সরাসরি

এশিয়া কাপ ফাইনাল: অপরাজিত চ্যাম্পিয়ন ভারত

  • ০০:৩২ , সেপ্টেম্বর ২৯

    অপরাজিত চ্যাম্পিয়ন ভারত

  • ০০:১৫ , সেপ্টেম্বর ২৯

    তিলক-দুবের পঞ্চাশ রানের জুটি

  • ০০:০২ , সেপ্টেম্বর ২৯

    চাপের মুখে তিলকের ফিফটি

  • ২৩:৪৬ , সেপ্টেম্বর ২৮

    ছক্কার খোঁজে স্যামসনের অক্কা

  • ২৩:৪০ , সেপ্টেম্বর ২৮

    তিলক-স্যামসনের জুটিতে পঞ্চাশ

  • ২৩:৩২ , সেপ্টেম্বর ২৮

    মাঝপথে ৩ উইকেটে ৫৮

  • ২৩:২৮ , সেপ্টেম্বর ২৮

    স্যামসনের ক্যাচ ছাড়লেন তালাত

  • ২৩:১৫ , সেপ্টেম্বর ২৮

    পাওয়ার প্লেতে ৩ উইকেটে ৩৬

  • ২৩:০৫ , সেপ্টেম্বর ২৮

    দলকে বিপদে ফেলে গিলের বিদায়

  • ২২:৫১ , সেপ্টেম্বর ২৮

    অল্পেই শেষ সূর্যকুমার

  • ২২:৪২ , সেপ্টেম্বর ২৮

    ফাইনালে ব্যর্থ অভিষেক

  • ২২:১৫ , সেপ্টেম্বর ২৮

    ১৪৬ রানে শেষ পাকিস্তান

  • ২২:০৫ , সেপ্টেম্বর ২৮

    এক ওভারে কুলদিপের ৩ উইকেট

  • ২১:৫৬ , সেপ্টেম্বর ২৮

    দলকে বিপদে ফেলে সালমানের বিদায়

  • ২১:৫২ , সেপ্টেম্বর ২৮

    টিকতে পারলেন না তালাত

  • ২১:৪৫ , সেপ্টেম্বর ২৮

    বরুণের দ্বিতীয় শিকার ফাখার

  • ২১:৩৯ , সেপ্টেম্বর ২৮

    খালি হাতে ফিরলেন হারিস

  • ২১:৩৫ , সেপ্টেম্বর ২৮

    অল্পেই ফিরলেন সাইম

  • ২১:১৭ , সেপ্টেম্বর ২৮

    ছক্কার পর ফারহানের অক্কা

  • ২১:১২ , সেপ্টেম্বর ২৮

    ৩৫ বলে ফারহানের ফিফটি

  • ২১:০০ , সেপ্টেম্বর ২৮

    পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৪৫

  • ২০:৫৩ , সেপ্টেম্বর ২৮

    বুমরাহর যম ফারহান

  • ২০:৩৩ , সেপ্টেম্বর ২৮

    প্রথম ওভারে দুবে

  • ২০:১৫ , সেপ্টেম্বর ২৮

    গ্যালারির উন্মাদনা

  • ২০:১৩ , সেপ্টেম্বর ২৮

    মাঠ ও আবহাওয়া

  • ২০:১১ , সেপ্টেম্বর ২৮

    পাকিস্তানের অপরিবর্তিত একাদশ

  • ২০:০৯ , সেপ্টেম্বর ২৮

    ভারতের দলে নেই হার্দিক, পরিবর্তন ৩টি

  • ২০:০৪ , সেপ্টেম্বর ২৮

    টস জিতে ফিল্ডিংয়ে ভারত

  • ১৯:৫৭ , সেপ্টেম্বর ২৮

    নজর থাকবে গিল-আবরারের দিকেও

  • ১৯:৫৩ , সেপ্টেম্বর ২৮

    অভিষেক না আফ্রিদি

  • ১৯:৪৪ , সেপ্টেম্বর ২৮

    যেখানে এগিয়ে পাকিস্তান

  • ১৯:৩৪ , সেপ্টেম্বর ২৮

    মুখোমুখি লড়াইয়ে ভারতের দাপট

  • ১৯:২৬ , সেপ্টেম্বর ২৮

    ৪১ বছরে প্রথম

  • ১৯:২৩ , সেপ্টেম্বর ২৮

    এশিয়া কাপ ফাইনাল: ভারত-পাকিস্তান মহারণ

০০:৩২ , সেপ্টেম্বর ২৯

অপরাজিত চ্যাম্পিয়ন ভারত

