সরাসরি

এশিয়া কাপ ২০২৫ : সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

  • ০০:৩২ , সেপ্টেম্বর ১৭

    সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

  • ০০:২১ , সেপ্টেম্বর ১৭

    ঝড় তুলে রশিদের বিদায়

  • ০০:১৬ , সেপ্টেম্বর ১৭

    রান আউট জানাত

  • ০০:০৭ , সেপ্টেম্বর ১৭

    বিপজ্জনক ওমরজাইকে ফেরালেন তাসকিন

  • ২৩:৫৩ , সেপ্টেম্বর ১৬

    মুস্তাফিজের বলে বোল্ড নবী

  • ২৩:৪২ , সেপ্টেম্বর ১৬

    গুরবাজকে থামালেন রিশাদ

  • ২৩:৩৬ , সেপ্টেম্বর ১৬

    মাঝপথে ৩ উইকেটে ৬১

  • ২৩:২৯ , সেপ্টেম্বর ১৬

    ফিরতি ক্যাচে নাইবের বিদায়

  • ২৩:১৫ , সেপ্টেম্বর ১৬

    পাওয়ার প্লেতে ২ উইকেটে ২৭

  • ২৩:০৬ , সেপ্টেম্বর ১৬

    ইব্রাহিমকেও ফেরালেন নাসুম

  • ২২:৫৬ , সেপ্টেম্বর ১৬

    ইব্রাহিমের ক্যাচ ছাড়লেন রিশাদ

  • ২২:২৮ , সেপ্টেম্বর ১৬

    ১৫৫ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

  • ২২:১২ , সেপ্টেম্বর ১৬

    ঝড় তুলতে পারলেন না হৃদয়

  • ২১:৪৪ , সেপ্টেম্বর ১৬

    ফিফটি করেই আউট তামিম

  • ২১:৪০ , সেপ্টেম্বর ১৬

    ২৮ বলে তামিমের ফিফটি

  • ২১:৩২ , সেপ্টেম্বর ১৬

    অল্পেই ফিরলেন লিটন

  • ২১:২৮ , সেপ্টেম্বর ১৬

    মাঝপথে ১ উইকেটে ৮৭

  • ২১:১৪ , সেপ্টেম্বর ১৬

    রশিদের আসতেই সাইফের বিদায়

  • ২০:৫১ , সেপ্টেম্বর ১৬

    এবার বেঁচে গেলেন তামিম

  • ২০:৩৯ , সেপ্টেম্বর ১৬

    শুরুতেই বাঁচলেন সাইফ

  • ২০:২৫ , সেপ্টেম্বর ১৬

    ১৬০-১৬৫ রানের পিচ

  • ২০:১৬ , সেপ্টেম্বর ১৬

    আফগানিস্তানের অপরিবর্তিত একাদশ

  • ২০:১২ , সেপ্টেম্বর ১৬

    বাংলাদেশের একাদশে চার পরিবর্তন

  • ১৯:৪১ , সেপ্টেম্বর ১৬

    ‘বাংলাদেশ ফাইনাল খেললেও অবাক হবো না’

  • ১৯:১৮ , সেপ্টেম্বর ১৬

    বাংলাদেশের মাইলফলকের ম্যাচ

  • ১৯:১০ , সেপ্টেম্বর ১৬

    দেশের বাইরে জয়বিহীন বাংলাদেশ

  • ১৯:০৭ , সেপ্টেম্বর ১৬

    মুখোমুখি পরিসংখ্যান

  • ১৯:০৩ , সেপ্টেম্বর ১৬

    বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশ

০০:৩২ , সেপ্টেম্বর ১৭

সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ


টস জিতে লিটন কুমার দাস বলেছিলেন, ১৬০ রান করতে পারলে ভালো হবে। শেষ দিকের ব্যাটিং ব্যর্থতায় তা করতে পারেনি বাংলাদেশ। তবে বোলাররা পুষিয়ে দিলেন সেই ঘাটতি। আফগানিস্তানকে বেধে রেখে সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। 


আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবারের ম্যাচে ৮ রানে জিতল বাংলাদেশ। আগে ব্যাট করে ১৫৪ রানের পুঁজি পায় তারা। জবাবে ১৪৬ রানের বেশি করতে পারেনি আফগানিস্তান। 


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের দুইশতম ম্যাচ জেতার পাশাপাশি গ্রুপে তিন ম্যাচে দুই জয় ও এক পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে বাংলাদেশ। এখনও সুপার ফোরের টিকেট নিশ্চিত নয় তাদের। 


'বি' গ্রুপের শেষ ম্যাচে লড়বে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। শ্রীলঙ্কা জিতলে সরাসরি সুপার ফোরে উঠে যাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আর আফগানিস্তান জয় পেলে। তিন দলের হবে সমান ৪ পয়েন্ট। তখন নেট রান রেটের বিবেচনায় পরের রাউন্ডে যাবে দুই দল। 


বাংলাদেশের আশা বাঁচিয়ে রাখা জয়ের বড় কারিগর নাসুম আহমেদ। টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নেমেই বাঁহাতি স্পিনের জাদু দেখান তিনি। আফগান ইনিংসের প্রথম ওভারে উইকেট মেডেনসহ ৪ ওভারে মাত্র ১১ রানে ২ উইকেট নেন নাসুম।


এছাড়া ২৮ রানে ৩ উইকেট নেন অভিজ্ঞ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।


সংক্ষিপ্ত স্কোর:


বাংলাদেশ: ২০ ওভারে ১৫৪/৫ (সাইফ ৩০, তামিম ৫২, লিটন ৯, হৃদয় ২৬, শামীম ১১, অনিক ১২*, সোহান ১২*; ফারুকি ৪-০-৩৭-০, ওমরজাই ৩-০-১৯-১, গাজানফার ৩-০-৩২-০, রশিদ ৪-০-২৬-২, নবী ২-০-১৭-০, নুর ৪-০-২৩-২)


আফগানিস্তান: ২০ ওভারে ১৪৬ (সেদিকউল্লাহ ০, গুরবাজ ৩৫, ইব্রাহিম ৫, নাইব ১৬, নবী ১৫, ওমরজাই ৩০, জানাত ৮, রশিদ ২০, নুর ১৪, গাজানফার ০, ফারুকি ২*; নাসুম ৪-১-১১-২, তাসকিন ৪-০-৩৪-১, মুস্তাফিজ ৪-০-২৮-৩, রিশাদ ৪-০-১৮-২, শামীম ১-০-১৬-০, সাইফ ৩-০-৩৯-০)


ফল: বাংলাদেশ ৮ রানে জয়ী 

০০:২১ , সেপ্টেম্বর ১৭

ঝড় তুলে রশিদের বিদায়

বাংলাদেশের জয়ের পথে কাঁটা হয়ে থাকা রশিদ খানকে আউট করে দিলেন মুস্তাফিজুর রহমান। ১৯তম ওভারের প্রথম বলে নো লুক শটে বাউন্ডারি মেরেছিলেন আফগান অধিনায়ক। পরের বলে থার্ড ম্যানে ধরা পড়েছেন ১১ বলে ২০ রান করা এই ব্যাটার।


পরে ওভারের তৃতীয় বলে আল্লাহ্‌ মোহাম্মদ গাজানফারকেও ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেন মুস্তাফিজ। ১ উইকেট হাতে রেখে ৯ বলে ২৩ রান প্রয়োজন আফগানিস্তানের।

০০:১৬ , সেপ্টেম্বর ১৭

রান আউট জানাত

নাসুম আহমেদের স্পেলের শেষ ওভারেও উইকেটের দেখা পেল বাংলাদেশ। তবে নাসুমের নামে যায়নি এটি। কারণ রান আউট হয়ে গেলেন ৮ বলে ৬ রান করা করিম জানাত।


