১৫:১৯ , ডিসেম্বর ২
ছক্কার খোঁজে অ্যাডায়ারের অক্কা
১৫:১২ , ডিসেম্বর ২
ডেলানিকেও থামালেন রিশাদ
১৪:৫৪ , ডিসেম্বর ২
রিশাদের দ্বিতীয় শিকার স্টারলিং
১৪:৪৭ , ডিসেম্বর ২
মাঝপথে ৪ উইকেটে ৬৬
১৪:৪৫ , ডিসেম্বর ২
ক্যাম্ফারকে ফেরালেন রিশাদ
১৪:৩২ , ডিসেম্বর ২
চার ওভারে তিন উইকেট
১৪:৩০ , ডিসেম্বর ২
পাওয়ার প্লেতে ২ উইকেটে ৫১
১৪:২৬ , ডিসেম্বর ২
হ্যারি টেক্টরকে বোল্ড করলেন মোস্তাফিজ
১৪:১৯ , ডিসেম্বর ২
টিম টেক্টরকে ফেরালেন শরিফুল
১৪:১৩ , ডিসেম্বর ২
ক্যাচ ছাড়লেন সাইফ উদ্দিন
১৩:৪৫ , ডিসেম্বর ২
আইরিশ একাদশেও তিন পরিবর্তন
১৩:৪২ , ডিসেম্বর ২
বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন
১৩:৩৩ , ডিসেম্বর ২
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
১৩:১২ , ডিসেম্বর ২
মুখোমুখি পরিসংখ্যান
১৩:১০ , ডিসেম্বর ২
বাংলাদেশের সিরিজ জেতার মিশন
১৫:১৯ , ডিসেম্বর ২
ছক্কার খোঁজে অ্যাডায়ারের অক্কা
১৫:১২ , ডিসেম্বর ২
ডেলানিকেও থামালেন রিশাদ
১৪:৫৪ , ডিসেম্বর ২
রিশাদের দ্বিতীয় শিকার স্টারলিং
১৪:৪৭ , ডিসেম্বর ২
মাঝপথে ৪ উইকেটে ৬৬
১৪:৪৫ , ডিসেম্বর ২
ক্যাম্ফারকে ফেরালেন রিশাদ
১৪:৩২ , ডিসেম্বর ২
চার ওভারে তিন উইকেট
১৪:৩০ , ডিসেম্বর ২
পাওয়ার প্লেতে ২ উইকেটে ৫১
১৪:২৬ , ডিসেম্বর ২
হ্যারি টেক্টরকে বোল্ড করলেন মোস্তাফিজ
১৪:১৯ , ডিসেম্বর ২
টিম টেক্টরকে ফেরালেন শরিফুল
১৪:১৩ , ডিসেম্বর ২
ক্যাচ ছাড়লেন সাইফ উদ্দিন
১৩:৪৫ , ডিসেম্বর ২
আইরিশ একাদশেও তিন পরিবর্তন
১৩:৪২ , ডিসেম্বর ২
বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন
১৩:৩৩ , ডিসেম্বর ২
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
১৩:১২ , ডিসেম্বর ২
মুখোমুখি পরিসংখ্যান
১৩:১০ , ডিসেম্বর ২
বাংলাদেশের সিরিজ জেতার মিশন
১৫:১৯ , ডিসেম্বর ২
রান বাড়াতে বড় শট খেলা ছাড়া উপায় ছিল না মার্ক অ্যাডায়ারের। মোস্তাফিজুর রহমানের বলে ছক্কার চেষ্টাই করলেন তিনি। তবে লং অন সীমানার অনেক ভেতরে ক্যাচ দিলেন ৮ রান করা আইরিশ পেসার।
১৭.৩ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ১০৮ রান। জর্জ ডকরেল ২০ বলে ১৮ রানে অপরাজিত। নতুন ব্যাটার ম্যাথু হামফ্রিজ।
১৫:১২ , ডিসেম্বর ২
দ্রুত রান তোলার তাগিদে রিশাদ হোসেনের বলে বড় শটের চেষ্টা করলেন গ্যারেথ ডেলানি। তবে সফল হতে পারলেন না। উল্টো রিশাদের তৃতীয় শিকার হলেন ১২ বলে ১০ রান করা অলরাউন্ডার।
১৬ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ৯৯ রান। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন রিশাদ। বছরটি তিনি শেষ করেছেন ৩৩ উইকেট নিয়ে।
১৪:৫৪ , ডিসেম্বর ২
একপ্রান্ত আগলে রেখে আয়ারল্যান্ডকে এগিয়ে নিচ্ছিলেন পল স্টারলিং। তাকেও থামিয়ে দিলেন রিশাদ হোসেন। ছক্কা মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিলেন আইরিশ অধিনায়ক।