অবিশ্বাস্য ব্যাটিং ধ্বসের পর বোলারদের নৈপুণ্যে জয়ের আশা জাগাল পাকিস্তান। কিন্তু তিলক ভার্মার দুর্দান্ত ব্যাটিংয়ে মিলিয়ে গেল তাদের সব সম্ভাবনা। আরেকটি চমৎকার জয়ে এশিয়া কাপের অপরাজিত চ্যাম্পিয়ন হলো ভারত।


দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববারের ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় ভারত। ১৪৭ রানের লক্ষ্য ছুঁতে ১৯.৪ খেলে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল।


এশিয়া কাপে ভারতের এটি নবম শিরোপা। দ্বিতীয় সর্বোচ্চ ছয় শিরোপা শ্রীলঙ্কার। আর বাকি দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।


পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে ১৬ ম্যাচে ভারতের এটি ১৬তম জয়।


সংক্ষিপ্ত স্কোর:


পাকিস্তান: ১৯.১ ওভারে ১৪৬ (ফারহান ৫৭, ফাখার ৪৬, সাইম ১৪, হারিস ০, সালমান ৮, তালাত ১, নাওয়াজ ৬, আফ্রিদি ০, ফাহিম ০, রউফ ৬, আবরার ১*; দুবে ৩-০-২৩-০, বুমরাহ ৩.১-০-২৫-২, বরুণ ৪-০-৩০-২, অক্ষর ৪-০-২৬-২, কুলদিপ ৪-০-৩০-৪, তিলক ১-০-৯-০)


ভারত: ১৯.৪ ওভারে ১৫০/৫ (অভিষেক ৫, গিল ১২, সূর্যকুমার ১, তিলক ৬৯*, স্যামসন ২৪, দুবে ৩৩, রিঙ্কু ৪*; আফ্রিদি ৪-০-২০-১, ফাহিম ৪-০-২৯-৩, নাওয়াজ ১-০-৬-০, রউফ ৩.৪-০-৫০-০, আবরার ৪-০-২৯-১, সাইম ৩-০-১৬-০)


ফল: ভারত ৫ উইকেটে জয়ী 

০০:১৫ , সেপ্টেম্বর ২৯

তিলক-দুবের পঞ্চাশ রানের জুটি

সাঞ্জু স্যামসনের বিদায়ের পর শিভাম দুবের সঙ্গেও পঞ্চাশ রানের জুটি গড়লেন তিলক ভার্মা। ৮৩ রানে ৪ উইকেট হারানোর পর দুজন মিলে ৩৪ বলে ছুঁয়েছেন জুটির পঞ্চাশ রান।


১৮ ওভারে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১৩০ রান। তাদের জয়ের জন্য প্রয়োজন ১২ বলে ১৭ রান। তিলক ৪৮ বলে ৫৮ ও দুবে ১৮ বলে ২৮ রানে অপরাজিত।

০০:০২ , সেপ্টেম্বর ২৯

চাপের মুখে তিলকের ফিফটি

পাকিস্তানের দুর্দান্ত বোলিংয়ের চ্যালেঞ্জ সামলে একপ্রান্ত আগলে রেখে খেলে যাচ্ছেন তিলক ভার্মা। এরই মধ্যে ৩টি করে চার-ছক্কায় ৪১ বলে ফিফটি করেছেন বাঁহাতি ব্যাটার।


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিলকের এটি চতুর্থ ফিফটি। এর সঙ্গে দুইটি সেঞ্চুরিও আছে তার।


১৬ ওভারে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১১১ রান। জয়ের জন্য তাদের ২৪ বলে দরকার ৩৬ রান। তিলক ৪১ বলে ৫০ ও শিভাম দুবে ১৩ বলে ১৮ রানে অপরাজিত।

২৩:৪৬ , সেপ্টেম্বর ২৮

ছক্কার খোঁজে স্যামসনের অক্কা

তিলক ভার্মার সঙ্গে পঞ্চাশ রানের জুটি গড়েই ড্রেসিং রুমে ফিরে গেলেন সাঞ্জু স্যামসন। আবরার আহমেদের বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে গেলেন ২১ বলে ২৪ রান করা উইকেটরক্ষক ব্যাটার।


