সরাসরি

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের পরাজয়

  • ০১:৩৮ , অক্টোবর ৯

    হেরে গেল বাংলাদেশ

  • ০১:১৭ , অক্টোবর ৯

    ওমরজাইকে ফেরালেন সাকিব

  • ০১:১৫ , অক্টোবর ৯

    হাশমত-ওমরজাই জুটির পঞ্চাশ

  • ০০:২৯ , অক্টোবর ৯

    গুরবাজকে বোল্ড করলেন মিরাজ

  • ০০:২৩ , অক্টোবর ৯

    সাকিবের দ্বিতীয় শিকার রহমত

  • ০০:২১ , অক্টোবর ৯

    রহমতের পর গুরবাজের ফিফটি

  • ০০:২০ , অক্টোবর ৯

    রহমত শাহর ফিফটি

  • ০০:১৩ , অক্টোবর ৯

    একশর নিচে নামল লক্ষ্য

  • ২৩:৫৮ , অক্টোবর ৮

    গুরবাজ-রহমত জুটির পঞ্চাশ

  • ২৩:৫৩ , অক্টোবর ৮

    মাঝ পথে ২ উইকেটে ১০৪

  • ২৩:২০ , অক্টোবর ৮

    চেপে ধরেছে বাংলাদেশ

  • ২৩:০১ , অক্টোবর ৮

    সাকিবের চমৎকার ডেলিভারিতে আউট অতল

  • ২২:৪৯ , অক্টোবর ৮

    অহেতুকভাবে আউট ইব্রাহিম

  • ২২:৩১ , অক্টোবর ৮

    আফগানিস্তানের ইতিবাচক শুরু

  • ২১:৩৫ , অক্টোবর ৮

    ২২১ রানে অল আউট বাংলাদেশ

  • ২১:২৭ , অক্টোবর ৮

    ওমরজাইয়ের তৃতীয় শিকার সাকিব

  • ২১:২৫ , অক্টোবর ৮

    ছক্কার চেষ্টায় হাসানের অক্কা

  • ২১:১৭ , অক্টোবর ৮

    অল্পেই ফিরলেন সোহান

  • ২০:৫৯ , অক্টোবর ৮

    আবার ব্যর্থ জাকের

  • ২০:৫২ , অক্টোবর ৮

    মিরাজকে ফিরিয়ে রশিদের ২০০

  • ২০:৪১ , অক্টোবর ৮

    মুশফিককে টপকে শীর্ষে মিরাজ

  • ২০:৩৫ , অক্টোবর ৮

    রান আউটে ভাঙল জুটি

  • ২০:৩১ , অক্টোবর ৮

    হৃদয়-মিরাজ জুটির একশ

  • ২০:২৫ , অক্টোবর ৮

    ৭৪ বলে মিরাজের ফিফটি

  • ২০:১৩ , অক্টোবর ৮

    ছক্কা মেরে হৃদয়ের ফিফটি

  • ২০:০৩ , অক্টোবর ৮

    বাউন্ডারি খরা

  • ১৯:৪৭ , অক্টোবর ৮

    মিরাজ-হৃদয় জুটির পঞ্চাশ

  • ১৯:৪৪ , অক্টোবর ৮

    মাঝ পথে ৩ উইকেটে ৯৮

  • ১৯:২৪ , অক্টোবর ৮

    আফগানিস্তানের ব্যর্থ রিভিউ

  • ১৯:০০ , অক্টোবর ৮

    ছক্কার খোঁজে সাইফের অক্কা

  • ১৮:৫৩ , অক্টোবর ৮

    প্রথম পাওয়ার প্লেতে ২ উইকেটে ৫১

  • ১৮:৩০ , অক্টোবর ৮

    টিকলেন না শান্ত

  • ১৮:২২ , অক্টোবর ৮

    অল্পেই তানজিদের বিদায়

  • ১৭:৫২ , অক্টোবর ৮

    আফগান দলে বশিরের অভিষেক

  • ১৭:৪৭ , অক্টোবর ৮

    সাইফের অভিষেক

  • ১৭:৪১ , অক্টোবর ৮

    ২৮০ রান করতে চায় বাংলাদেশ

  • ১৭:৩৭ , অক্টোবর ৮

    টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • ১৭:২৭ , অক্টোবর ৮

    চোখ থাকবে র‍্যাঙ্কিংয়েও

  • ১৭:২০ , অক্টোবর ৮

    হ্যাটট্রিকের সামনে আফগানিস্তান

  • ১৭:১৮ , অক্টোবর ৮

    আফগানিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

  • ১৭:১৪ , অক্টোবর ৮

    এবার ওয়ানডের লড়াইয়ে বাংলাদেশ

০১:৩৮ , অক্টোবর ৯

হেরে গেল বাংলাদেশ

তানজিম হাসান সাকিবের দারুণ বোলিংয়ে আশা জাগালেও শেষ পর্যন্ত পারল না বাংলাদেশ। রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহর ফিফটির পর আজমতউল্লাহ ওমরজাই ও হাশমতউল্লাহ শহিদির দায়িত্বশীল ব্যাটিংয়ে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিতল আফগানিস্তান।


আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বুধবার প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৫ উইকেটে হারাল আফগানিস্তান। আগে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২২১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ১৭ বল বাকি থাকতে জিতে যায় আফগানরা।


আফগানদের পক্ষে সমান ৫০ রানের ইনিংস খেলে গুরবাজ ও রহমত। ওমরজাইয়ের ব্যাট থেকে আসে ৪৪ বলে ৪০ রানের চমৎকার ইনিংস। আর ৩৩ রানের অপরাজিত ইনিংসে দলের জয় নিশ্চিত করেন আফগান অধিনায়ক হাশমত।


বাংলাদেশের পক্ষে ৩টি উইকেট নেন সাকিব। কিপটে বোলিংয়ে ১০ ওভারে মাত্র ৩২ রান খরচ করেন মেহেদী হাসান মিরাজ।


এর আগে ব্যাট হাতেও দলের সর্বোচ্চ ৬০ রান করেন বাংলাদেশ অধিনায়ক। তার সঙ্গে ১০১ রানের জুটি গড়ে তাওহিদ হৃদয় খেলেন ৫৬ রানের ইনিংস।


কিন্তু বাকিদের ব্যর্থতায় বড় পুঁজি পায়নি বাংলাদেশ। পরে ম্যাচও জিততে পারেনি। 


সংক্ষিপ্ত স্কোর


বাংলাদেশ: ৪৮.৫ ওভারে ২২১ (সাইফ ২৬, তামিম ১০, শান্ত ২, হৃদয় ৫৬, মিরাজ ৬০, জাকের ১০, সোহান ৭, সাকিব ১৭, হাসান ৫, তাসকিন ৪*, তানভির ১১; বশির ৪-০-২৫-০, ওমরজাই ৯-০-৪০-৩, গাজানফার ৯.১-১-৫৫-৩, খারোটে ১০-১-৩২-১, রশিদ ১০-০-৩২-৩, নবী ৬-০-২৭-০)


আফগানিস্তান: ৪৭.১ ওভারে ২২৬/৫ (গুরবাজ ৫০, ইব্রাহিম ২৩, অতল ৫, রহমত ৫০, হাশমত ৩৩*, ওমরজাই ৪০, নবী ১১*; তাসকিন ৮-০-৫০-০, হাসান ৮-০-৪০-০, তানভির ১০-০-৪২-১, সাকিব ৭-১-৩১-৩, মিরাজ ১০-১-৩২-১, সাইফ ৩.১-০-২৪-০, শান্ত ১-০-৪-০)


ফল: আফগানিস্তান ৫ উইকেটে জয়ী

০১:১৭ , অক্টোবর ৯

ওমরজাইকে ফেরালেন সাকিব

নতুন স্পেলে বোলিংয়ে ফিরে আজমতউল্লাহ ওমরজাইয়ের কাছে টানা ৩টি বাউন্ডারি হজম করলেন তানজিম হাসান সাকিব। তবে ওভারের শেষ বলে প্রতিশোধ নিয়ে নিলেন তরুণ পেসার। শর্ট মিড উইকেটে ক্যাচ দিলেন ওমরজাই।


৬ চার ও ১ ছক্কায় ৪৪ বলে ৪০ রান করে ফিরলেন আফগান অলরাউন্ডার। ক্রিজে নতুন ব্যাটার মোহাম্মদ নবী। হাশমতউল্লাহ শহিদ ২৮ বলে ১৫ রানে অপরাজিত।


৪৩ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১৯৫ রান। ৪২ বলে তাদের প্রয়োজন ২৭ রান। 

০১:১৫ , অক্টোবর ৯

হাশমত-ওমরজাই জুটির পঞ্চাশ

পরপর দুই সেট ব্যাটারের বিদায়ের পর দায়িত্ব নিলেন হাশমতউল্লাহ শহিদি ও আজমতউল্লাহ ওমরজাই। দুজন মিলে এরই মধ্যে গড়ে ফেললেন পঞ্চাশছোঁয়া জুটি, মাত্র ৬৬ বলে। এই জুটির সৌজন্যে জয়ের খুব কাছে চলে গেছে আফগানিস্তান।


৪২.৪ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ১৯৫ রান। জয়ের জন্য ৪৪ বলে প্রয়োজন ২৭ রান। ওমরজাই ৪২ বলে ৪০ ও হাশমত ২৮ বলে ১৫ রানে অপরাজিত।

০০:২৯ , অক্টোবর ৯

গুরবাজকে বোল্ড করলেন মিরাজ

পরপর দুই ওভারে দুই সেট ব্যাটারকে ফিরিয়ে দিল বাংলাদেশ। তানজিম হাসান সাকিবের পর এবার আঘাত করলেন মেহেদী হাসান মিরাজ। চমৎকার অফ স্পিন ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন রহমানউল্লাহ গুরবাজ।