৫ চার ও ১ ছক্কায় ২৭ বলে ৩৮ রান করেন স্টারলিং। ক্রিজে নতুন ব্যাটার গ্যারেথ ডেলানি। ৭ বলে ২ রানে অপরাজিত জর্জ ডকরেল। ১২ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৭৪ রান।
১৪:৪৭ , ডিসেম্বর ২
আয়ারল্যান্ডের উড়ন্ত শুরুর পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ইনিংসের প্রথম ৫ ওভারে ১ উইকেটে ৫০ রান করে ফেলেছিল আইরিশরা। সেখান থেকে পরের ৫ ওভারে মাত্র ১৬ রানে আরও ৩ উইকেট হারিয়েছে তারা।
ফলে টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের মাঝপথে এখন আয়ারল্যান্ডের সংগ্রহ ১০ ওভারে ৪ উইকেটে ৬৬ রান। ২৩ বলে ৩৩ রানে অপরাজিত রয়েছেন পল স্টারলিং।
১৪:৪৫ , ডিসেম্বর ২
ব্যাটিংয়ে গিয়ে শুরু থেকেই রানের জন্য হাঁসফাঁশ করছিলেন কার্টিস ক্যাম্ফার। শেষ পর্যন্ত রিশাদ হোসেনের গুগলিতে বোল্ড হয়ে গেলেন ১৬ বলে মাত্র ৯ রান করা অলরাউন্ডার।
একপ্রান্ত ধরে রেখে ২৩ বলে ৩৩ রানে অপরাজিত পল স্টারলিং। নতুন ব্যাটার জর্জ ডকরেল।
১৪:৩২ , ডিসেম্বর ২
সবশেষ চার ওভারের মধ্যে তিন উইকেট পেল বাংলাদেশ। সপ্তম ওভারের শেখ মেহেদি হাসানের প্রথম বলে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হলেন লরকান টাকার। আম্পায়ার শুরুতে আউট দেননি। রিভিউ নিয়ে তার বিদায় নিশ্চিত করে বাংলাদেশ।
৬.৪ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৫৩ রান। ক্রিজে নতুন ব্যাটার কার্টিস ক্যাম্ফার।
১৪:৩০ , ডিসেম্বর ২
ষষ্ঠ ওভারে চমৎকার বোলিং করলেন মোস্তাফিজুর রহমান। হ্যারি টেক্টরকে বোল্ড করে মাত্র ১ রান দিলেন বাঁহাতি পেসার। পাওয়ার প্লে শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ দাঁড়াল ২ উইকেটে ৫১ রান।
পল স্টারলিং ১৬ বলে ২৭ ও লরকান টাকার ৪ বলে ১ রানে অপরাজিত।
১৪:২৬ , ডিসেম্বর ২
পাওয়ার প্লের শেষ ওভারে আক্রমণে এসেই সাফল্য পেলেন মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় বলে তিনি ফিরিয়ে দিলেন হ্যারি টেক্টরকে। ব্যাটের নিচের কানায় লেগে বোল্ড হলেন ৬ বলে ৫ রান করা ব্যাটার।
ক্রিজে নতুন ব্যাটার লরকান টাকার। পল স্টারলিং ১৬ বলে ২৭ রানে অপরাজিত। ৫.২ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৫০ রান।
১৪:১৯ , ডিসেম্বর ২
চতুর্থ ওভারের প্রথম দুই বল ডট করেছিলেন শরিফুল ইসলাম। তবে পরের তিন বলে দুই চারের পর ছক্কা মেরে দিয়েছিলেন টিম টেক্টর। শেষ বলে জবাবটা বেশ ভালোভাবেই দিয়েছেন বাঁহাতি পেসার। চমৎকার ডেলিভারিতে তিনি বোল্ড করে দিয়েছেন আইরিশ ওপেনারকে।
১০ বলে ১৭ রান করে ফিরেছেন টিম টেক্টর। ক্রিজে নতুন ব্যাটার তার বড় ভাই হ্যারি টেক্টর। ৪ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৩৮ রান।
১৪:১৩ , ডিসেম্বর ২
তৃতীয় ওভারে বোলিংয়ে এসে সুযোগ তৈরি করলেন মোহাম্মদ সাইফ উদ্দিন। কিন্তু নিজের বলে তিনি ফিরতি ক্যাচ নিতে পারেননি। ফলে ১৫ রানে বেঁচে গেলেন পল স্টারলিং। ওভারের শেষ বলে বাউন্ডারি মেরে সাইফ উদ্দিনের হতাশা বাড়ান আইরিশ ওপেনার।
