৩ অক্টোবর ২০২৫, ৮:৩৯ পিএম
লা
লিগার নতুন মার্কেট ভ্যালু আপডেটে বড় পরিবর্তন এসেছে। আর্জেন্টাইন তরুণ তারকা ফ্রাঙ্কো
মাস্তানতুনো বাজারমূল্যে সর্বোচ্চ উন্নতি করেছেন, বড় ধাক্কা খেয়েছেন ব্রাজিলের একাধিক
তারকা।
ট্রান্সফারমার্কেটের
করা সবশেষ হালনাগাদে দেখা যায়, রেয়াল মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড মাস্তানতুনোর
দাম সবচেয়ে বেশি বেড়েছে। ২০ মিলিয়ন ইউরো বেড়ে এখন তাঁর বাজারমূল্য দাঁড়িয়েছে ৫০ মিলিয়ন
ইউরো।
তালিকার
দুই নম্বরে আছেন রিয়ালের তুর্কি তারকা আর্দা গুলার। এই অ্যাটাকিং মিডফিল্ডারের দাম
বেড়েছে ১৫ মিলিয়ন ইউরো, বর্তমান মূল্য ৬০ মিলিয়ন। গুলার ইতিহাসেও নাম লিখিয়েছেন- তুরস্কের
সবচেয়ে দামি খেলোয়াড় এখন তিনি। পেছনে ফেলেছেন জুভেন্তাসের তুর্কি ফরোয়ার্ড কেনান ইলদিসকে।
তাঁর বাজারমূল্য এখন ৫০ মিলিয়ন ইউরো।
১৫
মিলিয়ন ইউরো দাম বেড়েছে রিয়ালের আরেক তরুণ তারকা কারেরাসের, ৫০ মিলিয়ন তাঁর বর্তমান
বাজারমূল্য। রিয়াল ডিফেন্ডার ডিন হুইসেনের দাম বেড়েছে ১০ মিলিয়ন ইউরো, এখন দাম ৭০ মিলিয়ন।
১০
মিলিয়ন বেড়েছে বার্সেলোনার অ্যাটাকিং মিডফিল্ডার ফেরমিন লোপেজের (৬০ মিলিয়ান ইউরো)।
ফরোয়ার্ড ফেরান তোরেসেরও দাম বেড়েছে ১০ মিলিয়ন। তাঁর বাজারমূল্য এখন ৫০ মিলিয়ন ইউরো।
আতলেতিকো
মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের দাম বেড়েছে ১০ মিলিয়ন ইউরো। ৯০ থেকে
১০০ মিলিয়ন এখন আলভারেজের বাজরমূল্য। লা লিগার বাইরে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল
তারকা ম্যাক অ্যালিস্টারেরও ১০ মিলিয়ন বেড়ে বর্তমানে ১০০ মিলিয়ন ইউরো বাজারমূল্য।
ব্রাজিলিয়ান
তারকাদের জন্য ছিল হতাশার আপডেট। রিয়ালের উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের বাজারমূল্য কমেছে
সর্বোচ্চ ২০ মিলিয়ন ইউরো। ১৭০ থেকে ১৫০ মিলিয়ন ইউরোয় নেমে এসেছে তাঁর দাম।
বার্সেলোনার
গাভির দামও কমেছে ২০ মিলিয়ন ইউরো (বর্তমান মূল্য ৪০ মিলিয়ন)। এ ছাড়া রিয়ালের আরেক ব্রাজিলিয়ান
রদ্রিগোর দাম ৯০ থেকে ৮০ মিলিয়নে নেমেছে। ৬০ থেকে ৫০ মিলিয়নে এখন কামাভিঙ্গার। ৫০ থেকে
৪০ মিলিয়নে দাম নেমেছে বার্সেলোনার মার্কাস রাশফোর্ডের।
No posts available.
