ফুটবল

এবার হলিউড মাতাবেন রোনালদো, আসছেন ফাস্ট এন্ড ফিউরিয়াসে

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৩ ডিসেম্বর ২০২৫, ৯:১৪ পিএম

news-details

ফুটবলে ইতিহাসে অনেক আগেই নিজেকে সেরাদের কাতারে নিয়ে গেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। মাঠ কাঁপানোর পর এবার কী ভিন্ন এক জগতে মাতাতে আসছেন পর্তুগিজ মহাতারকা? ফুটবল ক্যারিয়ারের গৌধূলিলগ্নে থাকা ‘সিআর সেভেনকে’ এবার দেখা যেতে পারে চলচ্চিত্রে।

 

সম্প্রতি জনপ্রিয় সুপারস্টার ভিন ডিজেলের সঙ্গে দেখা গেছে রোনালদোকে। হলিউডের বিখ্যাত মুভি সিরিজ ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ এর অভিনেতা রোনালদোর সঙ্গে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লিখেন, ‘সবার প্রশ্ন, সে কি ফাস্টের কিংবদন্তিতে থাকবে… বলতে হচ্ছে, সে আসলেই দারুণ। আমরা তার জন্য একটি চরিত্র লিখেছি..।’ এরপর রোনালদোকে পোস্টে ম্যানশনও করেন তিনি।


এর আগেও চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন রোনালদো। আল নাসরের এই ফরোয়ার্ড হলিউডের খ্যাতিমান পরিচালক ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠা করেছেন প্রোডাকশন হাউস যার নাম ইউআরমার্ভ। ভন এর আগে 'লক, স্টক অ্যান্ড টু স্মোকিং বেরেলস', 'এক্স-ম্যান: ফার্স্ট ক্লাস' এবং 'কিংসম্যান' সিরিজের মতো বহু জনপ্রিয় সিনেমা পরিচালনা করে দর্শকদের উপহার দিয়েছেন। 

 


সামাজিক মাধ্যমে দেয়া এক বিবৃতিতে রোনালদো নিজেই এই নতুন উদ্যোগের কথা জানিয়ে রোনালদো লিখেছিলেন, 

'এটি আমার জন্য এক রোমাঞ্চকর অধ্যায়, কারণ আমি ব্যবসায় নতুন ভেঞ্চারের দিকে এগিয়ে যাচ্ছি।'


এবার ফাস্ট এন্ড ফিউরিয়াসের তারকা ভিন ডিজেল কি মজার ছলে রোনালদোকে নিয়ে পোস্ট করেছেন কিনা সেটা স্পষ্ট নয়।তবে যদি রোনালদো সত্যিই উপস্থিত হন, তবে তিনি প্রথম ফুটবলার হবেন না যিনি সিনেমা জগতে পা রেখেছেন।


ইংলিশ প্রিমিয়ার লিগ সাবেক ফুটবলার ভিনি জোন্স একাধিক সিনেমায় অভিনয় করেছেন। যার মধ্যে আছে ‘স্ল্যাচ’, ‘লক এন্ড স্টক’ এবং ‘টু স্মোকিং ব্যারেলস’। রোনালদোর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি এরিক ক্যান্টোনাও অভিনয় জগতে পা রেখেছেন। এমনকি রোনালদো নিজেও ২০১৮ সালের অ্যানিমেটেড সিরিজ ‘স্ট্রাইকার ফোর্স ৭’-এ প্রযোজক এবং ভয়েস কনট্রিবিউটরের ভূমিকায় ছিলেন।


অবসরের পর নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মাঝেমধ্যেই কথা বলেন রোনালদো। ফুটবলের পাশাপাশি পর্তুগালের এই মহাতারকা এরমধ্যেই একাধিক ব্যবসায়ের সঙ্গে নিজেকে জড়িয়েছেন। বর্তমানে ফুটবলারদের মধ্যে সবচেয়ে ধনীও ৪০ বছর বয়সী। ভবিষ্যতে কোচিং নয়, বরং কোনো ক্লাবের মালিক হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

No posts available.

