
শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে বাংলাদেশ, সুফল মিলতেও তাই দেরি হয়নি। ধারার বিপরীতে গিয়ে ম্যাচ ফেরে চাইনিজ তাইপে। এরপর এগিয়েও যায় দলটি। আগের ম্যাচে এগিয়ে গিয়ে মালয়েশিয়ার বিপক্ষে হেরেছিল বাংলাদেশ, আবার তেমন হারের চোখরাঙানি নয়ত? এমন দুশ্চিন্তা দূর করতে সময় নেয়নি তারা। ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত চাইনিজ তাইপেকে ৮-৩ গোলে বিধ্বস্ত করেছে মশিউর রহমান বিপ্লবের শিষ্যরা।
ভারতের বিহারে রাজগীর স্পোর্টস হকি কমপ্লেক্সে বাংলাদেশের বাধা শুধু তাইনিজ তাইপে ছিল না, পরীক্ষা নিয়েছে ৩২ ডিগ্রি তাপমাত্রার গরমও। প্রথম দুই কোয়ার্টারে সমানতালে লড়ে দুই দল। পরের দুই কোয়ার্টারে স্রেফ বাংলাদেশের আধিপত্য। খেলায় দুটি করে গোল করেন মোহাম্মদ আব্দুল্লাহ, রাকিবুল হাসান রকি ও আশরাফুল ইসলাম। একবার করে প্রতিপক্ষের জাল কাঁপান সোহানুর রহমান সবুজ ও অধিনায়ক রেজাউল করিম বাবু।
চতুর্থ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন আব্দুল্লাহ। সোহানুর রহমান সবুজের পাস থেকে রিভার্স হিটে জাল কাঁপান তিনি। ১০ মিনিটে দূরপাল্লার শটে চাইনিজ তাইপেকে সমতায় ফেরান ইউ সুং সিয়ে। ১৩ মিনিটে পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। তবে আশরাফুলের ড্রাগ ফ্লিক সহজেই ঠেকান চায়নিজ তাইপের গোলরক্ষক ওয়েই ইউ সিয়েন।
আরও পড়ুন
| শেষ মুহূর্তে চেলসি ফরোয়ার্ডকে ছিনিয়ে নিল মিলান |
|
দ্বিতীয় কোয়ার্টারের তৃতীয় মিনিটে পরপর দুটি পেনাল্টি কর্নার পায় চায়নিজ তাইপে। প্রথমবার জাল খুঁজে না পেলেও দ্বিতীয় পেনাল্টি থেকে গোল করেন সিয়েন। ডান পাশের দূরূহ কোণে জাল খুঁজে নিয়ে দলকে এগিয়ে দেন ১-২ ব্যবধানে।
মনে হচ্ছিল, দ্বিতীয় কোয়ার্টার শেষ করার আগে হয়ত পিছিয়েই থাকবে বাংলাদেশ। সেটি হতে দেননি আব্দুল্লাহ। ২৬ মিনিটে মাঝমাঠ থেকে আশরাফুলের বাড়ানো পাসে আলতো ছোঁয়ায় বল জালে পাঠান তিনি। ২-২ ব্যবধানে ড্র নিয়ে বিরতিতে যায় তারা।
তৃতীয় কোয়ার্টারে একক আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। ৩৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দুর্দান্ত ড্রাগ ফ্লিকে ব্যবধান ৩-২ করেন সবুজ। এরপর একই মিনিটে জোড়া গোল করেন রকি। দুটো গোলই আসে ৪২ মিনিটে। প্রথমটি মেহেদীর পাস থেকে। আর দ্বিতীয় গোলে অবদান কেবল তাঁরই। ৪৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জোরালো শটে দলের ষষ্ঠ গোলটি করেন আশরাফুল।
আরও পড়ুন
| একগাদা টেস্ট ক্রিকেটার নিয়েও ‘এ’ দলের ইনিংস হার |
|
শেষ কোয়ার্টারে তিনটি পেনাল্টি কর্নারের দুটি থেকে গোল আদায় করে বাংলাদেশ। ৫৬ মিনিটে গোলের খাতায় নাম লেখান অধিনায়ক বাবু। যদিও পেনাল্টি কর্নার থেকে ড্রাগ ফ্লিক করেছিলেন আশরাফুল। তাঁর শট বাবু স্টিক ছুঁয়ে আশ্রয় নেয় জালে। দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোলের দেখা পান আশরাফুল। ৬০ মিনিটে চায়নিজ তাইপে এক গোল পরিশোধ করলেও তা শুধু ব্যবধানই কমিয়েছে।
সোমবার ‘বি’ গ্রুপ থেকে শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে গতকাল মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হার মানে বাংলাদেশ দল। এই গ্রুপ থেকে তিন পয়েন্ট করে পেয়েছে তিনটি দল দক্ষিণ কোরিয়া, বাংলাদেশ ও মালয়েশিয়া। বাংলাদেশ ম্যাচ খেলেছে দুটি। চাইনিজ তাইপে দুই খেলায় দুটিতেই হেরেছে।
No posts available.
