১০ সেপ্টেম্বর ২০২৩, ১:৪৩ এম

আর্জেন্টিনা-ব্রাজিল থেকে বাংলাদেশ, পুরো পৃথিবী জুড়ে চলছে আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা।
দক্ষিণ আমেরিকা ব্যস্ত বিশ্বকাপ বাছাইয়ে, ইউরোপে চলছে ইউরো বাছাইপর্ব, আর এশিয়াতে তোড়জোড়
বিশ্বকাপ বাছাই শুরুর আগের প্রস্তুতি নিয়ে। উল্লেখযোগ্য ম্যাচগুলোর রেকর্ডগুলোতেই এক
নজর চোখ বুলিয়ে নেওয়া…
৭৯
বলিভিয়ার বিপক্ষে দুইবার জালে বল জড়ানোর পর নেইমারের আন্তজার্তিক গোল সংখ্যা। কাতার
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সবশেষ ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করেছিলেন নেইমার। ওই গোলে
ছুঁয়েছিলেন কিংবদন্তী পেলেকে। ডিসেম্বরে পেলেকে হারিয়ছে পৃথিবী, এরও সাত মাস পর নেইমার
ছাড়িয়ে গেলেন ফুটবলের রাজাকে। ৯১ ম্যাচে পেলের
গোল ছিল ৭৭, আর নেইমার ৭৯ গোল করলেন ব্রাজিলের হয়ে নিজের ১২৫ তম ম্যাচে।
আরও পড়ুন: জিদানের কাছে মেসি মানে 'ম্যাজিক'
২৯
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসিয়েছেন
লিওনেল মেসি। ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে নিজের ৬১ তম ম্যাচ খেলতে নেমেছিলেন
আর্জেন্টাইন অধিনায়ক, করেছেন গোলও। সবার ওপরে এতোদিন একাই রাজ করছিলেন উরুগুয়ের লুইস
সুয়ারেজ। ৫৮ ম্যাচে সুয়ারেজের গোলও ২৯।
৬৫
মেসির ফ্রি কিক গোল সংখ্যা। ফ্রি কিক থেকে সবচেয়ে বেশি গোল করাদের তালিকায় ডেভিড বেকহ্যামকে
ছুঁয়েছেন মেসি। আর গোল করলেই ছুঁয়ে ফেলবেন ওপরে থাকা রোনালদিনিয়োকে।
১৬
১৬ বছর ৫৭ দিন বয়সে স্পেনের জার্সি গায়ে মাঠে নেমেই রেকর্ড গড়ে ফেলেছিলেন লামিন ইয়ামাল।
বনে গেছেন স্পেনের ইতিহাসের সবচেয়ে তরুণ ফুটবলার। ম্যাচটা আরও বেশি রাঙিয়েছেন গোল করে।
৭৪ মিনিটে জর্জিয়ার বিপক্ষে ইয়ামালের গোল তাকে বানিয়ে দিয়েছে আন্তর্জতিক ফুটবলের তৃতীয়
কনিষ্ঠ গোলস্কোরার। তার সামনে আছেন কেবল নর্দার্ন আয়ারল্যান্ডের স্যাম জনস্টোন (১৫
বছর ১৬০ দিন) ও হাঙ্গেরির জোসেফ হোভার্থ (১৬ বছর ১২দিন)। যদিও ওই দুইটি রেকর্ডের সময়কাল
বহু আগের। স্যাম জনস্টোন গোল করেছিলেন ১৮৮২ সালে আর হোভার্থ ১৯০৬ সালে।
৩
নিজের ৬৫ তম ম্যাচে এসে আন্তর্জাতিক ফুটবলে হ্যাটট্রিকের দেখা পেয়ছেন আলভারো মোরাতা।
জর্জিয়ার বিপক্ষে ২২, ৪০ ও ৬০ মিনিটে করেছেন গোল।
১৩
১৩ বছর পর আন্তর্জাতিক ফুটবলে দক্ষিণ আমেরিকার দলের বিপক্ষে জয় পেয়েছেন মার্সেলো বিয়েলসা।
উরুগুয়ের ডাগআউটে বিয়েলসার শুরুটা হয়েছে চিলিকে ৩-১ ব্যবধানে হারিয়ে। মজার বাপার, সবশেষ
দক্ষিণ আমেরিকার কোনো দেশের বিপক্ষে তার জয় ছিল ২০১০ সালে, তখন প্রতিপক্ষ ছিল উরুগুয়ে