৭৬ বলে ৫০ রান করে ফিরলেন আফগান ওপেনার। ক্রিজ দুই নতুন ব্যাটার হাশমতউল্লাহ শহিদি ও আজমতউল্লাহ ওমরজাই। 


৩১.৩ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ১৩৬ রান। 

০০:২৩ , অক্টোবর ৯

সাকিবের দ্বিতীয় শিকার রহমত

নতুন স্পেলে বোলিংয়ে ফিরেই সাফল্য পেলেন তানজিম হাসান সাকিব। শর্ট বলে পুল করতে গিয়ে শর্ট মিড উইকেটে মেহেদী হাসান মিরাজের হাতে ধরা পড়লেন রহমত শাহ।


৭০ বলে ৫০ রান করে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার। তার বিদায়ে ভাঙল ৭৮ রানের তৃতীয় উইকেট জুটি। ক্রিজে নতুন ব্যাটার অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। ৭৪ বলে ৫০ রানে অপরাজিত রহমানউল্লাহ গুরবাজ।


৩০.৪ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৩৬ রান। জয় থেকে ৮৬ রান দূরে তারা।

০০:২১ , অক্টোবর ৯

রহমতের পর গুরবাজের ফিফটি

পরপর দুই ওভারে ফিফটি করলেন আফগানিস্তানের দুই ব্যাটার। ১টি করে চার-ছক্কা মেরে ৭৪ বলে ক্যারিয়ারের সপ্তম ফিফটি করলেন রহমানউল্লাহ গুরবাজ। এর সঙ্গে ৮টি সেঞ্চুরি আছে তার।

০০:২০ , অক্টোবর ৯

রহমত শাহর ফিফটি

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে ক্যারিয়ারের ৩২তম ফিফটি করে ফেললেন রহমত শাহ। ৭০ বলে ১টি করে চার-ছক্কায় এই মাইলফলক স্পর্শ করেন অভিজ্ঞ ব্যাটার।


৩০ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৩৫ রান। বাকি ২০ ওভারে তাদের প্রয়োজন ৮৭ রান। 

০০:১৩ , অক্টোবর ৯

একশর নিচে নামল লক্ষ্য

বড় হচ্ছে রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহর জুটি। একইসঙ্গে দুশ্চিন্তা বাড়ছে বাংলাদেশ দলের। দুজনের জুটিতে লক্ষ্য একশর নিচে নামিয়ে ফেলেছে আফগানিস্তান।


২৯ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ১২৮ রান। জয়ের জন্য ২১ ওভারে প্রয়োজন আর ৯৪ রান। 


গুরবাজ ৬৭ বলে ৪৭ ও রহমত ৬৭ বলে ৪৬ রানে অপরাজিত।

২৩:৫৮ , অক্টোবর ৮

গুরবাজ-রহমত জুটির পঞ্চাশ

পরপর দুই উইকেট হারানোর পর আফগানিস্তানের ইনিংসের হাল ধরেছেন রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহ। এরই মধ্যে ৮২ বলে তৃতীয় উইকেট জুটিতে পঞ্চাশ রান যোগ করেছেন তারা দুজন।


২৬ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১১০ রান। জয়ের জন্য ২৪ ওভারে দরকার ১১২ রান।


গুরবাজ ৬২ বলে ৪৩ ও রহমত ৫৪ বলে ৩২ রানে অপরাজিত।

২৩:৫৩ , অক্টোবর ৮

মাঝ পথে ২ উইকেটে ১০৪

বাংলাদেশের আঁটসাঁট বোলিংয়ের জবাব দিয়ে আফগানিস্তানকে ধীরে ধীরে এগিয়ে নিচ্ছেন রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহ। ইনিংসের মাঝ পথে তাদের সংগ্রহ ২ উইকেটে ১০৪ রান।


জয়ের জন্য বাকি ২৫ ওভারে করতে হবে আরও ১১৮ রান। গুরবাজ ৫৮ বলে ৪০ ও রহমত ৫২ বলে ৩০ রানে অপরাজিত। এরই মধ্যে আন্তর্জাতিক ওয়ানডেতে ৪ হাজার রান পূর্ণ করেছেন রহমত।


অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে রহমত ও গুরবাজের সংগ্রহ ৪৬ রান।

২৩:২০ , অক্টোবর ৮

চেপে ধরেছে বাংলাদেশ

প্রথম পাওয়ার প্লে শেষ হওয়ার পর আফগানিস্তানের রানের চাকা থামিয়ে দিয়েছে বাংলাদেশ। ১৬ ওভারে আফগানদের সংগ্রহ ২ উইকেটে ৬৬ রান। 


অর্থাৎ সবশেষ ৬ ওভারে মাত্র ১৩ রান নিতে পেরেছে স্বাগতিকরা। বিপরীতে হারিয়েছে সেদিকউল্লাহ অতলের উইকেট। জয়ের জন্য ৩৪ ওভারে তাদের প্রয়োজন ৫৬ রান।