bottom-logo

ফুটবল

জয়ে ফিরল আবাহনী, পিডব্লিউডির বিপক্ষে ড্র পুলিশের

 
ফুটবল করেসপন্ডেন্ট
ফুটবল করেসপন্ডেন্ট
ঢাকা

১৩ ডিসেম্বর ২০২৫, ৬:৩৯ পিএম

news-details

ঘরোয়া ফুটবলে মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে আবাহনী লিমিটেডের। আজ শনিবার ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৫-০ গোলে হারিয়ে লিগে জয়ে ফিরেছে আকাশি-নীলরা। জোড়া গোল করেছেন সুলেমান দিয়াবাতে।


কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রথমার্ধেই ৩ গোল করে আবাহনী। ৩২ মিনিটে কাজেম শাহের পাস থেকে দলকে এগিয়ে দেন দিয়াবাতে। ৪১ মিনিটে মিরাজুল  মিরাজুল ইসলামের সহায়তায় এক ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড।


প্রথমার্ধ শেষ হওয়ার আগে মিরাজুল নিজেও নাম লেখান গোলের খাতায়। তাঁর সাইড ভলিতে গতি না থাকলেও ফকিরেরপুল গোলরক্ষক সঞ্জু আহমেদ বল জালে যাওয়া থেকে আটকাতে পারেননি।


দ্বিতীয়ার্ধে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আকাশি-নীলদের। ৭৯ মিনিটে ব্যবধান ৪-০ করেন শেখ মোরছালিন। বক্সে ঢুকে নিচু শটে  জাল কাঁপান তিনি। ৮৬ মিনিটে ফকিরেরপুলের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আল আমিন।  


বড় জয়ে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এসেছে আবাহনী। পেছনে ফেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। ৭ পয়েন্ট নিয়ে পাঁচে সাদা-কালোরা। আর ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পাঁচবারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।


দিনের অপর ম্যাচ বাংলাদেশ পুলিশ-পিডব্লিউডি’র মধ্যকার খেলা হওয়ার কথা ছিল গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে। দুই দলেরই এটি হোম ভেন্যু। কিন্তু শেষ মুহূর্তে ভেন্যু বদলে বসুন্ধরা কিংস অ্যারেনায় হয়েছে ম্যাচটি। গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল। এই ড্রয়ে পুলিশ ৭ পয়েন্ট নিয়ে ছয়ে। পিডব্লিউডি ৬ পয়েন্ট নিয়ে আটে উঠে এসেছে।


ভেন্যু বদলের কারণ হিসেবে লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী বলেন, 

‘ম্যাচের নির্ধারিত ভেন্যু ছিল গাজীপুর। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠান উপলক্ষে স্থানীয় প্রশাসনের প্রস্তুতিমূলক কাজ রয়েছে। আমরা অনুরোধ করেছিলাম খেলার সময় প্রয়োজনে এগিয়ে, দ্রুত মাঠ ছেড়ে দেয়ার। জেলা প্রশাসন আমাদের মাঠ দিতে পারেনি এজন্য ভেন্যু পরিবর্তন হয়েছে।’

ফুটবল থেকে আরও পড়ুন

bottom-logo

ফুটবল

ইংলিশ লিগে মাসসেরা হলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৩ ডিসেম্বর ২০২৫, ৬:০৮ পিএম

news-details

মাঠে আক্রমণভাগের বাঁ পাশে খেলেন। সবশেষ মাসে দুর্দান্ত পারফরম্যান্সে দলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। হয়েছেন মাসসেরাও। 


ফুলহ্যাম অনূর্ধ্ব-২১ দলের ফুটবলার ফারহান আলি-ওয়াহিদ। ইংলিশ প্রিমিয়ার লিগের বয়সভিত্তিক দলের ১৯ বছর বয়সী এই ফুটবলার সবশেষ মাসে দুই ম্যাচে তিন গোলে অবদান রেখেছেন। দুইটি গোলের সঙ্গে একটি গোলে সহায়তা করেছেন ফারহান।


দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি স্বরুপ পেলেন প্রিমিয়ার লিগ ২’ এর ‘প্লেয়ার অফ দ্যা মান্থের’ পুরষ্কার।  

https://x.com/FulhamAcademy/status/1999418959590805995


ফারহান ইতিমধ্যে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৫ দলে খেলেছেন। বাংলাদেশি বংশোদ্ভুত এই উইঙ্গার চলতি মৌসুম থেকেই ফুলহ্যামের অনূধ্ব-২১ দলে সুযোগ পেয়েছেন। ছয়টি ম্যাচে শুরুর একাদশে নেমে তিনি করেছেন তিনটি গোল এবং চারটি অ্যাসিস্ট।