৪ ডিসেম্বর ২০২৫, ৩:২৬ পিএম
২ ডিসেম্বর ২০২৫, ৭:৩৬ পিএম
৩০ নভেম্বর ২০২৫, ৮:৪১ পিএম
২৯ নভেম্বর ২০২৫, ৭:০৩ পিএম

জুনিয়র হকি (অনূর্ধ্ব-২১) বিশ্বকাপে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করে তাক লাগিয়ে দিয়েছিলেন ড্র্যাগ অ্যান্ড ফ্লিকের বিশেষজ্ঞ আমিরুল ইসলাম। তৃতীয় ম্যাচে করলেও আরও এক গোল। এবার আগের তিন ম্যাচে পারফরম্যান্স ছাপিয়ে গেলেন; করলেন পাঁচ গোল। চলমান জুনিয়র হকি বিশ্বকাপে তাতে বড় ব্যবধানে ওমানকে উড়িয়ে দিল বাংলাদেশ।
আজ ভারতের মাদুরাইতে স্থান নির্ধারণী ম্যাচে ওমানের বিপক্ষে ১৩-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে তৃতীয় হ্যাটট্রিকসহ মোট ১২ গোল করলেন আমিরুল ইসলাম। স্পেনের শীর্ষ গোলদাতা ব্রুনো আভিলারের ৮ গোলকে টপকে গেলেন ফরিদপুরের এই খেলোয়াড়। আমিরুলের পর এদিন আলো কেড়ে নিয়েছেন হ্যাটট্রিক করা রাকিবুল হাসান রকি। ম্যাচসেরাও হয়েছেন তিনি।
প্রথম জয়ে ২৪ জাতির বিশ্বকাপে বাংলাদেশ ১৭ থেকে ২০তম স্থানের মধ্যে শেষ করবে তা নিশ্চিত হলো। আগামী ৬ ডিসেম্বর ১৭ থেকে ২০তম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ এখন দক্ষিণ কোরিয়া এবং মিশরের মধ্যেকার বিজয়ী দলের মুখোমুখি হবে।
এর আগে সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও বর্তমান রানার্স-আপ ফ্রান্সের বিপক্ষে লড়াকু ম্যাচ খেলা বাংলাদেশ। পরে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মর্যাদার ড্রয়ে আত্মবিশ্বাস আরও বাড়ে লাল সবুজের দলের। যার প্রভাব দেখা গেল আজকে স্থান নির্বাচনী ম্যাচে।
আরও পড়ুন
| বিশ্বকাপের ফ্রান্সের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ |
|
এর আগে ২০১৪ সালে জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে ৭-০ গোলের বড় ব্যবধানে হেরেছিল ওমান। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ জুনিয়র হকি দল ২০১৪ সাল থেকে ওমান অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে টানা সাতটি ম্যাচে জয়ের রেকর্ড বজায় রাখল।
একাদশ, পঞ্চদশ এবং ফের পঞ্চদশ মিনিটে টানা তিনটি পেনাল্টি কর্নার থেকে গোল করে লাল-সবুজের দলের জন্য কাজটি সহজ করে দেন আমিরুল। এরপর ১৯তম ও ২৫তম মিনিটে ফরোয়ার্ড রাকিবুল ওপেন প্লে থেকে আরও দুটি গোল করে ব্যবধান বাড়ান। বিরতির পর রাকিবুল ওপেন প্লে থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এবং আমিরুল আরও দুটি গোল করে তার গোল সংখ্যা পাঁচে নিয়ে যান।
মোহাম্মদ আব্দুল্লাহ ও মোহাম্মদ সাজুও গোল উৎসবে যোগ দিয়ে দুজনই দুটি করে গোল করেন। অন্যদিকে ওবায়দুল জয় একটি গোল করে স্কোরশিটে নিজের নাম লেখান।

অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে আরও একবার লড়াই করে হারল বাংলাদেশ। মঙ্গলবার চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণ স্টেডিয়ামে গত আসরের রানার্সআপ ফ্রান্সের বিপক্ষে ৩–২ গোলে হেরেছে লাল–সবুজের দল।
এদিন ম্যাচের সপ্তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে টম গাইলারের গোলে এগিয়ে যায় ফ্রান্স। এর আগে দুটি পেনাল্টি কর্নার পেয়েছিল তারা।