প্রথমবার দেশের বাইরের কোনো লিগে খেলছেন শামসুন্নাহার জুনিয়র। ভুটানের নারী ফুটবল লিগে সুযোগ পেয়ে পূরণ হলো বিদেশি লিগে খেলার স্বপ্নও। রয়েল থিম্পু কলেজ এফসির (আরটিসি) হয়ে মাঠে সময়টাও কাটছে স্বপ্নের মতো। সেখানে রীতিমতো ‘গোল মেশিন’ হয়ে উঠেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের এই স্ট্রাইকার। ভুটান লিগ, জাতীয় দলে শুরুর দিকের গল্প এবং এশিয়ান কাপে বাংলাদেশের সম্ভাবনাসহ গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে আজ টি স্পোর্টসের সঙ্গে ভুটান থেকে কথা বলেছেন। মুঠোফোনে শামসুন্নাহারের সাক্ষাৎকার নিয়েছেন রুবেল রেহান।
টি-স্পোর্টস: ভুটান লিগে এবারই প্রথম, কেমন সময় কাটছে?
শামসুন্নাহার: হ্যাঁ, এবারই প্রথম। অনেক দিনের একটা ইচ্ছে ছিল দেশের বাইরের লিগে খেলা, সেটা পূরণ হলো। সব মিলিয়ে ভালো কাটছে, আলহামদুলিল্লাহ।
টি-স্পোর্টস: নিজের ইচ্ছে পূরণ হলো রয়েল থিম্পু কলেজ এফসির মাধ্যমে, ক্লাবটির সুযোগ-সুবিধা নিয়ে কতটা সন্তুষ্ট?
শামসুন্নাহার: আছে সব দিক থেকে ভালো। সুযোগ-সুবিধা সব ভালোই। এখানে আলাদা করে থাকি না। এটা একটা কলেজের ক্লাব। এখানে ছেলে-মেয়েদের আলাদা করে হোস্টেল আছে। তবে আমরা বাইরে একটা ফ্ল্যাটে থাকি। এখানে নিজেদের মতো করে থাকা যায়, চাইলে রান্না করেও খাওয়া যায়। একটা ইউনিটের মতো, পাঁচটা বেড, ওয়াশিং মেশিন, মানে সব কিছুই আছে, নিজেদের মতো আর কি।
টি-স্পোর্টস: আপনি তো বসুন্ধরা কিংসের হয়েও খেলেছেন, থিম্পুর সঙ্গে তুলনা করলে কোন ক্লাবেকে এগিয়ে রাখবেন?
শামসুন্নাহার: বসুন্ধরা কিংসে সুযোগ-সুবিধা অনেক বেশি, এই ক্লাবের (রয়েল থিম্পু কলেজ) চেয়ে, কারণ আমি দুই ক্লাবে খেলছি তো...। এ ছাড়া থিম্পুতে টাকা-পয়সাও কম, যেটা বসুন্ধরা কিংসে বেশি ছিল। পেশাদার দিক থেকে বসুন্ধরা কিংস এগিয়ে। আর এটা তো একটা কলেজের ক্লাব।
টি-স্পোর্টস: থিম্পুর হয়ে মাঠে নামলেই গোলের ফুলঝুরি, শুনেছি গোলের সংখ্যাই নাকি ভুলে গেছেন, এখন পর্যন্ত কত গোল করেছেন?
শামসুন্নাহার: একটু দেখে বলি, আমি লিখে রেখেছিলাম (হাসি)। গোল ২২টা, অ্যাসিস্ট ২৩টা। প্রথম ম্যাচের আর গতকালকে (শনিবার) ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছি। এর আগে কখনও এমন নোট করিনি। কিন্তু এবার সিভি বানাতে গিয়ে দেখলাম কোনো কিছু মনে নেই। বাংলাদেশ দলে কত গোল করছি, কম ম্যাচ খেলছি সেসব কিছুই মনে ছিল না। এবার এই লিগে প্রথমবার বলে লিখে রেখেছিলাম।
টি-স্পোর্টস: ম্যাচসেরার পুরস্কার হাতে তুলেছেন একাধিক ম্যাচে, পুরস্কারের টাকায় কোনো বিশেষ পরিকল্পনা আছে?
শামসুন্নাহার: টাকা তো এখনও দেয়নি। কি করব জানি না। পেলে তহুরাকে খাওয়াবো (হাসি)!
টি-স্পোর্টস: তহুরাও ম্যাচসেরা হয়েছে, তাঁর পক্ষ থেকে কী আশ্বাস পেলেন!
শামসুন্নাহার: আসলে এভাবে তো হিসেব করে হয় না। বন্ধুদের মধ্যে এমন হিসেব চলে না। বাইরে খেতে গেলে কখনও সে বিল দেয়, আবার কখনো আমি দিই।
টি-স্পোর্টস: ভুটানের কোন ব্যাপারগুলো দেখে এখন পর্যন্ত আপনাকে মুগ্ধ করেছে?