সেপ্টেম্বর মাসেও মাস সেরার মনোনয়ন পেয়েছিলেন ফারহান। এবার প্রথমবার মাস সেরা হয়ে উচ্ছ্বসিত এই প্রতিভা বলেছেন, ‘অনুভূতিটা অসাধারণ। সেপ্টেম্বরে আমি মনোনীত হয়েছিলাম, কিন্তু তখন জিততে পারিনি—তাই এবার জিততে পেরে সত্যিই দারুণ লাগছে।


ফারহান আরও যোগ করেন, ‘আমি এটা একদমই আশা করিনি, কারণ মনোনয়নে অনেক ভালো খেলোয়াড় ছিল, এমনকি আমার দলের দু’জন সতীর্থও ছিল (অলি গফোর্ড ও জন এসেঙ্গা)। তাই সত্যিই এটা আমাকে চমকে দিয়েছে।’


নভেম্বরের শুরুটাই ফারহানের জন্য দুর্দান্ত ছিল। প্রিমিয়ার লিগ ২’এ রিডিং অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে ৫–১ গোলের বড় জয়ে তিনি একটি গোল করেন এবং সতীর্থকে দিয়ে করান আরেকটি গোল।


এরপর টটেনহ্যামের বিপক্ষে ১–১ ড্র ম্যাচে ফারহান আবারও সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত ছিলেন। সতীর্থের শট পোস্টে লেগে ফিরে এলে, ফিরতি শটে দলকে লিড এনে দেন ফারহান আলী-ওয়াহিদ।

bottom-logo

ফুটবল

জাবির ভবিষ্যৎ অনিশ্চিত, ব্রাজিল তারকা রিয়াল ছাড়ছেন নিশ্চিত

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৩ ডিসেম্বর ২০২৫, ৪:১২ পিএম

news-details

জাবি আলোনসোকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড এন্ড্রিকের ভবিষ্যৎ নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই। চলতি মৌসুমের মাঝপথেই জানুয়ারিতে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ব্রাজিলিয়ান এই ফুটবলার। ধারে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁতে যোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে।


স্প্যানিশ দৈনিক এএসের প্রতিবেদন, কোচ পরিবর্তন হলেও এন্ড্রিকের পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসবে না। রিয়াল মাদ্রিদ, লিওঁ ও খেলোয়াড়—তিন পক্ষের মধ্যেই ধারে যাওয়ার চুক্তি সম্পন্ন হয়েছে।


রিয়ালে প্রথম মৌসুমে কার্লো আনচেলত্তির অধীনে খুব বেশি সুযোগ না পাওয়া এন্ড্রিকের জন্য চলতি মৌসুমটিকে গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছিল। তবে মৌসুমের শুরুতেই চোটের কারণে প্রথম কয়েক মাস মাঠের বাইরে ছিলেন তিনি। পুরোপুরি সুস্থ হয়ে ফেরার পরও জাবি আলোনসোর পরিকল্পনায় নিয়মিত জায়গা পাননি এই তরুণ স্ট্রাইকার।


ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে অল্প সময় মাঠে নেমে দারুণ লড়াই ও মানসিকতা দেখান এন্ড্রিক। সান্তিয়াগো বার্নাব্যুতে দর্শকদের কাছ থেকেও প্রশংসা কুড়ান তিনি। সেই পারফরম্যান্স নতুন করে আলোচনার জন্ম দেয়—এন্ড্রিক কি আদৌ যথেষ্ট সুযোগ পাচ্ছেন?