দ্বিতীয় কোয়ার্টারেও দুটি পেনাল্টি কর্নার পায় ফ্রান্স, সেগুলো কাজে লাগাতে পারেনি তারা। বাংলাদেশ একটি পেনাল্টি কর্নার পেলেও গোল পায় ফিল্ড প্লে থেকে। ২৮তম মিনিটে সমতার সেই গোলটি করেন মোহাম্মদ আব্দুল্লাহ। এবারের বিশ্বকাপে এটি বাংলাদেশের প্রথম ফিল্ড গোল। আগের দুই ম্যাচে পাওয়া ৬টি গোলই ছিল পেনাল্টি থেকে।
তৃতীয় কোয়ার্টারে দাপট দেখায় ফ্রান্স। ৩২তম মিনিটে ব্যবধান ২–১ করেন গাবিন লোরাজুরি। ৩৮তম মিনিটে জেমস লিডিয়ার্ডের স্টিক থেকে আসে আরেকটি ফিল্ড গোল।
পিছিয়ে থেকেও হাল ছাড়েনি বাংলাদেশ। লড়াই করে ম্যাচে ফেরার চেষ্টা করে যায়। ৫৫তম মিনিটে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে জাল খুঁজে আশা বাড়ান। টুর্নামেন্টে এটি ছিল তার সপ্তম গোল।
হারলেও বাংলাদেশের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। কারণ এই ফ্রান্স গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়েছে ১১–১ গোলে এবং দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৮–৩ গোলে।
৩ ম্যাচ শেষে অর্জনের খাতায় মাত্র ১ পয়েন্ট থাকায় কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ৫–৩ গোলে। দ্বিতীয় ম্যাচে কোরিয়ার বিপক্ষে তিন গোলে পিছিয়ে থেকেও ৩–৩ ড্র করে মাঠ ছেড়েছিল লাল–সবুজরা। দুই ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন আমিরুল।
যদিও টুর্নামেন্ট এখনো শেষ হয়নি বাংলাদেশের। তারা খেলবে ১৭–২৪তম স্থান নির্ধারণী পর্বে।

যুব হকি বিশ্বকাপে এক ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৩ গোলে হার, আরেক ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তিন গোলে পিছিয়ে পড়ার পর মর্যাদার ৩-৩ ড্র। এমন পারফরম্যান্সের পর প্রশংসায় ভাসছে বাংলাদেশ দল।
বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। ভারতের চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণ স্টেডিয়ামে ম্যাচটি গড়াবে বাংলাদেশ সময় ৪টা ১৫ মিনিটে।
আগের দুই ম্যাচেই বাংলাদেশের ত্রাতার ভূমিকায় ছিলেন আমিরুল ইসলাম। দুই ম্যাচেই হ্যাটট্রিক করে আলোচনায় ফরিদপুরের এই হকি খেলোয়াড়।
আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স। প্রথম দুই ম্যাচে জিতে দলটি দারুণ ছন্দে আছে। এই ম্যাচে আগের দুই ম্যাচের মতোই লড়াকু মনোভাব নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।
ফ্রান্সকে শক্তিশালী প্রতিপক্ষ মানছেন আমিরুল। তবে মাঠে প্রতিপক্ষের বিপক্ষে কঠিন প্রতিরোধ গড়ে তোলার কথাও বললেন তিনি,
‘ফ্রান্স অবশ্যই শক্তিশালী দল। আমরা তাদেরকে সম্মান করি। কিন্তু এটা মাথায় রেখে আমরা অবশ্যই ছেড়ে খেলব না। নিজেদের সেরাটা দিয়েই লড়াই করে যাব।’
বাংলাদেশের দুই ম্যাচেই ম্যাচ সেরা হয়েছেন আমিরুল। এমন প্রাপ্তি আরও ভালো খেলার প্রেরণা জোগায় বললেন তিনি,
‘প্রথম ম্যাচে হারের পর ম্যাচ সেরা বা এসব কিছু নিয়ে ভাছিলাম না। তবে যখন এই পুরস্কার পেলাম একটু অবাকই হয়েছিলাম। পরের ম্যাচে হ্যাটট্রিকের পর একটা ছিল। এমন প্রাপ্তি আরও ভালো খেলার জন্য উৎসাহ দেয়।’
বিশ্বকাপে আমিরুলের ছয় গোলই এসেছে পেনাল্টি কর্নার থেকে। তবে এখনই নিজেকে পেনাল্টি স্পেশালিস্ট দাবি করতে নারাজ,
‘আমি এমন কিছু ভাবছি না। শুধু নিজের সেরা খেলাটা খেলে যেতে চাই। আগামী ম্যাচে ভালো কিছু করে দেখাতে চাই। শুধু আমি না দলের সবাই নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত আছে।’