রহমানউল্লাহ গুরবাজ ৪২ বলে ২৯ ও রহমত শাহ ১৪ বলে ৩ রানে অপরাজিত।

২৩:০১ , অক্টোবর ৮

সাকিবের চমৎকার ডেলিভারিতে আউট অতল

তানজিম হাসান সাকিবের হঠাৎ লাফিয়ে ওঠা ডেলিভারিতে পরাস্ত সেদিকউল্লাহ অতল। স্লিপে চমৎকার ক্যাচ নিলেন সাইফ হাসান। ১৫ বলে ৫ রান করে ফিরে গেলেন অতল।


১২.১ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৫৮ রান। ক্রিজে নতুন ব্যাটার রহমত শাহ। ৩৩ বলে ২৬ রানে অপরাজিত রহমানউল্লাহ গুরবাজ।

২২:৪৯ , অক্টোবর ৮

অহেতুকভাবে আউট ইব্রাহিম

ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসার পরই আফগানিস্তানের রানের বানে বাঁধ দিয়েছেন তানভির ইসলাম। নিজের তৃতীয় ওভারে সাফল্যও পেয়ে গেছেন বাঁহাতি স্পিনার।


অহেতুকভাবে ক্রিজ ছেড়ে বেরিয়ে বড় শট মারতে গিয়ে স্টাম্পড হয়ে গেলেন ইব্রাহিম জাদরান। ৪ চারে ২৫ বলে ২৩ রান করেন আফগান ওপেনার।


প্রথম পাওয়ার প্লের ১০ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৫৩ রান। জয়ের জন্য ৪০ ওভারে তাদের প্রয়োজন ১৬৯ রান।


রহমানউল্লাহ গুরবাজ ৩৩ বলে ২৬ রানে অপরাজিত। ক্রিজে নতুন ব্যাটার সেদিকউল্লাহ অতল।

২২:৩১ , অক্টোবর ৮

আফগানিস্তানের ইতিবাচক শুরু

রান তাড়ায় শুরুটা বেশ ভালো করল আফগানিস্তান। প্রথম ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩০ রান সংগ্রহ তাদের।


রহমানউল্লাহ গুরবাজ ১৮ বলে ১৫ ও ইব্রাহিম জাদরান ১২ বলে ১৩ রানে অপরাজিত।

২১:৩৫ , অক্টোবর ৮

২২১ রানে অল আউট বাংলাদেশ

শুরুতে ধাক্কার পর শতরানের জুটি গড়লেন তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ। দুজনই পেলেন ফিফটির দেখা। কিন্তু এর আগে-পরে আর কেউই ভালো কিছু করতে পারলেন না। 


তাই বেশি বড় হলো না বাংলাদেশের সংগ্রহ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে *** রানে থেমে গেল বাংলাদেশের ইনিংস।


সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন মিরাজ। ৮৭ বলে ১টি করে চার-ছক্কা মারেন বাংলাদেশ অধিনায়ক। হৃদয়ের ব্যাট থেকে আসে ৫৬ রান। রান আউট হওয়ার আগে ৮৫ বলের ইনিংসে ১ চারের সঙ্গে ৩টি ছক্কা মারেন তিনি।


হৃদয় ও মিরাজের চতুর্থ উইকেট জুটিতে আসে ১০১ রান। এর আগে-পরে পুরো ইনিংসে ছিল শুধুই হতাশা।


আফগানিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন রশিদ খান ও আজমতউল্লাহ ওমরজাই।


সংক্ষিপ্ত স্কোর


বাংলাদেশ: ৪৮.৫ ওভারে ২২১ (সাইফ ২৬, তামিম ১০, শান্ত ২, হৃদয় ৫৬, মিরাজ ৬০, জাকের ১০, সোহান ৭, সাকিব ১৭, হাসান ৫, তাসকিন ৪*, তানভির ১১; বশির ৪-০-২৫-০, ওমরজাই ৯-০-৪০-৩, গাজানফার ৯.১-১-৫৫-৩, খারোটে ১০-১-৩২-১, রশিদ ১০-০-৩২-৩, নবী ৬-০-২৭-০)

২১:২৭ , অক্টোবর ৮

ওমরজাইয়ের তৃতীয় শিকার সাকিব

আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে ছক্কা মারতে গিয়ে লং অনে ধরা পড়লেন তানজিম হাসান সাকিব। ২৩ বলে ১৭ রান করে ফিরে গেলেন পেস বোলিং অলরাউন্ডার।


৪৭.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ২০৬ রান। ক্রিজে দুই শেষ ব্যাটার তাসকিন আহমেদ ও তানভির ইসলাম।