অফ স্টাম্পের বাইরের বল সজোরে কাভারের দিকে খেলেন জানাত। বাম দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ফিল্ডিংয়ে থামান নুরুল হাসান সোহান। পরে তার থ্রো ধরে স্টাম্প এলোমেলো করেন লিটন কুমার দাস। ডাইভ দিয়েও ক্রিজে ফিরতে পারেননি করিম জানাত। 


১৮ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১২৮ রান। বাকি ১২ বলে তাদের প্রয়োজন ২৭ রান। ৯ বলে ১৬ রানে খেলছেন আফগানদের শেষ আশা রশিদ খান।

০০:০৭ , সেপ্টেম্বর ১৭

বিপজ্জনক ওমরজাইকে ফেরালেন তাসকিন

শেষ স্পেলে বোলিংয়ে ফিরে ছক্কা হজম করলেও মহাগুরুত্বপূর্ণ উইকেট নিলেন তাসকিন আহমেদ। স্লোয়ার ডেলিভারিতে বড় শট খেলার চেষ্টায় হাওয়ায় ভাসিয়ে দেন আজমতউল্লাহ ওমরজাই। পয়েন্টে ক্যাচ নেন সাইফ হাসান।


১ চার ও ৩ ছক্কায় ১৬ বলে ৩০ রান করে আউট হন ওমরজাই। 


১৬ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ১১০ রান। শেষ ৪ ওভারে তাদের প্রয়োজন আরও ৪৫ রান। তবে ক্রিজে কোনো বিশেষজ্ঞ ব্যাটার না থাকায় ম্যাচের লাগাম এখন বাংলাদেশের হাতেই।


ক্রিজে দুই ব্যাটার করিম জানাত ও রশিদ খান।

২৩:৫৩ , সেপ্টেম্বর ১৬

মুস্তাফিজের বলে বোল্ড নবী

ক্রিজে থিতু হয়েও তেমন কিছু করতে পারলেন না মোহাম্মদ নবী। মুস্তাফিজুর রহমানের বলে খোঁচা মেরে বোল্ড হয়ে গেলেন আফগানিস্তানের অভিজ্ঞ ব্যাটার। ১৫ বলে তিনি করেন মাত্র ১৫ রান। 


১৩ ওভারে মাত্র ৭৭ রান করতেই অর্ধেক ব্যাটার হারিয়ে ফেলল আফগানিস্তান। জয়ের জন্য বাকি ৭ ওভারে তাদের করতে হবে আরও ৭৮ রান। এই মুহূর্তে ম্যাচে ফেবারিট বাংলাদেশ।


নতুন ব্যাটার করিম জানাত। ৬ বলে ৩ রানে অপরাজিত আজমতউল্লাহ ওমরজাই। 

২৩:৪২ , সেপ্টেম্বর ১৬

গুরবাজকে থামালেন রিশাদ

পরপর দুই ওভারে দুই উইকেট নিলেন রিশাদ হোসেন। ম্যাচ আরও হেলে গেল বাংলাদেশের দিকে। লেগ স্পিনারের বলে ছক্কা মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে জাকের আলি অনিকের হাতে ধরা পড়লেন রহমানউল্লাহ গুরবাজ। 


২টি করে চার-ছক্কায় ৩১ বলে ৩৫ রান করে ফেরেন উইকেটরক্ষক ব্যাটার। ক্রিজে নতুন ব্যাটার আজমতউল্লাহ ওমরজাই। ৬ বলে ৪ রানে অপরাজিত মোহাম্মদ নবী।


১১ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৬৪ রান। জয়ের জন্য ৯ ওভারে প্রয়োজন ৯১ রান। 