ক্রিজে নতুন ব্যাটার শিভাম দুবে। তিলক ৩৩ বলে ৩৫ রানে অপরাজিত। 


১৩ ওভারে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৭৮ রান। বাকি ৪২ বলে তাদের প্রয়োজন আরও ৬৯ রান।

২৩:৪০ , সেপ্টেম্বর ২৮

তিলক-স্যামসনের জুটিতে পঞ্চাশ

শুরুতে দ্রুত ৩ উইকেট হারানোর পর ভারতের পক্ষে লড়াই করে চলেছেন তিলক ভার্মা ও সাঞ্জু স্যামসন। দুজন মিলে এরই মধ্যে গড়েছেন ৫০ রানের জুটি, ৪৩ বলে।


১১.৫ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৭৬ রান। ৪৯ বলে তাদের প্রয়োজন আরও ৭৭ রান। তিলক ৩০ বলে ৩৩ ও স্যামসন ১৯ বলে ২৪ রানে অপরাজিত।

২৩:৩২ , সেপ্টেম্বর ২৮

মাঝপথে ৩ উইকেটে ৫৮

ইনিংসের মাঝপথে দারুণ অবস্থায় আছে পাকিস্তান। ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৫৮ রান করতে পেরেছে ভারত। জয়ের জন্য বাকি ৬০ বলে প্রয়োজন ৮৯ রান। 


তিলক ভার্মা ২৬ বলে ২৪ ও সাঞ্জু স্যামসন ১৩ বলে ১৬ রানে অপরাজিত। এই জুটির সংগ্রহ ৩৬ বলে ৩৮ রান।

২৩:২৮ , সেপ্টেম্বর ২৮

স্যামসনের ক্যাচ ছাড়লেন তালাত

বোলিংয়ে এসেই উইকেটের সুযোগ তৈরি করলেন আবরার আহমেদ। কিন্তু সুযোগ নিতে পারলেন না হুসাইন তালাত। ডিপ মিড উইকেটে সাঞ্জু স্যামসনের ক্যাচ ছেড়ে দিলেন তিনি। ১২ রানে বেঁচে গেলেন স্যামসন।


৯ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৫৪ রান। জয়ের জন্য তাদের প্রয়োজন ৬৬ বলে ৯৩ রান। স্যামসন ১০ বলে ১৪ ও তিলক ভার্মা ২৩ বলে ২২ রানে অপরাজিত।

২৩:১৫ , সেপ্টেম্বর ২৮

পাওয়ার প্লেতে ৩ উইকেটে ৩৬

দেড়শ ছুঁইছুঁই রান তাড়ায় শুরুতেই বিশাল চাপে ভারত। পাওয়ার প্লের ৬ ওভারে মাত্র ৩৬ রান করতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে তারা। এরই মধ্যে ড্রেসিং রুমে ফিরে গেছেন অভিষেক শর্মা, শুবমান গিল ও সূর্যকুমার যাদব। 


১২ বলে ১৪ রানে অপরাজিত তিলক ভার্মা। সাঞ্জু স্যামসন ৩ বলে ৪ রানে খেলছেন।


পাওয়ার প্লেতে ৩ ওভারে করে বোলিং করেছেন শাহিন শাহ আফ্রিদি ও ফাহিম আশরাফ। মাত্র ১৪ রান খরচ করে ১ উইকেট নিয়েছেন আফ্রিদি। আর ২২ রানে ফাহিমের শিকার বাকি ২ উইকেট।

২৩:০৫ , সেপ্টেম্বর ২৮

দলকে বিপদে ফেলে গিলের বিদায়

অভিষেক শর্মা ও সূর্যকুমার যাদবের বিদায়ের পর শুবমান গিলের কাঁধে ছিল বড় দায়িত্ব। কিন্তু সেটি পালন করতে পারলেন না ভারতের সহ-অধিনায়ক। চতুর্থ ওভারের শেষ বলে ক্রিজ ছেড়ে মারতে গিয়ে ফাহিম আশরাফের দ্বিতীয় শিকার হলেন গিল।


১ চারে ১০ বলে ১২ রান করেন গিল। ক্রিজে দুই ব্যাটার সাঞ্জু স্যামসন ও তিলক ভার্মা। ৪ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২০ রান।