৩ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ২৪ রান। স্টারলিং ১৪ বলে ২০ ও টিম টেক্টর ৪ বলে ৩ রানে অপরাজিত।
১৩:৪৫ , ডিসেম্বর ২
সিরিজ জেতার মিশনে নিজেদের একাদশেও তিনটি পরিবর্তন করেছে আয়ারল্যান্ড। বাদ পড়েছেন বেন কালিৎজ, ব্যারি ম্যাকার্থি ও জশ লিটল। তাদের জায়গায় এসেছেন কার্টিস ক্যাম্ফার, ক্রেইগ ইয়াং ও বেন হোয়াইট।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টারলিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটকিপার), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ক্রেইগ ইয়াং, ম্যাথু হামফ্রিজ ও বেন হোয়াইট।
১৩:৪২ , ডিসেম্বর ২
শেষ ম্যাচের আগে স্কোয়াডে ফিরে সোজা একাদশে ঢুকে গেলেন শামীম হোসেন পাটোয়ারি। এছাড়া দ্বিতীয় ম্যাচের দল থেকে বাদ পড়া শরিফুল ইসলাম ও রিশাদ হোসেনকেও ফেরানো হয়েছে একাদশে।
তাদের জায়গা করে দিতে একাদশে জায়গা হারিয়েছেন নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব। তিন ম্যাচের একটিতেও সুযোগ পেলেন না মাহিদুল ইসলাম অঙ্কন।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
১৩:৩৩ , ডিসেম্বর ২
সিরিজের শেষ ম্যাচেও টস জিততে পারল না বাংলাদেশ। কয়েনভাগ্য পাশে পেয়ে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টারলিং। এ নিয়ে সিরিজের তিন ম্যাচেই আগে ব্যাটিং পেল তারা।
প্রথম দুই ম্যাচে অবশ্য টস জেতা দল শেষ পর্যন্ত জিততে পারেনি। প্রথম ম্যাচে বাংলাদেশ টস জিতলেও ম্যাচ জিতেছিল আয়ারল্যান্ড। আর পরেরটিতে টস হেরেও ম্যাচ জিতেছিল স্বাগতিকরা।
১৩:১২ , ডিসেম্বর ২
দুই দল এখন পর্যন্ত ১০ ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৬টি জিতেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের জয় ৩ ম্যাচে। ফল আসেনি অন্য ম্যাচে।
চলতি সিরিজে দুই ম্যাচে দুই দলের জয় একটি করে।
১৩:১০ , ডিসেম্বর ২

ভয়াবহ ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয়টিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তাদের সামনে এখন শেষ ম্যাচটি জিতে সিরিজের ট্রফি নিজেদের করে নেওয়ার চ্যালেঞ্জ।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার দুপুর ২টায় শুরু হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি।
প্রথম ম্যাচে হ্যারি টেক্টর ও টিম টেক্টরের ঝড়ে ১৮১ রানের পুঁজি পায় আয়ারল্যান্ড। জবাবে ৯ উইকেটে ১৪২ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ঝড়ো শুরু পায় আইরিশরা। তবে পাওয়ার প্লের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তাদের ১৭০ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশের বোলাররা।
পরের লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ উদ্দিনদের ঝড়ে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ।
শেষ ম্যাচেও এমন দলীয় পারফরম্যান্সের আশায়ই থাকবে স্বাগতিকরা।