে অক্টোবরের সেরা ফুটবলারের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। আমাদ দিয়ালোর ক্রস থেকে জোরালো হেডে জাল কাঁপান ব্রায়ান এমবেউমো। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ক্যামেরুনের এই উইঙ্গারের এটি পঞ্চম গোল।
ছন্দে ফেরার আভাস দেওয়া ইউনাইটেড এরপর জয়ের দিকেই এগোচ্ছিল। তবে ৮৪ মিনিটে বদলি নামা ম্যাথিস তেলের গোলে সমতায় ফিরে টটেনহ্যাম। বাঁ দিক থেকে দারুণ এক পাস করেন ডেস্টিনি উডোগি। বক্স থেকে সেই পাস রিসিভ করে শট নেন ম্যাথিস তেল। ফরাসি এই উইঙ্গারের শট ডি লিগ্টকে ছুঁয়ে ইউনাইটেডের গোলকিপার লামেন্সের মাথার ওপর দিয়ে জালে জড়ায়।
সমতায় শেষ হতে যাওয়া ম্যাচটি শেষ দিকে দু’বার নাটকীয় মোড় নেয়। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান ২-১ করেন টটেনহ্যামের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন। এরপর যোগ করা সময়ের শেষ মিনিটে স্বাগতিকদের থেকে এক পয়েন্ট ছিনিয়ে নেওয়া গোলটি করেন রেড ডেভিলদের ডাচ ডিফেন্ডার ডি লিট।

ইউরোপিয় ফুটবলে বর্তমানে অন্যতম সেরা ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড নিয়মিতই ক্লাবের জয়ে অবদান রাখছেন। তবে মাঝেমধ্যেই গুঞ্জন উঠে স্প্যানিশ এই ক্লাব ছাড়তে চান আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড। এবার নিজের ক্যারিয়ারের অতীত-ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন আলভারেজ।
বার্সেলোনায় যোগ দিতে পারেন আলভারেজ, এমন গুঞ্জনই বেশি শোনা যায় আলভারেজকে নিয়ে। তবে ফরাসি সংবাদমাধ্যম ‘লে’কিপকে’ দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড জানালেন আপাতত আতলেতিকো মাদ্রিদেই প্রতিশ্রুতিবদ্ধ তিনি।
বার্সায় অথবা পিএসজিতে খেলার কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নে আলভারেজ বলেন, ‘আমি কি বার্সেলোনা বা পিএসজিতে খেলার পরিকল্পনা করছি? সত্যি বলতে, জানি না। আমি দেখি মানুষ সামাজিক মাধ্যমে কী বলছে… স্পেনের লোকেরা আমার এবং বার্সেলোনার ব্যাপারে অনেক কথা বলে। এখন আমি আতলেতিকোর দিকে মনোযোগী, এবং মৌসুম শেষে বিষয়টি পুনর্বিবেচনা করে দেখব।’
গত বছর ম্যানচেস্টার সিটি থেকে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদে যোগ দেন আলভারেজ। ৯৫ মিলিয়ন ইউরোতে আর্জেন্টিনার ২৫ বছর বয়সী ফরোয়ার্ড দলে ভেড়ায় ক্লাবটি।
লা লিগার ক্লাবটিতে যোগ দিয়ে ৭১ ম্যাচে ৩৮ গোলের পাশাপাশি ১২টি অ্যাসিস্ট করেছেন আলভারেজ। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে কেবল ছয় ফুটবলার—হ্যারি কেইন, কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ড, রবার্ট লেভানদোভস্কি, সেরহো গিরাসি এবং মোহামেদ সালাহ—আলভারেজের চেয়ে বেশি গোল করেছেন।
আতলেতিকোতে যোগ দেওয়ার আগে অবশ্য পিএসজিতে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল আলভারেজের। তাঁর প্রতিনিধির সঙ্গে নাকি কথাও বলেছিল ফরাসি ক্লাবটি। যদিও শেষ পর্যন্ত চুক্তি পর্যন্ত পর্যন্ত গড়ায়নি তাদের কথোপকথন।
আলভারেজ বলেন, ‘যখন আমি আতলেতিকোর সঙ্গে চুক্তি করি, তখন আমরা প্যারিস নিয়ে অনেক কথা বলেছি, এটা সত্যি। পিএসজির উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমার এজেন্টের আলোচনাও হয়েছিল। তারা আমাকে সই করার আগ্রহ দেখিয়েছিল, তবে তা হয়নি।’