২২:৫১ , সেপ্টেম্বর ২৮

অল্পেই শেষ সূর্যকুমার

টুর্নামেন্টজুড়ে সূর্যকুমার যাদবের বাজে ফর্মের ধারা অব্যাহত রইল ফাইনাল ম্যাচেও। ৫ বলে মাত্র ১ রান করে আউট হয়ে গেলেন ভারত অধিনায়ক।


তৃতীয় ওভারে শাহিন শাহ আফ্রিদির তৃতীয় বলে মিড অফে ধরা পড়েন সূর্যকুমার। অনেকটা এগিয়ে এসে দারুণভাবে ঝাঁপ দিয়ে চমৎকার ক্যাচ নেন সালমান আলি আগা।


২.৩ ওভারে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১০ রান। ক্রিজে দুই ব্যাটার তিলক ভার্মা ও শুবমান গিল।

২২:৪২ , সেপ্টেম্বর ২৮

ফাইনালে ব্যর্থ অভিষেক

গ্রুপ পর্বের তিন ম্যাচের পর সুপার ফোরেও ঝড় তুলে এসে ফাইনাল ম্যাচে আর পারলেন না অভিষেক শর্মা। দ্বিতীয় ওভারে ফাহিম আশরাফের স্লোয়ার ডেলিভারিতে বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে গেলেন বাঁহাতি ওপেনার।


আগের সবকটি ম্যাচে ৩০+ রান করা ব্যাটার এবার আউট হলেন ৬ বলে ৫ রান করে। ক্রিজে নতুন ব্যাটার ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তার সঙ্গী আরেক ওপেনার শুবমান গিল।


১.৩ ওভারে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৮ রান।

২২:১৫ , সেপ্টেম্বর ২৮

১৪৬ রানে শেষ পাকিস্তান

সাহিবজাদা ফারহান ও ফাখার জামানের ব্যাটে উড়ন্ত শুরু পাওয়ার পর মনে হচ্ছিল, দুইশ রান করে ফেলবে পাকিস্তান। কিন্তু অবিশ্বাস্য ব্যাটিং ধ্বসে দেড়শও করতে পারল না তারা।


ভারতের স্পিনারদের চমৎকার বোলিংয়ে মাত্র ৩৩ রানে শেষের ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানে গুটিয়ে গেল পাকিস্তান। অপরাজিত চ্যাম্পিয়ন হতে তাই ভারতের সামনে লক্ষ্য এখন খুব বড় নয়।


অথচ এক পর্যায়ে ১১৩ রানে ১ উইকেট ছিল পাকিস্তানের। সেখান থেকে শুরু হয় তাদের পেছন পানে দৌড়। যা শেষ হয় ২০তম ওভারের প্রথম বলে।


উইকেটের মন্থরতা ধরতে পেরে এই ম্যাচে স্পিনার বাড়িয়ে খেলতে নেমেছে ভারত। স্পিনাররাই করেছে আসল কাজ। ৪ ওভারে ৩০ রানে ৪ উইকেট নিয়েছেন কুলদিপ যাদব। আসরে তার শিকার সর্বোচ্চ ১৭ উইকেট।


এছাড়া বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেলও নেন ২টি করে উইকেট। একমাত্র বিশেষজ্ঞ পেসার জাসপ্রিত বুমরাহ নেন শেষ ২ উইকেট।


পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন ফারহান। ফাখারের ব্যাট থেকে আসে ৪৬ রান। তিন নম্বরে নেমে সাইম আইয়ুব করেন ১৫ রান। আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেনি।


সংক্ষিপ্ত স্কোর:


পাকিস্তান: ১৯.১ ওভারে ১৪৬ (ফারহান ৫৭, ফাখার ৪৬, সাইম ১৪, হারিস ০, সালমান ৮, তালাত ১, নাওয়াজ ৬, আফ্রিদি ০, ফাহিম ০, রউফ ৬, আবরার ১*; দুবে ৩-০-২৩-০, বুমরাহ ৩.১-০-২৫-২, বরুণ ৪-০-৩০-২, অক্ষর ৪-০-২৬-২, কুলদিপ ৪-০-৩০-৪, তিলক ১-০-৯-০)