২১:২৫ , অক্টোবর ৮

ছক্কার চেষ্টায় হাসানের অক্কা

বড় শটের খোঁজে সফল হলেন না হাসান মাহমুদ। এএম গাজানফারের বলে ছক্কা মারতে গিয়ে উল্টো পয়েন্টে ধরা পড়লেন লেজের সারির ব্যাটার। ৯ বলে করতে পারলেন ৫ রান।


৪৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২০৫ রান। ২১ বলে ১৭ রানে খেলছেন তানজিম হাসান সাকিব। নতুন ব্যাটার তাসকিন আহমেদ।

২১:১৭ , অক্টোবর ৮

অল্পেই ফিরলেন সোহান

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই অপরাজিত থাকার পর অবশেষে আউট হলেন নুরুল হাসান সোহান। রশিদ খানের গুগলিতে এলবিডব্লিউ হলেন ১৪ বলে ৭ রান করা ব্যাটার।


৪৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৯৭ রান। তানজিম হাসান সাকিব ১৬ বলে ১৩ রানে অপরাজিত। নতুন ব্যাটার হাসান মাহমুদ।

২০:৫৯ , অক্টোবর ৮

আবার ব্যর্থ জাকের

টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচের পর ওয়ানডেতেও ব্যর্থ জাকের আলী অনিক। রশিদ খানের গুগলিতে এলবিডব্লিউ হয়ে গেলেন উইকেটরক্ষক ব্যাটার। নিশ্চিত আউট হওয়ায় রিভিউ নেওয়ারও দরকার মনে করেননি তিনি।


১৬ বলে ১০ রান করে ফেরেন জাকের। ক্রিজে দুই নতুন ব্যাটার নুরুল হাসান সোহান ও তানজিম হাসান সাকিব।


৪১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৭৮ রান। ২৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে আবার চাপে পড়ে গেল তারা।

২০:৫২ , অক্টোবর ৮

মিরাজকে ফিরিয়ে রশিদের ২০০

তাওহিদ হৃদয়ের বিদায়ের পর বেশিক্ষণ আর টেকা হলো না মেহেদী হাসান মিরাজের। রশিদ খানের গুগলিতে এলবিডব্লিউ হয়ে গেলেন বাংলাদেশ অধিনায়ক। রিভিউ নিয়েও কোনো লাভ হয়নি তার।


আন্তর্জাতিক ওয়ানডেতে রশিদের এটি ২০০তম উইকেট। মাত্র ১১৫ ম্যাচ ও ১০৭ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করলেন আফগান লেগ স্পিনার। 


১টি করে চার-ছক্কায় ৮৭ বলে ৬০ রান করেন মিরাজ। দ্রুত ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে এখন বাংলাদেশ। ক্রিজে দুই নতুন ব্যাটার নুরুল হাসান সোহান ও জাকের আলি অনিক।


৩৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৭৫ রান।

২০:৪১ , অক্টোবর ৮

মুশফিককে টপকে শীর্ষে মিরাজ

ওয়ানডেতে নিশ্চিতভাবেই মেহেদী হাসান মিরাজের প্রিয় প্রতিপক্ষ আফগানিস্তান। এরই মধ্যে তাদের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হয়ে গেছেন অফ স্পিনিং অলরাউন্ডার।


অবসরের আগে আফগানদের বিপক্ষে ১৫ ইনিংসে ৪৬০ রান করেছিলেন মুশফিকুর রহিম। এবার ফিফটি করে মাত্র ১২ ইনিংসে মুশফিককে টপকে গেলেন মিরাজ।


ম্যাচে ৫৫ রানে অপরাজিত থাকা অবস্থায় আফগানিস্তানের বিপক্ষে মিরাজের সংগ্রহ ১২ ইনিংসে ৪ ফিফটি ও ১ সেঞ্চুরিতে ৪৬৫ রান। 

২০:৩৫ , অক্টোবর ৮

রান আউটে ভাঙল জুটি

শতরানের জুটি গড়ার পর আর টিকতে পারলেন না তাওহিদ হৃদয়। মেহেদী হাসান মিরাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে গেলেন ২৫ ছুঁইছুঁই ব্যাটার। সবশেষ তিন ওয়ানডেতে এ নিয়ে দুবার রান আউট হলেন হৃদয়।


১ চার ও ৩ ছক্কায় ৮৫ বলে ৫৬ রান করেন হৃদয়। তার বিদায়ে ভাঙল ১০১ রানের চতুর্থ উইকেট জুটি। 


ক্রিজে নতুন ব্যাটার জাকের আলী অনিক। ৭৯ বলে ৫৩ রানে অপরাজিত মিরাজ। ৩৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৫৬ রান।

২০:৩১ , অক্টোবর ৮

হৃদয়-মিরাজ জুটির একশ

শুরুর ধাক্কা সামলে চতুর্থ উইকেটে শতরানের জুটি গড়লেন তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ। তাদের জুটিতে ছুটছে বাংলাদেশ। 


৩৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫৩ রান। হৃদয়ের ৮৪ বলে ৫৬ ও মিরাজ ৭৬ বলে ৫১ রানে অপরাজিত।