শামসুন্নাহার: আমি তো তেমন একটা বাইরে যাই না। খেলা, প্রাকটিসের বাইরে আমি বাসাতেই থাকতে পছন্দ করি। তহুরাও তেমন একটা ঘুরতে যায় না। সত্যি কথা বলতে বাংলাদেশ থেকে যারাই ভুটানে আসছে সবাই ঘুরাঘুরি করছে, কিন্তু আমি আর তহুরা এতটা যাইনি কোথাও। কারণ ভালো লাগে না, আরটিসি কলেজের মধ্যেই অনেক সুন্দর। তবে ইচ্ছা আছে একদিন যাব।
টি-স্পোর্টস: ঋতুপর্ণা-মনিকারাও অন্য ক্লাবের হয়ে খেলছেন, সেখানে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে দেখা-আলাপ হয়?
শামসুন্নাহার: না সেভাবে কখনো যাওয়া হয়নি। তবে সবশেষ যেদিন ট্রান্সপোর্ট আর সিটির খেলার দিন ম্যাচ দেখতে গিয়েছিলাম। পরে মারিয়া আপু তাদের ওখানে আমাদের নিয়ে গেছে। সেখানেও আমাদের মতো ভালো সুযোগ-সুবিধা। নিজেরা রান্না করেও খেতে পারে। অনেক দিন পর সেদিন বাংলা খাবার খেয়েছিলাম।
টি-স্পোর্টস: বাংলাদেশের হয়ে একসঙ্গে খেলেন, ভুটানে তচঁরা প্রতিপক্ষ, মধুর কোনো খুনসুটি আছে?
শামসুন্নাহার: ম্যাচে আমরা সবাই সবার সেরাটা দিই। এমনিতে খেলা শেষের পরে আমরা অনেক মজা করি। দুষ্টুমি করে বলি- আজকে আসিস তুই আমার সাইড দিয়া, ঠ্যাঙ ভাইঙা দিমু। আমি শামসুন্নাহারকে (সিনিয়র) দাদী ডাকি, ও আমাকে নাতি বলে। ম্যাচের আগে ওকে বলছিলাম আজকে তোর পাস দিয়ে খেলব একটু দেইখা, শুইনা খেলিস। এ রকম অনেক মজা হয়। তবে ওই দিন ম্যাচটা অনেক ফাইটিং ছিল।
টি-স্পোর্টস: বাইরে থেকে দেশের কোন জিনিসগুলো বেশি মিস করছেন?
শামসুন্নাহার: সত্যি বলতে দেশের খাবার মিস করি। এখানে কমিউনিকেশন একটা সমস্যা তো আছেই, ইংরেজিতে কথা বলতে হয়। আমি ইংরেজিতে ততটা সাবলীল না। তবে ম্যাচে কোনো সমস্যা হয় না।
টি-স্পোর্টস: জাতীয় দলে সুযোগ পাওয়া, তারপর বিদেশি লিগে খেলছেন, কখনও ভেবেছিলেন ক্যারিয়ারটা এত সমৃদ্ধ হবে?
শামসুন্নাহার: দেশের বাইরে খেলার স্বপ্নটা দেখা শুরু হয় জাতীয় দলে খেলার পর থেকে। দেশের বাইরে খেলার বিষয়টি তো জানতামই না, এমনকি জাতীয় দল কি সেটাও তো জানতাম না। মজায়-মজায় খেলাটা শুরু করি। পরে তো স্যারেরা বলতো, সাবিনা (খাতুন) অনেক ভালো খেলে, পরে খেলা দেখতে চাইতাম সাবিনা আপুর। জেএফএ কাপ খেলার পর আমরা দুজনের বিকেএসপিতে যাই। যদিও সেই বছর আমাকে আর ঋতুপর্ণাকে বাদ দিয়ে দেয় (হাসি), ছোট ছিলাম তো বেশি তাই। পরে ২০১৭ সালে বাফুফের ক্যাম্পে অনূর্ধ্ব-১৫ দলের জন্য সুযোগ পাই। তারপর থেকে কিছুটা বুঝতে পেরেছিলাম দেশের জন্য খেলা কি।
টি-স্পোর্টস: কতটা চড়াই-উতরাই পেরিয়ে আজ এখানে?