২২:০৫ , সেপ্টেম্বর ২৮

এক ওভারে কুলদিপের ৩ উইকেট

নিজের স্পেলের শেষ ওভার করতে এসে পাকিস্তানকে মহাবিপদে ফেলে দিলেন কুলদিপ যাদব। মাত্র ১ রান দিয়ে ৩ উইকেট নিলেন বাঁহাতি রিস্ট স্পিনার।


ওভারের প্রথম বলে ক্যাচ আউট হন সালমান আলি আগা। পরের বলে রিভিউ নিয়ে বাঁচেন শাহিন শাহ আফ্রিদি। তবে চতুর্থ বলে উল্টো রিভিউ নিয়ে তাকে এলবিডব্লিউ করে ভারত।


আর ওভারের শেষ বলে ছক্কা মারতে গিয়ে উইকেট ছুঁড়ে আসেন ফাহিম আশরাফ। ১ উইকেটে ১১৩ থেকে ৮ উইকেটে ১৩৪ রানে পরিণত হয় পাকিস্তান।


১৭ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ১৩৪ রান। ক্রিজে দুই ব্যাটার মোহাম্মদ নাওয়াজ ও হারিস রউফ।


প্রথম ২ ওভারে ২৩ রান দেওয়া কুলদিপ তার ৪ ওভার শেষ করেছেন ৩০ রানে ৪ উইকেট নিয়ে। টুর্নামেন্টে তার শিকার মোট ১৭ উইকেট।

২১:৫৬ , সেপ্টেম্বর ২৮

দলকে বিপদে ফেলে সালমানের বিদায়

পাকিস্তানের বিপদ বাড়িয়ে ড্রেসিং রুমে ফিরে গেলেন সালমান আলি আগা। কুলদিপ যাদবের বলে ছক্কা মারতে গিয়ে উল্টো হাওয়ায় ভাসিয়ে দিয়ে ক্যাচ আউট হলেন ৭ বলে ৮ রান করা পাকিস্তান অধিনায়ক। 


পরের বলে শাহিন শাহ আফ্রিদির বিরুদ্ধে এলবিডব্লিউর সিদ্ধান্ত দেন আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। তবে রিভিউ নিয়ে নিজেকে বাঁচান পেস বোলিং অলরাউন্ডার।


১৬.৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ১৩৪ রান। অথচ এক পর্যায়ে ১২.৪ ওভারে ১ উইকেটে ১১৩ রান ছিল তাদের। অর্থাৎ সবশেষ ২৩ বলে ৫ উইকেট হারিয়েছে তারা।

২১:৫২ , সেপ্টেম্বর ২৮

টিকতে পারলেন না তালাত

হুট করে যেন নিজেদের চাপে ফেলে দিল পাকিস্তান। পরপর ৪ ওভারে ৪টি উইকেট হারাল তারা। সবশেষ ব্যাটার হিসেবে ড্রেসিং রুমে ফিরে গেলেন হুসাইন তালাত। 


অক্ষর প্যাটেলের বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হন পেস বোলিং অলরাউন্ডার। ২ বলে করেন ১ রান।


১৬ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১৩৩ রান। ক্রিজে দুই ব্যাটার মোহাম্মদ নাওয়াজ ও সালমান আলি আগা। 

২১:৪৫ , সেপ্টেম্বর ২৮

বরুণের দ্বিতীয় শিকার ফাখার

সাহিবজাদা ফারহানের মতোই ছক্কা মেরে ঠিক পরের বলেই আউট হয়ে গেলেন ফাখার জামান। তিন ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গেল পাকিস্তান।


২টি করে চার-ছক্কায় ৩৫ বলে ৪৬ রান করলেন পাকিস্তানের ওপেনার। ক্রিজে নতুন ব্যাটার হুসাইন তালাত। সালমান আলি আগা ৩ বলে ৪ রানে অপরাজিত।


১৫ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ১২৮ রান।

২১:৩৯ , সেপ্টেম্বর ২৮

খালি হাতে ফিরলেন হারিস

পরপর দুই ওভারে দুই উইকেট হারিয়ে ফেলল পাকিস্তান। ১৪তম ওভারে অক্ষর প্যাটেলের বলে ইনসাইড আউট শট খেলতে গিয়ে ওয়াইড লং অফে রিঙ্কু সিংয়ের হাতে ক্যাচ দিলেন মোহাম্মদ হারিস। ২ বলে রান করতে পারেননি তিনি।


১৪ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১১৮ রান। ফাখার জামান ৩১ বলে ৩৮ রানে অপরাজিত। ক্রিজে নতুন ব্যাটার সালমান আলি আগা।