২০:২৫ , অক্টোবর ৮

৭৪ বলে মিরাজের ফিফটি

তাওহিদ হৃদয়ের পর পঞ্চাশ করলেন মেহেদী হাসান মিরাজ। ক্যারিয়ারের সপ্তম ফিফটি করতে ৭৪ বল খেললেন বাংলাদেশ অধিনায়ক। 


৩৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৪৭ রান। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটির সংগ্রহ ১৩৩ বলে ৯৪ রান। 

২০:১৩ , অক্টোবর ৮

ছক্কা মেরে হৃদয়ের ফিফটি

টানা ৩টি ডট বল খেলে নিজের ওপর চাপ সৃষ্টি করে ফেলেছিলেন তাওহিদ হৃদয়। মোহাম্মদ নবীর ওভারের শেষ বলটি তাই ক্রিজ ছেড়ে ডিপ মিড উইকেট দিয়ে চালিয়ে দিলেন তরুণ ব্যাটার। বল চলে গেলো সীমানার বাইরে। আর হৃদয় ছুঁয়ে ফেললেন ফিফটি।


৩৫ ইনিংসের ক্যারিয়ারে হৃদয়ের এটি দশম ফিফটি। ৭৫ বলে ১ চার ও ৩ ছক্কায় এই মাইলফলক স্পর্শ করেন তিনি।


৩১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৩৯ রান। মেহেদী হাসান মিরাজ ৬১ বলে ৪৫ রানে অপরাজিত। 

২০:০৩ , অক্টোবর ৮

বাউন্ডারি খরা

প্রথম পাওয়ার প্লের ১০ ওভারের মধ্যে ৮ চারের সঙ্গে ১টি ছক্কা মেরেছিল বাংলাদেশ। কিন্তু ফিল্ড ছড়িয়ে যাওয়ার পর থেমে গেছে ছক্কা-চারের মার।


এক দফায় টানা ৫৫ বল বাউন্ডারি মারতে পারেনি বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের চারে কাটে সেই খরা। এরপর আবার আসে ৫৫ বলের বাউন্ডারি খরা। মোহাম্মদ নবীর বলে ছক্কা মেরে এবারের খরা কাটিয়েছেন তাওহিদ হৃদয়।


অর্থাৎ পাওয়ার প্লের শেষ হওয়ার পর ১৯ ওভারে বাংলাদেশের বাউন্ডারি মাত্র ২টি।


২৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১২০ রান। মিরাজ ও হৃদয়ের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটির সংগ্রহ ১০৪ বলে মাত্র ৬৭ রান। মিরাজ ৫৫ বলে ৩৫ ও হৃদয় ৬৮ বলে ৪৪ রানে অপরাজিত।

১৯:৪৭ , অক্টোবর ৮

মিরাজ-হৃদয় জুটির পঞ্চাশ

দ্রুত ৩ উইকেট হারানোর পর মন্থর গতিতে দলকে এগিয়ে নিচ্ছেন মেহেদী হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়। এরই মধ্যে দুজন মিলে ৮২ বলে গড়েছেন পঞ্চাশ রানের জুটি।


২৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৬ রান। মিরাজ ৪৮ বলে ৩১ ও হৃদয় ৫৭ বলে ৩৪ রানে অপরাজিত।

১৯:৪৪ , অক্টোবর ৮

মাঝ পথে ৩ উইকেটে ৯৮

পাওয়ার প্লে শেষ হওয়ার পর যেন রান করতে ভুলে গেছে বাংলাদেশ। প্রথম ১০ ওভারের মধ্যে ৫১ রান করে ফেলেছিল তারা। কিন্তু পরের ১৫ ওভারে ৪৭ রানের বেশি নিতে পারেনি তারা। আফগান স্পিনের সামনে রীতিমতো ধুঁকছেন মেহেদী হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়।


২৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৯৮ রান। চতুর্থ উইকেটে মিরাজ ও হৃদয় মিলে এখন পর্যন্ত ৭৯ বলে করেছেন ৪৭ রান। মিরাজ ৪৪ বলে ২৭ ও হৃদয় ৫৫ বলে ৩১ রানে অপরাজিত।

১৯:২৪ , অক্টোবর ৮

আফগানিস্তানের ব্যর্থ রিভিউ

নানগেলিয়া খারোটের লেগ স্টাম্পের বাইরের ডেলিভারি সুইপ করার চেষ্টায় ব্যাটে লাগাতে পারলেন না মেহেদী হাসান মিরাজ। এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দিলেন না আম্পায়ার।


রিভিউ নিলেও লাভ হয়নি আফগানিস্তানের। কারণ বলের পিচিং ছিল লেগ স্টাম্পের বাইরে। তাই বৃথা যায় আফগানদের প্রথম রিভিউ।