শামসুন্নাহার: শুরুতে খেলা নিয়ে সমস্যা হতো না। প্রাইমারি লেভেলের পর যখন জেলাভিত্তিক খেলতাম, অনেক দূরে খেলতে যেতাম, তখন অনেক সময় খেলতে যেতে দিতে চাইতো না বাসা থেকে। খেলা নিয়ে কত মিথ্যা কথা বলেছি, লুকিয়ে লুকিয়ে খেলতে গিয়েছে ময়মনসিংহ জেলা, ধোবাউড়া জেলায়। এমনও আছে বলছি, স্কুলে যাই, পরে রাস্তার পাশে ব্যাগ রেখে অনুশীলনে যেতাম। এই খেলার জন্য মার খেয়েছি হিসেব নেই।
টি-স্পোর্টস: পরিবারের শাসন আর নিজের চেষ্টা সব মিলিয়ে স্বার্থক?
শামসুন্নাহার: তখন যদি পিছিয়ে যেতাম বা মার খেয়ে খেলা ছেড়ে দিতাম, তাহলে এখানে আজ আসতে পারতাম না। মার খেয়েছি, খেলছি... আসলে ফুটবলের জন্য একটা ভালো লাগা ছিল তাই এসব কিছু মনে হতো না।
টি-স্পোর্টস: ফুটবলার না হলে, অন্য কোন পেশা বেছে নিতেন?
শামসুন্নাহার: ফুটবলার না হলে আসলে জানি না কি হতাম। ফুটবল শুরুই তো করছিলাম ক্লাস-থ্রি থেকে। ওই সময় তো আর কি হবো অতদূর ভাবার বয়স হয়নি। তারপর ধীরে ধীরে ফুটবলের মধ্যেই ডুবে গেলাম। আর কিছু নিয়ে ভাবার সময় হয়নি।
টি-স্পোর্টস: দলে আপনার প্রিয় বন্ধু কে?
শামসুন্নাহার: প্রিয় বন্ধু বলতে ওই রকম কেউ-ই নেই। আমরা যারা ময়মনসিংহের আছি সবাই এক হয়ে থাকি। এটা তহুরা কিংবা আরও যারা আছে তারাও এভাবেই চিন্তা করে।
টি-স্পোর্টস: এশিয়ান কাপে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু দেখেন?
শামসুন্নাহার: চেষ্টা করব কম্পিটিটিভ ম্যাচ খেলতে। গ্রুপের অন্য দলগুলো অনেক ভালো টিম, তারা নিয়মিতই এশিয়ান কাপ, বিশ্বকাপও খেলে, তাদের বিপক্ষে খেলাটাও তো আমাদের জন্য অনেক ভাগ্যের ব্যাপার। তারপরও মাঠে যখন নামবো চেষ্টা করব দেশের জন্য সর্বোচ্চটা উজাড় করে দিতে।
টি-স্পোর্টস: ফুটবলে নিজেকে কোথায় দেখতে চান?
শামসুন্নাহার: কি বলব... ইচ্ছে তো আছে- অনেক স্বপ্নও আছে। সামনে অনেক সুযোগ আছে, কষ্ট করি, দেখা যাক কোথায যেতে পারি। জাতীয় দলের জন্য, দেশের জন্য অনেক কিছু করতে চাই। যেন মানুষ মনে রাখে শামসুন্নাহার জুনিয়র নামে কেউ একজন ছিল।
লামিন ইয়ামাল তাঁর আইকনিক গোল-সেলিব্রেশনকে ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন করেছেন। এই গ্রীষ্মে তিনি ‘৩০৪’ নামে সেলিব্রেশনটি নিবন্ধন করেন, যা কাতালানে তাঁর নিজ শহরকে রোকাফোন্ডাকে স্মরণ করিয়ে দেয়। ট্রেডমার্কটি পোশাক থেকে শুরু করে ক্রীড়া সামগ্রীসহ ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যিক পণ্যসমূহে ব্যবহারের জন্য সুরক্ষিত থাকবে।
ইয়ামাল ইউরোপিয়ান ইউনিয়ন ইনটেলেকচুয়েল প্রোপার্টির (ইইউআইপিও) দপ্তরে সাতটি কমিউনিটি ট্রেডমার্ক নিবন্ধন করেছেন, যেগুলো ২০৩৫ সাল পর্যন্ত কার্যকর থাকবে। এর মধ্যে দুটি তাঁর নিজের নাম ব্যবহার করে, আর বাকি পাঁচটি ‘৩০৪’ সংখ্যা কেন্দ্রিক—যা তাঁর এলাকার (স্পেনের মাতারোর রোকাফোন্ডা) পোস্টাল কোডের শেষ তিন অঙ্ক।
আরও পড়ুন
প্রীতি ম্যাচের আগে আর্জেন্টিনা দলে দুঃসংবাদ |
![]() |
ইয়ামাল ও তাঁর ব্যবহৃত গ্রাফিক প্রতীক ছাড়াও, আরও কিছু ট্রেডমার্ক করেছেন— এলওয়াই৩০৪, ৩০৪ এবং ৩০৪ এফসি। পাশাপাশি তিনি আরও দুটি ভিজ্যুয়াল ট্রেডমার্ক করেছেন, যেখানে আঙুল দিয়ে ‘৩-০-৪’ সংখ্যা বানানোর ভঙ্গি ফুটে ওঠে।