২১:৩৫ , সেপ্টেম্বর ২৮

অল্পেই ফিরলেন সাইম

প্রথম দুই ওভারে খরুচে বোলিংয়ের পর তৃতীয় ওভারে সাফল্যের দেখা পেলেন কুলদিপ যাদব। ১৩তম ওভারের পঞ্চম বলে কাট করতে গিয়ে পয়েন্টে জাসপ্রিত বুমরাহর হাতে ধরা পড়লেন সাইম আইয়ুব।


২ চারে ১১ বলে ১৪ রান করে ফেরেন সাইম। ২৮ বলে ৩৬ রানে অপরাজিত ফাখার জামান। নতুন ব্যাটার মোহাম্মদ হারিস।


১৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১১৩ রান।

২১:১৭ , সেপ্টেম্বর ২৮

ছক্কার পর ফারহানের অক্কা

দশম ওভারে বরুণ চক্রবর্তীর তৃতীয় বলে সোজা ছক্কা মেরেছিলেন সাহিবজাদা ফারহান। পরের বলে আরেকটি ছক্কা মারার চেষ্টা করেছিলেন পাকিস্তান ওপেনার। কিন্তু ধরা পড়ে গেছেন ডিপ মিড উইকেট সীমানায়।


৫ চার ও ৩ ছক্কায় ৩৮ বলে ৫৭ রান করে আউট হয়েছেন ফারহান। ক্রিজে নতুন ব্যাটার সাইম আইয়ুব। ২০ বলে ২৩ রানে খেলছেন ফাখার জামান।


৯.৪ ওভারে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৮৪ রান।

২১:১২ , সেপ্টেম্বর ২৮

৩৫ বলে ফারহানের ফিফটি

সুপার ফোরের ম্যাচের মতো ফাইনালেও ভারতের বিপক্ষে চমৎকার ব্যাটিং করছেন সাহিবজাদা ফারহান। মাত্র ৩৫ বলে তিনি করে ফেলেছেন ফিফটি। এখন পর্যন্ত ৫ চারের সঙ্গে মেরেছেন ২টি ছক্কা।


২৭ ম্যাচের ক্যারিয়ারে ফারহানের এটি পঞ্চম ফিফটি। এর দুটিই করেছেন ভারতের বিপক্ষে।


৯ ওভারে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ৭৭ রান। ফারহান ৩৬ বলে ৫১ ও ফাখার জামান ১৮ বলে ২২ রানে অপরাজিত।

২১:০০ , সেপ্টেম্বর ২৮

পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৪৫

টস হেরে ব্যাট করতে নেমে ইতিবাচক শুরু করেছে পাকিস্তান। পাওয়ার প্লের মধ্যে কোনো উইকেট হারায়নি তারা। ৬ ওভারে দলের সংগ্রহ বিনা উইকেটে ৪৫ রান।


সাহিবজাদা ফারহান ২৫ বলে ৩১ ও ফাখার জামান ১১ বলে ১২ রানে অপরাজিত।

২০:৫৩ , সেপ্টেম্বর ২৮

বুমরাহর যম ফারহান

গ্রুপ পর্বের ম্যাচে জাসপ্রিত বুমরাহর বলে ২টি ছক্কা মেরেছিলেন সাহিবজাদা ফারহান। ফাইনাল ম্যাচে মারলেন আরেকটি ছক্কা।


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বের আর কোনো ব্যাটার বুমরাহর বলে সব মিলিয়ে ৩টি ছক্কা মারতে পারেননি।


৪ ওভারে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ৩২ রান। ফারহান ১৮ বলে ২৪ ও ফাখার জামান ৬ বলে ৬ রানে অপরাজিত।

২০:৩৩ , সেপ্টেম্বর ২৮

প্রথম ওভারে দুবে

হার্দিক পান্ডিয়া না থাকায় প্রথম ওভারের দায়িত্ব পড়েছে শিভম দুবের ওপরে। ৪১ ম্যাচের ক্যারিয়ারে এবারই প্রথম ইনিংসের প্রথম ওভার করছেন দুবে। পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে নেমেছেন সাহিবজাদা ফারহান ও ফাখার জামান।