এই দফায় বিপদ না ঘটলেও জুটি গড়তে গিয়ে ধুঁকছেন মিরাজ ও তাওহিদ হৃদয়। পাওয়ার প্লে শেষ হওয়ার পর বাংলাদেশকে চেপে ধরেছেন আফগানিস্তানের স্পিনাররা।


১৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৭১ রান। সবশেষ ৯ ওভারে এসেছে মাত্র ২০ রান। হৃদয় ৪১ বলে ২২ ও মিরাজ ২২ বলে ৯ রানে অপরাজিত। জুটির সংগ্রহ ৪৩ বলে মাত্র ১৮ রান।

১৯:০০ , অক্টোবর ৮

ছক্কার খোঁজে সাইফের অক্কা

পাওয়ার প্লে নিরাপদে কাটিয়ে দেওয়ার পর আর টিকতে পারলেন না সাইফ হাসান। নানগেলিয়া খারোটের বলে ইনসাইড আউট শটে ছক্কা মারতে গিয়ে ওয়াইড লং অফে রশিদ খানের হাতে ধরা পড়লেন অভিষিক্ত ওপেনার।


৫ চারে ৩৭ বলে ২৬ রান করলেন সাইফ। সব মিলিয়ে মোট ২৭টি ডট খেলেন তিনি। তার বিদায়ে ভাঙে তাওহিদ হৃদয়ের সঙ্গে গড়া ৩৫ বলে ২৮ রানের জুটি।


১২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৫৩ রান। হৃদয় ২০ বলে ১৩ রানে অপরাজিত। ক্রিজে নতুন ব্যাটার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 

১৮:৫৩ , অক্টোবর ৮

প্রথম পাওয়ার প্লেতে ২ উইকেটে ৫১

দ্রুত ২ উইকেট হারালেও রানের চাপ আসতে দেননি সাইফ হাসান ও তাওহিদ হৃদয়। দুজনের ব্যাটে প্রথম পাওয়ার প্লের ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৫১ রান।


নবম ওভারের শেষ বলে ফ্রি-হিট পেয়ে ম্যাচের প্রথম ছক্কা মারেন হৃদয়। পরের ওভারে বশির আহমেদের বলে ২টি চার মারেন সাইফ।


১৪ বলে ১১ রানে অপরাজিত হৃদয়। ৫ চারে ৩২ বলে ২৬ রানে খেলছেন সাইফ।

১৮:৩০ , অক্টোবর ৮

টিকলেন না শান্ত

পরপর দুই ওভারে দুই উইকেট নিলেন আজমতউল্লাহ ওমরজাই। তানজিদ হাসান তামিমের পর ড্রেসিং রুমে ফিরে গেলেন নাজমুল হোসেন শান্ত।


ষষ্ঠ ওভারের প্রথম বলে আলতো শটে মিড অফে থাকা হাশমতউল্লাহ শহিদির হাতে ক্যাচ দেন ৫ বলে ২ রান করা অভিজ্ঞ ব্যাটার।


ক্রিজে নতুন ব্যাটার তাওহিদ হৃদয়। ৫.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৫ রান। ১৬ বলে ১২ রানে খেলছেন সাইফ হাসান।

১৮:২২ , অক্টোবর ৮

অল্পেই তানজিদের বিদায়

চতুর্থ ওভারে পরপর দুই বলে অল্পের জন্য বেঁচে গেলেও শেষ পর্যন্ত ফিরতে হলো তানজিদ হাসান তামিমকে। আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে খোঁচা মেরে কট বিহাইন্ড হলেন ১০ বলে ১০ রান করা বাঁহাতি ওপেনার।


ওভারের দ্বিতীয় বলে স্কয়ার লেগে তার সহজ ক্যাচ ছেড়ে দেন রহমত শাহ। পরের বলে অল্পের জন্য নিতে পারেননি কিপার রহমানউল্লাহ গুরবাজ। তবে চতুর্থ বলে ধরা পড়ে যান তামিম।


৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৯ রান। ক্রিজে নতুন ব্যাটার নাজমুল হোসেন শান্ত। ১২ বলে ৮ রানে খেলছেন সাইফ হাসান।

১৭:৫২ , অক্টোবর ৮

আফগান দলে বশিরের অভিষেক

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল বশিদ আহমেদ। এবার ওয়ানডে অভিষেকও হয়ে গেল ২০ বছর বয়সী বাঁহাতি পেসারের।


তিন বিশেষজ্ঞ স্পিনারের একাদশে একমাত্র বিশেষজ্ঞ পেসার বশির। এছাড়া বল হাতে দেখা যাবে আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবীদের।


আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ অতল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নানগেলিয়া খারোটে, আল্লাহ্‌ মোহাম্মদ গাজানফার, বশির আহমেদ।

১৭:৪৭ , অক্টোবর ৮

সাইফের অভিষেক

টি-টোয়েন্টিতে দ্যুতি ছড়িয়ে এবার ওয়ানডেতেও যাত্রা শুরু হয়ে গেল সাইফ হাসানের। বাংলাদেশের ১৫৩তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে খেলতে নামবে ২৭ ছুঁইছুঁই টপ-অর্ডার ব্যাটার।