২৩:৩৬ , সেপ্টেম্বর ১৬

মাঝপথে ৩ উইকেটে ৬১

রান তাড়ায় ভালো অবস্থানে নেই আফগানিস্তান। ইনিংসের প্রথম ১০ ওভার শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৬১ রান। জয়ের জন্য বাকি ৬০ বলে করতে হবে আরও ৯৪ রান। 


আফগানদের আশা বাঁচিয়ে রেখে ৩০ বলে ৩৫ রানে অপরাজিত রয়েছেন রহমানউল্লাহ গুরবাজ। তার সঙ্গী হিসেবে আছেন ৪ বলে ২ রান করা মোহাম্মদ নবী। 

২৩:২৯ , সেপ্টেম্বর ১৬

ফিরতি ক্যাচে নাইবের বিদায়

মাথাব্যথার কারণ হয়ে ওঠা জুটি ভেঙে দিলেন রিশাদ হোসেন। নবম ওভারের তৃতীয় বলে ফিরতি ক্যাচ নিয়ে তিনি ড্রেসিং রুমে ফেরত পাঠালেন গুলবদিন নাইবকে। 


২ চারে ১৪ বলে ১৬ রান করে ফিরলেন নাইব। তার বিদায়ে ভাঙল ৩৩ রানের তৃতীয় উইকেট জুটি। 


ক্রিজে নতুন ব্যাটার মোহাম্মদ নবী। রহমানউল্লাহ গুরবাজ ২৫ বলে ২৭ রানে অপরাজিত। 


৮.৩ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৫১ রান। জয়ের জন্য ৬৯ বলে তাদের প্রয়োজন ১০৪ রান।

২৩:১৫ , সেপ্টেম্বর ১৬

পাওয়ার প্লেতে ২ উইকেটে ২৭

ব্যাটিংয়ের শেষ দিকে ঘাটতি বল হাতে পুষিয়ে দিল বাংলাদেশ। পাওয়ার প্লেতে আফগানিস্তানকে একদমই রান করতে দিলেন না নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমানরা।


প্রথম ৬ ওভারে আফগানদের সংগ্রহ ২ উইকেটে ২৭ রান। জয়ের জন্য ৮৪ বলে তাদের প্রয়োজন আরও ১২৮ রান। এরই মধ্যে রানের চাহিদা উঠে গেছে ওভারপ্রতি ৯ রানের বেশি। 


রহমানউল্লাহ গুরবাজ ১৬ বলে ১৩ ও গুলবদিন নাইব ৭ বলে ৭ রানে অপরাজিত। 

২৩:০৬ , সেপ্টেম্বর ১৬

ইব্রাহিমকেও ফেরালেন নাসুম

জীবন পেয়েও কাজে লাগাতে পারলেন না ইব্রাহিম জাদরান। উল্টো মন্থর এক ইনিংস খেলে ধরলেন ড্রেসিং রুমের পথ। পাঁচ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গেল আফগানিস্তান। 


টানা তৃতীয় ওভার করতে এসে প্রথম বলেই ইব্রাহিমকে এলবিডব্লিউ করেছেন নাসুম আহমেদ। রিভিউ নিয়েছিলেন ইব্রাহিম। তবে আম্পায়ার্স কলের কারণে ফিরতে হয়েছে তাকে। আফগানিস্তান অবশ্য রিভিউ হারায়নি।


১২ বলে মাত্র ৫ রান করেন ইব্রাহিম। 


ক্রিজে নতুন ব্যাটার গুলবদিন নাইব। ৫ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেটে ২০ রান। ১৪ বলে ১২ রানে অপরাজিত রহমানউল্লাহ গুরবাজ।


তিন ওভার শেষে নাসুমের বোলিং ফিগার ৩-১-৭-২!