দুবেকে একাদশে রেখে খেলা সবশেষ ৩৩ টি-টোয়েন্টি ম্যাচের সবকটি জিতেছে ভারত। 

২০:১৫ , সেপ্টেম্বর ২৮

গ্যালারির উন্মাদনা

news-details

গ্যালারিতে দুই দেশের সমর্থকদের উপস্থিতি 

২০:১৩ , সেপ্টেম্বর ২৮

মাঠ ও আবহাওয়া

দুবাইয়ে শরৎকাল মানে গরমের থেকে সামান্য কম গরম। রাতের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। শিশির আসতে পারে, যদিও এখনো বড় প্রভাব ফেলেনি। ফাইনালে ব্যবহার হবে একদম নতুন উইকেট- স্টেডিয়ামের মাঝখানের। গত পাঁচ বছরে এই পিচে প্রথম ইনিংসে গড় রান ১৫৬, তাই স্পিন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

২০:১১ , সেপ্টেম্বর ২৮

পাকিস্তানের অপরিবর্তিত একাদশ

সবশেষ দুই ম্যাচ জিতে ফাইনালে ওঠা একাদশে কোনো পরিবর্তন আনেনি পাকিস্তান। 


পাকিস্তান একাদশ: ফাখার জামান, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলি আগা (অধিনায়ক), হুসাইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ

২০:০৯ , সেপ্টেম্বর ২৮

ভারতের দলে নেই হার্দিক, পরিবর্তন ৩টি

আগের ম্যাচে পাওয়া চোটের কারণে ফাইনাল থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া। এছাড়া একাদশ থেকে জায়গা হারালেন আর্শদিপ সিং ও হার্শিত রানা।


তাদের জায়গায় ফিরলেন জাসপ্রিত বুমরাহ, শিবাম দুবে ও রিঙ্কু সিং।


ভারত একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবাম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদিপ যাদব, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

২০:০৪ , সেপ্টেম্বর ২৮

টস জিতে ফিল্ডিংয়ে ভারত

news-details

শেষ ম্যাচে কয়েনভাগ্য পাশে পেলেন না সালমান আলি আগা। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। 


টুর্নামেন্টে আগের দুই ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে পরে ব্যাটিং করেই জিতেছিল ভারত। শিরোপা নির্ধারণী ম্যাচেও সেই পথে হাঁটার সিদ্ধান্ত নিল তারা। 


এছাড়া দুবাইয়ের মাঠে দুই দলের আগের পাঁচ ম্যাচে পরে ব্যাট করা দলই জয় নিয়ে মাঠ ছেড়েছিল। তাই এবার শিরোপা জয় করতে পাকিস্তানকে অতীতের রেকর্ড বদলে দিতে হবে। 

১৯:৫৭ , সেপ্টেম্বর ২৮

নজর থাকবে গিল-আবরারের দিকেও

শুবমান গিল এশিয়া কাপে ছন্দ খুঁজে পাননি। তবে কয়েকটি আউট তার পুরোনো রোগের কথা মনে করিয়ে দেয়। ওমানের বিপক্ষে শাহ ফয়সালের লেট ইনসুইংয়ে বোল্ড হন, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ফাহিম আশরাফের বলে ভেতরের এজ মিস করেন। প্রতিটি ইনিংসে ঝলমলে লাগলেও এখনো সেই একটি সংজ্ঞায়িত ইনিংস আসেনি।


আবরার আহমেদ এই এশিয়া কাপে ইকোনমি ৫.০২। অন্তত ৮ ওভার বোলিং করেছেন এমন বোলারদের মধ্যে সর্বনিম্ন ইকোনমি। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ৪ ওভারে দিয়েছেন ১৬ রান, ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় ম্যাচে ১ উইকেট পেয়েছিলেন, তবে রান দিয়েছেন ৪২। টুর্নামেন্টে নিজের মোট রানের ৩৭ শতাংশই দিয়েছেন সেই ম্যাচে। তাই ভারতের শক্তিশালী শুরুর বিপক্ষে পাকিস্তান তাকিয়ে থাকবে আবরারের দিকে, বিশেষ করে পাওয়ার-প্লের পর।

১৯:৫৩ , সেপ্টেম্বর ২৮

অভিষেক না আফ্রিদি

news-details

শিরোপা নির্ধারণী ম্যাচে স্পটলাইট থাকবে ভারতের অভিষেক শর্মা ও পাকিস্তান শাহিন শাহ আফ্রিদির ওপর।