সেলিব্রেশন ভঙ্গিতে ইয়ামাল হাত ক্রস করে দাঁড়ান। বাম হাতে কনিষ্ঠা, অনামিকা ও মধ্যমা আঙুল বাড়িয়ে ‘৩’ বোঝান, তর্জনী ও বুড়ো আঙুল দিয়ে বৃত্ত বানিয়ে ‘০’, আর ডান হাতে বৃদ্ধা আঙুল ভাঁজ করে বাকি আঙুল বাড়িয়ে ‘৪’। এই উদযাপনে ১৮ বছর বয়সী তারকা ফুটবলার তুলে ধরেন তাঁর বেড়ে ওঠা শ্রমজীবী, বহুসাংস্কৃতিক ও সাধারণ এলাকার প্রতি টান এবং গর্ব।
২০২৪ সালের মে মাসে প্রথম দফায় পোশাক, ক্রীড়া সামগ্রী, ক্যাপ, জ্যাকেট, স্পোর্টস জুতা ও অন্তর্বাসের জন্য তাঁর নামে ট্রেডমার্ক নিবন্ধিত হয়। অল্প সময়ের মধ্যে- এলওয়াই৩০৪, ৩০৪ ও ৩০৪ এফসিকেও অন্য পণ্যের জন্য সুরক্ষা দেওয়া হয়।
এখন তরুণ স্প্যানিশ তারকার অনুমতি ছাড়া যেসব পণ্য বাণিজ্যিকভাবে এসব উদযাপন ব্যবহার করা যাবে না, তার মধ্যে আছে—ফুটবল, গ্লাভস, পুতুল, চশমা, হেলমেট, ঘড়ি, হেডফোন, ব্যাকপ্যাক, ওজন তোলার সরঞ্জাম, এমনকি ইলেকট্রনিক গেমসও।
সম্প্রতি ইয়ামাল হাতের ভঙ্গি দিয়ে বানানো ‘৩০৪’ লোগোকেও সুরক্ষার আওতায় এনেছেন। এই সুরক্ষা শুধু পণ্যেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষা, বিনোদন, ক্রীড়া কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত পরিবেশনা, প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজনেও প্রযোজ্য হবে।
নিজের প্রতীকী ভঙ্গি ও নাম ট্রেডমার্ক করে ইয়ামাল এখন শুধু নিজের মালিকানার নিশ্চয়তা পেলেন, যাতে অন্য কেউ তাঁর ভাবমূর্তি বাণিজ্যিকভাবে অপব্যবহার করতে না পারে। প্রায় এক বছর আগে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যখন একজন পর্তুগিজ নারী ‘লামিন ইয়ামাল’ নামে পোশাক, বিজ্ঞাপন ও শিক্ষা কার্যক্রমের জন্য ট্রেডমার্ক আবেদন করেছিলেন।
আরও পড়ুন
মেসির হ্যাটট্রিক অ্যাসিস্ট, তবু স্বপ্নভঙ্গ মায়ামির |
![]() |
তবে কোনো কারণ প্রকাশ না করেই সে আবেদন প্রত্যাহার করায়। খেলোয়াড়ের সঙ্গে সম্পর্কহীন হওয়ায় আবেদনটি ইইউআইপিও দপ্তর শেষ পর্যন্ত নাকচ করেছে। কিন্তু আপিল বা পর্যালোচনার আগেই তা বন্ধ হয়ে যায়।
ইইউআইপিও দপ্তরের সুরক্ষার কারণে ইয়ামাল তাঁর সব প্রতীক ও নামের মালিকানা নিশ্চিত করেছেন। এতে মাঠের বাইরেও, বাণিজ্যিক দুনিয়ায় নিজের ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ পাবেন এই তরুণ তারকা।
আন্তর্জাতিক বিরতিতে যুক্তরাষ্ট্রে দু’টি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচের জন্য এরই মধ্যে ২৮ সদস্যের স্কোয়াডও ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। তবে প্রীতি এই দুই ম্যাচের আগের দলের গুরুত্বপূর্ণ এক সদস্যসের চোটে বড় ধাক্কা খেল আলবিসেলেস্তারা।
সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে আর্জেন্টিনা নিশ্চিত করেছে স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন থিয়াগো আলমাদা। ডান পায়ের পেশীর চোটে অন্তত চার সপ্তাহের জন্য মাঠের বাইরে আছেন ২৬ বছর বয়সী লেফট উইঙ্গার।