২২:৫৬ , সেপ্টেম্বর ১৬

ইব্রাহিমের ক্যাচ ছাড়লেন রিশাদ

পরপর দুই ওভারে দুই উইকেট নেওয়ার সুযোগ হারাল বাংলাদেশ। দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদের শেষ বলে পয়েন্টে সহজ ক্যাচ ছেড়ে দিলেন রিশাদ হোসেন। রানের খাতা খোলার আগেই জীবন পেলে ইব্রাহিম জাদরান। 


২ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৩ রান। 

২২:২৮ , সেপ্টেম্বর ১৬

১৫৫ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

শেষ দিকে কাঙ্ক্ষিত ঝড় তুলতে পারল না বাংলাদেশ। তাই ভালো মঞ্চ পেয়েও খুব বেশি বড় হলো না দলের পুঁজি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা করল ১৫৪ রান।


অথচ ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৮৭ রান। সেখান থেকে পরের ১০ ওভারে ৪ উইকেটে মাত্র ৬৭ রান করতে পেরেছে তারা। হাতে ৭ উইকেট থাকার পরও শেষ ৫ ওভারে এসেছে মাত্র ৩৫ রান।


তানজিদ হাসান তামিম ছাড়া ব্যাটারদের কেউই তেমন কিছু করতে পারেননি। ক্যারিয়ারের সপ্তম ফিফটিতে ৪ চার ও ৩ ছক্কায় ৩১ বলে ৫২ রানের ইনিংস খেলেন তামিম।


সাইফ হাসানের ব্যাট থেকে আসে ৩০ রান। তবে এজন্য তিনি খেলে ফেলেন ২৮ বল। তাওহিদ হৃদয় ২০ বলে করেন ২৬ রান।


শেষ দিকে মাত্রাতিরিক্ত ডট বল খেলে ফেলেন জাকের আলি অনিক। ১৩ বলে মাত্র ১২ রান করতে পারেন তিনি। নুরুল হাসান সোহান ৬ বলে ১২ রানে অপরাজিত থাকেন।


আফগানিস্তানের পক্ষে ২টি করে উইকেট নেন দুই রিস্ট স্পিনার রশিদ খান ও নুর আহমেদ।


সংক্ষিপ্ত স্কোর:


বাংলাদেশ: ২০ ওভারে ১৫৪/৫ (সাইফ ৩০, তামিম ৫২, লিটন ৯, হৃদয় ২৬, শামীম ১১, অনিক ১২*, সোহান ১২*; ফারুকি ৪-০-৩৭-০, ওমরজাই ৩-০-১৯-১, গাজানফার ৩-০-৩২-০, রশিদ ৪-০-২৬-২, নবী ২-০-১৭-০, নুর ৪-০-২৩-২)

২২:১২ , সেপ্টেম্বর ১৬

ঝড় তুলতে পারলেন না হৃদয়


শেষ দিকে দ্রুত রানের চাহিদা মেটাতে ব্যর্থ তাওহিদ হৃদয়। একপর্যায়ে ১২ বলে ১৮ রান করা ব্যাটার পরের ৮ বলে মাত্র ৮ রান করে ফিরে গেলেন ড্রেসিং রুমে। 


আজমতউল্লাহ ওমরজাইয়ের অফ স্টাম্পের অনেক বাইরের বলে লফটেড শট খেলতে গিয়ে এক্সট্রা কাভারে ক্যাচ দিয়েছেন ২০ বলে ২৬ রান করা হৃদয়। 


ক্রিজে নতুন ব্যাটার নুরুল হাসান সোহান। ১৮.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৪৩ রান। ৮ বলে ১০ রানে অপরাজিত জাকের আলি অনিক। 

২১:৪৪ , সেপ্টেম্বর ১৬

ফিফটি করেই আউট তামিম

ব্যক্তিগত মাইলফলক ছুঁয়ে আর টিকতে পারলেন না তানজিদ হাসান তামিম। নুর আহমেদের বলে ছক্কা মারতে গিয়ে লং অফে ক্যাচ দিলেন বাঁহাতি ওপেনার। 


৪ চার ও ৩ ছক্কায় ৩১ বলে ৫২ রান করে ফিরেছেন তামিম। ক্রিজে নতুন ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী। ৭ বলে ১২ রানে অপরাজিত তাওহিদ হৃদয়।


১৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৪ রান। 

২১:৪০ , সেপ্টেম্বর ১৬

২৮ বলে তামিমের ফিফটি

শুরুতে ঝড়ো ব্যাটিং করা তানজিদ হাসান তামিম পেলেন ফিফটির দেখা। ৪ চার ও ৩ ছক্কায় মাইলফলক ছুঁতে ২৮ বল খেলেন বাঁহাতি ওপেনার।


একপর্যায়ে ১৪ বলে ৩৫ রানে ছিলেন তামিম। পরের ১৫ রান করতে তিনি খেলেন ১৪ বল। ৩৪ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার সপ্তম ফিফটি।


১২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯৫ রান। তামিম ২৮ বলে ২৮ ও তাওহিদ হৃদয় ৫ বলে ৫ রানে অপরাজিত। 

২১:৩২ , সেপ্টেম্বর ১৬

অল্পেই ফিরলেন লিটন

পানি বিরতির পর প্রথম বলেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। ১১তম ওভারে আক্রমণে আসা নুর আহমেদের প্রথম বলেই ড্রেসিং রুমে ফিরে গেলেন লিটন কুমার দাস। 


নুরের ফুল লেংথ ডেলিভারি সুইপ করার চেষ্টায় ব্যাটে লাগাতে পারেননি লিটন। এলবিডব্লিউর জোরাল আবেদনেও সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিয়ে সফল হয় আফগানিস্তান। 


১১ বলে ৯ রান করে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। ক্রিজে নতুন ব্যাটার তাওহিদ হৃদয়। 

২১:২৮ , সেপ্টেম্বর ১৬

মাঝপথে ১ উইকেটে ৮৭

টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের মাঝপথে ভালো অবস্থানেই আছে বাংলাদেশ। ১০ ওভারে তাদের সংগ্রহ ১ উইকেটে ৮৭ রান। 


ফিফটির সম্ভাবনা জাগিয়ে ২২ বলে ৪৭ রানে অপরাজিত তানজিদ হাসান তামিম। লিটন কুমার দাস ১০ বলে ৯ রানে খেলছেন। দুজনের জুটির সংগ্রহ ২০ বলে ২৪ রান।

২১:১৪ , সেপ্টেম্বর ১৬

রশিদের আসতেই সাইফের বিদায়

পাওয়ার প্লে শেষ হওয়ার পর বোলিংয়ে এলেন রশিদ খান। উদ্বোধনী জুটি ভাঙতে তিনি নিলেন মাত্র ৪ বল। গুগলিতে বোল্ড হয়ে গেলেন সাইফ হাসান। 


২ চার ও ১ ছক্কায় ৩০ রান করতে ২৮ বল খেলে ফেলেন এই ম্যাচ দিয়েই একাদশে সুযোগ পাওয়া সাইফ।


৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৬৪ রান। ক্রিজে নতুন ব্যাটার লিটন কুমার দাস। তানজিদ হাসান তামিম ১২ বলে ৩২ রানে অপরাজিত। 

২০:৫১ , সেপ্টেম্বর ১৬

এবার বেঁচে গেলেন তামিম

বাংলাদেশের দুই ওপেনারের কঠিন পরীক্ষা নিচ্ছেন ফজলহক ফারুকি। দ্বিতীয় ওভারে তিন বলের মধ্যে দুবার বেঁচে গেলেন তানজিদ হাসান তামিম।


ওভারের দ্বিতীয় বলে তার ব্যাটের কানায় লেগে যাওয়া বল ক্যাচ নেওয়ার চেষ্টাই করেননি উইকেটরক্ষক ও প্রথম স্লিপের ফিল্ডার। ফলে বেঁচে গিয়ে উল্টো বাউন্ডারিই পেয়ে যান তামিম। 