আর তিনি ছিলেন চিলির কোচ। অবশ্য ২০১১- এর পর
থেকেই আন্তর্জাতিক ফুটবলের বাইরে ছিলেন তিনি।
৪
উরুগুয়ের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ৪ গোল করেছেন ফেদেরিকো ভালভার্দে, সবগুলোই বক্সের
বাইরে থেকে করা শটে। চিলির বিপক্ষে প্রথমার্ধের যোগ করা সময়ে করেছেন সাম্প্রতিক গোলটি।
১
আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম গোল পেয়েছেন ফ্রান্সের মার্কাস থুরাম। ২৬ বছর বয়সী
ফরোয়ার্ড ফ্রান্সের হয়ে ৯৮ বিশ্বকাপ জয়ী কিংবদন্তী লিলিয়ান থুরামের ছেলে। জাতীয় দলে
১৪২ ম্যাচ খেলে ডিফেন্ডার থুরাম গোল করেছিলেন ২টি। দুই গোলই ছিল বিশ্বকাপের সেমিফাইনালে
ক্রোয়েশিয়ার বিপক্ষে। বাবা-ছেলের জাতীয় দলের হয়ে গোল করার কীর্তি ফ্রান্সে এছাড়া আছে
আর একটি- জা জোরকায়েফ ও ইউরি জোরকায়েফের।
৮
টানা ৮ আন্তর্জাতিক ম্যাচে গোল করেছেন লিওনেল মেসি। সবশেষ বিশ্বকাপের গ্রুপ পর্বের
ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে গোল পাননি তিনি।
৪
৭ আন্তর্জাতিক ম্যাচ খেলে বাংলাদেশের শেখ মোরসালিন সম্মিলিত গোল ও অ্যাসিস্ট সংখ্যা।
১৭ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার স্টার্টিং ইলাভেনে ছিলেন ৫ ম্যাচে। গোল ৩, অ্যাসিস্ট
১। মালদ্বীপ, ভূটান ও আফগানিস্তানের বিপক্ষে গোল করেছেন মোরসালিন।
No posts available.
৫ নভেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম
৫ নভেম্বর ২০২৫, ১২:১৯ পিএম

চলতি বছর আর্জেন্টিনার শেষ আন্তর্জাতিক ম্যাচে গোলপোস্টের নিচে থাকবেন না নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। তাকে বিশ্রামে রেখে নতুন গোলরক্ষককে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।
আগামী ১৪ নভেম্বর এঙ্গোলার বিপক্ষে ২০২৫ সালে নিজেদের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এখনও ওই ম্যাচের জন্য দল ঘোষণা করেননি স্কালোনি। খুব শিগগিরই এই ম্যাচের দল ঘোষণা করবেন আলবিসেলেস্তে কোচ।
তবে আর্জেন্টিনার ফুটবলভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্তিনেসকে রাখা হবে দলের বাইরে। এরই মধ্যে নিজের এই সিদ্ধান্তের ব্যাপারে মার্তিনেসের সঙ্গে কথা বলেছেন স্কালোনি।
মার্তিনেস থাকলে কোনো ধরনের আলোচনা ছাড়াই আর্জেন্টিনার প্রথম পছন্দের গোলরক্ষক হন তিনি। তবে এবার তার অনুপস্থিতিতে বেঞ্চে থাকা গোলরক্ষকদের সুযোগ দেওয়ার ইচ্ছা স্কালোনির। তার মতে, এসব ম্যাচ দিয়েই সামনের সময়ের জন্য অভিজ্ঞতা পাবেন নতুনরা।