আরও পড়ুন

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা


তবে ক্লাবের সিদ্ধান্ত বদলায়নি। রিয়াল মাদ্রিদের দৃষ্টিতে জানুয়ারিতে এন্ড্রিককে ধারে পাঠানোই সেরা সমাধান। দলে ইতিমধ্যেই কিলিয়ান এমবাপে প্রথম পছন্দের স্ট্রাইকার হিসেবে আছেন। পাশাপাশি ক্লাব বিশ্বকাপে গনসালো গার্সিয়ার উত্থানের পর আলোনসো একাডেমির এই ফুটবলারকেও ভরসার জায়গায় দেখছেন। আলোনসোর চোখে গার্সিয়া একজন খাঁটি নম্বর নাইন, যেখানে এন্ড্রিক তুলনামূলকভাবে বেশি গতিশীল খেলোয়াড়।


এই অবস্থায় সীমিত সময়ের জন্য একাধিক ফরোয়ার্ডের মধ্যে প্রতিযোগিতা বাস্তবসম্মত নয় বলেই মনে করছে ক্লাব।


লিওঁতে ধারে যাওয়ার ফলে তিন পক্ষই লাভবান হবে বলে ধারণা করা হচ্ছে। এন্ড্রিক এমন একটি ক্লাবে যেতে পারছেন, যারা ইউরোপীয় প্রতিযোগিতায় অংশ নেয় এবং যেখানে তিনি নিয়মিত একাদশে খেলার বাস্তব সুযোগ পাবেন। এতে করে ব্রাজিল জাতীয় দলে জায়গা করে নেওয়ার লক্ষ্যে নিজেকে আরও ভালোভাবে মেলে ধরার সুযোগ পাবেন তিনি।

রিয়াল মাদ্রিদও তাদের বড় বিনিয়োগ সুরক্ষিত রাখতে পারবে। এন্ড্রিককে দলে আনতে ক্লাব ইতিমধ্যে ৬ কোটি ইউরোর বেশি খরচ করেছে। ভবিষ্যতের জন্য তার ওপর আস্থা রাখলেও নিয়মিত না খেললে তার মূল্য কমে যাওয়ার ঝুঁকি ছিল।


কোচ জাবি আলোনসোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা চললেও এন্ড্রিকের লিওঁ যাত্রা এখন নিশ্চিত। সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতেই ফরাসি লিগ ওয়ানের ক্লাবটিতে যোগ দেবেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, ধারে থেকে মৌসুম শেষ করার লক্ষ্যে।

bottom-logo

ফুটবল

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৩ ডিসেম্বর ২০২৫, ৩:২৫ পিএম

news-details

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসির আগমন ঘিরে আয়োজিত অনুষ্ঠানে চরম অব্যবস্থাপনার ঘটনায় ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি মেসি ও তার ভক্ত-সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেন।


এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে মমতা লেখেন, “সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা হয়েছে, তাতে আমি গভীরভাবে মর্মাহত ও বিস্মিত।” 


“হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও সমর্থকের সঙ্গে আমিও আজ স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম, তাদের প্রিয় ফুটবলার লিওনেল মেসির এক ঝলক দেখার জন্য। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসি-সহ সমস্ত ক্রীড়াপ্রেমী ও তাঁর ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”

ঘটনার তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি আশিম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন মমতা।


‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-র অংশ হিসেবে ভারতে তিনদিনের জন্য এসেছেন মেসি। আজ ট্যুরের প্রথম দিনে সল্টলেক স্টেডিয়ামে যান আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি। তবে অতিরিক্ত ভিড়, দুর্বল ব্যবস্থাপনা ও নিরাপত্তাজনিত সমস্যার কারণে বিশৃঙ্খলায় রূপ নেয়। 


এক পর্যায়ে গ্যালারি থেকে বোতল ও চেয়ার ছোড়া শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তার স্বার্থে নির্ধারিত ল্যাপ অব অনার সংক্ষিপ্ত করে দ্রুত মাঠ ছাড়তে বাধ্য হন মেসি।


অনেক দর্শক ব্যানার ও আসন ভাঙচুর করেন। আবার অনেকে অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা ও রাজনীতিবিদদের উদ্দেশে দুয়ো দেন। পুরো ঘটনাটি ঘিরে নিরাপত্তা ও আয়োজনের ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে।


এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন সমর্থকেরা। এক মেসি-ভক্ত বলেন, ‘মেসির চারপাশে শুধু নেতা আর অভিনেতারাই ছিল। তাহলে আমাদের কেন ডাকা হলো? আমরা ১২ হাজার টাকার টিকিট কেটেছি, অথচ তার মুখটাই দেখতে পারিনি।’