এক বল পর ভেতরে ঢোকা ডেলিভারিতে এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেয় আফগানিস্তান। রিপ্লেতে দেখা যায়, স্টাম্পে হালকা ছুঁয়ে যেত বল। অর্থাৎ আম্পায়ার্স কল। তাই বিপদ ঘটেনি তামিমের। রিভিউও হারায়নি আফগানরা।


শেষ দুই বলে চার মেরে ফারুকির হতাশা আরও বাড়ান তামিম।


৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ২৪ রান। তামিম ৭ বলে ১৮ ও সাইফ হাসান ১১ বলে ৫ রানে অপরাজিত।  

২০:৩৯ , সেপ্টেম্বর ১৬

শুরুতেই বাঁচলেন সাইফ

একাদশে ফেরার ম্যাচে শূন্য রানে আউট হতে পারতেন সাইফ হাসান। ফজলহক ফারুকির বলে তার লফটেড ড্রাইভে কাভার অঞ্চলে দাঁড়িয়ে অল্পের জন্য ক্যাচ নিতে পারেননি আজমতউল্লাহ ওমরজাই।


অবশ্য রেগুলেশন ক্যাচও ছিল না। বেশ কঠিন সুযোগটি অল্পের জন্য হাতে রাখতে পারেননি ওমরজাই। বলা ভালো, নিশ্চিত চার ঠেকিয়ে তিন রান বাঁচিয়েছেন তিনি। 


প্রথম ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৩ রান। 

২০:২৫ , সেপ্টেম্বর ১৬

১৬০-১৬৫ রানের পিচ

খেলা শুরুর আগে পিচ রিপোর্টে রবী শাস্ত্রি ও রাসেল আর্নল্ড বলেছেন, পিচটি এমন যে কিছু ডেলিভারি খুব গতির সঙ্গে চলে যাবে বাউন্ডারিতে। পাওয়ার প্লের পূর্ণ ফায়দা নেওয়া জরুরি। কারণ ধীরে ধীরে মন্থর হতে থাকবে পিচ। এখানে ১৬০-১৬৫ রান ভালো সংগ্রহ। তবে ১০-১৫ রান বেশি করা উচিত যে কোনো দলের। পিচে টার্ন থাকবে তবে খুব বেশি নয়।

২০:১৬ , সেপ্টেম্বর ১৬

আফগানিস্তানের অপরিবর্তিত একাদশ

হংকংয়ের বিপক্ষে সহজ জয় পাওয়া একাদশে কোনো পরিবর্তন আনেনি আফগানিস্তান। বাঁহাতি পেসার ফজলহক ফারুকির সঙ্গে দুই পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই, গুলবদিন নাইব ও করিম জানাত আছে তাদের দলে।


স্পিন বিভাগে আছেন নুর আহমেদ, রশিদ খান, মোহাম্মদ নবী ও আল্লাহ্‌ মোহাম্মদ গাজানফার। 

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ অতল, ইব্রাহিম জাদরান, গুলবদিন নাইব, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), নুর আহমেদ, আল্লাহ্‌ মোহাম্মদ গাজানফার, ফজলহক ফারুকি।

২০:১২ , সেপ্টেম্বর ১৬

বাংলাদেশের একাদশে চার পরিবর্তন

বাঁচা-মরার ম্যাচে নিজেদের একাদশে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।


তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ। 


একাদশে দুই পেসার তাসকিন ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন দুই স্পিনার নাসুম ও রিশাদ হোসেন। তাই সাইফ ও শামীম হোসেন পাটোয়ারীকেও বোলিং করতে হবে অন্তত ৪ ওভার। 


বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

১৯:৪১ , সেপ্টেম্বর ১৬

‘বাংলাদেশ ফাইনাল খেললেও অবাক হবো না’

টি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, এশিয়া কাপে বাংলাদেশ ফাইনাল খেললেও তিনি অবাক হবেন না। আর সেটি নিজেদের যোগ্যতায়ই করতে পারবে বাংলাদেশ, এমনটাই বিশ্বাস ফাহিমের।