নিয়মিত গোলরক্ষকের অনুপস্থিতিতে এবার আর্জেন্টিনার গোলপোস্ট সামলানোর দায়িত্ব পেতে পারেন ওয়াল্টার বেনিতেজ। কয়েক মাস আগে পিএসভি ছেড়ে ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসে যোগ দিয়েছেন ৩২ বছর বয়সী গোলরক্ষক।
বেনিতেজের পাশাপাশি জেরোনিমো রুল্লিও থাকবেন আর্জেন্টিনা দলে। তবে যুক্তরাষ্ট্র সফরে পুয়ের্তো রিকোর বিপক্ষে সবশেষ ম্যাচে অভিষেক হওয়া ফাকুন্দো ক্যাম্বেসকে এবার এঙ্গোলাতেও নেওয়া হবে কিনা তা নিশ্চিত নয়।

জোড়া গোল করে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি-বায়ার্ন মিউনিখ ম্যাচের নায়ক লুইস দিয়াজ। তবে ম্যাচের প্রথামার্ধের যোগ করা সময়ে আশরাফ হাকিমিকে ভয়াবহ এক ট্যাকল করে অনেকটা ভিলেনও বনে যান কলম্বিয়ান উইঙ্গার। দিয়াজের ট্যাকলে যে বড় চোটেই পড়েছেন হাকিমি।
দিনটিই ছিল হাকিমির ২৭তম জন্মদিন। এই দিনই যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়তে হয়েছে পিএসজির রাইট-ব্যাককে। মরক্কোর এই তারকা ফুটবলার কাঁদতে কাঁদতে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন। চিকিৎসকরা তাঁকে উঠতে সাহায্য করলেও তিনি নিজের পায়ে ভর দিতে পারেননি এক মুহূর্তের জন্যও।
ম্যাচ শেষে হাকিমিকে দেখা যায় ক্রাচে ভর দিয়ে স্টেডিয়াম ছাড়তে। আহত পায়ে ছিল প্রটেকটিভ বুট। এতে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার আশঙ্কা তৈরি হয়েছে।
পিএসজি এখনো আনুষ্ঠানিকভাবে হাকিমির চোট নিয়ে কিছুই জানায়নি। অবশ্য ম্যাচের পর ফরাসি ক্লাবটির অধিনায়ক মারকিনিয়োস জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষা সম্পন্ন হয়েছে, তবে স্ক্যান ও টেস্টের পর আসবে চূড়ান্ত রিপোর্ট । ধারণা করা হচ্ছে গোড়ালির এই চোটে কমপক্ষে তিন থেকে পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ২৭ বছর বয়সী ফুল-ব্যাককে।
বায়ার্নের বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে হাকিমির এই চোট মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবেই যেন হাজির হলো পিএসজির জন্য। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে বাভারিয়ানদের বিপক্ষে ম্যাচটিতে চোটে পড়েছেন পিএসজির ব্যালন ডি’অর জয়ী উইঙ্গার উসমান দেম্বেলেও।
পিএসজির সঙ্গে হাকিমির চোট মরক্কোর জন্যও বড় ধাক্কা হয়ে এলো। আগামী ডিসেম্বরেই মরক্কোতে শুরু হচ্ছে আফ্রিকা কাপ অব নেশনস (আফকন)। এবার নিজ দেশে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে থেকে হয়তো ছিটকে যেতে পারেন জাতীয় দলের অধিনায়ক হাকিমি।

ম্যাচে তখন ২-০ গোলে এগিয়ে টটেনহ্যাম হটস্পার। তবে একজন লাল কার্ড দেখায় কিছুটা চাপে পড়ে যায় তারা। সেই সুযোগে আক্রমণে উঠে আসে কোপেনহেগেন। সেই আক্রমণ ফিরিয়ে যেন উল্টো লিওনেল মেসি ভর করল মিকি ফন ডি ভেনের ওপর।