চলতি মৌসুমে এখন পর্যন্ত আলভারেজ লা লিগায় ৯টি গোলে অবদান গোলে অবদান রেখেছেন। দিয়াগো সিমিওনের আতলেতিকোতে লিগে ২০২৫-২৬ মৌসুমে ৫ গোল ও ৪ অ্যাসিস্ট আছে তাঁর। আলভারেজের চেয়ে এগিয়ে কেবল কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড করেছেন ১৩ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন দুই গোল।

ব্রাজিল জাতীয় দলে যোগ দেওয়ার পর থেকে কার্লো আচেলোত্তিকে নিয়মিতই একটি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। নেইমার কখন ব্রাজিল দলে ফিরছেন ? অবশ্য সেলেসাওদের সেরা ফুটবলারদের নিয়ে আলোচনা বেশি হওয়াটাই যে স্বাভাবিক।
আগামী ১৫ ও ১৮ নভেম্বর দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেলসাওদের প্রথমে ম্যাচে প্রতিপক্ষ উত্তর আফ্রিকার দেশ সেনেগাল। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামের ম্যাচটির দুই দিন পর ফ্রান্সের ডেকাথলন স্টেডিয়ামে পশ্চিম আফ্রিকার দেশ তিউনিসিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
দুই প্রীতি ম্যাচের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছেন আনচেলোত্তি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দলে নতুন দুই সংযোজন— বাহিয়ার লুসিয়ানো জুবা এবং পালমেইরাসের তরুণ ফরোয়ার্ড ভিত হোকে। তবে চোট থেকে ফেরা নেইমারের এবারও ব্রাজিল দলে জায়গা হয়নি।
ব্রাজিলের ফুটবলভিত্তিক ম্যাগাজিন ‘প্লাকারকে’ দেওয়া সাক্ষাৎকারে নেইমারের প্রসঙ্গে কথা বলেন আনচেলোত্তি। নেইমারের বিষয়ে কথা বলতেই হেসে রিয়ালের সাবেক কোচ বলেন, ‘হ্যাঁ, হ্যাঁ (হাসি), এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে নেইমারের বিষয়েই। এটা স্বাভাবিকই, কারণ তিনি ব্রাজিলিয়ান ফুটবলের কিংবদন্তি। সবাই চাইবেন নেইমার যেন তার সেরা শারীরিক অবস্থায় ফিরে আসে।’
বার্সেলোনা ও পিএসজির সাবেক তারকা নেইমার ফুটবল ইতিহাসেরও অন্যতম সেরা। তবে সান্তোসের ‘রাজপুত্রের’ ফিটনেস নিয়ে আছে ঘাটতি। আনচেলোত্তি মনে করিয়ে দিলেন এই যুগের ফুটবলে ফিট থাকা কতটা জরুরি, ‘বর্তমান ফুটবল শুধু প্রতিভা নয়, শারীরিক সক্ষমতা, ইন্টেনসিটি—সবই চায়। আশা করি নেইমার তার সেরাটা দেখাতে পারবেন।’
মাঠে নেইমারের সেরাটা বের করে আনতে তাঁর ভূমিকাও পরিবর্তনের কথা বলেন আনচেলোত্তি, ‘আমি মনে করি, তাকে উইং পজিশনে নয়, বরং মধ্যভাগে খেলানো উচিত। কারণ আজকের ফুটবলে উইঙ্গারদের ডিফেন্সেও সাহায্য করতে হয়। মধ্যভাগে খেললে রক্ষণের চাপ অনেক কম হয়। এবং একজন প্রতিভাবান খেলোয়াড় যদি প্রতিপক্ষের বক্সের কাছাকাছি থাকে, তার গোল করার সুযোগও বেশি। ‘নম্বর নাইন’ পজিশন তার জন্য আদর্শ হতে পারে।’
৪৩ দিন পর চোট থেকে সেরে উঠে মাঠে ফিরেছেন নেইমার। সবশেষ গত ১৮ সেপ্টেম্বর অনুশীলনের সময় ঊরুর চোটে পড়েন তিনি। এর পর থেকেই ছিলেন মাঠের বাইরে। গত ১ নভেম্বর সান্তোসের হয়ে ব্রাজিলিয়ান লিগে ফোর্তালেজার বিপক্ষে বদলি হিসেবে নামেন ৩৩ বছর বয়সী ফুটবলার। সব মিলিয়ে ২৩ মিনিট খেলেন।
নেইমারের ক্লাব সান্তোস আছে অবনমন অঞ্চলে। গুঞ্জন আছে ক্লাব ছাড়তে পারেন সাবেক বার্সেলোনা তারকা। তবে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা যেখানেই খেলুক, বিশ্বকাপ পর্যন্ত চোটে না পড়লেই হাঁফ ছেড়ে বাঁচবে তাঁর অগণিত ভক্ত-সমর্থকরা।

এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচের টিকিট পাওয়া যাবে আগামী সোমবার। এদিন দুপুর ২টায় অনলাইনে পাওয়া যাবে টিকিট। তবে বাড়ছে টিকিটের দাম। সাধারণ গ্যালারির মূল্য ধরা রাখা হয়েছে ৫০০ টাকা।