এখন পর্যন্ত ব্যাট হাতে ৩ ফিফটিতে ২০৪.৬৩ স্ট্রাইক রেটে ৩০৯ রান করেছেন অভিষেক, মেরেছেন ১৯টি ছক্কা। সবই এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ।


আর পাকিস্তানের হয়ে আফ্রিদি নিয়েছেন ৯ উইকেট, ব্যাট হাতে গুরুত্বপূর্ণ সময়ে করেছেন ৮৩ রান। টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে অভিষেক আর আফ্রিদিই বাকিদের চেয়ে এগিয়ে।


বিস্তারিত পড়ুন: অভিষেক না আফ্রিদি- ফাইনাল হবে কার

১৯:৪৪ , সেপ্টেম্বর ২৮

যেখানে এগিয়ে পাকিস্তান

এশিয়া কাপে এর আগে কখনও ফাইনালে মুখোমুখি হয়নি ভারত-পাকিস্তান। তবে আইসিসি টুর্নামেন্ট বা অন্যান্য বহুজাতিক টুর্নামেন্টে পাঁচবার ফাইনালে লড়েছে দুই দেশ। 


যেখানে ৩ জয় নিয়ে ভারতের চেয়ে এগিয়ে আছে পাকিস্তান। আর বাকি দুই ম্যাচে জিতেছে ভারত।


বিস্তারিত পড়ুন: ফাইনালের মঞ্চে ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান 

১৯:৩৪ , সেপ্টেম্বর ২৮

মুখোমুখি লড়াইয়ে ভারতের দাপট

চলতি এশিয়া কাপের দুই ম্যাচের মতো সার্বিক পরিসংখ্যানেও পাকিস্তানের বিপক্ষে ভারতের দাপট স্পষ্ট। এখন পর্যন্ত ১৫ ম্যাচে মুখোমুখি হয়ে ১২টিই জিতেছে ভারত। বাকি ৩ ম্যাচে জয় পাকিস্তানের।


তিন ফরম্যাট মিলিয়েও সবশেষ ৮ ম্যাচে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। সেখানে ৭টিতে জয় ভারতের আর পরিত্যক্ত হয়েছে অন্যটি।

১৯:২৬ , সেপ্টেম্বর ২৮

৪১ বছরে প্রথম

১৯৮৪ সালে শুরু হওয়া এশিয়া কাপ ক্রিকেটের ইতিহাসে দীর্ঘ ৪১ বছর পর প্রথমবার ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান। এর আগের ১৬ আসরে ভারত ১১ বার ও পাকিস্তান ৫ বার ফাইনাল খেলেছে। কিন্তু মুখোমুখি লড়াই হয়নি কখনও। 


টুর্নামেন্টের ইতিহাসে ৮ বারের চ্যাম্পিয়ন ভারত। আর পাকিস্তানের ঝুলিতে শিরোপা গেছে ২ বার। বাকি ৬ আসরের ট্রফি জিতেছে শ্রীলঙ্কা।

১৯:২৩ , সেপ্টেম্বর ২৮

এশিয়া কাপ ফাইনাল: ভারত-পাকিস্তান মহারণ

news-details

প্রায় তিন সপ্তাহ ও ১৮ ম্যাচের লড়াই শেষে এখন শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি ভারত ও পাকিস্তান। দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের ৪০ ওভারের লড়াইয়ের পরই জানা যাবে, কাদের মাথায় আগামী দুই বছরের জন্য থাকবে এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট।


দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ফাইনাল ম্যাচ। 


টুর্নামেন্টে এখন পর্যন্ত দুবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। দুবারই জয়ী দলের নাম ভারত। গ্রুপ পর্বে মাত্র ১২৮ রানে থামে পাকিস্তান। পরে সহজ জয় পায় সূর্যকুমার যাদবের দল। 


সুপার ফোরে ব্যাটিংয়ে উন্নতি করে ১৭১ রানের পুঁজি দাঁড় করায় পাকিস্তান। কিন্তু অভিষেক শর্মার ঝড়ে সেটিও যথেষ্ট হয়নি। ১৮.৫ ওভারে ম্যাচ জিতে নেয় ভারত। 


এবার আসরের শেষ ম্যাচে আগের দুই পরাজয়ের সুযোগ পাকিস্তানের সামনে। আর ভারতের সামনে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা।

আলোচনায় অংশ নিন