নিজেদের ডি-বক্সের কাছে বল পেয়ে একাই টেনে নেন হটস্পার সেন্টার হাফ। একে একে প্রতিপক্ষের পাঁচ ফুটবলারকে কাটিয়ে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে যান মিকি। পরে বাম পায়ের চমৎকার শটে গোলরক্ষককেও পরাস্ত করেন তিনি।
যা মনে করিয়ে দেয় লিওনেল মেসির আইকনিক সব গোল। যেখানে একাই প্রতিপক্ষকে ঘোল খাইয়ে বল জালে জড়ান আর্জেন্টাইন মহাতারকা। তার কথা মনে করানো গোলের পর ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই প্রশংসায় ভাসছেন মিকি।
ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টটেনহ্যাম কোচ থমাস ফ্র্যাঙ্ক তো সরাসরি বলেই দেন, ওই মুহূর্তের জন্য মেসি হয়ে গিয়েছিলেন মিকি।
“দেখে মনে হয়েছিল, মিকি ফন ডি ভেন যেন লিওনেল মেসি হয়ে গেছে। নিজেদের ডি-বক্সের কাছ থেকে সোজা অন্য প্রান্তে বল নিয়ে গোল করা! দুর্দান্ত।”
এর মিনিট তিনেক পর আরেকটি গোল করেন হোয়াও পালিনহা। ঘরের মাঠে ৪-০ গোলের জয় পায় টটেনহ্যাম।
২০২৩ সালের আগস্টে উলফসবার্গ ছেড়ে টটেনহ্যামে যোগ দেন মিকি। ডিফেন্ডার হলেও, সাম্প্রতিক সময়ে গোল করার ক্ষেত্রেও পারদর্শিতা দেখাচ্ছেন তিনি। তবে অন্য যে কোনো গোলের চেয়ে মঙ্গলবারের গোলটিই যে সবার সেরা, তা নিয়ে দ্বিমত নেই কারও।
টিএনটি স্পোর্টসে নিজের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান মিকি।
“আমি ড্রিবলিং শুরু করি। তখন ভাবছিলাম যে, দেখি তারা আমাকে ধরতে পারে কিনা। কিন্তু তারা সেটি করতে পারেনি। আমার তখন ভালো অনুভূতি হচ্ছিল। দৌড়ানোর সময় দুর্দান্ত লাগছিল। আমার মনে হচ্ছিল, আজীবন দৌড়াতে পারব এখন।”
ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ওয়েন হারগ্রিভসও প্রশংসায় ভাসান মিকিকে,
‘সব সময়ের সেরা গোলগুলোর একটি এটি। সে প্রতিপক্ষকে এমনভাবে কাটিয়ে যাচ্ছিল যেন সেখানে কেউ ছিলই। দুর্দান্ত, অসাধারণ। মৌসুমের সেরা গোল।’

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এওয়ে ম্যাচ খেলতে বেলজিয়ামে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে তাদের সমর্থনের কোনো কমতি হবে না৷ কারণ গ্যালারিতে উপস্থিত থাকবে তাদের ঘরের মাঠের সমর্থকরাও।
ক্লাব ব্রুগের বিপক্ষে ম্যাচটিতে নিজেদের প্রিয় দলকে সমর্থন জানানোর জন্য স্পেন থেকে বেলজিয়ামে উড়ে গেছেন বার্সেলোনার ১৩০০ জন সমর্থক।
বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় ক্লাব ব্রুগের মুখোমুখি হবে বার্সেলোনা।
বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, ক্লাবের ৬৯০ জন সদস্য ও সমর্থকদের মধ্যে আরও ৬১০ বুধবার রাতে বেলজিয়ামের ইয়ান ব্রেইডেল স্টেডিয়ামে উপস্থিত থাকবেন।
এর বাইরে বেলজিয়ামে থাকা বার্সেলোনার সমর্থক ফোরামগুলোও গ্যালারি মাতাবে। ৮টি অফিসিয়াল সমর্থক ফোরাম থেকে অন্তত ১৯৭ জন সদস্য ম্যাচটি গ্যালারিতে বসে দেখবেন।
এছাড়া জার্মানির স্টুটগার্ট থেকে পেনায়া ব্লাউগ্রানার ৩৫ জন, রুজেনডালের পেনায়া বার্সেলোনিস্তা থেকে ৩৫ জন ও প্যারিসের পেনায়া ব্লাউগ্রানা থেকে আরও ৩৫ জন সদস্য গ্যালারিতে থেকে দলের জন্য গলা ফাটাবেন।
চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুগের মাঠে এখন পর্যন্ত একটি ম্যাচই খেলেছে বার্সেলোনা। ২০০২-২৩ মৌসুমের ওই ম্যাচে আর্জেন্টাইন কিংবদন্তি হুয়ান রিকেলমের গোলে জিতেছিল স্প্যানিশ জায়ান্টরা।
চলতি টুর্নামেন্টে প্রথম তিন ম্যাচের দুইটি জিতেছে বার্সেলোনা। ৬ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের ১২ নম্বরে তারা। ব্রুগের বিপক্ষে জিততে পারলে লম্বা লাফ দেবে হানসি ফ্লিকের দল।

ম্যাচে ততক্ষণে অনায়াস জয়ের পথে আর্সেনাল। অনেকটা চমক দিয়েই ম্যাক্স ডোম্যানকে বদলি হিসেবে নামালেন মিকেল আর্তেতা। এরই সঙ্গে হয়ে গেল ইতিহাস।
ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এখন সর্বকনিষ্ঠ খেলোয়াড় আর্সেনালের ডোম্যান। স্লাভিয়া প্রাগার বিপক্ষে মাত্র ১৫ বছর ৩০৮ দিন বয়সে প্রায় ৩০ মিনিট মাঠে ছিলেন এই মিডফিল্ডার।
মঙ্গলবার রাতের ম্যাচে ৭২তম মিনিটে লেয়ান্দ্রো ট্রোসার্ডকে তুলে নেন আর্তেতা। ম্যাচে তখন ৩-০ গোলে এগিয়ে আর্সেনাল। আর সাইডলাইন থেকে মাঠে প্রবেশ করেই নতুন ইতিহাসের জন্ম দেন ডোম্যান।
গত ৫ বছর ধরে রেকর্ডটি ছিল জার্মান ফরোয়ার্ড মুকোকোর। ২০২০ সালে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ১৬ বছর ১৮ দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে নেমেছিলেন মুকোকো।
২০২৪ সালের জানুয়ারিতে মাত্র ১৪ বছর বয়সে প্রথমবারের মতো আর্সেনালের মূল দলের অনুশীলনে যোগ দেন ডোম্যান।গত বুধবার লিগ কাপে ব্রাইটনের বিপক্ষে ম্যাচ দিয়ে তিনি গড়েন আর্সেনালের ইতিহাসে সবচেয়ে কম বয়সে শুরুর একাদশে খেলার কীর্তি।
এবার চ্যাম্পিয়ন্স লিগেও যাত্রা শুরু হয়ে গেল এখনও কৈশোর না পেরোনো ইংলিশ মিডফিল্ডারের। তার সামনে উজ্জ্বল সময় দেখছেন আর্সেনাল কোচ আর্তেতা।
“এই টুর্নামেন্টের চেয়ে কঠিন কিছু নেই। সেখানেই ম্যাক্স শুরু থেকেই দাপুটে। যেভাবে সে সঠিক মুহূর্তে বল নিয়ে এগিয়ে যায়, দারুণ ব্যাপার। তার মাঝে দুর্দান্ত এক ফুটবলারের দেখা মেলে।”