প্রথম দুই ম্যাচে দারুণ ছন্দে রয়েছে ফ্রান্স। কোরিয়ার বিপক্ষে ১১-১ ব্যবধানে জিতেছে তারা। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা জয় পেয়েছে ৮-৩ ব্যবধানে। শেষ ম্যাচে বাংলাদেশের রক্ষণের কঠিন পরীক্ষাই দিতে হবে এটা বলার অপেক্ষা রাখে না।

বিশ্বকাপ অভিষেকে শনিবার দাপুটে ম্যাচ খেলে বাংলাদেশ; লড়াই করে ৫-৩ ব্যবধানে হারে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে। এবার আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে রুখে দিল কোচ সিগফ্রাইড আইকম্যানের দল।
রোববার অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩-৩ ব্যবধানে ড্র করেছে লাল সবুজের জার্সিধারীরা। ম্যাচটি হয় ভারতের চেন্নাইয়ের রাধাকৃষ্ণন স্টেডিয়ামে।
বাংলাদেশের হয়ে তিনটি গোলই করেছেন আমিরুল ইসলাম। এ নিয়ে বিশ্বকাপের পরপর দুই ম্যাচে হ্যাটট্রিকের দেখা পেলেন তিনি।
এদিন তিন গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে অষ্টম মিনিটে কোরিয়া এগিয়ে যায় লি মিন হিয়কের গোলে। পেনাল্টি কর্নারেই ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সন সিউং হান।
দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেও দাপট দেখায় কোরিয়া। পেনাল্টি স্ট্রোক থেকে ১৭ মিনিটে ব্যবধান ৩-০ করেন মিন হিয়ক। দ্বিতীয় কোয়ার্টার শেষে স্কোরলাইন আর বদলায়নি।
এরপরই পেনাল্টি কর্নার থেকে ঘুরে দাড়ানোর গল্প লিখতে শুরু করেন আমিরুল। তৃতীয় কোয়ার্টারের ৩৬ মিনিটে প্রথম গোলটি আদায় করে নেন তিনি। শেষ কোয়ার্টারে চারটি পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। এর মধ্যে ৪৬ মিনিট ও ৫৬ মিনিটে জাল কাঁপান আমিরুল। হ্যাটট্রিক পূরণ করে বাংলাদেশকে এনে দেন ড্রয়ের স্বাদ।
মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে বাংলাদেশ।

জুনিয়র (অনূর্ধ্ব-২১) হকি বিশ্বকাপে অভিষেক হলো বাংলাদেশের। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৩ গোলে হারলেও আজ লড়াই করেছে মেহরাব হোসেন সামিনের দল। তিনটি গোলই এসেছে আমিরুল ইসলামের স্টিক থেকে।
শনিবার চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণণ স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে হার অনুমিত থাকলেও লড়াইয়ের পণ নিয়ে নামে বাংলাদেশ। প্রথম কোয়ার্টার শেষে ১-১ সমতায়ও রাখে খেলা। প্রথম মিনিটে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন অলিভার উইল। ১৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরান আমিরুল।
দ্বিতীয় কোয়ার্টারে আধিপত্য দেখায় অস্ট্রেলিয়া। ২৪ মিনিটের মধ্যেই ব্যবধান করে ফেলে ৪-১। ১৮ মিনিটে ইয়ান গ্রোবলার, ২২ মিনিটে ডিলান ব্রিক ও ২৪ মিনিটে বাংলাদেশের জাল কাঁপান ডানকান জ্যাকসন।
তৃতীয় কোয়ার্টারে তিনটি পেনাল্টি কর্নার পেলেও বাংলাদেশ কাজে লাগাতে পারে মাত্র একটি। ৪২ মিনিটে সেখান থেকে গোল আদায় করে নেন আমিরুল। তাতে ঘাম ছুটে যায় অস্ট্রেলিয়ার। ৪৮ মিনিটে ডেকিন স্টেঞ্জারের গোলে অস্ট্রেলিয়া ব্যবধান বাড়ালেও ম্যাচ শেষ হওয়ার আগে ৫৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে হ্যাটট্রিক পূরণ করেন আমিরুল।
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।