ঘরের মাঠে সর্বশেষ দুটি এশিয়ান কাপ বাছাইয়ের (সিঙ্গাপুর ও হংকং, চায়না) খেলায় সাধারণ গ্যালারি টিকিটের দাম ছিল ৪০০ টাকা করে।
পাশাপাশি বাড়ছে অন্যান্য ক্যাটাগরির টিকিটের দামও। ক্লাব হাউস-২ এর টিকিটের মূল্য ধরা হয়েছে ৩ হাজার টাকা। এর আগের দুটি এশিয়ান কাপ বাছাই ম্যাচে এই ক্যাটাগরির টিকিটের দাম ছিল দুই হাজার টাকা করে। আনুপাতিক হারে বেড়েছে অন্যান্য গ্যালারি টিকিটের দাম।
টিকিটের মূল্য নির্ধারণের বিষয়টি শনিবার সন্ধ্যায় টি-স্পোর্টসকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল।
টিকিটের মূল্য বৃদ্ধি নিয়ে তিনি বলেন, 'ডিমান্ড আরও বেশি, টিকিটের দাম ইচ্ছে করেই আমরা ৫০০ টাকা করেছি। ভারত আমাদের প্রতিবেশি দেশ, এখানে অনেক চাহিদা আছে (দর্শক আগ্রহ), হাইভোল্টেজ ম্যাচ, তারপরও কিন্তু বেশি বাড়াইনি।'
ভারত ম্যাচের টিকিটের দাম বাড়লেও ঘরের মাঠে ১৩ নভেম্বর হতে যাওয়া নেপালের বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচের টিকিটের দাম কমিয়েছিল বাফুফে। সেখানে সাধারণ গ্যালারি টিকিটের দাম ধরা হয় ৩০০ টাকা।

আয়ে সবসময়ই ইউরোপের সেরা রিয়াল মাদ্রিদ। ইউরোপের রাজকীয় ক্লাবটি শিরোপা জেতায়ও সবচেয়ে সফল। বিপুল অঙ্কের আয় হলেও খরচটা কৌশলেই করে রিয়াল। তবে এবার বাজেট নির্ধারণে অতীতের সব রেকর্ড ভেঙে দিল ক্লাবটি।
২০২৫-২৬ মৌসুমে রিয়ালের সর্বকালের সর্বোচ্চ বাজেট ঘোষণা করতে যাচ্ছে। স্প্যানিশ দৈনিক ‘ডায়ারিও স্পোর্তের’ প্রতিবেদন জানিয়েছে, রিয়াল মাদ্রিদ আসন্ন কয়েক সপ্তাহের মধ্যেই তাদের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট প্রকাশ করতে যাচ্ছে।
২০২৫-২৬ মৌসুমে ক্লাবটির মোট আয় ধরা হয়েছে ১.২৪৮ বিলিয়ন ইউরো বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৮ হাজার কোটি টাকা। গত বছরের তুলনায় ৫.৪ শতাংশ বেশি রিয়ালের আয়। ফুলেফেঁপে ওঠা এই আয়ের মূল চালিকা শক্তি হলো নতুন সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়াম। শুধু এই মৌসুমেই আনুমানিক ৪০২.৫ মিলিয়ন ইউরো আয় করবে রিয়ালের প্রধান স্টেডিয়াম থেকে। গত মৌসুমের চেয়ে প্রায় ২৩ শতাংশ বেশি যা।
আয়ের বড় অংশ আসবে দীর্ঘমেয়াদি ভিআইপি আসনের বিক্রি থেকে। এছাড়া স্টেডিয়াম ট্যুরে দর্শকসংখ্যা ৩১ শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। স্টেডিয়ামের বাইরে, লা ফাব্রিকা একাডেমির খেলোয়াড় বিক্রি ও বোনাস পেমেন্ট থেকে অতিরিক্ত ৬০ মিলিয়ন ইউরো আয় আশা করছে রিয়াল।
আয়ের পাশাপাশি খরচও নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে রিয়ালের। ক্লাবটির ফুটবলার ও স্টাফদের মোট বেতন বিল বেড়ে দাঁড়াবে ৬২৩.৫ মিলিয়ন ইউরো, যা গত মৌসুমের চেয়ে ১৫ শতাংশ বেশি।
অবশ্য রিয়াল মাদ্রিদের বাস্কেটবল বিভাগে দেখা দিচ্ছে বিপর্যয়।পুরুষদের ফুটবল বিভাগ থেকে যেখানে ক্লাবের ৯৭ শতাংশ আয় আসবে, সেখানে বাস্কেটবল বিভাগে রিয়াল মাদ্রিদ ইতিহাসের সবচেয়ে বড় ৩৮ মিলিয়ন ইউরো লোকসানের মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
সব মিলিয়ে, রিয়াল মাদ্রিদ আবারও দেখাচ্ছে তাদের আর্থিক শক্তিমত্তা ও পরিকল্পনাগত দক্ষতা।
ব্যয়ের লাগাম টেনে ধরে, আবার একই সঙ্গে আয় বাড়িয়ে — তারা প্রমাণ করছে কেন রাজকীয় ক্লাবটি শুধু মাঠেই নয়, আর্থিক দিক থেকেও বিশ্বের সেরা।