কলকাতার পর হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লির একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে মেসির।

bottom-logo

ফুটবল

ভারতে মেসির অনুষ্ঠানে ভাঙচুর, মাঠ ছাড়লেন কিংবদন্তি

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৩ ডিসেম্বর ২০২৫, ১:৪১ পিএম

news-details

লিওনেল মেসির উপস্থিতি ঘিরে উৎসবের রঙে রাঙানোর কথা থাকলেও শেষ পর্যন্ত বিশৃঙ্খলা আর হতাশার ছবি দেখল কলকাতার সল্টলেক স্টেডিয়াম। ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’ এর অংশ হিসেবে শনিবার সল্টলেক স্টেডিয়ামে আসেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি। তবে অতিরিক্ত ভিড়, দুর্বল ব্যবস্থাপনা ও নিরাপত্তাজনিত সমস্যার কারণে নির্ধারিত ল্যাপ অব অনার সংক্ষিপ্ত করে দ্রুত মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।


এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন সমর্থকেরা। এক মেসি-ভক্ত বলেন, ‘মেসির চারপাশে শুধু নেতা আর অভিনেতারাই ছিল। তাহলে আমাদের কেন ডাকা হলো? আমরা ১২ হাজার টাকার টিকিট কেটেছি, অথচ তার মুখটাই দেখতে পারিনি।’


সমর্থকদের হতাশা দ্রুতই বিশৃঙ্খলায় রূপ নেয়। গ্যালারি থেকে বোতল ও চেয়ার ছোড়া শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তার স্বার্থে মেসিকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। অনেক দর্শক ব্যানার ও আসন ভাঙচুর করেন, আবার অনেকে অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা ও রাজনীতিবিদদের উদ্দেশে দুয়ো দেন। পুরো ঘটনাটি ঘিরে নিরাপত্তা ও আয়োজনের ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে।


সল্টলেক স্টেডিয়ামে এই উত্তেজনার মধ্যেই কলকাতা একদিকে দেখেছে উৎসবের আবহ, অন্যদিকে দেখেছে নজিরবিহীন বিশৃঙ্খলা। পরিস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে, ঘটনার তদন্ত শুরু হতে পারে।


আরও পড়ুন

কোথায় কখন কী করবেন মেসি, ভারত সফরের বিস্তারিত সূচি কোথায় কখন কী করবেন মেসি, ভারত সফরের বিস্তারিত সূচি


স্টেডিয়ামের ঘটনার আগে মেসির দিনটিতে অবশ্য ছিল আনন্দ ও আবেগের মুহূর্তও। শনিবার তিনি ভার্চুয়ালি উদ্বোধন করেন লেক টাউন, দক্ষিণ দমদমের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে স্থাপিত নিজের ৭০ ফুট উঁচু মূর্তি। ফিফা বিশ্বকাপ ট্রফি হাতে মেসির অবয়বে নির্মিত এই লোহার মূর্তিটি মাত্র ৪০ দিনে তৈরি করা হয়েছে, যা তার বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।


শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি ও পশ্চিমবঙ্গের মন্ত্রী সুজিত বোস বলেন, ‘আমরা তার ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, আজ মেসির সঙ্গেও কথা হবে। তিনি মূর্তির জন্য সম্মতি দিয়েছেন এবং মেসি ও তার দল এতে খুশি।’


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড তারকা শাহরুখ খান ও তার ছেলে আব্রাম খান। উরুগুয়ের ফুটবলার লুইস সুয়ারেজও ছিলেন সেখানে। মেসি, শাহরুখ খান ও আব্রামের পারস্পরিক মুহূর্তের ভিডিও পরে সংবাদ সংস্থা পিটিআই সামাজিক মাধ্যমে প্রকাশ করে।


শনিবার ভোরে কলকাতায় মেসির আগমন ঘিরে শহরের বিভিন্ন এলাকায় বিপুল ভিড় জমে। বিমানবন্দর থেকে শুরু করে অনুষ্ঠানস্থল—সবখানেই ছিল সমর্থকদের ঢল। এই উন্মাদনা ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, মেসির জনপ্রিয়তারই আরেকটি প্রমাণ। তবে সল্টলেক স্টেডিয়ামের ঘটনার পর সেই উচ্ছ্বাস অনেকটাই ম্লান হয়ে যায়।


বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের সফর ঘিরে যে উদযাপনের প্রত্যাশা ছিল, তা শেষ পর্যন্ত ছাপিয়ে যায় বিশৃঙ্খলা।

bottom-logo