অভিষেকের আগে লিস্ট 'এ' ক্যারিয়ারে ১৪৫ ম্যাচ খেলে ৮ সেঞ্চুরি ও ১৭ ফিফটিতে ৩ হাজার ৯৩৬ রান করেছেন সাইফ।


তিন পেসারের সঙ্গে দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। দলের প্রয়োজনে সাইফকেও বল হাতে দেখা যেতে পারে।


বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানভির ইসলাম, তানজিম হাসান সাকিব।

১৭:৪১ , অক্টোবর ৮

২৮০ রান করতে চায় বাংলাদেশ

টস জিতে আগে ব্যাটিং নিয়ে মেহেদী হাসান মিরাজ বললেন,

'উইকেট দেখতে ভালো মনে হচ্ছে। এখানে ২৮০ রান ভালো স্কোর হতে পারে। টি-টোয়েন্টি সিরিজে আমরা ভালো খেলেছি। সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। এটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। লম্বা সময় পর আমরা ওয়ানডে খেলব।'

১৭:৩৭ , অক্টোবর ৮

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতলেন মেহেদী হাসান মিরাজ। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক। 

আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি বলেছেন, টস জিতলে তিনিও আগে ব্যাটিং করতেন। মিরাজ জানিয়েছেন, ভালো উইকেটে বড় সংগ্রহ গড়ার লক্ষ্য তার দলের।

১৭:২৭ , অক্টোবর ৮

চোখ থাকবে র‍্যাঙ্কিংয়েও

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বর্তমানে ৭৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিততে পারলে ৮২ রেটিং নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে (৮০) টপকে ৯ নম্বরে উঠবে বাংলাদেশ।


২-১ ব্যবধানে সিরিজ জিতলে উইন্ডিজের সমান হওয়ার সুযোগ থাকছে তাদের সামনে। আর ১-২ ব্যবধানে হেরে গেলে ৭৭ পয়েন্টই থাকবে বাংলাদেশ। 


আর আফগানিস্তান যদি ৩-০ ব্যবধানে জিতে যায় তাহলে বাংলাদেশের রেটিং হয়ে যাবে ৭৪ পয়েন্ট। অন্য দিকে ৯৫ রেটিং নিয়ে ছয় নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার (৯৯) আরও কাছে চলে যাবে আফগানরা।

১৭:২০ , অক্টোবর ৮

হ্যাটট্রিকের সামনে আফগানিস্তান

ওয়ানডেতে এখন পর্যন্ত ৪টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ ও আফগানিস্তান। এর প্রথম দুইটি জিতেছিল বাংলাদেশ। আর পরের দুইটিতে জয়ী দলের নাম আফগানিস্তান।


তাই এবার হ্যাটট্রিকের সুযোগ আফগানদের সামনে। বাংলাদেশের লিখতে হবে প্রত্যাবর্তনের গল্প। 

১৭:১৮ , অক্টোবর ৮

আফগানিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে আফগানিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত দুই দল খেলেছে ১৯টি ওয়ানডে। এর মধ্যে ১১টিই জিতেছে বাংলাদেশ। আর বাকি ৮ ম্যাচে জয় আফগানদের।


এছাড়া দুই দলের সবশেষ ছয় ম্যাচের মধ্যে চারটিই জিতেছে বাংলাদেশ।

১৭:১৪ , অক্টোবর ৮

এবার ওয়ানডের লড়াইয়ে বাংলাদেশ

news-details

টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশের পর এবার ওয়ানডের মিশনে বাংলাদেশ। আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় ৬টায় প্রথম ওয়ানডেতে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।


সাম্প্রতিক সময়ে এই ফরম্যাটে তেমন ভালো অবস্থায় নেই বাংলাদেশ। টি-টোয়েন্টিতে পাওয়া সাফল্যের ধারাবাহিকতা ধরে পাশাপাশি তাই নিজেদের পুরো ছন্দ ফিরে পাওয়ার চ্যালেঞ্জও তাই নিতে হবে মিরাজ, নাজমুল হোসেন শান্তদের। 


ওয়ানডে সিরিজ শুরুর আগে ব্যাটিং নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তায় বাংলাদেশ। কারণ এই ফরম্যাটে গত বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স আশানুরুপ নয়।


গত বিশ্বকাপের পর থেকে খেলা ১৬টি পূর্ণাঙ্গ ম্যাচের ১০টিতেই আড়াইশ করতে পারেনি বাংলাদেশ। এমনকি যে ৬ ম্যাচে আড়াইশ ছাড়িয়েছে, তার ৪টিতেই আবার জিততে পারেনি।


ফলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সব ম্যাচ জিততে হলে ব্যাটিংয়ের দিকে বাড়তি মনোযোগই দিতে হবে তাদের।

আলোচনায় অংশ নিন