৩০ নভেম্বর ২০২৪, ৭:০৪ পিএম
সৌদি আরবে ২০৩৪ বিশ্বকাপ নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর রয়েছে প্রবল আপত্তি। তবে দেশটিতে প্রথমবারের মত বিশ্বকাপ আয়োজন নিয়ে ফিফা বেশ সন্তুষ্ট হয়েছে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই সংস্থার রিপোর্টে আরব দেশটি পেয়েছে রেকর্ড পয়েন্ট, যা বিশ্বকাপের অতীতের স্বাগতিক দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। ফলে, বিশ্বকাপ আয়োজনে কার্যত আর কোনো বাধাই নেই দেশটির সামনে। আনুষ্ঠানিক ঘোষণাটাই কেবল বাকি রইলো এখন।
২০৩৪ বিশ্বকাপের জন্য বিড করা একমাত্র দেশ সৌদি আরবই। টুর্নামেন্টের একমাত্র দরদাতা দেশটির জন্য ফিফার মূল্যায়ন প্রতিবেদনে ‘স্থানীয় জলবায়ু পরিস্থিতির’’ কারণে প্রতিযোগিতাটি ‘অক্টোবর-এপ্রিলের মধ্যে’ আয়োজনের সম্ভাবনা তুলে ধরা হয়েছে। ফলে সৌদি আরবের ২০৩৪ সালে শীতকালীন বিশ্বকাপ আয়োজন করার পথ সুগম হচ্ছে।
ফিফা আগামী ১১ ডিসেম্বর ২০৩০ এবং ২০৩৪ বিশ্বকাপের আয়োজক ঘোষণা করবে। স্পেন, পর্তুগাল, মরক্কো, আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ের সম্মিলিত বিডের প্রেক্ষিতে প্রথম বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে ২০৩০ সালের বিশ্বকাপের আয়োজক হিসাবে দেশগুলোর নাম ঘোষণা করা হবে।
আর সৌদি আরব হতে যাচ্ছে দ্বিতীয় মধ্যপ্রাচ্যের দেশ, যারা বিশ্বকাপের মত মহাজজ্ঞের আয়োজন করতে যাচ্ছে। এর আগে তাদের প্রতিবেশী কাতার প্রথমবারের মত বিশ্বকাপ আয়োজন করে ২০২২ সালে।
দেশটিতে মানবাধিকার নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও ফিফার মূল্যায়ন প্রতিবেদনে সেই সমস্যাটিকে একটি মাঝারি মানের ঝুঁকি হিসাবে স্কোর করা হয়েছে। এর ফলে, সৌদি আরব ৫০০-এর মধ্যে ৪১৯.৮ পয়েন্ট স্কোর করেছে - যা পূর্ববর্তী বিশ্বকাপের জন্য বিড করার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ স্কোর।
ফিফার প্রতিবেদনে বলা হয়েছে যে, সৌদি আরবে মানবাধিকারের উন্নতির জন্য ‘উল্লেখযোগ্য প্রচেষ্টা এবং সময় লাগবে। তবে দেশটিতে বিশ্বকাপের আয়োজন করা ‘ইতিবাচক মানবাধিকার প্রভাবগুলিতে অবদান রাখতে সাহায্য করতে পারে।’
ফিফা রিপোর্টে আরও বলা হয়েছে, সৌদি আরব এখন থেকে ২০৩৪ সালের মধ্যে বেশ কয়েকটি নতুন স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কারণে স্টেডিয়ার ক্ষেত্রে একটি ‘মাঝারি মানের’ ঝুঁকির প্রস্তাব দিয়েছে, যার মধ্যে রয়েছে একটি তথাকথিত ‘আকাশে স্টেডিয়াম’ বানানোর পরিকল্পনাও। নিওম শহরে নির্মিত হতে যাওয়া স্টেডিয়ামটি হবে ভূমি থেকে ৩৫০ মিটার উপরে।
১৮ ঘণ্টা আগে
৯ দিন আগে
১৮ দিন আগে
১৯ দিন আগে
২২ দিন আগে
২৩ দিন আগে
২৩ দিন আগে
২৬ দিন আগে
২৭ দিন আগে
২৮ দিন আগে
৪০ দিন আগে