সাক্ষাৎকারটি পড়তে ক্লিক করুন: ‘বাংলাদেশ ফাইনাল খেললেও অবাক হবো না’


১৯:১৮ , সেপ্টেম্বর ১৬

বাংলাদেশের মাইলফলকের ম্যাচ

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের এটি দুইশতম টি-টোয়েন্টি ম্যাচ। এই ফরম্যাটে দুইশ ম্যাচ খেলা নবম দল হবে বাংলাদেশ।


এখন পর্যন্ত খেলা ১৯৯ ম্যাচে বাংলাদেশের জয় ৭৯টি আর তারা হেরেছে ১১৫ ম্যাচে। ফল আসেনি বাকি ৫ ম্যাচে। 


২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের ১০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে মোহাম্মদ নাঈম শেখ ও সৌম্য সরকারের ফিফটিতে সেদিন ৮ উইকেটে জিতেছিল তারা। 


এবার দুইশতম ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের সামনে।

১৯:১০ , সেপ্টেম্বর ১৬

দেশের বাইরে জয়বিহীন বাংলাদেশ

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে দেশের বাইরে এখন পর্যন্ত কোনো জয় পায়নি বাংলাদেশ। দেশের মাঠে খেলা ৭ ম্যাচের ৫টিই জিতেছে তারা।


আর দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে ৫ ম্যাচ খেলে সবকটিই হেরেছে বাংলাদেশ।

১৯:০৭ , সেপ্টেম্বর ১৬

মুখোমুখি পরিসংখ্যান

মুখোমুখি লড়াইয়ে আফগানিস্তানের চেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। দুই দলের এখন পর্যন্ত ১২ বারের সাক্ষাতে ৭ ম্যাচ জিতেছে আফগানরা। বাংলাদেশের জয় ৫টিতে।


সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে আফগানিস্তান। বাংলাদেশের জয় দুই ম্যাচে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের সবশেষ লড়াইয়ে মাত্র ১১৫ রানের পুঁজি নিয়েও জিতেছিল আফগানিস্তান।

১৯:০৩ , সেপ্টেম্বর ১৬

বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশ

news-details

হারলেই পত্রপাঠ বিদায়। জিতলেও অপেক্ষায় থাকতে হবে গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত। এমনই অনিশ্চয়তা নিয়ে আফগানিস্তানের বিপক্ষে 'বি' গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।


আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা শুরু হবে খেলা। এর আগে রাত ৮টায় হওয়ার কথা টস।


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি হবে বাংলাদেশের ২০০তম ম্যাচ। এর আগে নিজেদের ১০০তম ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়েছিল তারা। এবার দুইশতম ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারলেই টিকে থাকবে সুপার ফোরে খেলার আশা। 


টি-টোয়েন্টি ফরম্যাটে বরাবরই বেশ কঠিন দল আফগানিস্তান। মুখোমুখি পরিসংখ্যানেও বাংলাদেশের চেয়ে এগিয়ে তারা। তার ওপর শ্রীলঙ্কার কাছে হেরে কিছুটা চাপে বাংলাদেশ। তাই তাদের জন্য কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে সামনে।


তবে তাতে দমে না গিয়ে বিশ্বাসের মন্ত্রে এগোনোর কথা বলেছেন মুশতাক আহমেদ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্রিকেটারদের সাহস যোগানোর চেষ্টা করেছেন পাকিস্তানি স্পিন বোলিং কোচ। 


আফগানিস্তানের প্রধান কোচ জনাথন ট্রটও অবশ্য বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না। বাংলাদেশের সামর্থ্য সম্পর্কে ধারণা থাকায় কঠিন এক লড়াইয়ের আশাই করছেন সাবেক ইংলিশ ব্যাটার।



আলোচনায় অংশ নিন