গত ৪ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে চোট পান আলমাদা। আর্জেন্টিনার ৩-০ গোলে জয় পাওয়া ওই ম্যাচের ৮১ মিনিটে আতলেতিকো মাদ্রিদের এই ফুটবলারকে তুলে নেন স্কালোনি। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের পর আন্তর্জাতিক উইন্ডোর শেষ ম্যাচে ইকুয়েডরে তাকে ছাড়াই সফর করে আলবিসেলেস্তারা
আরও পড়ুন
মেসির হ্যাটট্রিক অ্যাসিস্ট, তবু স্বপ্নভঙ্গ মায়ামির |
![]() |
ক্লাবে ফেরার পর আলমাদাকে পুরোপুরি বিশ্রামে রাখে আতেলেতিকো মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটির শেষ ছয়টি ম্যাচে দর্শক হয়ে ছিলেন তিনি। লা লিগায় রিয়াল মাদ্রিদের সঙ্গে ডার্বিসহ ভিয়ারিয়াল, মায়োর্কা ও রায়ো ভায়েকানো বিপক্ষে ম্যাচে খেলেননি তরুণ এই তারকা। চ্যাম্পিয়নস লিগে লিভারপুল এবং ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচও মিস করেন আলমাদা।
আর্জেন্টিনার সবশেষ ম্যাচগুলোয় আক্রমণভাগের অন্যতম ভরসায় পরিণত হয়েছেন আলমাদা। দলে মেসির অনুপস্থিতিতে আলমাদার ওপর আস্থা রাখেন কোচ। উরুগুয়ে, ব্রাজিল এবং কলম্বিয়ার বিপক্ষে দারুণ পারফরম্যান্সে সেই আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি।
দুই প্রীতি ম্যাচে আলমাদার অনুপস্থিতিতে দলের তরুণ ফুটবলারদের উপর পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারেন স্কালোনি। আক্রমণভাগ ছাড়াও মাঝমাঠে খেলতে অভ্যস্ত আলমাদার জায়গায় নিকোলাস পাজ কিংবা জিওভানি লো সেলসোকে শুরুর একাদশে দেখা যেতে পারে। এ ছাড়া নিষেধাজ্ঞা থেকে দলে ফিরেছেন এনজো ফার্নান্দেজ। আর রেয়াল মাদ্রিদের ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো তো আছেনই।
আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ১৪ অক্টোবর পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে তারা।
বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি। দলের জয়ে দারুণ অবদান রেখেছেন লিওনেল মেসি। হ্যাটট্রিক অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এই জয়ের পরও শিরোপা হাতছাড়া হলো হাভিয়ার মাসচেরানোর দলের।
মেজর লিগ সকারে (এমএলএস) আজ নিউ ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে মায়ামি। দলের চার গোলের তিনটিই আসে মেসির সহায়তায়। কিন্তু এই জয় ম্লান হয়ে যায় আরেক ম্যাচে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে ফিলাডেলফিয়ার ১-০ গোলের জয়ে। মৌসুমের সাপোর্টার্স শিল্ড ট্রফিও এই জয়ের সঙ্গে জিতে ফিলাডেলফিয়া।
ইস্টার্ন কনফারেনন্স থেকে ৩২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে মায়ামি। এক ম্যাচ বেশি খেলে ৬২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে সিনসিন্নাতি। আর শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার সংগ্রহ ৬৬ পয়েন্ট। তাতে নিজেদের বাকি থাকা দু’টি ম্যাচে জয় পেলেও এক নম্বরে থাকা ফিলাডেলফিয়াকে টপকাতে পারবে না মেসির দল।
আরও পড়ুন
রেয়াল মাদ্রিদের জয়ে ফ্রান্সের বড় ধাক্কা |
![]() |
ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামির আধিপত্য ছিল দেখার মতো। মায়ামির প্রথম তিনটি গোলই আসে মেসির সহায়তায়। চার গোলের দু’বার করে বল জালে পাঠিয়েছেন তাদেও আয়েন্দে ও জর্দি আলবা। ৩২ মিনিটে আলেন্দের গোলটি আসে মেসির রক্ষণচেরা দুর্দান্ত এক থ্রু পাস থেকে।
মায়ামির পরের গোলটি বার্সেলোনার সাবেক সতীর্থকে দিয়ে করান মেসি। আর্জেন্টাইন মহাতারকার বক্সের ভেতর পাস থেকে গোল করেন আলবা। বিরতির পর ৫৯ মিনিটে নিউ ইংল্যান্ডের হয়ে ব্যবধান কমান টুরগেমেন।
এক মিনিট পর ফের জাদু দেখান মেসি। প্রায় মাঝমাঠ থেকে দারুণভাবে বল বাড়ান মেসি। সেই পাস ধরে দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-১ করেন আয়েন্দে। এরপর ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন আলবা।
চলতি মৌসুমে এমএলএসে এ নিয়ে ২৪ গোল এবং অ্যাসিস্ট ১৪টি অ্যাসিস্ট হলো মেসির। ২০২৩ সালে ক্লাবটিতে যোগ দেওয়ার পর আটবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ৮০ ম্যাচে ৯৭ গোলে অবদান রাখলেন।
লা লিগায় আন্তর্জাতিক বিরতির আগে নিজেদের শেষ ম্যাচে ভিয়ারিয়ালকে ৩-১ গোলে হারিয়েছে রেয়াল মাদ্রিদ। একটি গোল করেছেন ফ্রান্সের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। আর এই ম্যাচটিই বড় ধাক্কা হয়ে এসেছে ফ্রান্সের জন্য।
কারণ ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে পায়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন এমবাপে। এই চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে আজারবাইজান ও আইসল্যান্ডের বিপক্ষে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে ফরাসি তারকার।
এমবাপ্পের চোটের বিষয়ে রেয়াল কোচ জাভি আলোনসো বলেন, “কিলিয়ানের গোড়ালিতে কিছু অস্বস্তি ছিল, আমরা তার অবস্থা পর্যবেক্ষণ করব।”
আগামী ১১ অক্টোবর আজারবাইজান ও ১৪ অক্টোবর আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামবে ফ্রান্স। তবে চোটের কারণে জাতীয় দলে খেলার বিষয়ে নিশ্চিত বলতে পারেননি আলোনসো।
আরও পড়ুন
কেইনের গোলের রেকর্ড, অপ্রতিরোধ্য বায়ার্ন |
![]() |
“ও ফ্রান্সে যাবে কি না, এখনই বলা যাচ্ছে না। ওখানকার মেডিকেল টিম মূল্যায়ন করবে। যদি জটিলতা দেখা দেয়, তবে খেলতে পারবে না। এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।”
শনিবারের জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে ফিরেছে রেয়াল। এই ম্যাচে গোল করার মধ্য দিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ১০ ম্যাচে ১৪ গোল করেছেন এমবাপে।
ম্যাচে দুটি গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। পেনাল্টি থেকে ভিনিসিয়ুসের গোলেও ভূমিকা ছিল এমবাপের। পেনাল্টি নিজে না নিয়ে সতীর্থকে সুযোগ দেন তিনি।
এমবাপ্পের পেনাল্টি না নেওয়ার বিষয়ে রেয়াল কোচ বলেন, ‘পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে কিলিয়ানই আমাদের প্রথম পছন্দের খেলোয়াড়। তবে আজ খেলোয়াড়রা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে কে নেবে। এতে কোনো সমস্যা নেই।’